Tag: আওয়ামীলীগ

  • ইউপি নির্বাচনে ওসমানীনগের তৃণমূলের রায়ে আ.লীগের প্রার্থী যারা।

    ইউপি নির্বাচনে ওসমানীনগের তৃণমূলের রায়ে আ.লীগের প্রার্থী যারা।

    জিতু আহমদ,ওসমানীনগর প্রতিনিধিঃ আসন্ন ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেটের ওসমানীনগরে ৮ ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী মনোনয়নের জন্য বিশেষ বর্ধিত সভা ও তৃর্নমূলের মতামত নিতে গোপন ভোটের আয়োজন করে উপজেলা আওয়ামীলীগ।

    মঙ্গলবার উপজেলার দয়ামীরস্থ একটি কমিউনিটি সেন্টারে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বিশেষ বর্ধিত সভায় এই ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ভোট গ্রহন পূর্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন,সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী,প্রধান বক্তা ছিলেন,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খাঁন,বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যাপক সুজাত আহমদ।

    উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অফজালুর রহমান চৌধুরী নাজলুর পরিচালনায় বক্তব্য রাখেন,বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মস্তাকুর রহমান মফুর,জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক জগলু চৌধুরী,জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এফতেখার হোসেন পিয়ার,মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সাদিপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধা কবির উদ্দিন আহমদ,জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম,গোয়ালাবাজার ইউপি চেয়ারম্যান প্রার্থী পীর মজনু মিয়া,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উমরপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া,জেলা আওয়ামীলীগের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দাল মিয়া,উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি পিনাক পানি ভট্টাচার্য্য, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক জাবেদ আহমদ আম্বিয়া,সাংগঠনিক সম্পাদক আনা মিয়া,লুৎফুর রহমান,অরুনোদয় পাল ঝলক,যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মুকিদ মিয়াসহ জেলা ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র নেতাসহ ছাত্রলীগ যুবলীগ,স্বেচ্ছা সেবকলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    এদিকে তৃর্নমূলের ভোটে উপজেলার ৮ ইউনিয়নে যারা এগিয়ে রয়েছে। গোয়ালাবাজার ইউনিয়নে আওয়ামীলীগের একক প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সদস্য পীর মজনু মিয়া।তাজপুর ইউনিয়নে যুক্তরাজ্যের লন্ডন মহানগর যুবলীগের সধারণ সম্পাদক ফয়সল হোসেন সুমন,উমরপুর ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মুকিদ মিয়া,দয়ামীর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হিরণ মিয়া,সাদিপুর ইউনিয়নে আওয়ামীলীগ নেতা শাহজাহান আলী,উসমানপুর ইউনিয়নে সিলেট মহানগর সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদ ওয়ালী উল্যাহ বদরুল,পশ্চিম পৈলনপুরে প্রবাসী আওয়ামীলীগ নেতা আব্দুল হান্নান এবং বুরুঙ্গা ইউনিয়নে ৪ প্রার্থীর মধ্যে ২জন প্রার্থী সমান ভোট পেয়েছেন তারা হলেন,আখলাকুর রহমান ও শানুর মিয়া।

    ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু বলেন,উপজেলার প্রতি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৯টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকরা গোপন ভোটের মাধ্যমে নিজ নিজ ইউনিয়নের আওয়ামীলীগের দলীয় চেয়ারম্যান প্রার্থীর বিষয়ে রায় প্রদান করেছেন।

    খুব দ্রুত প্রার্থীদের তালিকা জেলা আওয়ামীলীগের মাধ্যমে কেন্দ্রীয় নীতিনিধারকদের কাছে পাঠানো হবে।পরবর্তীতে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন বোর্ড থেকে যাদেরকেই মনোনিত করা হবে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা তার পক্ষেই মাঠে কাজ করে ওসমানীনগরের ৮টি ইউনিয়নেই আওয়ামীলীগের বিজয় হবে বলে আশাবাদি তিনি।

  • ইউপি নির্বাচনে ওসমানীনগরে আ.লীগ প্রার্থীদের দৌড়ঝাপ মঙ্গলবার দলীয় প্রার্থী বাছাই।

    ইউপি নির্বাচনে ওসমানীনগরে আ.লীগ প্রার্থীদের দৌড়ঝাপ মঙ্গলবার দলীয় প্রার্থী বাছাই।

