Author: admin

  • সাফ ফুটবলার সাগরিকাকে দেখতে ভাঙ্গাচোরা বাড়িতে মানুষের ভিড়।

    সাফ ফুটবলার সাগরিকাকে দেখতে ভাঙ্গাচোরা বাড়িতে মানুষের ভিড়।

    ঠাকুরগাঁও প্রতিনিধি:

    সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের সেরা খেলোয়াড় এবং সর্বোচ্চ গোলদাতা হয়েছেন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের মেয়ে মোছাম্মত সাগরিকা। তার পরিবার থাকে অন্যের জমিতে। মানুষের দেওয়া প্রায় ১০ শতাংশ জমির মধ্যে কাশঁবন, বাশেঁর বাতা আর ছাপড়া টিন দিয়ে নির্মাণ হয়েছে বাড়ী। সেই বাড়ীর ঘর হচ্ছে দুটি একটিতে থাকতেন সাগরিকা, আরেকটিতে তার ভাই সাগর। সাগরিকার বাবা, মা থাকেন তাদের চায়ের দোকানেই।

    সাগরিকার তাঁর  বাড়িতে আসার খবর পেয়ে আশপাশের কয়েক গ্রামের মানুষ তাঁদের ভাঙাচোরা জরাজীর্ন বাড়িতে ছুটে আসছেন তাঁকে একনজর দেখতে।

    বৃহস্পতিবার রাঙ্গাটুঙ্গি গ্রামে সাগরিকার বাড়িতে গিয়ে দেখা গেছে, প্রায় সময়ই মানুষের জটলা বেঁধে থাকছে। সাগরিকার বাবা লিটন আলী জানান, গত মঙ্গলবার সকালে ট্রেনযোগে সাগরিকা বাড়িতে এসেছেন। আসার পর তাঁকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে রাঙ্গাটুঙ্গি মাঠে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে প্রশাসনের কর্মকর্তাসহ স্থানীয় সুধীজনেরা উপস্থিত ছিলেন।

    সাগরিকার বাড়িতে কথা হয় প্রতিবেশী আশরাফুল আলমের সঙ্গে। তিনি বলেন, ‘এক অজপাড়ার গরিব পরিবারের মেয়ের খেলা টিভিতে দেখেছি। শুনেছি সে বাড়ি এসেছে, তাই সরাসরি দেখার জন্য তাঁর বাড়িতে ছুটে এসেছি।’

    স্থানীয় বাসিন্দা বিপ্লব আলী,সোহেল রানা বলেন, সাগরিকারা অত্যন্ত গরিব। তারা খুব কষ্ট করে দিননিপাত করছে। অন্যের জমিতে কোন রকম বাড়ী বানিয়ে বসবাস করছে। তারা আরো বলেন, সাগরিকার জন্য আজ আমাদের গ্রাম রাঙ্গাটুঙ্গি সারা দেশের কাছে পরিচিতি পেয়েছে। সাগরিকার এ অর্জন আমাদের অহংকার, আমাদের গর্ব। তারা সাগরিকাকে দেশের সম্পদ আখ্যায়িত করে বলেন, সরকার যদি সাগরিকার পরিবারের পাশে দাড়ান,তাদের প্রতি সহযোগিতার হাত বাড়ান। তাহলে সাগরিকার মত অনেক সাগরিকা ভালো খেলোয়ার হওয়ার উৎসাহ পাবেন।

    সাগরিকার মা আনজু আরা বেগম বলেন, তার মেয়ে সাগরিকা যে পরিবেশে এখন থাকছে। সেই পরিবেশ তো আর তাদের বাড়ীতে নেই। তার মেয়ে অনেক সময় তার বন্ধুদের নিয়ে তাদের বাসায় আসতে চান। কিন্তু তিনি নিষেধ করেন। সাগরিকার বন্ধুরা আসলে কোথায় বসতে দিবে, আর কোথায় থাকতে দিবে তা ভেবেই তিনি সাগরিকার বন্ধুদের আসতে বাড়ন করেন। সাগরিকার মা বলছেন, সমিতির লোন করে নিজস্ব জমি কেনার চেষ্টা করছেন। কম দামে জমি পেলে তিনি ঋণ করে জমি কিনবেন বলে প্রত্যাশা করছেন।

    সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সাগরিকা জানান, সাফ জয়ে যেভাবে আমরা বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পেরেছি। এই ধারাবাহিকতাকে অব্যাহত রেখে আগামীতে দেশের জন্য আরও বড় অর্জনে দেশবাসীর কাছে দোয়া চাই।

    তিনি আরও ভালো খেলতে চান। সংসারে সচ্ছলতা ফেরাতে চান। তাঁর পরিবার যেন নিজেদের কেনা জমিতে বাড়ি করতে পারে সে সহায়তা করতে চান। এ ছাড়া তিনি রাঙ্গাটুঙ্গি খেলার মাঠের উন্নয়ন কামনা করেন। সেই সঙ্গে গ্রামের মেয়েরা যাতে ভালো খেলোয়াড় হতে পারেন সে জন্য সরকারের সহায়তা দাবি করেন।

    একটা সময় বাংলাদেশ নারী ফুটবল দলের পাইপলাইন মানেই ছিল ময়মনসিংহের কলসিন্দুর উচ্চ বিদ্যালয়। এরপর সাতক্ষীরা, রাঙামাটি, কুষ্টিয়া, ঠাঁকুরগাওসহ দেশের বিভিন্ন এলাকা থেকে একঝাঁক মেয়ে এসে ফুটবলে রাঙাচ্ছেন জাতীয় ও বয়সভিত্তিক দলে। সাগরিকা তাদেরই একজন। উঠে এসেছেন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল রাঙ্গাটুঙ্গী ইউনাইটেড ফুটবল একাডেমির পরিচালক তাজুল ইসলামের হাত ধরে।

    সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে সাগরিকার খেলা দেখে উচ্ছ্বসিত তাজুল ইসলাম, তিনি বলেন“এই মেয়েদের নিয়ে যে স্বপ্ন দেখেছিলাম তাতে আমি সফল, স্বার্থক। আমার মত এমন নিধিরাম সর্দারের দেশের বিজয়ে অবদান রাখার এর চেয়ে বেশি ক্ষমতা নেই। ”তাজুলদের মতো সংগঠক আছেন বলেই হয়তো চা-দোকানির সোনার মেয়েরা উঠে আসে এই পর্যায়ে। অবদান রাখে দেশের ফুটবলে।

  • আলমডাঙ্গায় মোবাইল চার্জে দেয়ার সময় বিদ্যুৎ পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু।

    আলমডাঙ্গায় মোবাইল চার্জে দেয়ার সময় বিদ্যুৎ পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু।

    ডেস্ক নিউজঃ চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পরিবারের অসাবধানতায় বিদ্যুৎ পৃষ্ট হয়ে মাইশা খাতুন (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ২৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবা সকাল ১০ টার সময় নিজ বাড়িতে এদূর্ঘটনা ঘটে। এরপরই মাইশা খাতুন গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

    ভাংবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহানুর রহমান জানান, মাস চারেক আগে বাবা-মায়ের বিচ্ছেদ হয়। এরপর থেকে ভাংবাড়িয়া ইউনিয়নের ভোগাইল বগাদি গ্রামে নানা শহিদুল হকের বাড়িতে মায়ের সঙ্গে থাকতো মাইশা। লোকমুখে শুনেছি সকালে মাইশা খাতুন মোবাইল চার্জার বিদ্যুতের প্লাগে দিলে বিদ্যুতায়িত হয়। এরপর সে অসুস্থ হলে পড়লে হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়।

    ডাংবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ নাজমুল ইসলাম জানান,শিশু মাইশা খাতুন মোবাইকের চার্জার নিয়ে খেলছিল। নিজের গলায় চার্জারের তার পেচানো ছিল। এসময় পাশেই বিদ্যুতের বোর্ডের চার্জার প্রবেশ করালে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার আগেই মারা যায়।

    আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)শেখ গনি মিয়া জানান,স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে বিষয়টি জেনেছি। মরদেহ হাসপাতালে আছে। সদর থানা পুলিশ প্রয়োজনীয় কাগজপত্র পাঠালে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

  • দেবীগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেফতার।

    দেবীগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেফতার।

    দেবীগঞ্জ(পঞ্চগড়)প্রতিনিধিঃ পঞ্চগড়ের দেবীগঞ্জে আলহেরা মাদ্রাসার ৬ জন শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মাদ্রাসা শিক্ষক হাফেজ মাওলানা মুফতি মোঃমিজানুর রহমান(৩৮) কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি নীলফামারী সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের ভবানীগঞ্জ গ্রামের মোঃ লতিফুর রহমানের ছেলে।

    ২৮ ফেব্রুয়ারি বুধবার রাত ৮ টার সময় দেবীগঞ্জ পৌর শহরের মুন্সীপাড়ার আলহেরা মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

    ভুক্তভোগী শিক্ষার্থীর অভিভাবক ও এলাকাবাসী সূত্রে জানা যায়,আলহেরা মাদ্রাসায় আবাসিক ও অনাবাসিক ব্যবস্থাপনায় পাঠদান চালু আছে। বুধবার সকালে মাদ্রাসার শিক্ষক মিজানুর রহমানের বিরুদ্ধে শিক্ষার্থীদের যৌন নির্যাতনের অভিযোগ পায় মাদ্রাসা কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে না জানিয়ে অভিযুক্ত শিক্ষককে স্থায়ী ভাবে বহিষ্কার করেন। এ ঘটনায় অভিভাবক ও এলাকাবাসী ক্ষোভে ফুঁসে উঠে সবাই মূখ খুলতে শুরু করেন এবং যৌন নির্যাতনের শিকার ৬ জন শিক্ষার্থী তাদের উপর করা যৌন নির্যাতনের বর্ননা দেয় পুলিশ ও গণমাধ্যমকর্মীদের কাছে।এ সময় অভিযুক্ত শিক্ষককে শাস্তির দাবীতে সহস্রাধিক নারী পুরুষ মাদ্রাসাটি ঘিরে ফেলেন। থানা পুলিশ বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে মাদ্রাসার কক্ষে লুকিয়ে থাকা অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেন।থানায় নিয়ে আসার পথে বিক্ষিপ্ত জনতা আসামিকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করেন। ওই দিন রাতে অভিভাবক মোঃ মাহবুবুর রহমান বাদী হয়ে ওই শিক্ষককে আসামি করে শিক্ষার্থীকে যৌন নির্যাতনের মামলা দায়ের করেন।

    ঘটনার সত্যতা নিশ্চিত করেন দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)সরকার ইফতেখারুল মোকাদ্দেম। এ সময় তিনি জানান শিক্ষার্থীকে যৌন নির্যাতনের ঘটনায় আলহেরা মাদ্রাসার শিক্ষক মোঃ মিজানুর রহমানকে বুধবার রাতে গ্রেফতার করা হয়েছে।আসামির জবানবন্দিতে ঘটনার সত্যতা মিলেছে।অভিভাবক মোঃ মাহবুবুর রহমান আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছে।

