Author: admin

  • পরকীয়ার জেরে স্ত্রী বটি দিয়ে কুপিয়ে স্বামীকে হত্যা।

    পরকীয়ার জেরে স্ত্রী বটি দিয়ে কুপিয়ে স্বামীকে হত্যা।

    পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীতে মোহরাকিব ইসলাম নামের এক স্বামীকে ধারালো বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে স্ত্রী জিনিয়া ইসলাম। স্বামীর মৃত্যু নিশ্চিত করার পর জিনিয়া ইসলাম থানায় হাজির হয়ে পুলিশের কাছে সারেন্ডার করেন।

    শুক্রবার (১ মার্চ) বিকেল ৫ টার সময় পৌর শহরের কলাতলা আকন্দ বাড়ি এলাকায় এই মর্মান্তিক হত্যাযজ্ঞের ঘটনাটি ঘটেছে।

    পুলিশ সূত্রে জানা যায়,গেলো বছর শহরের কলাতলা আকন্দ বাড়ির ভাড়াটিয়া নজরুল ইসলামের ছেলে মোঃ রাকিব ইসলামের সাথে সদর উপজেলার জুয়েল আকন্দের মেয়ে মোছাঃ জিনিয়া ইসলামের বিয়ে হয়। বিয়ের পর থেকে পারিবারিক কলহের জের ধরে রাকিব তার স্ত্রী জিনিয়াকে শারিরীক ও মানসিক নির্যাতন করতো। সম্প্রতি স্ত্রী জিনিয়ার পরকীয়ার কথা স্বামী জেনে ফেলে। এ কারনে স্বামী-স্ত্রীর মধ্য ঝগড়া ঝাটি হয়।পরে জিনিয়া তার বাবার বাড়ি চলে যায়।

    ১ মার্চ শুক্রবার দুপুরে রাকিব তার স্ত্রী জিনিয়াকে বাবার বাড়ি থেকে বাড়িতে নিয়ে আসে। আসার পথে রাস্তায় স্বামী-স্ত্রীর মধ্যে ফের ঝগড়া শুরু হয়। বাসায় আসার পর রাকিব বিছানায় ঘুমিয়ে পড়ে।এ সুযোগে জিনিয়া ধারালো বটি দিয়ে কুপিয়ে রক্তাক্ত গুরুতর জখম করে। পরে রাত সাড়ে ৮ টার সময় গলায় ওড়না পেঁচিয়ে রাকিবের মৃত্যু নিশ্চিত করে পটুয়াখালি সদর থানায় উপস্থিত হয়ে পুলিশকে স্বামীকে হত্যা করার কথা শিকার করে।

    অতিরিক্ত পুলিশ সুপার আহমদ মঈনুল হাসান জানান, ঘটনাস্থল থেকে নিহত রাকিব আকন্দর মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্টের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।পুলিশ জিজ্ঞাসাদের জন্য জিনিয়াকে আটক করেছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • রাজধানীর ওয়ারির পেশওয়ারাইন রেস্টুরেন্টে আগুন।

    রাজধানীর ওয়ারির পেশওয়ারাইন রেস্টুরেন্টে আগুন।

    ডেস্ক রিপোর্টঃ রাজধানীর ওয়ারির পেশওয়ারাইন রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১ মার্চ) রাত ১০টার পর ওই রেস্টুরেন্টে আগুন লাগে।

    ফায়ার সার্ভিস মিডিয়া সেলের ওয়্যারহাউজ ইনস্পেক্টর আনোয়ারুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুন লাগার খবর পেয়ে সূত্রাপুর ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট ঘটনাস্থলে যায়। রাস্তায় জ্যামের কারণে সিদ্দিকবাজার থেকে আরও ২টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

    ফায়ার সার্ভিস জানায়,শুক্রবার রাত সাড়ে ১০ টার সময় ওয়ারির পেশওয়ারাইন রেস্টুরেন্টের কিচেনে আগুন লেগেছিল। খবর পেয়ে ১০টা ৩২ মিনিটে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের মোট ৫ টি ইউনিটের আগুন নেবানোর জোড় চেষ্টা করে। ১৬ মিনিটের মাথায় এক্সটিংগুইশার ব্যবহার করে রেস্টুরেন্টের আগুন নেভানো হয়েছে।

  • বেইলি রোডের অগ্নিকাণ্ডে নিহত মৌলভীবাজারের এডভোকেট আতাউর রহমান শামীম।

    বেইলি রোডের অগ্নিকাণ্ডে নিহত মৌলভীবাজারের এডভোকেট আতাউর রহমান শামীম।

    মৌলভীবাজার প্রতিনিধি :

    রাজধানী ঢাকা বেইলি রোডের কাচ্চি ভাই রেষ্টুরেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আওয়ামী লীগনেতা ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী যুক্তরাষ্ট্র প্রবাসী আতাউর রহমান শামীম মারা গেছেন।নিহত আতাউর রহমান শামীমের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের শ্রীপুর গ্রামে। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নিজ গ্রামসহ বয়ছে শোকের মাতম।
    নিহত এডভোকেট  শামীমের সঙ্গে থাকা নূরুল আলম জানান, দুর্ঘটনার কিছু সময় আগে তাঁরা দুজন একসঙ্গে  পুরানাপল্টনের হোটেল ক্যাপিটেল থেকে কাচ্চি ভাই রেস্টুরেন্টে কফি খেতে যান।

    ওই রেস্টুরেন্টে অবস্থান নেওয়ার মাত্র পাঁচ মিনিটের মাথায় রেস্টুরেন্টের নিচের দিকে কালো ধোঁয়াসহ কয়েকটি আওয়াজ শুনতে পান। এরপর তারা প্রথমে নিচে নামার চেষ্টা করেন। কিন্তু কালো ধোঁয়ার কুণ্ডলীতে কিছুই দেখা যাচ্ছেনা,তাই সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকেন। এ সময় ভিড়ে আতাউর রহমান শামীমকে আর দেখতে পাননি নূরুল আলম। হেলিপ্যাডের মাধ্যমে তিনি প্রাণে বেঁচে গেলেও অ্যাডভোকেট শামীম আর পরিবারে ফেরা হলোনা, তিনি অগ্নিদগ্ধ হয়ে মারা যান।

    পরিবার সুত্রে জানাজায়, নিহত আতাউর রহমান শামীমের পরিবার যুক্তরাষ্ট্রে বসবাস করে। গত ৪ ফেব্রুয়ারি তাঁর স্ত্রী ও এক কন্যা সন্তান নিয়ে দেশে ফিরেন। আগামী রোববার পরিবারের সদস্যদের নিয়ে তাঁর যুক্তরাষ্ট্রে ফেরার কথা ছিল।

    আতাউর রহমান শামীমের জানাজা  শুক্রবার বিকেল সাড়ে ৫টায় কুলাউড়া নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে মাঠে ও দ্বিতীয় জানাজা বাদ মাগরিব তাঁর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাজার ইউনিয়নের শ্রীপুর গ্রামে অনুষ্ঠিত হয়। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

    এডভোকেট  আতাউর রহমান শামীম রাজনৈতিক জীবনে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা দপ্তর সম্পাদক ও  কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতির দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি ২০০৮ সালে সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে মহাজোটের নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।

  • গুইমারায় পুলিশের বিশেষ অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার।

    গুইমারায় পুলিশের বিশেষ অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার।

    মাটিরাঙ্গা(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ 

    খাগড়াছড়ির গুইমারায় পুলিশের বিশেষ অভিযানে দেশীয় তৈরী অস্ত্রসহ দারাছ চন্দ্র চাকমা(২২) নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।

    শুক্রবার (১ মার্চ) বিকেলে গুইমারার ডাক্তার টিলা এলাকা থেকে ঐ সন্ত্রাসীকে আটক করেছে গুইমারা থানা পুলিশ।

    পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গুইমারা থানার উপ-পরিদর্শক মোঃ আমিনুল ইসলাম ভূঞা সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গুইমারা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ডাক্তার টিলা সাকিনে নাবাং পাড়া বিশ্ব শান্তি বৌদ্ধ বিহারের সামনে রাস্তার উপর বিশেষ অভিযান চালিয়ে দেশীয় তৈরী পিস্তল (পাইপগান) ও দুই রাউন্ড কার্তুজ সহ আঞ্চলিক সন্ত্রাসী দারাছ চন্দ্র চাকমাকে আটক করা হয়েছে।

    আটককৃত সন্ত্রাসী, মাটিরাঙ্গা পৌরসভাধীন ৩নং ওয়ার্ড চাকমা পাড়া এলাকার রাঙ্গা মনি চাকমা’র ছেলে দারাছ চন্দ্র চাকমা।

    অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন জানান, গুইমারাকে সন্ত্রাস মুক্ত রাখতে টিম গুইমারা মাননীয় পুলিশ সুপার জনাব মুক্তা ধর পিপিএম (বার), খাগড়াছড়ি জেলা মহোদয়ের নির্দেশনা মোতাবেক কাজ করে যাচ্ছে। আটককৃত আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে থানায় মামলা রুজু করা হয়েছে।

  • বেইলি রোডের অগ্নিকাণ্ডে নিহত মাধবপুরের প্রবাসীর স্ত্রী ও মেয়ে।

    বেইলি রোডের অগ্নিকাণ্ডে নিহত মাধবপুরের প্রবাসীর স্ত্রী ও মেয়ে।

    মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ
    ঢাকার বেইলি রোডের অগ্নিকাণ্ডে নিহত মাধবপুরের প্রবাসীর স্ত্রী ও মেয়ে। ঢাকার বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামে সাততলা ভবনের অগ্নিকাণ্ডের ঘটনায় মাধবপুরের বিয়াংকা রায় (১৭) ও রুবি রায় (৪০) নামে মা ও মেয়ে নিহত হয়েছেন।রুবি রায় মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের বানেশ্বরপুর গ্রামের পোল্যান্ড প্রবাসী উত্তম কুমার রায়ের স্ত্রী ও বিয়াংকা রায় তার কন্যা।
    বৃহস্পতিবার সন্ধ্যায় মা মেয়ে বেইলি রোডের গ্রিন কোজি কটেজের কাচ্চি ভাই রেস্তোরাঁয় খাবার আনতে গিয়ে অগ্নিকাণ্ডে নিহত হন।
    নিহত বিয়াংকা রায়ের বড় চাচা বিশ্নু রায় জানান, তার ছোট ভাই উত্তম কুমার রায় ১৯৯৬ সালে দক্ষিণ কোরিয়ায় হুন্দাই কোম্পানিতে ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত অবস্থায় সেখানে ফিলিপাইনের নাগরিক রুবি রায়কে বিয়ে করেন। পরবর্তীতে সে ওই কোম্পানির কাজের জন্য পোল্যান্ড যান। এ সময় তিনি স্ত্রী কন্যাকে দেশে রেখে যান। তারা ঢাকার মালিবাগে থাকতেন।খবর পেয়ে উত্তম কুমার রায় পোল্যান্ড থেকে দেশের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। শুক্রবার রাতে তিনি ঢাকায় পৌঁছাবেন এবং শনিবার স্ত্রী ও কন্যার মরদেহ নিয়ে মাধবপুর গ্রামের বাড়িতে আসবেন।
  • উল্লাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সেলিনা মির্জা মুক্তির গণসংযোগ।

    উল্লাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সেলিনা মির্জা মুক্তির গণসংযোগ।

    উল্লাপাড়া (সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের উল্লাপাড়ার সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল লতিফ মির্জার কন্যা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক চেয়ারম্যান পদপ্রার্থী সেলিনা মির্জা মুক্তির ব্যাপক গণসংযোগ করেছেন। শুক্রবার সকালে পৌরশহরের প্রতিটি দোকান ব্যবসায়ী ও আগত ভোটারদের মাঝে গণসংযোগ ও লিফলেট বিতরণ করে দোয়া ও সমর্থন কামনা করেন। এ সময় তার সঙ্গে প্রায় ২ শতাধিক নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

    গণসংযোগকালে দলীয় নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর ঘোষিত স্মার্ট বাংলাদেশ গঠনের রূপরেখা বাস্তবায়নে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে সৎ, যোগ্য ও গণমানুষের জননেতা সেলিনা মির্জা মুক্তি’কে চেয়ারম্যান পদে ভোট ও সমর্থন দিয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।

    এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সেলিনা মির্জা মুক্তির সঙ্গে উপস্থিত ছিলেন উল্লাপাড়া পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, আ’লীগ নেতা মোঃ হাইদুল সরকার, সাবেক ব্যাংকার আলহাজ্ব সেলিম রেজা, যুবলীগ নেতা প্রভাষক উজ্জ্বল হোসেন, শাকিবুল ইসলাম শাকিব সহ অন্যানোরা।

  • মাধবপুরে জাতীয় বীমা দিবসে মেয়াদ পূর্ণ গ্রাহকদের মাঝে চেক বিতরণ।

    মাধবপুরে জাতীয় বীমা দিবসে মেয়াদ পূর্ণ গ্রাহকদের মাঝে চেক বিতরণ।

    নাহিদ মিয়া, মাধবপুর প্রতিনিধিঃ
    করবো বীমা গড়বো দেশ,স্মাট হবে বাংলাদেশ,এই স্লোগান কে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুরে জাতীয় বীমা দিবস উদযাপন করা হয়েছে। বীমা দিবস উপলক্ষে শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
    শুক্রবার (১ মে ) সকালে সাড়ে ১০টার সময় উপজেলায় স্থাপিত বঙ্গবন্ধু প্রতিকৃতির সামনে থেকে জাতীয় বীমা দিবসে’র এক বর্ণাঢ্য র‍্যালি বের করে ঢাকা সিলেট মহাসড়ক হয়ে মাধবপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়।
    এ সময় উপজেলা নিবার্হী অফিসার একেএম ফয়সাল সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আব্দুস সাত্তার বেগ, পল্লী উন্নয়ন কর্মকর্তা ফয়সাল চৌধুরী, এ ভিপি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির লিমিটেড মাধবপুর মনিটরিং এরিয়ার ইনচার্জ মোঃ সেলিম খাঁন,উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক বেনু মাধব রায়,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রীধাম দাশগুপ্ত, উপজেলা যুবলীগের সভাপতি ফারুক পাঠান, আন্দিউড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সুজন রায়, সাংবাদিক সাব্বির হাসান, প্রমুখ। দিবসটি আলোচনা সভায় সঞ্চালনায় করেন উপজেলা যুবলীগের প্রচার প্রকাশনা সম্পাদক ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিঃ মাধবপুর আউলিয়াবাদ অফিসে এজিএম মোঃ সাজু মিয়া।
    এসময় অন্যাের মধ্যে আরোও উপস্থিত ছিলেন মোঃ আশরাফ আলী জোন প্রধান, ইটাখোলা জোন আব্বাস, জালাল উদ্দিন, নজরুল ইসলাম এবং শ্যামল কুমার সহকারী জোনাল ইনচার্জ গণ প্রমুখ।এসময় বীমা গ্রাহকদের মধ্যে বিভিন্ন দাবীর মেয়াদ পূর্ণ ৪০ লক্ষ টাকা চেক বিতরণ করা হয়েছে।
  • মন্ত্রীসভার আকার বাড়ছে-শুক্রবার শপথ গ্রহন।

    মন্ত্রীসভার আকার বাড়ছে-শুক্রবার শপথ গ্রহন।

    ডেস্ক নিউজঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মন্ত্রিসভার আকার বাড়তে যাচ্ছে। এই মন্ত্রিসভায় যুক্ত হতে যাচ্ছেন আরও কয়েকজন সদস্য।

    মন্ত্রিসভায় যারা যুক্ত হবেন শুক্রবার (১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭ টার সময় বঙ্গভবনে তাদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।

    সরকারের বিভিন্ন সূত্র থেকেও মন্ত্রিসভার আকার বৃদ্ধির তথ্য জানা গেছে। তবে নতুন সদস্যের সংখ্যা কত হবে কিংবা তাদের মন্ত্রী কত জন, কত জন প্রতিমন্ত্রী বা কত জন উপমন্ত্রী হবেন, সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গত ১১ জানুয়ারি শপথ নেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ৩৭ সদস্যের নতুন মন্ত্রিসভা। বর্তমান মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী বাদে পূর্ণমন্ত্রী রয়েছেন ২৫ জন এবং প্রতিমন্ত্রী ১১ জন।

    ২৮ ফেব্রুয়ারি বিকেলে সংসদ ভবনের শপথ কক্ষে সংরক্ষিত নারী আসনের সদস্যদের দুই দফায় (৪৮ ও ২ জন) শপথবাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এরপর থেকে মন্ত্রিসভার আকার বাড়ানোর বিষয়টি নেতাকর্মীদের মুখে মুখে আলোচিত হতে থাকে।

    প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ২২৪টি, জাতীয় পার্টি ১১টি ও স্বতন্ত্র প্রার্থীরা ৬২টি আসনে জয় পেয়েছে। এ ছাড়া আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক ওয়ার্কার্স পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) একটি করে আসন পেয়েছে। একটি আসনে জয় পেয়েছে বাংলাদেশ কল্যাণ পার্টি।

  • স্বামী বিচ্ছেদ ঘটনার পর নিজের নাম পরিবর্তনের ঘোষণা দেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।

    স্বামী বিচ্ছেদ ঘটনার পর নিজের নাম পরিবর্তনের ঘোষণা দেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।