    জিতু আহমদ,ওসমানীনগর প্রতিনিধিঃ ষষ্ঠ ধাপের নির্বাচনী তফসিল ঘোষণার পরপরই সিলেটের ওসমানীনগর উপজেলার ৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে মনোনয়ন প্রত্যাশীরা নড়েচড়ে বসেছেন। দলীয় প্রতিক পেতে তফসিল ঘোষনার দিন রবিবার রাত থেকেই চালিয়ে যাচ্ছেন দৌড়ঝাপ। ইউপি নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন দল আওয়ামীলীগের সম্ভাব্য প্রার্থীরা দলীয় প্রতিকি পেতে বিভিন্ন কৌশলে চালাচ্ছেন জুড় লবিং।

    আওয়ামীলীগের দলীয় প্রার্থী ছাড়াও বিএনপির প্রার্থীরা সতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিবেন। এছাড়া সতন্ত্র প্রার্থীরাসহ আওয়ামীলীগের দলীয় চেয়ারম্যান প্রার্থীরা ভোটারদের সমর্থন চেয়ে ব্যানার, ফেস্টুন, পোস্টার সাটিয়ে নিজের প্রার্থীতা জানান দিচ্ছেন।
    এদিকে, ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেটের ওসমানীনগর উপজেলার ৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দলীয় মনোনিত প্রার্থী নির্ধারণের জন্য বিশেষ বর্ধিত সভার আয়োজন করেছে ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগ।

    আগামী মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় উপজেলার আধুনিক কমিউনিটি সেন্টারে এই সভা অনুষ্টিত হবে। বর্ধিত সভায় জেলা আওয়ামীলীগের সিনিয়র নেতৃবৃন্দরা উপস্থিত থেকে দলীয় প্রার্থী নির্ধান করবে বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।

    এক বিজ্ঞপিতে উপজেলার ৮ ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ দায়িত্বশীল নেতাকর্মীদের যথা সময়ে সভায় উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু।

    জানা গেছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার ৮টি ইউনিয়নের প্রত্যেক ইউনিয়নে একাধিক প্রার্থী দলীয় মনোনয়ন পাওয়ার জন্য প্রচারণা শুরু করেছেন। তফসিল ঘোষনার পর পরই একাধিক আওয়াামীলীগের প্রার্থী কেন্দ্র মুখি হয়েছেন। নৌকা প্রতিকের একই ইউনিয়নে একাধিক প্রার্থী থাকায় প্রার্থী বাছাইয়েও হিমশিম খেতে পারে বিশাল এই দল। আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীরা উর্ধ্বতন নেতাদের দৃষ্টি আকর্ষণের মাধ্যমে নিজ নিজ পক্ষে শক্তিশালী সমর্থক বলয় তৈরি করে দলীয় মনোনয়ন নিশ্চিত করতে ব্যস্ত রয়েছেন।

    তফসিল অনুযায়ী, মনোনয়ন দাখিলের শেষ দিন রাখা হয়েছে ৩ জানুয়ারি। আর বাছাই ৬ জানুয়ারি, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১৩ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ ১৪ জানুয়ারি। ভোট গ্রহন হবে ৩১ জানুয়ারি। সবগুলো ইউপিতেই ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

  • লক্ষ্মীপুরে চরশাহী আ’লীগ কর্মীদের সঙ্গে বিদ্রোহী প্রার্থীর হাতাহাতি।

    লক্ষ্মীপুরে চরশাহী আ’লীগ কর্মীদের সঙ্গে বিদ্রোহী প্রার্থীর হাতাহাতি।

    সোহেল হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী জাহাঙ্গীর আলমের কর্মীদের সঙ্গে বিদ্রোহী প্রার্থী গোলজার মোহাম্মদের হাতাহাতির ঘটনা ঘটেছে। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দুপুরে ইউনিয়নের দক্ষিণ নুরুল্লাপুর গ্রামে নির্বাচনী প্রচারণার সময় এ ঘটনার সৃষ্টি হয়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

    স্থানীয়রা জানান, ঘটনার সময় গোলজার দক্ষিণ নুরুল্লাপুর গ্রামে প্রচারণায় যান। পাশেই নৌকার প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে কয়েকজন কর্মী বসা ছিলেন। তাৎক্ষণিক আওয়ামী লীগের কর্মী ও সমর্থকরা সেখানে জড়ো হতে থাকেন। এসময় গোলজারের সঙ্গে তারা বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা গোলজার ও তার কর্মীদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটায়। তবে ভিডিওতে দেখা যায় গোলজার হ্যান্ড মাইকে সবাইকে শান্ত করার চেষ্টা করছেন। স্থানীয় যুবলীগ নেতা মো. সুমন বলেন, নৌকার কার্যালয়ে বসে থাকা কর্মীদের গোলজার গালমন্দ করেন।

