Author: admin

  • ডিমলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন।

    ডিমলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন।

    ডিমলা(নীলফামারী)প্রতিনিধিঃ

    নীলফামারীর ডিমলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন হয়েছে। এবারের প্রতিপাদ্যে বিষয় “দূর্যোগ প্রস্ততিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো”। দিবসটি উপলক্ষে রবিবার (১০ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এর আয়োজনে এবং বে-সরকারী সংস্থা ইএসডিও এর সহযোগিতায় ডিমলা প্রশাসনিক ভবনের সামনে সারা দেশের ন্যায় নীলফামারীর ডিমলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে র‌্যালি, অগ্নিকান্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমানের সঞ্চালনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আখতার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আফতাব উদ্দিন সরকার।

    এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো.তবিবুল ইসলাম, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ শামিমা ইয়াসমিন, মৎস্য কর্মকর্তা শামীমা আক্তার, ইএসডিও এর এরিয়া ম্যানাজার আব্দুল গনি, ডিমলা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর ফায়ার ফাইটার শেখ রিয়াজ উদ্দিন আহম্মেদ।

    দিবসটি উপলক্ষ্যে উপজেলা চত্তরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সামনে ডিমলা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর কর্মীরা দুর্যোগ মোকাবেলা ও ভূমিকম্পের পর উদ্ধার তৎপরতাসহ যে কোন দুর্যোগ রোধে করনীয় বিষয়ে সচেতনতা মূলক মহড়া প্রদর্শন করছেন।

  • উল্লাপাড়ায় সাজাপ্রাপ্ত ও চাকুরীচ্যুত পুলিশ সদস্য গ্রেপ্তার।।

    উল্লাপাড়ায় সাজাপ্রাপ্ত ও চাকুরীচ্যুত পুলিশ সদস্য গ্রেপ্তার।।

    উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পারিবারিক আদালতের মামলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ইউসুফ আলী (৩০) কে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ। শনিবার রাতে তার নিজ বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ইউসুফ উপজেলার উধুনিয়া ইউনিয়নের দত্তখারুয়া গ্রামের ইয়াছিন আলী মৃধার ছেলে ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক সদস্য ছিলেন। যাহার পরিচিত নং ১৫৩৬৭। বর্তমানে তিনি চাকুরীচ্যুত। আদালতে তার বিরুদ্ধে ২ মাসের সাজাসহ ৩টি মামলা চলমান রয়েছে।

    রবিবার সকালে সাজাপ্রাপ্ত আসামি ইউসুফ আলীকে আদালতের মাধ্যমে সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। তার স্ত্রী নাসিমা খাতুন রিয়া’র যৌতুক মামলায় আদালত তাকে এ সাজা প্রদান করেন। এছাড়াও তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন সহ ডাকাতির একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

    মামলা সূত্রে জানা গেছে, গত ১০ বছর আগে পুলিশ সদস্য ইউসুফ পারিবারিক ভাবে পাশ্ববর্তী শাহজাদপুর উপজেলার ফরিদপাঙ্গাসী গ্রামের মৃত হাজী শাহজাহান আলীর মেয়ে নাসিমা খাতুন রিয়া (২৫) কে ১০ লক্ষ ১ হাজার টাকা দেনমোহরে বিয়ে করেন। এই দম্পতির একটি সন্তান রয়েছে। হঠাৎ ইউসুফ এক মেয়ে নার্সের পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে। এব্যাপারে তার স্ত্রী রিয়া প্রতিবাদ করলে ইউসুফ তাকে নানাভাবে নির্যাতন শুরু করে। মাঝে মধ্যেই সে তার স্ত্রী রিয়াকে মারপিট করে রক্তাক্ত ও গুরুতর আহত করতো। কঠিন মারপিটে রিয়ার সারা শরীর ক্ষত-বিক্ষত অবস্থায় একদিন তাকে সজ্ঞাহীন করে ফেলে রাখে ইউসুফ। মুমূর্ষ অবস্থায় রিয়াকে তার স্বজনেরা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ সব ঘটনা নিয়ে রিয়া আদালতে ইউসুফের বিরুদ্ধে যৌতুক, নারী ও শিশু নির্যাতন সহ ২ টি মামলা দায়ের করে। ঢাকার যাত্রাবাড়ী এলাকায় ডাকাতি করার অভিযোগে অপর মামলাটি দায়ের হয় ইউসুফের বিরুদ্ধে।

    উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, সাবেক পুলিশ সদস্য মোঃ ইউসুফ আলী আদালত কতৃক একজন সাজাপ্রাপ্ত আসামী। আদালতের ওয়ারেন্টমুলে তাকে গ্রেপ্তার করে রবিবার সকালে কারাগারে পাঠনো হয়েছে।

  • শেরপুরে সাংবাদিক কারাগারে-মৌলভীবাজার বিএমএসএফ’র উদ্বেগ প্রকাশ।

    শেরপুরে সাংবাদিক কারাগারে-মৌলভীবাজার বিএমএসএফ’র উদ্বেগ প্রকাশ।

    মৌলভীবাজার প্রতিনিধি:
     শেরপুরের নকলায় দেশ রূপান্তর পত্রিকার সাংবাদিক শফিউজ্জামান রানাকে কথিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল দেয়ার ঘটনায় তীব্র নিন্দা, উদ্বেগ ও  প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)মৌলভীবাজার শাখা ।
    শনিবার( ৯ মার্চ)  দুপুরে ফোরামের মৌলভীবাজার জেলা শাখা উদ্যোগে স্থানীয় কোর্ট রোডে (প্রেসক্লাব পয়েন্ট) সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক জরুরি সভায় এই উদ্বেগ জানিয়ে এবং অবিলম্বে সাংবাদিক শফিউজ্জামান রানার নিঃশর্ত মুক্তি দাবী দাবী করা হয়।
    ফোরামের জেলা শাখার সভাপতি আবুজার বাবলার সভাপতিত্বে সভায় সাংবাদিক জিতু তালুকদার, শাহনেওয়াজ সুমন, এম এ কাইয়ুম সুলতান,এলিসন সুঙ, শফিকুর রহমান, রুহুল আমিন রণী, সুধাংশু শেখর হালদার, মাইকেল নংরুম, আলতাফুর রহমান, মামুনুর রহমান চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।
    বক্তারা বলেন সরকারী কেনাকাটার তথ্য চেয়ে আবেদন করার অপরাধে শেরপুরের নকলা ইউএনওর নির্দেশে এসিল্যান্ডকে দিয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে যে প্রক্রিয়ায় কারাদণ্ড দিয়ে সাংবাদিক শফিউজ্জামান রানাকে কারাগারে পাঠানো হয়েছে তা গ্রহনযোগ্য নয়। এ ঘটনা স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে একটি খারাপ দৃষ্টান্ত হয়ে থাকবে উল্লেখ করে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন সাংবাদিককে বিরুদ্ধে এই দন্ড অবাধ তথ্য প্রবাহকে বাধাগ্রস্ত করার পাশাপাশি কর্মক্ষেত্রে সাংবাদিকদের মধ্যে ভীতির পরিবেশ সৃষ্টি করবে। যা সাংবাদিকদের কণ্ঠরোধ করার শামিল।
    সভায় অবিলম্বে সাংবাদিক শফিউজ্জামান রানার নি:শর্ত মুক্তি ও ক্ষমতার অপব্যবহার, প্রশাসনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে নকলার উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) এর বিরুদ্ধে তদন্ত ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
  • মাটিরাঙ্গায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত।

