Author: admin

  • উল্লাপাড়ায় প্রয়াত নেতা এ্যাড. মারুফ বিন হাবিবের ৪র্থ মৃত্যু বার্ষিকী পালন।

    উল্লাপাড়ায় প্রয়াত নেতা এ্যাড. মারুফ বিন হাবিবের ৪র্থ মৃত্যু বার্ষিকী পালন।

    উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি :সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রয়াত আ’লীগ নেতা এ্যাড. মারুফ বিন হাবিব এর ৪র্থ মৃত্যু বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। শুক্রবার উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন দলীয় কার্যালয়ে এ্যাড. মারুফ বিন হাবিবের ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে দলীয় কার্যালয়ে সকাল ৮ টায় কালো ব্যাচ ধারণ, সাড়ে ৮ টায় কোরআন খতম, ১১ টায় মরহুমের কবর জিয়ারত, ফুলেল শ্রদ্ধা নিবেূন, শোক শোভাযাত্রা, বাদ যোহর মরহুমের কর্মজীবনের উপর স্মৃতিচারণ অনুষ্ঠান, মিলাদ মাহফিল ও তবারক বিতরণ করা হয়।

    উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ফয়সাল কাদের রুমি’র সভাপতিত্বে মরহুমের স্মৃতি চারণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সহ সভাপতি মোঃ মোখলেছুর রহমান ডাবলু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হেদায়েত আহমেদ এলান, সলপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমান, উপজেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মোঃ শফিউল আলম হ্যাভেন, সাংগঠনিক সম্পাদক আরিফ বিন হাবিব, মনিরুজ্জামান পান্না, সহ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ আলিমুজ্জামান অলক, উল্লাপাড়া সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আবু সাঈদ স্বপন, সিরাজগঞ্জ জেলা যুব মহিলালীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উল্লাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা সুমাইয়া সরকার প্রমুখ।

    স্মরণসভায় বক্তারা বলেন, এ্যাড. মারুফ বিন হাবিব ছিলেন একজন সৎ ও আদর্শবান রাজনৈতিক নেতা। উদীয়মান এই রাজনৈতিক নেতা দলের বহু পদে অধিষ্ঠিত ছিলেন। তিনি উল্লাপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম- আহবায়ক, সাবেক সফল পৌর মেয়র, সরকারি আকবর আলী কলেজে বারবার নির্বাচিত ভিপি ও জিএস পদে নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করেছেন। এছাড়াও সিরাজগঞ্জ জেলা জজ আদালতের বিশিষ্ট আইনজীবী হিসেবে এ্যাড. মারুফ বিন হাবিব ছিলেন একটি পরিচিত মুখ।

  • সকাল পেরিয়ে দুপুর তবুও খোলা হয়নি পশ্চিম ছাতনাই ইউনিয়ন ভুমি অফিসের তালা।

    সকাল পেরিয়ে দুপুর তবুও খোলা হয়নি পশ্চিম ছাতনাই ইউনিয়ন ভুমি অফিসের তালা।

    হাবিবুল হাসান,ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃসকাল পেরিয়ে দুপুর তবুও খোলা হয়নি নীলফামারীর ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়ন ভুমি অফিসের তালা।

    পাঁচশত টাকার চেক দুই হাজার টাকা নেওয়া সহ নিয়মিত অফিস না করার অভিযোগ উঠেছে পশ্চিম ছাতনাই ইউনিয়ন ভুমি অফিসের ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা এমদাদুল হকের বিরুদ্ধে। তিনি নিয়মিত অফিসে না আসায় বিঘ্নিত হচ্ছে ভুমি সেবার সকল কার্যক্রম। হয়রানির শিকার হচ্ছেন সাধারন ভুক্তভোগীরা। থানার বাহিরে অবস্থান করা সরকারি কর্মকর্তা এমদাদুল হক প্রায় দিনেই অফিসে না আসায় অনিয়মের সুযোগ নিচ্ছে ভুমি অফিসে পার্শ্ববর্তী বসবাসকারী সহকারী ভুমি কর্মকর্তা এমদাদুল হকের ব্যক্তিগত সহকারী জুয়েল ইসলাম।