    এসময় রাসেল নামে আমাদের এক কর্মীর ওপরও হামলার চেষ্টা করা হয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গেলে তার সঙ্গে কথা কাটাকাটি হয়। জানতে চাইলে গোলাজার মোহাম্মদ বলেন, আমার প্রচারণার সময় নৌকার কার্যালয়ে সাউন্ডবক্সে উচ্চস্বরে গান বাজানো হয়। কিছুক্ষণের জন্য তা বন্ধ করতে বলে তারা আমার কর্মীদের সঙ্গে ঝামেলা সৃষ্টি করে। তবে আমি সবাইকে শান্ত করার চেষ্টা করেছি।

    এই ব্যাপারে বক্তব্য জানতে চরশাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনের রির্টানিং কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু তালেবকে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।

  • মাধবপুরে ইউপি নির্বাচন উপলক্ষে উপজেলা আ.লীগের কর্মী সভা অনুষ্ঠিত।

    মাধবপুরে ইউপি নির্বাচন উপলক্ষে উপজেলা আ.লীগের কর্মী সভা অনুষ্ঠিত।

    নাহিদ মিয়া,মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচন (৫ই জানুয়ারি ২০২২খ্রিঃ) উপলক্ষে হবিগঞ্জের মাধবপুর উপজেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত বিশেষ কর্মী সভা অনুষ্ঠিত হয়।

    আজ শনিবার ১১ ডিসেম্বর ১১ ঘটিকার সময় উপজেলা পাইলট উচ্চ বিদ‍্যালয় কক্ষে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রাজ্জাক, সঞ্চালনায় করেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আতিকুর রহমান আতিক।

    এই সভা প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা আ.লীগের যুগ্ম সম্পাদক জাকির হোসেন চৌধুরী অসিম, জেলা আ. লীগের উপদেষ্টা মন্ডলির সদস্য সুকোমল রায়,জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফাতেমা তুজ জোহরা (রিনা), উপজেলা আ.লীগে বক্তব্য রাখেন সহ সভাপতি মহিউজ্জামান হারুন,সহ সভাপতি আব্দুর নুর, যুগ্ম সম্পাদক আলা উদ্দিন, একলাসউর রহমান সাংগঠনিক সম্পাদক বেনু মাধব রায়, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোহিদ মিয়া, নির্বাহী সম্পাদক কাইসার আহমেদ,উপজেলা বঙ্গবন্ধু পরিষদ সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস মাখন, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ফারুক পাঠান,সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান (কুতুব), পৌর আ.লীগের সভাপতি শাহ সেলিম, সাধারণ সম্পাদক শ্রীধাম দাশগুপ্ত,পৌর সাবেক সভাপতি বেনু রঞ্জন রায়,আন্দিউড়া আ.লীগের সভাপতি তোফায়েল চৌধুরী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমূখ।

    ৫ম ধাপে নির্বাচনে মাধবপুর উপজেলা ১১টি ইউনিয়ন আওয়ামী লীগের মনোনয়ন প্রার্থী সবাই উপস্থিত ছিলেন। উপজেলা আ.লীগের,যুবলীগ,কৃষক লীগ,ছাত্রলীগ,ও ইউনিয়ন আ.লীগের, যুবলীগ,পৌর যুবলীগ,কৃষক লীগ,ছাএলীগসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে উপজেলার ১১টি ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটি আহবায়ক সুকোমল রায়,ও নির্বাচন পরিচালনা কমিটি সদস্য নিয়ে দিকনির্দেশনা নির্বাচন পরিচালনা করা হবে।

