Tag: আটক

  • রামপালে প্রেমের ফাঁদে ফেলে টাকা হাতানোর অভিযোগে প্রতারক চক্রের ৮ সদস্য আটক।

    রামপালে প্রেমের ফাঁদে ফেলে টাকা হাতানোর অভিযোগে প্রতারক চক্রের ৮ সদস্য আটক।

    রামপাল(বাগেরহাট)প্রতিনধিঃ বাগেরহাটের  রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের  এক কর্মকর্তাকে ফাঁদে ফেলে অর্থ  হাতিয়ে নেওয়ার অভিযোগে এক নারীসহ ৭ প্রতারক কে আটক করেছে রামপাল থানা পুলিশ।
    মঙ্গলবার (১৬ জানুয়ারি) গভীর রাতে উপজেলার  শ্রীফলতলা নামক স্থানে অভিযান চালিয়ে এদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত মোটরসাইকেল ও নগদ টাকা উদ্ধার করে পুলিশ।
    আটককৃতরা হলো- উপজেলার  মো. শাহীন শেখ(২২), সুরাইয়া আক্তার টিনা (১৮), মো. রমজান শেখ (১৭), মো. আব্দুল্লাহ শেখ (২০), আসলাম মোল্লা আকাশ (২০), ইমন শেখ (১৭),ফেরদৌস হাসান জয় (১৭),ও  সিয়াম (১৮)। মামলা দায়ের পূর্বক বুধবার বিকেলে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
    পুলিশ জানায়, প্রতারক শাহীন শেখ মোবাইল ফোন ব্যবহার করে কথিত প্রেমিকা টিনাকে সাথে নিয়ে একটি প্রতারক চক্র গড়ে তোলে। তারা ওই নারী সদস্যকে দিয়ে বিভিন্ন লোককে প্রেমের ফাঁদে ফেলতো। এক পর্যায়ে তারা রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে কাজ করা পাওয়ার মেক লিমিটেড কোম্পানির ম্যানেজার আদিল মাহামুদকে ফাঁদে  ফেলে। গত  ১৩ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৭ টায় তার ব্যবহৃত মুঠোফোনে কল দেয়। ওই সময় তাকে খুলনা মোংলা মহাসড়কের ভেকটমারী বেলাই ব্রীজের কাছে আসতে বলে।
    আদিল মাহামুদ সেখানে গেলে তাকে বেঁধে মাহিন্দ্রা গাড়িতে করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এরপর তাঁকে হত্যার হুমকি দিয়ে মারপিট করে। এক পর্যায়ে  তার কাছে থাকে নগদ টাকা,  মোটরসাইকেল, এটিএম কার্ড ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এরপর তারা আদিলের বাড়িতে ফোন করিয়ে কয়েক দফায় বিকাশ ও রকেট এ্যাকাউন্টের মাধ্যমে প্রায় ৮০ হাজার টাকার মত হাতিয়ে নেয়। এদিন গভীর রাতে  তাকে চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে ছেড়ে দিয়ে আরও ৬ লক্ষ টাকা দাবী করে। পরাবর্তিতে  গত  ১৬ জানুয়ারী সকাল ৮ টায় আদিল মাহামুদ ফয়লা গিয়ে মাহিন্দ্রা চালককে চিনতে পেরে তার মাধ্যমে আসামীদের সনাক্ত করেন।
    রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোমেন দাস বলেন, দীর্ঘ দিন ধরে আটক প্রতারক চক্র বিভিন্নভাবে ফেসবুকের মাধ্যমে টার্গেট করে প্রেমের ফাঁদে ফেলে সহজ সরল মানুষদের কাছ থেকে মুক্তিপণ আদায় করে আসছিল।
    আদিল মাহামুদের অভিযোগের সত্যতা পেয়ে প্রতারক  চক্রের ৮ আটক করা হয়েছে।   তাদেরকে আদালতে প্রেরন করা হয়েছে। এছাড়া এই চক্রের ৩-৪ জন পলাতক রয়েছে। তাদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
    উল্লেখ্য, ছিনতাইকৃত মটর সাইকেলটি আঃরশিদের পুত্র শেরখানের বাড়ী থেকে উদ্ধার করা হয়েছে।
    যাদের বাড়ি থেকে মটর সাইকেল উদ্ধার করা হয়েছে, তাদের কেউ কেন মামলায় আসামি বা আটক হয়নি, সাংবাদিকদের এ প্রশ্নের উত্তরে রামপাল-মো়ংলার সার্কেল এ.এস.পি
    মুসফিকুর রহমান তুষার বলেন, প্রাথমিক তদন্তে তাদের বিরুদ্ধে কোন অভিযোগ পাওয়া যায়নি বলে তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নি। দোষী প্রমাণিত হলে ব্যবস্থা নেয়া হবে। তবে ছিনতাই করে আনা মটর সাইকেল যাদের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে, তাদের কাউকে জিজ্ঞাসাবাদ বা আটক না করায় এলাকা নানা  মুখী গুজ্ঞনের সৃষ্টি হয়েছে।
  • রামপালে হরিণের মাংসসহ যুবক আটক।

    রামপালে হরিণের মাংসসহ যুবক আটক।

    মল্লিক জামান,রামপাল(বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে থানা পুলিশের বিশেষ অভিযানে সুন্দরবন থেকে চুরি করে এনে হরিণের মাংস পাচারের সময় মো. শফিকুল শেখ (৩০) নামের এক ব্যক্তিকে আটক করেছে।
    আটক শফিকুল উপজেলার রামপাল সদর ইউনিয়নের ভাগা এলাকার মৃত হাসান আলী শেখের ছেলে।
    রবিবার (২৪ ডিসেম্বর) রাতে থানা পুলিশ গোপন সূত্রে খবর পায় যে, রামপাল সদর ইউনিয়নের হাতিরবেড় গ্রামের নতুনহাট নামক স্থানের বগুড়া নদীতে থাকা একটি ইঞ্জিন চালিত নৌকায় হরিণের মাংস পাচার করছে একটি চোর চক্র। এ সংবাদ পেয়ে সাব-ইন্সফেক্টর লিটন কুমার বিশ্বাসের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে ২৯.৫ (উনত্রিশ কেজি পাঁচশো) হরিণের মাংস উদ্ধার করে।
    এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাসের কাছে জানতে চাইলে তিনি এ প্রতিবেদককে জানান, গতরাতে অভিযান চালিয়ে ২৯.৫ কেজি হরিণের মাংসসহ এক পাচারকারীকে আটক করা হয়েছে।  এ সময় পাচারের কাজে ব্যবহৃত ইঞ্জিন চালিত একটি  নৌকা জব্দ করা হয়েছে এবং আসামির বিরুদ্ধে একটি রুজু পূর্বক আজ সোমবার (২৫ ডিসেম্বর) বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
  • গোদাগাড়ীতে র‌্যাবের অভিযানে দূর্গম চরে হেরোইন দুই মাদক ব্যবসায়ী আটক।

    গোদাগাড়ীতে র‌্যাবের অভিযানে দূর্গম চরে হেরোইন দুই মাদক ব্যবসায়ী আটক।

    রবিউল ইসলাম,গোদাগাড়ী(রাজশাহী)প্রতিনিধিঃ

    রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার চরআষাড়িয়াদহ ইউনিয়ন’ চর হনুমন্তনগর ২১ ডিসেম্বর ২০২৩ তারিখ সময় রাত্রী আনুমান -০৪.১৫ মিনিটের দিকে র‌্যাব-৫ অপারেশন পরিচালনা করে হেরোইন-০৫ কেজি ২০০ গ্রাম,হেরোইন  মোবাইল-০১টি, সীম-০১ টি, ও নগদ-১,১০,০০০/- টাকা উদ্ধার করেন এবং ১। মোঃ কাজিম উদ্দিন @ তৈয়ব (৪৪), পিতা-গিয়াস উদ্দিন, ২। মোঃ জীবন আলী (১৭), পিতা-মোঃ কাজিম উদ্দিন তৈয়ব, উভয় সাং-চরহনুমন্তনগর, ইউপি-চরআষাড়িয়াদহ, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী’কে আটক করেছে।

    র‌্যাব-৫ সূত্রে জানা যায় আটককৃতদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, মোঃ কাজিম উদ্দিন @ তৈয়ব এবং তার ছেলে মোঃ জীবন আলী সংঘবদ্ধ মাদক চক্রের সাথে জড়িত। আটককৃত কাজিম উদ্দিন @ তৈয়ব এর মাদকের চালান সংগ্রহ করার বাইরেও মাদক সংক্রান্ত সকল ধরণের হিসাব-নিকাশ অর্থাৎ একাউন্টেন্ট এর কাজ করত তার ছেলে মোঃ জীবন আলী। এই চক্রটির সদস্যরা এলাকায় বিভিন্ন পেশার ছদ্মবেশের আড়ালে সীমান্তের ওপার হতে
    বিপুর পরিমাণ হেরোইন চোরাচালান করে থাকে।

  • মাধবপুরে ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার।

    মাধবপুরে ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার।

    নাহিদ মিয়া,মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি।
    হবিগঞ্জের মাধবপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২১শে নভেম্বর) ভোররাতে মাধবপুর থানাধীন কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফা’র নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধর্মঘর ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামের রাস্তায় অভিযান চালিয়ে ১হাজার পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার  করেন। গ্রেফতারকৃতরা হলো মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের শিয়ালউড়ি গ্রামের তারন আলীর পুত্র আশরাফ আলী (৩৮) ও আমিন খান এর পুত্র মজিদ মিয়া (৩৪) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার মনিপুর গ্রামের আবু মিয়া’র পুত্র বাবুল মিয়া (২৮)। এ বিষয়ে মাধবপুর থানার ওসি মো: রকিবুল ইসলাম খাঁন সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রকৃয়াধীন।
  • রামপালে রাস্তায় অগ্নিসংযোগের সময় যুবক আটক।

    রামপালে রাস্তায় অগ্নিসংযোগের সময় যুবক আটক।

    রামপালে রাস্তায় অগ্নিসংযোগের সময় যুবক আটক

    রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে রাস্তায় আগুন  জ্বালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে মো. নাজমুল আহসান (৪১) নামের এক যুবককে আটক করেছে রামপাল থানা পুলিশ।
    সে উপজেলার বাঁশতলী ইউনিয়নের গিলাতলা এলাকার গাজী আ. হাকিমের ছেলে।
    গতকাল সোমবার (২০ নভেম্বর)  উপজেলার ভাগা বাজার এলাকায় রাস্তায় আগুন দেওয়ার সময় রামপাল থানা পুলিশের একটি দল নাজমুলকে হাতেনাতে আটক করে।
    রামপাল থানা সূত্রে জানা গেছে যে, অভিযুক্ত যুবক নাজমুল হাসান ভাগা বাজার এলাকায়  কিছু ঝুট(পুরোনো কাপড়) দিয়ে  রাস্তায় আগুন জ্বালায়। এসময় ঐ এলাকায় টহলরত থানা পুলিশের একটি দল তাকে আটক করে।
    এ বিষয়ে রামপাল থানার অফিসার-ইন-চার্জ এস. এম. আশরাফুল আলম এ প্রতিবেদককে জানান যে, গতকাল রামপালের গুরুত্বপূর্ণ ভাগা বাজার এলাকায় অগ্নি সন্ত্রাসের চেষ্টা চালায় নাজমুল হাসান নামের এক যুবক। এসময় তাকে থানা পুলিশের টহলরত একটি দল তাকে আটক করে। তার বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে এবং আজ (২১ নভেম্বর) তাকে  বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
  • মাধবপুরে দুই ডাকাত আটক।

    মাধবপুরে দুই ডাকাত আটক।

    মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি।
    হবিগঞ্জের মাধবপুরে ডাকাতির প্রস্তুতি কালে দুই ডাকাতকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২১ নভেম্বর) রাতে মাধবপুর থানাধীন কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফা’র নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধর্মঘর ইউনিয়নের চক রাজেন্দ্রপুর গ্রামে অভিযান চালিয়ে ও এলাকাবাসীর সহযোগিতায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার দাড়িয়াপুর গ্রামের ফুল মিয়া’র পুত্র এনু মিয়া (৪৮) ও কসবা উপজেলার বিনাউটি গ্রামের হাবিল মিয়া’র পুত্র শাহীন মিয়া (৪২) কে আটক করে। এসময় পুলিশের উপস্থিত টের পেয়ে তাদের ১৪/১৫ জন সহযোগী পালিয়ে গেছে । এ বিষয়ে মাধবপুর থানার ওসি মো: রকিবুল ইসলাম খান সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত ব্যাক্তিদের বিরুদ্ধে মামলা রুজু প্রকৃয়াধীন আছে। পলাতক ডাকাতদেরকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।
  • পীরগঞ্জে ককটেল বিস্ফোরণে দুই পুলিশ সদস্য আহত, আটক-৩।

    পীরগঞ্জে ককটেল বিস্ফোরণে দুই পুলিশ সদস্য আহত, আটক-৩।

    রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
    বিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় দফা অবরোধ কর্মসূচির প্রথম দিন আজ রোববার (৫ নভেম্বর) সকালে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিএনপি-জামায়াত কর্মীদের ককটেল বিস্ফোরণ ও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেলে নিক্ষেপের ঘটনা ঘটেছে।
    এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ বিএনপি-জামায়াতের তিন কর্মীকে আটক করেছে।
    পীরগঞ্জ থানার ওসি আব্দুল লতিফ শেখ জানান, পৌর শহরের কালিরহাট মোড়ে বিএনপি-জামায়াত কর্মীরা টায়ারে আগুন দিয়ে পীরগঞ্জ-ঠাকুরগাঁও পাকাসড়ক অবরোধ করার চেষ্টা করে। এসময় থানা পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে অবরোধকারীরা তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে দুই পুলিশ সদস্য আহত হন। তাদের পীরগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে বিপুল সংখ্যক লাঠি, বিস্ফোরিত ককটেলের খোসা উদ্ধার করা হয়েছে।
  • বাঘায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও জামায়ত নেতাসহ আটক-৯।

    বাঘায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও জামায়ত নেতাসহ আটক-৯।

    বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃরাজশাহীর বাঘা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা জিন্নাত আলী (৫৭) সহ বিস্ফোরক আইনে ৬ জনকে আটক করা হয়েছে। শুক্রবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলা চেয়ারম্যানকে বাঘাপৌরসভার আমোদপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
    এ বিষয়ে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা জিন্নাত আলীর ছেলে ইলিয়াস কবীর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, আমার ভাতিজার জানাজার নামাজের প্রস্তুতি নেওয়া অবস্থায় আমার সন্মানিত পিতা বাঘা উপজেলা পরিষদের সাবেক চেয়াারম্যান মাওলানা জিন্নাত আলীকে পুলিশ সম্পুর্ণ অন্যায় ভাবে গ্রেপ্তার করে। পরিবারের সদস্যের জানাজাতে অংশ নেওয়ার মত একটি মানবিক কাজ থেকে আমার আব্বুকে গ্রেপ্তারের মত এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আমার আব্বুর নিঃশর্ত মুক্তি দাবি করছি।
    এছাড়া বিস্ফোরক আইনে বৃহস্পতিবার রাতে সরেরহাট গ্রামের মৃত আবদুল কুদ্দুস সরকারের ছেলে সাগর আলী সরকার (২৩), কলিগ্রামের মৃত আবু তাহেরের ছেলে মনিরুজ্জামান (৪২), ছারেত মন্ডলের ছেলে মামুন মন্ডল (৩৩), রফিকুল আলীর ছেলে রব্বেল আলী (৩৫), মুর্শিদপুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে জীবন আলীকে (২৪) আটক করা হয়েছে।অপর দিকে ওয়ারেন্টভূক্ত আসামী বাউসা তেথুলিয়া শিকদারপাড়া গ্রামের আবু বক্করের ছেলে মকবুল হোসেন (৫৮), মক্কেল আলী (৫৪), মক্কেল শিকদারের ছেলে জাকের আলীকে (৪৮) আটক করা হয়েছে।
    এ বিষয়ে বাঘা থানার পরিদর্শক(ওসি) খায়রুল ইসলাম বলেন, ১৯০৮ সালের বিস্ফোরক আইন (সংশোধনী/২০০২) আইনে ৬ জনকে আটক করা হয়েছে। এছাড়া ওয়ারেন্টভূক্ত আসামী ৩ জনকে আটক করা হয়েছে।
  • রামপালে গাঁজাসহ মাদকসেবী আটক।