    সরেজমিনে দেখা যায়, গত ২৪ জানুয়ারী (বুধবার) সকাল ০৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ভুমি কর্মকর্তা শুন্য পশ্চিম ছাতনাই ইউনিয়ন ভুমি অফিস। অফিস আছে কর্মকর্তা নেই তবুও উড়ছে পতাকা গেটে ঝুলছে তালা। ভুক্তভোগীরা কয়েক ঘন্টা অবস্থান করলেও সহকারী ভুমি অফিসারের দেখা মেলেনি। সরকারি বিধি মোতাবেক সকাল ৯টায় অফিস খোলার নিয়ম থাকেলেও তিনি প্রতিনিয়ত দুপুরের দিকে এসে অফিস করেন। আবার কোন কোন দিন অফিসেই আসেন না। তার খেয়াল খুশিমত চলে ঐ অফিস। সকাল সাড়ে এগারোটার দিকে ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা এমদাদুল হকের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি জানান, আমি রাস্তায় আছি, আসতেছি। সেবা গ্রহীতাদের অভিযোগ বিভিন্ন অযুহাতে অফিস ফাঁকি ও সঠিক সময়ে উপস্থিত না থাকায় অনিয়মই যেন নিয়ম হয়ে উঠেছে ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা এমদাদুল হকের।

    ভূক্তভোগী আব্দুল মজিদ জানান, “আমি এখানে ভুমি অফিস আসছি খাজনা দেওয়ার জন্য এবং ৯০ রেকর্ড সার্চ করার জন্য। প্রায় আসি আমি দেখি অফিস বন্ধ। এর আগেও দুই দিন আসছি অফিস বন্ধ। আজকে বেলা ১২টা বাজি যাচ্ছে এলাও তহসিলদার নাই জাতীয় পতাকা উত্তোলন হয়ে আছে। আমরা সঠিক সেবা কোন দিন পাই নাই। ভূমি অফিস সংলগ্ন জুয়েল ইসলামের বাড়ি। তিনি প্রতিদিন সকালে জাতীয় পতাকা উত্তোলন করে এবং সরকারী কর্মচারী না হওয়া সত্বেও ভূমি অফিসের কম্পিউটারে সহকারী ভূমি কর্মকর্তার যাবতীয় কাজ করে।

    স্থানীয় কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, তহশিলদার তার ইচ্ছামত অফিসে আসেন আবার চলেও যান। গত ২৩ জানুয়ারী (মঙ্গলবার) সারাদিন অফিসে তাকে পাওয়া যায়নি। সরকারী কর্মচারী না হয়েও জুয়েলের ইচ্ছায় চলে অফিস। ইতি পূর্বে উৎকোচ গ্রহনের ঘটনার ঐ ইউনিয়নের সাধারন জনগন সাবেক ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তাকে অফিস কক্ষে অবরুদ্ধ করে রাখার মত ঘটনাও ঘটেছিল। অবরুদ্ধ কেলেংকারীর ঐ ঘটনার সাথে জুয়েল জড়িত থাকায় সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন তাকে অফিস এলাকার আশপাশ আসতে নিষেধ করেছিলেন।

    নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগীরা জানান, খাজনা খারিজ করতে আসলে পাঁচশত টাকার চেক দুই হাজার টাকা নেয়। রুমে যখন আসি হিসাব দিবে তখন আপনি তো পালে যাবেন যে, জমি বেছা কেনায় না করি আর। তিনি যে হিসাবটা দিবে তার পর আপনি যখন ঝেড়মেটি যাবেন একটা ডিসিশনে আসিবেন টাকা এত দিতে হবে, চেক কত টাকার দেই দেই। এই ডিলটা তহশিলদার নিজেই করে। আর চেকটা দেয় অনলাইনের। টাকা ছাড়া কোন সেবা পাওয়া যায় না।

    বেলা ১২টার দিকে ইউনিয়ন সহকারী ভুমি কর্মকর্তা এমদাদুল হক অফিসে এসে জুয়েল ইসলামের দ্বারা অফিসের তালা খুলে অফিসর কার্যক্রম শুরু করে। এসময় ইউনিয়ন সহকারী ভুমি কর্মকর্তা এমদাদুল হকের সাথে কথা বলে জানা যায়, আমি সৈয়দপুর হতে প্রতিদিন যাতায়াত করি। আমার চাকুরীর মেয়াদ আর ০৩ (তিন) মাস আছে। আমার সৈয়দপুর হতে আসতে একটু দেরি হয়।

    এ বিষয়ে ডিমলা উপজেলার সহকারী কমিশনার (ভুমি) ফারজানা আক্তার বলেন, ইতি পূর্বে তাকে ফাস্ট ওয়ানিং দিয়েছি। যেহেতু আপনাদের কাছে বিষয়টি আবারো জানলাম, তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

