Tag: অনুষ্ঠিত

  • রাজবাড়ীর আহলাদিপুর হাইওয়ে থানার উদ্যোগে বিট পুলিশিং সভা।

    রাজবাড়ীর আহলাদিপুর হাইওয়ে থানার উদ্যোগে বিট পুলিশিং সভা।

    রাজু আহমেদ,রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ীর সদর উপজেলায় ‘মুজিববর্ষের মূলমন্ত্র-কমিউনিটি পুলিশিং সর্বত্র এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে আহলাদিপুর হাইওয়ে থানার আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে ২০২১ পালিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে আহলাদিপুর হাইওয়ে থানায় কমিউনিটি ও বিট পুলিশিং সভায় পুলিশ ও জনগণের সম্পর্ক উন্নয়নের মাধ্যমে বিভিন্ন সামাজিক অপরাধ জঙ্গি, মাদক, নারী ও শিশু পাচার এবং সন্ত্রাস দমন ও মহাসড়কে শৃঙ্খলা রক্ষা চুরি-ডাকাতি-ছিনতাই এবং চাঁদাবাজি রোধে গণসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করে কমিউনিটি ও বিট পুলিশিং মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    এ সময় কার্যকরী বিট পুলিশিংয়ের মাধ্যমে পুলিশ ও জনতার মাঝে দূরত্ব কমিয়ে কিভাবে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করা যায় সে বিষয়ে অলোকপাত করা হয়। কমিউনিটি পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর হাইওয়ে রিজিয়নের ফরিদপুর পুলিশ সুপার হামিদুল আলম বিপিএম পিপিএম।

    এ সময় আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সার্জেন্ট জয়ন্ত কুমার দেবের সঞ্চালনায় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক সেলিম মুন্সি, রাজবাড়ী জেলা সড়ক পরিবহন ইউনিয়ন দৌলতদিয়া ঘাট শাখার সভাপতি তোফাজ্জল হোসেন তপু, রাজবাড়ী জেলা প্রেসক্লাবের সভাপতি করিম ইসাক প্রমুখ।

    প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার হামিদুল আলম বলেন, হাইওয়ে পুলিশিংশের স্বার্থক ব্যবহারের মাধ্যমে প্রশিক্ষিত পরিবহন মালিক, চালক ও হেলপার তৈরি করে গণপরিবহনে শৃঙ্খলা আনয়ন ও দুর্ঘটনা প্রতিরোধ করতে গণসচেতনতা বৃদ্ধির কার্যক্রম গ্রহণ করা হবে।

  • ওসমানীনগরে ব্র্যাকের উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত।

    ওসমানীনগরে ব্র্যাকের উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত।

    ওসমানীনগর(সিলেট)প্রতিনিধিঃ সিলেটের ওসমানীনগরে ব্র্যাক মাইগ্রেশন ফোরামের উদ্যোগে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুণরেকত্রীকরণথ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঈনূল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানা, ভাইস চেয়ারম্যান গয়াছ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মুসলিমা চৌধুরী, ওসমানীনগর থানার ওসি (তদন্ত) মাকসুদুল আমীন।

    ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সিলেট জেলা কর্ডিনেটর রফিকুল ইসলামের পরিচালনায় বক্তারা বলেন, অতি লোভে পড়ে মানুষ অনিয়মিত ভাবে বিদেশ যায়। কিন্তু খোঁজ-খবর নিয়ে সঠিক তথ্য সংগ্রহ করে বিদেশ গেলে ঝুঁকিতে পড়তে হয় না। করোনাকালে অনেকে চাকুরী ফিরিয়ে দেশে চলে এসেছেন। ব্র্যাক প্রবাস যাত্রী ও প্রবাস ফেরতদের জন্য কাজ করছে। প্রবাস যেতে ইচ্ছুকদের স্ব স্ব বিষয়ে প্রশিক্ষণ ও প্রবাস ফেরতদের পুণরায় স্বনির্ভর করতে ব্র্যাক ভূমিকা রাখছে। বক্তারা ব্র্যাকের মাইগ্রেশন কর্মসূচীকে ধন্যবাদ জানান।
    এসময় উপস্থিত ছিলেন উমরপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া, দয়ামীর ইউনিয়নের চেয়ারম্যান এসটিএম ফখর উদ্দিন, উপজেলা প্রেসক্লাব সভাপতি উজ্জ্বল ধর, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহিমা খানম, সমাজসেবা কর্মকর্তা জয়তী দত্ত, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ শাখার উপ-সহকারি প্রকৌশলী আলমগীর রেজা, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা রবীন্দ্র সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা, ব্র্যাকের পার্টনারশিপ স্টেনদেনিং ইউনিটের সিলেট ডিভিশনাল ম্যানেজার রিপন চন্দ্র মন্ডল, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম সিলেট জেলা সমন্বয়কারী রুবেল আহমদ, উপজেলা ফিল্ড ওর্গেনাইজার রাজীব সূত্রধর প্রমুখ।

