Tag: অনুষ্ঠিত

  • জৈন্তাপুরে আর্ন্তজাতিক অভিবাসী দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত।

    জৈন্তাপুরে আর্ন্তজাতিক অভিবাসী দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত।

    বিলালুর রহমান,জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধিঃ সিলেট জেলার জৈন্তাপুর উপজেলা প্রশাসন আয়োজিত আর্ন্তজাতিক অভিবাসী দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল ১৮ ডিসেম্বর শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নুসরাত আজমেরী হক।

    উপজেলা একাডেমিক সুপারভাইজার (মাধ্যমিক) মো: আজিজুল হক খোকন‘র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি কামাল আহমদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান বশির উদ্দিন,উপজেলা সহকারী কমিশনার (ভুমি)ফারুক আহমেদ, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ফখরুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম ও জৈন্তাপুর মডেল থানার এস আই কাজী শাহেদ আহমদ।

    সভায় বক্তারা বলেন, বাংলাদেশের অভিবাসীরা পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে আছেন জীবনজীবিকার তাগিদে। অনেকেই বৈধ-অবৈধ পথে বিদেশ পাড়ি জমিয়েছেন। বিদেশ গামীদের সরকারী যাবতীয় নিয়মনীতি মেনে বৈধ পথে বিদেশ গিয়ে নিজ দেশের আত্মমর্যাদা বৃদ্ধি করতে অভিবাসীদের প্রতি আহবান জানানো হয়েছে।

    সভায় আরোও উপস্থিত ছিলেন জৈন্তাপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তফজ্জুল হোসেন, জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি আব্দুল হালিম, সাবেক সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার বেলাল সহ সরকারী-বে-সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

  • উল্লাপাড়ায় অনুষ্ঠিত হয়ে গেল এক দিনব্যাপী লালন স্মরণ উৎসব।

    উল্লাপাড়ায় অনুষ্ঠিত হয়ে গেল এক দিনব্যাপী লালন স্মরণ উৎসব।

    স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ার করোতোয়া নদীর তীর ঘেষে বিশ্ব বরেণ্য মহা সাধন ফকির লালন শাহ্ স্মরণে অনুষ্ঠিত হয়ে গেল লালন উৎসব। শনিবার রাত ১০ টার দিকে উপজেলার বেতকান্দি লালন চর্চা কেন্দ্রের আয়োজনে অবোধ মন নামের সংগীতানুষ্ঠানের আয়োজন করে স্থানীয় লালন ভক্তবিন্দু । অনুষ্ঠানটি উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ।

    লালন উৎসবে পঞ্চক্রোশি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজের সঞ্চালনায় লালন চর্চা কেন্দ্রের সভাপতি গুরু আব্দুল মজিদ সরকারের সভাপতিত্বে লালনের ভাব ও দর্শন নিয়ে সংগীত পরিবেশন করেন কুষ্টিয়া লালন একাডেমির শিল্পীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আগত বাউল শিল্পীগণ। প্রচন্ড শীতকে উপেক্ষা করে এ সময় স্থানীয় লালন ভক্তসহ দুরদুরান্ত থেকে আগত হাজারো নরনারী গভীর রাত পর্যন্ত সংগীত উপভোগ করেন। এ উৎসবকে ঘিরে বসানো হয় গ্রামীন মেলা।

  • বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত। 

    বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত। 

    ফারুক হোসেন,মাটিরাঙ্গা(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মুজিবর্ষ উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট ফুটবল -২০২১ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
    শনিবার (১৮ডিসেম্বর) বিকেলে মাটিরাঙ্গা পৌর সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম শান্ত’র আয়োজনে ও রবিউল ইসলাম এর সহযোগিতায় মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জয়বাংলা একাদশ বনাম চক্রপাড়া একাদশের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
    মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মোঃ শামসুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা জোন কমান্ডার লেঃ কর্নেল এ এস এম মঞ্জুরুল করিব,পিএসসি ও সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম।
     বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেজর ইউছুফ মোহাম্মদ আব্দুল্লাহ, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগ সভাপতি এম হুমায়ুন মোর্শেদ খান, সাধারণ সম্পাদক সুবাস চাকমা, মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য বাবু হিরনজয় ত্রিপুরা, বাবু মেমং মারমা প্রমুখ।
    খেলা শেষে বিজয়ী দল ও খেলোয়াড়ের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
  • মোংলায় উপজেলা ও পৌরসভা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত। 