  • ধুবড়িয়া ছেফাতুল্লাহ বিদ্যালয় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ।

    ধুবড়িয়া ছেফাতুল্লাহ বিদ্যালয় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ।

    আব্দুল্লাহ খিজির,স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইলের নাগরপুরে ধুবড়িয়া ইউনিয়নের ছেফাতুল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাল মাহমুদ বক্স এর বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অশালীন আচরণ করার কারণ দেখিয়ে এবার উক্ত বিদ্যালয়ের ১১ জন শিক্ষক সম্মিলিত ভাবে লিখিত অভিযোগ প্রদান করেছেন। গত ১৭ ই ডিসেম্বর (২০২৩) এক লিখিত অভিযোগে ভুক্তভোগী শিক্ষকবৃন্দরা বলেন, ছেফাতুল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাদের বেতন-ভাতা যথারীতি প্রদান করছেন না। তারা প্রায় ২৪ মাস বিনা বেতনে রয়েছেন। এছাড়াও অফিস সহকারী জাহাঙ্গীর আলম আলাল বিভিন্ন সময় শিক্ষকদের সাথে অশালীন আচরণ করেন কিন্তু বিদ্যালয় প্রধান কোনো পদক্ষেপ না নিয়ে বরং তার পক্ষ নিয়ে কাজ করতে অফিস সহকারীকে প্রশ্রয় দেন। প্রধান শিক্ষক ও অফিস সহকারী দুইজনের যৌথ যোগসাজশে বিদ্যালয়ের অর্জিত অর্থ ভূয়া ভাউচার তৈরির মাধ্যমে আত্মসাৎ এর অভিযোগ করা হয়েছে।

    অভিযোগের বিষয়ে ধুবড়িয়া ছেফাতুল্লাহ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক লাল মাহমুদ বক্স এর সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও নাম্বার বন্ধ পাওয়া যায়।

    নাগরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহীনুর ইসলাম বলেন, ম্যানেজিং কমিটি গঠন কেন্দ্রীক ধুবড়িয়া ছেফাতুল্লাহ উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়। একটি গোষ্ঠী দীর্ঘ দিন যাবৎ প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতামূলক অবস্থানে থাকে। তারা বিদ্যালয়ের উন্নয়নে খুব একটা সচেষ্ট মনে হয় না। প্রধান শিক্ষক যথাযথ তার দায়িত্ব পালন করেন না বা করতে পারেন না বিধায় সহকারী শিক্ষকদের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে এবং বিদ্যালয় অংশ থেকে শিক্ষকদের যে পাওনা সেটা ঠিকমতো তারা পাচ্ছে না। এই মর্মে একটা অভিযোগ আমরা পেয়েছি। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

    এ বিষয়ে নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেজা মো.গোলাম মাসুম প্রধান বলেন,প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ বিষয়ে একটি অনুলিপি আমি পেয়েছি যেটা জেলা প্রশাসক বরাবর দাখিল করা হয়েছে।এর আগেও মৌখিক ভাবে শিক্ষক বৃন্দরা আমাকে অবগত করেছেন যে,তারা বিদ্যালয় কর্তৃক তাদের পাওনা পাচ্ছে না। অভিযোগ তদন্ত প্রতিবেদন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • নাগরপুরে আইন-শৃঙ্খলা কমিটি’র মাসিক সভা অনুষ্ঠিত।

    নাগরপুরে আইন-শৃঙ্খলা কমিটি’র মাসিক সভা অনুষ্ঠিত।

    আব্দুল্লাহ খিজির,স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জানুয়ারি) সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেজা মো. গোলাম মাসুম প্রধান এর সভাপতিত্বে পরিষদ সভাকক্ষে এই মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বাজার মনিটরিং, জনদুর্ভোগ ও যানজট নিরসন, ইউনিয়নে শান্তি শৃঙ্খলা বিরাজ রাখা, মাদক নির্মূল সহ অন্যান্য জনগুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা করা হয় এবং জনপ্রতিনিধিদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
    এ সময় উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা চেয়ারম্যান আব্দুস ছামাদ দুলাল, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল মালেক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বক্কর, নাগরপুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহিদ হাসান সরকার, কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসেন সহ অন্যান্য ইউনিয়ন চেয়ারম্যান বৃন্দ ও কর্মকর্তা বৃন্দ।
  • কানাইঘাট-জকিগঞ্জে পর্যায়ক্রমে উন্নয়ন হবে মতবিনিময় সভায়-এমপি হুছামদ্দীন চৌধুরী।