  • মৌলভীবাজার বড়লেখায় পুষ্টি সমন্বয় কমিটি সভা অনুষ্ঠিত।

    মৌলভীবাজার বড়লেখায় পুষ্টি সমন্বয় কমিটি সভা অনুষ্ঠিত।

    মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখা উপজেলা সিএনআর এর সুচনা প্রকল্প সহযোগীতায়  পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়।

    বুধবার (২৯ সেপ্টেম্বর)  উপজেলা পরিষদ সভাকক্ষে  উপজেলা অবস্থিত সকল পুষ্টি সমন্বয় কমিটি এটে অংশ গ্রহণ করে।সূচনা প্রকল্পের নিউট্রেশন অফিসার আল আমিনের সঞ্চালনায় বড়লেখা  উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে সূচনা প্রকল্পের বড়লেখা ও জুড়ী উপজেলা প্রজেক্ট কো-অর্ডিনেটর সৈয়দ আব্দুস সামাদ স্বাগত বক্তব্য মধ্যদিয়ে সভাটি আরম্ভ হয়।

    সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শুভ্রাংশু শেখর দে, বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, সদর ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন,নিজ বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান ময়নুল হক প্রমুখ।বক্তারা মানবদেহে জন্যে বিশেষ করে মা ও শিশু পুষ্টি প্রয়োজনীয়তা বিষয়ে গুরুতপুর্ণ আলোকপাত করেন।

    সভায় আরও উপস্থিত ছিলেন  নুরমিশন বাংলাদেশ প্রোগ্রাম ম্যানেজার সুজয় সরকার,  বড়লেখা শাখার আশা ব্যবস্থাপক প্রদীপ কুমার সিংহ, কারিতাস সিলেট অঞ্চলের জুনিয়র কর্মসূচী কর্মকর্তা প্রকাশ চন্দ্র সরকার, মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প প্রতিনিধি মাইকেল নংরুম, আইপিডিএস প্রতিনিধি জসিন্তা সুমের, হীড বাংলাদেশ প্রতিনিধি আন্না পঃডুয়েং প্রমুখ।

     

  • কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির কার্যকরি পরিষদের সভা অনুষ্ঠিত।

    কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির কার্যকরি পরিষদের সভা অনুষ্ঠিত।

    কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির কার্যকরি পরিষদের সভা অনুষ্ঠিত
    এলিসন সুঙ,মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির কার্যকরি কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।
    ২২ সেপ্টেম্বর বুধবার বিকালে উপজেলার মাধবপুর ইউনিয়নের পদ্মছড়া চা বাগান লেক এর পাশ্ববর্তী টিলার উপর  সুনীল আকাশে নিচে প্রাকৃতিক সৌন্দর্য পরিবেশে   কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি পিন্টু দেবনাথ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নির্মল এস পলাশের সঞ্চালনায় সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন   আহমেদুজ্জামান আলম,  আব্দুল বাছিত খান, আশরাফ সিদ্দিকী পারভেজ,  সুমন আহমদ,  এলিসন সুঙ প্রমুখ।
    সভায় কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির অভিষেক অনুষ্ঠানের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে।
  • ফুলবাড়ীতে কমিউনিটি ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত।

