Author: admin

  • মৌলভীবাজারে ট্রাকচাপায় মোটরসাইকেলের চালক নিহত।

    মৌলভীবাজারে ট্রাকচাপায় মোটরসাইকেলের চালক নিহত।

    নিজস্ব প্রতিবেদকঃ মৌলভীবাজারের জুড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক আব্দুস সামাদ (২২) নামের এক নিহত হয়েছেন।
    মঙ্গলবার ০৫ মার্চ ২০২৪ইং, সকাল সাড়ে ১১টার সময় উপজেলার মক্তদির বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
    সামাদ কুলাউড়া উপজেলার জয়চন্ডি ইউনিয়নের আব্দুর রশিদের ছেলে। বর্তমানে সামাদের পরিবার জুড়ী উপজেলার গোয়ালবাড়ী এলাকায় থাকেন।
    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জুড়ী উপজেলার প্রবেশমুখ মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে একটি ট্রাক মোটরসাইকেলে চাপা দেয়। এ সময় মোটরসাইকেলচালক আব্দুস সামাদ ট্রাকের চাকার নিচে পড়ে পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাকে সেখান থেকে উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
    তার মামা সিএনজিচালক ইসলাম উদ্দিন বলেন, আব্দুস সামাদের বাবা আব্দুর রশীদ জুড়ী ভবানীগঞ্জ বাজারের ইনজাদ আলী মার্কেটে দর্জির কাজ করেন। সামাদ তার নানা বাড়ি বাছিরপুরে থাকত। তিনি কিছুদিনের মধ্যে প্রবাসে যাওয়ার কথা ছিল। তার প্রবাস যাত্রার স্বপ্ন পুরণ হলো না।
    জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) হুমায়ুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। ঘটনার পর ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
  • গুইমারায় ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী রাসেল বড়ুয়া আটক।

    গুইমারায় ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী রাসেল বড়ুয়া আটক।

    মাটিরাঙ্গা(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ

    খাগড়াছড়ির গুইমারায় ১২ পিস ইয়াবাসহ রাসেল বড়ুয়া(২৫)কে আটক করেছে গুইমারা থানা পুলিশ।

    মঙ্গলবার (০৫ মার্চ) বিকেলের দিকে গোপন সংবাদের ভিত্তিতে গুইমারা থানার এসআই মোঃ আমিনুল ইসলাম ভূঁঞা এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে গুইমারা ইউপির ০৬ নং ওয়ার্ডের ডাক্তার টিলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১২ পিস ইয়াবাসহ রাসেল বড়ুয়া কে আটক করা হয়েছে।

    আটককৃত ব্যক্তী, গুইমারা ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড ডাক্তার টিলা এলাকার মৃনাল বড়ুয়া’র ছেলে রাসেল বড়ুয়া।

    গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুল আমিন জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।মাদকাসক্ত ব্যক্তি’ পরিবার – সমাজ ও দেশের জন্য অভিশাপ। সমাজকে মাদকের ছোবল থেকে মুক্ত করতে সকলকে এগিয়ে আসার আহবান জানান তিনি।

  • মাটিরাঙ্গায় সিএনজি ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন।

    মাটিরাঙ্গায় সিএনজি ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন।

     মাটিরাঙ্গা(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ
    বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অটোরিক্সা ও সিএনজি চালক সমবায় সমিতি লিমিটেট এর ২০২৪ খ্রি. এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।

    মঙ্গলবার (৫মার্চ) দিনব্যাপী মাটিরাঙ্গা অটোরিক্সা ও সিএনজি চালক সমবায় সমিতি লি: এর কার্যালয়ে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

    দিনব্যাপী ভোট গ্রহণ ও গণনা শেষে ফলাফল ঘোষণা করেন  উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হুমায়ুন কবির পাটোয়ারী।

    তৃতীয় বারের মতো বিনা প্রতিদ্বন্দ্বীতায় পুনরায় সভাপতি পদে নির্বাচিত হন বর্তমান সভাপতি মো. আব্দুস সোবহান। মো. দেলোয়ার হোসেন  সহ-সভাপতি পদে হরিণ প্রতীক নিয়ে ১০৩ ভোট পেয়ে নির্বাচিত হন। মো. নুর নবী দোয়াত কলম প্রতীক নিয়ে সাধারণ সম্পাদক পদে ১৪১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আনারস প্রতীক নিয়ে পান ৬৭ ভোট। নির্বাচিত অন্য সদস্যরা হচ্ছেন, মো. নুর উদ্দিন, মো. এমদাদ মিয়া, মো. মোতালেব, মো. আরমান হোসেন, মো. শাহিন, এবং মোহাম্মদ আলী।

    নির্বাচন পরিচালনায় সহযোগিতা করেন উপজেলা সমবায় কর্মকর্তা মো: আমান উল্ল্যাহ খান। নির্বাচন কমিশনার মো. আবুল হাসেম।

    এদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাটিরাঙ্গা থানার এসআই মাসুদ আলম পাটোয়ারী, এএসআই মো:  কামরুল আরেফিন চৌধুরী উপস্থিত ছিলেন।

    প্রসঙ্গত, মাটিরাঙ্গায় অটোরিক্সা ও সিএনজি চালক সমবায় সমিতি লি এর সর্বমোট ২৩১ ভোটারের মধ্যে ২১০ ভোটার নির্বাচনে ভোট  দিয়েছেন।

  • কোম্পানীগঞ্জে সপ্তম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা।

    কোম্পানীগঞ্জে সপ্তম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা।

    কোম্পানীগঞ্জ(নোয়াখালী)প্রতিনিধিঃ

    নোয়াখালীর কোম্পানীগঞ্জে সপ্তম শ্রেণির এক ছাত্রী শিক্ষককের উপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ উঠেছে। সোমবার (৪ মার্চ) দুপুরে নিজ বাড়ির শয়ন কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত ওই ছাত্রী উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের চরকাঁকড়া একাডেমি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।

    চরকাঁকড়া একাডেমি স্কুলের শিক্ষকের বেত্রাঘাতের পাঁচদিন পর অভিমান করে ওই স্কুলছাত্রীর আত্মহত্যা করেছে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করছে।

    চরকাঁকড়া একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) ডিজিটাল প্রযুক্তি বিষয়ের শিক্ষক মোঃ নাজিম উদ্দিন শ্রেণি কক্ষে ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসের প্রসঙ্গ টেনে ছাত্রছাত্রীদের উদ্দেশ্য করে বলেন ভালোবাসতে হলে প্রথমে পিতা-মাতাকে ভালোবাসবে,অন্য কাউকে নয়।এমন বক্তব্য দিয়ে শিক্ষক ক্লাস থেকে চলে যান। পরে ওই ছাত্রী মন্তব্য করেন-অন্য কাউকে ভালোবাসলে অসুবিধা কী? তাৎক্ষণিক অন্যান্য ছাত্রীরা তার মন্তব্যের কথা শিক্ষককে বলে দেয়। মর্মাহত শিক্ষক ক্ষুদ্ধ হয়ে ওই ছাত্রীকে বেত্রাঘাত করে। পরবর্তীতে সোমবারের দিন ওই ছাত্রী তার মাকে নিয়ে স্কুলে যেতে চায় কিন্তু মা অসুস্থ থাকায় যেতে পারেনি। দুপুরের দিকে পরিবারের সদস্যদের অগোচরে নিজের শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে শুনেছি।

    কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)প্রণব চৌধুরী এ তথ্য করেন।তিনি জানান আত্মহত্যার ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। ঘটনাস্থল থেকে নিহত ছাত্রীর মরদেহ উদ্ধারের পর সুরুতহাল রিপোর্টের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

  • রামপালে ৭ মার্চ,১৭ মার্চ,২৫ ও ২৬ মার্চ উদযাপন উপলক্ষে  উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা।

    রামপালে ৭ মার্চ,১৭ মার্চ,২৫ ও ২৬ মার্চ উদযাপন উপলক্ষে  উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা।

    রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে ঐতিহাসিক ৭ই মার্চ, ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪, ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
    মঙ্গলবার (৫ মার্চ) সকাল ১১.০০ টায় রামপাল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
    উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরা’র সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন।
    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ হোসনেয়ারা মিলি, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মোজাফফর হোসেন।
    এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস, এ আনোয়ার-উল কুদ্দুস,  প্রকৌশলী গোলজার হোসেন, অধ্যক্ষ(অবঃ) মজনুর রহমান, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আকবর আলী, প্রভাষক মোঃ মোস্তফা কামাল পলাশ,  প্রধান শিক্ষক শেখ আব্দুল মান্নান,  সমাজসেবা অফিসার মোঃ শাহিনুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক শেখ সাদীসহ বিভিন্ন সরকারি দপ্তরে কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও সুধীজন উপস্থিত ছিলেন।
    সভায় ঐতিহাসিক ৭ই মার্চ, ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু জাতীয় শিশু দিবস-২০২৪, ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের সিদ্ধান্ত গৃহিত হয়।
  • শাহবাগ থানার ডাম্পিং স্টেশনে আগুন।

    শাহবাগ থানার ডাম্পিং স্টেশনে আগুন।

    ডেস্ক রিপোর্টঃ

    শাহবাগ থানার ডাম্পিং স্টেশনে আগুন

    রাজধানীর শাহবাগ থানার ডাম্পিং স্টেশনে পরিত্যক্ত গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে।

    মঙ্গলবার (৫ মার্চ) দুপুর পৌনে ৩ টার সময় ওই পরিত্যক্ত গাড়িতে আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস স্টেশনের ৩ টি ইউনিটের প্রচেষ্টায় দুপুর সাড়ে ৩ টার সময় আগুন নিয়ন্ত্রণে আন্তে সক্ষম হয়।

    ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মোঃ আনোয়ারুল ইসলাম দোলন এ তথ্য নিশ্চত করে জানান ডাম্পিং স্টেশনের পেছনের দিকে আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট দীর্ঘ সময় চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে এনেছে। আগুন লাগার মুল কারণ জানা যায়নি।

    এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

    বিআরইউ

  • কিশোরগঞ্জে বাল্যবিবাহমুক্ত উপজেলা গঠনের লক্ষে প্রচারাভিযান অনুষ্ঠান।

    কিশোরগঞ্জে বাল্যবিবাহমুক্ত উপজেলা গঠনের লক্ষে প্রচারাভিযান অনুষ্ঠান।

    কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি:

    “আমার গ্ৰাম আমার দায়িত্ব,শিশুর জীবন হোক বাল্যবিয়ে মুক্ত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রনচন্ডী ইউনিয়নে বাল্যবিবাহ মুক্ত উপজেলা গঠনের লক্ষে প্রচারাভিযান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    ৫ মার্চ মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও কিশোরগঞ্জ এরিয়া প্রোগ্রাম ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় উপজেলার দক্ষিণ সোনাকুড়ি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বাল্যবিবাহের কুফল সম্পর্কে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন, দক্ষিণ সোনাকুড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আনজুমান আরা বেগম, সহকারী  শিক্ষক মাহমুদুর রহমান,এপি ম্যানেজার পিকিং চাম্বুগং, জুনিয়র প্রোগ্ৰাম অফিসার আনোয়ার হোসেন,সোনাকুড়ি গ্ৰামের ভিডিসি সভাপতি আশরাফুল ইসলাম,ফ্যাসিলিটেটর শফিকুল ইসলাম প্রমূখ সহ স্কুল,কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

  • ভারত থেকে আমদানি করা ছোলার চালান খালাস দিয়েছে বেনাপোল কাস্টমস।

    ভারত থেকে আমদানি করা ছোলার চালান খালাস দিয়েছে বেনাপোল কাস্টমস।

    আন্তর্জাতিক ডেস্কঃ ভারত থেকে টিসিবি’র ৪’শ মেট্রিকটন আমদানি করা ছোলার প্রথম চালানটি গতকাল সোমবার খালাস দিয়েছে বেনাপোল কাস্টমস। খালাস পাওয়া ১২টি গাড়িতে ৪’শ টন ছোলা রয়েছে।

    বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার রবীন্দ্র সিং ৪’শ টন ছোলা আমদানির বিষয়টি নিশ্চিত করেছেন।এ সময় তিনি জানান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) প্রথম চালানে ৪’শ টন ছোলা আমদানি করা হয়েছে। ছোলার গুণগত মান নির্ণয় করে দ্রুত খালাসের ব্যবস্থা করা হয়েছে।

    তিনি আরও জানান,আমদানির ক্ষেত্রে খরচ প্রতি কেজি ছোলার দাম ৮৫ টাকা পড়লেও ৪৫ টাকা ভর্তুকি দিয়ে ৫৫ টাকায় খোলাবাজারে টিসিবির কার্ডধারীদের মধ্যে বিক্রি করা হবে।

    দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধিতে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে সরকার ২০২২ সালে ১ কোটি নিম্ন আয়ের মানুষের মধ্যে টিসিবির মাধ্যমে কম মূল্যে নিত্যপণ্য বিক্রির উদ্যোগ নেন সরকার। এ ছাড়া রমজানের মধ্যে ছোলার পাশাপাশি ডাল, পেঁয়াজ, ভোজ্যতেল, চিনি ও খেজুর বিক্রি করবে টিসিবি।

    এবার রমজানের জন্য বেনাপোল বন্দর দিয়ে টিসিবির ডাল ও পেঁয়াজ আমদানি চলমান আছে। নতুন করে ৪ হাজার টন ছোলা আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম চালানে ৪০০ টন ছোলা বেনাপোল বন্দরে প্রবেশ করে। সাধারণ ব্যবসায়ীদেরও শুল্কমুক্ত সুবিধায় কাঁচা ছোলা আমদানির সুযোগ দিয়েছে সরকার। তবে সে সুযোগের কোনো সুফল পাচ্ছেন না ক্রেতারা। গত বছরে ছোলার কেজি ৭৮ থেকে ৮০ টাকা থাকলেও এবার কোনো কারণ ছাড়া ১০০ টাকার ওপরে বিক্রি হচ্ছে। সরকারিভাবে ছোলা আমদানি হওয়ায় বাজারে ছোলার দাম কমে আসবে বলে প্রত্যাশা করছেন ক্রেতারা।

    টিসিবির পরিবার কার্ডধারী একজন গ্রাহক বর্তমানে ৩০ টাকা কেজি দরে মাসে পাঁচ কেজি চাল, ১০০ টাকা লিটার দরে দুই লিটার ভোজ্যতেল এবং ৬০ টাকা কেজি দরে দুই কেজি মসুর ডাল কিনতে পারছেন। রমজানে ৫৫ টাকা কেজি দরে এক কেজি ছোলাও কিনতে পারবেন।

    রায়হান সোবহান নামের এক ক্রেতা বলেন, ‘রমজানের আগে নিত্যপণ্যের দাম কমলে আমাদের মতো সাধারণ মানুষ উপকৃত হবো। তবে অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট না ভাঙলে বাজার নিয়ন্ত্রণ সম্ভব না।’

    বেনাপোল আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি মহসিন মিলন জানান, রোজায় টিসিবির অর্ধেক মূল্যে পণ্য নিম্ন আয়ের মানুষ পেলে তারা খুব উপকৃত হবেন।

    বেনাপোল বন্দরের পরিচালক রেজাউল করিম খবরের কাগজকে জানান, পবিত্র রমজান উপলক্ষে ছোলাসহ বিভিন্ন খাদ্যপণ্যের আমদানি বেড়েছে। বন্দর থেকে যেন দ্রুত ছোলার চালান খালাস দেওয়া যায় সেজন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

  • টি-টোয়েন্টি সিরিজে লঙ্কানদের বিপক্ষে জাকের আলি অনিকের অভিষেক।

    টি-টোয়েন্টি সিরিজে লঙ্কানদের বিপক্ষে জাকের আলি অনিকের অভিষেক।

    ক্রীড়া ডেস্কঃ

    বিপিএল পর্দা নামার পর পরই লঙ্কানদের বিপক্ষে খেলতে নেমেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। প্রথম ম্যাচে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেনে অধিনায়ক নাজমুল হাসান শান্ত। ১০ বছর পর প্রথম পূর্ণাঙ্গ টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল। মাঝে বেশ কয়েকবার বাংলাদেশে এলেও পূর্ণাঙ্গ সিরিজ খেলা হয়নি। টি-টোয়েন্টি দিয়ে লঙ্কানদের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ শুরু করল বাংলাদেশ ।

    টি-টোয়েন্টি সিরিজটি এ বছর প্রথম আন্তর্জাতিক অ্যাসাইনমেন্ট বাংলাদেশের শ্রীলঙ্কা বিপক্ষে। শেষ কয়েকটি সিরিজে টি-টোয়েন্টি ফরম্যাটে সাফল্য পাওয়ায় এখন আর এই ফরম্যাটে সহজ প্রতিপক্ষ নয় বাংলাদেশ। ২০২২ সাল থেকে এই ফরম্যাটে কোন দ্বিপাক্ষিক সিরিজে হারেনি তারা।

    এ সময় সংযুক্ত আরব আমিরাত, ইংল্যান্ড, আয়ারল্যান্ড এবং আফগানিস্তানের বিপক্ষে চারটি সিরিজ জিতেছে টাইগাররা। গত বছরের শেষ দিকে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ ড্র করায় এই ফরম্যাটে বাংলাদেশের উন্নতি এখন স্পষ্ট। এখন পর্যন্ত ১৫৮টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশ। এরমধ্যে ৫৯টিতে জয়, ৯৫টিতে হার এবং ৪টিতে ড্র করেছে টাইগাররা।

    শ্রীলঙ্কার বিপক্ষে এ পর্যন্ত ১৩ বারের মোকাবেলায় ৪টিতে জয় এবং ৯টিতে হেরেছে বাংলাদেশ। এই সিরিজ দিয়ে লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টির রেকর্ডে উন্নতি করার সুযোগ পাচ্ছে টাইগাররা।

    বাংলাদেশ একাদশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ,লিটন দাস,সৌম্য সরকার,জাকের আলি অনিক,তাওহীদ হৃদয়,শেখ মেহেদী, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

    শ্রীলঙ্কা একাদশের অধিনায়ক চারিথ আসালাঙ্কা, কুশল মেন্ডিস,আভিষ্কা ফার্নান্দো,সাদিরা সামারাবিক্রমা,কামিন্দু মেন্ডিস,অ্যাঞ্জেলো ম্যাথুস, দাসুন শানাকা, মাহেশ থিকশানা, মাথিসা পাথিরানা, আকিলা ধনঞ্জয়া ও বিনুরা ফার্নান্দো।

  • বাঘায় লাইসেন্সের না থাকায়  দুই ডায়াগনস্টিক সেন্টার বন্ধ।

    বাঘায় লাইসেন্সের না থাকায়  দুই ডায়াগনস্টিক সেন্টার বন্ধ।

    বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ
    রাজশাহীর বাঘায় ৪ মার্চ সোমবার উপজেলার আড়ানী পৌর শহরের বাজার এলাকায় স্বাস্থ্য বিভাগের বিধিমালা পরিপন্থী কাজ করার অভিযোগে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান অভিযান পরিচালনা করে জাহানারা ডায়াগনস্টিকস সেন্টার ও নাজিয়া ডায়াগনস্টিকস সেন্টার নামের দু’টি ডায়াগনস্টিক সেন্টাকে বন্ধ করে করে দিয়েছেন।

    এ সময় তিনি জানান,তাদের ডায়াগনস্টিক সেন্টারের  লাইসেন্সের মেয়াদ না থাকা ও স্বাস্থ্য বিভাগের বিধিমালা লঙ্ঘনের অপরাধে ডায়াগনস্টিক সেন্টার দুটিকে বন্ধ করে দেওয়া হয়েছে। যাদের লাইসেন্স নেই কিংবা অনেক আগে মেয়াদ উত্তীর্ণ হয়েছে তাদের বিরুদ্ধে পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

    জানা যায়,উপজেলায় ২৫ টি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। যাদের বেশির ভাগই লাইসেন্সের মেয়াদ উত্তির্ন হয়েগেছে। বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও অস্ত্রপচারের প্রয়োজনীয় যন্ত্রপাতি ছাড়াই চলছে অধিকাংশ ক্লিনিক।

    ২০২২ সালের ৩০ মে মেয়াদ উত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহার ও অ-স্বাস্থ্যকর পরিবেশে ডায়াগনস্টিক পরিচালনা করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯/৫২ ধারা মোতাবেক সাতটি ক্লিনিক ও ডায়াগসষ্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছিল।
    ২০১৯ সালের ১১ ডিসেম্বর উপজেলার হিজলপল্লী গ্রামের মোজাম্মেল হকের স্ত্রী যুথি বেগম প্রসব বেদনা নিয়ে উপজেলা সদরে স্থানীয় ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি হন। এ সময় প্রসূতির সিজার করে বাচ্চা প্রসব করানো হয়। ১৫ ডিসেম্বর রিলিজ দেয়ার পর শিশুটি অসুস্থ্য হওয়ার পর ওই ক্লিনিকে ভর্তি করার পরে শিশুটির মৃত্যু হয়।

    ২০১৭ সালের ১ নভেম্বর লালপুর উপজেলার দুড়দুড়ি গ্রামের আলো খাতুন নামের এক প্রসূতির সিজার অপরেশনের কয়েক ঘন্টা পর নবজাতককে রেখে মারা যান। ২০১৬ সালের ১২ আগষ্ট জরায়ুর অস্ত্রোপচারের পর উপজেলার চন্ডিপুর গ্রামের সনেকা বেগমের অতিরিক্ত রক্তক্ষরণের কারনে পরের দিন তিনি মারা যান।

    ২০১৫ সালের ১৪ আগষ্ট হার্নিয়া অপরেশনের তিনদিন পর বাজুবাঘা ইউনিয়নের আহমোদপুর গ্রামের আজগর আলী মারা যান। ২০১৪ সালের ২৬ ডিসেম্বর পানিকুমড়া গ্রামের দুলাল হোসেনের স্ত্রী চাম্পা বেগমের সিজার অপরেশনের পর মারা যান।