    কানাইঘাট-জকিগঞ্জে পর্যায়ক্রমে উন্নয়ন হবে মতবিনিময় সভায়-এমপি হুছামদ্দীন চৌধুরী।

    মিজানুর রহমান (লাভলু) কানাইঘাট প্রতিনিধি:কানাইঘাট উপজেলায় কর্মরত দপ্তর প্রধান,জনপ্রতিনিধিবৃন্দ ও সুধিজনদের সাথে মতবিনিময় করেছেন সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের নবনিবার্চিত সংসদ সদস্য মাওলানা মোহাম্মদ হুছামুদ্দীন চৌধুরী।
    আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সরকারি দপ্তরের সকল কর্মকতার্,উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যানগন,পৌরসভার মেয়র,রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,গণমাধ্যমকমর্মী ও সুধিজনদের উপস্থিতিতে সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাওলানা হুছামুদ্দীন চৌধুরী বলেন বিগত ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে কানাইঘাট-জকিগঞ্জের সর্বস্তরের জনসাধারন, আলেম-উলামা দলমতের উর্ধ্বে উঠে তাকে বিপুল ভোটে নিবার্চিত করায় সর্বস্তরের জনসাধারনকে মোবারকবাদ,অভিনন্দন জানিয়ে বলেন দু টি উপজেলার নিবার্চনের সাথে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা সম্পূর্ণ নিরপেক্ষ ভূমিকা পালন করে একটি অবাধ ও সুষ্ঠু নিবার্চন উপহার দেওয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা জানান।
    এ সময় সংসদ সদস্য হুছামুদ্দীন চৌধুরী আরো বলেন, মানুষ যে প্রত্যাশা নিয়ে আমাকে ভোট দিয়ে নিবার্চিত করেছেন নিরপেক্ষ ভূমিকা পালনের মাধ্যমে তাদের প্রতিদান আমি দিতে চাই। ইনসাফের উর্ধ্বে উঠে নানা দিক থেকে অবহেলিত ও বঞ্চিত কানাইঘাট-জকিগঞ্জের সমস্যাগুলো চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে যেখানে আগে কাজ করার প্রয়োজন তা করা হবে। এজন্য উন্নয়ন সহ সকল কাজে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি,রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,গণমাধ্যমকর্মী ও সুধীজনদের সবার্ত্মক ভাবে তাকে প্রতিটি কাজে সহযোগিতা করার জন্য আহ্বান জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সুসম্পর্ক রয়েছে উল্লেখ করে এমপি হুছামুদ্দীন বলেন উন্নয়নের দিক থেকে কানাইঘাট-জকিগঞ্জ আর পিছিয়ে থাকবে না।
    আজকের মতবিনিময় সভা থেকে যে সব দাবী দাওয়া ও সমস্যার কথা আপনারা তুলে ধরেছেন তাহা পর্যায় ক্রমে বাস্তবায়ন করা হবে। সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড স্বচ্ছতার সহিত বাস্তবায়ন করার জন্য তিনি প্রশাসনিক কর্মকতার্ ও জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়ে বলেন আপনাদের ভোটে এবং আল্লাহ রাব্বুল আল আমিনের রহমতে আমি এমপি নিবার্চিত হয়েছি কোন ধরনের দূর্নীতি ও অনিয়ম স্বেচ্ছাচারিতা,অপকর্মের সাথে আমি কখনো জড়িত থাকব না এবং আমার নাম ভাঙ্গিয়ে নিবার্চনী এলাকায় কেউ কোন ধরনের অপকর্ম করতে পারবে না। অপরাধ দমন এবং ন্যায় বিচার নিশ্চিত করার পাশাপাশি যাতে করে কোন নিরীহ ব্যক্তি থানা পুলিশের দ্বারা জুলুম ও অভিচারের স্বীকার না হন সবাই যাতে করে পুলিশি সেবা পান তাহা নিশ্চিত করার জন্য থানা পুলিশের প্রতি আহ্বান জানান।
    উপজেলা নিবার্হী কর্মকর্তা ফারজানা নাসরিনের
    সভাপতিত্বে ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা গোপাল চন্দ্র সূত্রধরের পরিচালনায় মতবিনিময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী,উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র লুৎফুর রহমান,সিলেট জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ সম্পাদক জেলা পরিষদ সদস্য মোস্তাক আহমদ পলাশ,উপজেলা সহকারী কমিশনার ভূমি ফয়সল আহমেদ,কানাইঘাট অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম,জকিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সুবুর।
    অন্যানের মধ্যে আরোও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা এমদাদুল হক,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাঃ সুবল চন্দ্র বর্মন,সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক এমএ হান্নান,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জামাল উদ্দিন,দিঘীরপার ইউপি চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী,সদর ইউপির চেয়ারম্যান প্রভাষক আফসার উদ্দিন আহমেদ চৌধুরী,আঞ্জুমানে আল ইসলাহথর কানাইঘাট শাখার সভাপতি হাফিজ ফারুক আহমদ,আল ইসলাহথর কেন্দ্রীয় নেতা মাওলানা রেজওয়ান আহমদ, রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন আহমদ, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নাজমুল হক, বীর মুক্তিযোদ্ধা সুবেদার আফতাব উদ্দিন, কানাইঘাট উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মারওয়ানুল করিম প্রমুখ। মতবিনিময় সভার শুরুতে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ,থানা পুলিশের পক্ষ থেকে নব নিবার্চিত এমপি মাওলানা হুছামুদ্দীন চৌধুরীকে ফুলের তোড়া দিয়ে ভরন করে নেওয়া হয়।
    নবনির্বাচিত সংসদসদস্য মাওলানা হুছামুদ্দীন চৌধুরী কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য কর্মরত ডাক্তারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন হাসপাতালের বিরাজমান সমস্যা চিহ্নিত করে স্বাস্থ্য সেবার আরো উন্নতির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান এবং দারুল উলূম মাদ্রাসা প্রাঙ্গনে সায়িত আল্লামা মুশাহিদ (র.) বায়মপুরীর কবর জিয়ারত করেন এমপি হুছামুদ্দীন চৌধুরী।
  • রামপালে ৪৫ তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করলেন হাবিবুন নাহার এমপি।

