Author: admin

  • উল্লাপাড়ায় নিখোঁজ শিশুর লাশ ৫ দিন পর ধানের জমি থেকে উদ্ধার-গ্রেফতার-২।

    উল্লাপাড়ায় নিখোঁজ শিশুর লাশ ৫ দিন পর ধানের জমি থেকে উদ্ধার-গ্রেফতার-২।

    উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিখোঁজ সানজিদা খাতুন(৯) নামের এক শিশুর লাশ ৫ দিন পর ধানের জমি থেকে উদ্ধার করেছে সলঙ্গা থানা পুলিশ।এ ঘটনায় শিশুর সৎ বাবা শরিফুল ইসলাম ও প্রতিবেশী মামা হাসমত আলীকে গ্রেপ্তার করা হয়েছে।

    বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের অলিদহ পশ্চিমপাড়া গ্রামের একটি ধানের জমিতে পুতে রাখার ৫ দিন পর লাশটি উদ্ধার করা হয়। নিহত শিশু আমশড়া গ্রামের মোঃশাহিন আলীর মেয়ে। গ্রেপ্তারকৃতরা হলেন অলিদহ গ্রামের মোঃনুরাল মিয়া ছেলে মোঃ শরিফুল ইসলাম ও হানিফ শেখের ছেলে হাসমত আলী।

    সলঙ্গা থানার ওসি মোঃ এনামুল হক এ তথ্য নিশ্চিত করে জানান,নিহত সানজিদার মা জরিনা খাতুন প্রথম স্বামী শাহিন আলীর সাথে বিবাহ বিচ্ছেদের পর শরিফুল ইসলামের সাথে বিয়ে হয়। কিছুদিন পর স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়।ঘটনার দেড়মাস আগে জরিনা স্বামীর সংসার ছেড়ে বাবার বাড়ীতে চলে আসে।স্বামী শরিফুল তার স্ত্রী জরিনাকে সংসারে ফিরিয়ে আনতে সকল চেষ্টা ব্যর্থ হয়ে জরিনার প্রতিবেশী ভাই হাসমত আলীর দারস্থ হয়। স্ত্রীকে ফিরিয়ে আন্তে তারা পরিকল্পিত ভাবে জরিনার মেয়ে সানজিদাকে অপহরন করে। ১০ ফেব্রুয়ারী মাদ্রাসায় যাওয়ার পথে খাবারের প্রলোভন দেখিয়ে সানজিদাকে অপহরনের চেষ্টা করে। মেয়েটি ঘটনার এক পর্যায় চিৎকার করে। এ সময় মেয়েটির গলা চেপে ধরে হত্যা করে। পরে লাশটি পাশের জঙ্গলে ফেলে চলে যায়।লাশ গুমের উদ্দেশ্যের ঐ রাতে পাশের ধানের জমিতে গর্ত করে পুতে রাখে।মাদ্রাসা ছুটি হওয়ার পর সানজিদা বাড়ীতে না ফেরায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজির পর পাওয়া যায়নি।পরের দিন ১১ ফেব্রুয়ারী নানা জহুরুল ইসলাম সলঙ্গা থানায় সাধারন ডায়েরি করেন।

    তিনি আরোও জানান সাধারন ডায়েরি করার পর পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য সৎ বাবা শরিফুল ইসলাম ও মামা হাসমত আলীকে গ্রেপ্তার করে।এ সময় সানজিদকে হত্যার কথা তারা স্বীকার করে।তাদের তথ্যমতে ধানের জমিতে পুতে রাখা সানজিদার লাশ উদ্ধার করা হয়েছে।

