Author: admin

  • মাটিরাঙ্গায় উপজেলা নির্বাহী কর্মকর্তার বাজার মনিটরিং|

    মাটিরাঙ্গায় উপজেলা নির্বাহী কর্মকর্তার বাজার মনিটরিং|

    মাটিরাঙ্গা(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ 

    সরকার ঘোষিত মাহে রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন ও বাজার ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে বাজার মনিটরিং করা হয়েছে।

    বৃহস্পতিবার (০৭ মার্চ) দুপুরে মাটিরাঙ্গা বাজারের বিভিন্ন গলিতে এই কর্মকাণ্ড করা হয়। বাজার মনিটরিং এবং বিক্রেতাদের পণ্যদ্রব্যের দাম বেড়ে না যায় এবং ভেজাল পণ্য না দেয়া হয় এই ব্যাপারে ব্যবসায়ীদের সতর্ক করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ডেজী চক্রবর্তী।

    মনিটরিংকালে মাটিরাঙ্গা বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি এম এম জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক সোহাগ মজুমদার, মাটিরাঙ্গা থানার উপ-পরিদর্শক মো: হাছান মাহমুদসহ পুলিশ সদস্য ও বাজার ব্যবস্থাপনা কমিটির অন্যান্যরা উপস্থিত ছিলেন।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা ডেজী চক্রবর্তী বলেন, ব্যবসায়ীদের বিভিন্ন পণ্য-দ্রব্যাদি বিক্রিতে অতিরিক্ত মুনাফা অর্জনের লক্ষ্যে বাড়তি দাম না নেয়ার বিষয়ে এবং ভেজাল পণ্য বিক্রিতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। এইসব নির্দেশনা যদি কেউ অমান্য করে তাহলে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

  • নাগরপুরে  ঐতিহাসিক ৭ই মার্চ পালন

    নাগরপুরে  ঐতিহাসিক ৭ই মার্চ পালন

    স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইলের নাগরপুরে ঐতিহাসিক ৭ই মার্চ দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করেছে নাগরপুর উপজেলা প্রশাসন।
    বৃহস্পতিবার ৭মার্চ ২০২৪ সকালে  বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন  শেষে উপজেলা হলরুমে, আবৃত্তি, কুইজ,কবিতা প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
    উপজেলা নির্বাহী অফিসার রেজা মোঃগোলাম মাসুম প্রধান এর সভাপতিত্বে  উপজেলা সহকারী শিক্ষা অফিসার জিএম ফুয়াদ এর সঞ্চালনায়। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি আব্দুল মালেক,নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি)এইচ এম জসিম উদ্দিন উপজেলা ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা,  উপজেলা কৃষি অফিসার ইমরান হোসাইন শাকিল, নাগরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার সুজায়েত হোসেন, বীর মুক্তিযোদ্ধা  নিরেন্দ্র নাথ পোদ্দার, নাগরপুর
    মহিলা কলেজের প্রিন্সিপাল আনিছুর রহমান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
  • জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন।

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন।

    নিজস্ব প্রতিবেদকঃ ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল ৭টার সময় রাজধানীর ধানমণ্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পাস্তবক অর্পণ করে তিনি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।

    পুষ্পস্তবক অর্পণের পর তিনি স্বাধীনতার স্থপতি এই মহান নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আরেকটি পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর প্রধানমন্ত্রী গণভবনে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট, একটি উদ্বোধনী খাম এবং একটি ডাটা কার্ড ৭ অবমুক্ত করেন।

    ১৯৭১ সালের ৭ মার্চ, বঙ্গবন্ধু তাঁর অগ্নিগর্ভ ও প্রাঞ্জল ভাষণে দীর্ঘদিনের লালিত স্বাধীনতা অর্জনে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করার জন্য জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান।

    এদিন তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) দশ লক্ষাধিক স্বাধীনতাকামী মানুষের সমাবেশে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণায় বলেন, ‘এবারের সংগ্রাম, আমাদের মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’