    রামপালে ৪৫ তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করলেন হাবিবুন নাহার এমপি।

    রামপাল (বাগেরহাট)প্রতিনিধিঃ “বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি” এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাটের রামপালে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে বিজ্ঞান মেলা -২০২৪ এর উদ্বোধন করা হয়েছে।
    মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ১১ টায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়,   বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং  রামপাল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত বিজ্ঞান মেলার উদ্বোধন করেন  বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) সংসদীয় আসনের নবনির্বাচিত সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার (এম.পি)।
    প্রধান অতিথি’র বক্তব্যে হাবিবুন নাহার বলেন, বিজ্ঞানের আবিষ্কার, বৈজ্ঞানিক যন্ত্রপাতি শিক্ষার্থীদের দেখিয়ে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বিজ্ঞান শিক্ষায় উৎসাহিত করে তুলতে হবে। আমাদের দেশের বিজ্ঞানীরাই ওর স্যালাইন আবিষ্কার করেছে যা-বিশ্ব স্বীকৃত। এছাড়া কৃষি ক্ষেত্রেও আমাদের দেশের বিজ্ঞানীরা বিশ্ব মানের প্রযুক্তি উদ্ভাবনে সক্ষম হয়েছে। কিন্তু আমাদের দেশে নানা কারণে উপজেলা পর্যায়ে শিক্ষার্থীরা বিজ্ঞান বিষয়ে পড়তে নিরুৎসাহিত হচ্ছে। দেশকে এগিয়ে নিতে হলে শহর এবং মফস্বল সকল পর্যায়ে অধিক সংখ্যক ছাত্র-ছাত্রীদের বিজ্ঞান শিক্ষায় সম্পৃক্ত করা প্রয়োজন।
    উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরা’র সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত  অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নুরুল হক লিপন,  মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. হোসনেয়ারা মিলি,  সহকারী কমিশনার (ভূমি) শেখ সালাউদ্দিন দিপু, রামপাল থানার অফিসার ইন-চার্জ সোমেন দাস।
    অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপধ্যক্ষ মো. নাহিদুল ইসলাম, প্রভাষক মো. সাইফুল আলম বকতিয়ার, শিক্ষার্থী সুমাইয়া খাতুন, জারিফ হাসান।
    এসময় বেগম হাবিবুন নাহার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।  বিজ্ঞান মেলায় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরাও ক্ষুদে বিজ্ঞানীদের আবিষ্কার দেখতে মেলায় ভীড় জমায়। এছাড়া এলাকার বিজ্ঞান মনোস্ক ব্যক্তিরাও এ মেলা দেখতে আসে।
    অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক মো. মোস্তফা কামাল পলাশ।
  • দুঃসময়ে নগদ অর্থ দিয়ে অসহায় মানুষের পাশে দাড়ালো হাজী সেলিম ফাউন্ডেশন।

