Category: সারাদেশ

  • মেয়ে হত্যার সাথে জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন-ভোরের কণ্ঠ।  

    মেয়ে হত্যার সাথে জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন-ভোরের কণ্ঠ।  

    বগুড়ার মহাস্থানে মেয়ে হত্যাকাণ্ডে জড়িত আসামীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মহাস্থান প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (১৪জানুয়ারি) দুপুর ১২টায় বগুড়ার মহাস্থান প্রেসক্লাবে মামলার বাদী শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের গড়-মহাস্থান পূর্বপাড়া গ্রামের আজমল হোসেন মেয়ে হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে লিখিত বক্তব্য পাঠ করে বলেন, আমার মেয়ে আনজেলা আক্তার(২০) কে বিনা যৌতুকে ১বছর পূর্বে আনুষ্ঠানিক ভাবে বিবাহ করে পার্শ্ববর্তী গোকুল ইউনিয়নের পলাশবাড়ী মোন্নাপাড়া গ্রামের মজিবুর রহমানের পুত্র জিন্নাহ মিয়া(২৫)।

    বিয়ের পর থেকেই জিন্নাহ ও তার পরিবারের লোকজন ২লাখ টাকা যৌতুক দাবি করে আসছিল। যৌতুকের টাকা দিতে ব্যর্থ হওয়ায় মৃত্যুর পর্বে মেয়ের জবাবন্দীতে জানতে পারি তাকে অমানুষিক নির্যাতন করে জোরপূর্বক ঘাঁসমাড়াই বিষাক্ত পদার্থ খাওয়ায়। সে অসুস্থ্য হয়ে পড়লে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    পরে মেয়ে হত্যাকাণ্ডে জড়িত ৬জনকে আসামী করে গত ৩/১২/২০ইং তারিখে মামলা করা হয়। এ মামলায় পুলিশ ১জনকে গ্রেফতার করলেও ১নং আসামীসহ অন্যান্য আসামীদের আজও গ্রেফতার করতে পারেনি পুলিশ। অথচ মামলার আসামীরা মামলা তুলতে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে।

    আমি অন্যান্য লোকজনদের মারফত জানতে পারি আসামীরা দিচ্ছি প্রকাশ্যে তাদের এলাকায় ঘোরাফেরা করছে। তাই মহাস্থান প্রেসক্লাবে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে মেয়ে হত্যাকাণ্ডে  জড়িতদের দ্রুত গ্রেফতার করতে প্রশাসনের প্রতি আহবান জানাচ্ছি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, স্ত্রী মোছাঃ নাসিমা বেগম ও ছোট মেয়ে মেঘলা আক্তার।

  • ফুলবাড়ীতে মাদকসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বিজিবি-ভোরের কণ্ঠ।

    ফুলবাড়ীতে মাদকসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বিজিবি-ভোরের কণ্ঠ।

    দিনাজপুরের ফুলবাড়ী সিমান্তে বিজিবি’র অভিযানে ২৩০ বোতল ফেন্সিডিলসহ আব্দুল বারেক (৩০) ও আসিফ প্রামানিক নামের ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে-২৯ বিজিবি।

    বিজিবির হাতে গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন উপজেলার খাজাপুর গ্রামের মৃত তফিল উদ্দিন এর ছেলে মোঃ আব্দুল বারেক (৩০) ও একই এলাকার মোঃ বেলাল প্রামানিক এর ছেলে মোঃ আসিফ প্রামানিক (৩২)।

    বৃহস্পতিবার ১৪ জানুয়ারি ভোর সাড়ে ৪টার সময় ফুলবাড়ী ব্যাটালিয়ান (২৯ বিজিবি) এর অধীনস্থ কাজিহাল ইউনিয়নের রুদ্রানী বিওপির হাবিলাদর মোঃ লিয়াকত শেখের নেতৃত্বে একটি টহলদল সীমান্ত পিলার ৩০৩/২ এস হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রুদ্রানী সুইজ গেটের সামনে চোরাচালানের সময় ২৩০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ তাদেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়। যার আনুমানিক মুল্য নব্বই হাজার দুই শত টাকা।

    ফুলবাড়ী-২৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল শরিফ উল্লাহ আবেদ বিষয়টি নিশ্চিত করে জানান গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের ফেন্সিডিলসহ ফুলবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে হাবিলাদর মোঃ লিয়াকত শেখ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