  • নারী ফুটবলার সাগরিকার পরিবার বসবাস করে ভাঙ্গাচোরা ঘরে অন্যের জমিতে।

    নারী ফুটবলার সাগরিকার পরিবার বসবাস করে ভাঙ্গাচোরা ঘরে অন্যের জমিতে।

    আনোয়ার হোসেন আকাশ,(ঠাকুরগাঁও)প্রতিনিধি:
    অনূর্ধ্ব-১৯ নারী সাফ ফুটবল দলের আলোচিত খেলোয়ার মোছাম্মত সাগরিকার পরিবার থাকে অন্যের জমিতে। মানুষের দেওয়া প্রায় ১০ শতাংশ জমির মধ্যে কাশঁবন, বাশেঁর বাতা আর ছাপড়া টিন দিয়ে নির্মাণ হয়েছে বাড়ী। সেই বাড়ীর ঘর হচ্ছে দুটি একটিতে থাকতেন সাগরিকা, আরেকটিতে তার ভাই সাগর। সাগরিকার বাব, মা থাকেন তাদের চায়ের দোকানেই। সম্প্রতি ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়নের রাঙ্গাটুঙ্গি গ্রামের বাড়ীতে গিয়ে এ দৃশ্য দেখা মিলে।
    সাগরিকার বাবা মোহাম্মদ লিটন আলী ও মা আনজু আরা বেগম মিলে তাদের বাড়ী থেকে আধা কিলো দুরে বাশরাইল গ্রামের মহাসড়কের পাশে মানুষের জমিতে একটি চায়ের দোকান করেন। জীবন জীবিকা চলে এই চায়ের দোকান করেই।
    সরেজমিনে গিয়ে দেখা যায়, রাণীশংকৈল- হরিপুর মহাসড়কের বাশরাইল এলাকা থেকে মহাসড়কের উত্তর দিক দিয়ে সুরু পথ ধরে প্রায় আধা কিলোমিটার পথ অতিক্রম করে যেতেই দেখা মিলে সাগরিকার বাড়ী। বাড়ীর প্রবেশ পথেই ছোট একটি দরজা রয়েছে। বাড়ীটি কাশঁবন দিয়ে বেড়া বানিয়ে ঘেরা দেওয়া রয়েছে। এছাড়াও ঘর দুটিও কাশবঁন দিয়ে বাশের বাতা দিয়ে বেড়া বানিয়ে ঘর করা হয়েছে। ঘরের ছাউনি হিসাবে রয়েছে ছাপড়া টিন। অস্বাস্থ্যকর ল্যাট্রিন ও টিউবওয়েল। সাগরিকার বাবা মা জানান, টাকার অভাবে ইচ্ছা থাকাও সত্বেও স্বাস্থ্য সম্মত টিউবওয়েল ও ল্যট্রিন নির্মাণ করতে পারছে না। সব মিলে বাড়ী ঘর ভাঙ্গাচোরা।
    স্থানীয় বাসিন্দা বিপ্লব আলী,সোহেল রানা বলেন, সাগরিকারা অত্যন্ত গরিব। তারা খুব কষ্ট করে দিননিপাত করছে। অন্যের জমিতে কোন রকম বাড়ী বানিয়ে বসবাস করছে। তারা আরো বলেন, সাগরিকার জন্য আজ আমাদের গ্রাম রাঙ্গাটুঙ্গি সারা দেশের কাছে পরিচিতি পেয়েছে। সাগরিকার এ অর্জন আমাদের অহংকার, আমাদের গর্ব। তারা সাগরিকাকে দেশের সম্পদ আখ্যায়িত করে বলেন, সরকার যদি সাগরিকার পরিবারের পাশে দাড়ান,তাদের প্রতি সহযোগিতার হাত বাড়ান। তাহলে সাগরিকার মত অনেক সাগরিকা ভালো খেলোয়ার হওয়ার উৎসাহ পাবেন।
    সাগরিকার বাবা লিটন আলী জানান, অন্যের বলতে উকিল নামে এক ব্যক্তির এ জমির কোন দাবীদার না থাকায় তারা সেখানে কোন রকম বাড়ী বানিয়ে থাকছেন। অর্থের অভাবে জমি কিনতে পারছে না। তাই সেভাবে বাড়ীও বানাতে পারছে না।
    সাগরিকার মা আনজু আরা বেগম বলেন, তার মেয়ে সাগরিকা যে পরিবেশে এখন থাকছে। সেই পরিবেশ তো আর তাদের বাড়ীতে নেই। মেয়ে আসলে কোথায় কিভাবে তাকে থাকতে দিবে সেটি নিয়ে তিনি খুব দূশ্চিন্তায় পড়েছেন। সাগরিকার মা আরো জানান, তার মেয়ে অনেক সময় তার বন্ধুদের নিয়ে তাদের বাসায় আসতে চান। কিন্তু তিনি নিষেধ করেন। সাগরিকার বন্ধুরা আসলে কোথায় বসতে দিবে, আর কোথায় থাকতে দিবে তা ভেবেই তিনি সাগরিকার বন্ধুদের আসতে বাড়ন করেন। সাগরিকার মা বলছেন, সমিতির লোন করে নিজস্ব জমি কেনার চেষ্টা করছেন। কম দামে জমি পেলে তিনি ঋণ করে জমি কিনবেন বলে প্রত্যাশা করছেন।
  • টাংগন নদীর পার ঘেষে নির্মান হচ্ছে রিসোর্ট নদীর গতিপথ পরিবর্তনের শংকা।