  • আ’লীগ সরকার মাদ্রাসা শিক্ষায় যুগোপযোগী পদক্ষেপ নিয়েছে-এমপি জ্যাকব।

    আ’লীগ সরকার মাদ্রাসা শিক্ষায় যুগোপযোগী পদক্ষেপ নিয়েছে-এমপি জ্যাকব।

    মামুন হোসাইন,ভোলা প্রতিনিধিঃ আওয়ামীলীগ সরকার ক্ষমতায় এসে মাদ্রাসা শিক্ষার উন্নয়নে যুগোপযোগী পদক্ষেপ নিয়েছে দাবি করে ভোলা-৪ চরফ্যাশন-মনপুরা আসনের জাতীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম বলেন,আওয়ামিলীগ সরকার মাদ্রাসায় কোরান ও হাদিস শিক্ষার পাশাপাশি বিজ্ঞান এবং কারিগরি শিক্ষার উন্নয়নে যুগোপযোগী পদক্ষেপ নিয়েছে।

    এ সময় এমপি জ্যাকব আরও বলেন,একটি কুচক্রী মহল অতীতে আওয়ামী লীগের বিরুদ্ধে মসজিদ-মাদ্রাসা বন্ধ করে দেওয়ার গুজব তোলা হলেও এই দলটিই মাদ্রাসা শিক্ষা ও অবকাঠামো উন্নয়নে সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করেছেন৷ বুধবার (১লা ডিসেম্বর) বেলা ১১ টার সময় বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেসীন চরফ্যাশন উপজেলা শাখার আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন৷

    জমিয়াতুল মোদার্রেসীন চরফ্যাশন উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক কামরুজ্জামান এর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চরফ্যাশন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, সহ-সভাপতি কায়সার আহমেদ দুলাল, পৌর মেয়র মোঃ মোরশেদ৷ এছাড়াও জমিয়তের বিভিন্ন নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, মাদ্রাসার অধ্যক্ষ, সুপার সহ শিক্ষক কর্মচারীগন উপস্থিত ছিলেন৷

    অনুষ্ঠানে বক্তারা মাদ্রাসা শিক্ষকদের একমাত্র সংগঠন জমিয়াতুল মোদার্রেসীন এর সার্বিক সহযোগিতা এবং নতুন এমপিওর মাধ্যমে চরফ্যাশন উপজেলার প্রায় তিন শত শিক্ষকের চাকুরির ব্যাবস্থা করে দেওয়ায় স্থানীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন৷

  • ক্যান্সার মুক্ত আওয়ামী লীগ গড়তে হবে বিদ্রোহীদের জায়গা নেই।

    ক্যান্সার মুক্ত আওয়ামী লীগ গড়তে হবে বিদ্রোহীদের জায়গা নেই।

    সারোয়ার হোসেন,তানোর(রাজশাহী)প্রতিনিধি : রাজশাহীর তানোরে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বিশেষ সভায় প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ এসএম একরামুল হক বলেন যারা বিগত সময় থেকে বা গত ১১নভেম্বর অনুষ্ঠিত হয়ে যাওয়া ইউপি নির্বাচনে নৌকার বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন তারা গঠনতন্ত্র অনুযায়ী আওয়ামী লীগের কেউ না এবং যারা ইন্ধন দিয়েছেন তাদের তালিকা দেওয়া হয়েছে তারাও দলে আসতে পারবেনা।

    ভবিষ্যতে তানোরে ক্যান্সার কীট খন্দকার মুশতাক মুক্ত আওয়ামী লীগ গড়তে হবে।তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদক কে আওয়ামী লীগের কীট আখ্যা দিয়ে বলেন তারা কিশের আওয়ামী লীগ,আপনারা দলের বিরুদ্ধে অবস্থান নিয়ে পদে থাকেন কিভাবে।

    এক দিনওতো নৌকার পক্ষে ভোট করতে আসেন নি।আগামী কাউন্সিল পর্যন্ত জেলা আওয়ামী লীগের সহসভাপতি শরিফ খান সকল ধরনের সাংগঠনিক দায়িত্ব পালন করবেন।এজন্য আপনারা তাকে সহযোগিতা করে ক্যান্সার মুক্ত আওয়ামী লীগ গড়ার আহবান জানান তিনি।শনিবার বিকেলের দিকে উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়নার বাস ভবন চত্বরে উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় ওই সব দিক নির্দেশনা দেন প্রধান অতিথি।

