Author: admin

  • রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিক্ষার্থীর, গুরুতর আহত -১।

    রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিক্ষার্থীর, গুরুতর আহত -১।

    আনোয়ার হোসেন আকাশ,(ঠাকুরগাঁও)প্রতিনিধি:
    ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় রিসাদ হোসেন (২০) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী তার বন্ধু স্বন্দীপ।
    মঙ্গলবার (১৩ ফ্রেরুয়ারী) বিকালে রাণীশংকৈল-নেকমরদ  সড়কের কুমারগন্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
    নিহত রিসাদ রাণীশংকৈল উপজেলার পৌরশহরের ভান্ডারা এলাকার টিন ব্যবসায়ী  দবিরুল ইসলামের ছেলে। আহত বন্ধু স্বন্দীপ (১৯) একই এলাকার সুভাষ চন্দ্র রায়ের ছেলে। রিসাদ বগুড়ার একটি কলেজের  দ্বাদশ এবং সন্দীপ একাদশ শ্রেণির ছাত্র ছিল।
    বিষয়টি রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ।
    প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার বিকালবেলা মোটরসাইকেল যোগে দুইবন্ধু রাণীশংকৈল-নেকমরদ পাকা সড়ক দিয়ে যাওয়ার পথে কুমারগঞ্জ এলাকায় গেলে তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি একটি গাছের সাথে ধাক্কা লাগে। এসময় তাদের মাথা ও মুখে প্রচন্ড আঘাত পায়। এতে ঘটনাস্থলেই রিসাদ মারা যায়।
    খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহত স্বন্দীপকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল হাসপাতালে রেফার্ড করেন কর্মরত চিকিৎসকরা।
    রাণীশংকৈল সহকারী পুলিশ সুপার (সার্কেল) রেজাউল হক  বলেন, দুর্ঘটনায় খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে নিহত রিসাদের লাশ ও তার মোটর সাইকেলটি উদ্ধার করে রাণীশংকৈল থানায় নিয়ে আসে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি ইউডি মামলা করা হবে।
  • গোয়ালন্দে উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত।

    গোয়ালন্দে উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত।

    মইনুল হক মৃধাঃ
    রাজবাড়ীর গোয়ালন্দে উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
    মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১২ টায় উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মানব পাচার প্রতিরোধ কমিটির সভাপতি জ্যোতি বিকাশ চন্দ্র।
    উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এ সভার আয়োজন করে। সার্বিকভাবে সহযোগীতা করে বেসরকারী সংগঠন মুক্তি মহিলা সমিতি (এমএমএস) ও দেরে দেস হোমস (টিডিএইচ)
    মুক্তি মহিলা সমিতির প্রোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান মন্জুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফারসিম তারান্নুম হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল হোসেন, উজানচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা,ছোটভাকলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাফিজুল ইসলাম, গোয়ালন্দ ঘাট থানার এসআই আশরাফুল ইসলাম, প্রেসক্লাবের সাধারন সম্পাদক শামীম শেখ প্রমুখ। এ সময় সভায় কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্হিত ছিলেন।
    এ সময় বক্তারা মানব পাচার প্রতিরোধে সমন্বিতভাবে সকলকে কাজ করা এবং জনসচেতনতা বৃদ্ধির উপর জোর দেন।
    সেইসাথে উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে প্রশাসনের নজরদারি বাড়ানোর তাগিদ দেয়া হয়।
  • সানন্দবাড়ীতে এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষ্যে প্রস্তুতি সভা।

    সানন্দবাড়ীতে এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষ্যে প্রস্তুতি সভা।

    দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চরআমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের জন্য পূর্ব প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
    মঙ্গলবার ১৩ ফেব্রুয়ারি ২০২৪, বিদ্যালয়ের অফিস কার্যালয়ে এ প্রস্তুতি সভা করা হয়।
    সানন্দবাড়ী বহুমূখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২০২৪ সালের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
    ইতিমধ্যে পরীক্ষা কেন্দ্রের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামী ১৫ ই ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হবে।
    সানন্দবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাবেক চেয়ারম্যান শেখ নাজিম উদ্দিন এর সঞ্চালনায় প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সানন্দবাড়ী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ফতেহুল বারী আখন্দ। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, চরআমখাওয়া ইউনিয়ন বীর মুক্তি যোদ্ধা কমান্ড শামসুল হক মাস্টার, ডাংধরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, মিতালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, মৌলভীরচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ জালাল উদ্দিন, মৌলভীরচর বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক সোহেল রানা, কাউনিয়ারচর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ রানা, সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুর রহিম, ইউপি সদস্য শাহ আলম আকন্দ প্রমুখ।
    সানন্দবাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব জয়নুল আবেদীন বলেন, এবারে ৮টি বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় ৮১৬ জন ছাত্র/ছাত্রী অংশ গ্রহণ করবে। পরীক্ষা কেন্দ্রের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরীক্ষা যাতে শান্তিপূর্ণ, সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে হয়, এ জন্য উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন।
    অপরদিকে সানন্দবাড়ি ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা পরীক্ষা কেন্দ্র সচিব অধ্যক্ষ আব্দুর রশিদ  আকন্দ জানান, এ কেন্দ্রে ৭টি মাদ্রাসার মোট ২৪৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। পরীক্ষা যাতে শান্তিপূর্ণ, সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয় সে জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
  • বাঘায় পাট উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ কর্মশালা।

