Category: শিক্ষা

  • শিক্ষা প্রতিষ্ঠানের সাধারন ছুটি ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে- ভোরের কণ্ঠ।

    শিক্ষা প্রতিষ্ঠানের সাধারন ছুটি ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে- ভোরের কণ্ঠ।

    অনলাইন ডেস্কঃ রোববার সকালে শিক্ষামন্ত্রনালয় সূত্রে এক বিজ্ঞপ্তিতে জানানো হয় সাধারন ছুটি ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত বাড়ানো হয়েছে।মহামারি করোনা ভাইরাস কওমি মাদ্রাসা বাদে অন্য সকল শিক্ষা প্রতিষ্ঠান এই বিজ্ঞপ্তির আওতায় থাকবে বলে জানানো হয়েছে।

    আরোও জানানো হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি চলাকালিন সময়ে অনলাইনে শিক্ষা কার্যক্রম চলমান থাকবে।
    দেশে গত বছর থেকে করোনাভাইরাস বাড়তে শুরু করেছে। এ জন্যে গত বছরের ১৭ মার্চে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়।
    ২০২০ সালের শেষ ভাগে কওমি মাদ্রাসগুলো খুলে দেওয়ার অনুমোতি দিলেও বন্ধ রয়েছে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান।

    কোভিট-১৯’র মহামারীর প্রকোপ কিছুটা কমে আসছে বলে এ বছরে এসএসসি পরিক্ষার্থীদের কথা বিবেচনায় রেখে ২৩ জানুয়ারি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) স্কুল কলেজের প্রতিষ্ঠান প্রধানদের কাছে পাঠান চিঠিতে মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলার প্রস্তুতি নিতে বলা হয়েছিলো।

    প্রতিষ্ঠান খোলার সবুজ সংকেত পেতে এখনও মার্চ/২১ পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে প্রতিষ্ঠানগুলোকে। এ সম্পর্কে মহান সংসদে গত ২৪ জানুয়ারী শিক্ষামন্ত্রী ড.দীপু মনি জানান শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর প্রথমে দশম ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস হবে। অন্যান্য শ্রেণির শিক্ষার্থীরা সপ্তাহে এক দিন প্রতিষ্ঠানের শ্রেণি কক্ষে ক্লাস করতে পারবে। গত বছর প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সমাপনী ও বার্ষিক পরিক্ষা কোভিট-১৯ এর কারনে নেয়া সম্ভব হয়নি।সমাপনী ও এসএসসি পরিক্ষার ফলাফলের উপর ভিত্তি করে গত এইচএসসির ফলাফল প্রকাশ করা হয়েছে।

     

  • সিরাজগঞ্জে দারুস সুন্নাত দাখিল মাদ্রাসার উদ্বোধন ও আলোচনা সভা-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জে দারুস সুন্নাত দাখিল মাদ্রাসার উদ্বোধন ও আলোচনা সভা-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জ সদর উপজেলার খোকসাবাড়ি ইউনিয়নের তেলকুপি দারুস সুন্নাত দাখিল মাদ্রাসায় শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর ও কামারখন্দ আসনের এমপি অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না।

    এসময় তিনি বলেন,জননেত্রী শেখ হাসিনা সরকার (আওয়ামীলীগ সরকার)শিক্ষা বান্ধব সরকার। সারাদেশের নেয় সিরাজগঞ্জেও ব্যপক উন্নয়ন করছেন । বিগত দিনে এই এলাকায় বিএনপি সরকার কোন উন্নয়ন করেনি। আওয়ামীলীগ সরকার ক্ষমতা আসার পরহতে সাদৃশ্যমান উন্নয়ন করে যাচ্ছে। যার চিত্র আপনারা দেখছেন।আপনারা জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করুন। তাকে সকল উন্নয়ন কর্মকান্ডের জন্য আপনার সহযোগিতা করুন ।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, পৌর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন,শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আব্দুস সালাম, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক এস এম মনিরুজ্জামান মনি,খোকসা বাড়ি ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান, রাশিদুল হাসান রশিদ, খোকসা বাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ হেলান উদ্দিন,সহ-সভাপতি কামরুল হাসান নিকি,যুগ্ম সম্পাদক আব্দুল লতিফ,ইউপি সদস্য বীরমুক্তিযোদ্ধা জেল হোসেন প্রমূখ।

    স্বাগত বক্তব্য রাখেন,তেলকুপি দারুস সুন্নাত দাখিল মাদ্রাসার সুপার মওয়ালানা মোয়াজ্জেম হোসেন।
    অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন তেলকুপি দারুস সুন্নাত দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ সোরহাব আলী।

  • ফুলবাড়ীতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ-ভোরের কণ্ঠ।

    ফুলবাড়ীতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ-ভোরের কণ্ঠ।

    দিনাজপুরের ফুলবাড়ীতে প্রতিবন্ধি শিক্ষার্থী ও তাদের পরিবারের মাঝে শীতবস্ত্র,মাস্কসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।

    ১১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাজিহাল ইউনিয়নের পারইল আটপুকুরহাট এরাকায় কাজিহাল অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের উদ্যেগে বিদ্যালয় চত্বরে প্রতিবন্ধী শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মাঝে ১শত জনকে একটি করে কম্বল, একটি মাস্ক ও খাতা, কলম, পেন্সিল তিরণ করা হয়।

    বিদ্যালয়ের প্রধান শিক্ষক শমরেস টুড’রু সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী। বিশেষ অতিথি অতিথি হিসাবে বক্তব্য রাখেন কাজিহাল ইউপি চেয়ারম্যান মো: মানিক রতন,উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মোছা: ফাতেমা জোহরা, কাজিহাল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো: তোবারক হোসেন,সাধারণ সম্পাদ মো: আমিনুল ইসলাম,ইউপি সদস্য মো: মঞ্জুরুল ইসলাম প্রমুখ।

  • উল্লাপাড়ায় খেলার মাঠ দখল করে চলছে ফসল মাড়াইয়ের কাজ-ভোরের কণ্ঠ।

    উল্লাপাড়ায় খেলার মাঠ দখল করে চলছে ফসল মাড়াইয়ের কাজ-ভোরের কণ্ঠ।

    ভোরের কণ্ঠ প্রতিবেদকঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় খেলার মাঠ দখল করে চলছে ফসল মাড়াইয়ের কাজ।ছেলে মেয়েদের খেলাধূলা বন্ধ করে এমন কাজ করছে স্থানীয় প্রভাবশালী দখলদারেরা।

    জানা যায়  উধুনিয়া ইউনিয়নের দত্তখারুয়া গ্রামের খেলার মাঠটি দীর্ঘদিন ধরে দখল করে সেখানে মৌসুমী ফসল মাড়াইয়ের স্থান হিসেবে ব্যবহার করছে স্থানীয় কিছু প্রভাবশালীরা। আর এতে গ্রামের ছাত্র ও যুবকেরা কোন ধরনের খেলাধুলা বা শরীরচর্চামূলক কর্মকান্ড করতে পারছেন না। একদিকে ভেঙ্গে পড়ছে কিশোর ও যুবকদের মন অন্যদিকে মাঠটি বেদখল করছে কিছু প্রভাবশালী মানুষ। এ বিষয়টি দ্রুত সমাধান নাহলে গ্রামের সাধারন মানুষের মধ্য গোলযোগের আশঙ্কায় রয়েগেছে। মাঠটি দখলদারদের হাত থেকে রক্ষা করার জন্য গ্রামের যুব সমাজ উল্লাপাড়া উপজেলা প্রশাসন বরাবর আবেদন করেছে।

    ইতোপূর্বে গ্রামের যুব সম্প্রদায়ের আবেদনের প্রেক্ষিতে উপজেলা ভূমি অফিস থেকে সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাহিদ হাসান খান সরকারি মাঠটি পরিমাপ করে সেখানে গ্রামবাসীর ফসল মাড়াইসহ ব্যক্তিগত সকল কর্মকান্ড বন্ধের নির্দেশনা সূচক একটি সাইনবোর্ড সেটে দিয়েছে। কিন্তু মাঠ দখলকারীরা সরকারি নির্দেশনা মানছেন না।