  • সিরাজগঞ্জের তাড়াশে মৌ-মাছির খামারিরা মধু বিক্রি করে লাভবান-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জের তাড়াশে মৌ-মাছির খামারিরা মধু বিক্রি করে লাভবান-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জের তাড়াশে মৌ-মাছির খামারিরা মধু বিক্রি করে লাভবান। ঋতুর পালা বদলে শীতের আগমণী বার্তায় চলনবিলের তাড়াশে মাঠে মাঠে এখন সৌন্দযর্য মন্ডিত হলুদ সরিষার ফুল।

    গ্রামের দিগন্ত মাঠ সেজেছে হলুদ সরিষা ফুলের সমারোহে। এ মৌসুমে দেশে বিভিন্ন স্থান থেকে মৌ-চাষীরা এসেছে মধু সংগ্রহে।

    এ বছর তাড়াশে প্রায় ১’শ মৌ-চাষী শত শত মৌ-বক্স নিয়ে চলনবিল এলাকায় এসেছেন মধু সংগ্রহের জন্য । সরিষার ক্ষেতে পাশে স্থাপন করেছে এই মৌ-বক্স গুলো। প্রতিটি বক্স থেকে সপ্তাহে ৬ থেকে ৭ কেজি করে মধু সংগ্রহ করা হচ্ছে। আর সপ্তাহ শেষে  ঢাকা থেকে মধু সংগ্রহ কোম্পানীর বিভিন্ন লোকজন এসে প্রতি মন মধু ৫হাজার থেকে ৫৫ শ” টাকা করে ক্রয় করে নিয়ে যাচ্ছে।

    এ বছর তাড়াশ উপজেলায় ৬ হাজার ১ শত ১০ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। কৃষি অধিদফতর ধারনা করছে এ উপজেলার মাঠ থেকে এ বছর ২০ থেকে ২৬ টন মধু সংগ্রহ করা সম্ভব হবে ।

    নাটোর জেলার গুরুদাসপুর থেকে আসা সরকার মৌ-খামারের প্রোপাইটার মিলন সরকার জানান, আমরা প্রতি বছর এ সময় তাড়াশে মধু সংগ্রহ করতে আসি ।  আমার খামারে ১৫০ টি মৌ-বক্স আছে।  প্রতিটি বক্স থেকে সপ্তাহে ৬ থেকে ৭ কেজি করে মধু সংগ্রহ করতে পারি।

    কোম্পানির লোক এসে প্রতি মন মধু ৫ হাজার থেকে ৫৫ শ” টাকা করে ক্রয় করে নিয়ে যাচ্ছে। এ ছাড়াও স্থানীয় লোকজন খাঁটি মধু ক্রয় করছে।

    এ ব্যাপারে তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন্নাহার লুনা বলেন, আমরা মাঠ পর্যায়ে  কৃষকদের সরিষা ও মৌ-চাষে  সচেতনতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ দিচ্ছি। আশা করছি এ বছর সরিষার বাম্পার ফলন হওয়ায় ২০ থেকে ২৫ মেট্রিক টন মধু সংগ্রহ হবে ।

  • কাজিপুরে বিএনসিসি প্লাটুনের উদ্যোগে দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ-ভোরের কণ্ঠ।

    কাজিপুরে বিএনসিসি প্লাটুনের উদ্যোগে দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জের কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের বিএনসিসি প্লাটুনের উদ্যোগে অসহায়, এতিম, ছাত্র ও দুঃস্থ শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

    ১৪ই জানুয়ারী বৃহস্পতিবার সকাল ১১টায় কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের আয়োজনে অত্র কলেজ প্রাঙ্গণে বিতরণ কাজের শুভ উদ্বোধন করেন, প্রধান অতিথি অত্র কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ রেজাউল করিম।

    বিশেষ অতিথি, পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আহসান হাবীব, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও বিএনসিসি প্লাটুনের প্লাটুন কমান্ডার মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

    এসময় উপস্থিত ছিলেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাসির উদ্দিন মিয়া, অর্থনীতি বিভাগের প্রভাষক হাবিবুর রহমান, ব্যবস্থাপণা বিভাগের প্রভাষক মুশফিকুর রহমান মুক্তা, উদ্ভিদবিদ্যা বিভাগের প্রভাষক মোঃ শামছুল আলাম, পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক আল আমিন, রসায়ন বিভাগের প্রভাষক এস,এম আদিলুজ্জান, অর্থনীতি বিভাগের প্রভাষক জামিল হোসেন, প্রদর্শক হাসানুজ্জানসহ কলেজের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

