Author: admin

  • কুড়িগ্রামে গলায় ফাঁস দিয়ে প্রধান শিক্ষকের আত্মহত্যা।

    কুড়িগ্রামে গলায় ফাঁস দিয়ে প্রধান শিক্ষকের আত্মহত্যা।

    কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে প্রভাত চন্দ্র বর্মণ (৪৮) নামের এক প্রধান শিক্ষক আত্মহত্যা করেছে।

    সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে নিজ বাড়ি সোমনারারায়ণ গ্রামে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের মাতাম বইছে। ঘটনার পরপরই পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

    নিহত শিক্ষক প্রভাত চন্দ্র নাজিম খান ইউনিয়নের সোম-নারায়ণ গ্রামের মৃত বিষাদু চন্দ্র বর্মণের ছেলে ও শিমূল তলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশের সমাজ তান্ত্রিক দল বাসদের রাজারহাট উপজেলা শাখার সভাপতি বলে জানা গেছে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ওই প্রধান শিক্ষক অনেক ঋণগ্রস্ত ছিলেন। পাওনাদারদের চাপে মানুষিক-ভাবে ভেঙে পড়েছিলেন তিনি। এ নিয়ে পরিবারের সঙ্গেও বিবাদ সৃষ্টি হয় তার। এসব টাকা মানুষজনকে ফেরত দিতে না পারার কারণে দুঃশ্চিতায় তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারেন বলে ধারনা স্থানীয়দের।

    কুড়িগ্রাম পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোঃ রুহুল আমিন এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, আমাদের ধারনা এটি একটি আত্মহত্যার ঘটনা। তার পরেও আমরা তদন্তপূর্বক বিষয়টি বিশ্লেষণের পর আইনগত ব্যবস্থা নেব।

  • রাণীশংকৈলে গ্রাম পুলিশের মামলায় ইউনিয়ন পরিষদের সদস্য গ্রেফতার।

    রাণীশংকৈলে গ্রাম পুলিশের মামলায় ইউনিয়ন পরিষদের সদস্য গ্রেফতার।

    (ঠাকুরগাঁও)প্রতিনিধি:
    ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় এক গ্রাম পুলিশকে বেদড়ক মারপিট করার অপরাধে ইউপি সদস্যকে আটক করেছে থানা পুলিশ ।
    জানা যায়, সামান্য ঘটনাকে কেন্দ্র করে গত রোববার রাতে নেকমরদ বাজারে  উপজেলার নেকমরদ ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য দবিরুল ইসলামসহ তার ছেলে রুবেল ইসলাম ৩নং ওয়ার্ডের গ্রাম পুলিশ শ্রী জগেন্দ্র নাথ রায়কে অতর্কিত ভাবে বেদড়ক মারপিট করে। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
    এঘটনায় গ্রাম পুলিশ জগেন্দ্র নাথ বাদি হয়ে দবিরুল ইসলাম সহ তার ছেলেকে আসামি করে থানায় মামলা দায়ের করে। ঘটনার পরদিন সোমবার রাতে ইউপি সদস্য দবিরুল ইসলামকে আটক করেছে পুলিশ।
    অভিযোগ সুত্রে জানা গেছে, গ্রাম পুলিশ শ্রী জগেন্দ্র নাথ রায় ইকো সোশ্যাল অর্গানাইজেশন(ইএসডিও) বে-সরকারী ঋণ বিতরণ এনজিও থেকে ১ বছর আগে এক লাখ টাকা ঋণ গ্রহণ করেন। সে টাকার কিন্তি পরিশোধের সময় অতিবাহিত হয়ে পড়ে। এনজিও কর্মকর্তাদের চাপের মুখে সে ইউপি সদস্য দবিরুলের মধ্যস্থতায় ইএসডিও এনজিও’র সর্বশেষ ৯ হাজার পাওনা টাকা ব্যবস্থাপকের হাতে তুলে দেন।
    ইএসডিও’র ব্যবস্থাপক সে টাকা জমা না করে, অন্যত্রে বদলি হয়ে পড়েন। ব্যবস্থাপকের কাছে কিস্তির টাকা জমা দেওয়ার কোন  প্রমাণ না থাকায় গ্রাম পুলিশ জগেন্দ্র নাথকে আবারো ৯ হাজার টাকা ইউএসডিও কর্তৃপক্ষকে জমা দিতে হয়। এদিকে নেকমরদ ইউনিয়ন পরিষদে এক সভায় ওই ব্যবস্থাপককে দেখতে পায় গ্রাম পুলিশ জগেন্দ্র নাথ। এবং সেদিন লোকজনের উপস্থিতি বেশি থাকায় তিনি তাকে কিছু জিজ্ঞেস করতে পারেননি বলে জানান ইউপি সদস্য দবিরুলকে।
    গ্রাম পুলিশ জগেন্দ্র নাথ রায়ের এমন কথায় ইউপি সদস্য দবিরুল ইসলাম এক পর্যায়ে অতর্কিতভাবে হামলা করে বেধরক মারপিট করে । এসময় গ্রাম পুলিশের পোষাক পরিহিত ছিল। তার পোষাকের বিভিন্ন অংশেও ছিড়ে ফেলেছেন বলে অভিযোগে উল্লেখ্য রয়েছে।এবং সাথে থাকা টাকাও ছিড়ে দেন।
    সাংবাদিকের এক প্রশ্নের জবাবে  ইউপি সদস্য দবিরুল ইসলাম বলেন, তিনি একটি মাত্র থাপ্পড়  দিয়েছেন।
    সংশ্লিষ্ট নেকমরদ ইউপি চেয়ারম্যান আবুল হোসেন বলেন, ‘ঘটনাটি দু:খ জনক। গ্রাম পুলিশ জগেন্দ্র নাথ বর্তমানে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তিনি থানায় অভিযোগ দিয়েছেন। আইন অনুযায়ী যা ব্যবস্থা হওয়ার তা হবে।
    থানা অফিসার ইনচার্জ সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, থানায় মামলা হয়েছে এবং একজন আসামি গ্রেফতার হয়েছে।
  • কানাইঘাট সমিতি সিলেট মহানগর এর ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন।

