Tag: আওয়ামীলীগ

  • তানোরে আ’লীগের উদ্যোগে শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী পালন।

    তানোরে আ’লীগের উদ্যোগে শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী পালন।

    তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর তানোর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জৈষ্ঠ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

    মঙ্গলবার(২৮সেপ্টেম্বর)সকালে তানোর পৌরসভা চত্ত্বরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ্ আল-মামুনের সঞ্চালনায় ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রাব্বানীর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তানোর পৌর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র ইমরুল হক, মুন্ডুমালা পৌর মেয়র সাইদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মন্ডল, সাংগঠনিক সম্পাদক সম্পাদক রাকিবুল ইসলাম পাপুল সরকার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রেজাউল ইসলাম,পাঁচন্দর ইউপি আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিজেন কর্মকার, কৃষক লীগ নেতা নজরুল ইসলাম, কলমা ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান শরিফুল ইসলাম, তানোর পৌর যুবলীগের সভাপতি রাজিব সরকার হিরো ও সাধারণ সম্পাদক ওহাব সরদার, ছাত্র লীগ নেতা অপুর্ব হালদার প্রমুখ। উপস্থিত ছিলেন।

  • ফুলবাড়ী উপজেলা আ’লীগের সভাপতি অসুস্থ;সকলের দোয়া প্রার্থনা।

    ফুলবাড়ী উপজেলা আ’লীগের সভাপতি অসুস্থ;সকলের দোয়া প্রার্থনা।

    মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ
    দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা আওয়ামীলীগের সভাপতি হায়দার আলী শাহ্ গুরুতর অসুস্থ হয়ে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। গত১৮ই সেপ্টেম্বর শনিবার রাত ১১টার দিকে তাকে ভর্তি করা হয়।

    তার ছেলে জাকির হোসেন জানিয়েছেন তাঁর বাবার হার্ট,কিডনী জটিলতা,ডায়াবেটিস ও প্রচন্ড শ্বাসকষ্ট রয়েছে বলে জানিয়েছে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক। তবে আগের তুলনায় এখন কিছুটা ভালোর দিকে।

    তিনি সকলের কাছে তার বাবার সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা করেছেন,সেই সাথে দলের সকল নেতাকর্মীরাও দোয়া প্রার্থনা করেছেন।এদিকে তার অসুস্থ্যতার খবর পেয়ে সার্বক্ষনিক খোঁজ খবর রাখছেন,দিনাজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।

    উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন বলেন,দলের পক্ষ থেকে সভাপতি সাহেবের জন্য সব সময় খোঁজ খবর রাখা হচ্ছে,তার সুস্থ্যতার জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন।

  • বালুদস্যুর অভিযোগ ধামাচাপা দিতে আ,লীগ অফিসে চেয়ারম্যানের প্রতিবাদসভা।

    বালুদস্যুর অভিযোগ ধামাচাপা দিতে আ,লীগ অফিসে চেয়ারম্যানের প্রতিবাদসভা।

     

    বালুদস্যুর অভিযোগ ধামাচাপা দিতে সিরাজগঞ্জ এনায়তেপুর থানা সৈদিয়া চাঁদপুর ইউনিয়নের চেয়ারম্যান রাশেদুল ইসলাম সেরাজ তার পক্ষে প্রতিবাদ সভা করিয়েছেন বলে অভিযোগ উঠেছে। ১৯ (আগস্ট) বৃহস্পতিবার সকালে এনায়েতপুর- বেতিল বাজারে প্রতিবাদসভার আয়োজন করা হলে স্থানীয় লোকজনের ধাওয়ায় খেয়ে বিতারিত হয়ে পরে এনায়েতপুর থানা আ’লীগ অফিসে প্রতিবাদ সভা করেন। চেয়ারম্যান নিজের অপরাধ ঢাকতে থানা আ’লীগ অফিসে কিভাবে প্রতিবাদ সভার আয়োজন করেন এ বিষয়ে এনায়েতপুর থানা আ’লীগ নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছেন। এই প্রতিবাদ সভার তীব্রনিন্দা জানিয়েছেন।

    এদিকে বালু দস্যু ও সংখ্যালঘুদের বাড়ি দখল অভিযোগ ধামাচাপা দিতে চেয়ারম্যানের আ,লীগ অফিসে এ প্রতিবাদ সভা করা কে মানুষ ছি ছি করছে আর বলছে অভিযোগ ঢাকতেই এই প্রতিবাদ সভা করেন। ইউনিয়নের লোকজনকে অর্থের আশ্বাস আর ভয় ভীতি দেখিয়ে এ প্রতিবাদ সভা লোকজন জড়ো করেন স্থানীয়রা অভিযোগ করেছেন।

    উল্লেখ্য, ব্যাক্তি মালিকানাধীন জমিতে অবৈধ ভাবে বালু মহাল স্থাপনের প্রতিবাদে সিরাজগঞ্জের এনায়তপুর থানার সৈদিয়া চাঁদপুর ইউনিয়নের চেয়ারম্যান রাশেদুল ইসলাম সিরাজের বিরুদ্ধে এলাকাবাসী বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসুচি পালন করেছে।

    বৃহস্পতিবার (১২ আগষ্ট) সকাল সাড় ১০টার দিকে এনায়েতপুর-সিরাজগঞ্জ আঞ্চলিক সড়কের বেতিল বাজারে আধাঘটা ব্যাপী এ কর্মসুচিতে সৈদিয়া চাঁদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি সিরাজুল আলম মাস্টারের সভাপতিত্বে এনায়েতপুর থানা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর আলম জাহিদ, আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান মনি, সাবেক ইউপি সদস্য নূর মাহাম্মদ সিকদার, গোলাম হোসন, রজব আলী, যুবলীগ নেতা হাফিজুর রহমান হাফিজ, মনসুর আলী প্রমুখ বক্তব্য রাখেন।

    বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সৈদিয়া চাঁদপুর ইউনিয়নের চেয়ারম্যান রাশেদুল ইসলাম সিরাজ যমুনার চরের ব্যাক্তি মালিকানাধীন জমিতে জোরপূর্বক অবৈধ ভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে বিক্রি করছে। এছাড়া গত জুন মাস আমাদের ব্যাক্তিগত জমিতে বালু মহাল করার জন্য ডিসির কাছ আবেদন করেছে। তার এই অপতৎপরতা আমরা কখনো মেনে নেবোনা। যদি বালু মহালের অনুমতি দেয়া হয় তবে আমরা হাজার হাজার মানুষ লংমার্চ ও ডিসি অফিস ঘেরাও কর্মসুচি দেবো। তারা আরও বলেন, সিরাজ চেয়ারম্যান এমপি মমিন মন্ডলকে সংস্পর্শ থেকে তাকে কৌশলে ঢাল হিসবে ব্যবহার করে খামারগ্রামের হিদুদের বাড়ি দখলসহ প্রভাব খাটিয়ে সাধারন মানুষকে অত্যাচার অবিচার করছে। এখন তার চোখ পড়েছে আমাদের জমিতে সরকারী বালু মহাল করার জন্য। প্রশাসনের কাছে দাবী তার বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেয়া হোক। তা না হলে আমরা যে কোন মুল্য তার অত্যাচার প্রতিহত করবো।

  • লক্ষ্মীপুর দিঘলি ইউনিয়ন আ’লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন।

    লক্ষ্মীপুর দিঘলি ইউনিয়ন আ’লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন।

    মহান স্বাধীনতার স্থপতি,হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে লক্ষীপুর সদর উপজেলার দিঘলি ইউনিয়নে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে দিঘলি বাজার কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    ৭৫’র ১৫ আগস্টে কিছুসংখ্যক বিপদগামী সেনা সদস্য বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি,তাদের হাতে একে একে প্রাণ হারিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা,ও বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেলসহ পুএবধু সুলতানা কামাল ও রোজি জামাল।

    পৃথিবীর এই জঘন্যতম হত্যাকাণ্ড থেকে বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর অনুজ শেখ নাসের, ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত,তার ছেলে আরিফ, মেয়ে বেবি ও সুকান্তবাবু,বঙ্গবন্ধুর ভাগ্নে, মুক্তিযুদ্ধের সংগঠন শেখ ফজলুল হক মনি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনি আব্দুল নাঈম খান রিন্টু ও কর্নেল জামিলসহ পরিবারের ১৬ জন সদস্য ও ঘনিষ্ঠজন।এই সময় বঙ্গবন্ধুর দু”কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকায় প্রাণে রক্ষা পান।