    এসময় উপজেলার কাজিপুর আহম্মেদ আলী এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসা, মাথাইলচাপর এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসা, মেঘাই হাফিজিয়া মাদ্রাসা, আলমপুর হাফিজিয়া মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে ও দুঃস্থ শীতার্তদের মাঝে ১১০টি কম্বল বিতরণ করা হয়।

     

  • সিরাজগঞ্জ তাড়াশে মাদক সেবনের অপরাধে মাদক সেবীকে ৩ মাস কারাদন্ড-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জ তাড়াশে মাদক সেবনের অপরাধে মাদক সেবীকে ৩ মাস কারাদন্ড-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জের তাড়াশে মাদক সেবনের দায়ে এক মাদক সেবনকারীকে ৩ মাসের কারাদন্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

    ১৩ জানুয়ারি বুধবার সন্ধ্যায় উপজেলার তালম ইউনিয়নের গুল্টা গোলাপপুর গ্রামের মৃত মফিজ উদ্দিন সরকারের ছেলে তয়বর সরকার (৫৫)মদ সেবন করে মাতলামি করে তার স্ত্রীকে জবাই করার জন্য চেষ্টা চলায়। প্রায় সময় তয়বর সরকার মদ্য পান করে মাতলামি করতেন বলে স্থানীয়দের মধ্যমে জানা যায়।

    এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করে মাতাল তয়বর সরকারকে আটক করেন।পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৩’শ টাকা জরিমানা ও ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন।

  • নওগাঁয় ফসলী জমিতে ইট ভাটার মাটি কাটার মহোৎসব-ভোরের কণ্ঠ। 

    নওগাঁয় ফসলী জমিতে ইট ভাটার মাটি কাটার মহোৎসব-ভোরের কণ্ঠ। 

    নওগাঁ সদর উপজেলা পঞ্চভাই ইট ভাটায় বিভিন্ন ইউনিয়নে নির্বিচারে কৃষিজমির মাটি কেটে ইট তৈরি করা হচ্ছে।প্রশাসনের চোখের সামনে মাটি কেটে বিক্রি হলেও ঘটনার সঙ্গে প্রভাবশালী মহল জড়িত বলে ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন। উপজেলা প্রশাসন মাঝে মধ্যে অভিযান পরিচালনা করলেও কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না। ফলে তিন ফসলি জমিকেও পুকুর বানাচ্ছে এসকল মাটি ব্যাবসায়ীগন।

    অনুসন্ধানে জানা যায়, পঞ্চ ভাই ইট ভাটায় কাটগড় হাসাইগাড়ি রোড মাঝে কালামের ইট ভাটায় ফসলি জমির মাটি কেটে ইট হচ্ছে।

    এলাকার পঞ্চ ভাই ইট ভাটায় বিলে ও দেখা যায়, মাটি কেটে কৃষিজমিতে গভীর গর্ত করে পুকুর বানিয়ে ফেলা হয়েছে। এতে পাশের জমি গুলো ভেঙ্গে পড়ার সম্ভাবনা রয়েছে। আর এ ভাবে মাটি কাটার ফলে কমে যাচ্ছে ফসলি জমি। আর এসব মাটি ভর্তি ট্রাক ও হাইড্রোলিক গাড়ীতে করে ইটভাটাসহ বিভিন্ন জায়গায় বিক্রি করা হচ্ছে।

    নওগাঁ পঞ্চ ভাই ইট ভাটায় খননযন্ত্র (ভেকু) দিয়ে মাটি কাটা হচ্ছে। এসব মাটি বহন করে নেওয়ার জন্য অর্ধশতাধিক ট্রাক ব্যবহার করা হচ্ছে।নওগাঁ সদর উপজেলা হাসাইগাড়ি একটু আগে বিলে দুটি খনন যন্ত্র (ভেকু) বসিয়ে মাটি কাটা হচ্ছে। মাটি বহন করার জন্য ব্যাবহার করা হচ্ছে হাইড্রোলিক ট্রাক। এসব ট্রাকে মাটি বোঝাই করে রাস্তায় চলা চল করার ফলে উপজেলার বিভিন্ন এলার গ্রামীন পাঁকা রাস্তা গুলো ভেঙ্গে নষ্ট হয়ে যাচ্ছে।গভীর রাত থেকেই শুরু হয় মাটি কাটার মহোৎসব।

  • বড়পুকুরিয়া কয়লা খনির সাবেক ৬ এমডিসহ ২২ জনকে জেল হাজতে প্রেরন-ভোরের কণ্ঠ।

    বড়পুকুরিয়া কয়লা খনির সাবেক ৬ এমডিসহ ২২ জনকে জেল হাজতে প্রেরন-ভোরের কণ্ঠ।

    দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে এক লাখ ৪৩ হাজার ৭২৭.৯৯ মেট্রিক টন আত্মসাতের অভিযোগে খনির সাবেক ছয় ব্যবস্থাপনা পরিচালক (এমডি)সহ ২২ জনকে জেল হাজতে প্রেরন করেছে আদালত।

    আজ বুধবার দুপুরে এই আদেশ দেন দিনাজপুর স্পেশাল জজ আদালতের বিচারক মাহমুদুল করিম। দিনাজপুর আদালতের পুলিশ পরিদর্শক ইসরাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই আসামীরা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরনের আদেশ দিয়েছেন।

    মামলা সূত্রে জানা যায়, গত ২০০৬ সালের জানুয়ারী মাস থেকে ২০১৮ সালের ১৯ জুলাই পর্যন্ত ১ লাখ ৪৩ হাজার ৭২৭ দশমিক ৯২ মেট্রিক টন কয়লা চুরি হয় বড়পুকুরিয়া কয়লা খনি থেকে। যার আনুমানিক মূল্য ২৪৩ কোটি ২৮ লাখ ৮২ হাজার ৫০১ টাকা ৮৪ পয়সা।

    এই ঘটনায় বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানীর ব্যবস্থাপক (প্রশাসন) আনিসুর রহমান বাদী হয়ে গত ২০১৮ সালের ২৪ জুলাই ১৯ জনের নাম উল্লেখ করে পার্বতীপুর মডেল থানায় মামলা দায়ের করেন। পরে গত ২০১৯ সালের ২৪ জুলাই সাবেক সাত ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) ২৩ জনের বিরুদ্ধে মামলাটির চার্জশীট আদালতে দাখিল করে দুদক। আসামিরা দন্ডবিধির ৪০৯/১০৯ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন চার্জশীটে উল্লেখ করা হয়।
    একইসাথে চার্জশীটে এজাহার নামীয় ছাড়াও ৯ জনকে যুক্ত করা হয় এবং তদন্তে ঘটনার সাথে সংশ্লিষ্টতা না থাকায় ৫ জনকে বাদ দেয়া হয়।

    জেল হাজতে প্রেরনকৃত আসামীরা হলেন- বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুল আজিজ খান, প্রকৌশলী খুরশীদুল হাসান, প্রকৌশলী কামরুজ্জামান, আমিনুজ্জামান, প্রকৌশলী এসএম নুরুল আওরঙ্গজেব ও সাবেক এমডি প্রকৌশলী হাবিব উদ্দিন আহমেদ, সাবেক মহাব্যবস্থাপক (জিএম, প্রশাসন) শরিফুল আলম, আবুল কাসেম প্রধানীয়া, আবু তাহের মোঃ নুর-উজ-জামান চৌধুরী (মাইন অপারেশন বিভাগ), আরিফুর রহমান মেইন্টেন্যান্স অ্যান্ড অপারেশন বিভাগের ব্যবস্থাপক, নিরাপত্তা বিভাগের ব্যবস্থাপক মাসুদুর রহমান হাওলাদার, নিরাপত্তা বিভাগের ব্যবস্থাপক সৈয়দ ইমাম হাসান, কোল হ্যান্ডলিং ম্যানেজমেন্ট বিভাগের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মুহাম্মদ খলিলুর রহমান, মেইন্টেন্যান্স অ্যান্ড অপারেশন বিভাগের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মোর্শেদুজ্জামান, প্রোডাকশন ম্যানেজমেন্ট বিভাগের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) হাবিবুর রহমান, মাইন ডেভেলপমেন্ট বিভাগের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) জাহেদুর রহমান, ভেন্টিলেশন ম্যানেজমেন্ট বিভাগের উপ-মহাব্যবস্থাপক ব্যবস্থাপক (ডিজিএম) সত্যেন্দ্র নাথ বর্মণ ও মনিরুজ্জামান, কোল হ্যান্ডলিং ম্যানেজমেন্টের ব্যবস্থাপক শোয়েবুর রহমান, স্টোর ডিপার্টমেন্টের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) একেএম খালেদুল ইসলাম, প্রোডাকশন ম্যানেজমেন্টের ব্যবস্থাপক অশোক কুমার হালদার ও মাইন প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) জোবায়ের আলী।

    আদালতে ২৩ জনের বিরুদ্ধে চার্জশীট দাখিল করা হলেও তাদের মধ্যে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহবুবুর রহমান মৃত্যুবরণ করেছেন।

  • নাগরপুরে সরকারের উন্নয়নের অগ্রযাত্রা শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত-ভোরের কণ্ঠ।

    নাগরপুরে সরকারের উন্নয়নের অগ্রযাত্রা শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত-ভোরের কণ্ঠ।

    টাঙ্গাইলের নাগরপুরে বর্তমান সরকারের উন্নয়নের অগ্রযাত্রায় ২ বছর শীর্ষক এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ জানুয়ারী) সকালে উপজেলা কনফারেন্স রুমে উপজেলা প্রশাসন এ মত বিনিময় সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত-ই-জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় বক্তারা বর্তমান সরকারের বহুমুখী উন্নয়ন চিত্র নিয়ে আলোচনা করেন। গ্রামীন অবকাঠামো সহ নাগরপুর উপজেলার স্কুল, কলেজ, মাদ্রাসার অবকাঠামো উন্নয়ন, রাস্তা-ঘাট, ব্রীজ কালভার্ট, স্বাস্থ্য ও চিকিৎসা ক্ষেত্রে উন্নয়নের জন্য স্থানীয় সাংসদ আহসানুল ইসলাম টিটুকে ধন্যবাদ জানান বক্তারা। এছাড়া আগামীতে নাগরপুর উপজেলার কোথায় কিভাবে উন্নয়ন করা যায় এবং চলমান উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নেয়া যায় সে বিষয়ে আলোকপাত করেন।

    এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস ছামাদ দুলাল, ভাইস চেয়ারম্যান মো.হুমায়ুন কবীর, ছামিনা বেগম শিপ্রা, সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. রোকনুজ্জামান খান, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মতিন বিশ্বাস, কৃষি সম্প্রসারন কর্মকর্তা কৃষিবিদ ইমরান হোসাইন শাকিল, নির্বাহী প্রকৌশলী , নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আনিসুর রহমান সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

  • বগুড়ায় চাঞ্চল্যকর ফরিদুল হত্যা মামলার ৫ আসামী গ্রেফতার-ভোরের কণ্ঠ।

    বগুড়ায় চাঞ্চল্যকর ফরিদুল হত্যা মামলার ৫ আসামী গ্রেফতার-ভোরের কণ্ঠ।

    বগুড়ার শেরপুরে ইটালী মধ্যপাড়া গ্রামের ব্যবসায়ী ফরিদুল ইসলাম (৪৮) হত্যা মামলার ঘটনায় জড়িত ০৫ জন আসামীকে গ্রেফতার করেছে শেরপুর থানা পুলিশ। পুলিশ এ হত্যাকান্ডের ০৭ দিনের মাথায় মামলার রহস্য উন্মোচন করতে সক্ষম হলো।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। জমি-জমা সংক্রান্ত বিরোধ এবং টাকা পয়সা লেনদেনের দেনা-পাওনাকে কেন্দ্র করে এ হত্যাকান্ডটি সংঘটিত করেছে আসামীরা।

    গ্রেফতারকৃতরা হলেন হলদিবাড়ী আটাপাড়া গ্রামের মৃত মান্নান মন্ডলের পুত্র মোঃ ওমর ফারুক (৩৫), ইটালী মধ্যপাড়া গ্রামের দুলাল হোসেনের পুত্র মোঃ ফারুক আহম্মেদ (৩০), একই গ্রামের মৃত রসুল প্রাং এর পুত্র আঃ রাজ্জাক (৫৮), মৃত কেরামত আলীর পুত্র মোঃ জিয়াউর রহমান জিয়া (৪০) ও তার স্ত্রী মোছাঃ শাপলা খাতুন (৩৫)। উল্লেখ্য যে, মোঃ ওমর ফারুক ভিকটিম ফরিদুলের সৎ শ্যালক, ফারুক আহম্মেদ ভিকটিমের আপন ভাতিজা, মোঃ জিয়াউর রহমান জিয়া ও মোছাঃ শাপলা খাতুন ভিকটিমের আপন ছোট ভাই ও ভাই বৌ এবং আব্দুর রাজ্জাক ভিকটিমের চাচা।

    উল্লেখ্য গত ৫ জানুয়ারী, ২০২১ খ্রিঃ তারিখ সন্ধ্যা ০৭টার সময় নিজ বাড়ীতে নৃশংসভাবে হত্যাকান্ডের শিকার হন ইটালী মধ্যপাড়া গ্রামের মৃত কেরামত আলীর পুত্র রড ও সিমেন্ট ব্যবসায়ী ফরিদুল ইসলাম (৪৮)। ফরিদুল ইসলাম ব্যবসার পাশাপাশি একজন কৃষকও। সে স্থানীয় ছোনকা বাজারের একজন সিমেন্ট ব্যবসায়ী। মায়ের জমি-জমা নিয়ে ফরিদুলের অন্যান্য ভাইদের সাথে দ্বন্দ্ব ছিল। ফরিদুল কৌশলে তার মায়ের এবং বোনদের নিকট থেকে বসতবাড়ীর এবং ছোনকা বাজারের পাশে মূল্যবান জায়গা রেজিস্ট্রি করে নেন। ফলে ভাইদের সাথে তার চরম শত্রুতা শুরু হয়।

    অন্যদিকে ফরিদুল তার সৎ শ্যালক ওমর ফারুকের নিকট থেকে ০৩ লক্ষ টাকার জমি কট (বন্ধক) নিয়েছিল। এ টাকা ফেরৎ দেওয়া নিয়ে তার সাথে শত্রুতা শুরু হয়। ফলে ভিকটিমের ভাই এবং সৎ শ্যালক মিলে তাকে হত্যার পরিকল্পনা করে। গত ঈদ-উল আযহা/২০২০ খ্রিঃ এর পর ফরিদুল তার একমাত্র পুত্র ইয়ানুর রহমান শাওন (১০) কে পড়াশুনার জন্য ঢাকার সাভারে তার মেয়ের বাড়ীতে রাখেন। তিনি স্ত্রীসহ নিজবাড়ীতে বসবাস করতেন। তার স্ত্রী গত ২৮ ডিসেম্বর ২০২০ খ্রিঃ তারিখে তার ননদকে ডাক্তার দেখানোর জন্য ঢাকায় যান এবং মেয়ের বাড়ীতে উঠেন।

    বাড়ীতে কেউ না থাকার সুবাদে গ্রেফতারকৃত ব্যক্তিরা এ সময় কে তাদের পরিকল্পনা বাস্তবায়নের উপযুক্ত সময় হিসেবে বেছে নেন। পরিকল্পনা অনুযায়ী সন্ধ্যা ০৬.৩০টায় ফারুক আহম্মেদ ধারালো চাকুসহ তার চাচীর বাড়ীর ভিতরে অবস্থিত ল্যাট্রিনের উপর দিয়ে ভিকটিমের বাসায় প্রবেশ করে অন্ধকার স্থানে ওৎ পেতে থাকে। ফরিদুল সারাদিন মাঠে কৃষি জমিতে সেচের কাজ করে সন্ধ্যার পর বাসায় ফিরলে বাড়ীর ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে ফারুক আহম্মেদ তাকে ধারালো চাকু দিয়ে স্বজোরে মাথার পিছনে দুইটি আঘাত করে।

    অন্যদিকে হত্যার সাথে জড়িত অন্যরা দরজা দিয়ে প্রবেশ করে ভিকটিম ফরিদুলকে ধরে ফেলে এবং বটি ও চাকু দিয়ে কুপিয়ে হত্যা করে। হত্যাকারীরা মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল ত্যাগ করে। সংবাদ পেয়ে শেরপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের ব্যবস্থা করেন।

    ঘটনার পর প্রথম দিকে কোন ক্লু-ই খুঁজে পাওয়া যাচ্ছিল না। মৃত ফরিদুলের স্ত্রী সন্তান কিংবা কোন আত্মীয় স্বজনদের কেহ দিতে পারছিল না কোন তথ্য বা সন্দেহভাজনের নাম। ঘটনার পরদিন মৃতের স্ত্রী ইসমতআরা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে এজাহার দায়ের করেন।