    কানাইঘাট সমিতি সিলেট মহানগর এর ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন।

    কানাইঘাট(সিলেট)প্রতিনিধিঃ
    কানাইঘাট সমিতি সিলেট মহানগর, সিলেট এর ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৭ ফেব্রুয়ারী) বিকেল ৪টায় সিলেট নগরীর দরগা গেইটস্থ শহীদ সোলেমান হলে সিলেটে অবস্থানরত কানাইঘাটবাসীর সর্ববৃহৎ অরাজনৈতিক সামাজিক সংগঠন কানাইঘাট সমিতি সিলেট মহানগর এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়।সিলেট মহানগরে বসবাসরত বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং নানা শ্রেণি-পেশার বহু মানুষের স্বতঃস্ফুর্ত উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ সিরাজুল ইসলামকে সভাপতি ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব এ.কে.এম বদরুল আমীনকে সাধারণ সম্পাদক করে দুই বছরের জন্য উক্ত কমিটি গঠন করা হয়।

    কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সভাপতি আব্দুর রউফ, সহ-সভাপতি অধ্যাপক হেনা সিদ্দীকি, সহ-সভাপতি মো: জাকারিয়া, সহ-সাধারণ সম্পাদক এহিয়া চৌধুরী, অর্থ সম্পাদক আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক এডভোকেট আব্দুস সাত্তার,প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক শাহাজান সেলিম বুলবুল,সমাজকল্যান সম্পাদক আব্দুর রহিম,সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক মো. লুৎফুর রহমান তোফায়েল,ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাংবাদিক আব্দুল হালিম সাগর,আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মামুুনুর রশিদ,মহিলা সম্পাদিকা নাসিমা আক্তার চৌধুরী,সম্মানিত সদস্য নির্বাচিত হন,মো:আলতাফুল হক, এডভোকেট মাসুক আহমদ চৌধুরী,এডভোকেট আনছার“জ্জামান, এডভোকেট নজর“ল ইসলাম,মো: মাসছুনুর এ.কে.এম, শুয়েবুল ইসলাম,নুর উদ্দিন চৌধুরী।

    সমিতির আহবায়ক আলতাফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এমএ হান্নান, ডাঃ জাকারিয়া মানিক, মতিউর রহমান, বদর“ল আমিন মানিক, মাহবুবুর রব চৌধুরী ফয়ছল, কানাইঘাট সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মামুন রশিদ, এডভোকেট মাসুক আহমদ চৌধুরী, সালেহ আহমদ, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন,সমাজসেবী আব্দুর রহিম,কবি সারোয়ার ফারুকী সহ সংগঠনের সদস্যবৃন্দ।

    এর আগে কানাইঘাটের সদস্য হতে কানাইঘাটের সর্বসাধারণকে আহবান জানিয়েছিলেন সমিতির আহবায়ক আলতাফুল হক, সদস্য সচিব মো: জাকারিয়া।

    উক্ত সমিতিতে যারা সদস্য হননি তারা শনিবার বিকালে সভাকালিন সময় পর্যন্ত সমিতির নির্ধারিত ফি সদস্য পদ লাভ করেন। নতুন কমিটি গঠনের মধ্যে দিয়ে আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।কানাইঘাট সমিতি সিলেট মহানগর ২০০০ সালে প্রতিষ্টার পর থেকে বিভিন্ন সেবামূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে। বিগত কয়েক মাস আগ থেকে নতুন সদস্য অর্ন্তভুক্তিসহ সমিতি গতিশীল করার লক্ষে কাজ করে গেছেন আহবায়ক কমিটি।

    শনিবার কমিটির গঠনের পর সংগঠনের সকল দায়িত্বভার গ্রহণ করেন নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। কানাইঘাটের আর্থসামাজিক উন্নয়ন সহ সিলেট মহানগরে বসবাসরত কানাইঘাটবাসীর কল্যাণে উক্ত সংগঠন সামনের দিনে যাতে করে আরো বলিষ্ট ভূমিকা পালন করতে পারে এজন্য সবাইকে কানাইঘাট সমিতি সিলেট মহানগরের সাথে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়।

  • আলমডাঙ্গায় ট্রাক চাপায় গৃহবধূর মৃত্যু।

    আলমডাঙ্গায় ট্রাক চাপায় গৃহবধূর মৃত্যু।

    ডেস্ক নিউজঃ চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রাক চাপায় আনজিরা খাতুন (৩২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছেন। এ ঘটনায় ভ্যান চালক স্বামী হামিদুল ইসলাম (৪০) ও ছেলে আশরাফুল ইসলাম (৭) গুরুতর আহত হয়েছেন।

    সোমবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২ টার সময় আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ব্রিজ মোড় এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতরা কুষ্টিয়ার মিরপুর থানাধীন আমবাড়িয়া গ্রামের বাসিন্দা।

    স্থানীয়রা ট্রাকসহ চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। ট্রাক চালক আক্তারুজ্জামান দর্শনা থানার পুরাতন বাজার এলাকার বাসিন্দা।

    স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে উপজেলার কালিদাসপুর ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকায় ব্যাটারিচালিত অটোভ্যান যোগে স্বামী, স্ত্রী ও ছেলে নিয়ে এক বাড়িতে দুধ বিক্রি করতে যান। সেখান থেকে বেলা ১২ টার সময় বাড়ী ফেরার পথে আলমডাঙ্গা-কুষ্টিয়া আঞ্চলিক সড়কে উঠতেই বালু বোঝাই ট্রাকের ধাক্কা লাগে।

    এসময় ট্রাকের চাকার নিচে গৃহবধূ আনজিরা রাস্তায় ছিটকে পরে ট্রাক চাপায় তার মৃত্যু হয়। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। খবর পেয়ে ঘটনাস্থলে আলমডাঙ্গা থানা পুলিশ, ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা নিহত গৃহবধূর লাশের সুরতহাল রিপোর্ট সংগ্রহ করে।

    ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সের অপারেশন অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থলে এক নারীর মৃত্যু হয়েছে। লাশের ছিন্নভিন্ন অংশগুলো সংগ্রহ করে পুলিশ হেফাজতে দেবার প্রস্তুতি চলছে।

    আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গণি মিয়া, ট্রাকের চাকায় এক গৃহবধূ নিহত হয়েছে। তার স্বামী ও ছেলেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও চালককে আটক করা হয়েছে। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • বালিয়াডাঙ্গীতে অবৈধ ইট ভাটা মালিককে দুই লাখ টাকা জরিমানা।

    বালিয়াডাঙ্গীতে অবৈধ ইট ভাটা মালিককে দুই লাখ টাকা জরিমানা।

     (ঠাকুরগাঁও)প্রতিনিধি:
    ঠাকুরগাঁওয়ের বালিাডাঙ্গীতে অবৈধ ইট ভাটা পরিচালনার দায়ে এক ইট ভাটা মালিককে দুই লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। একই সাথে বৈধ কাগজপত্র তৈরি করতে ১ মাসের সময় বেধে দিয়েছেন বিচারক।
    রবিবার বিকালে উপজেলার দুওসুও ইউনিয়নের মেসার্স মিরাজ ব্রিকস ফিল্ড এর স্বত্বাধিকারী দানেশ আলীকে এ অর্থদণ্ডাদেশ দেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও সহকারী কমিশনার ভূমি ফাতেহা তুজ জোহরা।
    তিনি জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রসহ ইট ভাটা পরিচালনার জন্য বৈধ কোন কাগজপত্র নেই মেসার্স মিরাজ ব্রিকস ফিল্ড এর স্বত্বাধিকারী দানেশ আলীর। আমরা প্রাথমিক ভাবে সতর্ক করার পরও কাগজপত্র প্রস্তুত করেনি। তাই বিকালে অভিযান পরিচালনা করে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে আগামী ১ মাসের মধ্যে বৈধ কাগজপত্র দেখাতে না পারলে সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।
    জানা গেছে, এর আগেও ৩ বছর আগে পরিবেশ অধিদপ্তরের লোকজন এসে ২ লাখ টাকা জরিমানা করে মেসার্স মিরাজ ব্রিকস ফিল্ডের মালিককে ইট ভাটার কার্যক্রম বন্ধ করে স্থাপনা সড়িয়ে নিতে বলেন। এরপরেও তিন বছর ধরে অবৈধ ভাবে ইটভাটাটি পরিচালনা করে আসছিলেন ইট ভাটা মালিক দানেশ আলী।
    জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার ৮ টি ইউনিয়নে ১৭টি ইট ভাটা রয়েছে। এর মধ্যে একটিরও বৈধ কাগজপত্র নেই।
  • রামপালে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত।

    রামপালে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত।

    রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে মাহিন্দ্রা গাড়ির ধাক্কায় মোঃ তালিম সরদার (৩০) নামের এক ভ্যানচালক নিহত হয়েছে।

    নিহত তালিম সরদার উপজেলার রামপাল সদর ইউনিয়নের শ্রীকলস এলাকার মোঃ ফজলু সরদারের ছেলে।

    রবিবার (১৮ ফেব্রুয়ারী) দুপুর আনুমানিক ২ টার দিকে তালিম (খুলনা-মোংলা) মহা-সড়কের  জিরোপয়েন্ট এলাকা থেকে ভ্যান চালিয়ে ভাগা বাজারের দিকে আসতেছিল। সে মালিডাঙ্গা নামক স্থানে পৌঁছালে  বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা  একটি মাহিন্দ্রা গাড়ি তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ধাক্কা লাগতেই তালিম মাটিতে লুটিয়ে পড়ে এবং তার মাথায় গুরুতর আঘাত পায়। স্থানীয় লোকজন তালিমকে উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

    কাটাখালী হাইওয়ে থানার ওসি মোঃ মিজানুর রহমান মুঠোফোনে এ প্রতিবেদককে জানান, ঘাতক মাহিন্দ্রা গাড়ির চালকে এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তাকে আটকের চেষ্টা চলছে এবং আইনগত প্রক্রিয়া শেষ লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • ঝিঙ্গাবাড়ী স্কুল এন্ড কলেজের গভণিং বডির নির্বাচন সুষ্ঠু,অবাধ ও নিরপেক্ষর দাবী।

    ঝিঙ্গাবাড়ী স্কুল এন্ড কলেজের গভণিং বডির নির্বাচন সুষ্ঠু,অবাধ ও নিরপেক্ষর দাবী।

    কানাইঘাট(সিলেট)প্রতিনিধিঃ 
    কানাইঘাট উপজেলার দক্ষিণ অঞ্চলের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ঝিঙ্গাবাড়ী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুস সালাম কর্তিক বিধি বর্হিভূত ভাবে গভর্ণিং বডির কমিটি গঠনের চেষ্টা সহ নানা ধরনের স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। এ নিয়ে এলাকার সচেতন মহল এবং বিদ্যালয়ের অভিভাবকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
    সরেজমিনে গিয়ে জানা যায়, ঝিঙ্গাবাড়ী স্কুল এন্ড কলেজের গভর্ণিং বডির অভিভাবক পদের নির্বাচন এর জন্য গত ১১ ফেব্রুয়ারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও প্রিজাইডিং অফিসার আগামী ৪ মার্চে নির্বাচনের তফসিল ঘোষণা করেন। কিন্তু বিদ্যালয়ের অভিভাবক ও এলাকার সচেতন মহল জানিয়েছেন, বিদ্যালয়ের অধ্যক্ষ আব্দুস সালাম তার পছন্দের লোকজনদের নিয়ে স্কুল এন্ড কলেজের গভর্ণিং বডি গঠণের জন্য তফসিল ঘোষণার আগেরদিন ১০ ফেব্রুয়ারী
    কিছু অভিভাবক বিদ্যালয়ে ডেকে এনে সাধারণ সভার আয়োজন করে তার ইচ্ছামতো রেজুলেশন খাতায় তাদের স্বাক্ষর নিয়ে গভর্ণিং বডির কমিটি গঠন করেন। এমন সংবাদ অভিভাবক ও সচেতন মহলের মধ্যে ছড়িয়ে পড়লে অধ্যক্ষ আব্দুস সালামের এমন স্বেচ্ছাচারিতার ঘটনায় বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। তফসিল অনুযায়ী গভর্ণিং বডির বিদ্যালয়ের নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে সম্পন্ন করার জন্য অভিভাবকদের পক্ষ থেকে রশিদ আহমদ চৌধুরী, শওকত হোসেন, মোঃ ফয়ছল চৌধুরী লিখিভভাবে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বরাবরে গত ১৩ ফেব্রুয়ারী দরখাস্ত দায়ের করেন। দরখাস্ত দায়েরের পর অধ্যক্ষ আব্দুস সালাম এলাকার লোকজন, অভিভাবকদের দাবীর প্রেক্ষিতে এবং এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে লেখালেখি করার পর প্রতিবাদ ও তোপের মুখে পড়ে, গর্ভণিং বডির পকেট কমিটি করেননি বলে অস্বীকার করতে বাধ্য হন। আগামী ৪ মার্চ তফসিল অনুযায়ী স্কুল ও কলেজে এর অভিভাবক সদস্য, সংরক্ষত মহিলা অভিভাবক পদ, সাধারণ মহিলা অভিভাবক ও দাতা দস্যদের নির্বাচন সুষ্ঠ ভাবে সম্পন্ন করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীদের অভিভাবক ও সচেতন মহল।
    দরখাস্তকারী রশিদ আহমদ চৌধুরী, শওকত হোসেন, মোঃ ফয়ছল চৌধুরী সহ আরো অনেক অভিভাবক জানিয়েছেন, বিদ্যালয়ের অধ্যক্ষ আব্দুস সালামের সেচ্ছাচারিতার কারনে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঝিঙ্গাবাড়ী স্কুল এন্ড কলেজের ভাবমূুর্তি ক্ষুন্ন হচ্ছে।
    এমতাবস্থায় প্রতিষ্ঠানের সুনাম রক্ষা সহ শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে গভর্ণিং বডির নির্বাচন তফসিল অনুযায়ী সম্পন্ন করার জন্য তারা দাবী জানান। তাদের অভিযোগ এমপিও ভুক্ত বেতন-ভাতা পাওয়ার পর অধ্যক্ষ আব্দুস সালাম বিধি বহির্ভূত ভাবে দীর্ঘদিন থেকে বিদ্যালয়ের স্কুল শাখা থেকে ৬৫৬৮ এবং কলেজ শাখা থেকে ৬,৯৭৫ টাকা এবং স্কুল ও কলেজ শাখা থেকে পৃথক পৃথক দুটি ঈদ বোনাস সহ প্রতি মাসের মোবাইল বলি এক হাজার টাকা করে নিচ্ছেন। বিগত ২৫ নভেম্বর ২০২৩ইং তারিখে ঝিঙ্গাবাড়ী ইচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্ণিং বডির সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত অনুযায়ী অধক্ষ্য আব্দুস সালাম স্কুল-অথবা কলেজ শাখার যেকোন একটি বেতন ও একটি উৎসব ভাতা নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। কিন্তু অধ্যক্ষ সেই রেজুলেশনটি কলম দিয়ে কেটে ফেলে পূর্বের ন্যায় দুথটি শাখা থেকে বেতন ভাতা নিচ্ছেন।
    এ ব্যাপারে গত শনিবার বিদ্যালয়ে গিয়ে অধ্যক্ষ আব্দুস সালামের সাথে কথা হলে তিনি স্কুল ও কলেজ গভর্ণিং বডির নির্বাচন তফসিল অনুযায়ী ৪ মার্চ অনুষ্ঠিত হবে। এ নিয়ে এলাকার লোকজন তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এমপিও ভুক্তির বেতন-ভাতা পাওয়ার পরও স্কুল ও কলেজ শাখা থেকে বেতন ও উৎসব ভাতা নেয়ার বিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি বলেন, বিধি অনুযায়ী বেতন নিচ্ছেন এবং গভর্ণিং বডির সিদ্ধান্ত অনুযায়ী রেজুরেশন কলম দিয়ে কেটে ফেলার বিষয় তিনি বলেন, তিনি নিজে কেটে ফেলেননি, একজন অভিভাবক সদস্য তা কেটেছেন।
  • নওগাঁয় দুর্নীতির অভিযোগে দুদকের গণশুনানি।

    নওগাঁয় দুর্নীতির অভিযোগে দুদকের গণশুনানি।

    নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ সদর উপজেলার সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরে সেবা পেতে ঘুষ, দুর্নীতি ও হয়রানির শিকার হওয়া ভুক্তভোগীদের ৩৯টি অভিযোগের গণশুনানি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রবিবার (১৮ ফেব্রুয়ারি) সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই শুনানি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) জহুরুল হক।
    গণশুনানিতে সদর উপজেলায় অবস্থিত ১২টি সরকারি দপ্তর, একটি ইউনিয়ন পরিষদ, একটি স্বায়ত্ব শাসিত প্রতিষ্ঠান ও ১টি কাজী অফিসের ঘুষ, দুর্নীতি ও হয়রানির বিরুদ্ধে সরাসরি অভিযোগ উপস্থাপন করেন সেবা গ্রহীতারা। এসব অভিযোগের মুখোমুখি হন সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা। উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে অভিযোগ নিষ্পত্তির পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থ্যা নেওয়ার নির্দেশনা দেন দুদক কমিশনার। এসময় প্রতারণার দায়ে একজন মৌলভীকে গ্রেফতারের নির্দেশনাও দেওয়া হয়।
    নওগাঁর জেলা প্রশাসক গোলাম মওলার সভাপতিত্বে গণশুনানিতে অন্যদের মধ্যে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (তদন্ত)  আকতার হোসেন, রাজশাহী বিভাগীয় পরিচালক কামরুল আহসান, নওগাঁর পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হকসহ দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
  • আদর্শ সংগীত বিদ্যালয়  শ্রীমঙ্গল কেন্দ্রের বার্ষিক সাংস্কৃতিক পরীক্ষার্থীদের সনদ বিতরণ।

    আদর্শ সংগীত বিদ্যালয়  শ্রীমঙ্গল কেন্দ্রের বার্ষিক সাংস্কৃতিক পরীক্ষার্থীদের সনদ বিতরণ।

    নিজস্ব প্রতিবেদক, জালাল উদ্দিন। সিলেট ললিতকলা একাডেমি কর্তৃক গৃহীত আদর্শ সংগীত বিদ্যালয় শ্রীমঙ্গল কেন্দ্রের বার্ষিক সাংস্কৃতিক পরীক্ষা-২০২৩ইং, এর পরীক্ষার্থীদের সনদ বিতরণ ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৭ ফেব্রুয়ারি ২০২৪ইং, সন্ধ্যা সাড়ে সাতটার থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত শ্রীমঙ্গল পৌরসভার পাশে মহসিন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
    এ সময় সাতগাঁও উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মলয় চন্দ্ৰ দাশ’র সভাপতিত্বে এবং বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব- দক্ষিণ জিলাদপুর সপ্রাবি সহকারী শিক্ষক শুভ্র দেব, ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব- চন্দ্রনাথ সপ্রাবি সহকারী শিক্ষক অনিতা দেব, এর দ্বৈত সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ টেলিভিশন সংগীত পরিচালক বিপ্রদাস ভাচার্য্য, আব্দুল ওহাব উচ্চ বিদ্যালয় সভাপতি মোঃ আব্দুর রউফ, ভূনবীর দশরথ হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ঝলক কান্তি চক্রবর্তী, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক অয়ন সীধুরী, চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক জহর তরফদার, ফারিয়া শ্রীমঙ্গল সভাপতি দেবব্রত দত্ত হাবুল।
    আরো উপস্থিত ছিলেন, সিলেট ললিতকলা একাডেমি’র সদস্য বিজয় কৃষ্ণ চন্দ, সদস্য মিলন, বিশিষ্ট আবৃত্তিকার ও সাংস্কৃতিককর্মী শ্রীমঙ্গল বিকাশ দাশ বাপ্পন, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী শ্রীমঙ্গল উপজেলা শাখা’র সহ-সভাপতি প্রনবেশ চৌধুরী অন্তু, সাধারণ সম্পাদক প্রসেনজিত রায়, বিশিষ্ট সংগীতশিল্পী ও বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী শ্রীমঙ্গল উপজেলা শাখা’র সদস্য শেলী সূত্রধর, বিশিষ্ট সংগীতশিল্পী ও সারগাম সংগীত বিদ্যালয় শ্রীমঙ্গল প্রধান প্রশিক্ষক অনুপ বিশ্বাস। এছাড়াও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিক-সহ আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
    অনুষ্ঠানে সার্বিকভাবে পরিচালনায় আদর্শ সংগীত বিদ্যালয় শ্রীমঙ্গলের পরিচালক ও প্রধান প্রশিক্ষক করুনাময় দাশ মৃত্যুঞ্জয় এবং পরিচালনায় সহায়তায় ছিলেন, আদর্শ সংগীত বিদ্যালয় সংগীত প্রশিক্ষক শিমু দত্ত, ও আদর্শ সংগীত বিদ্যালয় তবলা প্রশিক্ষক কাজল চন্দ।
    আদর্শ সংগীত বিদ্যালয় অনুষ্ঠানে, বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয় বাংলাদেশ টেলিভিশন সংগীত পরিচালক বিপ্রদাস ভাচার্য্য, বাংলাদেশ টেলিভিশন লোক সংগীত শিল্পী ববি রায়-সহ আরো অনেক সাংস্কৃতিক ব্যক্তিবর্গকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
    উক্ত অনুষ্ঠানে সিলেট ললিতকলা একাডেমি কর্তৃক গৃহীত আদর্শ সংগীত বিদ্যালয় শ্রীমঙ্গল কেন্দ্রের বার্ষিক সাংস্কৃতিক পরীক্ষা-২০২৩ইং, এর শতাধিক ছাত্রী-ছাত্রছাত্রী পরীক্ষার্থীদের সনদ বিতরণ করা হয়।
  • ঠাকুরগাঁওয়ে চুরি হওয়া ভ্যান উদ্ধার,চোর চক্রের মূলহোতা গ্রেপ্তার।

    ঠাকুরগাঁওয়ে চুরি হওয়া ভ্যান উদ্ধার,চোর চক্রের মূলহোতা গ্রেপ্তার।

    (ঠাকুরগাঁও)প্রতিনিধি:
    ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার ভূল্লীতে এক ঘন্টার মধ্যে চুরি যাওয়া চার্জার ভ্যান উদ্ধার করেছে পুলিশ। এ সময় চোর চক্রের মুলহোতাসহ  ২জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন পঞ্চগড় জেলার কায়েতপাড়া এলাকার আইবুল হকের ছেলে আল আমিন ইসলাম (২১), ও একই জেলার লাটুয়াপাড়া গ্রামের মৃত হাসিবুলের ছেলে নাজমুল (২২)।
    জানা যায়, ভূল্লী বাজারের টিন ব্যবসায়ী  কালামের দোকানের সামনে হতে একটি চার্জার ভ্যান চুরি হয়। পরে স্থানীয়দের সহযোগীয় অভিযান চালিয়ে দুই চোরকে আটক করা হয়।
    ভ্যান চুরির চক্রের মূলহোতাসহ আটক দুইজনের বিরুদ্ধে ভূল্লী থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
    এবিষয়ে জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক বলেন, ঠাকুরগাঁও জেলায় যেকোন ধরনের অপরাধ দমনে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য আমরা সবসময় প্রস্তুত। আমাদের সকল ধরনের অভিযান অব্যাহত রয়েছে।