    মূলত, ৭৫ এর ১৫ আগস্ট থেকেই বাংলাদেশে এক বিপরীত ধারার যাএা শুরু করে। বেসামরিক সরকারকে উৎখাত করে সামারিক শাসনের অনাচারি ইতিহাস রচিত হতে থাকে। সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধুরকে হত্যার পর গোটা দেশে নেমে আসে তীব্র শোকের ছায়া এবং ছড়িয়ে পড়ে ঘৃণার বিষবাষপ। দ্য টাইমস অব লন্ডনের ১৯৭৫ সালের ১৬ আগস্ট সংখ্যায় উল্লেখ করা হয়। সবকিছু সত্বেও বঙ্গবন্ধুকে সব সময় স্মরণ করা হবে। কারণ, তাঁকে ছাড়া বাংলাদেশের বাস্তব কোন অস্তিত নেই।

    একই দিন লন্ডন থেকে প্রকাশিত ডেইলি টেলিগ্রাফ পত্রিকায় বলা হয়েছে, ‘বাংলাদেশের লাখ লাখ লোক শেখ মুজিবের জঘন্য হত্যাকাণ্ডকে অপূরণীয় ক্ষতি হিসেবে বিবেচনা করবে।সপরিবারে শাহাদাতবরণকারী জাতির জনক শেখ মুজিবুর রহমান সহপরিবারে সবার রুহের মাগফেরাত কামনা করে উক্ত মিলাদ মাহফিলে বিশেষ দোয়া করা হয়।

    উক্ত মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবদুল অদুদ লিটন, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বাবুল, চন্দ্রগঞ্জ থানা আওয়ামীলীগের সদস্য অ্যাডভোকেট শামসুদ্দিন সামসু, থানা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আলাউদ্দিন, সাবেক ছাত্রলীগ নেতা আলতাফ হোসেন, সদর পুর্ব যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন জাবেদ, আনোয়ার হোসেন (সোহাগ) দিঘলি ইউনিয়ন আওয়ামীলীগের সমাজ কল্যাণ সম্পাদক,দিঘলি বাজার পরিচালনা পর্ষদের সেক্রেটারি কবির হোসেন,ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শামসুদ্দিন, ইউনিয়ন শ্রমিক লীগের আহবায়ক হাবিবুর রহমান (হাবি), ইউনিয়ন কৃষকলীগ সভাপতি জাকির হোসেন খান (খোকন)প্রমূখসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

    মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের শেষে রান্না করা খাবার বিতরণ করা হয়।

  • রায়নগর ইউপি আঃলীগের উদ্যোগে জাতীয় শোক দিবসে আলোচনা সভা

    রায়নগর ইউপি আঃলীগের উদ্যোগে জাতীয় শোক দিবসে আলোচনা সভা

    গভীর শোক, বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় জাতি স্মরণ করেছে স্বাধীনতার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। জাতীয় শোক দিবসে দেশব্যাপী পালিত কর্মসূচির অংশ হিসেবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৬ তম শাহাদৎ বার্ষীকি ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগেআলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    রোববার (১৫ আগস্ট) বিকালে রায়নগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহজাহান কাজীর সভাপতিত্বে ও আওয়ামীলীগ নেতা বীরমুক্তি যোদ্ধা আলহাজ্ব আকরাম হোসেনের উদ্যোগে মহাস্থান হযরত শাহ সুলতান আলিম মাদ্রাসা মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

    উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বগুড়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, তিনি ১৫ আগস্টের শোকাবহ বেদনাদায়ক ঘটনা তুলে ধরে বলেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজ ৪৬ তম শাহাদত বার্ষিকী।

    ১৯৭৫ সালের এই দিনে ঘাতক চক্র বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। বিদেশে থাকায় প্রাণে বেঁচে যান বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা।তিনি বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর সাজাপ্রাপ্ত খুনিদের খুঁজে বের করে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করেন।

    এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
    বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজিজুল হক, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিয়ার আব্দুল মান্নান, জেলা পরিষদ সদস্য ও সাবেক চেয়ারম্যান আব্দুল করিম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা জাহান, কেন্দ্রীয় কৃষকলীগ নেতা আজমল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মশিউর রহমান, আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা সোলাইমান আলী, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মটু, উপজেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব আব্দুস ছাত্তার, সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক আল আমিন, ছাত্রলীগ নেতা আরিফ হাসান রাসেল,শাহ কামাল তালুকদার, আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম, মোফাজ্জল হোসেন মোফা, শাহ আলম, শফিকুল ইসলাম, শাহ আলম, কামাল পাশা সহ উপজেলার ১২টি ইউনিয়নের আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীবৃন্দ।

    আলোচনা সভা শেষে ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের নৃশংস হত্যাকাণ্ডে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন, মহাস্থান মাজার মসজিদের সহকারী পেশ ইমাম আব্দুল হামিদ।