    মাটিরাঙ্গায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত।

    মাটিরাঙ্গা (খাগড়াছড়ি)প্রতিনিধিঃ
    “দুর্যোগ প্রস্তুতিতে লড়বো’ স্মার্ট সোনার বাংলা গড়বো“এ প্রতিপাদ্যকে সামনে রেখে র‍্যালী, আলোচনা ও অগ্নি নির্বাপক প্রদর্শনের মাধ্যমে খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৪ উপলক্ষে অগ্নিকাণ্ডে সচেতনতা বৃদ্ধি মহড়া’ অনুষ্ঠিত হয়েছে।
    রবিবার (১০ মার্চ) সকাল সাড়ে দশটার সময় উপজেলা প্রশাসন ও দু‌র্যো‌গ ব্যবস্থাপনা অ‌ধিদপ্তরের আয়োজনে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স মা‌টিরাঙ্গা ইউ‌নি‌টের  ‌স্টেশন অ‌ফিসার মো: হারুন এর নেতৃ‌ত্বে উপ‌জেলা চত্ব‌রে এ মহড়ার আয়োজন করা হয়।
    দুর্যোগের কারণে প্রতি বছর দেশের বিপুল সংখ্যক জীবন ও সম্পদের ক্ষতি হয়ে থাকে। প্রাকৃতিক দুর্যোগ নির্মূলের কোনো পদ্ধতি এখনও আবিষ্কৃত হয়নি। তবে এ বিষয়ে ব্যাপক প্রস্তুতি থাকলে ক্ষয়ক্ষতি ন্যূনতম পর্যায়ে রাখা সম্ভব।
    এসময় উপ‌জেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইস‌তিয়াক আহাম্মদের সভাপ‌তি‌ত্বে প্রধান অ‌তি‌থি ছিলেন উপজেলা প্রোগ্রামার রাজিব চৌধুরী। এ সময় অন‌্যান‌্যদের ম‌ধ্যে উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান মোঃ মীর বাবলু, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মুকুল কান্তি চাকমা, মাটিরাঙ্গা বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক সোহাগ মজুমদার, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম ও বি‌ভিন্ন ‌শ্রেণিপেশার লোকজন উপ‌স্থিত ছি‌লেন।
    প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহ‌ম্মেদ বলেন, প্রাকৃতিক দুর্যোগে মানুষের কোনো হাত নেই। কিন্তু আমরা যদি পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে পারি তাহলে এসব দুর্যোগ মোকাবিলা করা আমাদের জন্য অনেক সহজ হবে। তাই যেকোনো দুর্যোগ মোকাবিলায় আমাদের পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে হবে।
  • পীরগঞ্জে ৩’শ পিচ নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ঔষধ  ব্যবসায়ী গ্রেপ্তার।

    পীরগঞ্জে ৩’শ পিচ নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ঔষধ  ব্যবসায়ী গ্রেপ্তার।

    ঠাকুরগাঁও,প্রতিনিধি:
    ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৩শ’ পিছ নিষিদ্ধ ভারতীয় মাদক ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ হামিদুল নামের এক ঔষধ  ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পীরগঞ্জ থানা পুলিশ। শুক্রবার বিকালে উপজেলার ভোমরাদহ ইউনিয়ন চাটিডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে  তাকে গ্রেপ্তার করা হয়।
    পীরগঞ্জ থানার উপ-পরিদর্শক রতন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম উপজেলা ভোমরাদহ ইউনিয়নের চাটিডাঙ্গা এলাকায় অভিযান চালান। এসময় হামিদুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীর দেহ তল্লাসী করে ৩’শ পিচ নিষিদ্ধ মাদক টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
    আটক হামিদুল উপজেলার খামার সেনুয়া গ্রামের মৃত সফির উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে লোহাগাড়া বাজারে ওষুধের দোকানের আড়ালে গোপনে মাদক ব্যবসা করে আসছিল বলে জানান পুলিশের উপপরিদর্শক রতন।
    পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল আনাম ডন জানান, হামিদুল নামের একজনকে নিষিদ্ধ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।  তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
  • জকিগঞ্জের বারহালে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান।