  • বড়লেখায় বন্ধুরা প্রেমিকের সহায়তায় প্রেমিকাকে গণধর্ষণ-গ্রেফতার-১।

    বড়লেখায় বন্ধুরা প্রেমিকের সহায়তায় প্রেমিকাকে গণধর্ষণ-গ্রেফতার-১।

    নিজস্ব প্রতিবেদকঃ বন্ধুরা মিলে বড়লেখায় ঘুরতে নিয়ে গিয়ে প্রেমিকের সহায়তায় সংঘবদ্ধ হয়ে প্রেমিকাকে (২১) গণধর্ষণ করেন। এ ধর্ষণের ঘটনায় রমিজ উদ্দিন (২৮) নামে আরেক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তার আসামি রমিজ উদ্দিন (২৮) বড়লেখা উপজেলার পূর্ব দৌলতপুর গ্রামের ফইয়াজ আলীর ছেলে।
    জানা যায়, মামলার তদন্ত কর্মকর্তা শাহবাজপুর তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (পুলিশ পরিদর্শক) নব গোপাল দাশের নেতৃত্বে অভিযান চালিয়ে একদল পুলিশ গত মঙ্গলবার ২৭ ফেব্রুয়ারি ২০২৪ইং, দিবাগত রাতে হবিগঞ্জ জেলার বাহুবল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। এ নিয়ে এই মামলায় চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতার অন্য তিন আসামিরা হচ্ছেন- মাহমুদুল হাসান (২০), আল আমিন (২৩) ও সেলিম উদ্দিন (৪০)।
    এদিকে মঙ্গলবার রাতে গ্রেফতার হওয়া রমিজ উদ্দিন (২৮) বুধবার ২৮ ফেব্রুয়ারি ২০২৪ইং, দুপুরে বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হকের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
    মামলার এজাহার ও থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ ফেব্রুয়ারি প্রেমিক নুরুল ইসলাম ওরফে ফাহিম বেড়ানোর কথা বলে ওই তরুণীকে অহিদাবাদ চা বাগানে নিয়ে যায়। পূর্ব থেকে গোপনে সে তার কয়েকজন বন্ধুকে সেখানে রেখে দেয়। এরপর নির্জন স্থানে নিয়ে জোরপূর্বক সবাই মিলে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ করে। পরে গুরুতর আহত অবস্থায় লম্পটরা ধর্ষণের শিকার তরুণীকে তার বাড়ির পাশে ফেলে যায়।
    এ ঘটনায় গত শনিবার ১৭ ফেব্রুয়ারি ২০২৪ইং, ওই তরুণীর মা বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন। মামলার প্রেক্ষিতে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামি মাহমুদুল হাসান (২০) ও আল আমিন (২৩) গ্রেপ্তার করে। এই দুজনের মধ্যে মাহমুদুল হাসান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
    অন্যদিকে চিকিৎসা শেষে ধর্ষণের শিকার তরুণী আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছে। তার (তরুণী) জবানবন্দির ভিত্তিতে মামলার তদন্ত কর্মকর্তা শাহবাজপুর তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (পুলিশ পরিদর্শক) নব গোপাল দাশের নেতৃত্বে অভিযান চালিয়ে একদল পুলিশ গত ২৬ ফেব্রুয়ারি ২০২৪ইং, সেলিম উদ্দিন (৪০) নামের এক যুবককে গ্রেপ্তার করে। তাকে গত ২৭ ফেব্রুয়ারি ২০২৪ইং, আদালতের মাধ্যমে মৌলভীবাজার জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ।
    বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন, গ্রেপ্তার হওয়া আসামি রমিজ উদ্দিন ঘটনার সাথে সম্পৃক্ত থাকার বিষয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। পাশাপাশি ঘটনায় জড়িত অন্যদের নামও বলেছে। স্বীকারোক্তি শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
    এ নিয়ে মামলায় এখন পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করা হয়েছে বলে তিনি জানান।
  • সিরাজদিখানে হিজাব না পড়ে স্কুলে আসায় ৯ ছাত্রীর মাথার চুল কেটে দেয়ার অভিযোগ।

    সিরাজদিখানে হিজাব না পড়ে স্কুলে আসায় ৯ ছাত্রীর মাথার চুল কেটে দেয়ার অভিযোগ।

    মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সিরাজদিখানের সৈয়দপুর আব্দুর রহমান স্কুল অ্যান্ড কলেজের হিজাব না পড়ায় সপ্তম শ্রেণির ৯ ছাত্রীর মাথার চুল কাঁচি দিয়ে কেটে দেয়ার অভিযোগ উঠেছে কলেজ শিক্ষিকা মোছাঃ রুনিয়া সরকারের বিরুদ্ধে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) ক্লাস চলাকালীন সময় এ ঘটনা ঘটিয়েছেন।

    অভিযুক্ত রুনিয়া সরকার সৈয়দপুর আব্দুর রহমান স্কুল এন্ড কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষিকা। সপ্তম শ্রেণির ছাত্রীরা হলো তাসফিয়া আক্তার, মাইসা জাহান, আনীল আক্তার,তানজিলা আক্তার, মাহাদিয়া পারভীন, সুমাইয়া খাতুন ও ইফা খাতুন হিজাব পরে ক্লাসে না আসার অপরাধে তাদের চুল কেটে নেয়া হয়েছে বলে অভিযোগ করে তারা।

    এ সময় গণমাধ্যমকে স্বাক্ষাতকারের সময় তারা বলে, হিজাব না পরার কারণে হঠাৎ করে অভিযুক্ত শিক্ষিকা আমাদের ৯ জন ছাত্রীর মাথার চুল কেটে দেন।

    এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন অভিভাবক বলেন,হিজাব না পরার কারণে আমার মেয়ের চুল কেটে দিয়েছে। আমি বিচার চাই।

    সৈয়দপুর আব্দুর রহমান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মিয়া ফরিদ আহমেদ সাংবাদিকদের জানান,ঘটনা ঘটার পর বিষয়টি নিয়ে আমরা কথা বলেছি। মেয়েদের সামান্য চুল কাটা হয়েছে তবে হিজাব না পরার কারণে নয়। মেয়েরা একটু উশৃঙ্খলতা করার কারনে শাস্তি দিয়েছে। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য আবার বসা হবে। অপরাধ প্রমান হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

    উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃমিজানুর রহমান ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান মাথার চুল কাটার বিষয়টি ওই শিক্ষিকা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মিয়া ফরিদ আহমেদর কাছে স্বীকার করেছেন। আমি অভিযুক্ত শিক্ষিকার সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম তবে মোবাইল বন্ধ থাকার কারনে যোগাযোগ করা সম্ভব হয়নি।অধ্যক্ষ আমাকে জানিয়েছেন তাকে শোকজসহ আইনগত সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে ।

    সিরাজদীখান উপজেলা নিবার্হী অফিসার মোঃ সাব্বির আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ওই শিক্ষিকা প্রতিষ্ঠানের সপ্তম শ্রেনির মোট ৯ জন ছাত্রীর মাথার চুল কেটে নিয়েছে। আমি ছাত্রীদের বাড়িতে গিয়ে তাদের খোঁজ খবর নিয়েছি। ওই শিক্ষিকার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হতে পারে।

  • লক্ষ্মীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাঁই-১১ কোটি টাকার ক্ষতি।

    লক্ষ্মীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাঁই-১১ কোটি টাকার ক্ষতি।

    লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

    জকসিন পূর্ব বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ১১টি দোকান এতে করে ক্ষয়ক্ষতি হয়েছে কোটি টাকার বেশি

    বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে-আব্দুল  মান্নান মটর পার্টস, রাকিব টায়ার,সৌরভ স্টোর, গ্যাস সিলিন্ডার,
    ইলেকট্রনিক্সসহ ১১টি ব্যবসা প্রতিষ্ঠান।

    ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানায়, বুধবার দুপুরে বাজারে হঠাৎ আগুনের লেলিহান দেখতে পায় স্থানীয়রা। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ১১টি দোকানের সম্পূর্ণ মালামাল পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ব্যবসায়ীদের সহযোগিতায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে করে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানায়।

    মান্দারী চেয়ারম্যান রুবেল পাটোয়ারী বলেন, ক্ষতিগ্রস্ত ক্ষতির পরিমাণ কোটি টাকার বেশি মাননীয় এম পি গোলাম ফারুক পিংকু ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আরিফুর রহমান অতি শীঘ্র ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জন্য সরকারের কাছে দরখাস্ত করবেন।

    খবর পেয়ে চন্দ্রগঞ্জ থানার পুলিশ এবং লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আবদুল মন্নান আগুনের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের দুইটি চৌকস ইউনিট আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। শর্টসাকিটের কারণে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষতির পরিমাণ কোটি টাকার বেশি

  • উল্লাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠন,সভাপতি-ফিলিপস্, সম্পাদক-ইকবাল।

    উল্লাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠন,সভাপতি-ফিলিপস্, সম্পাদক-ইকবাল।

    উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলা পরিষদের হল রুমে ৭৯ সদস্য বিশিষ্ট কমিটির নামের তালিকা ঘোষণা করেন। ঘোষিত কমিটিতে ৭ জনকে উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে। এ কমিটি ঘোষণার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ছানোয়ার হোসেন, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল লতিফ, মোঃ মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

    নবনির্বাচি কমিটির সভাপতি হিসেবে মনোনীত হন উপজেলার নাগরৌহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাবেক সাধারণ সম্পাদক এস. এম আনোয়ারুল হক ফিলিপস্, সাধারণ সম্পাদক দাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ ইকবাল হোসেন, সিনিয়র সহ সভাপতি নির্বাচিত হন ফলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান, পূর্ব রামকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলমকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং তানু সোনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক এস. এম সাকলায়েন কে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়।

    সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক বিগত কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এই নতুন কমিটি গঠিত হয়। নবনির্বাচিত কমিটি আগামী ৫ বছরের জন্য দায়িত্ব পালন করবেন।

  • কালীগঞ্জে স্ত্রীর মর্যাদা রক্ষার দাবীতে কলেজ ছাত্রীর পুলিশ সদস্যর বাড়ীতে অনশন।

    কালীগঞ্জে স্ত্রীর মর্যাদা রক্ষার দাবীতে কলেজ ছাত্রীর পুলিশ সদস্যর বাড়ীতে অনশন।

    লালমনিরহাট প্রতিনিধিঃ

    লালমনরিহাটরে কালীগঞ্জে স্ত্রীর মর্যাদা রক্ষার দাবীতে কলেজ ছাত্রী তিনদিন ধরে পুলিশ সদস্যর বাড়ীতে অনশন করছে। সে অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। ২৫ ফেব্রুয়ারী সোমবার দুপুর থেকে কালীগঞ্জ উপজেলার দক্ষিণ ঘনশ্যোম গ্রামের আল আমিন হোসের ছেলে পুলিশ সদস্য ইশতিয়াক বুলবুলের বাড়ীতে স্ত্রীর স্বীকৃতি পেতে আমরণ অনশন শুরু করেছে।

    ২৭ ফেব্রুয়ারী বুধবার দুপুরে ভুক্তভোগী কলেজ ছাত্রী গণমাধ্যমকে জানান ২০২২ সালের ২২ ডিসেম্বর ঢাকা মেট্রোপলিটনের পল্টন থানা ডিএমপির রাজারবাগ পুলিশ লাইন্সে এমটি শাখায় পত্তিএমএ পদে কর্মরত ইশতিয়াক বুলবুল (বিপি-৩৩৭০৩)এর সাথে সরকারি বিধি ও ইসলামি শরিয়া মোতাবেক তাদের বিয়ে হয়।বিয়ের পর পল্টন থানার পাশে আবাসিক হোটেলে সাত দিন যাবত হানিমুন করি। দুই তিন মাস পর বাসা ভাড়া করে তার পিতামাতার সাথে আলোচনা করে তাকে তার বাবার বাড়ি থেকে স্ত্রীর মর্যাদায় উঠিয়ে নিয়ে আসবে এমন আশ্বাসে কলেজ ছাত্রীকে তার বাবার বাড়ীতে পাঠিয়ে দেয়। দুই তিন মাস আমার সাথে ভালো সম্পর্ক রাখে এবং খরচাদি বহন করে।কিন্তু ৫/৭ মাস যেতে না যেতেই আমার সাথে সম্পর্ক ছিন্ন করে যোগাযোগ বন্ধ করে দেয়। এমন অবস্থায় আমার মনে সন্দেহের সৃষ্টি হয়।কোন উপায় খুঁজে না পেয়ে বুলবুলের অফিসে গিয়ে বাসায় নিতে চাপ দেই। তখনও বার বার তালবাহানা করে আমাকে রংপুর বাবার বাড়ীতে পাঠিয়ে দেয়। বিয়ের এক বছরের মধ্যে আমাদের সম্পর্ক ছিন্ন করতে কাবিননামাসহ সকল ডকুমেন্টস নষ্ট করে ফেলে।কিন্তু আমার ফোনে রক্ষিত ডকুমেন্টসগুলো পুলিশ কর্মকর্তাদের কাছে উপস্থাপন করলে তারা স্ত্রীর মর্যাদা দিয়ে বাড়িতে নিয়ে যেতে বলেন।তাতেও তালবাহানা করে আজকাল করে বাড়িতে নিচ্ছে না স্ত্রীর মর্যাদা থেকে বঞ্চিত করছে। কুল-কিনারাহীণ না পেয়ে স্ত্রীর মর্যাদা রক্ষার্থে তার বাড়িতে উঠে পরেছি।

    এ তথ্য নিশ্চিত করেন তুষভান্ডার ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ রাকিবুল ইসলাম। তিনি জানান রংপুর থেকে আসা এক কলেজ পড়ুয়া মেয়ে গত রোববার থেকে স্ত্রীর মর্যাদা আদায়ের দাবীতে পুলিশ সদস্য রাব্বি আল মামুনের বাড়িতে আমরন অনশন করছে।এমন সংবাদ পেয়ে গ্রাম্য পুলিশ দিয়ে মেয়েটিকে রক্ষানুইবেক্ষেনের জন্য পাহারার ব্যবস্থা করা হয়েছে।

    এ বিষয়ে পুলিশ সদস্য বুলবুলের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান ওই মেয়ের সাথে তার ফেসবুকে পরিচয় হয় এর বেশি কিছু নয়।সে যা বলছে তা মিথ্যা ও বানোয়াট।এবিষয়ে আমার উর্ধ্বতন কর্মকতারা তদন্ত করেছে।

    এ ব্যাপারে কালীগঞ্জ উপজলো নির্বাহী কর্মকর্তা মোঃ জহির ইমাম জানান বিষয়টি গণমাধ্যমকর্মীদের মারফত জানতে পেরে কালীগঞ্জ থানার ওসিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

     

  • বাঘায় টিসিবির পণ্য নিতে এসে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩।

    বাঘায় টিসিবির পণ্য নিতে এসে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩।

    বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ
    রাজশাহীর বাঘায় বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন (টিসিবি) পণ্য নেওয়ার লাইনে দাঁড়ানো নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে ৩ জন আহত হয়েছে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার বাউসা ইউনিয়ন পরিষদে এই ঘটনা ঘটেছে।
    জানা যায়, উপজেলার বাউসা ইউনিয়ন পরিষদে বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন (টিসিবি) কার্ডধারীরা পণ্য নিতে আসেন। এ সময় হেদাপতিপাড়া ও ভারালীপাড়া গ্রামের কার্ডধারীরা লাইনে দাঁড়িয়ে পণ্য নিচ্ছিলেন। ভারালীপাড়া গ্রামের রাজিব হোসেন নামের একজন লাইনের আগে যেতে চাই। এতে হেদাতিপাড়া গ্রামের গোলাম রাব্বি কাজল আগে যেতে নিষেধ করে। এ নিয়ে উভয়ের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। এক পর্যায়ে দুই গ্রামবাসীর মধ্যে খবর ছড়িয়ে পড়লে উভয়ে বাঁশের লাঠি, হাঁসুয়া নিয়ে একে অপরের উপর ধাওয়া করে। পরে ভারালীপাড়া গ্রামের রাজিব হোসেনের নেতৃত্বে বাউসা ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় ভাংচুর করা হয়।
    সংঘর্ষে আহতরা হলেন-হেদাতিপাড়া গ্রামে নফেল প্রামানিকের ছেলে গোলাম রাব্বি কাজল (২৫), আবদুল মজিদ প্রামানিকের ছেলে খোরশেদ আলম (৪০), সুরাপ আলী প্রামানিকের ছেলে হুমায়ন কবির (৪০)। আহত অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র ভর্তি করা হয়েছে।
    এ বিষয়ে বাউসা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড মেম্বার মহসিন আলী বলেন, টিসিবি পণ্য নেওয়ার লাইনে দাঁড়ানো নিয়ে প্রথমে তর্কবিতর্ক হয়। এ নিয়ে চেয়ারম্যান ও স্থানীয়দের নিয়ে মিমাংসায় বসা হয়। এ সময় ভারালীপাড়া গ্রামের রাজিব হোসেনের নেতৃত্বে ১৫/২০ জনের একটি দল এসে হেদাতিপাড়া গ্রামের লোকজনের উপর হামলা করে আওয়ামী লীগের অফিস ভাংচুর করেছে।
    অপর দিকে ভারালীপাড়া গ্রামের রাজিব হোসেন দাবি করেন হেদাতিপাড়া গ্রামের কার্ডধারীরা লাইনের আগে যাওয়াকে কেন্দ্র করে তর্কবির্তকের এক পর্যায়ে উভয়ের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে।
    বাঘা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, টিসিবি পণ্য নেওয়ার লাইনে দাঁড়ানো নিয়ে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। এ বিষয়ে অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
  • লেখাপড়ার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের নিয়মিত শরীর চর্চা করাতে হবে-কেসিসি মেয়র।

    লেখাপড়ার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের নিয়মিত শরীর চর্চা করাতে হবে-কেসিসি মেয়র।

     রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ
    খুলনা সিটি করপোরেশনের মেয়র ও খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক বলেছেন,বর্তমান সরকার  সাধারন শিক্ষার পাশাপাশি মাদ্রাসা শিক্ষার প্রতি গুরুত্ব দিয়েছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদ্রাসা শিক্ষা বোর্ড, ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ  হাসিনা ক্ষমতায় এসে মাদ্রাসা শিক্ষাকে সমমান দিয়েছেন।
    এখন উচ্চ শিক্ষায় মাদ্রাসার শিক্ষার্থীরা কলেজ- বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদর মতো সুযোগ পাচ্ছে। চাকুরির ক্ষেত্রে সাধারন শিক্ষার্থীদের মতো মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থীরাও সুযােগ পাচ্ছে। আওয়ামী লীগ সরকারের আমলে মাদ্রাসার যত উন্নয়ন হয়েছে তা পূর্বের কোন সরকারের আমলে হয়নি।
    তিনি বলেন যে,  রামপাল উপজেলার প্রতিটি মাদ্রাসা এক সময় ছিল জরাজীর্ণ। ছাত্র-ছাত্রীদর পড়াশোনা করার মতো পরিবেশ ছিলনা। বর্তমান সরকার সারা দেশের  মতো রামপাল উপজেলার সকল মাদ্রাসা, মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় ও কলেজের  ব্যাপক উন্নয়ন করেছে।
    এত উন্নয়ন করার পরেও এক শ্রেনির মানুষ আওয়ামী লীগ সরকারের উন্নয়ন নিয়ে সমালােচনা করেন, যা অত্যন্ত দুঃখজনক।সরকার শুধু মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়ন করেনি, মাদ্রাসার ছাত্র-ছাত্রীদর উপবৃত্তি দিচ্ছে।বছরের শুরুতেই কোটি কোটি নুতন বই বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে তুলে দিচ্ছে। এসব কিছু সম্ভব হয়ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে।
    তিনি আরও বলেন, শালীনতা বজায় রেখে মাদ্রাসার শিক্ষার্থীদর খেলাধুলায় অংশগ্রহণ করতে উৎসাহ যোগাতে হবে। লেখাপড়ার পাশাপাশি ছাত্র-ছাত্রীদেরকে নিয়মিত শরীর চর্চা করাতে হবে। এতে তাদের শরীর ও মন সুস্থ থাকবে।
    সরকার খেলাধুলার প্রসার ঘটাতে দেশে প্রতি বছর প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করছে। এতে প্রতি বছর গ্রামীন পর্যায় থেকে ভালো ও উদীয়মান খেলোয়াড় তৈরি হচ্ছে। ছাত্র- ছাত্রীরা যাতে নিয়মিত খেলাধুলায় অংশ গ্রহণ করে সেজন্য শিক্ষকদের দায়িত্বশীল ভুমিকা রাখতে হবে। খেলাধুলা শিক্ষার একটি অংশ। ভবিষ্যতের  কথা মাথায় রেখে  ছাত্র-ছাত্রীদের সবার আগ লেখাপড়ায় মনোযাগ দিতে হবে।
    মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় বাগেরহাটের  রামপাল উপজলার ঐতিহ্যবাহী  গোবিন্দপুর  এ জে এস ফাজিল ডিগ্রী মাদ্রাসার  ৩৪ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।
    মাদ্রাসার অধ্যক্ষ মুহাঃ ইউনুছ আলী সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা  চেয়ারম্যান সেখ  মোয়াজ্জেম হোসেন।
    এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ হোসনেয়ারা মিলি, জেলা পরিষদ সদস্য শেখ মনির আহমেদ প্রিন্স, সাবেক ইউপি চেয়ারম্যান গাজী আক্তারুজ্জামান, অধ্যক্ষ শেখ ওলিউর রহমান, আওয়ামী লীগ নেতা গাজী রাশেদুল ইসলাম ডালিম, হাওলাদার জুলফিকার আলি ভুট্টো, কাজী আসাফুজ্জামান বাবুল, মাসুদ বিল্লাল কাবিল, আশরাফুল আযম আকুঞ্জি ও উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাফিজুর রহমানসহ মাদ্রাসার পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, শিক্ষক শিক্ষিকা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।