    জাতির পিতার ঐতিহাসিক ৭ মার্চের ভাষণটি ২০১৭ সালের ৩০ অক্টোবর ইউনেস্কো বিশ্বের গুরুত্বপূর্ণ প্রামাণ্য ঐতিহ্যের তালিকা মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে অন্তর্ভুক্ত করা হয়েছে।

  • উল্লাপাড়ার চোরাই মালের ট্রাক সহ সঙ্ঘবদ্ধ চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার।

    উল্লাপাড়ার চোরাই মালের ট্রাক সহ সঙ্ঘবদ্ধ চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার।

    উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধি :

    সিরাজগঞ্জের উল্লাপাড়াতে চোরাই তামার তার, পিতলের হাঁড়ি-পাতিল, বদনা, পল্লীবিদ্যুতের ইলেকট্রিক সরঞ্জামাদি, অ্যালুমিনিয়ামের বাসনকোসন, প্লাস্টিকের গুড়া ও পলিথিন ভর্তি মালালাল সহ খান এন্টার প্রাইজের একটি ট্রাক (যাহার রেজিষ্ট্রেশন -ঢাকা মেট্রো ট-১৪-৯৬১৪) সহ সঙ্ঘবদ্ধ চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উল্লাপাড়া পৌর শহরের বাস টার্মিনালে পাবনা থেকে ঢাকাগামী ট্রাকের গতিরোধ করে ট্রাকের মালামাল সহ চোর চক্রের ৪ সদস্যকে আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে প্রায় ১০ লাখ টাকার চোরাই মালামাল উদ্ধার করা হয়।

    গ্রেফতারকৃতরা হলো পাবনার আমিনপুর থানার নয়াবাড়ী গ্রামের জাবেদ আলীর ছেলে আব্দুল বাতেন (৩৭), একই উপজেলার বক্কারপুর গ্রামের তয়জাল সেখের ছেলে মন্টু সেখ (৪৫), বেড়া উপজেলার হরিরামপুর গ্রামের সোবহান ফকিরের ছেলে ফিরোজ ফকির (৫০), একই উপজেলার বিশালিকা গ্রামের শাহাদত মোল্লার ছেলে মোহাম্মদ আলী (২৯)।

    বুধবার সকালে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম প্রেস বিজ্ঞপ্তিতে সংবাদকর্মীদের জানান, বেশকিছু দিন ধরে উল্লাপাড়া থানা এলাকায় বিদ্যুতের ট্রান্সমিটার চুরি হয়ে আসছিল।

    এ ঘটনায় ইতিপূর্বে চোর চক্রের কয়েকজনকে আটক করা হয়। সেই সূত্র ধরে পাবনার আমিনপুর বাজারে এই চোর চক্রের একটি ভাঙ্গুরীর চোরাই দোকান রয়েছে বলে জানতে পারি। বিভিন্ন এলাকায় চুরি হওয়া মালামাল ঐ দোকানে ক্রয় ও বিক্রয় হয়ে আসছিল।

    বুধবার বিকেলে ঐ সমস্ত চোরাই মালামাল ঢাকায় নেওয়ার পথে উল্লাপাড়া মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে আটক করে। এব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

  • শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই মানুষ শান্তিতে বসবাস করছে-খুসিক মেয়র আঃ খালেক।

    শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই মানুষ শান্তিতে বসবাস করছে-খুসিক মেয়র আঃ খালেক।

    রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ
    খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, জননেত্রী শেখ হাসিনার হাত ধরে সারাবিশ্বের কাছে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের টানা পঞ্চম মেয়াদে নতুন নতুন প্রকল্প আর উন্নয়নের জোয়ারে একদিকে যেমন দেশের দৃশ্যপট বদলে গেছে, অন্যদিকে সৃষ্টি হচ্ছে বেকার যুবকদের কর্মসংস্থান। সেই উন্নয়নের ছোঁয়া শুধু শহরই নয় পৌঁছে গেছে প্রত্যন্ত গ্রাম গঞ্জেও। এমনকি এক সময়ের কাল্পনিক স্বপ্নও বাস্তবে রূপ নিয়েছে।
    সুন্দরবনের কোল ঘেঁষা বাগেরহাট-৩(রামপাল-মোংলা) আসনটি। এ আসনের দুর্গম এলাকাতেও পৌঁছে গেছে বিদ্যুত সুবিধা। এখন দিনের আলো শেষে রাতের আঁধারে বিদ্যুতের আলোতে আলোকিত হয়ে উঠে মানুষের ঘরবাড়ি। এতে করে ঘুচে গেছে শহর-গ্রামের পার্থক্য। যা ছিল এখানকার মানুষের জন্য এক অকল্পনীয় অধ্যায়।
    তিনি আরও বলেন, নৌকা মানেই বছরে প্রথম দিনে বিনামূল্যে বই পাওয়া, নৌকা মানে মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট ঘোরা, নৌকা মানে মেট্রোরেলে করে সুখে ঘোরা, নৌকা মানে পদ্মাসেতু হয়ে কয়েক মিনিটে পার হওয়া।
    তিনি বলেন, এটা সেই নৌকা, যে নৌকা মানুষকে সুখ দিয়েছে, শান্তি দিয়েছে। আওয়ামী লীগের যে প্রতীক নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু একাধিকবার দলকে ক্ষমতায় নিয়ে এসেছিলেন, সেই নৌকায় থাকা মানেই মানুষের কল্যাণ। নৌকা মানেই উন্নয়ন, নৌকা মানেই সমৃদ্ধি।
    তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে। দেশের সকল স্থানের উন্নয়ন হয়েছে।
    তিনি রামপাল মোংলার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের ফিরিস্তি তুলে ধরে বলেন, দেশের এতো সব উন্নয়ন হয়েছে নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য। দেশের জনগন এখন শান্তিতে আছে। নৌকায় ভোট দিলে দেশের উন্নয়ন হয়, মানুষ সুখে-শান্তিতে নিরাপদে বসবাস করতে পারে।
    আমি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর সাধারণ জনগণকে কথা দিয়েছিলাম আমার নির্বাচনী এলাকা আর অবহেলিত থাকবে না। এটাকে আমি আধুনিক মডেল এলাকা হিসেবে তৈরি করব। আমার নির্বাচনী পুরো এলাকায় জুড়ে আমি উন্নয়ন করছি। যেখানে রাস্তা নেই সেখানে রাস্তা নির্মাণ করছি। ছেলেমেয়েদের পড়াশোনা করার উপযোগী কোন ভবন ছিলনা। আজ সেসব স্থানে শেখ হাসিনা কোটি কোটি টাকা ব্যয় করে নতুন ভবন করে দিয়েছে।
    আমি এই এলাকার মানুষের ভালোবাসা নিয়ে বাচঁতে চাই। এ এলাকার মানুষের কাছে আমি ঋণী। জীবনের শেষ দিন পর্যন্ত রামপাল মোংলার মানুষের সেবা করে যেতে চাই।
    বুধবার (০৬ মার্চ) বিকাল ৫.০০ টায় বাগেরহাট রামপাল উপজেলার বাঁশতলী ইউনিয়ন আওয়ামী লীগের কর্মীসভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।
    ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাওলাদার আবু তালেবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কুদরতি ইনামুল বাশার বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা আঃ রউফ,  উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ(অবঃ) মোতাহার রহমান, উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ হোসনেয়ারা মিলি,সাবেক ইউপি চেয়ারম্যান শেখ মোহাম্মদ আলী, আওয়ামী লীগ নেতা শেখ আযম আলী, প্রভাষক দিদারুল আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাফিজুর রহমান।
    এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা শেখ মিজানুর রহমান, শেখ নুরুল আমিন, জয়দেব কৃষ্ণ দেবনাথ, আরাফাত হোসেন কচি, ইকরামুল কবীর কচি, জাহাঙ্গীর হাওলাদার, মল্লিক মিজানুর রহমানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
  • প্রেমের টানে বিয়ে করতে মাধবপুরে ছুটে এসেছে ফিলিপাইনী তরুণী।

