Author: admin
-
মাধবপুরে ফেনসিডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃহবিগঞ্জের মাধবপুরে ভারতীয় ১২০ বোতল ফেনসিডিল ও ৬ কেজি গাঁজা’সহ কাজল মিয়া (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাধবপুর পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী চৌমুহনী ইউনিয়নের হবিবপুর গ্রামের মৃত জিতু আহমেদ মিয়ার ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার সময় গোপনে সংবাদের ভিত্তিতে কাশিমনগর পুলিশ ফাঁড়ীর ইনচার্জ ইন্সপেক্টর মোঃ গোলাম মোস্তুফা নেতৃত্ব উপপরিদর্শক মোঃ আব্দুল কাদের সহ সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন উপজেলার চেঙ্গার-বাজারের উত্তরে হবিবপুর গ্রামের মোঃ কাজল মিয়া বসতঘরে সুকৌশলে লুকিয়ে রাখা ১২০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল ও ৬ কেজি গাঁজা সহ কাজল মিয়াকে গ্রেফতার করেন।এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম খাঁন জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে হবিগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। -
সিরাজগঞ্জে আকাশের বাড়িতে স্ত্রীর স্বীকৃতির দাবিতে অনশন করছে স্কুল শিক্ষিক্ষা।
শাহরিয়ার মোর্শেদঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার বড়হামকুরিয়া গ্রামে আইয়ুবের রহমানের বাড়ীতে স্ত্রীর স্বীকৃতির দাবিতে গত শনিবার থেকে অনশন করছে প্রতিবেশী শিয়ালকোল গ্রামের বাসিন্দা ও স্থানীয় একটি স্কুলের খন্ডকালীন শিক্ষিকা। যুবক আকাশ একই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন তালুকদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকে ওই তরুণী আকাশের বাড়িতে অনশন করছে। এদিকে ওই তরুণী স্ত্রীর স্বীকৃতির দাবিতে ওই বাড়িতে গেলে আকাশসহ তার পরিবারের লোকজন বাড়িতে তালা ঝুলিয়ে চলে গেলেও ওই তরুণী বাড়ি পাশ থেকে সরে যায়নি।
অনশনকারী তরুণীর দাবি, আমি যদি স্ত্রীর স্বীকৃতি না পাই, তা হলে এখানে জীবন দিব তাও অন্য কোথায় যাব না। আকাশের সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে গত রমজান মাসে আমাদের বিয়ে হয়। তবে আমরা গরীব হওয়ায় প্রথম থেকেই আকাশের বাবা এ বিয়েতে রাজি ছিলনা। আমার মুরুব্বিদের ওর বাবা বলেছিলেন অনুষ্ঠান করে আমায় তুলে নিবে। কিন্তু প্রায় এক বছর হলেও তার বাড়িতে নেয়নি। উল্টো কদিন আগে আকাশকে দিয়ে আদালতের মাধ্যমে আমাকে একটি ডিভোর্স লেটার পাঠিয়েছে৷ এ জন্য আমি কোন উপায় না পেয়ে তার বাড়িতে এসে অনশন করছি।
তরুণীর চাচা আমিনুল ইসলাম অভিযোগ করে বলেন, আমরা গরীব মানুষ। আমার ভাই মারা গেছে অনেক আগেই। বাবা হারা মাস্টার্স পড়ুয়া মেয়েটার জীবন ওরা শেষ করে দিল।
তবে অভিযুক্ত যুবক আইয়ুবুর রহমান আকাশের বাবা জামাল উদ্দিন তালুকদার বলেন, ওই মেয়ে গত রমজান মাসে সিনক্রেট করে আমার ছেলেকে বিয়ে করেছিল। এরপর আর তাকে বাড়িতে তোলা হয়নি। তবে গত বছরের ২০ ডিসেম্বর তারিখে আমার অজান্তে আকাশ মেয়েটিকে ডিভোর্স করে। পরে মুরুব্বিদের মাধ্যমে মেয়ের পরিবারকে তিন লাখ টাকাও দেয়া হয়েছে। তবুও মেয়েটা আবারও আজ বাড়িতে এসে সিনক্রেট করছে।
এ প্রসঙ্গে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, জামাল তালুকদার থানায় একটি অভিযোগ করেছে। যদি অনশনকারী ৯৯৯ নম্বরে অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে।
-
বর্ণাঢ্য আয়োজনে “গোয়ালন্দ ব্লাড ডোনার” ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।