    বাঘায় পাট উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ কর্মশালা।

    বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর বাঘায় উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও বীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় দুই দিনব্যাপী পাট উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলাম। কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. লায়েব উদ্দিন লাভলু। বিশেষে অতিথি ছিলেন, রাজশাহী পাট উন্নয়ন কর্মকর্তা অজিত কুমার রায় ও উপজেলা উপ সহকারি পাট উন্নয়ন কর্মকর্তা চন্দনা আকতার বানু প্রমুখ। পাট চাষ ও বীজ উৎপাদন সংশ্লিষ্ট বিষয়ে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে, প্রশিক্ষণের গুরুত্ব, পাটের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখেন বক্তরা। কর্মশালায় উপজেলার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের ১৫০ জন পাট চাষীকে পাট চাষ, বীজ উৎপাদন, জাগ ও আঁশ ছাড়ানোসহ আধুনিক পদ্ধতিতে উন্নত মানের পাট চাষের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
  • নওগাঁ-২ আসনে নৌকার প্রার্থী শহীদুজ্জামান চতুর্থ বার এমপি নির্বাচিত।

    নওগাঁ-২ আসনে নৌকার প্রার্থী শহীদুজ্জামান চতুর্থ বার এমপি নির্বাচিত।

    নওগাঁ প্রতিনিধি : স্থগিত হওয়া নওগাঁ-২ আসনের অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে।

    সোমবার (১২ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৯টায় নওগাঁর জেলা প্রশাসকের হলরুমে প্রাথমিকভাবে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণা করেন জেলা প্রশাসক ও জেলা রির্টানিং কর্মকর্তা গোলাম মওলা।

    এর আগে উৎসবমুখর পরিবেশে সকাল ৮টা হতে বিরতিহীন ভাবে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত।

    ভোট গ্রহণ ও গণনা শেষে নওগাঁ-২ (ধামুইরহাট-পত্নীতলা) আসনের ১২৪টি ভোটকেন্দ্রের পূর্নাঙ্গ ফলাফল ঘোষণা করা হয়। এতে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শহীদুজ্জামান সরকার বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। এ নিয়ে টানা ৪র্থ বারের মত সংসদ সদস্য নির্বাচিত হলেন তিনি। ১২৪টি ভোটকেন্দ্রের ঘোষিত ফলাফলে নৌকা প্রতীকে ভোট পড়েছে ১ লাখ ১৮ হাজার ৯৪১ ভোট।

    অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (ট্রাক) প্রতীকে ইঞ্জিনিয়ার আখতারুল আলম পেয়েছেন ৭৪ হাজার ৩৮১ টি ভোট। স্বতন্ত্র প্রার্থী মেহেদী মাহমুদ রেজা (ঈগল) প্রতীকে পেয়েছেন ১ হাজার ৪২৬ ভোট। এবং জাতীয় পার্টির মনোনীত (লাঙ্গল) প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন পেয়েছেন ৪ হাজার ৮৪ ভোট।

    বেসরকারি ফলাফল অনুযায়ী আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শহীদুজ্জামান সরকার তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে  ৪৪হাজার ৫৬০ ভোট বেশি পেয়ে জয়লাভ করেন।
    এ আসনে মোট ৩ লাখ ৫৬হাজার ১৩২জন ভোটার নিয়ে ৪ জন প্রার্থী তাদের নির্বাচনী প্রতিদ্বন্দ্বীতা করেন। এই আসনটিতে মোট ৫৭.২১% ভেটার উপস্থিতি কাস্ট করা সম্ভব হয়েছে বলে জানান জেলা প্রশাসক ও জেলা রির্টানিং কর্মকর্তা গোলাম মওলা।