    জেলা আওয়ামী লীগের সহসভাপতি শরিফ খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট আব্দুস সামাদ,আইন বিষয়ক সম্পাদক এডভোকেট এজাজুল হক মানু,জেলা মহিলা লীগের সভাপতি মর্জিনা বেগম,উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আবুল কাশেম,রাম কমল সাহা,কলমা ইউপি আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান মাইনুল ইসলাম স্বপন,উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না,পাঁচন্দর ইউপি আওয়ামী লীগের সভাপতি নব নির্বাচিত চেয়ারম্যান আব্দুল মতিন,বাধাইড় ইউপি আওয়ামী লীগের সাধারন সম্পাদক নব নির্বাচিত চেয়ারম্যান আতাউর রহমান,মুন্ডুমালা পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা,সাধারণ সম্পাদক আমির হোসেন আমিন, তানোর পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার,উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক তোফাজ্জুল হক খান।

    উপজেলা দপ্তর বিষয়ক সম্পাদক জিল্লুর রহমানের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন,মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম,ভাইস চেয়ারম্যান আবু বাক্কার,সাংগঠনিক সম্পাদক ওহাব হোসেন লালু,চান্দুড়িয়া ইউপি আওয়ামী লীগের সভাপতি নব নির্বাচিত চেয়ারম্যান মজিবর রহমান,কামারগাঁ ইউপি আওয়ামী লীগ সভাপতি নব নির্বাচিত চেয়ারম্যান ফজলে রাব্বি ফরহাদ,সাধারণ সম্পাদক সুফি কামাল মিন্টু,পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওয়াজিব হাসান প্রতীপ সরকার,পৌর আওয়ামী লীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক আবুল বাসার সুজন,যুবলীগ নেতা তপন,বদিউজ্জামাল নয়ন,তানোর পৌর যুবলীগের সাবেক সভাপতি ইকবাল মোল্লা,সহসভাপতি আশরাফুল,কলমা ইউপি ছাত্র লীগের সভাপতি রিয়াদ,সেচ্ছাসেবক লীগ নেতা সুইট,কলমা ইউপির সৈনিক লীগের সাধারন সম্পাদক তানভীর প্রমুখ।

    এসময় সাত ইউপি ও দুই পৌর এলাকার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • তাড়াশে আওয়ামীলীগের কার্যকরী সদস্যকে অভ্যার্থনা।

    তাড়াশে আওয়ামীলীগের কার্যকরী সদস্যকে অভ্যার্থনা।

    তাড়াশে আওয়ামীলীগের কার্যকরী সদস্যকে অভ্যার্থনা

    তাড়াশ(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা নবগঠিত আওয়ামী লীগের কার্যকরী সদস্যকে অর্ভ্যথনা জানিয়েছেন দলীয় নেতা কর্মীরা।

    মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে উপজেলা আওয়ামী লীগ দলীয় অফিসে কার্যকরী সদস্য মোঃজহুরুল ইসলামকে ফুলের মালা দিয়ে বরন করা হয়। কার্যকরী সদস্য জহুরুল ইসলাম নওগাঁ ইউনিয়নের ভায়াট গ্রামের মোঃআব্দুর রশিদের ছেলে ।

    পরে তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক  শ্রী সঞ্জিত কুমার কর্মকার তাকে মিষ্টি মুখ করান।

    এ সময় উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পাদক আলহাজ খন্দকার,সহপ্রচার সম্পাদক মোহাম্মাদ আলী,তাড়াশ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মীর জাহিদুল ইসলাম বকুল ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক মহরম আলীসহ অনেকে।

  • নাগরপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা।

    নাগরপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা।

    স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইলের নাগরপুরে সদর ইউনিয়ন আ,লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার ১০ নভেম্বর বেলা ১১ ঘটিকায় আ,লীগের দলীয় কার্যালয়ে সদর ইউনিয়ন আ,লীগের সভাপতি মোঃশাহজাহান মিয়ার সভাপতিত্বে সদর ইউনিয়ন আ, লীগের সাধারণ সম্পাদক লিয়াকত শিকদারের সঞ্চালনায় আওয়ামী লীগের নিবেদিত কয়েকজন নিহত নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করেন।

    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়াম প্রধান অতিথি বক্তৃতায় বলে আগামী ২৮ নভেম্বর আসন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার পদে সকলের বিজয় সুনিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ, সকলেই ঐক্য বদ্ধভাবে কাজ করলে কোন অপশক্তিই আমাদের রোধ করতে পারবে না। এ-সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন নৌকার কান্ডারী জনাব কুদরত আলী উপস্থিত ছিলেন সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন এবং উপস্থিত প্রত্যেকেই কুদরত সাজত হবে বিজয় সুনিশ্চিত না হওয়া পর্যন্ত ঘরে ফির বোনা এই আশা ব্যক্ত করেন।

    আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল হক তপন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক খালিদ হাসান, সাবেক ভিপি জহুরুল আমিন,উপজেলা আ,লীগের সদস্য হাবিবুর রহমান হাবিব, সাবেক সভাপতি উপজেলা ছাত্রলীগ মোঃ ফরিদ,সাবেক ভিপি আল মামুন প্রমুখ।

  • আ’লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরাই দলের নিবেদিত প্রাণ;সাংসদ তানভীর ইমাম।

    আ’লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরাই দলের নিবেদিত প্রাণ;সাংসদ তানভীর ইমাম।

    সাহেব আলী,উল্লাপাড়া থেকেঃ সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলার সদর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের আরও শক্তিশালী করার লক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মতবিনিময় সভার প্রধান অতিথি উল্লাপাড়ার স্থানীয়  সাংসদ তানভীর ইমাম বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশের ইউনিয়ন পর্যায়ে তৃণমূল নেতাকর্মীদের সাংগঠনিক ভাবে আরোও শক্তি সঞ্চয় করতে হবে। কারণ তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরাই দলের নিবেদিত প্রাণ। আগামী দিনে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সার্বিক সহযোগীতা ও তথ্যের ইউনিয়ন পর্যায়ের গ্রামগুলোকে শহরে রুপান্তরিত করা হবে।

    ৯ নভেম্বর মঙ্গলবার উল্লাপাড়া উপজেলার সদর ইউনিয়নের বাখুয়া পিডিপি মোড়ে আয়োজিত তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের  সভাপতি মোঃ ফয়সাল কাদের রুমির। সভাপতির বক্তব্য তিনি বলেন দলের সভানেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকার প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করার আহবান জানান।

    অন্যান্যের মধ্যে আরোও বক্তব্য উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, জেলা পরিষদের সদস্য হাফিজুর রহমান হাফিজ, উপজেলা পরিষদের ভাই চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান পান্না,উল্লাপাড়া সদর ইউনিয়নের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুস সালেক সরকার, উল্লাপাড়া উপজেলা যুবলীগের আহবায়ক মীর আরিফুল ইসলাম উজ্জ্বল ও আলহাজ্ব আব্দুল কুদ্দুস প্রমুখ।

  • ইউপি নিবার্চনে উল্লাপাড়ায় চেয়ারম্যান পদে প্রার্থীর সংখ্যা ৬৯ আ.লীগের বিদ্রোহী প্রার্থী ৩৩।

    ইউপি নিবার্চনে উল্লাপাড়ায় চেয়ারম্যান পদে প্রার্থীর সংখ্যা ৬৯ আ.লীগের বিদ্রোহী প্রার্থী ৩৩।

    উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ইউনিয়ন পরিষদ নিবার্চনে মঙ্গলবার মনোনয়নপত্র জমা দেবার শেষ দিনে উপজেলার ১৩ টি ইউনিয়নে মোট ৬৯ জন প্রার্থী চেয়ারম্যান পদে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে আওয়ামী লীগ মনোনিত ১৩ জন নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ছাড়াও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন ৩৩ জন।

    রামকৃষ্ণপুর ইউনিয়নে মোট চেয়ারম্যান প্রার্থীর সংখ্যা ৪ জন। এদের মধ্যে নৌকার প্রার্থী রয়েছেন রফিকুল ইসলাম হিরো ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন সাগর আলী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী রয়েছেন ইমরান হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী রয়েছেন আমিরুল ইসলাম।

    বাঙ্গালা ইউনিয়নে মোট চেয়ারম্যান প্রার্থী ৬ জন। নৌকার প্রার্থী সোহেল রানা। এছাড়া আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের মধ্যে রয়েছেন কেফায়েতুল্লাহ, আবু হানিফ, দেলোয়ার হোসেন খান, আব্দুল মতিন সওদাগার ও হুমায়ন কবির।

    উধুনিয়া ইউনিয়নে মোট চেয়ারম্যান প্রার্থী ৫ জন। নৌকার প্রার্থী হলেন রেজাউল করিম বাচ্চু। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন রাশিদুল হাসান রাশেদ, আব্দুল জলিল প্রামানিক, আনিছুর রহমান সাহেব এবং জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থর রয়েছেন অধ্যক্ষ মনজিলুর রহমান।