রাজবাড়ী প্রতিনিধিঃরাজবাড়ীর গোয়ালন্দে “গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাব” এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ডোনার্স ডে উদযাপন করা হয়েছে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ব্লাড ডোনার ক্লাবের ৭০০ সদস্যের প্রত্যেকের মাঝে টিশার্ট বিতরণ, দুপুর ২টার দিকে মধ্যাহ্নভোজ শেষে বিকেল ৩ বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। গোয়ালন্দ প্রপার হাইস্কুল মাঠ থেকে শোভাযাত্রাটি বের হয়ে পৌর জামতলা বাজার প্রদক্ষীন করে ঢাকা-খুলনা মহাসড়ক হয়ে উপজেলা কোর্ট চত্বর মাঠে এসে শেষ হয়।গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. সেলিম মুন্সীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহম্মেদ, সাধারণ সম্পাদক আকাশ সাহা প্রমূখ।অনুষ্ঠান উপলক্ষে উপজেলা মাঠ চত্বরে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কাজী কেরামত আলী এবং বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী উপস্থিত থাকবেন। -
মাধবপুরে সুভাষ পাল হত্যা মামলার প্রধান আসামি শ্রীবাস চন্দ্র পাল গ্রেপ্তার।
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি।হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বেঙ্গাডুবা গ্রামের পল্লী চিকিৎসক সুভাষ পাল হত্যা মামলার প্রধান আসামি শ্রীবাস চন্দ্র পাল (৫০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৯ ফেব্রুয়ারী) সকালে মাধবপুর থানার এসআই মো: মনিরুজ্জামান এর নেতৃত্বে পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় চট্টগ্রামের পতেঙ্গা থেকে পতেঙ্গা থানার পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করেন। সে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বেঙ্গাডুবা গ্রামের মৃত জয়চন্দ্র পাল এর পুত্র। উল্লেখ্য পৈত্রিক সম্পত্তির ভাগভাটোয়ারা নিয়ে বিরোধের জেরে গত ১২ জানুয়ারী সকালে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বেঙ্গাডোবা গ্রামের মৃত জয়চন্দ্র পাল এর বড় ছেলে ডা: সুভাষ পাল, শ্রীবাস চন্দ্র পাল ও সুমিত পালের পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়া ও হাতাহাতি হয়। হাতাহাতির এক পর্যায়ে সুভাষ পাল মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।এ ব্যাপারে নিহতের স্ত্রী সুবর্না পাল বাদী হয়ে থানায় মামলা করেন।শুক্রবার বিকেল সাড়ে চারটায় মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রকিবুল ইসলাম খাঁন সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত আসামিকে কিছুক্ষণ আগে চট্টগ্রাম থেকে নিয়ে আসা হয়েছে। তাকে শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর হবে। -
নালী কাদের স্মৃতি টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন “গোয়ালন্দ সোনালী অতীত ক্লাব”।
রাজবাড়ী প্রতিনিধিঃমানিকগঞ্জের নালী ক্রীড়া ও সমাজ কল্যাণ সংস্থা কতৃক আয়োজিত কাদের স্মৃতি টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় নালী বাজার সংলগ্ন ক্লাবের নিজস্ব মাঠে এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।ফাইনাল খেলায় গোয়ালন্দ সোনালী অতীত ক্লাব ও ভাড়ারিয়া প্রগতি সংঘ, মানিকগঞ্জ একে অপরের মুখোমুখি হয়। গোয়ালন্দ সোনালী অতীত ক্লাব টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। ফলশ্রুতিতে ভাড়ারিয়া প্রগতি সংঘ, মানিকগঞ্জ প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারের খেলায় ১৪.৫ ওভার খেলে সবকয়টি উইকেট হারিয়ে ৮৬ রান করতে সক্ষম হয়। ৮৭ রানের লক্ষমাত্রায় ব্যাট করতে নেমে গোয়ালন্দ সোনালী অতীত ক্লাব, রাজবাড়ী ১৫ ওভার খেলে ২ উইকেট হাতে রেখেই অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ী দলের হৃদয় ব্যক্তিগত ৫ উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।