    দুঃসময়ে নগদ অর্থ দিয়ে অসহায় মানুষের পাশে দাড়ালো হাজী সেলিম ফাউন্ডেশন।

    নিজস্ব প্রতিবেদক,জালাল উদ্দিন। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আবারো প্রমাণ করলেন, ঘন কুয়াশা হিমেল হাওয়ায় কনকনে ঠান্ডা এই দুঃসময়ে অসহায় মানুষের কথা বুলেননি ছুটে এসেছেন এক হাজার দরিদ্র মানুষের কাছে অর্থিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে মানুষের পাশে হাজী সেলিম ফাউন্ডেশন। সোমবার ২২ জানুয়ারি ২০২৪ইং, শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের সাতগাঁও চৌমুহনীতে এই নগদ অর্থ সহায়তা করেছে হাজী সেলিম ফাউন্ডেশন।
    আর্থিক অর্থ সহায়তা অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিজ হাতে গরীব অসহায় দরিদ্র এক হাজার পরিবারের মাঝে নগদ অর্থ দিয়ে আর্থিক সহায়তা প্রদান করেছেন ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ সেলিম আহমেদ।
    এ সময় ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক হাজী সেলিম বলেন, আমার জন্য আপনার সবাই দোয়া করিবেন, আমি আজ আবার আমার কর্মস্থল প্রবাসে চলে যাবো।
    তিনি আরও বলেন, কিছুদিন আগে দেশে এসেছিলাম এলাকায় একটি মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করা জন্য। এখন সপরিবারসহ আরব কাতারে কর্মস্থলে চলে যাচ্ছি।
    এ দিকে, হাজী সেলিম ফাউন্ডেশনের সদস্যরা বলেন, হাজী সেলিম একজন প্রবাসী। তিনি কিছুদিন আগে দেশে এসেছিলেন এলাকায় একটি মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করা জন্য।
    এ আগে তিনি এলাকায় মসজিদ, মাদরাসা, এতিমখানা, স্কুল, কলেজ ও দরিদ্র মানুষকে নানান ভাবে সহায়তা করেছে।
    এছাড়াও এলাকার বাইরেও সমাজের প্রান্তীক, অসহায় দরিদ্র শারীরিক ও মানসিক প্রতিবন্ধী মানুষের জীবনমান উন্নয়নে গৃহনির্মান, আর্থিক অনুদান ও আত্মনির্ভরশীল এবং গরীব অসহায় দরিদ্র মানুষের জন্য সর্মপন করেছেন হাজী সেলিম ফাউন্ডেশন।
    তারা আরও বলেন, আজ তিনি আবার তার কর্মস্থল প্রবাসে ফিরে যাবার প্রাক্কালে এক হাজার দরিদ্র পরিবারকে নগদ অর্থ সহায়তা দিয়েছেন।
  • সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও কর্মচারীদের যোগদান।

    সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও কর্মচারীদের যোগদান।

    ফরিদুল ইসলাম,দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষক/ কর্মচারী যোগদান করেন।
    ২৩ জানুয়ারী মঙ্গলবার সকাল ১১টায় সানন্দবাড়ী বহুমুখী উচ্চবিদ্যালয়ের অফিস কক্ষে এবিষয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন স্কুল কর্তৃপক্ষ।
    সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ফতেহুল বারী আখন্দ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সানন্দবাড়ী কলেজ এর অধ্যক্ষ সিরাজুল ইসলাম প্রামাণিক, চরআমখাওয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফখরুল আলম আকন্দ, সানন্দবাড়ী বহুমুখী উচ্চবিদ্যালয়ের সাবেক সভাপতি ও সানন্দবাড়ী প্রেসক্লাবের সভাপতি মোঃ আমিনুল ইসলাম আকন্দ, চরআমখাওয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম লাভলু, শেখ মোস্তফা, আজিজুর রহমান মৃধা, ইউপি সদস্য শাহ আলম আকন্দ, নজরুল ইসলাম আকন্দ, মমিনুল ইসলাম আকন্দ, আ: সাত্তার আকন্দ, সাখাওয়াত হোসেন আকন্দ প্রমুখ।
    সাম্প্রতিক নিয়োগের প্রেক্ষিতে সহকারী প্রধান শিক্ষক সহ কর্মচারী মোট ৫ টি পদে নিয়োগ পেয়ে নিজ নিজ কর্মস্থল সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন।
    সানন্দবাড়ী বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জয়নুল আবেদীন সহ সকল শিক্ষক ও কর্মচারী বৃন্দ তাদের বরণ করে নেন।
  • ঠাকুরগাঁওয়ে অপহরণের পর মুক্তিপণ দাবির অভিযোগে গ্রেপ্তার-৩।