    বগুড়ার সুযোগ্য পুলিশ সুপার মোঃ আলী আশরাফ ভুঞা বিপিএম প্রত্যক্ষ দিক-নির্দেশনায় শেরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ গাজিউর রহমান এর নেতৃত্বে শেরপুর থানার ওসি মোঃ শহিদুল ইসলাম, ইন্সপেক্টর (তদন্ত) মোঃ আবুল কালাম আজাদ ও মামলার তদন্তকারী অফিসার মোঃ সাচ্চু বিশ্বাসদের বিজ্ঞান ভিত্তিক ও বুদ্ধিদীপ্ত পুলিশি তদন্ত ও প্রযুক্তির সহায়তায় দিনরাত অক্লান্ত পরিশ্রমে সপ্তাহের ব্যবধানে ফরিদুল হত্যার মূল রহস্য উন্মোচন করতে সক্ষম হন শেরপুর থানা পুলিশ।

    সন্দেহভাজন ওমর ফারুকের ফোন থেকে হঠাৎ করে গত ০৮ জানুয়ারি সকাল ১০টায় তার স্ত্রীর ফোনে ফোন আসে। অপরিচিত কণ্ঠ বলে উঠে “তোর স্বামীর আশা ছেড়ে দেয়, আর কোনদিন দেখতে পাবি নাচ্। পাশে থেকে ওমর ফারুক বলতে থাকে “আমাকে মাইক্রোতে করে হাত, পা ও চোখ বেধে তুলে নিয়ে যাচ্ছেচ্।

    বিষয়টি ওমর ফারুকের স্ত্রী তাৎক্ষণিক পুলিশকে জানালে পুলিশ তার ওপর গোয়েন্দা নজরদারী করতে থাকে। পরে গতকাল সকালে ওমর ফারুককে মানিকগঞ্জ থেকে উদ্ধার করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে সে হত্যাকান্ডের সাথে তাদের সম্পৃক্ততা স্বীকার করে। তার স্বীকারোক্তির ভিত্তিতে গত ১৩ জানুয়ারী ২০২১ খ্রিঃ তারিখ রাতে উল্লিখিত অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি চৌকস টিম ইটালী গ্রামে অভিযান পরিচালনা করে অবশিষ্ট ০৪(চার) জন আসামীকে তাদের নিজ নিজ বাড়ী হতে গ্রেফতার করে।

    আসামীরা প্রত্যেকে ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত থাকার বিষয়টি প্রাথমিকভাবে স্বীকার করেছে। আজ ০২ জন আসামীকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদানের জন্য এবং বাঁকি ০৩ জন আসামীকে ১০ দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল আদালতে উপস্থাপন করা হচ্ছে।

  • জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে চিতলমারীতে খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার-ভোরের কণ্ঠ।

    জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে চিতলমারীতে খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার-ভোরের কণ্ঠ।

    জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাগেরহাটের চিতলমারীতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজেন মুজিববর্ষে কোভিড-১৯ এর স্বাস্থ্যবিধি অনুসরণ করে উপজেলা পর্যায়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার ১৩ জানুয়ারি সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো: মারুফুল আলম এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল আফরোজ স্বর্না, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডা: মামুন হাসান, চিতলমারী থানা অফিসার ইনচার্জ মীর শরীফুল হক।

    এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ঋতুরাজ সরকার, চিতলমারী সদর ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন শেখ, হিজলা ইউপি চেয়ারম্যান কাজী আজমীর আলী, জেলা নিরাপদ খাদ্য নমুনা সংগ্রহকারী মো: মাসুদ রানা, চিতলমারী প্রেসক্লাবের সভাপতি মুন্সি দেলোয়ার হোসেন, সাংবাদিক মেরাজুল খান, গোবিন্দ মজুমদার প্রমূখ। সেমিনারে বাগেরহাট জেলা নিরাপদ খাদ্য অফিসার মো: আব্দুল্লাহ আল মামুন খাদ্যের নিরাপত্তা ও নিরাপদতা বিষয়ে সচেতনতামূলক আলোচনা করেন এবং ভিডিও চিত্রে খাবারের গুনগত মান, পরিষ্কার-পরিচ্ছন্নতা, খাবার পরিবেশকদের স্বাস্থ্য সুরক্ষা, খাবার রাখার পরিষ্কার জায়গা ও তাপমাত্রা ইত্যাদি তুলে ধরেন।

    এসময় তিনি খাদ্য নিরাপত্তার বিষয়ে জনসচেতনতা গড়ে তোলার অনুরোধ জানান।