    উল্লেখ্য, গত ৭ জানুয়ারি সারাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলেও নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হকের মৃত্যুর কারণে এ আসনটিতে ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন (ইসি)। পরবর্তীতে নির্বাচন কমিশনের ঘোষিত তারিখ অনুযায়ী আজ ১২ ফেব্রুয়ারী ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

  • নাগরপুরে ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।

    নাগরপুরে ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।

    আব্দুল্লাহ খিজির,স্টাফ রিপোর্টারঃ
    টাঙ্গাইলের নাগরপুরে মামুদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উদয়তারা, জয়ভোগ সহ বিভিন্ন উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত।
    সোমবার ১২ফেব্রুয়ারী২০২৪ গয়হাটা উদয় তারা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ আলী এর সভাপতিত্বে নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার রেজা মোঃগোলাম মাসুম প্রধান “”উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
    প্রধান অতিথি রেজা মোঃগোলাম মাসুম প্রধান বলেন পড়াশোনার পাশাপাশি খেলা ধুলা করতে হবে,খেলাধুলার বিকল্প নেই,  খেলা শরীর, মন  ভালো  রাখে। খেলাধুলা করলে মাদক থেকে দূরে থাকা যায়।
    এসময়  অভিভাবকদের উদ্দেশ্য করে বলেন আপনার সন্তান কে  কোন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে হবে।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃশাহিনুর ইসলাম।
    সব শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। খেলায় অংশগ্রহণকারী ছাত্রদের উৎসাহ যোগান আগামীতে সবাইকে ভালো করার জন্য চেষ্টা করতে হবে।
  • রামপালে মৎস্য ঘের দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ-আহত ৩।

    রামপালে মৎস্য ঘের দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ-আহত ৩।

    রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে মৎস্য ঘের দখল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন মারাত্মক আহত হয়েছে।
    সোমবার (১২ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার বাইনতলা ইউনিয়নের কাশিপুর এলাকার ‘‘দিয়ের খোলা’’ নামক মৎস্য ঘেরে এ সংঘর্ষ হয়।
    রামপাল থানা ও আহতের পরিবার সূত্রে জানা গেছে যে, প্রয়াত চেয়ারম্যান খাঁন তায়েব আলীর ছেলে খাঁন সোহাগ আলী আলিপুর গ্রামের (অবসরপ্রাপ্ত সেনা সদস্য) ইউনুছ গাজীর ছেলে মোঃ ফরিদ গাজী ও অন্যান্য লোকদের জমি লিজ নিয়ে দীর্ঘদিন মৎস্য ঘের করে আসছে। সোহাগ খাঁন দীর্ঘদিন ঘের করলেও হারীর টাকা ঠিকমতো পরিশোধ করেন না বলে আহতদের পরিবারের সদস্যরা জানান। মোঃ ফরিদ গাজী চাকুরি অবসরজনিত কারণে সে এ বছর তার নিজস্ব জমিতে ঘের পাহারা দেওয়ার জন্য ঘর তৈরি করতে একই এলাকার মোল্লা মোয়াজ্জেম হোসেন (বুলু) ও শেখ তৈয়ব আলীসহ কয়েকজনকে নিয়ে তার ঘেরে গিয়ে বাসা তৈরি করতে যায়। এসময় সাবেক চেয়ারম্যান মৃত খাঁন তায়েব আলীর ছেলে খাঁন মুক্ত, খাঁন আনিস, খাঁন রতন, খাঁন সোহাগ আলী ও একই এলাকার মৃত খান শরীফ উদ্দিনের ছেলে খাঁন ফিরোজ, হেমায়েত উদ্দিনের ছেলে খাঁন আজমুল ও শেখ নোয়াব আলীর ছেলে শেখ ফয়সাল সহ কয়েকজন ফরিদ গাজীর লোকজনের উপর অতর্কিত হামলা চালায়। এসময় ফরিদ, বুলু ও তৈয়েব আলী মারাত্মক জখম হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তৈয়েব শেখের অবস্থা আশঙ্কাজনক হওয়ার কারণে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এলাকায় এ নিয়ে অসন্তোষ বিরাজ করছে।
    এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাসের সাথে মুঠোফোনে কথা হলে তিনি এ প্রতিবেদককে জানান, এ ব্যপারে ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
  • আ.লীগের যুব ও ক্রীড়া উপ- কমিটিতে রাণীশংকৈলের শাহারিয়ার আজম মুন্না।