    ঠাকুরগাঁওয়ে অপহরণের পর মুক্তিপণ দাবির অভিযোগে গ্রেপ্তার-৩।

    আনোয়ার হোসেন,ঠাকুরগাঁও প্রতিনিধি:
    ঠাকুরগাঁও পৌরসভার সরকার পাড়া এলাকায় অপহরণ করার পর মুক্তিপন দাবি করে নির্যাতনের অভিযোগে ৩ জনকে আটক করেছে পুলিশ।
    রবিবার (২১ জানুয়ারি) রাতে ওই ভুক্তোভোগী পরিবার সদর থানায় যোগাযোগ করলে  পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৩ জনকে আটক করে।
    আটককৃতরা হলেন, শহরের সরকার পাড়া এলাকার আমিনুল ইসলাম রাজের ছেলে বিশাল (২২), একই এলাকার রফিকুল ইসলামের ছেলে সাব্বির (২৩), ও আঃ মালেকের ছেলে মাসুদ (২২) অপর আসামি শহরের রামবাবু গোডাউন এলাকার মুরাদ (২০)। এই ঘটনার মুরাদ এখনো পলাতক রয়েছে।
    ভুক্তোভোগী সোহরাওয়ার্দী (৫৮) পার্শ্ববর্তী পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার কিসমত বাগদহ গ্রামের আব্বাস আলীর ছেলে। তিনি শহরের গোয়ালপাড়া এলাকায় ভাড়ায় থাকেন।
    সোহরাওয়ার্দীর জানান, তার ছেলে স্থানীয় কয়েকজন বন্ধুর সাথে কোচিং এ যায়। পরে সন্ধ্যা গড়িয়ে গেলেও ছেলে ফিরে আসেনা। এ সময় তার বাবা ছেলের ফোনে অনেকবার ফোন দিয়েও মোবাইল ফোনটি বন্ধ পায়। পরবর্তী রাত একটার সময় তিনি জানতে পারে তার ছেলে ও তার সহপাঠীদের অপহরণ করা হয়েছে এবং তার কাছে ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। তিনি দিতে অস্বীকার করলে তার ছেলেকে জানে মেরে ফেলবে বলে প্রাণনাশের হুমকি দেয় এবং তার ছেলে ও তার বন্ধুদের কাছে থাকা ১ হাজার ৮১০ টাকা আদায় করে।
    ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ জানান, চাঁদাবাজির অভিযোগে ঠাকুরগাঁও থানার মামলা একটি মামলা হয়েছে যার মামলা নং-৩৬। তিনজন আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অপরজনকে আটকের চেষ্টা চলছে।
  • নাগরপুরে জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষার ৫২ তম ক্রীড়া প্রতিযোগিতা।

    নাগরপুরে জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষার ৫২ তম ক্রীড়া প্রতিযোগিতা।

    আব্দুল্লাহ খিজির, স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলের নাগরপুরে ৫২ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ জানুয়ারি) যদুনাথ ময়দানে (হাসপাতাল মাঠ) দিনব্যাপী এই ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয় এবং পরবর্তীতে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেজা মো. গোলাম মাসুম প্রধান।
    এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহীনুর ইসলাম, মাধ্যমিক শিক্ষক সমিতি’র সভাপতি মো. ফজলুর রহমান, সরকারি যদুনাথ স্কুল এন্ড কলেজ প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. শফিকুল ইসলাম সবুজ, গয়হাটা উদয় তারা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুল আওয়াল মিলন, ছেফাতুল্লাহ উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক মো. সোহেল রানা সহ বিভিন্ন বিদ্যালয় শিক্ষক বৃন্দ ও অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ।