Author: admin

  • রাশিয়ান প্রকৌশলীদের সাথে শৈলকুপার দুই শিক্ষক।

    রাশিয়ান প্রকৌশলীদের সাথে শৈলকুপার দুই শিক্ষক।

    শৈলকুপা(ঝিনাইদহ)প্রতিনিধিঃ

    রাশিয়া বিশ্বের অন্যতম পরাক্রমশালী এবং বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের মিত্রশক্তি হিসেবে বিবেচিত বন্ধু রাষ্ট্র। দুর্দিনেও বাংলাদেশের সঙ্গ প্রত্যাখ্যান করেনি তারা। ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট করতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কার্যক্রম অব্যাহত রেখেছে। রুপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও পরবর্তীতে বহুবিধ ব্যবহারের ফলে বাংলাদেশও হবে বিশ্বের অন্যতম পারমাণবিক শক্তিধর দেশ। অর্থনৈতিক ও মানসিক পরিবর্তন আসবে দেশের সর্বস্তরের মানুষের।

    রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত রাশিয়ান প্রকৌশলীদের সাথে শৈলকুপা উপজেলার দুইজন শিক্ষক আলাপচারিতা করেন৷ শৈলকুপা উপজেলার শিক্ষক জনাব মোঃ টিটো মিজান স্যার এবং মোঃ আব্দুল আলিম স্যার কনভারসেশনে যুক্ত হন। আলাপচারিতায় বন্ধুত্বপূর্ণ বিষয়ের ইঙ্গিত পাওয়া যায়।

    আলাপচারিতা ও মতবিনিময় শেষে ঘুরে ঘুরে বাংলাদেশের নৈসর্গিক দৃশ্য পর্যবেক্ষণ করেন রাশিয়ান প্রকৌশলীরা। তারা প্রফুল্লচিত্তে দেখছে বাংলাদেশকে। মিশেছেন শিশুদের সাথে, গেয়েছেন গান। বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করেন তারা।

  • মাধবপুরে ডাকাতের হামলায় আহত- ৩।

    মাধবপুরে ডাকাতের হামলায় আহত- ৩।

    মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ
    হবিগঞ্জের মাধবপুরে সংঘবদ্ধ ডাকাত দলের হামলায় তিন ব্যাক্তি আহত হয়েছে।
    শনিবার (১৭ ফেব্রুয়ারী) দিবাগত রাত ১০ টার দিকে উপজেলার আন্দিউড়া ইউনিয়নের দীঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ভুক্তভোগী মো: মামুনুর রশীদ বাদী হয়ে আজ রবিবার দুপুরে মাধবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
    অভিযোগ সূত্রে জানা যায়,শনিবার দিবাগত রাত ১০ টার দিকে উপজেলার বেজুরা গ্রামের মামুনুর রশীদ, মো: হাবিবুর রহমান ও চেরাগ আলী মোটরসাইকেল যোগে মুরাদপুর গ্রামে গানের অনুষ্ঠানে যাওয়ার পথে (গেইটঘর) শাহপুর থেকে দীঘিরপাড় রাস্তায় পৌঁছামাত্র ৫/৬ জন ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে তাদের পথরোধ করে এলোপাতাড়ি ভাবে মারপিট করে তাদের তিনটি এন্ড্রয়েড মোবাইল ফোন, সোনার আংটি ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায় এবং তাদেরকে বেধে রেখে মারধর করে।
    পরবর্তীতে রাত প্রায় সাড়ে এগারোটার দিকে স্থানীয় মেম্বার ফুরুক মিয়াসহ এলাকার লোকজন আসলে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়।
    এসময় মেম্বার ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
    মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মো: রকিবুল ইসলাম খাঁন সত্যতা নিশ্চিত করে জানান, লিখিত অভিযোগ পেয়েছি, এসআই অনিক চন্দ্র দেব কে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
  • ফেসবুকে ভারতীয় নারী সেজে প্রতারণাকারী যুবক ঠাকুরগাঁওয়ে গ্রেফতার।

    ফেসবুকে ভারতীয় নারী সেজে প্রতারণাকারী যুবক ঠাকুরগাঁওয়ে গ্রেফতার।

    ঠাকুরগাঁও)প্রতিনিধি:
    সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় নারীর পরিচয় দিয়ে কথা বলে বিভিন্ন মানুষের কাছে অর্থ হাতিয়ে নেয়ার অপরাধে ঠাকুরগাঁওয়ে আজিম খান বিদ্যুৎ নামের একজনকে গ্রেফতার করেছেন পুলিশ।
    শনিবার ভোররাতে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি দুপুরে সংবাদ সম্মেলনে নিশ্চিত করেন পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।
    গ্রেফতারকৃত আজিম খান বিদ্যুৎ ঠাকুরগাঁও পৌর শহরের নিশ্চিতপুর এলাকার আব্বাস আলীর ছেলে।
    পুলিশ জানায়, বিভিন্ন সময় ভারতীয় নারীর পরিচয়ে একাধিক ফেইক ফেসবুক আইডি খুলে বাংলাদেশে বিশিষ্ট ব্যক্তিবর্গকে টার্গেট করে মেয়ের কন্ঠে সম্পর্ক তৈরী করতো বিদ্যুৎ। এক পর্যায়ে সেই ব্যক্তিদের আপত্তিকর ভিডিও তৈরী করে মেসেঞ্জার ও হোয়ার্টঅ্যাপে পাটিয়ে ভাইরালের ভয় দেখিয়ে অর্থ হাতিয়ে নিতো। বিষয়টি জেলা পুলিশ অবগত হলে টেকনোলজি ব্যবহারের মাধ্যমে শনিবার ভোররাতে অভিযান চালিয়ে আজিম খান বিদ্যুৎকে তার শ্বশুড় বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার থেকে ভারতীয় সিম ও বেশ কিছু মোবাইলফোন জব্দ করা হয়। এসময় তিনি জিজ্ঞাসাবাদে তার অপরাধের বিষয়টি স্বীকার করেন।
    এদিকে বালিয়াডাঙ্গী উপজেলায় চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতার ব্যক্তিরা হলেন- বালিয়াডাঙ্গী উপজেলার মোড়লহাট বোবড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে সাইফুল ইসলাম (২২), রায়মহল নেন্দপাড়া গ্রামের কিসমত আলীর ছেলে সোহেল রানা (২৪) ও সদর উপজেলার ভাওলাহাট (তেতুলিয়া) গ্রামের খোরশেদ আলমের ছেলে আব্দুর রহিম (৩২)।
  • বালিয়াডাঙ্গীতে মোটরসাইকেল ছিনতাই করে বোন জামাইকে উপহার-৩ স্যালক গ্রেপ্তার।

    বালিয়াডাঙ্গীতে মোটরসাইকেল ছিনতাই করে বোন জামাইকে উপহার-৩ স্যালক গ্রেপ্তার।

    (ঠাকুরগাঁও)প্রতিনিধি:
    ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে একটি মোটরসাইকেল ছিনতাই করে নিজ বোনের জামাইকে উপহার দিয়েছিল চোর। পরে সেই ছিনতাই করা মোটরসাইকেল উদ্ধারসহ চক্রের তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এতথ্য জানান ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।
    গ্রেপ্তারকৃতরা হলেন- বালিয়াডাঙ্গী উপজেলার মোড়লহাট বোবড়া গ্রামের মো. মোজাম্মেল হকের ছেলে মো. সাইফুল ইসলাম (২৩), রায়মহল নেন্দপাড়া গ্রামের মো. কিসমত আলীর ছেলে মো. সোহেল রানা (২৫) ও সদর উপজেলার ভাওলাহাট (তেঁতুলিয়া) গ্রামের মো. খোরশেদ আলমের ছেলে মো. আব্দুর রহিম (৩৩)।
    পুলিশ সূত্রে জানায়, গত ৯ জানুয়ারি রাত সাড়ে ৯টার দিকে মো. জসীম উদ্দিন নামের এক ব্যবসায়ী মোটরসাইকেলে করে বালিয়াডাঙ্গী দিয়ে বাড়ি যাচ্ছিলেন। সেসময় চোর চক্রের ৩-৪ জন ব্যক্তি তাকে আটক করে। পরে জমীম উদ্দিনের হাত-পা বেঁধে ভুট্ট ক্ষেতে ফেলে দেয় ছিনতাইকারী চক্রের সদস্যরা। তার জসীম উদ্দিনের ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে চুরি করা সেই মোটরসাইকেল বোনের জামাইকে উপহার দেন সাইফুল নামের ছিনতাইকারী।
    এঘটনায় ভুক্তভোগী জসীম উদ্দিন বালিয়াডাঙ্গী থানায় অভিযোগ করেন। গতকাল শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল মোড়লহাট এলাকা থেকে ঘটনার সাথে জড়িত তিন জনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে পীরগঞ্জ ভোমরাদহ গাজিপাড়ায় চোর সাইফুলের বোনের জামাই মো. আমির হোসেন ওরফে ভুট্টু এর বসতবাড়ি থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
  • রামপালে শিক্ষার্থীদের মাঝে হাবিবুন নাহার’র পুরস্কার বিতরণ।

    রামপালে শিক্ষার্থীদের মাঝে হাবিবুন নাহার’র পুরস্কার বিতরণ।

    মল্লিক জামান,রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ 

    বাগেরহাটের রামপালে ঝনঝনিয়া মাধ্যমিক বিদ্যালয় ও গাববুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫৫ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৪ এর পুরস্কার বিতরণ করা হয়েছে।

    শনিবার (১৭ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে ৫ টায় ঝনঝনিয়া মাধ্যমিক বিদ্যালয় ও গাববুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ আয়োজনে মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে শিক্ষার্থীদের মাঝে এ পুরস্কার বিতরণ করা হয়।
    ঝনঝনিয়া মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হক লিপনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন বাগেরহাট-৩ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার (এম.পি)।
    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ (অবঃ) মোতাহার রহমান, অধ্যক্ষ খালিদ আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, খুলনা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের প্রধান তালুকদার রাসেল মাহমুদ ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুকান্ত কুমার পাল।
    এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল মান্নান, সাবেক ইউপি চেয়ারম্যান শেখ বজলুর রহমান, জেলা পরিষদ সদস্য শেখ মনির আহমেদ প্রিন্স, প্রভাষক মোঃ মোস্তফা কামাল পলাশ, শেখ শাহনেওয়াজ, প্রধান শিক্ষক বিষ্ণুপদ বিশ্বাস, তাহারুমা খাতুন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাফিজুর রহমানসহ বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন। দুইদিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় মোট ৩৪ টি ইভেন্টে অংশগ্রহণ করে।
  • দেওয়ানগঞ্জে কর্মরত সাংবাদিকদের জামালপুর জেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দর মতবিনিময়।

    দেওয়ানগঞ্জে কর্মরত সাংবাদিকদের জামালপুর জেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দর মতবিনিময়।

    ফরিদুল ইসলাম,দেওয়ানগঞ্জ(জামালপুর)প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার কর্মরত সাংবাদিকদের সাথে জামালপুর জেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
    ১৭ ফেব্রুয়ারী শনিবার স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদের বহুতল ভবনের সভা কক্ষে আয়োজিত সভায়  সভাপতিত্ব করেন দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি নয়া দিগন্ত পত্রিকার  সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম। দেওয়ানগঞ্জ  প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও যুগান্তর এর দেওয়ানগঞ্জ প্রতিনিধি সাংবাদিক মদন মোহন ঘোষ এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রেসক্লাবের সভাপতি সিনিয়র  আইনজীবি এডভোকেট ইউসুফ আলী।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, ডিভিসি চ্যানেল ও  বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সাংবাদিক শুভ্র মেহেদী, নিউজ 24’র তানভির আজাদ মামুন, এনটিভি’ র  সাংবাদিক আসমাহুল আসিফ সহ অন্যান্য। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কালেরকণ্ঠ সাংবাদিক তারেক মাহমুদ, ভোরের কাগজ সাংবাদিক বিল্লাল হোসেন, সমকাল সাংবাদিক আব্দুর রাজ্জাক মিকা, আজকের পত্রিকা সাংবাদিক মহসিন রেজা রুমেল, চ্যানেল এসটিভি সাংবাদিক ফারুক মিয়া, রাজধানী টিভি সাংবাদিক  রশীদুল আলম শিকদার,সাংবাদিক দেলোয়ার হোসেন,রুদ্র বাংলা সাংবাদিক আনোয়ার হোসেন রুবেল,গণকন্ঠ সাংবাদিক ফরিদুল ইসলাম,দুর্জয় বাংলা সাংবাদিক হারুন অর রশিদ সহ অন্যান্য। বক্তাগন সাংগঠনিক অবস্থা, সাংবাদিকতার সেকাল, একাল, বর্তমান অবস্থা, সমস্যা, সংকট বিষয় নিয়ে আলোচনা করা হয়। এছারাও দিক নির্দেশনা মুলক বিস্তারিত আলোচনা করেন সাংবাদিক নেতারা।
  • মেডিকেলে কলেজে চান্স পেয়েছে ছেলে,স্বামী হারানোর কষ্ট ভুলে গেছেন মা।

    মেডিকেলে কলেজে চান্স পেয়েছে ছেলে,স্বামী হারানোর কষ্ট ভুলে গেছেন মা।

    আনোয়ার হোসেন আকাশ,ঠাকুরগাঁও প্রতিনিধি:
    ৭ম শ্রেণিতে পড়াশোনা করাকালীন সময়ে মেরি আক্তারকে বিয়ে দেয় পরিবার। কয়েক বছর পর মারা যায় স্বামী। কোলে তখন ২ ছেলে। বড় ছেলের বয়স তিন বছর, ছোট ছেলের বয়স ৯ মাস। স্বামীর মৃত্যুর পর দুই সন্তানের মুখে দিকে চেয়ে আর দ্বিতীয়বার বিয়েতে বসেননি তিনি।
    শ্বশুড়বাড়ীতে স্বামীর রেখে যাওয়া দেড় বিঘা জমি আবাদ এবং স্থানীয় বেসরকারি ক্লিনিকগুলোকে স্বাস্থ্যকর্মী হিসেবে খন্ডকালীন কাজ করে দুই সন্তানকে লালন-পালন করেছেন তিনি। গত ১১ ফেব্রুয়ারি বড় ছেলে মিলন রনি খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তির সুযোগ পেয়েছেন। এ আনন্দে আত্মহারা এখন তিনি।
    মেরির গল্পটা চার লাইনে সহজ ভাবে বলা গেলেও বাস্তবতটা ভয়ঙ্কর। সমাজের নানান জনের নানা প্রশ্ন, কটুকথা শুনে ১৬ বছর পাড়ি দিতে হয়েছে মেরি আক্তারকে। তবে এখন শ্বশুড়বাড়ীসহ পুরো উপজেলায় সফল মা হিসেবে প্রশংসায় ভাসছেন তিনি।
    মেরি আক্তারের বাড়ী ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের পারুয়া গ্রামে। তিনি ওই এলাকার মৃত মটর শ্রমিক আব্দুর রাজ্জাকের স্ত্রী।
    সদ্য খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতালে চান্স পাওয়া মিলন রনিকে বালিয়াডাঙ্গী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এবং ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করিয়েছেন তিনি। এরপরে ঢাকাতেই ছেলেকে কোচিং করিয়েছেন মেডিকেল ভর্তির জন্য। আর ছোট ছেলেকে মাধ্যমিক পাশের পর ঠাকুরগাঁও শহরের ইকো পাঠশালায় উচ্চ মাধ্যমিক পড়ছেন।
    খুলনা মেডিকেলে চান্স পাওয়া মিলন রনি বলেন, ৩ বছর বয়সে বাবার কোলে উঠার সোভাগ্য হলেও কোন স্মৃতি মনে নেই তাঁর। এমনকি বাবার মুখের ছবিও তার মনে নেই। বড় হওয়ার পর মা সব চাহিদা পুরণ করেছেন। বুঝতেই দেয়নি যে, তারা দুজনে পিতাহার সন্তান।
    ‘মাধ্যমিকে বিজ্ঞান বিভাগ জিপিএ ৫ পাওয়ার পাশ করার পর চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখা শুরু করেন মিলন। এরপরে ঢাকা কলেজে উচ্চ মাধ্যমিক পড়া অবস্থায় মেডিকেল কলেজের শিক্ষার্থীদের চলাফেরা ও কার্যক্রম তাকে আরও অনুপ্রাণিত করে। চিকিৎসক হয়ে মায়ের দেখাশোনা এবং এলাকার সেবায় নিজেকে নিয়োজিত করতে চান মিলন।’।
    মিলনের মা মেরি আক্তার জানান, দুই ছেলে কি হবে, এটা তাদের সিদ্ধান্ত। আমার কোন মতামত নেই। স্বামী মারা যাওয়ার পর যুদ্ধ করে ছেলে দুটোকে পড়াশোনা করাচ্ছি। বড় ছেলের মেডিকেলে চান্স পাওয়ার খবর শোনার পর সব কষ্ট ভুলে গেছি। ছেলে দুটো মানুষের মত মানুষ হবে। এটাই আশা, প্রত্যাশা।
    মিলনের নানী মরজিনা খাতুন বলেন, ছোট বেলা থেকেই মিলন আমাদের বাড়ীতে মানুষ হয়েছে। তার মা কৃষি কাজ নিয়ে ব্যস্ত থাকার কারণে আমাদের বাড়ী থেকেই তার খালা প্রতিদিন স্কুলে নিয়ে যাওয়া আসা করতো। তার মেডিকেলে ভর্তি সুযোগে আমরা আনন্দিত। স্বামী হারা মেয়েটার কষ্ট সফল হয়েছে।
    প্রতিবেশীরা জানান, মিলনের মা অত্যন্ত পরিশ্রমি। মাঠে কাজ শেষ করে ক্লিনিকে ডিউটি, সন্তানের পড়াশোনা দেখা। সবই করেছে একাই। আমাদের সমাজে অল্প বয়সে বিয়ে হওয়ার পর স্বামীর অনুপস্থিতি এমন সাহসী মেয়ে খুব দেখা যায়। তাকে দেখে প্রতিবেশীরা অনুপ্রাণিত।
    বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফছানা কাওছার বলেন, সমাজের চারপাশে থাকা মানুষগুলো মেরি কে দেখে অনুপ্রাণিত হবে। যে কোন সহযোগিতা মিলন রনির পাশে থাকবে উপজেলা প্রশাসন।
    ঠাকুরগাঁও ২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন বলেন, মেরি আক্তার একজন সফল জননী। তার ছেলের পড়াশোনা চালিয়ে নিতে কোন সহযোগিতা লাগলে আমরা তাদের পাশে থাকবো।
  • মৌলভীবাজারে সিএনজি চালিত ২ অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ৩।

    মৌলভীবাজারে সিএনজি চালিত ২ অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ৩।

    নিজস্ব প্রতিবেদক:জালাল উদ্দিন। মৌলভীবাজারের রাজনগর উপজেলায় নম্বরবিহীন দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই চালকসহ তিনজন নিহত ও তিনজন আহত হয়েছেন। শুক্রবার ১৬ ফ্রেব্রুয়ারি বিকালে মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কের মহাশস্ত্র গ্রামে ময়নার দোকাননামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজনকে গুরুতর আবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
    স্থানীয় সূত্রে জানা যায়,নম্বরবিহীন ২টি অটোরিকশা একটি রাজনগরের দাশটিলা থেকে তারাপাশা এলাকায় ও অপরটি কলেজ পয়েন্ট থেকে দাশটিলা গ্রামে যাচ্ছিল। পথে মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কের ময়নার দোকান এলাকায় উভয়ের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে
    ঘটনাস্থলেই উপজেলার দাশটিলা গ্রামের মোঃ বাছিত মিয়ার ছেলে সিএনজিচালিত অটোরিকশাচালক মোঃ রাজু আহমেদ (২০) নিহত হন ও সিলেট ওসমানী মেডকেল কলেজে যাওয়ার পথে একই গ্রামের মোঃ কুদ্দুস মিয়ার ছেলে সিএনজিচালিত অটোরিকশাচালক মোঃ সাহেল আহমদ (২২), এবং মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ফাহিম ওরফে নাইম আহমদ (২০) নামের আরেকজন নিহত হন।
    আহতরা হলেন- দাশটিলা গ্রামের আমজাদ মিয়ার স্ত্রী সেনাই বেগম (৫০), তার দুই মেয়ে রিমা বেগম (১৫) ও পিমা বেগম (১২)। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও মৌলভীবাজার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
    নিহত-আহত তাদের সবার বাড়ি রাজনগর উপজেলার সদর ইউনিয়নের দাশটিলা গ্রামে।
    দুর্ঘটনার এসব তথ্য নিশ্চিত করেছেন রাজনগর থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মোঃ আব্দুস ছালেক। তিনি বলেন, দুর্ঘটনায় নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
  • ডিমলায় জমি নিয়ে বিরোধের-প্রতিপক্ষের হামলায় নিহত-১,আটক-২।

    ডিমলায় জমি নিয়ে বিরোধের-প্রতিপক্ষের হামলায় নিহত-১,আটক-২।

    হাবিবুল হাসান,ডিমলা (নীলফামারী)প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় বালাপাড়া ইউনিয়নের ছাতনাই বালাপাড়া গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক জন নিহত।এ ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে।

    শুক্রবার (১৬ ফেব্রুয়ারী) সকাল ১১ টার সময় উভয় পক্ষের মধ্যে জমি জায়গা লইয়া মারামারি সংঘটিত হয়। এসময় অপর পক্ষের আঘাতে ফজিবর রহমান মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিক স্থানীয়রা ফজিবর রহমানকে উদ্ধার করে ডিমলা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    নিহত ফজিবর রহমান(৫৩) ছাতনাই বালাপাড়া গ্রামের মৃত মখিমদ্দিনের ছেলে।

    স্থানীয় ও পারিবারিক সুত্রে জানা যায়, একই এলাকার মজিবর রহমান ওরফে ফুনুর ছেলে মহুবর মিস্ত্রি গং দের সাথে নিহত ফজিবর রহমানের জমি জায়গা লইয়া দীর্ঘদিন ধরে বিরোধ ।

    এ ঘটনায় ডিমলা থানা পুলিশ দুই জনকে আটক করেন। তারা হলেন মাহাবুর রহমানের পুত্র মাসুদ ইসলাম ও মহুবার রহমানের সুজন ইসলাম।

    এ বিষয়ে ডিমলা থানার অফিসার ইনচার্জ দেবাশীষ রায় বলেন, লাশ উদ্ধার করে নীলফামারী জেলা মর্গে প্রেরণ করা হবে। মামলা রুজু করা হয়েছে। দুই জনকে আটক করা হয়েছে বাকিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

  • উল্লাপাড়ায় দুই মোটরসাইকেল চোর গ্রেফতার।

    উল্লাপাড়ায় দুই মোটরসাইকেল চোর গ্রেফতার।

    উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় র‍্যাপিড এ্যাকশন ব্যাটিলিয়ান র‌্যাব-১২’র অভিযানে ৫ টি চোরাই মোটরসাইকেলসহ দুই চোরকে গ্রেফতার করা হয়েছে। ১৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকেলে উপজেলার পাগলা গ্রামের পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার হয়।

    গ্রেফতারকৃতরা হলেন উল্লাপাড়া উপজেলার পাগলা বোয়ালিয়া গ্রামের মোঃ রতন মিয়ার ছেলে মোঃ জাহাঙ্গীর হোসেন ও সিরাজগঞ্জ সদর উপজেলার আকনাদিঘি গ্রামের শফিকুল ইসলামের ছেলে মো: রুবেল হোসেন।

    র‌্যাব-১২ সদর কোম্পানি স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান ১৬ ফেব্রুয়ারী শুক্রবার বিকেলে এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান,গোপন সংবাদের ভিত্তিতে উল্লাপাড়া উপজেলার পাগলা গ্রামের পাঁকা সড়কের উপর অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এ সময় বিভিন্ন ব্রান্ডের ৫ টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

    গ্রেফতারকৃতরা পরস্পর যোগসাজসে দেশের বিভিন্ন অঞ্চল  থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোটরসাইকেল চুরি করে পেছনের নম্বর প্লেট পরিবর্তন করে নিজেরা ভুয়া নম্বর প্লেট লাগিয়ে সাধারণ মানুষের কাছে অল্প দামে বিক্রয় করে দেয়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।