    মোংলায় উপজেলা ও পৌরসভা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত। 

    এম এইচ শান্ত,বাগেরহাট প্রতিনিধিঃ আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগকে বিজয়ী করতে করণীয় সাংগঠনিক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ ডিসেম্বর) দুপুরে মোংলা দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর আওয়ামীলীগের আয়োজনে মোংলা উপজেলা,পৌর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও ইউনিয়ন কমিটির সভাপতি সাধারণ সম্পাদকদের নিয়ে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

    এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাগেরহাট জেলা আ’লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাড: ভূঁইয়া হেমায়েত উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাগেরহাট জেলা আ’লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ইজারাদার, সহ-সভাপতি অধ্যাপক মোল্লা আব্দুর রউফ, সাংগঠনিক সম্পাদক নকিব নজিবুল হক (নজু), সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন লিটন, দপ্তর সম্পাদক অম্বরিশ রায়, উপ-দপ্তর সম্পাদক রতন নন্দি।

    উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস’র সভাপতিত্বে ও পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম’র পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন,মোংলা পোর্ট পৌরসভার মেয়র ও পৌর আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন,সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান উৎপল মন্ডল,মহিলা আ’লীগের সভানেত্রী ও মহিলা ভাইস-চেয়ারম্যান মিসেস কামরুন্নাহার হাই, উপজেলা যুবলীগের সভাপতি ইস্রাফিল হাওলাদার,সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ইকবাল হোসেন, পৌর যুবলীগের সভাপতি ও পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর এস,এম,কবির হোসেন,চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা মোঃ তারিকুল ইসলাম,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও ইউপি সদস্য মোঃ ইমরান বিশ্বাস,সাধারণ সম্পাদক হাওলাদার তারিকুল ইসলাম,পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক ফাহিম হাসান অন্তর,উপজেলা ছাত্রলীগের সভাপতি শিকদার ইয়াছিন আরাফাতসহ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ।

  • মাদকবিরোধী প্রীতি ফুটবল ও ভলিবল ম্যাচ অনুষ্ঠিত। 

    মাদকবিরোধী প্রীতি ফুটবল ও ভলিবল ম্যাচ অনুষ্ঠিত। 

    ফারুক হোসেন,মাটিরাঙ্গা(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মুজিবর্ষ উপলক্ষে মাদকবিরোধী প্রীতি ফুটবল ও ভলিবল ম্যাচ -২০২১ উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
    বুধবার (৮ ডিসেম্বর) বিকেলে মাটিরাঙ্গা উপজেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মাটিরাঙ্গা একাদশ বনাম গুইমারা একাদশের প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।
    খাগড়াছড়ি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হেদায়েত উল্যাহ।
    এসময়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা থানার ওসি(তদন্ত) মোঃ আমজাদ হোসেন, মাটিরাঙ্গা উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহতাসিন বিল্লাহ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ ওবায়দুল হক, উপজেলা আওয়ামীলীগ সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আলী হোসেন।
  • নাগরপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত।

    নাগরপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত।

    স্টাফ রিপোর্টারঃ টাংগাইলের নাগরপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস,বিজয় দিবস,সূবর্ণজয়ন্তী ও মুক্তিযুদ্ধের শপথ অনুষ্ঠান ২০২১ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

    ৭ ডিসেম্বর ২০২১( মঙ্গলবার), নাগরপুর উপজেলা প্রশাসন উপজেলা হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করে।

    নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার সিফাত ই জাহানের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকবাল হোসেন, কৃষি কর্মকর্তা আব্দুল মতিন বিশ্বাস,মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর, নবনির্বাচিত সলিমাবাদ ইউপি চেয়ারম্যান শাহিদুল ইসলাম অপু, মামুদনগর ইউপি চেয়ারম্যান জজ কামাল,মোকনা ইউপি চেয়ারম্যান মোঃ শরিফুল ইসলাম প্রমুখ।

  • তাড়াশে ব্র্যাকের উদ্যোগে ক্লায়েন্ট ওয়ার্কশপ অনুষ্ঠিত।

    তাড়াশে ব্র্যাকের উদ্যোগে ক্লায়েন্ট ওয়ার্কশপ অনুষ্ঠিত।

    তাড়াশ(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে ব্র্যাকের উদ্যোগে সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি (সেলপ) অনুষ্ঠিত হয়েছে।আজ সোমবার সকালে ব্র্যাক অফিস হলরুমে বিভিন্ন এলাকার ক্লায়েন্টদের নিয়ে  আলোচনা সভা  অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে নারী নির্যাতন নির্মুলে ১৬ দিনব্যাপি প্রচারাভিযান ২০২১ এর অংশ হিসেবে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

    উক্তঅনুষ্ঠানে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন সমাজ সেবা অফিসার একে এম মনিরুজ্জামান,জেলা ব্যবস্থাপক বিদ্যুৎ কুমার নন্দী(সেলপ) ব্রাকের এলাকা ব্যবস্থাপক বুলবুল আহ্মেদ,সমাজ সেবা ফিল্ড অফিসার সোহানুর রহমান(সোহান) এ্যাসোসিয়েট অফিসার ছালমা আক্তার, উপজেলা প্রেসক্লাব এর সহ-সভাপতি মহসীন আলী সাধারণ সম্পাদক শাহিনুর রহমান (শাহিন) সহ বিভিন্ন এলাকা থেকে আগত  ক্লায়েন্ট বৃন্দ ।

  • হাওর বাঁচাও আন্দোলন” ছাতক উপজেলা শাখার প্রথম সম্মেলন অনুষ্ঠিত।

    হাওর বাঁচাও আন্দোলন” ছাতক উপজেলা শাখার প্রথম সম্মেলন অনুষ্ঠিত।

    ফজল উদ্দিন,ছাতক প্রতিনিধিঃ “হাওর বাঁচাও আন্দোলন” ছাতক উপজেলা শাখার প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।

    ৪ডিসেম্বর শনিবার দুপুরে উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্টস্থ (বীর মুক্তিযোদ্ধা চত্বর-৭১)চেয়ারম্যান মার্কেট মাঠে এ সম্মেলন অনুষ্টিত হয়।

    হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির নব নির্বাচিত কার্যকরি কমিটির সভাপতি ও ছাতক উপজেলা কমিটি আহবায়ক,  সাবেক উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুলের সভাপতিত্বে ও ছাতক উপজেলা শাখার সদস্য সচিব জাহাঙ্গীর আলম চৌধুরী ও মাষ্টার পঙ্কজ দত্ত’র পরিচারনায়, অনুষ্টিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটি সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান।

    বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক সালেহিন চৌধুরী শুভ, সাংগঠনিক সম্পাদক একে কুদরত পাশা, সুনামগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলন।

    সম্মেলনের শুরুতে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন করে কাউন্সিলের উদ্ভোধন করেন সুনামগঞ্জ জেলা কমিটির সহ- সভাপতি রাধিকা রঞ্জন তালুকদার।

    সভায় স্বাগত বক্তব্য রাখেন, দৈনিক সমকালের ছাতক উপজেলা প্রতিনিধি সাংবাদিক শাহ মোহাম্মদ আক্তারুজ্জামান।

    পরে বিকেল, ২ ঘটিকায় সম্মেলনের দ্বিতিয় অধিবেশন শুরু হয়। এসময় উপস্থিত সকলের সম্মতি ক্রমে সভাপতি হিসেব সমরুজ আলী মেম্বার ও সাধারন সম্পাদক হিসেব শাহ মোহাম্মদ আক্তারুজ্জামান এর নাম উল্লেখ করে ৩১ সদস্য বিশিষ্ট “হাওর বাঁচাও আন্দোলন” ছাতক উপজেলা কমিটি ঘোষনা করেন, সম্মেলনের প্রধান অতিথি হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটি সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান।

    এসময়, সমরুজ আলী মেম্বার, আব্দুল হাই, ছাতক অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ ফজল উদ্দিন, অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অলিউর রহমান, কাউছার আহমদ, আবুল কালাম, নোয়াব আলী, দেলোয়ার হোসেন, নজরুল ইসলাম, তাজুল গনী, আলী আকবর, বিদান দে, জমির উদ্দান, এনামুল হক, ফয়জুল ইসলাম ফজল, ফয়ছল আহমদ, আহমেদ আল কবির চৌধুরী, সুজন তালুকদার, রেহান উদ্দিন, ছালিক আহমদ, আপ্তাব আলী, সোহানুর রহমান, সংকর দত্ত, মোহাম্মদ আলী, স্বপন চন্দ্র, সালমান আহমদ, শুভ্র চন্দ্র, সাহেদ আহমদ, তেরাব আলী, হেলাল আহমদ, নুরুল আমিন, আব্দুল হালিম শিপন, আছলম আলী, এনাম উদ্দিন, শাহ মোহাম্মদ রমজান আলী, খলিল আহমদ, দুলাল কৃষ্ণ সরকার, ছায়েম আহমদ প্রমূখ সহ বিভিন্ন শ্রনী-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

  • আনন্দের সহিত অনুষ্ঠিত হলো সাংবাদিকদের মিলন মেলা।

    আনন্দের সহিত অনুষ্ঠিত হলো সাংবাদিকদের মিলন মেলা।

    ফরিদুল ইসলাম ফরিদ,দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ শুক্রবার ৩ ডিসেম্বর কুড়িগ্রামের রৌমারী রাজিবপুর উপজেলা, জামালপুরের সানন্দবাড়ী (দেওয়ানগঞ্জ) ও বকশীগঞ্জ, শেরপুরের শ্রীবর্দী উপজেলার সাংবাদিকদের মিলন মেলা২০২১ অনুষ্ঠিত হয়।
    এ মিলন মেলা আয়োজন করেন সৃষ্টি টেলিভিশনের স্টাফ রিপোর্টার সাংবাদিক তারিকুল ইসলাম তারা। সহযোগিতায় মিডিয়া কর্মী সানন্দবাড়ী, জামালপুর। মিলন মেলায় মোহনা টিভি সাংবাদিক প্রফেসর লুৎফর রহমান,সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান করে নানামুখী দিক নির্দেশনা দেন।
    এসময় বক্তব্য রাখেন দৈনিক নয়া দিগন্ত রাজিবপুর প্রতিনিধি প্রফেসর জাকির হোসেন,বকশিগঞ্জ উপজেলা এশিয়ান টিভি ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি শাহীন আল আমিন,দৈনিক যায়যায় দিন দেওয়ানগঞ্জ প্রতিনিধি নজরুল ইসলাম,আজকের জামালপুর সানন্দবাড়ী প্রতিনিধি রশীদুল আলম শিকদার,লাল সবুজের ১১নং সেক্টর পত্রিকার সম্পাদক আফজাল শরীফ,দৈনিক গণকণ্ঠ দেওয়ানগঞ্জ প্রতিনিধি সাংবাদিক ফরিদুল ইসলাম,দৈনিক ভোরের চেতনা দেওয়ানগঞ্জ প্রতিনিধি জাকিউল ইসলাম জনি,দুর্জয় বাংলা দেওয়ানগঞ্জ প্রতিনিধি সাংবাদিক হারুন অর রশিদ,রুদ্র বাংলা রাজিবপুর প্রতিনিধি ফজলু,সাংবাদিক মুশফিকুর,সাংবাদিক জিয়া সহ উপস্থিত ছিলেন।
    সাংবাদিক নির্যাতন প্রতিরোধ,অপ-সাংবাদিকতা রোধ সহ বিভিন্ন ধরনের কাজ বাস্তবায়ন করা হবে। সেই সাথে শেরপুর জামালপুর ও কুড়িগ্রাম জেলার সাংবাদিকদের সেতু বন্ধন গড়ে তোলার মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ার দৃঢ় প্রতিজ্ঞা করেন।
  • রামানন্দ খাজুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সতন্ত্র প্রার্থী মুকুল হোসেন

    রামানন্দ খাজুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সতন্ত্র প্রার্থী মুকুল হোসেন

    রামানন্দ খাজুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সতন্ত্র প্রার্থী মুকুল হোসেন

    আগামী ২৬ ডিসেম্বর খাজুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দেন খাজুরা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুকুল হোসেন।

    বৃহস্পতিবার বিকেল ৩ টায় তিনি রিটানিং অফিসার কৃষিবিদ মোঃ সেলিম রেজার কাছে জমা দেন। এসময় তাঁর সমর্থনে হাজারো নেতাকর্মী ও সমর্থকরা শ্লোগানে শ্লোগানে মুখরিত করে।

    এসময় উপস্থিত ছিলেন, সহ সভাপতি আঃ মান্নান, আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক পলাশ সরদার, রইচ উদ্দিন, দপ্তর সম্পাদক আঃ জব্বার, ধর্ম বিষয়ক সম্পাদক কারী আমজাদ হোসেন, কোষাধ্যক্ষ আবুল কালাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ওনায়দুল হক বুলবুল, তথ্য ও গবেষনা ফিরোজ আলম, সাবেক ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম, যুবলীগ নেতা রবিউল ইসলাম , ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ফজলুল হক বাবু, আবুল কাসেম, ওসমান আলী, বেলাল হোসেন, শাহাদত হেসেন, আঃ মজিদ, আবুবকর সিদ্দিক, বিলহালতি ত্রিমোহনী কলেজের অধ্যক্ষ গোলাম সারওয়ার সহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, কৃষক লীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।