Author: admin

  • নীলফামারীতে পৃথক স্থানে মিতালি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে দুই জনের মৃত্যু।

    নীলফামারীতে পৃথক স্থানে মিতালি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে দুই জনের মৃত্যু।

    নিজেস্ব প্রতিবেদকঃ নীলফামারীর সদর উপজেলায় পৃথক স্থানে মিতালি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে আনিসা বেগম(৫৫) ও সৌরভ চন্দ্র(২০) নামের দুই জনের মৃত্যু হয়েছে।

    ৩ মার্চ রোববার দুপুরে সদর উপজেলার চওড়া ও সঙ্গলশীর সূবর্ণখুলী এলাকায় এমন মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে।

    নিহতরা হলেন চওড়া বড়গাছা ইউনিয়নের দক্ষিণ চওরা গ্রামের তছির উদ্দিনের স্ত্রী আনিসা বেগম ও সংগলশী ইউনিয়নের সূর্বণখুলী গ্রামের মানিক চন্দ্রের ছেলে সৌরভ চন্দ্র।

    পুলিশ সূত্রে জানা যায় রোববার সকাল ১১ টার সময় মিতালি এক্সপ্রেস ট্রেনটি পার্তীপুর থেকে চিলাহাটির দিকে যাওয়ার পথে সূর্বণখুলী এলাকায় ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্য শ্রবনে প্রতিবন্ধী সৌরভ চন্দ্র মারা যায়।

    অপর দিকে দক্ষিণ চওড়া এলাকায় চোখে কম দেখা নারী আনিসা বেগম রেললাইন পাড় হওয়ার সময় একই ট্রেনে কাটা পড়ে মারা যায়।

    সৈয়দপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাকিউল আজম এ তথ্য নিশ্চিত করেন।তিনি জানান নিহতদের পরিবার থেকে কোন অভিযোগ না থাকায় তাদের সতকারের জন্য পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

  • মাধবপুরে চা বাগান থেকে ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার।

    মাধবপুরে চা বাগান থেকে ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার।

    মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ
    হবিগঞ্জের মাধবপুর উপজেলার চা বাগান থেকে ফজল মিয়া (৪৫) নামের এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করছে পুলিশ। উদ্ধার হওয়া ব্যাক্তি মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের মাদারগড়া পূর্বপাড়া গ্রামের মৃত ইয়াকুব মিয়ার ছেলে।
    রবিবার (৩ মার্চ) দুপুর সোয়া ১১ টার সময় উপজেলার নোয়াপাড়া চা বাগানের ২৫ নম্বর সেকশনে এলাকার লোকজন তার ক্ষতবিক্ষত মরদেহ দেখতে পায়।
    খবর পেয়ে মাধবপুর-চুনারুঘাট (সার্কেল) সিনিয়র সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী ও মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রকিবুল ইসলাম খান এর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছেন।
    স্থানীয় সূত্রে জানা যায়, ফজল মিয়া কৃষি জমিতে  কাজ করতেন। শনিবার দুপুরেও সে চাচাতো ভাইয়ের জমিতে কাজ করেছে, বিকেল ৩টার পর থেকে তাকে খোঁজে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজি করতে গিয়ে রবিবার দুপুরে স্থানীয় লোকজন চা বাগানের ভেতর তার মৃতদেহ দেখেতে পেয়ে মাধবপুর থানার পুলিশকে খবর দেয়।
    মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মোঃরকিবুল ইসলাম খান এ তথ্যর সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য লাশ হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
  • মাটিরাঙ্গায় ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    মাটিরাঙ্গায় ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    মাটিরাঙ্গা(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ

    খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ৫৩ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাটি রাঙ্গা থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আকাশ বড়ুয়া(২৮), জয় বড়ুয়া(২৬) ও চেংলামো মারমা(২৮) নামের তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

    রবিবার (৩ মার্চ) দুপুরে খাগড়াছড়ি পুলিশ সুপারের লিখিত এক প্রেস ব্রিফিংয়ে জানান, শনিবার রাত প্রায় দশ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা থানার একটি আভিযানিক চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে মাটিরাঙ্গা পৌরসভার ০৬নং ওয়ার্ডের মাটিরাঙ্গা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে ৫৩ পিস ইয়াবাসহ আকাশ বড়ুয়া(২৮), জয় বড়ুয়া(২৬) ও চেংলামো মারমা(২৮) কে আটক করা হয়েছে।

    গ্রেফতারকৃতরা হলেন,মাটিরাঙ্গা পৌরসভাধীন ৮নং ওয়ার্ডের মিস্ত্রীপাড়া এলাকার প্রমতোষ বড়ুয়ার ছেলে আকাশ বড়ুয়া। মাটিরাঙ্গা পৌরসভাধীন ৬নং ওয়ার্ড টিএন্ডটি টিলা এলাকার রাজু বড়ুয়া’র ছেলে জয় বড়ুয়া। এবং খাগড়াছড়ি পৌরসভাধীন ৯নং ওয়ার্ডের বটতলী কালা দাবা এলাকার থৈয়ারী মারমা’র ছেলে চেংলামো মার্মা।

    পুলিশ সুপার মুক্তা ধর জানান, গ্রেফতারকৃত আসামীগনের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু  করতঃ আসামীগনকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে এমন অভিযান অব্যাহত থাকবে।

  • ঠাকুরগাঁওয়ে শিক্ষক রবীন্দ্র দেবনাথের আত্মহত্যা।

    ঠাকুরগাঁওয়ে শিক্ষক রবীন্দ্র দেবনাথের আত্মহত্যা।

     ঠাকুরগাঁও প্রতিনিধি: দারিদ্র্যের ছোবলে নীল হচ্ছে মানুষ। দৈনন্দিন চাহিদা মেটাতে সুদখোর, দাদন ব্যবসায়ীদের কাছ থেকে চড়া সুদে ঋণ নিচ্ছে ব্ল্যাংক চেক এবং স্ট্যাম্প বন্ধক রেখে। এতে চেক ডিজঅনারের মামলায় পড়ছে। স্ট্যাম্পে স্বাক্ষর থাকায় পড়ছে লাখ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার মামলায়। এভাবে মামলায় জর্জরিত হচ্ছেন গরবী মানুষ। হামলা,মামলা এমনকি ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে আত্মহত্যার ঘটনাও ঘটছে।
    গত বুধবার (২৮ ফেব্রুয়ারি) বাঁশঝাড় থেকে চরণখোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্র দেবনাথ (৫৫) এর মরদেহ উদ্ধান করেন ভুল্লী থানা পুলিশ। ঋণের চাপ সইতে না পেরে তিনি ‘আত্মহত্যা’ করেছেন বলছে পুলিশ। তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নের কেশুরবাড়ী তাঁতিপাড়া এলাকা বাসিন্দা।
    স্কুলশিক্ষক রবীন্দ্র দেবনাথের ছোট ভাই কৃষ্ণ চন্দ্র দেবনাথ সেদিন সাংবাদিকদের বলেছিলেন দাদা বিকালে স্থানীয় একটি বাজারে যান। রাত ১০টার দিকে বাড়ির পাশে একটি বাঁশঝাড়ে দাদাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান প্রতিবেশীরা। দাদা বিভিন্ন জায়গা থেকে ঋণ নিয়েছিলেন। সেগুলো পরিশোধে ব্যর্থ হওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন, সে কারণে হয়ত আত্মহত্যা করেছেন। তার মৃত্যু পরিবারের কোনো অভিযোগ নেই বলে তিনি জানান। তবে কত টাকা ঋণ তা নিশ্চিত করে বলতে পারেননি নিহতের ছোট ভাই।
    গতকাল শনিবার (২মার্চ) নিহতের ভাগিনা রাজিব দেবনাথ রাজু  জানান, তাঁর মামা রবীন্দ্র দেবনাথের কোন ঋণ ছিলো না। তাঁর জমি-জায়গা অনেক। ঋণের করার কোন প্রশ্নেই আসে বলেন জানান তিনি।
    একই পরিবারের দুই ব্যাক্তির দু’ধরণের বক্তব্যের কারণ খুঁজতে এই প্রতিবেদক কথা বলে স্থানীয়দের সঙ্গে। স্থানীয়রা বলছেন, রবীন্দ্র দেবনাথ ঋণগ্রস্ত ছিলেন। এনজিও’র লোক তাঁর বাড়িতে আসতো কিস্তির জন্য। টাকা না পেয়ে এনজিও কর্মীরা অপমান-অপদস্ত করে চলে যান। কিস্তি পরিশোধে ব্যর্থ হয়ে অপমান সহ্য করতে না পেরে তিনি গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। এমন মৃত্যু মেনে নেওয়া যায় না। বিষয়টি খতিয়ে দেখা দরকার।
    তারা আরো জানান, ঋণের পাশাপাশি ঠাকুরগাঁওয়ে সুদের কারবারে জড়াচ্ছেন দরিদ্ররা। এতে সর্বস্বান্ত হচ্ছে মানুষ। বছরের পর বছর কিস্তি দিয়েও শোধ হচ্ছে না ঋণ। কিস্তির টাকা আদায়ের নামে দরিদ্র মানুষের ওপর চলে এনজিও-দাদন ব্যবসায়ীদের তাণ্ডব। এতে ওই শিক্ষকের  মতো কেউ জীবন দিলেও তাদের দাপট কমে না। এলাকাবাসীরও ধারণা রবীন্দ্র দেবনাথ ঋণের গলায় দড়ি দিয়েছেন।
    এই প্রতিবেদক কথা বলেন নিহতের কর্মস্থল চরণখোলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, দপ্তরি ও ম্যানেজিং কমিটির সভাপতি নরেশ চন্দ্র রায়ের সঙ্গে। সেখানে মিলে ভিন্ন তথ্য।
    স্কুলের দপ্তরি জানান, স্যার অনেক ঋণগ্রস্ত ছিলেন। প্রায় সময় দাদন ব্যবসায়ীরা স্কুলে আসতো টাকার জন্য। টাকা দিতে না পারলে তারা স্যারকে সবার সামনে অপমান করতো। তবে কত টাকা ঋণ তা জানতে চাইলে তিনি বলেন প্রায় ১৫-২০ লাখ টাকা। আর সভাপতি বলেন, রবীন্দ্র দেবনাথের কাছে কিছু লোক টাকা পেতো। তিনি খুবই চাপে ছিলেন। মৃত্যুর কয়েক ঘন্টা আগে তিনি অনেকের সাথে দেখা করেছেন, কথা বলেছেন। আমাকেও ডেকে ছিলো কথা বলার জন্য। কিন্তু আপসোষ শেষ কথা আর হলো না আমাদের।
    নাম প্রকাশের অনিচ্ছুক একবৃদ্ধ বলেন, এনজিও কর্মী ও দাদন ব্যবসায়ীদের চাপেই রবীন্দ্র দেবনাথ গলায় ফাঁস দিয়েছে। দাদন ব্যবসায়ী মমিন, হেলাল হোসেন, আসরাফ আলী, আতাউর ও জাহাঙ্গীর প্রতিনিয়তই হাট-বাজারে পথরোধ করে টাকার জন্য অপমান করতো। টাকা দিতে না পারলে সই করে ফাঁকা স্ট্যাম্প নিতো। এই দাদন ব্যবসায়ীদের জন্য অনেক মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে।
    অভিযোগ প্রসঙ্গে কথা হয় হেলাল হোসেনের সঙ্গে। তিনি টাকা পাবার কথা স্বীকার করে বলেন, নিহতের কাছে সাড়ে ৫ লাখ টাকা পাবেন তিনি। ২৩ সালের ১২ ডিসেম্বর পঞ্চগড়ে জমির মামলা আছে বলে রবীন্দ্র দেবনাথ ও তাঁর স্ত্রী দুই মাসের শোধ করবেন মর্মে টাকা গুলো নেন।
    তিনি আরো বলেন, আসরাফ আলী নামে একব্যাক্তি রবীন্দ্র দেবনাথের কাছে টাকা পেতো। সময় মতো টাকা না পাওয়ায় আসরাফ আলী ১৮ লাখ টাকা আত্নসাতের অভিযোগে আদালতে তিনটি মামলা দায়ের করেন। তবে এব্যাপারে আসরাফ আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজী হননি।
    সমাজ উন্নয়ন কর্মী মনিরুজ্জামান মিলন বলেন, স্বাধীনতার ৫২ বছরেও যদি ঋণের বোঝা মাথায় নিয়ে আত্মাহুতি দিতে হয়, মানুষ হিসেবে এর থেকে লজ্জার কিছু হতে পারেনা। ঠিক কতটা চাপে থাকলে একজন শিক্ষক, একজন বাবা এই পথ বেছে নিতে পারেন। মধ্যবিত্ত হয়ে জন্মানোটাই কি তবে আজন্ম পাপ? আমার মতে, ঋণের নামে রক্তচোষা এইসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনতিবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত।
    ঠাকুরগাঁও আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক (সাবেক) অ্যাড. ইমরান হোসেন চৌধুরী বলেন, কেউ যদি কাউকে আত্মহত্যার প্ররোচিত বা মানসিকভাবে চাপ সৃষ্টি করে সেক্ষেত্রে বাংলাদেশের প্রচলিত আইনে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার অধিকার রয়েছে। তবে ফৌজদারি অপরাধের ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টিতে আসলে আইনশৃঙ্খলা বাহিনীর নিজেই উদ্যোগী হয়ে মামলা করতে পারবেন বলে জানান তিনি।
    এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান ফয়জুর রহমান সাংবাদিকের বলেন, রবীন্দ্র দেবনাথ বিভিন্ন জায়গা থেকে ঋণ নিয়ে পরিশোধ করতে না পেরে মানসিক চাপে ছিলেন। ঋন পরিশোধে ব্যর্থ হয়ে চাপের মুখে তিনি হয়তো আত্মহত্যা করেছেন।
    এ বিষয়ে ভুল্লী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দীন বলেন,  শিক্ষক রবীন্দ্র দেবনাথের পরিবার থেকে জানানো হয় তিনি ঋণগ্রস্ত ছিলেন। ঋণের চাপ সইতে না পেরে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। অভিযোগ না থাকায় স্কুল শিক্ষকের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
  • সোমবার যে সব এলাকায় তিতাসের গ্যাস থাকবে না।

    সোমবার যে সব এলাকায় তিতাসের গ্যাস থাকবে না।

    ডেস্ক রিপোর্টঃ তিতাস গ্যাস অ্যান্ড ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড রোববার (৩ মার্চ) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন বা অপসারণ কাজের জন্য সোমবার (৪ মার্চ) দেশের বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

    বিজ্ঞপ্তিতে আরোও বলা হয়েছে,সোমবার সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত মোট ১৬ ঘণ্টা গোদনাইল,এনায়েতনগর,বৌ বাজার,লাকী বাজার, হাজীগঞ্জ,ওয়াবদাপুল,কাইয়ুমপুর ফতুল্লা,সস্তাপুর, জেলখানা সড়ক,হাজীগঞ্জ মোড় থেকে শিবু মার্কেট হয়ে পোস্ট অফিস রোড,পঞ্চবটি,মাইজদাইর,চাষাঢ়া ইজদাইর,খানপুর,কিল্লারপুল,তল্লা, কুতুবাইল,দাপা ইদ্রাকপুর, ধর্মগঞ্জ,তক্কারমাঠ,পাগলা,চিতাশাল, দেলপাড়া, জালকুড়ি,নয়ামাটি, ভুঁইগড়,কুতুবপুর ইউনিয়ন,ঢাকা ম্যাচ, সেনপুর, মোক্তারপুর, নারায়ণগঞ্জ বিসিক এলাকা,কাশিপুর ইউনিয়ন থেকে পঞ্চবটি হয়ে মোক্তারপুর পর্যন্ত এলাকা, ধর্মগঞ্জ, শাসনগাঁও, সিদ্ধিরগঞ্জ,আদমজী, সাহেবপাড়া, মিজমিজি হতে চিটাগাং রোড, সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানার আওতাধীন সংশ্লিষ্ট এলাকা, মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জ শহরের আশেপাশের এলাকায় গ্যাস সরবরাহ বিঘ্নিত বা স্বল্পচাপ বিরাজ করতে পারে।

    তিতাস বলেছে, এই এলাকাগুলোর সব শ্রেণির গ্রাহকের জন্যই কাল গ্যাস সরবরাহ ১৬ ঘণ্টা বন্ধ থাকবে। একই সময় আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্যাস গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

  • উল্লাপাড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নারীর মৃত্যু-ট্রাক আটক।

    উল্লাপাড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নারীর মৃত্যু-ট্রাক আটক।

    উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

    সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরশহরের শ্যামলীপাড়া বাসস্ট্যান্ডে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মনিজা  খাতুন (৪৩) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

    ৩ মার্চ রবিবার সকালে ওই নারী রাস্তা পারাপারের সময় পাবনাগামী (ঢাকা-মেট্রো-ট-২২-৪৫৭৫) নং একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে গিয়ে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ। নিহত মনিজা খাতুন (৪৩) উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের মিলপাড়া গ্রামের হোসেন আলীর স্ত্রী।

    নিহত মনিজার ছেলে মনিরুল ইসলাম জানান, তার মা মনিজা তার অসুস্থ খালাকে নিয়ে ডাক্তার দেখাতে বাড়ী থেকে পাবনাতে যাচ্ছিল। উল্লাপাড়ার শ্যামলীপাড়া বাসস্ট্যান্ড থেকে বাসে উঠতে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটেছে।

    প্রত্যক্ষদর্শী হযরত আলী জানান, পথচারী ওই নারী তার স্বজনদের নিয়ে রাস্তার পশ্চিম থেকে পূর্বপাড়ে যাচ্ছিলো। রাস্তা পারাপরের সময় বগুড়া থেকে পাবনাগামী একটি ট্রাকে ধাক্কা খেয়ে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

    হাটিকুমরুল হাইওয়ে থানার পুলিশ জানায়, রাস্তা পারাপারের সময় ট্রাকের চাপায় পথচারী এক নারীর মৃত্যু হয়েছে। ট্রাকটিকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

  • ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি-রাকিম,সম্পাদক-নাছির।

    ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি-রাকিম,সম্পাদক-নাছির।

    ডেস্ক রিপোর্টঃ সংগঠন শক্তিশালী না হওয়ার খেসারত গত নির্বাচনে দিতে হয়েছে দলটিকে। বিপুল সমসমর্থন থাকা সত্ত্বেও সরকারের বিরুদ্ধে শক্ত কোনো আন্দোলন গড়ে তুলতে পারেনি বিএনপি। এ নিয়ে দলটির নেতাকর্মীদের মধ্যে কিছুটা হতাশাও বিরাজ করছে।

    দলকে স্বাভাবিক রাজনীতিতে ফিরিয়ে সরকার বিরোধী আন্দোলন চাঙা করতে অঙ্গ-সংগঠন গোছানোয় মনোযোগ দিয়েছে বিএনপির হাইকমান্ড। এর অংশ হিসেবে ছাত্রদলের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি দেওয়া হয়েছে।

    কেন্দ্রে রাকিবুল ইসলামকে সভাপতি ও নাছির উদ্দীনকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে৷ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটির সভাপতি হয়েছেন গণেশ চন্দ্র রায় এবং সাধারণ সম্পাদক করা হয়েছে নাহিদুজ্জামান শিপনকে।

    শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটি গঠনের কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি হওয়া রাকিব সংগঠনের সদ্য সাবেক কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আর সাধারণ সম্পাদক হওয়া নাছির একই কমিটির সহসভাপতি ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্ব পাওয়া গণেশ ও শিপন দুজনই সদ্য সাবেক বিশ্ববিদ্যালয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

    রাকিবুল ইসলাম ২০০৬-০৭ শিক্ষাবর্ষের ফজলুল হক মুসলিম হলের পদার্থবিজ্ঞান বিভাগের এবং নাছির ২০০৭-০৮ শিক্ষাবর্ষের স্যার এ এফ রহমান হল ও ইসলামিক স্টাডিজের ছাত্র।

    আর ঢাবি শাখার নেতৃত্ব পাওয়া গণেশ জগন্নাথ হলের ২০১০-১১ শিক্ষাবর্ষের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এবং নাহিদুজ্জামান ২০১১-১২ শিক্ষাবর্ষের স্যার সলিমুল্লাহ মুসলিম হল এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ছাত্র।

    রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদের নেতৃত্বাধীন বিদ্যমান কমিটি বিলুপ্ত করে কেন্দ্রীয় ছাত্রদলের সাত সদস্যবিশিষ্ট নতুন আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে রাকিবুল ইসলামকে সভাপতি এবং নাছির উদ্দীনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটিতে আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়াকে জ্যেষ্ঠ সহসভাপতি, শ্যামল মালুমকে জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক, আমানউল্লাহ আমানকে সাংগঠনিক সম্পাদক, মো. জাহাঙ্গীর আলমকে দপ্তর সম্পাদক এবং শরিফ প্রধান শুভকে প্রচার সম্পাদক করা হয়েছে।

    উল্লেখ্য, ২০২২ সালের ১৭ এপ্রিল কাজী রওনাকুল ইসলাম শ্রাবণকে সভাপতি ও সাইফ মাহমুদ জুয়েলকে সাধারণ সম্পাদক করে ছাত্রদলের কমিটি অনুমোদন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওই বছরের ১২ এপ্রিল কেন্দ্রীয় কমিটির সঙ্গে বৈঠকে সংগঠনের অভিভাবক হিসেবে সর্বসম্মতিক্রমে ছাত্রদলের গঠন-পুনর্গঠন বিষয়ে যাবতীয় ক্ষমতা তারেক রহমানকে দেওয়া হয়। পরে গত বছরের ৮ আগস্ট হঠাৎ করেই শ্রাবণকে সরিয়ে দিয়ে সিনিয়র সহসভাপতি রাশেদ ইকবাল খানকে ভারপ্রাপ্ত সভাপতি করেন তিনি।

  • বেইলি রোডে অগ্নিকাণ্ডে নিহত মাধবপুরের সেই মা-মেয়ের অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন।

    বেইলি রোডে অগ্নিকাণ্ডে নিহত মাধবপুরের সেই মা-মেয়ের অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন।

    নাহিদ মিয়া,মাধবপুর প্রতিনিধি:
    ঢাকার বেইলি রোডের গ্রিন কোজি কটেজে অগ্নিকাণ্ডে ঘটনায় মাধবপুরের মা ও মেয়ে ভিয়াংকা রায় (১৭) ও রুবি রায়ের (৪০) অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। শনিবার (২ মার্চ) বিকেল ৪ টায় তাদের গ্রামের বাড়ি হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের বানেশ্বরপুর গ্রামে তাদের অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়।
    এর আগে  দেশে ফিরে স্ত্রী ও মেয়ের মরদেহ গ্রহণ করেন পোল্যান্ড প্রবাসী ইঞ্জিনিয়ার উত্তম কুমার রায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপালের হিম ঘর থেকে শনিবার (২ মার্চ) সকলে তিনি স্ত্রী ও মেয়ের মরদেহ গ্রহণ করেন।
    বিষয়টি নিশ্চিত করে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম ফয়সাল বলেন, বিষয়টি দুঃখজনক। জরুরি কাজ থাকার যেতে পারিনি। তবে ইউপি চেয়ারম্যানকে উপস্থিত থাকতে বলেছি।
    মাধবপুর উপজেলার চৌমুহনী ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ বলেন, এটি খুবই মর্মান্তিক ঘটনা। অকালে দুটি প্রাণ চলে গেলো। এতে আমরা মর্মাহত। ওই পরিবার যাতে শোক সইতে পারে আমরা সে দোয়া করি।
    জানা গেছে, পোল্যান্ড প্রবাসী উত্তম কুমার রায়ের মেয়ে বিভাঙ্কা রায় ঢাকার গ্রেটওয়ে ইন্টারল্যাশনাল স্কুলের এ লেভেলের শিক্ষার্থী। তিনি তার মা ফিলিপাইন নাগরিক রুবি রায়ের সঙ্গে ঢাকার মালিবাগে থাকতেন।
    বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে বেইলি রোডের ‘কাচ্চি ভাইয়ে’ খেতে গিয়েছিলেন মা ও মেয়ে। খাবার শেষে বাসায় ফেরার কথা থাকলেও সেটি আর সম্ভব হয়নি। আগুনে পুড়ে মারা যান তারা।
  • রাজধানীর গাউসুল আজম মার্কেটে আগুন।

    রাজধানীর গাউসুল আজম মার্কেটে আগুন।

    ডেস্ক রিপোর্টঃ রাজধানীর নিউমার্কেট এলাকার গাউসুল আজম মার্কেটে আগুন লেগেছে। শনিবার (২ মার্চ) বিকেল সাড়ে চারটার দিকে এ আগুন লাগে বলে জানা গেছে। আগুনের খবর পেয়ে নিয়ন্ত্রণে ছুটে গেছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট।

    ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ইউনিট দুইটি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এর বেশি ইউনিট দরকার হবে না বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি সংস্থাটি।

    এদিকে, গত বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে রাজধানীর বেইলি রোডে বহুতল এ ভবনটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটের দিকে এ আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জনের প্রাণ গেছে। এছাড়া, হাসপাতালে চিকিৎসাধীন ৫ জনের অবস্থাও আশঙ্কাজনক।

    ভবনটিতে কাচ্চি ভাই রেস্টুরেন্ট ছাড়াও স্যামসাংয়ের শোরুম, গ্যাজেট অ্যান্ড গিয়ার, ইলিন, খানাস ও পিৎজা ইনের আউটলেট ছিল বলে জানা গেছে।

    এই ক্ষত না শুকাতেই গতকাল শুক্রবার রাতেও রাজধানীর ওয়ারীতে ‘পেশওয়ারাইন’ নামের রেস্টুরেন্টে আগুন লাগে। তাতে বড় কোনো ক্ষতি হয়নি।

     

  • আফগানিস্তানের ভারী তুষারপাতে নিহত-১৫।

    আফগানিস্তানের ভারী তুষারপাতে নিহত-১৫।

    আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে ভারী তুষারপাতে ১৫ ব্যক্তির মৃত্যু হয়েছে । এ ছাড়াও আহত হয়েছে প্রায় ৩০ ব্যাক্তি।তিন দিনের ভারী তুষারপাতে এসব হতাহতের ঘটনা ঘটেছে। শনিবার (২ মার্চ) আফগান তোলো নিউজের বরাতে এসব তথ্য জানিয়েছে এনডিটিভি।

    মানুষের প্রাণহানি ছাড়াও এবারের তুষারপাতে ব্যাপক হারে গবাদিপশু নিহত হয়েছে। ইতিমধ্যে ১০ হাজারের মতো গবাদিপশু নিহত হয়েছে বলে জানিয়েছে তোলো নিউজ।

    সার-ই-পুলের বাসিন্দা আব্দুল কাদির মানুষের মধ্যে বিদ্যমান উদ্বেগ প্রকাশ করে বলেছেন, তুষারপাত চলছে। খুব ভয়াবহভাবে তুষার পড়ছে। মানুষ উদ্বিগ্ন হয়ে পড়েছেন। কেননা তাদের গবাদিপশু মারা যাচ্ছে। অনেক রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে। খুব কম যানবাহন চলাচল করছে।
    তালেবান সরকারের কৃষি, সেচ ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মুখপাত্র মিসবাহ উদ্দিন মুস্তাইন বলেছেন, সব প্রদেশে কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটি অবরুদ্ধ সড়ক খোলা, ক্ষতিগ্রস্ত সম্প্রদায়ের মানুষকে খাবার ও পশুখাদ্য বিতরণ এবং ভারী তুষারপাতে আটকে পড়াদের উদ্ধার করতে সক্রিয়ভাবে কাজ করছে।

    ইতিমধ্যে এই বিপর্যয় মোকাবিলায় বিভিন্ন মন্ত্রণালয়ে সমন্বয়ে কমিটি গঠন করেছে আফগান সরকার। মানুষকে সহায়তা দেওয়ার পাশাপাশি গবাদিপশুর মালিকদের ক্ষয়ক্ষতি মোকাবিলায় দিকে মনোযোগ দেবেন কমিটির সদস্যরা। ইতিমধ্যে বলখ, জাওজান, বাদঘিস, ফারিয়াব ও হেরাত প্রদেশে পশু মালিকদের সহায়তার জন্য পাঁচ কোটি আফগান মুদ্রা বরাদ্দ দেওয়া হয়েছে।