    টাংগন নদীর পার ঘেষে নির্মান হচ্ছে রিসোর্ট নদীর গতিপথ পরিবর্তনের শংকা।

    আনোয়ার হোসেন আকাশ,(ঠাকুরগাঁও)প্রতিনিধি:
    ঠাকুরগাঁওয়ের টাঙ্গন নদীর গতিপথ বন্ধ করে রিসোর্ট নির্মাণের অভিযোগ উঠেছে। এ বিষয়ে স্থানীয় এলাকাবাসি সংসদ সদস্য ও জেলা প্রশাসকসহ কয়েকটি দপ্তরে লিখিত অভিযোগ করেছেন। তারই প্রেক্ষিত প্রশাসনিক ভাবে একটি গঠিত কমিটির শঙ্কা রিসোর্টি নির্মান হলে ব্রীজের উভয় পাশে সাতটি স্প্যানের মুখ বন্ধসহ নদীর গতিপথ পরিবর্তনের পাশাপাশি বিভিন্নস্থানে ভাংগন দেখা দিবে।
    লিখিত অভিযোগের বিষয়ে সরেজমিনে গিয়ে দেখা যায়, সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ফেসরাডাঙ্গী ব্রীজের নিচের অনেকটা অংশে মাটি ভরাট করে ব্যাক্তি উদ্যোগে শ্বেতপদ্ম রিসোর্ট লিমিটেড নামে একটি প্রকল্পের কাজ চলছে। যা সম্পুর্ন জমি রিসোর্ট কর্তৃপক্ষের বলে দাবি উদ্যোগতাদের।
    রিসোর্টটি রক্ষায় অনেকটা তরিঘরি করে বাঁধ নির্মাণের জন্য নিজেরাই ব্লক ও বাঁধ তৈরি করছেন। এতে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্থ হওয়ার পাশাপাশি বর্ষা মৌসুমে পানির চাপ বাড়লে তা উপচে আশেপাশের কৃষি জমির ফসল নস্টের আশংকা করছেন কৃষকরা। এতে ক্ষুদ্ধতা প্রকাশ করেছেন তারা।
    জানা গেছে, টাংগন নদীর উপড় ফেসরাডাঙ্গী ব্রীজ সংলগ্ন ৯ একর জমির উপর ১০ কোটি টাকা ব্যয়ে ব্যক্তি মালিকানা উদ্যোগে এ রিসোর্টটি নির্মাণ করা হচ্ছে।
    আর সেকারনে এলাকার জমি, ফসল, বসতভিটা রক্ষার দাবি জানিয়ে স্থানীয়রা গত ০৬ ফেব্রুয়ারি সংসদ সদস্য, জেলা প্রশাসক, পানি উন্নয়ণ বোর্ড,উপজেলা প্রশাসন ও এলজিইডিসহ কয়েকটি দপ্তরে লিখিত অভিযোগ প্রদান করেন।
    অন্যদিকে প্রকল্প শুরুর আগে ৩০ নভেম্বর ২০২৩ সালে নদীর সীমানা মাপযোগে জেলা প্রশাসক বরাবরে একটি আবেদন করেছিলেন রিসোর্ট কর্তৃপক্ষ। ওই আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসক মাহবুবর রহমানের নির্দেশে একটি কমিটি গঠন করে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।
    কয়েকদিন পর ওই কমিটি জেলা প্রশাসক বরাবরে একটি প্রতিবেদনও দাখিল করেন। কিন্তু কমিটির প্রতিবেদন জমা দেয়ার আগেই রিসোর্ট নির্মানের কাজ শুরু করেন উদ্যোতারা।
    গঠিত কমিটির প্রতিবেদন থেকে জানা গেছে, রিসোর্ট কর্তৃপক্ষ যেভাবে মাটি ভরাট করেছেন তাতে ফেসরাডাঙ্গী ব্রিজের বারোটি স্প্যানের মধ্যে উভয় পাশের সাতটি স্প্যানের মুখ বন্ধ হয়ে যাবে। সে ক্ষেত্রে নদীর গতিপথ পরিবর্তিত হয়ে নদীর তীরে ভাঙ্গন দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।
    স্থানীয় কৃষক গিয়াস উদ্দিন,হামিদুর রহমান, ফজির উদ্দিনসহ অনেকে জানান, নদীর উপর রিসোর্ট নির্মান হলে বন্যার সময় কৃষি জমি ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে। এলাকায় অবকাঠামোগত উন্নয়ন হবে তবে মানুষের ক্ষতি করে নয়। গরীব মানুষের ঘরবাড়ি ও কৃষি জমির কথাও ভাবতে হবে। অনেকেই নিজ জমিতে নদীর ধারেই পুর্বপুরুষের ভিটে মাটিতে বসবাস করছে। এমনিতেই বর্ষায় টাঙ্গন নদী ফুলে ফেপে উঠে। এমন অবস্থায় নদীর গতিপথে বাঁধা সৃষ্টি করা হলে গোটা গ্রাম নদীতে চলে যাবে। বেকার হয়ে পরবে এলাকার কৃষক। ভিটে ছাড়া হবে কয়েক’শ পরিবার। এ অবস্থায় রিসোর্টটি নির্মানের আগেই জেলা প্রশাসনসহ সরকারের হস্তক্ষেপ চান স্থানীয়রা।
    এ বিষয়ে শ্বেতপদ্ম রিসোর্ট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মনোয়ার হোসেন কামালের দাবী নদী তাদের জমির উপর দিয়ে বয়ে গেছে। তারা নিজস্ব জমিতে রিসোর্ট নির্মান করছেন। নদীর জমি ভরাট করা হয়নি বরং তাদের জমি ভরাটের কারণে ব্রিজটি রক্ষা পাবে বলে জানান তিনি।
    পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী গোলাম যাকারিয়া জানান, জেলা প্রশাসকের নির্দেশে একটি কমিটি গঠন করা হয়। সেই কমিটি ঘটনাস্থল খতিয়ে দেখে প্রতিবেদন দাখিল করা হয়েছে।
    এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবর রহমান জানান, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখতে সংশ্লিস্ট দপ্তরকে দায়িত্ব দেয়া হয়েছে। দাখিলকৃত প্রতিবেদন দেখে দ্রুতই ব্যবস্থায় উদ্যোগ নেয়া হবে।
  • ভেজাল ফেসওয়াশ ও মেহেদী উৎপাদনের অপরাধে কারখানার মালিককে জরিমানা।