ফাইনাল খেলায় নালী ক্রীড়া ও সমাজ কল্যাণ সংস্থার ক্রীড়া সম্পাদক ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক মো. কাজী রোকন এর তত্ত্বাবধায়নে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আটলান্টিক এক্সপোর্ট ইনপোর্ট লিমিটেডের চেয়ারম্যান ও টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক মো. নাসির উদ্দিন।টুর্নামেন্টের উদ্বোধনী খেলা গত মাসের ২৮ জানুয়ারি রোববার ৮ দলের অংশগ্রহণে উদ্বোধন করা হয়।ফাইনাল খেলায় গোয়ালন্দ সোনালী অতীত ক্লাবের খেলোয়াড়দের উৎসাহ দিতে এসময় মাঠে উপস্থিত ছিলেন গোয়ালন্দ ফুটবল একাডেমীর চেয়ারম্যান ও গোয়ালন্দ সোনালী অতীত ক্লাবের প্রতিষ্ঠাতা মো. সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ ফুটবল একাডেমীর সভাপতি গোলাম মোস্তফা সোহাগ, গোয়ালন্দ সোনালী অতীত ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম চানমিয়া, সহ-সভাপতি আরিফ হোসেন নারু, যুগ্ম-সাধরণ সম্পাদক মোহাম্মদ রাশেদ, ক্রীড়া সম্পাদক রেজাউল মুন্সী, দৌলতদিয়া শাখার সভাপতি মো. সুলতান ফকির, সহ-সভাপতি মো. নজরুল ইসলাম প্রমুখ।টুর্নামেন্ট সম্পর্কে টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক মো.নাসির উদ্দিন বলেন, টুর্নামেন্টটি আয়োজন করার জন্য নালী ক্রীড়া ও সমাজ কল্যাণ সংস্থার কর্মকর্তা ও সকল সদস্যদের ধন্যবাদ জানাচ্ছি। টুর্নামেন্টটি ক্লাবের ক্রিকেটার কাদের এর স্মৃতিতে পরিচালিত হয়েছে। খুবই অল্প বয়সে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কাদেরের মৃত্যু হয়। তিনি চ্যাম্পিয়ন দলের জন্য অভিনন্দন ও রানার আপ দলের জন্য শুভ কামনা জানান। -
ভরসা গ্রুপ কর্তৃক শ্রেষ্ঠ বিক্রেতাদের মধ্যে পুরস্কার বিতরণ।
ফরিদুল ইসলাম, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রক্রিয়াজাত, খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান ভরসা গ্রুপের (ড্রিম নাইট) মশার কয়েল বিক্রেতাদের ও ডিলার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।রবিবার (৪জানুয়ারি) জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ি ডিগ্রী কলেজের হল রুমে পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।উক্ত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্থান থেকে ভরসা গ্রুপ থেকে ক্রেতা ডিলারশীপ প্রায় ১০০ পরিবেশক ও অতিথি যোগ দেন।ভরসা গ্রুপের হেড অফ মার্কেটিং সাগর আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সানন্দবাড়ী বাজার বণিক সমিতির সভাপতি মোহাম্মদ গাজিউর রহমান।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রহিম উদ্দিন ভরসা এন্ড কোম্পানি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক আক্তারুল হক ভরসা।এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চরআমখাওয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফখরুল আলম আকন্দ, চরআমখাওয়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ- সভাপতি ও সানন্দবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক শেখ নাজিম উদ্দিন, চরআমখাওয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় এর সিনিয়র শিক্ষক রেজাউল করিম লাভলু, সানন্দবাড়ি ডিগ্রি কলেজের অধ্যাপক আনোয়ার হোসেন আকন্দ প্রমূখ।অনুষ্ঠানে ভরসা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. আক্তারুল হক ভরসা, রিজিওনাল সেল্স ম্যানেজার মাহবুবুর রহমান, টেরিটরি সেলস ম্যানেজার মেহের আলী, বিক্রয় কর্মীসহ গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে ড্রীম নাইট কয়েল সর্বোচ্চ এক হাজার কার্টুন বিক্রয় করে সানন্দবাড়ী বাজার জাকির এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী মো: নজরুল ইসলামকে ডিস্কভার ১০০ সিসি মোটরসাইকেল এবং কাঠারবিল বাজার গালিব স্টোরের মো: দুলাল এর হাতে ডিস্কভার ১০০ সিসি মোটরসাইকেল উপহার দেওয়া হয়। -