    জকিগঞ্জের বারহালে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান।

     সিলেট সংবাদদাতাঃ
    আজকের ছাত্ররা আগামী দিনের ভবিষ্যৎ। তারা এক দিন সুশিক্ষায় সুশিক্ষিত হয়ে দেশের নেতৃত্ব দিবে, তাই তাদেরকে লেখা পড়ায় মনোযোগী হয়ে আগামী দিনে আদর্শ মানুষ হিসাবে গড়ে উঠতে হবে।শনিবার সকালে জকিগন্জ উপজেলার বারহাল লুৎফুর রহমান চৌধুরী মেমোরিয়াল ট্রাষ্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠানে বক্তাগণ উপরোক্ত মন্তব্য করেন।
    ট্রাস্টের সহ-সভাপতি সাংবাদিক এখলাছুর রহমানের সভাপতিত্বে ও সচিব মাস্টার সাদিকুর রহমান চৌধুরীর পরিচালনায় সভায় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রাথমিক শিক্ষক সমিতির সহ-সভাপতি ও বালিটেকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রওশন আরা বেগম, মাস্টার দেলওয়ার হোসেন হিরা,সাদেক আহমেদ চৌধুরী, বারহাল ছাত্র পরিষদের সভাপতি গুলজার আহমেদ, কামরান আহমেদ, সাদিক আহমেদ তাপাদার, আমিনুল ইসলাম, রিংকু মল্লিক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখে আদিত্য চন্দ্র।উলেখ্য যে ইউনিয়নের ১৮টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১০৪ জন শিক্ষার্থীকে ৮৫ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়।
  • ঠাকুরগাঁও জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলেন আব্দুল মজিদ আপেল।

    ঠাকুরগাঁও জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলেন আব্দুল মজিদ আপেল।

    ঠাকুরগাঁও,প্রতিনিধিঃ

    ঠাকুরগাঁও জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ঠাকুরগাঁও জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল। শনিবার (৯ মার্চ) সন্ধ্যায় জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. মঞ্জুরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

    জেলা রিটার্নিং অফিসারের অফিস সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে তিনজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। গত ২২ ফেব্রুয়ারি মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে একজন প্রার্থী প্রত্যাহার করলে দুইজন প্রতিদ্বন্দ্বী থাকেন। জেলা রিটার্নিং অফিসার যাচাই-বাছাইয়ে তিনজনের মধ্যে ব্যাংকে ঋণ খেলাপির দায়ে এসএমএ মঈনের মনোনয়ন বাতিল করেন। অপর প্রতিদ্বন্দ্বী আব্দুল মজিদ আপেলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

    পরে এসএমএ মঈন প্রার্থিতা ফিরে পেতে উচ্চ আদালতে রিট করেন। আদালত তার প্রার্থিতা বহাল রেখে তাকে প্রতীক বরাদ্দের আদেশ দেন। পরে গত ৫ মার্চ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এসএমএ মঈনের আবেদন খারিজ করে ঠাকুরগাঁও জেলা রিটার্নিং অফিসারের গণবিজ্ঞপ্তি সঠিক বলে রায় দেন। এ অবস্থায় জেলা রিটার্নিং অফিসার আর কোনো প্রার্থী না থাকায় আব্দুল মজিদ আপেলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে গত ৭ মার্চ আবারও গণবিজ্ঞপ্তি প্রকাশ করেন।

    নবনির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ আপেল বলেন, আমি সব সময় সাধারণ মানুষের জন্য কাজ করে গেছি এবং সততার  সঙ্গে কাজ করে যাব। আমার বড় ভাই মরহুম মুহাম্মদ সাদেক কুরাইশী ভাইয়ের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করব। সকলকে সঙ্গে নিয়ে একটি মডেল জেলা পরিষদ গড়ে তুলবো।