  • সিরাজগঞ্জে আওয়ামীলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন।

    সিরাজগঞ্জে আওয়ামীলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন।

    সিরাজগঞ্জ আওয়ামীলীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, বাঙালী জাতীর গৌরবগর্ব, স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এর ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।

    ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের আয়োজনে আগস্ট মাসব্যাপি কালোব্যাজ ধারন, এস,এস রোডস্থ দলীয় কার্যালয়ে রোববার ১৫ আগস্ট সকালে জাতীয় পতাকা অর্ধনিমিতভাবে উত্তোলন ও কালো পতাকা উত্তোলন,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বিকেলে শহরের শহীদ এম, মনসুর আলী অডিটোরিয়ামে জাতীর পিতার জীবন ও কর্মের উপর এক আলোচনা সভা, দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।

    উক্ত আলোচনাসভায় জেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কে,এম হোসেন আলী হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্যে রাখেন,বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য মেরিনা জাহান কবিতা।

    বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ ২ আসনে সংসদ সদস্য ডা: হাবিবে মিল্লাত মুন্না, ( ভারপ্রাপ্ত ) সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সহ -সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবু ইউসুফ সূর্য, সাবেক সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না,সহ – সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডঃ বিমল কুমার দাস, সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা ইসহাক আলী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দানিউল হক মোল্লা, জেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার গাজী শফিকুল ইসলাম শফি, কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের যুগ্ন- সাধারণ ড. জান্নাত আরা তালুকদার হেনরী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জেহাদ আল ইসলাম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক একরামুল হক প্রমূখ।

  • সিরাজগঞ্জের তাড়াশে আওয়ামীলীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন।

    সিরাজগঞ্জের তাড়াশে আওয়ামীলীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন।

    সারাদেশের ন্যায় সিরাজগঞ্জের তাড়াশে আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। ২৩ জুন বুধবার সকালে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকারের সভাপতিত্বে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

    সংগ্রাম ও অর্জনের গৌরবময় পথ চলায়,দুর্বিপাকে ও দুর্যোগে আওয়ামীলীগ সর্বদা মানুষের পাশে থাকার প্রত্যয় নিয়ে আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক উপদেষ্টা মন্ডলীর সদস্যবৃন্দ, উপজেলা আওয়ামীলীগের সাবেক কমিটির সকল সদস্যবৃন্দ, মহিলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক,ইউপি আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক,যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক,জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগন,

    স্বেচ্ছাসেবকলীগসহ দলের অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা আওয়ামীলীগের নেতা মোজাম্মেল হক মাসুদ।

     

  • লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচনে বেসরকারি ভাবে বিজয়ী আঃলীগের নয়ন।

    লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচনে বেসরকারি ভাবে বিজয়ী আঃলীগের নয়ন।

    পাপুলকাণ্ডে শূন্য হওয়া লক্ষ্মীপুর-২ আসনের উপ-নির্বাচনে এমপি পদে নৌকা প্রতীক নিয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।

    ১ লাখ ২২ হাজার ৫৪৭ ভোট পেয়ে তিনি বিজয়ী হন। লাঙ্গল প্রতীক নিয়ে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য শেখ ফায়েজ উল্লাহ শিপন। তিনি পেয়েছেন ১ হাজার ৮৮৬ ভোট।

    উল্লেখ্য, মানব ও অর্থ পাচারের দায়ে কুয়েতের আদালতের রায়ে দণ্ডিত লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলের সদস্য পদ বাতিল করা হয়।

    অর্থ ও মানব পাচারের মামলায় গত ২৮ জানুয়ারি কাজী শহিদ ইসলাম পাপুলকে চার বছরের সশ্রম কারাদণ্ড দেয় কুয়েতের আদালত। পাশাপাশি তাকে ১৯ লাখ কুয়েতি রিয়াল বা ৫৩ কোটি টাকা জরিমানাও করা হয়। দণ্ডিত হওয়ার পর বাংলাদেশ জাতীয় সংসদে তার সংসদ সদস্য পদ বাতিল করা হয়।

    গত বছরের ৬ জুন রাতে কুয়েতের বাসা থেকে আটক করা হয় তাকে। আটকের সাড়ে সাত মাস আর বিচারপ্রক্রিয়া শুরুর সাড়ে তিন মাসের মাথায় দণ্ডিত হয় কাজী শহিদ ইসলাম পাপুল।