    রামপালে গাঁজাসহ মাদকসেবী আটক।

    রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে থানা পুলিশের মাদক নির্মূল  অভিযানে গাঁজাসহ  মাদকসেবী  কারবারি মোঃ ইব্রাহীম মোল্লা(২৩) নামের এক যুবককে আটক  করেছে।
    মাদকসেবী মোঃ ইব্রাহীম মোল্লা উপজেলার  ভেটমারি গ্রামের মোঃ রফিকুল মোল্লার ছেলে।
    বুধবার ( ০১ নভেম্বর ) সকালে  থানা পুলিশ গোপন সূত্রে খবর পায় যে, উপজেলার শ্রীফলতলা গ্রামের উত্তর পাড়ায় দাউদখালী নদীর পাশে  কাঁচা রাস্তায়  মাদক নিয়ে  অপেক্ষা করছে এক যুবক। এ খবর পেয়ে সাব-ইন্সফেক্টর মোঃ ইসমাইল হোসেনের  নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায়। অভিযান চালিয়ে  ইব্রাহীম মোল্লার দেহ তল্লাশী করে এবং ৫১ (একান্ন) গ্রাম গাঁজা উদ্ধার করে।
    এ বিষয়ে রামপাল থানার অফিসার-ইন-চার্জ  এস. এম. আশরাফুল আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন,  আজ সকালে শ্রীফলতলা এলাকায় অভিযান চালিয়ে এক মাদকসেবী যুবককে আটক করা হয়েছে।  তার  বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং আজ (০১ নভেম্বর) আসামীকে   বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
  • দেওয়ানগঞ্জে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার, আটক-১।

    দেওয়ানগঞ্জে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার, আটক-১।

    ফরিদুল ইসলাম,দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ জামালপুরের দেওয়ানগঞ্জে নিখোঁজের একদিন পর একটি ঝুপড়ি থেকে যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
    উপজেলার পাররামরামপুর ইউনিয়ন থেকে গতকাল রবিবার ২২ অক্টোবর সন্ধ্যার পর নিখোঁজ হয় ভ্যানচালক আশরাফুল।
    সোমবার (২৩ অক্টোবর ২০২৩) দুপুরে ঝালোরচর ব্রহ্মপুত্র নদ-তীরবর্তী একটি ঝোঁপঝার থেকে তার লাশ উদ্ধার করেন দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ।
    স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আশরাফুল (১৫) পাররামরামপুর ইউনিয়নের তারাটিয়া বাজার এলাকার মো: শহিদ মিয়ার ছেলে ও তারাটিয়া আলহাজ্ব লাল মাহমুদ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র। লেখাপড়ার পাশাপাশি তাদের নিজস্ব ভ্যানটি চালিয়ে পড়াশুনা খরচ চালান তিনি।
    এ ঘটনায় আটককৃত নয়ন মিয়া একই গ্রামের মো. মহল মিয়ার ছেলে।
    আটককৃত নয়ন মিয়ার ভাষ্যমতে, গতকাল সন্ধ্যায় আশরাফুল ইসলামের ভ্যান গাড়িসহ দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে বের হয়। তারাটিয়া থেকে দেওয়ানগঞ্জ যাওয়ার মাঝামাঝি বাসেতপুর গ্রামে একটি নির্জন এলাকায় দাঁড়ান। পরে নয়নসহ আরো তিনজন মিলে ইট দিয়ে তার মাথায় আঘাত করে হত্যা করা হয়। পরে বাসেতপুর গ্রামের একটি ঝোপঝাড়ের মধ্যে তার লাশ রেখে গাড়িটি বিক্রির উদ্দেশ্যে দেওয়ানগঞ্জ নিয়ে যায়। দেওয়ানগঞ্জ বাজারে গাড়িটি বিক্রির জন্য লোকজনদের বলেন।পরে স্থানীয় লোকজন তার পায়ে রক্তের চিহ্ন দেখে দেওয়ানগঞ্জ মডেল থানায় খবর দেন। এরপর তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানা যায় এই হত্যাকাণ্ডের আসল রহস্য। নয়নের সহযোগিতায় দেওয়ানগঞ্জ মডেল থানার পুলিশ আশরাফুলের মরদেহটি বাসেতপুর গ্রাম থেকে উদ্ধার করে দেওয়ানগঞ্জ মডেল থানায় আনা হয়। পরে আশরাফুলের পরিবার আশরাফুলের লাশটি সনাক্ত করেন।
    এ বিষয়ে দেওয়ানগঞ্জ বকশীগঞ্জ সার্কেল অফিসার সুমন কান্তি জানান, লাশ সনাক্ত করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে এ ঘটনায় একজনকে আটক করেছে দেওয়ানগঞ্জ থানা পুলিশ।