দক্ষিণাঞ্চলের সকল শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন করেছে শেখ হাসিনার সরকার-খুসিক মেয়র।
মল্লিক জামান,রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও খুলনা সিটি করপোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা তালুকদার আব্দুল খালেক বলেছেন, দক্ষিণাঞ্চলের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে তার অধিকাংশ অবকাঠামো উন্নয়ন হয়েছে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের আমলে। উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন যে, বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) সংসদীয় আসনে চলাচলের জন্য কোন রাস্তা ছিলনা। কোন খালের উপর ছিল শুধু সাঁকো। শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছিল জরাজীর্ণ। আজ সে সমস্ত সাঁকোর স্থানে হয়েছে ব্রিজ ও কালভার্ট আর জরাজীর্ণ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আধুনিক ভবন নির্মিত হয়েছে। এই রামপাল মোংলায় যত উন্নয়ন তা সবই হয়েছে শেখ হাসিনা সরকারের হাত ধরে। তিনি আরও বলেন যে, শরীরকে সুস্থ রাখার জন্য পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ করা দরকার। এছাড়া যুব সমাজ মাদকসহ অন্যান্য খারাপ আসক্তি থেকে ফিরিয়ে আনার জন্য তাদেরকে খেলাধুলার দিকে বেশি বেশি অংশগ্রহণ করানো দরকার।রবিবার (৪ ফেব্রুয়ারী) দুপুর সাড়ে ১২ টায় রামপাল সরকারি ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত ৫৩ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী দিনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা তালুকদার আব্দুল খালেক।রামপাল সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) সমীর কুমার বিশ্বাসের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা আঃ রউফ,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ (অবঃ) মোতাহার রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন,উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হক লিপন,মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ হোসনেয়ারা মিলি,সহকারী কমিশনার (ভূমি) শেখ সালাউদ্দিন দিপু,রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাস,সাবেক ইউপি চেয়ারম্যান শেখ জামিল হাসান জামু।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ আলী আহমেদ, জেলা পরিষদ সদস্য শেখ মনির আহমেদ প্রিন্স,সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ বজলুর রহমান, শেখ নুরুল আমিন, আওয়ামী লীগ নেতা আরাফাত হোসেন কচি, জালাল উদ্দীন দুলাল,শেখ শরিফুল ইসলাম ও উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাফিজুর রহমানসহ কলেজের সকল বিভাগের শিক্ষক শিক্ষক,শিক্ষিকা,অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক মোঃ মোস্তফা কামাল পলাশ। -
জমি ও সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দু’পক্ষের সংর্ঘষে নিহত-১,ইউ/পি চেয়ারম্যানসহ গ্রেফতার-৩।