    ভেজাল ফেসওয়াশ ও মেহেদী উৎপাদনের অপরাধে কারখানার মালিককে জরিমানা।

    ডেস্ক রিপোর্টঃ সিরাজগঞ্জের রায়গঞ্জে এস এম এন্টারপ্রাইজ নামের একটি অবৈধ কারখানায় অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ভেজাল ফেসওয়াশ ও মেহেদী উৎপাদনের অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক হাসান আল মারুফ এর নেতৃত্বে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নে হাটপাঙ্গাসী গ্রামে মাসুদ রানার বাড়ীতে অভিযান চালানো হয়। মাসুদ রানা তার নিজ বাসায় ভেজাল কসমেটিকস উৎপাদনের কারখানা গড়ে তুলেছেন।

    অভিযানে অনুমোদনবিহীন ভেজাল পণ্য উৎপাদন ও বাজারজাতকরণের অপরাধে এস এম এন্টারপ্রাইজ কসমেটিক্সের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা এবং অবৈধ পন্থায় উৎপাদিত প্রায় ১২০ কেজি ভেজাল ফেসওয়াশ ধ্বংস করা হয়।

    কোনো প্রকার নিয়মনীতির তোয়াক্কা না করে তিনি বিভিন্ন ক্ষতিকারক রাসায়নিক, রঙ ও অন্যান্য উপাদানের মাধ্যমে, ভেজাল ফেসওয়াশ ও মেহেদী তৈরি করে আসছিলেন। এসব পণ্য ব্যবহারে ক্যানসার থেকে শুরু করে ত্বকের বিভিন্ন জটিল ও কঠিন রোগ হওয়ার শতভাগ সম্ভাবনা থাকে।

    তিনি আরও জানান, সরকারি কোনো প্রকার অনুমোদন বিহীন এবং ল্যাব ও ক্যামিষ্ট ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে এসকল ভেজাল কসমেটিকস পণ্য উৎপাদন করা সম্পন্ন বেআইনি। এছাড়াও কারখানাটির বৈধ কাগজপত্র না হওয়া পযন্ত বন্ধ ঘোষণা করে কারখানার স্বত্বাধিকারী মাসুদ রানার কাছ থেকে মুসলেকা নেওয়া হয়।

    অভিযানে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হাসান আল মারুফ, অফিস সহকারী কামকম্পিটার মাসুদুর রহমান সহ রায়গঞ্জ থানার পুলিশ উপস্থিত ছিলেন।

  • স্বামীর দেশ ভারত থেকে মাদক আসছে” মন্তব্য করায় ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন গ্রেফতার।

    স্বামীর দেশ ভারত থেকে মাদক আসছে” মন্তব্য করায় ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন গ্রেফতার।

    মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি
    স্বামীর দেশ ভারত থেকে মাদকদ্রব্য অবাদে বাংলাদেশে প্রবেশ করছে। মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউপি চেয়ারম্যান জেলা বিএনপি নেতা মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদ মাধবপুর উপজেলা প্রশাসন আয়োজিত জেলা প্রশাসক মোছাঃ জিলুফা সুলতানার সাথে  মতবিনিময় সভায় এ বক্তব্য দেওয়ায় মাধবপুর উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করেছেন।
    মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে মাধবপুর উপজেলা পরিষদ সভাকক্ষে জেলা প্রশাসকের উপস্থিতিতে এ ঘটনা ঘটে। সন্ধ্যায় উপজেলা পরিষদ থেকে মাধবপুর থানার এসআই তরিকুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে চেয়ারম্যান মিনহাজ উদ্দিন চৌধুরীকে আটক করেছে। আটকের সত্যতা নিশ্চিত করে মাধবপুর থানার ডিউটি অফিসার এসআই মনিরুজ্জামান জানান, উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদকে আটক করে থানায় রাখা হয়েছে।
    মতবিনিময় সভায় অংশগ্রহনকারী উপজেলা যুবলীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান ফারুক পাঠান বলেন, বিএনপি নেতা ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদ এ ধরনের বক্তব্য দিয়ে দেশ বিরোধী কাজ করেছেন। ভারতের সঙ্গে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। স্বামীর দেশ বলতে তিনি বাংলাদেশ সরকার ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক অবনতি ঘটিয়ে রাজনৈতিক সুবিধা নিতে চেয়েছেন।তার এ ধরনের বক্তব্য রাষ্ট্রদ্রোহীতার শামিল।
    মাধবপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সুকোমল রায় বলেন, একজন দায়িত্বশীল জনপ্রতিনিধি কোন অবস্থাতেই এ ধরনের বক্তব্য দিতে পারেনা। তার এ ধরনের উস্কানীমূলক বক্তব্যকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হতে পারে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া দরকার।
    মাধবপুর পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক শ্রীধাম দাশগুপ্ত বলেন, চেয়ারম্যান মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদের এ ধরনের বক্তব্য খুবই দুঃখজনক।
    জেলা প্রশাসকের মতবিনিময় সভায় এ ধরনের বক্তব্য গ্রহনযোগ্য নয়। মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার একেএম ফয়সাল জানান, চেয়ারম্যানের এ বক্তব্য দেওয়ার পর সভায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। সবাইকে অনুরোধ করার পর তারা শান্ত হন।
    মতবিনিময় সভায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, পৌর মেয়র হাবিবুর রহমান, সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, নাগরিক সমাজ, সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
  • রামপালে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    রামপালে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে জনতা পুলিশের হাতে সোপর্দ করেছে।
    মঙ্গলবার(১৩ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার বাইনতলা ইউনিয়নের শোলাকুড়া এলাকার আঙ্গারিয়া নামক স্থান থেকে তাদেরকে আটক কর হয়।
    রামপাল থানা সূত্রে জানা গেছে, খুলনা সদরের বাসিন্দা আবির কর্মকার ও ফকিরহাটের শুভদিয়া গ্রামের রজিনা খাতুন ওই এলাকায় গোপনে মাদক বিক্রি করছিল।
    এসময় খবর পেয়ে স্থানীয় লোকজন তাদেরকে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে আটক করে। এরপর স্থানীয় চেয়ারম্যান আব্দুল্লাহ ফকিরকে জানালে তিনি ঘটনাস্থানে এসে আটক আবির হোসেন ও রোজিনা খাতুনকে রামপাল থানা পুলিশের হাতে তুলে দিলে পুলিশ তাদেরকে গ্রেফতার  করে থানায় নিয়ে যায়।
    এ বিষয়ে রামপাল থানার সাব-ইন্সপেক্টর লিটন কুমার বিশ্বাস জানান গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে যে নাম পরিচয় পাওয়া গেছে তা যাচাই বাছায় করা হচ্ছে। এ ব্যাপারে রামপাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
  • মাদক নির্মূলে সচেতনতার বিকল্প নাই-মাধবপুরে মতবিনিময় সভায় জেলা প্রশাসক।

    মাদক নির্মূলে সচেতনতার বিকল্প নাই-মাধবপুরে মতবিনিময় সভায় জেলা প্রশাসক।

    মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি।
    হবিগঞ্জের জেলা প্রশাসক মোছা: জিলুফা সুলতানা বলেন প্রকৃতির প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। প্রকৃতিকে আমাদের রক্ষা করতে হবে।” হাওর নদী পাহাড় বন, এই নিয়ে হবিগঞ্জের পর্যটন “। এতো সুন্দর প্রাকৃতিক পরিবেশ আমাদের রক্ষা করতে হবে। আমাদের পরবর্তী প্রজন্মের জন্য সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ রেখে যেতে হবে।
    মাদক নির্মূলের জন্য সচেতনতা তৈরি করতে হবে, নাহলে আমরা কেউই নিরাপদ থাকতে পারবো না। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) বিকেল সাড়ে ৪ টায় মাধবপুর উপজেলা পরিষদ সভাকক্ষে মাধবপুর উপজেলার জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, সুশীল সমাজ, সাংবাদিক, নাগরিক সংগঠন এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
    উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম ফয়সাল এর সভাপতিত্বে ও সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: রফিকুল নাজিম এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান, পৌর মেয়র মো: হাবিবুর রহমান মানিক, সহকারী কমিশনার( ভূমি) মো: রাহাত বিন কুতুব, মাধবপুর থানার ওসি মো: রকিবুল ইসলাম খান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো: আব্দুর সাত্তার বেগ,উপজেলা সমবায় কর্মকর্তা মো: মিজানুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা সুকোমল রায়, , উপজেলা যুবলীগ সভাপতি ফারুক পাঠান, সাবেক ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাশ গুপ্ত, চেয়ারম্যান মো: পারভেজ হোসেন চৌধুরী, মাহবুবুর রহমান সোহাগ,সৈয়দ মো: সোহেল, ফারুক আহমেদ পারুল, মিনহাজ উদ্দিন কাসেদ, মীর খুরশিদ আলম,মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এরশাদ আলী, সাধারণ সম্পাদক সংকর পাল চৌধুরী,সিনিয়র সহ সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী, সাংবাদিক আয়ূব খান, আজিজুর রহমান জয়, সাব্বির হাসান, মিজানুর রহমান,এসএম শামীম আহমেদ প্রমূখ।
  • গোয়ালন্দে এসএসসি পরীক্ষার সফল বাস্তবায়নে মতবিনিময় সভা।

    গোয়ালন্দে এসএসসি পরীক্ষার সফল বাস্তবায়নে মতবিনিময় সভা।

    মইনুল হক মৃধাঃ
    আগামি ১৫ ফেব্রুয়ারী হতে শুরু হতে যাওয়া এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষা সুন্দরভাবে বাস্তবায়নের লক্ষে রাজবাড়ীর গোয়ালন্দে মঙ্গলবার মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
    মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় গোয়ালন্দ উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা করা হয়।
    সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পরিক্ষা বাস্তবায়ন কমিটির সভাপতি জ্যোতি বিকাশ চন্দ্র।
    সভাপতিত্ব করেন গোয়ালন্দ নাজির উদ্দিন সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিক্ষার কেন্দ্র সচিব মো. আনোয়ার হোসেন।
    অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুদুর রহমান, মাদ্রাসার কেন্দ্র সচিব মোঃ মোজাফফর হোসেন, সহকারী শিক্ষক জামাল উদ্দিন মোল্লা, শামীম শেখ, আব্দুর রশিদ,জুয়েল রানা প্রমূখ। সভায় পরিক্ষার কেন্দ্র কমিটি, বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান ও সহকারী শিক্ষকরা উপস্হিত ছিলেন।
  • রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিক্ষার্থীর, গুরুতর আহত -১।

    রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিক্ষার্থীর, গুরুতর আহত -১।

    আনোয়ার হোসেন আকাশ,(ঠাকুরগাঁও)প্রতিনিধি:
    ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় রিসাদ হোসেন (২০) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী তার বন্ধু স্বন্দীপ।
    মঙ্গলবার (১৩ ফ্রেরুয়ারী) বিকালে রাণীশংকৈল-নেকমরদ  সড়কের কুমারগন্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
    নিহত রিসাদ রাণীশংকৈল উপজেলার পৌরশহরের ভান্ডারা এলাকার টিন ব্যবসায়ী  দবিরুল ইসলামের ছেলে। আহত বন্ধু স্বন্দীপ (১৯) একই এলাকার সুভাষ চন্দ্র রায়ের ছেলে। রিসাদ বগুড়ার একটি কলেজের  দ্বাদশ এবং সন্দীপ একাদশ শ্রেণির ছাত্র ছিল।
    বিষয়টি রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ।
    প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার বিকালবেলা মোটরসাইকেল যোগে দুইবন্ধু রাণীশংকৈল-নেকমরদ পাকা সড়ক দিয়ে যাওয়ার পথে কুমারগঞ্জ এলাকায় গেলে তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি একটি গাছের সাথে ধাক্কা লাগে। এসময় তাদের মাথা ও মুখে প্রচন্ড আঘাত পায়। এতে ঘটনাস্থলেই রিসাদ মারা যায়।
    খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহত স্বন্দীপকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল হাসপাতালে রেফার্ড করেন কর্মরত চিকিৎসকরা।
    রাণীশংকৈল সহকারী পুলিশ সুপার (সার্কেল) রেজাউল হক  বলেন, দুর্ঘটনায় খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে নিহত রিসাদের লাশ ও তার মোটর সাইকেলটি উদ্ধার করে রাণীশংকৈল থানায় নিয়ে আসে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি ইউডি মামলা করা হবে।
  • গোয়ালন্দে উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত।

    গোয়ালন্দে উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত।

    মইনুল হক মৃধাঃ
    রাজবাড়ীর গোয়ালন্দে উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
    মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১২ টায় উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মানব পাচার প্রতিরোধ কমিটির সভাপতি জ্যোতি বিকাশ চন্দ্র।
    উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এ সভার আয়োজন করে। সার্বিকভাবে সহযোগীতা করে বেসরকারী সংগঠন মুক্তি মহিলা সমিতি (এমএমএস) ও দেরে দেস হোমস (টিডিএইচ)
    মুক্তি মহিলা সমিতির প্রোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান মন্জুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফারসিম তারান্নুম হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল হোসেন, উজানচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা,ছোটভাকলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাফিজুল ইসলাম, গোয়ালন্দ ঘাট থানার এসআই আশরাফুল ইসলাম, প্রেসক্লাবের সাধারন সম্পাদক শামীম শেখ প্রমুখ। এ সময় সভায় কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্হিত ছিলেন।
    এ সময় বক্তারা মানব পাচার প্রতিরোধে সমন্বিতভাবে সকলকে কাজ করা এবং জনসচেতনতা বৃদ্ধির উপর জোর দেন।
    সেইসাথে উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে প্রশাসনের নজরদারি বাড়ানোর তাগিদ দেয়া হয়।