    আ.লীগের যুব ও ক্রীড়া উপ- কমিটিতে রাণীশংকৈলের শাহারিয়ার আজম মুন্না।

    ঠাকুরগাঁও প্রতিনিধি:
    আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপ-কমিটির সদস্য হলেন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহারিয়ার আজম মুন্না।
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থী কেন্দ্রীয়  নির্বাহী সংসদ শহীদুল্লাহ হল ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। এছাড়াও বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি পদে দ্বায়িত্ত্ব পালন করেন। তিনি তিনি রাণীশংকৈল উপজেলার ৮ং নন্দুয়ার ইউনিয়ন আ.লীগের সদস্য এবং ঠাকুরগাঁও কৃষকলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।
    সাবেক এই ছাত্রনেতা বিভিন্ন ইস্যুতে রাজনীতিতে সরব ছিলেন। তিনি ২০০২ সাল থেকে ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত হন। ছাত্রলীগের রাজনীতির পাশাপাশি তরুণদের নিয়ে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডেও যুক্ত রয়েছেন তিনি এরপর তৃণমূলের রাজনীতির সঙ্গে যুক্ত হন।
    শাহারিয়ার আজম মুন্না ২০১৯ সালে রাণীশংকৈল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এবং জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ সালের ঠাকুরগাঁও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন তিনি।
    গত শনিবার (১০ ফেব্রুয়ারি) আ’লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, বর্ষিয়ান নেতা মোজাফফর হোসেন পল্টুকে চেয়ারম্যান ও হারুনুর রশিদকে কো-চেয়ারম্যান করে ১৪০ সদস্য বিশিষ্ট আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপ-কমিটি গঠন করা হয়। এতে আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফী বিন মোর্তজা এমপি’কে সদস্য সচিব করা হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক চিঠিতে এই কমিটি ঘোষণা করা হয়েছে।
    এদিকে দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে সদস্য মনোনীত করায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং যুব ও ক্রীড়া বিষয়ক কেন্দ্রীয় উপ কমিটির চেয়ারম্যান মোজাফফর হোসেন পল্টু, আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ, যুব ও ক্রীড়া সম্পাদক হুইপ মাশরাফি বিন মোর্ত্তজা সহ সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
    শাহারিয়ার আজম মুন্না তার উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের প্রত্যয় ব্যক্ত করে বলেন, সততা, নিষ্ঠা, মেধা এবং দক্ষতা দিয়ে আমার ওপর যে দায়িত্ব দেয়া হয়েছে যথাযথভাবে তা পালন করার সর্বোচ্চ চেষ্টা করবো। নির্বিঘ্নে দায়িত্ব পালন করতে সবার দোয়া ও সহযোগিতা চান সাবেক এই ছাত্র নেতা।
  • উল্লাপাড়ায় স্কুলের অর্থ আত্মসাৎ ও প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সভাপতির বিরুদ্ধে মামলা।

    উল্লাপাড়ায় স্কুলের অর্থ আত্মসাৎ ও প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সভাপতির বিরুদ্ধে মামলা।

    উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধি :

    সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার গয়হাট্টা সালেহা ইসহাক উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতির বিরুদ্ধে প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম কে মারধর ও অর্থ আত্মসাতের অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। শনিবার (১০ ফেব্রুয়ারী) প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বাদী হয়ে স্কুল কমিটির সভাপতি ও তিন অভিভাবক সদস্য’র বিরুদ্ধে এই মামলা দায়ের করেন।

    মামলায় অভিযুক্ত আসামিরা হলেন সালেহা ইসহাক উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি,উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কোনাগাঁতী গয়হাট্রা গ্রামের আমির হোসেনের ছেলে মোঃ আল আমিন সরকার (৪৫), অভিভাবক সদস্য ও পারকুল গয়হাট্টা গ্রামের মীর মতিয়ার রহমান ছেলে মানিক উদ্দিন (৪০), একই গ্রামের আকবর সরকারের ছেলে আইনুল হক (৫২), গয়হাট্টা দহপাড়া গ্রামের ওছমান গণির ছেলে গোলাম মোস্তফা (৪০)।