    ফুলবাড়ীতে কমিউনিটি ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত।

    ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী থানা পুলিশের উদ্যোগে কমিউনিটি ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার দুপুর ১টায় পৌর শহরের মাছ বাজার চত্বরে মাদক,সন্ত্রাস,জঙ্গিবাদ,বাল্য বিবাহ,ও নারী নির্যাতন প্রতিরোধ কল্পে পৌর বিট পুলিশিং এর আয়োজনে এই সচেতনতা মুলক সভা অনুষ্ঠিত হয়।
    সভায় সভাপতিত্ব করেন ৮নং ওয়ার্ড কাওন্সিলর আব্দুস জব্বার মাসুদ।

    এতে এসআই আরিফুজ্জামান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানার পুলিশ পরিদর্শক ওসি তদন্ত শফিকুল ইসলাম।

    অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন এসআই সাগর,এসআই আলামিন,এএসআই সিরাজুল ইসলাম প্রমুখ।আয়োজিত সভায় বক্তারা মাদক,সন্ত্রাস,জঙ্গিবাদ,বাল্য বিবাহ,ও নারী নির্যাতন বন্ধ করতে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করতে সকলের প্রতি আহব্বান জানানো হয়। এসময় ব্যাবসায়ী,সুধিজন ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

  • সিরাজগঞ্জে স্টেক হোল্ডার সমন্বয় সভা অনু্ষ্ঠিত।

    সিরাজগঞ্জে স্টেক হোল্ডার সমন্বয় সভা অনু্ষ্ঠিত।

    আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগাম (এনডিপি)’র বাস্তবায়নে ও দি এশিয়া ফাউন্ডেশন এর সহযোগিতায়- সিরাজগঞ্জে স্টেক হোল্ডার মিটিং অনু্ষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিরাজগঞ্জ শহরের পাবলিক লাইব্রেরি মিলনায়তনে – স্টেক হোন্ডার মিটিং এর সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ। উক্ত মিটিং এ আলোচনা করেন, বিশিষ্ট সাংবাদিক ইসমাঈল হোসেন, এনডিপি R2iG প্রকল্পের সমন্বয়কারী নুরুন নাহার চৌধুরী,প্রকল্প কর্মকর্তা স্বপ্না সেন প্রমুখ।,

    উক্ত স্টেক হোল্ডার সমন্বয় সভা অনু্ষ্ঠানে, বিভিন্ন সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগন, ভূমিদফতরের ভূমিসহকারীগনসহ অন্যান্য প্রতিনিধিগন,এনজিও’র কর্মকর্তাগণ,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের একাংশ অংশগ্রহণ করেন।

    অনু্ষ্ঠানে আলোচকগণ তথ্য আইন বাস্তবায়ন করার লক্ষ্যে তথ্যের অবাধ প্রবাহ এবং জনগনের অধিকার নিশ্চিতকরণের নিমিত্ত বিধান করিবার লক্ষ্যে প্রণীত আইন, তথ্য অধিকার, তথ্যসংরক্ষণ, প্রকাশ প্রাপ্তি, তথ্য প্রদান পদ্ধতি, তথ্য কমিশন ক্ষমতা ও কার্যাবলী, তথ্য কমিশন গঠন, বাছাই কমিটি সহ তথ্য অধিকারের অন্যান্য নিয়ম ও আইন কানুন সম্পর্কে ব্যাপক আলোচনা করা হয়েছে।

  • এনায়েতপুর থানা পুলিশের উদ্যোগে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত।

    এনায়েতপুর থানা পুলিশের উদ্যোগে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত।

    আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

    সিরাজগঞ্জের এনায়েতপুর থানার উদ্যোগে ১ সেপ্টেম্বর বুধবার জালালপুর ইউনিয়নে অফিসার্স ইনচার্জ মোহাম্মদ আনিসুর রহমানের সভাপতিত্বে মিডিয়ায় গুজব,অপপ্রচার, নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স ও কিশোর গ্যাং বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন পুলিশ সুপার হাসিবুল আলম, বিপিএম।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন,সিরাজগঞ্জের সহকারি পুলিশ সুপার(বেলকুচি সার্কেল) সিদ্দিক আহমেদ,এনায়েতপুর থানার পুলিশ পরিদর্শক জাকির হোসেন,বিশিষ্ট সমাজসেবক হাজী সুলতান মাহমুদ প্রমুখ।

    বিট পুলিশিং সমাবেশে জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ সংশ্লিষ্ট বিট এলাকার উল্লেখযোগ্য সংখ্যক নারী, জনপ্রতিনিধি,শিক্ষক,মসজিদের ইমাম,বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।

    সমাবেশে পুলিশ সুপার বলেন,মিডিয়ায় গুজব,অপপ্রচার, নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জনসাধারণকে এগিয়ে আসার আহবান জানান এবং এ ধরনের ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে সচেতন থাকার জন্য আহবান জানান।

    তিনি আরো বলেন,দেশের সামাজিক শৃঙ্খলা এবং জনগণের শান্তি ও নিরাপত্তা বিধানকল্পে মাদক,সন্ত্রাস,জঙ্গিবাদ,ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের প্রতিটি ঘটনায় অপরাধীকে আইনের আওতায় আনার লক্ষ্যে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ।

    বাংলাদেশ পুলিশ দেশের সেবা ও জনগণের কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে সর্বত্তোক ভাবে জনগণের পাশে রয়েছে থাকবে।

  • কাজিপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

    কাজিপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

    কাজিপুর থেকে কোরবান আলীঃ সিরাজগঞ্জের  কাজিপুরে ‘মাতৃদুগ্ধদানে সহায়তা করুন স্বাস্থ্যকর পৃথিবী গড়ুন’ এই শ্লোগানকে সামনে রেখে পালিত হয়েছে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ২০২১।এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    ১ সেপ্টম্বর বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এবং স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যান বাস্তবায়ন উপলক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোমেনা পারভীন পারুলের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য উপস্থাপন করেন উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য উপস্থাপন করেন উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী।

    মুল বিষয়টি প্রজেক্টের মাধ্যমে উপস্থাপন করেন মেডিকেল অফিসার ডাক্তার রোকসানা জাহান  উক্ত সভায় অংশ গ্রহনকরেন মেডিকেল অফিসার গন উপজেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহা ,স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, ,সিনিয়র স্টাফ নার্স,উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, এম টি (ই পি আই), প্রমুখ।।অনুষ্ঠানটি পরিচালনা করেন স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মোয়াজ্জেম হোসেন প্রমূখ।

  • ফুলবাড়ীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।

    ফুলবাড়ীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।

    মেহেদী হাসান,ফুলবাড়ী(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রশসানের উদ্যোগে ৩১ আগস্ট মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের হল রুমে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

    আইন শৃঙ্খলা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান উপাধক্ষ্য শাহ আব্দুল কুদ্দস,ইউপি চেয়ারম্যান মানিক রতন,ইউপি চেয়ারম্যন আবু তাহের মন্ডল,মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা মন্ডল,কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার,থানার অফিসার্স ইনচার্জ আশ্রাফ ইসলাম,২৯বিজিবি নায়েব সুবেদার আবুল কালাম আজাদ,মাধ্যমিক শিক্ষা অফিসার সমশের আলী মন্ডল,দুনীতি প্রতিরোধ কমিটির সভাপতি নাজিম উদ্দিন মন্ডল,পৌর কাউন্সিলর হারান দত্ত,উপজেলা আনছার ভিডিপি প্রশিক্ষিকা তাহেরা সুলতানা,সেনেটারী ইনেস্পেক্টর জগদিশচন্দ্র,উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান উজ্জ্বল প্রমুখ।

    এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি , সরকারী কর্মকর্তাগণ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
    সভায় মাদক চোরাচালান,চুরি,ডাকাতি,হত্যা,বাল্য বিবাহসহ সকল প্রকার আইনশৃঙ্খলা বিষয়ে আলোচনা করা হয়।

  • তানোর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত।

    তানোর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত।

    রাজশাহীর তানোর উপজেলা পরিষদের আয়োজনে মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২৩ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদের হলরুমে এ মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও পংকজ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়না।

    এছাড়া আরো উপস্থিত ছিলেন, তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাকিবুল হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু বাক্কার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার,কালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাইনুল ইসলাম স্বপন,পাঁচন্দর ইউনিয়ন পরিষদের আব্দুল মতিন, বাধাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান,

    তালন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম, চাঁন্দুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবর রহমান, উপজেলা প্রকল্প কর্মকর্তা তারিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সামিমুল ইসলাম প্রমূখ সহ বিভিন্ন শ্রেণীপেশার কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।