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের বেজুড়া গ্রামে জমি সংক্রান্ত এবং সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দু’পক্ষের সংর্ঘষে আহত পাভেল মিয়া (৩০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। শনিবার দিবাগত গভীর রাতে ঢাকা’র একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়। সে মধ্য বেজড়া গ্রামের মাতব্বর মিয়ার ছেলে।
এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে জগদীশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ খাঁন, বেজুড়া গ্রামে খুর্শেদ আলীর ছেলে মারুফ মিয়া (৪৫) ও সেলিম মিয়ার ছেলে ফয়সল মিয়াকে গ্রেফতার করেছে মাধবপুর থানা পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাযায়-উপজেলার জগদীশপুর ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ খাঁন দক্ষিন বেজুড়া গ্রামের মৃত কিফত আলীর ওয়ারিশ হাজী আসকর আলী ও দুলাল মিয়া গংদের কাছ থেকে ৭/৮ মাস আগে একটি জমি ক্রয় করেন। অপর দিকে ওই জমি একই গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারেক মিয়ার সন্তানেরা নিজেদের দাবি করে ভোগ-দখল করে আসছে।
শনিবার সকাল ৯ টার সময় মাসুদ খানের লোকজন ওই জমিতে ধান রোপন করতে গেলে মৃত বারেক মিয়ার ওয়ারিশগণ ধান রোপণে বাধা দেয়। এ নিয়ে দু’পক্ষের মধ্যে সংর্ঘষ বাধঁলে মহিলা সহ কমপক্ষে ৪০ জন আহত হয়। গুরুত্বর আহত মুর্শেদ মিয়া (৪৫), সুমা আক্তার (২৪),আব্দুল হামিদ (৩০), সফিক মিয়া (৪০),পায়েল মিয়া (৩০), মারফতউল্লাহ (৩৫), আউস মিয়া (৪২), জসিম মিয়া (২৪), দুলাল মিয়া ( ২৫), শিমুল মিয়া (৩০), জাকারিয়া (২৩), শামীম মিয়া (২৭), তাহের মিয়া (৬৫), মাসুদ রানা (৪০), জালাল মিয়া (৩২), খোকন মিয়া (৪৭), আয়েদ আলী (২৬), আলমগীর (২৭), রফিক মিয়া (২৮),জসিম মিয়া (২৭), করিম মিয়া (৩০),শাহজাহান মিয়া (২৫),মিজান মিয়া (২৬), সাইফুল ইসলাম (২০),ইজাজুল (২৪), সফিক মিয়া (২৯), আশিক মিয়া (২৮),সামসুউদ্দিন (৩০), সাইফুল (২৯)কে চিকিৎসার জন্য মাধবপুর,হবিগঞ্জ,ঢাকা ও সিলেট উসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ সময় কয়েকটি বাড়ীতে হামলা পাল্টা হামলা ও ভাংচুর করা হয়েছে। মাধবপুর থানার অফিসার ইনার্চাজ(ওসি)মোঃ রাকিবুল ইসলাম খাঁনের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। গভীর রাতে ঢাকার একটি হাসপাতালে গুরুত্বর আহত পাভেল মিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে জগদীশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ খাঁন,বেজুড়া গ্রামের খুর্শেদ আলীর ছেলে মারুফ মিয়া (৪৫) ও সেলিম মিয়ার ছেলে ফয়সল মিয়া (২৫) কে মাধবপুর থানা পুলিশের সদস্যরা গ্রেফতার করেছে। থানার অফিসার ইনর্চাজ মোঃ রাকিবুল ইসলাম খাঁন জানান বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
এ ব্যাপারে চেয়ারম্যান মাসুদ খানকে প্রধান আসামী করে ৬৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৬০/৭০জনের বিরুদ্ধে নিহত পাবেলের চাচাতো ভাই হামিদ মিয়া বাদী হয়ে মাধবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।
-
বালিয়াডাঙ্গীতে আমগাছ কেটে ফেলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১।
