Author: admin
-
রামপালে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন।
রামপাল (বাগেরহাট)প্রতিনিধিঃ‘স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের রামপালে বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৪ উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।শুক্রবার (১৫ মার্চ) সকাল সাড়ে সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ ভবন থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আলোচনা সভায় মিলিত হয়।উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন।এসময় উপস্থিত ছিলেন রামপাল প্রেস ক্লাবের সভাপতি হাওলাদার আব্দুল হাদী, উপজেলা প্রকৌশলী গোলজার হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মতিউর রহমান, সমাজসেবা অফিসার মোঃ শাহিনুর রহমান, প্রভাষক মোঃ মোস্তফা কামাল পলাশ, সাব-ইন্সপেক্টর লিটন কুমার বিশ্বাস, ফায়ার সার্ভিস কর্মকর্তা মোঃ মশিউর রহমান, প্রধান শিক্ষক হাওলাদার আঃ মান্নান প্রমুখ।উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডির উদ্যোগে ১৯৬২ সালের ১৫ মার্চ মার্কিন কংগ্রেসে ক্রেতা-ভোক্তার স্বার্থে চারটি অধিকার স্বীকৃতি পায়। মার্কিন কংগ্রেসে ক্রেতা-ভোক্তা আন্দোলনের আনুষ্ঠানিক স্বীকৃতির ঐতিহাসিক দিনটি স্মরণে প্রতি বছরের ১৫ মার্চ দেশে উদযাপিত হয় বিশ্ব ভোক্তা অধিকার দিবস। -
উল্লাপাড়ায় জেলা পরিষদের উম্মুক্ত জলাশয়ের লীজ বাতিলের দাবি গ্রামবাসীর।
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
নিয়ম নীতি ভেঙ্গে প্রভাব খাটিয়ে সিরাজগঞ্জ জেলা পরিষদের উম্মুক্ত জলাশয় (মাটিয়াল) লীজ দেওয়ার অভিযোগ উঠেছে (ভারপ্রাপ্ত) প্রধান নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে। গত মঙ্গলবার লীজ বাতিল চেয়ে গ্রামবাসীর গণস্বাক্ষরকৃত আবেদনটি সিরাজগঞ্জ-৪, উল্লাপাড়া আসনের সংসদ সদস্য, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব গাজী শফিকুল ইসলাম শফি’র সুপারিশ সহ জমা দিয়েছে কতৃপক্ষে কার্যালয়ে।
লীজ বাতিলের আবেদনে জানা গেছে, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কয়ড়া ইউনিয়নের সরাতলা মৌজায় জেলা পরিষদের নামে ১৭ শতক উম্মুক্ত জলাশয় (মাটিয়াল) রহিয়াছে। যাহার জেএল নং-১৬১, আর এস দাগ নং-১০৯৩, খতিয়ান নং-০৩। উম্মুক্ত জলাশয়ে চারপাড়ের এক থেকে দেড় হাজার গ্রামবাসী দীর্ঘদিন ধরে ডুব, গোসল, গৃহস্থালির কাজ ও গবাদিপশুর গোসল সহ নানা কাজে ব্যবহার করে আসছে। জলাশয়ে সরকারি অর্থায়নে একটি পাকা ঘাট নির্মাণ করেছে স্থানীয় সরকার বিভাগ। হঠাৎ জেলা পরিষদ উম্মুক্ত জলাশয়টি ১ বছরের জন্য অন্যত্র লীজ প্রদান করায় ৪ পাড়ের গ্রামবাসী পড়েছে বিপাকে।
গ্রামবাসীর অভিযোগে আরও জানা গেছে, উম্মুক্ত জলাশয়ের ইজারাদার খলিলুর রহমান, হোসেন আলী ও আবুল কাশেম লীজ নেওয়ার পর ব্যবহার না করার জন্য ৪ পাড়ের বাসিন্দাদের বিরুদ্ধে থানায় জিডি মামলা দায়ের করেছে। বিষয়টি নিয়ে গ্রামবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সরেজমিনে জানা গেছে, জলাশয় দখল ও মাছ মারা কে কেন্দ্র করে যে কোন সময় ঘটে যেতে পারে রক্তক্ষয়ী সংঘর্ষ। তাই গ্রামের একমাত্র জলাশয়টি লীজ বাতিল পূর্বক সাধারণ মানুষের ব্যবহারের জন্য উম্মুক্ত ঘোষণা চান গ্রামবাসী।