    প্রেমের টানে বিয়ে করতে মাধবপুরে ছুটে এসেছে ফিলিপাইনী তরুণী।

    মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি:
    প্রেমের টানে প্রেমিককে বিয়ে করতে হবিগঞ্জের মাধবপুরে ছুটে এসেছেন ফিলিপাইনে তরুনী জুবেলিন। কাতারে চাকরি করার সুবাদে মাধবপুরের গোবিন্দপুর গ্রামের তরুন আশিকুর রহমান মিশুর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত ৪ মার্চ ফিলিপাইনী ওই তরুনী প্রেমিক মিশুকে স্বামী হিসাবে কাছে পেতে বাংলাদেশে ছেলের গ্রামের বাড়িতে চলে আসেন।
    ৫ মার্চ মঙ্গলবার চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে বিয়ে প্রত্যাশিত প্রেমিক মিশুকে। জুবেলিন হবিগঞ্জ গিয়ে এফিডেভিটের মাধ্যমে নিজের জন্মভূমি ও ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে জুবেলিন নাম পরিববর্তন করে জান্নাত রহমান নাম রাখা হয়।
    জানা গেছে, মাধবপুরের ধর্মঘর কামারহাটি গ্রামের স্কুল শিক্ষক লুৎফুর রহমানের ছেলে আশিকুর রহমান মিশুর কাতার প্রবাসী। কাতারে চাকরির সুবাদে প্রায় ৫ বছর আগে পরিচয় হয় ওই ফিলিপাইনী তরুনীর সঙ্গে। এরপরই তাদের মধ্যে ঘনিষ্ট সম্পর্ক হয়। সম্প্রতি মিশুর বাংলাদেশের বাড়ি ফিরে আসলে খবর পেয়ে ওই তরুনী প্রেমের টানে বাংলাদেশে ছুটে আসেন। ভিনদেশি তরুনীকে এক নজর দেখতে আশপাশের মানুষজন বাড়িতে ভিড় করছে।
    ছেলের চাচা আমিনুল ইসলাম সুমন বলেন, অন্য সকল বিয়ের চেয়ে এটি ছিল ভিন্ন একটি বিয়ে। বিদেশি নব বধুকে দেখতে মানুষের ভিড় লেগেই আছে। পরিবার বলছে ছেলের সুখে আমরাই সুখি। পুরোপুরি বউয়ের মর্যাদা দিয়েই আমরা তাকে রাখবো। সে ঠান্ডা ও শান্ত প্রকৃতির মেয়ে।
  • গোয়ালন্দ উপজেলা শাখায় সোনালী ব্যাংকে আর্থিক সাক্ষরতা দিবস উদযাপন।

    গোয়ালন্দ উপজেলা শাখায় সোনালী ব্যাংকে আর্থিক সাক্ষরতা দিবস উদযাপন।

    রাজবাড়ী প্রতিনিধিঃ
    রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা কমপ্লেক্স শাখার সোনালী ব্যাংক পিএলসি এর উদ্যোগে আর্থিক সাক্ষরতা দিবস উদযাপন করা হয়েছে।
    দিবসটি উপলক্ষে বুধবার (৬ মার্চ) সোনালী ব্যাংক গোয়ালন্দ উপজেলা কমপ্লেক্স শাখায় এ দিবস উদযাপন করা হয়।
    এসময় সোনালী ব্যাংক পিএলসি গোয়ালন্দ উপজেলা কমপ্লেক্স শাখার ম্যানেজার মো. মোতাহার হোসেন, ব্যাংকের অন্যান্য স্টাফ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি বৃন্দ উপস্থিত ছিলেন।
  • মাটিরাঙ্গায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক।

    মাটিরাঙ্গায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক।

    মাটিরাঙ্গা(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ

    খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ১’শ ৮০ পিস ইয়াবাসহ মোঃ মকবুল হোসেন (৬০) ও সৈয়দ রাশেদ(৪০) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ।

    বুধবার (০৬ মার্চ) মধ্যে রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা থানার একটি আভিযানিক চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে মাটিরাঙ্গা পৌরসভার ০৯নং ওয়ার্ড রসুলপুর এলাকা থেকে ১৮০ পিস ইয়াবাসহ মোঃ মকবুল হোসেন ও সৈয়দ রাশেদ কে আটক করা হয়েছে।