    প্রসঙ্গত, গত বছরের ২৪ অক্টোবর ঠাকুরগাঁও জেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ সাদেক কুরাইশী মারা যান। এতে তার পদটি শূন্য হয়। ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচনে মোট ভোটার ৭৫৮ জন। এর মধ্যে পুরুষ ৫৭৮ জন ও নারী ১৮০ জন।

  • মাধবপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন।

    মাধবপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন।

    মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ
    “শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা” নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ”এই প্রতিপাদ্য সামনে রেখে হবিগঞ্জের মাধবপুরে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
    শনিবার ০৯ মার্চ সকাল সাড়ে ১০টায় মাধবপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে আয়োজনে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে সামনে থেকে আন্তর্জাতিক নারী দিবসে’র বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম ফয়সাল, সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পেয়ারা বেগম। এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এফ এ এম শাহজাহান।
    এ দিবসটি বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ফয়সাল চৌধুরী, ধর্মঘর ইউনিয়নের চেয়ারম্যান ফারুক আহমেদ পারুল, চৌমুহনী ইউনিয়নের চেয়ারম্যান মাহবুব রহমান সোহাগ, আন্দিউড়া ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ  সম্পাদক শংকর পাল চৌধুরী, সমকাল পত্রিকার সাংবাদিক আইয়ুব খান, সাংবাদিক আলাউদ্দিন, নোয়াপাড়া ইউপি সংরক্ষিত মহিলা সদস্য শ্যামলী রানী দেব প্রমুখ। আরো উপস্থিত ছিলেন সাংবাদিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা।এসময় কিশোর কিশোরী ক্লাবের বিভিন্ন ইউনিয়নের শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ করা হয়।
  • সানন্দবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরুষ্কা বিতরণ।

    সানন্দবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরুষ্কা বিতরণ।

    দেওয়ানগঞ্জ(জামালপুর)প্রতিনিধিঃ প্রতি বছরের ন্যায় এবারও ঐতিহ্যবাহী সানন্দবাড়ী বালিকা উচ্চবিদ্যালয়ে বা‌র্ষিক ক্রীড়া প্রতি‌যো‌গিতা, সাংস্কৃ‌তিক ও পুরস্কার বিতরণ করা  হয়েছে।
     শনিবার (৯ মার্চ) জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এই বা‌র্ষিক ক্রিড়া ও সাংস্কৃ‌তিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
    সানন্দবাড়ী ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক সামছুল আলম তারেক এর সঞ্চালনায়, সানন্দবাড়ী বালিকা বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল হাশেম এর  সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চরআমখাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া।পৃষ্ঠপোষকতায় সানন্দবাড়ী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নাজিম উদ্দীন।
    বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন চরআমখাওয়া  ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সানন্দবাড়ী প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম আকন্দ, সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল আবেদীন, চরআমখাওয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দোজাহান আকন্দ, চরআমখাওয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মান্নান কবিরাজ, ইউনিয়ন আওয়ামীলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক শেখ মোস্তফা, সাবেক সদস্য খলিলুর রহমান, সাবেক সদস্য নজরুল ইসলাম আকন্দ, সাবেক সদস্য আবুল হাশেম  শিকদার, বিশিষ্ট শিক্ষা অনুরাগী আব্দুস সালাম সিকদার, ইউপি সদস্য রফিকুল ইসলাম, ইউপি সদস্য বাবুল আক্তার, ২নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোয়াজ্জেম হোসেন, ২নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মুজিবুর রহমান প্রমূখ।
    অতিথিবৃন্দের বক্তব্যে বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড, দেশকে এগিয়ে নিয়ে যেতে শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতির শিখরে পৌঁছাতে পারেনা। উন্নত দেশগুলো শিক্ষাকে বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। আমাদের দেশের বর্তমান সরকারের সহযোগিতায় শিক্ষাব্যবস্থা অনেক এগিয়ে যাচ্ছে। সমাজে আলোকিত মানুষ তৈরিতে শিক্ষার বিকল্প নেই। শিক্ষার পাশাপাশি খেলাধুলার প্রতি সমান গুরুত্ব দিতে হবে। খেলাধুলা শরীর গঠনের পাশাপাশি মানবিক গুণাবলীর বিকাশ ঘটাতে সহায়তা করে। ক্রীড়ার মাধ্যমে শিক্ষার্থীরা সুন্দর ভবিষ্যৎ গড়তে পারে। এছাড়াও বক্তারা ২৬ শে মার্চ এর গুরুত্ব তাৎপর্য নিয়ে আলোচনা করেন।
    দেশের মেয়েরা আজ কোন ক্ষেত্রে পিছিয়ে নেই। ক্রীড়াক্ষেত্রেও তারা দেশ-বিদেশে সুনাম অর্জন করেছে। সেজন্য শুধু লেখাপড়া নয় ছাত্র-ছাত্রীদের নিয়মিত সকল খেলাধুলায় অংশগ্রহণে উৎসাহ দিতে শিক্ষক এবং অভিভাবকদের প্রতি আহবান জানান অতিথিবৃন্দ। সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে নিবিড় সম্পর্ক রাখতে হবে। ভবিষ্যৎ প্রজন্ম আগামীতে নেতৃত্ব দিয়ে উন্নত দেশের সারিতে দাঁড় করাতে সক্ষম হবে। পড়াশুনার পাশাপাশি শিক্ষার্থীদের সুস্থ্য সংস্কৃতি চর্চা করতে হবে। সুস্থ্য থাকার জন্য পড়াশুনার পাশাপাশি খেলাধুলার প্রয়োজন রয়েছে। পরিশেষে বাল্যবিবাহ থেকে সকল শিক্ষার্থীদের দূরে থাকার আহবান জানান।
    সানন্দবাড়ী বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা সহ বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রী গণ ডিসপ্লে প্রদর্শন করে এবং খেলাধুলা শেষে সাংস্কৃতিক সন্ধ্যায় যোগদানের মাধ্যমে নানা রকম নৃত্য, গান,আবৃত্তি, সহ বিভিন্ন আয়োজনে মেতে উঠেন শিক্ষার্থীরা।
    আলোচনা শেষে দিন ব্যাপী শিক্ষার্থীদের ক্রীড়া ও সাংস্কৃ‌তিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
    প্রতিষ্ঠা‌নের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ, অ‌ভিভাবকবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব‌্যক্তিবর্গ উপ‌স্থিত ছি‌লেন।
  • রাণীশংকৈলে ‘কুলিক’ নদী রক্ষার দাবিতে মানববন্ধন।