আনোয়ার হোসেন,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:জমি বিরোধে শত্রুতার জেরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে একটি আমবাগানের ১৩৬টি আমগাছ কেটে ফেলার ঘটনায় মামলা হয়েছে। মামলার প্রধান আসামী রমজান কাজীকে গ্রেপ্তার করেছে শনিবার বিকালে কারাগারে পাঠিয়েছে পুলিশ।শুক্রবার রাতে উপজেলার রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের নুনতোর গ্রাম থেকে তাকে আটক করা হয়। বিষয়টি বালিয়াডাঙ্গী থানার ওসি ফিরোজ কবির নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার রাতে আমবাগান মালিক ইলিত চন্দ্র সিংহ অরফে রাতিয়া ৬ জনকে আসামী করে মামলা দায়ের দায়ের করেন।গ্রেপ্তার হওয়া রমজান কাজী রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের নুনতোর গ্রামের গ্রামের আবুল কালামের ছেলে।জানা গেছে, ভানোর ইউনিয়নের ডাঙ্গীপাড়া গ্রামের ইলিত চন্দ্র সিংহ অরফে রাতিয়ার সাথে প্রতিবেশী রাণীশংকৈল উপজেলার নুরতোর গ্রামের আবুল কালামের ছেলে রমজান কাজীর সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হলেও বিষয়টি সমাধান হয়নি।গত বৃহস্পতিবার রাতে বাড়িতে ছিলেন না রাতিয়া। এই সুযোগ রমজান কাজী তার লোকজন দিয়ে ৬১ শতাংশ জমিতে লাগানো আম বাগানের ১৩৬টি আমগাছ কেটে ফেলেছে মামলায় অভিযোগ করা হয়েছে। এতে রাতিয়া ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে মামলায় অভিযোগ করেন রাতিয়া।গ্রেপ্তর হওয়ার আগে রমজান কাজী দাবি করেছিলেন, দুই বছর আগে জমির মালিক মাইকেলের কাছ থেকে জমি কিনেছেন তিনি। ওই বাগানের জমির মালিক তিনি। এখন জমি দখল দিতে হবে, তাই নিজেরাই গাছ কেটে ঘটনা অন্যদিকে প্রবাহিত করার হচ্ছে। স্থানীয়ভাবে বসা মীমাংসাগুলোতে তার পক্ষে রায় পেয়েছিলেন।বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির বলেন, বাগানের আমগাছ কাটার ঘটনায় ৬ জনকে আসামী করে থানায় মামলা হয়েছে। মামলার পর পুলিশ আসামী রমজান কাজীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। -
রামপালে র্যাবের অভিযানে দেশীয় তৈরি অস্ত্রসহ যুবক গ্রেফতার।
রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে র্যাব-৬ এর অভিযানে মোঃ সোলাইমান মোল্লা(৪৪) নামের এক ব্যক্তিকে দেশীয় ওয়ান শুটার গানসহ গ্রেফতার করেছে। সে উপজেলার রামপাল সদর ইউনিয়নের চিত্রা গ্রামের মোঃ দাউদ মোল্লার ছেলে।শুক্রবার (২ ফেব্রুয়ারী) সন্ধ্যায় ভাগা বাজার সংলগ্ন মেসার্স কামাল ফিলিং এন্ড রেস্টুরেন্টের সামনে থেকে র্যাব-৬ এর চৌকস একটি দল তাকে গ্রেফতার করে।রামপাল থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানা গেছে যে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ এর একটি দল জানতে পারে যে, কতিপয় ব্যক্তি অস্ত্র কেনা-বেচার উদ্দেশ্যে ভাগা বাজার সংলগ্ন মেসার্স কামাল ফিলিং স্টেশনের সামনে অবস্থান করছে। এ সংবাদ পেয়ে উপ-পরিদর্শক সুবীর সাহার নেতৃত্বে র্যাব-৬ এর একটি দল ঐ স্থানে পৌঁছালে এক সোলাইমান মোল্লা দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় র্যাব সদস্যরা ধাওয়া করে তাকে গ্রেফতার করে এবং তার দেহ তল্লাশী করে কোমর থেকে হলুদ কাপড়ে জড়ানো একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান উদ্ধার করে। এছাড়া ঐসময়ে তার কাছ থেকে Vivo Y22 মডেলের একটি স্মার্ট মোবাইল ফোন, ০১৯২৮-৭৩৭০৪৮ নম্বরের একটি সিমকার্ড, Maximus M243m মডেলের একটি বাটন মোবাইল ফোন, ০১৯৪২-৯৩৭৬৬০ নম্বরের একটি সিমকার্ড উদ্ধার করে। ধৃত আসামি দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয় করে আসছে বলে সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাবের কাছে স্বীকার করে।এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাসের কাছে জানতে চাইলে তিনি এ প্রতিবেদককে জানান যে, শুক্রবার সন্ধ্যায় র্যাব-৬ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোলাইমান মোল্লা নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে র্যাব একটি মামলা দায়ের করেছে এবং আজ শনিবার (৩ ফেব্রুয়ারী) তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।