    বড় পাঙ্গাশী ইউনিয়নের মোট চেয়ারম্যান প্রার্থী ৫ জন। এদের মধ্যে রয়েছেন নৌকার প্রার্থী হুমায়ন কবির লিটন। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের মধ্যে রয়েছেন আবু বকর সিদ্দিক, জাতীয় পার্টির প্রার্থী রয়েছেন বকুল হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী হলেন, সুলতান শেখ সেলিম আহমেদ ও শরিফুল ইসলাম।

    মোহনপুর ইউনিয়নে মোট প্রার্থীর সংখ্যা ৬ জন। মোঃ আবুল কালাম আজাদ হলেন নৌকার চেয়ারম্যান প্রার্থী। বাকিদের মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন ইকবাল হোসেন, জাসদের প্রার্থী হলেন মনিরুজ্জামান, জাতীয় পার্টির প্রার্থী হলেন সোহেল রানা ও বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী হলেন হাসান সাদেক মেহেদী এবং অপর স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম।

    দূগার্নগর ইউনিয়নে মোট প্রার্থীর সংখ্যা ৭জন। নৌকার প্রার্থী হলেন আফছার আলী। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হলেন, বিপ্লব কুমার, মাসুদ রানা হায়দার, তারেকুল ইসলাম, সুব্রত কুমার চাকী (বাপ্পী) ও আলমগীর হোসাইন। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী আব্দুর রশিদ।

    পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থীর সংখ্যা ৪ জন। এদের মধ্যে রেজাইল ইসলাম তপন রয়েছেন নৌকার প্রার্থী। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন এসএম রাশেদুল হাসান, আল আমিন সরকার ও জিয়াউর রহমান।

    সলংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীর সংখ্যা ৪ জন। এদের মধ্যে নৌকার প্রার্থী হলেন মোখলেছুর রহমান তালুকদার। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন মোক্তার হোসেন ও শফি কামাল এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী হলেন ফরহাদ আলী।

    হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীর সংখ্যা ৬ জন। নৌকার প্রার্থী হলেন হেদায়েতুল আলম। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের মধ্যে রয়েছেন মাসুদ রানা, আরাফাত রহমান, আবু সাঈদ সরকার, বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী হলেন মজিদ খান ও স্বতন্ত্র প্রার্থী তাহাজ উদ্দিন সরকার।

    উল্লাপাড়া সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর সংখ্যা ৪ জন। নৌকার প্রাথর্ী হলেন আব্দুস সালেক। আওয়ামী লীগের বিদ্রোহী প্রাথর্ীদের মধ্যে রয়েছেন আলিমুজ্জামান অলক, আকমাল হোসেন ও রফিকুল ইসলাম রতন।

    পঞ্চক্রোশী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর সংখ্যা ৮ জন। আওয়ামী লীগ মনোনিত নৌকার প্রার্থী হলেন ফিরোজ উদ্দীন। এছাড়া আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন এখানে আরিফুল ইসলাম লিটন ও নজরুল ইসলাম, বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী জাহিদুল ইসলাম মিস্টার, আব্দুল মালেক, হায়দার আলী ও মনিজা মোমেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী রয়েছেন টি এম শাহাদ হোসেন।

    সলপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী রয়েছেন ৬ জন। এদের মধ্যে আওয়ামী লীগ মনোনিত নৌকার প্রার্থী ইঞ্জিনিয়ার শওকাত ওসমান। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হেলাল উদ্দিন, গোলাম কিবরিয়া ও সুমাইয়া পারভীন। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী সাদ হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী শহিদুল ইসলাম।

    কয়ড়া ইউনিয়ন পরিষদে মোট চেয়ারম্যান প্রার্থী ৪ জন। নৌকার প্রার্থী হলেন হেলাল উদ্দীন। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হলেন বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম ও স্বতন্ত্র প্রার্থী মাসুদ রানা সুখন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী রয়েছেন মোঃ মোশরাফ হোসেন তালুকদার।

    উপজেলা নিবার্চন কর্মকর্তা মাসুদ রানা মনোনয়নপত্র জমাদানের বিষয়টি নিশ্চিত করেন।

    উপজেলা আওমামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে জানান, আওয়ামীলীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী যারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে বিদ্রোহী প্রার্থী হবেন তাদের বিরুদ্ধে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখের পরে ব্যবস্থা নেওয়া হবে।