Tag: আজিজ

  • সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ অধ্যাপক আব্দুল আজিজ গ্রেফতার।

    সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ অধ্যাপক আব্দুল আজিজ গ্রেফতার।

    সিরাজগঞ্জ-৩ আসন(তাড়াশ-রায়গঞ্জ)এর সাবেক সংসদ সদস্য অধ্যাপক মো. আব্দুল আজিজকে রাজধানীর কলাবাগান এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটিলিয়ান র‍্যাব-২ এর সদস্যরা। ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে বি.এন.পি নেতা আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী প্রচারনার সময় আ.লীগের নেতাকর্মী তাকে হত্যার উদ্দেশ্যে হামলা করে।এ সময় দলীয় নেতাকর্মীরে মানব প্রাচীরে তিনি আত্মরক্ষা পান। ককটেল ও হাত বোমা বিস্ফোরণ ঘটিয়ে নাশতা করে। তার বিরুদ্ধে তাড়াশ উপজেলায় হত্যার চেষ্টা ও বিস্ফোরণ আইনে নাশকতার মামলা রয়েছে।
    মঙ্গলবার(৪ ফেব্রুয়ারী)র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান র‍্যাব-২ এর মিডিয়া অফিসার খান আসিফ(তপু) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। এ সময় তিনি জানান সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানায় তার বিরুদ্ধে হত্যার চেষ্টা ও নাশকতার মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন যাবৎ হলো রাজধানীর কলাবাগান এলাকায় আত্মগোপনে আছেন এমন সংবাদের ভিত্তিতে উল্লেখিত এলাকায় র‍্যাব-২ এর সদস্যরা সোমবার(৩ ফেব্রুয়ারী) রাতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।