    মামলার বাদী শহিদুল ইসলামের অভিযোগ সূত্রে জানা গেছে, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উল্লেখিত অভিভাবক সদস্যরা যোগ সাজোস করে গত ২০২৩ সালের বিদ্যালয়ের পুকুর লীজের ৫ লক্ষ১০ হাজার টাকা, শিক্ষার্থী উপবৃত্তির ১ লক্ষ টাকা,গাছ বিক্রির ৪০ হাজার টাকা এবং পুরাতন আসবাবপত্র ও দ্রব্য সামগ্রী বিক্রির ৫০ হাজার টাকা কৌশলে আত্মসাৎ করে। আত্মসাতকৃত টাকার ভুয়া ভাউচার ও রেজুলেশনে জোরপূর্বক প্রধান শিক্ষকের (আমাকে দিয়ে) স্বাক্ষর করিয়া নিতে চায়। উক্ত ভাউচার ও রেজুলেশনে স্বাক্ষর করিতে অস্বীকার করিলে গত ২৯ জানুয়ারি বেলা সাড়ে ১২ টার দিকে পূর্ব পরিকল্পিতভাবে সংঘবদ্ধ হয়ে আসামিরা প্রধান শিক্ষক (আমার) কার্যালয়ে প্রবেশ করে।

    এ সময় তারা অফিস কক্ষের দরজা বন্ধ করে আমাকে অবরুদ্ধ অবস্থায় বিভিন্ন গালি-গালাজ ও ভয়ভীতি প্রদর্শন করে। পরে তারা আমার উপর চড়াও হয়ে এলোপাতাড়িভাবে কিল, ঘুষি ও থাপ্পর মারে। এক পর্যায়ে আমাকে হত্যার হুমকি দিয়ে আমার মোবাইল ফোন কেড়ে নিয়ে আমাকে বেদম মারপিট করে।

    তিনি আরও জানান, ইতিপূর্বেও বিদ্যালয়ে বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষায় বৈধতা নিয়ে মতবিরোধ হলে সে থেকে আসামিরা আমাকে মারপিট করে হত্যার হুমকি দিয়ে আসছিল।

    উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান,প্রধান শিক্ষকের অভিযোগটি মামলা হিসেবে আমলে নেওয়া হয়েছে। তদন্ত কার্যক্রম চলছে।

  • তাড়াশে ঘুষ নিয়ে চাকরি না দেওয়ায় অধ্যক্ষের বিরুদ্ধে প্রতারণার মামলা।

    তাড়াশে ঘুষ নিয়ে চাকরি না দেওয়ায় অধ্যক্ষের বিরুদ্ধে প্রতারণার মামলা।

    ডেস্ক রিপোর্টঃ সিরাজগঞ্জের তাড়াশে ঘুষ নিয়ে চাকরি না দেওয়ায় গোন্তা আলিম মাদ্রাসার অধ্যক্ষ টি আর মোঃ আব্দুল মান্নানের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেছেন ভুক্তভোগী মোছাঃ ফাতেমা খাতুন। তিনি উপজেলার তালম ইউনিয়নের গোন্তা গ্রামের মোঃ আলতাফ হোসেনের মেয়ে।

    বিষয়টি নিশ্চিত করেন সিরাজগঞ্জ তাড়াশ সহকারী জজ আদালতের পেশকার মোঃ মুনতাসীর মামুন।তিনি জানান বাদীর মামলা আদালত আমলে নিয়েছেন এবং ক্রিমিনাল ইনভেস্টিগেশন সিআইডি কে তদন্ত পূর্বক প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশ প্রদান করেছেন মহামান্য আদালত।

    মামলা সূত্রে জানা যায়,গোন্তা আলিম মাদরাসায় উপাধ্যক্ষ,অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, নিরাপত্তা কর্মী ও আয়াসহ মোট ৪টি পদের জন্য গেল বছর ২৭ জুন পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন। বিজ্ঞপ্তি প্রকাশের পর যথানিয়মে আয়া পদে চাকুরির জন্য আবেদন করেন ফাতেমা। তৎকালীন তালম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্বাছ-উজ-জামানের উপস্থিতিতে চাকরি দেওয়ার শর্তে মাদরাসার উন্নয়ন তহবিলের নামে তার কাছ থেকে ৬ লক্ষ টাকা নেন।

    এ বিষয়ে জানতে চাইলে ফাতেমা খাতুন জানান, নিয়োগ পরীক্ষার আগেই ২০২০ সালে অধ্যক্ষ টি আর মোঃ আব্দুল মান্নান আমার কাছ থেকে ৬ লক্ষ টাকা নিয়েছেন।তিনি টাকা নিয়েছেন এমন ভিডিও আমার কাছে সংরক্ষিত আছে।

    গোন্তা আলিম মাদরাসার অধ্যক্ষ টি আর মোঃ আব্দুল মান্নান টাকা নেয়ার বিষয়টি অস্বীকার করে বলেন,নিয়োগ বোর্ড ও মাদরাসা পরিচালনা কমিটির সভাপতির নির্দেশে ওই ৪ টি পদের নিয়োগ সম্পন্ন করা হয়েছে।