    দত্তখারুয়া গ্রামের যুব সম্প্রদায়ের পক্ষ থেকে মোঃ রজব আলী অভিযোগ করেন, তাদের এই খেলার মাঠটি বহু প্রাচীন। জেলা প্রশাসকের নামে এটি তফশীলভুক্ত। এখানে শুধু গ্রামের ছেলেরা খেলাধুলা করে না। উপরোন্ত এই মাঠে পার্শ্ববর্তী গ্রামগুলো লোকজনও ফুটবলসহ নানা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকে। কিন্তু এই গ্রামের হাজী মজনু মিয়া,আমজাদ হোসেন,আব্দুল লতিফ,রাজু আহম্মেদ,জিন্নাহ মিয়া, মোজাম হোসেন,মোমিন মাষ্টার ও আব্দুল লতিফসহ বেশ কিছু কৃষক ৪/৫ বছর ধরে মাঠটি দখল করে মাঠের পুরো ঘাস তুলে ফেলে সরিষা মৌসুমে সরিষা, ধানের মৌসুমে ধান মাড়াই ও শুকানোর কাজ করে আসছে। ফলে ছেলেদের এই মাঠে সব ধরনের খেলাধুলা বন্ধ হয়ে গেছে। গেল বছরের শেষের দিকে এ ব্যাপারে উপজেলা ভূমি অফিসে একটি অভিযোগ  দেওয়া হলে  ভূমি অফিস স্থানীয় ইউনিয়ন ভূমি অফিসের সহযোগিতায় মাঠটি পরিমাপ করে সীমানা নির্ধারণ এবং এই মাঠ ব্যক্তিগত কোন কাজে ব্যবহার করা থেকে বিরত রাখার জন্য নির্দেশনামূলক একটি সাইনবোর্ড সেটে দেওয়া হয়। কিন্তু তারপরেও সরকারি নির্দেশনা উপেক্ষা করে গ্রামের মাঠ দখলকারী ব্যক্তিগণ যথারীতি চলমান সরিষা মৌসুমে এখানে সরিষা মাড়াই ও শুকিয়ে ঘরে তোলার কাজ করে যাচ্ছেন।

    আর এতে গ্রামের ছেলেরা খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। রজব আলী জানান, তিনি আবারোও চলতি জানুয়ারী মাসের প্রথম সপ্তাহে উপজেলা ভূমি অফিসে  এ ব্যাপারে অভিযোগ পত্র দিয়েছেন।

    এ ব্যাপারে অভিযুক্ত হাজী মজনু মিয়া ও আব্দুল লতিফ গংদের সাথে কথা হলে তারা জানান, গ্রামের অপর ব্যক্তিদের সঙ্গে তারা বিভিন্ন মৌসুমে এই মাঠে ফসল মাড়াই ও শুকানোর কাজ করে থাকেন। বাড়িতে জায়গা না থাকায় বাধ্য হয়ে বছরের কিছু সময় মাঠটি তারা ব্যবহার করে থাকেন। এসময় খেলাধুলা বন্ধ থাকে।

    এ বিষয়ে উল্লাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাহিদ হাসান খান কথিত খেলার মাঠটি গ্রামবাসীর ব্যক্তিগত কাজে ব্যবহারের কথা নিশ্চিত করে জানান, দ্বিতীয় দফায় তিনি গ্রামের যুবসম্প্রদায়ের পক্ষ থেকে আরো একটি অভিযোগপত্র পেয়েছেন। দ্রুত তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

  • সড়ক দুর্ঘটনায় মা ও দুই শিশু সন্তান নিহতের ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন-ভোরের কণ্ঠ।

    সড়ক দুর্ঘটনায় মা ও দুই শিশু সন্তান নিহতের ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জে স্কুল শিক্ষিকা সুলতানা রুনী ও তার দুই শিশু সন্তান সড়ক দূর্ঘটনায় নিহত হওয়ার ঘটনার বিচার ও ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে।

    মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারী) সকালে শহরের বাজার ষ্টেশন চত্বরে সরকারি প্রাথমিক শিক্ষা পরিবার এর আয়োজনে এস বি রেলওয়ে কলোনীর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস ছালাম তালুকদারের সভাপতিতে কল্যানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমজাদ হোসেনের সঞ্চালনায় এই মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সমিতির সভাপতি উদয় কুমার পাল। সাধারণ সম্পাদক মোঃ সানোয়ার হোসেন,সিরাজগঞ্জ জেলা প্রধান শিক্ষক সমাজের সভাপতি আশিষ কুমার ঘোষ।

    সিরাজগঞ্জ জেলা সহকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি আমিনুর ইসলাম, সাধারণ সম্পাদক মোঃমাসুদ রানা সহ প্রমূখ বক্তব্য রাখেন।

    এই মানববন্ধন কর্মসূচিতে নিহতের স্বজন ও জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারীরা অংশ গ্রহন করেন। এবং মানববন্ধনে নিহতদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

    মানববন্ধন কর্মসূচিতে বক্তারা সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষিকা ও তার সন্তানের নিহত হওয়ার ঘটনার সুষ্ঠ বিচার দাবি করেন। এবং দিনের বেলায় শহরের মধ্যে ট্রাক, বাস সহ ভারী যানবাহন চলাচল না করার দাবীও জানান।

    পরে তারা ৫ দফা দাবি সম্বলিত একটি স্বারক লিপি জেলা প্রশাসকের মাধ্যমে সড়ক ও সেতু মন্ত্রী বরাবর প্রদান করেন।

    উল্লেখ্য, রবিবার সকালে সিরাজগঞ্জ পৌর এলাকার মিরপুর মহল্লার কালাচাঁন মোড়ে বাস ও ট্রাকের মাঝখানে চাপা পড়ে বনবাড়ীয়া সরকরি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও পৌর এলাকার মিরপুর দক্ষিণপাড়া মহল্লার মৃত ইসাহাক তালুকদার ও মৃত ফরিদা খানমের মেয়ে এবং ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ রহমান স্ত্রী ইফরাত সুলতানা রুনী (৩৮), তার ছেলে মাশবুবুর রহমান ওয়াদী (১২) ও মেয়ে সোয়াবা রহমান (৬) নিহত হয়।

  • ৬ষ্ঠ বারের মতো সম্পাদক নিবার্চিত হলেন সহকারী অধ্যাপক শামীম হাসান-ভোরের কণ্ঠ।

    ৬ষ্ঠ বারের মতো সম্পাদক নিবার্চিত হলেন সহকারী অধ্যাপক শামীম হাসান-ভোরের কণ্ঠ।

    ভোরের কণ্ঠ প্রতিবেদকঃ ৬ষ্ঠ বারের মতো কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শামীম হাসান।

    সোমবার রাতে কলেজের শিক্ষক সাধারন কক্ষে এ নিবার্চন অনুষ্ঠিত হয়। উল্লাপাড়ার কানসোনা গ্রামের কৃতি সন্তান শামীম হাসান এর আগে টানা ৫ টার্ম শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক ছিলেন।

    বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব শামীম হাসান ২৪তম বিসিএস-এর শিক্ষা ক্যাডার। তিনি ২০০৯ সালে সরকারি আকবর আলী কলেজে প্রভাষক হিসেবে যোগদান করেন। পরে সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি পান। তিনি ২০২০ সালে মালয়েশিয়ার নটিংহাম বিশ্ববিদ্যালয় থেকে এমএ ইন এডুকেশন ডিগ্রি লাভ করেন।

    উল্লাপাড়ায় একজন সৎ ও আদর্শবান ব্যক্তি হিসেবে পরিচিত শামীম সিরাজগঞ্জে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে জড়িত।

    ভোরের কণ্ঠ প্রতিবেদকঃ ৬ষ্ঠ বারের মতো কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শামীম হাসান।

    সোমবার রাতে কলেজের শিক্ষক সাধারন কক্ষে এ নিবার্চন অনুষ্ঠিত হয়। উল্লাপাড়ার কানসোনা গ্রামের কৃতি সন্তান শামীম হাসান এর আগে টানা ৫ টার্ম শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক ছিলেন।

    বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব শামীম হাসান ২৪তম বিসিএস-এর শিক্ষা ক্যাডার। তিনি ২০০৯ সালে সরকারি আকবর আলী কলেজে প্রভাষক হিসেবে যোগদান করেন। পরে সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি পান। তিনি ২০২০ সালে মালয়েশিয়ার নটিংহাম বিশ্ববিদ্যালয় থেকে এমএ ইন এডুকেশন ডিগ্রি লাভ করেন।

    উল্লাপাড়ায় একজন সৎ ও আদর্শবান ব্যক্তি হিসেবে পরিচিত শামীম সিরাজগঞ্জে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে জড়িত।

  • সিরাজগঞ্জে বাস ও ট্রাকের চাপায় অন্তঃসত্ত্বা মা ও ২ শিশুর মৃত্যু-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জে বাস ও ট্রাকের চাপায় অন্তঃসত্ত্বা মা ও ২ শিশুর মৃত্যু-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জ পৌর শহর এলাকার মিরপুর মহল্লায় বাস ও ট্রাকের চাপায় অন্তঃসত্ত্বা মা ও তার দুই শিশুর মৃত্যু হয়েছে।

    এ ঘটনায় রিকশাচালক আহত হয়েছেন।
    রোববার (৭ ফেব্রুয়ারি) বেলা ১২টার সময় সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক সড়কের মিরপুর কালাচাঁদ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন- বনবাড়ীয়া সরকরি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও পৌর এলাকার মিরপুর দক্ষিণপাড়া মহল্লার মাসুদ রানার স্ত্রী রিফাত সুলতানা রুনী (৩৮), তার ছেলে ওয়াদি (১২) ও মেয়ে ছয়ফা (৬)।

    আহত অটোরিকশা চালক চান মিয়া (২৫) পৌর এলাকার একডালা স্লুইচগেট এলাকার বাসিন্দা।


    সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হামীম জানান, অন্তঃসত্ত্বা স্কুলশিক্ষিকা রুনী তার ছেলে ও এক মেয়ে ব্যাটারি চালিত রিকশায় করে শহরে যাচ্ছিলেন।

    তারা এস,বি ফজলুল হক সড়কের কালাচাঁন মোড় এলাকায় পৌঁছালে কড্ডা থেকে সিরাজগঞ্জগামী যাত্রাবাহী একটি বাস সামনের একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে তাদের চাপা দেয়।

    এতে রিকশাটি ট্রাকের পেছনে দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই শিশুসহ রুনী ও তার ছেলে ওয়াদী মারা যান।
    আহত হয় রিকশা চালক ও শিশু সয়ফা। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক শিশু ছয়ফাকে মৃত ঘোষণা করেন।

    সিরাজগঞ্জ সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আজাবুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বাসটিকে আটক করা হয়। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।

  • সিরাজগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস পালন-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস পালন-ভোরের কণ্ঠ।

    মুজিব বর্ষের অঙ্গীকার, ঘরে ঘরে গ্রন্থাগার” এ শ্লোগান ধারণ করে সারা দেশের ন্যায় সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও জেলা সরকারি গণ গ্রন্থাগারের আয়োজনে- জাতীয় গ্রন্থাগার দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে -জেলা সরকারি গণগ্রন্থাগার আলোক সজ্জাসজ্জিত করণ সহ

    শুক্রবার (৫ ফেব্রুয়ারী-২০২১) সকাল ১০ টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসন কার্যালয়ে সামনে বেলুন- ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়েছে। পরে

    জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষের অনুষ্ঠানে অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও বই উপহার দিয়ে এবং এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মোঃ মনির হোসেন। তিনি বলেন, ভালো বই হলো আমাদের পরম বন্ধু, আত্নার পরম আত্নীয়,যত বই পড়বে, তত জ্ঞানের আলো ছড়াবে, ভালো মানুষ হিসেবে গড়ে উঠবে, আমাদের সবাইকে দেশের প্রতিটি পাড়া ও মহল্লায় লাইব্রেরি গড়ে তুলতে হবে।

    অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন ও সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ জেলা সরকারি গণ গ্রন্থাগারের লাইব্রেরীয়ান সেলিনা ইসলাম।

    এসময় অনুষ্ঠানে বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ সরকারি কলেজ এর গ্রন্থাগারিক আবুল কাশেম আজাদ, সিরাজগঞ্জ জেলা ব্র্যাক সমন্বয়ক মোঃ রইস উদ্দিন, কামারখন্দ উপজেলা পল্লী উন্নয়ন পাঠাগারের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল আলম প্রমুখ।

    অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন, তাড়াশ উপজেলার হান্ডিয়াল নওগাঁর সামিরন স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি, সাহিত্যেমনা খায়রুজ্জামান মুন্নু।

    সার্বিক দায়িত্ব ও তত্বাবধানে ছিলেন এবং উপস্থিত ছিলেন , সিরাজগঞ্জ জেলা সরকারি গণ গ্রন্থাগারের জুনিয়র লাইব্রেরীয়ান মোঃ সজীব আহম্মেদ, লাইব্রেরি এ্যাসিসটেন্ট মোঃ মিজানুর রহমান, অফিস সহায়ক মোঃ রঞ্জু মিয়া, ভ্রাম্যমাণ লাইব্রেরির কর্মকর্তা আল-মামুন সহ অনেকে ।

  • ফুলবাড়ীতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ-ভোরের কণ্ঠ।

    ফুলবাড়ীতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ-ভোরের কণ্ঠ।

    দিনাজপুরের ফুলবাড়ীতে প্রতিবন্ধি শিক্ষার্থী ও তাদের পরিবারের মাঝে শীতবস্ত্র,মাস্ক ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

    বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় “বেসিক অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়” এর উদ্যেগে বিদ্যালয়ের দাতা সদস্য মোঃ খলিলুর রহমান এর সভাপতিত্বে উপজেলার শিবনগর রাজারামপুর গঙ্গাপ্রসাদ এলাকার “বেসিক অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় চত্বরে ওই বিদ্যলিয়ের প্রতিবন্ধী শিক্ষাথর্ী পরিবার ও কিছু অস্বচ্ছল অভিভাবকের মাঝে মোট ১৫০ জনকে একটি করে কম্বল, একটি মাস্ক ও খাতা, কলম, পেন্সিল তিরণ করা হয়।

     

    বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আখতারুজ্জামান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিবনগর ইউপি চেয়ারম্যান মোঃ মামুনুর রহমান চৌধুরী (বিপ্লব)। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র সরকার,বিদ্যালয়ের দাতা সদস্য মোঃ আফজাল সহ শিক্ষক-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

    বিতরণ অনুষ্ঠান শেষে বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে দুইটি নারিকেল গাছ ও দুইটি দেশি জাতের নিম গাছের চারা রোপন করা হয়।

     

  • শিবগঞ্জে মাদ্রাসা ছাত্র স্বাধীন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন-ভোরের কণ্ঠ।  

    শিবগঞ্জে মাদ্রাসা ছাত্র স্বাধীন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন-ভোরের কণ্ঠ।  

    বগুড়ার শিবগঞ্জে বেলতলী আবাসিক মক্তব হাফেজিয়া মাদ্রাসার  ছাত্র স্বাধীন শেখ(৭) হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ মানববন্ধন করেছেন। মানববন্ধন থেকে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবি করেন নিহতের আত্মীয়-স্বজনসহ হাজার হাজার নারী-পুরুষ।
    বৃহস্পতিবার সকাল ১১টায় শিবগঞ্জের আমতলী জয়পুরহাট আঞ্চলিক সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
    উল্লেখ্য, গত ১৭ জানুয়ারি বগুড়ার শিবগঞ্জের কিচক ইউনিয়নের বেলতলী আবাসিক হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থীর লাশ গাংনাই নদী থেকে উদ্ধার করে শিবগঞ্জ থানা পুলিশ। প্রাথমিক ভাবে ধারণা করা হয় তাকে শ্বাসরোধে হত্যা করে নদীতে ফেলা দেওয়া হয়। এ ঘটনায় নিহতের পিতা থানায় মামলা দায়ের করেছেন। মক্তব বিভাগের ছাত্র স্বাধীন (৭)  মাদ্রাসায় আবাসিক হিসেবে লেখাপড়া করেন। এরপর ১৬ জানুয়ারি রাতে মাদ্রাসা থেকে নিখোঁজ হয়। পরের দিন সকালে স্থানীয় লোকজন বেলতলি ঈদগাহ মাঠ সংলগ্ন পার্শ্বে গাংনাই নদীর তীরে স্বাধীনের নিথর মরদেহ দেখতে পায়। পরে থানা পুলিশকে খবর দিলে তাৎক্ষণিক সহকারী পুলিশ সুপার শিবগঞ্জ সার্কেল আরিফুল ইসলাম সিদ্দিকী ও থানা অফিসার ইনচার্জ  এসএম বদিউজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন।
    পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। নিহত স্বাধীন উপজেলার শিবগঞ্জ  সদর ইউনিয়ন ৮নং ওয়ার্ড পূর্বজাহাঙ্গীরাবাদ আমতলী মাঝপাড়া গ্রামের শাহ আলমের পুত্র। এব্যাপারে মাদ্রাসার মুহতামিম শহিদুল ইসলাম বলেন, স্বাধীন গতকাল সন্ধ্যা থেকে নিখোঁজ হয়। সকালে তার লাশ মাদ্রাসার পার্শ্বে গাংনাই নদীর তীরে পাওয়া যায়। এব্যাপারে নিহতের চাচা মইনুল হক বলেন, স্বাধীন নিখোঁজ রয়েছে বিষয়টি মাদ্রাসা কর্তৃপক্ষ আমাদেরকে জানাইনি। শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামান বলেন, মাদ্রাসার ছাত্র স্বাধীনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে মর্মে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।  এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
    মাদ্রাসা ছাত্র স্বাধীন শেখ গত ১৬ জানুয়ারি সন্ধ্যা থেকে নিখোঁজ হলেও কেনো মাদ্রাসা কর্তৃপক্ষ তাঁর পরিবারকে জানালো না? এমন প্রশ্ন মাববন্ধনে সমাবেত হাজারো মানুষের মুখে মুখে। অথচ ১৭ জানুয়ারি তার নিথর মরদেহ মিলল নদীর কিনারায়। নিহতের পিতা শাহ আলম শেখ জানান, আমার ছেলে ১৬ জানুয়ারি রাতে মাদ্রাসাতে নেই তাঁর সহপাঠীরা মাদ্রাসার শিক্ষকে বললে তাঁরা উল্টো ধমক দেন।
    মানববন্ধনে অংশগ্রহণ করা বিক্ষোভ সমাবেশকারীরা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে দোষীদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানায়। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁসিয়ারি দেন তারা।
    মানববন্ধনে উপস্থিত ছিলেন, নিহতের বাবা শাহ আলম ও তাঁর মা, নানা’ সহ উপজেলার আওয়ামী যুবলীগের নেতা শহিদুল ইসলাম শহিদ, শেখ কবির বকুল, বকুল মন্ডল আহম্মদ আলি, মিজানুর রহমান,আঃ হান্নান,মেহেদুল ইসলাম, হাকিম, হাকিম,দুলা প্রধান, মানিক রিলংকু, আঃ মান্নান, টুটুল প্রমূখসহ এলাকার হাজারো নারী-পুরুষ।