    বিনোদন ডেস্কঃ স্বামী বিচ্ছেদ ঘটনার পর নিজের নাম পরিবর্তনের ঘোষনা দেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।গাজীপুরের রকিব সরকারকে বিয়ের পর নিজের নাম রেখেছিলেন মাহিয়া মাহি সরকার। সম্প্রতি তার সঙ্গে বিচ্ছেদ ঘোষণার পর সংযুক্ত সরকার পদবি মুছে ফেললেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নাম বদলে করেছেন মাহিয়া মাহি। ২০১২ সালে শারমীন নিপা থেকে মাহিয়া মাহি নামে চলচ্চিত্রে পরিচিতি পান এই নায়িকা।

    স্বামী রকিব সরকারের সঙ্গে বিচ্ছেদ ঘোষণার পর থেকে সোশ্যাল মিডিয়ায় প্রায়ই একাকিত্ব নিয়ে পোস্ট করছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। অবশেষে নিজের নামটাও বদলে ফেললেন মাহি।

    গত ১৬ ফেব্রুয়ারি এক ভিডিও বার্তায় চিত্রনায়িকা মাহিয়া মাহি বলেন,আমরা দুজন মিলেই এমন সিদ্ধান্ত নিয়েছি। আমাদের মধ্যে কিছু বিষয় নিয়ে সমস্যা রয়েছে। তবে রকিব খুব ভালো মানুষ। তাকে আমি সম্মান করি। অনেক কেয়ারিং সে। খুব দ্রুতই আমরা আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদে যাচ্ছি। কবে আর কীভাবে হবে সেটাও দুজন মিলেই ঠিক করব।

  • রাষ্ট্রপতি পুলিশ পদক পেলেন মাধবপুর থানার ওসি রকিবুল।

    রাষ্ট্রপতি পুলিশ পদক পেলেন মাধবপুর থানার ওসি রকিবুল।

    মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধিঃ
    রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)-সেবা পেয়েছেন হবিগঞ্জের মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রকিবুল ইসলাম খাঁন। বিভিন্ন মামলার রহস্য উদঘাটন, গণমূখী পুলিশী সেবা নিশ্চিত করা, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা, শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য তিনি পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন তিনি।
    মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাজারবাগ পুলিশ লাইনসে জাতীয় পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পদক পরিয়ে দেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম খাঁনকে।
    সূত্রে জানা গেছে, রকিবুল ইসলাম খাঁন ঢাকা বাড্ডা থানার এলাকার কৃতি সন্তান। তিনি মুসলিম সম্ভ্রান্ত পরিবারে ১৯৮৩ সালে জন্মগ্রহণ করেন। তেজগাঁ কলেজ থেকে অনার্স ও সরকারি তিতুমীর কলেজ ঢাকা থেকে মাস্টার্স সম্পন্ন করেন । রকিবুল ইসলাম খাঁন পুলিশ বাহিনীতে সাব-ইনন্সপেক্টর হিসেবে ২০০৭ সালে যোগদান করেন। বিশেষ কাজের অবদানে এর আগে তিনি কমিশনার এওয়ার্ড, আইজিপি পদক ও জাতিসংঘ শান্তি রক্ষা পদক পুরষ্কার প্রাপ্ত হয়েছেন। এছাড়া তিনি দেশ ও দেশের বাইরে বিশেষায়িত প্রশিক্ষণ নিয়েছেন।
    ওসি রকিবুল ইসলাম খাঁন জানান, সততা, নিষ্ঠা, কর্তব্য ও উত্তম পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে আমি বাংলাদেশ পুলিশ বাহিনীর সর্বশেষ পদক রাষ্ট্রপতি পুলিশ পদকে ভূষিত হয়েছি।
    তিনি আরও জানান, আমি আমার চাকুরি জীবনে শেষ দিন পর্যন্ত আমার ওপর অর্পিত দায়িত্ব শত ভাগ সততার সহিত পালন করে যেতে চাই।
    অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালনকালে সার্বিক নির্দেশনা প্রদান ও সহযোগিতার জন্য জেলা পুলিশ সুপারসহ সকল সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
    উল্লেখ্য:-পুলিশের এ সর্ব্বোচ স্বীকৃতি রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পদে যারা ভূষিত হন তারা এককালীন অর্থ ও প্রতিমাসে ভাতা পান এবং নামের শেষে পদক উপাধি হিসেবে ব্যবহার করতে পারবেন।