    আটককৃতরা হলেন, মাটিরাঙ্গা পৌরসভাধীন ৯নং ওয়ার্ডের রসুলপুর এলাকার মৃত জাহের মিয়া’র ছেলে মোঃ মকবুল হোসেন ও একই এলাকার শামসুল হকের ছেলে সৈয়দ রাশেদ।

    মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করতঃ আসামীদেরকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

  • মাধবপুর পৌরসভার সবজি বাজার সিন্ডিকেটের হাতে জিম্মি ।

    মাধবপুর পৌরসভার সবজি বাজার সিন্ডিকেটের হাতে জিম্মি ।

    মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ
    একটি প্রভাবশালী সিন্ডিকেটের হাতে জিম্মি হয়ে পড়েছে মাধবপুর পৌরসভার প্রধান সবজি বাজার। রাস্তার উপর সবজির দোকান বসিয়ে ওই সিন্ডিকেট প্রতিটি দোকান থেকে প্রতিদিন ৫শ থেকে ৮শ টাকা ভাড়া আদায় করছে। গত ১ মার্চ মাধবপুর বাজারের একটি মার্কেটে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতির পর রাস্তা দখল করে সবজি বাজার বসানো ও সিন্ডিকেটের ভাড়া আদায়ের বিষয়টি নজরে আসে উপজেলা প্রশাসনের। এর পরপরই উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম ফয়সাল সবজি বাজারে অভিযান চালিয়ে রাস্তার উপরের সকল দোকান উচ্ছেদ করেন। এর পর থেকে ওই সিন্ডিকেট মাধবপুর বাজারে কোন সবজি ব্যাবসায়ীকে বসতে দিচ্ছে না। এতে বিপাকে পড়েছে মাধবপুর পৌর শহরের সাধারণ মানুষ।
    নাম প্রকাশে অনিচ্ছুক একজন সবজি ব্যাবসায়ী জানান, যারা রাস্তায় দোকান বসিয়ে ভাড়া আদায় করতো তারা সাধারণ সবজি ব্যাবসায়ীদের উপজেলা প্রশাসনের দেওয়া জায়গায় বসতে দিচ্ছে না। তারা কৌশলে ওই জায়গায় নিজেদের নামে প্লট নিয়ে ভাড়া দিতে চায়।
    এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম ফয়সাল জানান, আমরা সবজি ব্যাবসায়ীদের জন্য জায়গা ঠিক করে দিয়েছি। তবে কোন ব্যাক্তির নামে কোন প্লট বরাদ্দ দেওয়া হবে না। সবজি বাজার সবার জন্য উন্মুক্ত থাকবে। প্রয়োজনে আমরা মাইকিং করে সবাইকে বিষয়টি জানিয়ে দিব। কেউ যদি সিন্ডিকেট করে দখল নিয়ে কোন দোকান ভাড়া দিতে চায় তাহলে বিষয়টি আমাদের জানানোর জন্য সবাইকে অনুরোধ করছি।
  • ঝিনাইদহে শিশু ধর্ষণ মামলার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন বিচারিক আদালত

    ঝিনাইদহে শিশু ধর্ষণ মামলার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন বিচারিক আদালত

    ঝিনাইদহ প্রতিনিধিঃ

    ঝিনাইদহের শৈলকুপায় পাঁচ বছরের শিশু ধর্ষণ মামলায় মোঃ তরিকুল ইসলাম জোয়ারদার নামের আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার (৬মার্চ) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মিজানুর রহমান এই রায় প্রদান করেন।দণ্ডপ্রাপ্ত মোঃ তরিকুল ইসলাম জোয়ারদার উপজেলার রয়েড়াগ্রামের মৃত মেন্দা আলী জোয়ারদারের ছেলে। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী বজলুর রহমান জানান ২০২১ সালের ৭ ফেব্রুয়ারি শৈলকুপার রয়েড়া গ্রামের পাঁচ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করে তরিকুল। নির্যাতিতা ওই শিশু তার উপর ঘটে যাওয়া ঘটনা পরিবারকে জানালে শৈলকূপা থানায় তার চাচা নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। বিচারিক প্রক্রিয়া শেষে আজ বুধবার মামলার আসামিকে আদালত যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ প্রদান করেন।এই টাকা অনাদাযে আরো চার মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেন।