Author: admin

  • সানন্দবাড়ীতে অসময়ে ব্রহ্মপুত্রের ভাঙ্গন আতঙ্কে নদী পারের মানুষ।

    সানন্দবাড়ীতে অসময়ে ব্রহ্মপুত্রের ভাঙ্গন আতঙ্কে নদী পারের মানুষ।

    ফরিদুল ইসলাম, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: বর্ষায় নদীভাঙ্গন এ দেশের এক চিরাচরিত রূপ। এ সময় নদীপারের মানুষ আতঙ্কে থাকে, কখন জানি নদীর করাল গ্রাস কেড়ে নেবে তাদের ঘরবাড়ি, ফসলি জমিসহ সর্বস্ব। কিন্তু সাম্প্রতিক সময়ে নদীভাঙ্গনের সেই চিরাচরিত রূপ অনেকটাই বদলে গেছে। শুষ্ক মৌসুমেও এখন নদীভাঙ্গনের আতঙ্ক মানুষকে তাড়া করে বেড়ায়।
    জাতীয় দৈনিক গণকন্ঠ সহ বেশ কিছু পত্রপত্রিকায় প্রকাশিত খবরে দেখা যায়, জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চরআমখাওয়া ইউনিয়নে ব্রহ্মপুত্র নদে আবার তীব্র ভাঙ্গন শুরু হয়েছে। কয়েক সপ্তাহের ভাঙ্গনে শত শত বিঘা ফসলি জমি নদীগর্ভে চলে গেছে। অন্তত ৭০টি পরিবারের ঘরবাড়ি নদে বিলীন হয়ে গেছে। ভাঙ্গনঝুঁকিতে আছে স্কুল, কলেজ, বাজার, মসজিদ, মাদরাসা, রাস্তাসহ শতাধিক স্থাপনা।
    মাঘ মাস চলছে। এই সময়ে এমন ভাঙ্গন আগে কখনো দেখেননি বলে জানিয়েছেন ভাঙ্গনকবলিত এলাকার বয়স্ক ব্যক্তিরাও। জানা যায়, ভাঙ্গনকবলিত সানন্দবাড়ী এলাকাটি অতি প্রাচীন এক জনপদ। সানন্দবাড়ী বাজারটি জেলার মধ্যে একটি প্রসিদ্ধ বাজার এবং এই বাজারের ইজারামূল্যও প্রায় দেড় কোটি টাকা। যা জেলার মধ্যে সবচেয়ে বেশি।
    ভাঙ্গনের খুব কাছাকাছি রয়েছে ঐতিহ্যবাহী এই বাজারটি। দ্রুত ভাঙ্গন প্রতিরোধ করা না গেলে বাজারের অস্তিত্বই হারিয়ে যেতে পারে। এখানে একটি ডিগ্রি কলেজ, বেশ কয়েকটি স্কুল, মাদরাসাসহ বহু গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। ভাঙ্গনপ্রবণ এই এলাকাটিতে কয়েক মাস আগে জিও ব্যাগ ফেলে ভাঙ্গন রোধ করা হয়েছিল। কিন্তু বর্ষার প্রবল স্রোতে সেসব জিও ব্যাগ ভেসে গেছে।
    দ্রুত জিও ব্যাগ ফেলে ভাঙ্গন রোধের দাবি জানিয়েছে এলাকাবাসী। কিন্তু কয়েক সপ্তাহ ধরে ভাঙ্গন চললেও তা রোধে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তেমন কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। পাউবো সূত্রে জানা যায়, ভাঙ্গনকবলিত ৯০০মিটার এলাকায় অস্থায়ীভাবে জিও ব্যাগ ফেলে তীর প্রতিরক্ষার এই কাজের জন্য ৯ কোটি ৮০ লাখ টাকার একটি প্রস্তাব মহাপরিচালকের দপ্তরের মাধ্যমে অর্থ পরিদপ্তরে পাঠানো হয়েছে। অর্থ পাওয়া গেলেই কাজ শুরু করা হবে। এ ছাড়া পাঁচ কিলোমিটার স্থায়ী বাঁধের জন্যও কাগজপত্র জমা দেওয়া আছে, কিন্তু এর আগেই বড় ধরনের কোনো বিপর্যয় ঘটে যাবে কি না, তা-ই বা কে জানে!
    বিশেষজ্ঞরা মনে করেন, নদীগুলো ভরাট হয়ে যাওয়াই বন্যা ও নদীভাঙ্গন বৃদ্ধি পাওয়ার প্রধান কারণ। কাজেই এ সমস্যার টেকসই সমাধানের জন্য আমাদের নদীগুলো খনন করার বিকল্প নেই, কিন্তু সেটি অত্যন্ত ব্যয়সাপেক্ষ এবং দীর্ঘমেয়াদি বিষয়। এর আগে সানন্দবাড়ী এলাকাটিকে অব্যাহত ভাঙ্গনের হাত থেকে রক্ষা করতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে হবে। তাদের উপযুক্ত পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।
  • রাণীশংকৈলে শীতার্ত মানুষের পাশে “৯৭ব্যাচের” বন্ধুরা।