জায়গার ইজারাদার আবুল কাশেম ও হোসেন আলী জানান, সরাতলা মৌজার ১০৯৩ দাগের ১৬ শতক মাটিয়াল আমাদের পৈতৃক সুত্রে রের্কডকৃত সম্পত্তি। ঐ দাগেই ১৭ শতক মাটিয়াল জেলা পরিষদের নামীয়। উক্ত জায়গা বিধি মোতাবেক জেলা পরিষদ থেকে ইজারা নিয়ে ব্যবহার করে আসছি।
উল্লাপাড়া মডেল থানার ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, উভয় পক্ষই থানায় জিডি মামলা দায়ের করেছে। আইন শৃঙ্খল স্বাভাবিক আছে।
সিরাজগঞ্জ জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ আনিছুর রহমান জানান, আবেদনের প্রেক্ষিতে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
-
নালিশী জমিতে ছবি দিয়ে সাইনবোর্ড,অপসারণ করালেন-এমপি সুজন।
ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে আদালতে মামলা চলা অবস্থায় একটি বাজারের ২৮ শতক জমিতে ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজনের ছবি ব্যবহার করে ব্যানার ও সাইনবোর্ড টাঙিয়েছিলেন হামিদুর রহমান নামে এক যুবলীগ নেতা। খবর পেয়ে ছুটে গিয়ে যুবলীগ নেতাকে ডেকে ব্যানার ও সাইনবোর্ড অপসারণ করিয়েছেন সংসদ সদস্য। একই সাথে আদালতের রায় না হওয়া পর্যন্ত দুপক্ষকে দ্বন্দে জড়াতে নিষেধ করেছেন।বুধবার দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের ধনিরহাট বাজারে এই ঘটনা। সদ্য নির্বাচিত হওয়া সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজনের এমন উদ্যোগে প্রশংসার ভাসছেন তিনি।জানা গেছে, ভানোর ইউনিয়নের ধনিরহাট বাজারের ২৮ শতক জমির বিরোধ নিয়ে ওই এলাকার স্কুল শিক্ষক সাইফুল ইসলাম ও ইউনিয়ন যুবলীগের সদস্য সচিব হামিদুর রহমানের একটি মামলা আদালতে বিচারাধীন। এর মধ্যে যুবলীগ নেতা হামিদুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো: দবিরুল ইসলাম ও তাঁর বড় ছেলে বর্তমান সংসদ সদস্য’র ছবি ব্যবহার করে সাইনবোর্ড ও ব্যানার টাঙিয়েছেন।স্থানীয়রা বলছেন, আদালতে বিচারাধীন জমি দখল নিতে এমপি’র ছবির ব্যবহার করেছিলেন ওই যুবলীগ নেতা। তবে স্থানীয় এমপি’র কানে যাওয়ার সাথে সাথে ব্যানার ও সাইনবোর্ড অপসারণ করতে নিজেই ছুটে এসেছেন। নির্বাচনের সময় অন্যায়কে প্রশ্রয় না দেওয়ার অঙ্গীকার বাস্তবায়নে বেশ খুশি ওই এলাকার মানুষ।অপসারণের পর ব্যানার যুবলীগ নেতা হামিদুর রহমান বলেন, এমপি সাহেব ঘটনাস্থলে এসেছিলেন, নির্দেশনা দেওয়ার সাথে সাথে ব্যানার ও সাইনবোর্ড অপসারণ করে নিয়েছি। তিনি আশ্বস্ত করেছেন জমির প্রকৃত মালিককে জমি ফিরে পেতে সব ধরনের সহযোগিতা করবেন।জমির মালিক দাবি করা আরেক পক্ষ স্কুল শিক্ষক সাইফুল ইসলাম বলেন, এমপি’র ছবি ব্যবহার করে দখলের চেষ্টা করেছিল। আমরা বাধা দিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ও এমপি’র ছবি ছিড়ে আমাদের মামলায় ফাঁসানোর পরিকল্পনা করা হয়েছিল। তবে এমপি সাহেব এগুলো অপসারণ করে আমাদের চিন্তামুক্ত করেছেন। আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে বলেছেন, আদালতের রায় না হওয়া পর্যন্ত দুপক্ষকে দ্বন্দে জড়াতে নিষেধ করেছেন।ঠাকুরগাঁও ২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন বলেন, বাজারের বিতর্কিত জমিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমার পিতা সাবেক সংসদ সদস্য এবং আমার ছবি ব্যবহার করে সাইনবোর্ড টাঙানোর বিষয়টি স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাকে দুপুরে অবগত করে। আমি সাথে সাথে ঘটনাস্থলে এসে সেগুলো অপসারণ করিয়েছি। জমিটি নিয়ে যেহেতু বিরোধ রয়েছে, আদালত এ ব্যাপারে সিদ্ধান্ত দিবে।তিনি আরও বলেন, আমার নাম ও ছবি ব্যবহার করে কেউ অন্যায় করলে আমাকে অবগত করবেন। এটি নির্বাচনের আগেও বলেছিলাম, এখনও বলছি। কোন অন্যায়কে আমি প্রশ্রয় দেয়নি, আগামীতেও দিবো না। -