    রাণীশংকৈলে ‘কুলিক’ নদী রক্ষার দাবিতে মানববন্ধন।

    ঠাকুরগাঁও প্রতিনিধি:
    ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার উপর দিয়ে বয়ে গেছে ‘কুলিক’ নদী। এটি বাংলাদেশের উত্তরাংশের ঠাকুরগাঁও উপজেলা ও বালিয়াডাঙ্গী উপজেলার রায়পুর ইউনিয়নের বিল এলাকা থেকে উৎপন্ন হয়ে বাংলাদেশে হরিপুর উপজেলায় বাংলাদেশ অংশে পড়েছে।
    বাংলাদেশের প্রবাহপথে বালিয়াডাঙ্গী, রাণীশংকৈল ও হরিপুর উপজেলায় রয়েছে। এছাড়াও নদীটি বাংলাদেশ-ভারতের একটি আন্তঃসীমান্ত নদী। রাজা টংকনাথের রাজপ্রাসাদ এই নদীর তীরে অবস্থিত। এটি বাংলাদেশের উত্তরবঙ্গ এবং ভারতের পশ্চিমবঙ্গ দিয়ে প্রবাহিত একটি নদী। যার দৈর্ঘ্য বাংলাদেশ অংশে ৬.৩৬ কি মি এবং ভারতের অংশে ৭৫.৬৪ কি মি। নদীটি ভুটডাঙ্গী এলাকায় প্রস্থ ১০০ মি এবং সেখানে এর গভীরতা ৩০ মি ও অববাহিকার আয়তন ১৫০ বর্গ কি মি।
    একসময় এই নদীতে নৌকা, লঞ্চ, স্টিমার চললেও বর্তমানে এগুলো চলাচলের কোন দৃশ্য চোখে পড়ে না। সময়ের আবর্তনে একসময়ের চিরযৌবনা নদীটি হারিয়ে ফেলেছে তার স্বরূপ ও সৌন্দর্য।
    কুলিক নদীর মূল ধারাকে দখলমুক্ত করা এবং প্রকৃতি ও জীববৈচিত্র রক্ষার দাবিতে শনিবার (৯ মার্চ) সকালে রাণীশংকৈল উপজেলা পরিষদের মূল ফটকে কুলিক নদী সুরক্ষা কমিটির ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
    এতে কুলিক নদী সুরক্ষা কমিটির আহবায়ক রাণীশংকৈল ভাইস চেয়ারম্যান সোহেল রানার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক, কুলিক নদী সুরক্ষা কমিটির সদস্য সচিব এ্যাডভোকেট মেহেদী হাসান শুভ, সাবেক পৌর আ.লীগের সাধারণ সম্পাদক রফিউল ইসলাম (ভিপি) প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সহ-সভপতি হুমায়ুন কবির, স্বেচ্ছাসেবক লীগ সম্পাদক আরথান আলী, যুগ্ন সম্পাদক জাকারিয়া হাবিব ডন, ছাত্রলীগ নেতা তামীম হোসেন প্রমুখ।
    এসময় মানববন্ধনে বক্তারা দাবি জানিয়ে বলেন, রাণীশংকৈল পৌরসভার মধ্য দিয়ে প্রবাহিত ‘কুলিক’ নদীতে ড্রেজার মেশিন দিয়ে খননকার্য পরিচালনা করে নদীর গভীরতা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে হবে, নদীর দুই পাড়ের ভাঙ্গন রোধে ব্লকপাথর দিয়ে বাধাঁই করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা, কুলিক নদীর দুই পাড়ে পর্যাপ্ত বৃক্ষ রোপন করার মাধ্যমে বনায়ন কার্যক্রম সৃষ্টির লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা, নদীর দুই পাড়ের দখল উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করে নদীর সৌন্দর্যা বৃদ্ধির লক্ষ্যে কুলিক নদীকে পর্যটক বান্ধব নদীতে রূপান্তরের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন, কুলিক নদীর পানিকে পরিষ্কার ও বিশুদ্ধ করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহন করা, পৌরসভার ময়লা-আবর্জনা ও বর্জ কুলিক নদীতে ফেলা হইতে বিরত রাখতে হবে।
    যেহেতু বাংলাদেশের নদ-নদী সমূহ দেশের জাতীয় সম্পন্ন এবং নদীর অবৈধ দখল, পানি ও পরিবেশ দূষন, শিল্প কারখানা কর্তৃক সৃষ্ট নদী দূষন, অবৈধ অবকাঠামো নির্মান ও নানাবিধ অনিয়ম রোধকল্পে এবং নদীর স্বাভাবিক প্রবাহ পুনরুদ্ধার ও নদীর যথাযথ রক্ষনাবেক্ষণ নিশ্চিতকল্পে বিধি বিধান রয়েছে। এটি এখন রাণীশংকৈল বাসীর জন্য সময়ের দাবী বলেও বক্তারা জানান।
    ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তারা আরও  বলেন, কুলিক নদীর পানিকে পরিষ্কার ও বিশুদ্ধ করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহন করতে হবে। এবং কুলিক নদীকে অতিথি পাখির নিরাপদ অশ্রয়স্থল অনিশ্চিত করতে হবে।