    রাণীশংকৈলে শীতার্ত মানুষের পাশে “৯৭ব্যাচের” বন্ধুরা।

    রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:ঠাকুরগাঁয়ে বেড়েছে শীতের দাপট, কাবু হয়ে পড়ছেন সকল বয়সের নারী ও পুরুষ, অসহায় হয়ে পড়ছেন দরিদ্র ও ছিন্নমুল পরিবারের লোকজন।এবারও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে’৯৭ব্যাচের’  রংপুর ডিভিশন এর বন্ধুরা।
    তারা বাড়ি বাড়ি গিয়ে ছিন্নমূল অসহায় মানুষের হাতে তুলে দিচ্ছে কাভারসহ লেপ।
    এরই অংশ হিসেবে বুধবার সন্ধ্যায় (১৭ই জানুয়ারী) ৯৭ব্যাচের রংপুর ডিভিশন এর বন্ধুদের এর উদ্যোগে রাণীশংকৈল উপজেলায় শীতার্ত মানুষের মাঝে একটি করে লেপ বিতরণ করা হয়।আর মাঘ মাসের কনকনে এই শীতে লেপ পেয়ে উচ্ছ্বসিত শীতার্ত মানুষগুলো।
    রাণীশংকৈল উপজেলার মহল বাড়ী গ্রামের কালাম মিয়া অন্যের জমিতে স্ত্রী-এক কন্যা সন্তান নিয়ে বসবাস করেন একটি ছোট কুটিরে।
    ওই গ্রামের চানমিয়া ৯৭ ব্যাচের বন্ধুদের খবর দেয় শীতে প্রচন্ড কষ্টে বসবাস করছে কালামের পরিবার স্ত্রী এক কন্যা নিয়ে কষ্টে দিন কাটছে তাদের জীবন। কথা শুনে ৯৭ব্যাচ সত্যতা যাচাই করে রংপুর ডিভিশন বন্ধু সাহায্যের হাত বাড়িয়ে দিলেন।
    লেপ পেয়ে কালামের স্ত্রী হাসিনা বলেন- এমন সময় লেপ পামু আশাও করতে পারি নাই কা- তার ছোট মেয়ে কাজল রেখা বলেন- রাতে ভালো করে ঘুমামু আমার বাবা মায়ে তোমাগরের জন্য দোয়া করবো।
    তার পাশের বাড়িতে আফসার চাচা কমোরে প্রচন্ড আঘাত পেয়ে বিছানায় অসুস্থ অবস্থায় শুয়ে আছে একমাত্র কর্মক্ষম মানুষ ঔষধ কেনার টাকা নেই। রাণীশংকৈলের বন্ধুরা তাকে নগদ অর্থ দিয়ে সহায়তা দিলে আফসার চাচা বলেন- আসলে তোমাগোরে আল্লাহ ভালই রাখবো।
    এসময় উপস্থিত ছিলেন-খালিদ ওয়ালীউল্লাহ,ব্যাবস্থাপক ইউনাইটেড কর্মাসিয়াল ব্যাংক,মোস্তাফিজুর রহমান জুয়েল ব্যাবস্থাপক এনআরসিবি ব্যাংক,এমএন কবির এনএসআই-, জাহিদুল ইসলাম ব্যাবস্থাপনা পরিচালক নিউরণ হাসপাতাল ঠাকুরগাঁও, ফিরোজ আহম্মেদ রুপা, রাণীশংকৈল ট্যুরস পরিচালক জিয়াউর রহমান জিয়া,টিপু,মোমিন, খাদেমূল,রহিম,জিয়া প্রমূখ।
    রংপুর ভিভিশনের ৯৭ এসএসসি, ৯৯ এইচএসসির প্রতিষ্ঠাতা পরিষদ জানায়- রংপুর বিভাগের ৫৮টি উপজেলায় দরিদ্র ও হতদরিদ্রদের মাঝে লেপ বিতরন চলমান রয়েছে।
    তারা আরও বলেন, শীতার্ত মানুষের মুখে হাসি ফোটাতে প্রতিবছর পাশে থাকবে এই সংগঠন। শুধু শীতবস্ত্র বিতরণ নয়, পাশাপাশি সামাজিক ও বিভিন্ন জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ ও বাস্তবায়ন করে আসছে রংপুর ভিভিশনের ৯৭ এসএসসি, ৯৯ এইচএসসির বন্ধরা।
  • ৭ম বার সাংসদ নির্বাচিত ও কৃষি মন্ত্রী আব্দুস শহীদ এর শ্রীমঙ্গল-কমলগঞ্জে আগমন।

    ৭ম বার সাংসদ নির্বাচিত ও কৃষি মন্ত্রী আব্দুস শহীদ এর শ্রীমঙ্গল-কমলগঞ্জে আগমন।

    নিজস্ব প্রতিবেদক,জালাল উদ্দিন মৌলভীবাজার-৪(শ্রীমঙ্গল-কমলগঞ্জ) বার বার নির্বাচিত মাটি ও মানুষের নেতা উপাধ্যক্ষ ড.মোঃআব্দুস শহীদ এমপি দ্বাদশ সংসদ নির্বাচনে ৭ম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর পরই তিনি শপথ নিতে ঢাকা চলে যান। সেখানে শপথ নেয়ার পর প্রধানমন্ত্রী শ্রীমঙ্গল-কমলগঞ্জবাসীকে মুল্যায়ন করে উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপিকে কৃষি মন্ত্রনালয়ের মন্ত্রিত্ব উপহার দেন।
    শ্রীমঙ্গল-কমলগঞ্জ তার নির্বাচনী এলাকায় ফিরছেন আগামীকাল বৃহস্পতিবার। এদিকে এলাকায় আসছেন শুনে মানুষের মধ্যে আনন্দের শেষ নেই। প্রধানমন্ত্রী ও কৃষি মন্ত্রী উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপিকে অভিনন্দন জানিয়ে ভেনার ফেস্টুন ও তোরণে তোরণে ছেয়ে গেছে শ্রীমঙ্গল। শ্রীমঙ্গল পৌরসভার পাশে জেলা পরিষদ মাঠে বাংলাদেশ আওয়ামীলীগ শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে আয়োজন করা হয়েছে বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠান। যেখানে অন্তত ১০ হাজার মানুষ জমায়েত হবেন বলে জানা যায়।
    বুধবার ১৭ জানুয়ারি ২০২৪ইং, সরজমিনে দেখা যায় শ্রীমঙ্গল শহরের চৌমুহনী থেকে মৌলভীবাজার সড়ক, ষ্টেশন-ভানুগাছ সড়ক ও হবিগঞ্জ সড়ক অভিনন্দন সংবলিত ফেস্টুন ও তোরণে ভরে গেছে।
    শ্রীমঙ্গলের কলেজ রোডস্থ ফুলের দোকান গুলোতে দেখাযায় শুভেচ্ছা জানানোর জন্য ফুলের তোড়া বানাতে মানুষের ভীড়। শত শত তোড়া গতকালই তৈরী করে রেখেছেন ফুলের দোকানীরা। অনেকে নতুন করে অর্ডার নিতে পারছেন না তারা।
    এ বিষয়ে ভূনবীর দশরথ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও শ্রীমঙ্গল উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ঝলক কান্তি চক্রবর্তী বলেন, উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ এমপি গণমানুষের নেতা। তাদের প্রিয় নেতা কৃষি মন্ত্রী হয়েছেন মানুষতো ভালোবাসা, শ্রদ্ধা, অভিনন্দন জানাবেই।
    শ্রীমঙ্গল উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আখতার হোসেন বলেন, উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ এমপি মানুষের কাছে থাকতে পছন্দ করেন। তিনিও মানুষকে ভালোবাসেন এই ভালোবাসার প্রতিদানে তিনি ভালোবাসাতো পাবেনই।
    এ বিষয়ে শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব বলেন, কৃষি উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ এমপি কে তৃণমুল থেকে শহর শহরতলী সকল মানুষই ভালোবাসেন। তাইতো একবার দুইবার নয় তিনি যতবার সংসদ নির্বাচনে দাঁড়িয়েছেন প্রত্যেকবারই তারা ভোট দিয়ে বিপুল ভোটে তাঁকে বিজয়ী করেছেন। জনগনের জন্য এই নেতার দরজা সব সময় খোলা। তিনি বিজয়ী হওয়ার পর পরই ঢাকায় চলে যান। এর পর থেকে তার বাসায় শত শত মানুষ ভীড় করছেন। এই মানুষ গুলোর জন্য তারা বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিন কৃষি মন্ত্রীর কাছ থেকে সময় নিয়ে গণ সংবর্ধনার আয়োজন করেছেন।
    তিনি আরও বলেন, বৃহস্পতিবার ১৮ জানুয়ারি ২০২৪ইং, সকাল ১১টায় তিনি শ্রীমঙ্গলে আসবেন। তাই শ্রীমঙ্গলের প্রবেশদ্বার থেকেই শত শত মানুষ তাকে বরণ করে নিতে আসবে শ্রীমঙ্গলে। পরে সাড়ে ১১টার সময় শ্রীমঙ্গলের জেলা পরিষদ মাঠে দেয়া হবে গণ সংবর্ধনা। পরের দিন শুক্রবার বিকেলেও আয়োজন করা হয়েছে অনুরুপ অনুষ্ঠান।
    এ বিষয়ে কৃষি মন্ত্রী উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ এমপি তিনি মুঠোফোনে বলেন, আমার এলাকার মানুষের ভালোবাসার কাছে আমি ঋণী। তাঁরা আমাকে বার বার নির্বাচিত করেছেন। আমিও চেষ্টা করি তাঁদের পাশে থাকার। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী এবার আমাকে কৃষি মন্ত্রনালয়ের দ্বায়িত্ব দিয়েছেন। এখন থেকে আমার দায়িত্ব বেড়েগেছে অনেক গুন। আমি আমার দায়িত্ব পালন করবো।
  • রামপালে প্রেমের ফাঁদে ফেলে টাকা হাতানোর অভিযোগে প্রতারক চক্রের ৮ সদস্য আটক।

    রামপালে প্রেমের ফাঁদে ফেলে টাকা হাতানোর অভিযোগে প্রতারক চক্রের ৮ সদস্য আটক।

    রামপাল(বাগেরহাট)প্রতিনধিঃ বাগেরহাটের  রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের  এক কর্মকর্তাকে ফাঁদে ফেলে অর্থ  হাতিয়ে নেওয়ার অভিযোগে এক নারীসহ ৭ প্রতারক কে আটক করেছে রামপাল থানা পুলিশ।
    মঙ্গলবার (১৬ জানুয়ারি) গভীর রাতে উপজেলার  শ্রীফলতলা নামক স্থানে অভিযান চালিয়ে এদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত মোটরসাইকেল ও নগদ টাকা উদ্ধার করে পুলিশ।
    আটককৃতরা হলো- উপজেলার  মো. শাহীন শেখ(২২), সুরাইয়া আক্তার টিনা (১৮), মো. রমজান শেখ (১৭), মো. আব্দুল্লাহ শেখ (২০), আসলাম মোল্লা আকাশ (২০), ইমন শেখ (১৭),ফেরদৌস হাসান জয় (১৭),ও  সিয়াম (১৮)। মামলা দায়ের পূর্বক বুধবার বিকেলে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
    পুলিশ জানায়, প্রতারক শাহীন শেখ মোবাইল ফোন ব্যবহার করে কথিত প্রেমিকা টিনাকে সাথে নিয়ে একটি প্রতারক চক্র গড়ে তোলে। তারা ওই নারী সদস্যকে দিয়ে বিভিন্ন লোককে প্রেমের ফাঁদে ফেলতো। এক পর্যায়ে তারা রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে কাজ করা পাওয়ার মেক লিমিটেড কোম্পানির ম্যানেজার আদিল মাহামুদকে ফাঁদে  ফেলে। গত  ১৩ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৭ টায় তার ব্যবহৃত মুঠোফোনে কল দেয়। ওই সময় তাকে খুলনা মোংলা মহাসড়কের ভেকটমারী বেলাই ব্রীজের কাছে আসতে বলে।
    আদিল মাহামুদ সেখানে গেলে তাকে বেঁধে মাহিন্দ্রা গাড়িতে করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এরপর তাঁকে হত্যার হুমকি দিয়ে মারপিট করে। এক পর্যায়ে  তার কাছে থাকে নগদ টাকা,  মোটরসাইকেল, এটিএম কার্ড ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এরপর তারা আদিলের বাড়িতে ফোন করিয়ে কয়েক দফায় বিকাশ ও রকেট এ্যাকাউন্টের মাধ্যমে প্রায় ৮০ হাজার টাকার মত হাতিয়ে নেয়। এদিন গভীর রাতে  তাকে চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে ছেড়ে দিয়ে আরও ৬ লক্ষ টাকা দাবী করে। পরাবর্তিতে  গত  ১৬ জানুয়ারী সকাল ৮ টায় আদিল মাহামুদ ফয়লা গিয়ে মাহিন্দ্রা চালককে চিনতে পেরে তার মাধ্যমে আসামীদের সনাক্ত করেন।
    রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোমেন দাস বলেন, দীর্ঘ দিন ধরে আটক প্রতারক চক্র বিভিন্নভাবে ফেসবুকের মাধ্যমে টার্গেট করে প্রেমের ফাঁদে ফেলে সহজ সরল মানুষদের কাছ থেকে মুক্তিপণ আদায় করে আসছিল।
    আদিল মাহামুদের অভিযোগের সত্যতা পেয়ে প্রতারক  চক্রের ৮ আটক করা হয়েছে।   তাদেরকে আদালতে প্রেরন করা হয়েছে। এছাড়া এই চক্রের ৩-৪ জন পলাতক রয়েছে। তাদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
    উল্লেখ্য, ছিনতাইকৃত মটর সাইকেলটি আঃরশিদের পুত্র শেরখানের বাড়ী থেকে উদ্ধার করা হয়েছে।
    যাদের বাড়ি থেকে মটর সাইকেল উদ্ধার করা হয়েছে, তাদের কেউ কেন মামলায় আসামি বা আটক হয়নি, সাংবাদিকদের এ প্রশ্নের উত্তরে রামপাল-মো়ংলার সার্কেল এ.এস.পি
    মুসফিকুর রহমান তুষার বলেন, প্রাথমিক তদন্তে তাদের বিরুদ্ধে কোন অভিযোগ পাওয়া যায়নি বলে তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নি। দোষী প্রমাণিত হলে ব্যবস্থা নেয়া হবে। তবে ছিনতাই করে আনা মটর সাইকেল যাদের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে, তাদের কাউকে জিজ্ঞাসাবাদ বা আটক না করায় এলাকা নানা  মুখী গুজ্ঞনের সৃষ্টি হয়েছে।
  • মাধবপুরে হিন্দু নারীর অর্ধগলিত লাশ উদ্ধার।

    মাধবপুরে হিন্দু নারীর অর্ধগলিত লাশ উদ্ধার।

    নাহিদ মিয়া,মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি।
    হবিগঞ্জের মাধবপুরে আদুরী বাকতি সুনিতা (৪৫) নামে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করছে পুলিশ। সে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের সুরমা চা বাগানের ৯ নম্বর বস্তির মৃত লক্ষীপ্রসাদ বাকতি’র স্ত্রী।
    বুধবার (১৭ জানুয়ারি) দুপুর ২:৩০ টার দিকে উপজেলার জগদীশপুর ইউনিয়নের দক্ষিণ বেজুরা গ্রামের একটি পুকুর থেকে পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ১২ জানুয়ারি সকাল ৮ টার দিকে আদুরী বাকতি সুনিতা কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি।
    খোজাখুজি করে না পেয়ে পরিবারের সদস্যরা ১৪ জানুয়ারি মাধবপুর থানায় একটি অভিযোগ করেন। আজ বুধবার সকালে দক্ষিণ বেজুরা গ্রামের পুকুরে এক নারীর মরদেহ ভেসে থাকতে দেখে গ্রামের লোকজন মাধবপুর থানায় খবর দেয়।
    খবর পেয়ে মাধবপুর থানার এসআই মো:তরিকুল ইসলাম এর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ থানায় নিয়ে আসলে পরিবারের সদস্যরা পরিচয় সনাক্ত করেন।
    মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) মো: আতিকুল রহমান সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।
  • মোটা একখানা কম্বল দিলো ৫ বছর আর কাহারো লুগুন কম্বল চাহিবা লাগিবেনি।

    মোটা একখানা কম্বল দিলো ৫ বছর আর কাহারো লুগুন কম্বল চাহিবা লাগিবেনি।

    রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:এইলা ঠান্ডার দিনোত ডাকেহেনে মোটা একখান কম্বল দিলো। এইখান কম্বলতো অনেক দামি, ৫ বছর আর কাহারো লুগুন কম্বল চাহিবা লাগিবেনি। জাড়োত অবস্থা খুবেই কাহিল, ছুয়াডাক লেহেনে তাহু এলা ভালো ভাবে থাকবা পারিম। অখুদি হলেও জাড় কম লাগবে।
    কথাগুলো আনছারা বেগমের। দুই বছরের শিশুকে নিয়ে শীতবস্ত্র নিতে এসে এমন ভাবে অনুভুতিগুলো জানাচ্ছিলেন ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের এই নারী।
    বুধবার বিকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সমিরউদ্দিন স্মৃতি কলেজ মাঠে উন্নত মানের ৭০০ কম্বল বিতরণ করা হয়েছে। দাতা সংস্থা গ্লোবাল রিলিফ ট্রাস্টের অর্থায়নে ও ওয়েলবিং বাংলাদেশ সোসাইটির সহযোগিতায়  অসহায় প্রতিবন্ধী, বিধবা ও দু:স্থদের বাছাই করে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
    বড়বাড়ী ইউনিয়নের রুপগঞ্জ গ্রামের ভিক্ষুক আফতাব আলী জানান, এই কম্বলটার দাম ৩ হাজার টাকার বেশি। অন্য কম্বল এক-দুবার ধুয়ে দিলে পরে আর ব্যবহার করা যায়না। এই কম্বল অনেক উন্নত, আর কারো কাছে কম্বল চাইতে হবে না।
    আনছারা বেগম ও আফতাব আলীর মত ৭’শত শীতার্ত মানুষ উন্নত মানের কম্বল পেয়ে খুশি। আগামীতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার দাবি তাদের।
    শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও ২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন, ওয়েলবিং বাংলাদেশ সোসাইটির জেনারেল সেক্রেটারী আশরাফুল ইসলাম, ডাউরেক্টর অব প্রোগ্রাম এন্ড ম্যানেজমেন্ট মিসবাহুল ইসলাম, জমিরিয়া ইহ্ইয়াউল উলূম মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি শরিফুল ইসলাম, গণ উন্নয়ন বহুমুখী সমবায় সমিতির উদ্যোক্তা বেলাল উদ্দিন, জমিরিয়া মাদরাসার শিক্ষক মোহাম্মদ রবিউল আওয়াল প্রমুখ।
    উল্লেখ যে, দাতা সংস্থা গ্লোবাল রিলিফ ট্রাস্ট ও ওয়েলবিং বাংলাদেশ সোসাইটি প্রায় ৫ বছরের বেশি সময় ঠাকুরগাঁও জেলার বিভিন্ন উপজেলায় অসহায় মানুষদের জীবন মান উন্নয়নে কাজ করে আসছে।
  • শতাধিক পরিবারের পাশে বেংরোল জিয়াবাড়ী সমাজ উন্নয়ন সংস্থা।

    শতাধিক পরিবারের পাশে বেংরোল জিয়াবাড়ী সমাজ উন্নয়ন সংস্থা।

    আনোয়ার হোসেন,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
    ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বেংরোল জিয়াবাড়ী সমাজ উন্নয়ন সংস্থা।
    মঙ্গলবার বিকালে উপজেলার দুওসুও ইউনিয়নের বেংরোল জিয়াবাড়ী গ্রামে অবস্থিত সংস্থাটির কার্যালয়ে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
    বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্তকর্তা আবু বেলাল ছিদ্দিক, দুওসুও ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আশরাফুল ইসলাম, বেংরোল জিয়াবাড়ী সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এম হাসান আলী, সভানেত্রী গোলাপী আক্তার, সহ-সভানেত্রী রোজি আক্তার প্রমুখ।
  • উল্লাপাড়ায় মাধ্যমিক পর্যায় জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন।

    উল্লাপাড়ায় মাধ্যমিক পর্যায় জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন।

    উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি :সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাধ্যমিক পর্যায় উপজেলা ক্রীড়া সমিতির আয়োজনে ৩ দিন ব্যাপী জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

    মঙ্গলবার সকালে উল্লাপাড়া সরকারি মার্চেন্ট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম শামসুল হক।

    ক্রীড়া অনুষ্ঠানে উপজেলার ৮ টি জোন পর্যায়ের বিজয়ী খেলোয়ারা উপজেলা পর্যায়ের খেলায় অংশ নেয়। খেলায় ছাত্র-ছাত্রীরা অ্যাথলেটিকস্ক, হকি, ক্রিকেট, বাস্কেটবল, ব্যাডমিন্টন, ভলিবল একক ও দ্বৈত, সাইক্লিং সহ বিভিন্ন দৌড় প্রতিযোগিতা অংশ নেয়।

    ক্রীড়ার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মোসলেম উদ্দিন, উল্লাপাড়া সরকারি মার্চেন্ট পাইলট উচ্চ বিদ্যালয় অ্যান্ড টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মীর আব্দুল হান্নান, এইচটি ইমাম গালস্ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম, মোমেনা আলী বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মজিদ, পুর্বদেলুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গণেশ দত্ত, খোর্দগজাইল দাখিল মাদ্রাসার সুপার মোঃ আব্দুল জলিল প্রমুখ।

    এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শারীরিক শিক্ষক আলহাজ্ব মোঃ রমজান আলী, খোরশেদ আলম, নাইম হোসেন, বন্দনা রানী, ফরিদুল ইসলাম সহ আরও অনেকে খেলা পরিচালনার দায়িত্ব পালন করেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চলনা করেন সহকারী শিক্ষক মোঃ শফি কামাল।

  • ঘন কুয়াশা আর কনকনে শীতের দাপটে স্থবির মৌলভীবাজারের জনজীবন।

    ঘন কুয়াশা আর কনকনে শীতের দাপটে স্থবির মৌলভীবাজারের জনজীবন।

    নিজস্ব প্রতিবেদক,জালাল উদ্দিন। ঘন কুয়াশা আর শীতের কারণে ভোগান্তিতে পড়ছেন মৌলভীবাজার জেলার খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ।
    গত কয়েকদিন ধরে জেলাজুড়ে চলছে শীতের দাপট। তাপমাত্রার পারদ যত কমছে, ততই শীতের তীব্রতায় বিপর্যস্ত হয়ে পড়েছে এ সঙ্গে হিম বাতাস ও ঘন কুয়াশা থাকায় স্থবির হয়ে পড়েছে জনজীবন।
    জেলার প্রত্যেকটা গ্রাম ও চা বাগান-পাহাড়গুলোতে হাঁড় কাপানো শীতে একেবারে চরম দুর্ভোগের আবর্তে পড়েছে জনজীবন। মৌলভীবাজার জেলা কুয়াশার চাদরে ঢাকা পড়ায় রিকশা, ব্যাটারি চালিত টমটম, সিএনজি চালকসহ নানা শ্রেণিপেশার মানুষ চরম ভোগান্তি পোহাচ্ছেন।
    ঘন কুয়াশা ও শীতের দাপটে জনজীবনে দুর্ভোগের পাশাপাশি কর্মহীন হয়ে পড়েছেন মৌলভীবাজারের খেটে খাওয়া সাধারণ মানুষগুলো। জরুরি প্রয়োজন ও অফিসগামী মানুষ ছাড়া বাইরে তেমন মানুষের আনাগোনা নেই। জেলার প্রধান সড়কে ঘন কুয়াশার কারণে গাড়ির লাইট জ্বালিয়ে ধীরগতিতে যান চলাচল করছে।
    মঙ্গলবার ১৬ জানুয়ারি ২০২৪ইং, সকাল ৯টার সময় শ্রীমঙ্গলে তাপমাত্রা ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
    পাহাড় আর হাওর বেষ্টিত মৌলভীবাজারে কনকনে শীতে কাবু চা বাগান ও হাওর পাড়ের বাসিন্দাদের চরম দুর্ভোগে ফেলেছে।
    গেল কয়েকদিন থেকে সকাল গড়িয়ে দুপুর হলেও সূর্যের দেখা মিলছে কম। চলমান কনকনে এ ঠান্ডায় বিপাকে নিম্ন আয়ের মানুষ। বাড়ছে শীতজনিত রোগবালাইও। আবার বেলা বাড়ার সঙ্গে সূর্যের তেজ বাড়লে কিছুটা স্বস্তি মেলে। তবে রাতের বেলা দুর্ভোগ পোহাতে হচ্ছে বৃদ্ধ ও শিশুদের। যতই দিন যাচ্ছে জেলার তাপমাত্রার পারদ ততই নিচের দিকে নামছে। ফলে হাড় কাঁপানো শীতে জবুথুবু হয়ে পড়েছেন মানুষজন।
    কুয়াশা, প্রচণ্ড ঠান্ডা ও মৃদু বাতাসে গরম কাপড়ের অভাবে হাওর পাড়ের মৎস্যজীবী, চা শ্রমিক, নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষরা দুর্ভোগ পোহাচ্ছেন।
    জেলা সিভিল সার্জন কার্যালয়ের সূত্রে জানা যায়, তীব্র শীতে শীতকালীন ডায়রিয়া, ঠান্ডা কাশি ও নিউমোনিয়ায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। প্রতিদিনই জেলা ৭ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু ও বৃদ্ধরা এসব রোগে আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছেন।
    মৌলভীবাজারের শ্রীমঙ্গলস্থ আবহাওয়া পর্যবেক্ষণাগার পর্যবেক্ষক মোঃ আনিসুর রহমান বলেন, মঙ্গলবার ১৬ জানুয়ারি ২০২৪ইং, সকাল ৯টার সময় শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
    তিনি আরও বলেন, আগামী কয়েক দিন তাপমাত্রা আরও কমতে পারে। এখানে মাঝারি শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা আছে। তাপমাত্রা কম থাকলেও মৌলভীবাজারের সকাল থেকে সূর্যের দেখা মিলেছে। ঝলমলে রোদ উষ্ণতা ছড়িয়েছে। তবে তাপমাত্রা নিচে নামার কারণে চলতি সপ্তাহ থেকে শীত পুরোপুরি শুরু হয়েছে জেলায়।
  • রাণীশংকৈলে চুরি হওয়া গরু পাওয়া গেল ভুট্টা খেতে।

    রাণীশংকৈলে চুরি হওয়া গরু পাওয়া গেল ভুট্টা খেতে।

    রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার  রাউতনগর ভবানীডাঙ্গী এলাকার বানু নামের এক কৃষকের গোয়াল ঘর থেকে চুরি যাওয়া দু’টি গরু উদ্ধার  করেছে রানীশংকৈল থানা পুলিশ।
    জানা যায়, রোববার দিবাগত রাতে ওই কৃষকের গরু চুরি হলে বাড়ির লোকজন ভোর সকালে টের পায়। তারা চুরি যাওয়া গরু  বিভিন্ন জায়গায় খুঁজেতে থাকে। পরে
    তারা জানতে পারেন যে তাদের চুরি যাওয়া গরু মধ্য ভান্ডারার একটি ভুট্টা ক্ষেত থেকে স্থানীয় লোকজনের সহায়তায় থানা পুলিশ উদ্ধার করেছে।
    পুলিশ সূত্রে জানা যায়,  সোমবার উপজেলার মধ্যভান্ডারা গ্রামের মাঠের একটিভুট্টা ক্ষেতের মধ্যে গরু গুলোকে দেখে স্থানীয় লোকজন সন্দেহ হলে পুলিশকে খবর দেয়।
    এসময় রানীশংকৈল থানার এস আই আশরাফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে দুটি লাল রঙের গরু উদ্ধার করে থানায় নিয়ে আসে। গরু দুটির মধ্যে একটি বলদ ও বকনা বলে জানান ওই এসআই আশরাফুল ইসলাম।
    রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান, এ বিষয়ে ওই কৃষকের অভিযোগ থাকলে থানায় মামলা নেওয়া হবে। অন্যথায় যাচাই বাছাইয়ের মাধ্যমে প্রকৃত মালিককে গরুগুলো দিয়ে দেয়া হবে।