মৌলভীবাজারে হিড এলাকার টিলায় আগুন-সাড়ে ৫ ঘন্টাপর নিয়ত্রনে।
নিজস্ব প্রতিবেদক: জালাল উদ্দিনঃমৌলভীবাজারের কমলগঞ্জের হিড বাংলাদেশ এর লেকের পাশের টিলায় লাগা আগুন প্রায় সাড়ে ৬ঘন্টাপর নিয়ত্রনে। পুঁড়ে গেছে ৬ একর জায়গার গাছ-গাছালী। নিয়ত্রনে কাজ করে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। জায়গামত ফায়ার সার্ভিসের গাড়ি না যেতে পারায় আগুন নিয়ত্রনে দেরী হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস।বুধবার ১৩ মার্চ ২০২৪ ইং, দুপুর ১ টার সময় কে বা কারা টিলায় আগুন লাগিয়ে দেয় বলে জানান হিডের এক কর্মকর্তা। তাৎক্ষনিক হিডের লোকেরা কমলগঞ্জ ফায়ার স্টেশনে খবর দিলে কমলগঞ্জের ফায়ার সার্ভিসের লোকেরা আগুন নিয়ত্রনে আনার চেষ্ঠা করে। পরবর্তীতে আগুন বাড়তে থাকলে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে তারাও এসে আগুন নিয়ত্রনে যোগ দেয়। তাদের সন্মিলিত চেষ্টায় আগুন নিয়ত্রনে আনে।এ বিষয়ে, হিড বাংলাদেশ এর লিয়াজোঁ কর্মকর্তা নুর ই আলম বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ছয় একর জায়গার গাছ-গাছালি পুঁড়ে গেছে। -
রাণীশংকৈলে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হরেন্দ্রনাথ রায়ের শেষকৃত্য সম্পন্ন।
ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আজ রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হরেন্দ্রনাথ রায়ের(৭৫) শেষকৃত্য সম্পন্ন হয়েছে।বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে উপজেলার পারকুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় মুক্তিযোদ্ধা হরেন্দ্রনাথ রায় কে রাষ্টীয় মর্যাদা দেয়া হয়।পরে গ্রামের স্মশানে তাঁর সৎকার করা হয়।এর আগে, রানীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ তাকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় বিউগলে করুন সুর বেজে উঠে।এসময় উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, বীরমুক্তিযোদ্ধা হবিবুর রহমান,ইউপি চেয়ারম্যান আবুল কালাম, রানীশংকৈল থানার ওসি সোহেল রানা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ হোসেন উপস্থিত ছিলেন।উল্লেখ্য,মুক্তিযোদ্ধা হরেন্দ্রনাথ রায় ১৯৭১ সালে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য নিজের জীবন বাজি রেখে পাকিস্তানী হানাদারদের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে পরলোকগমন করেন।মৃত্যুকালে তিনি দুইপুত্র ও এককন্যা রেখে গেছেন। -
ডিমলায় সর্বজনীন পেনশন স্কিম নিবন্ধন কার্যক্রমের শুভ উদ্বোধন।
ডিমলা(নীলফামারী)প্রতিনিধিঃ
নীলফামারীর ডিমলায় সর্বজনীন পেনশন স্কিম নিবন্ধন কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্যে বিষয় “সুখে ভরবে আগামীর দিন, পেনশন হবে সর্বজনীন”।
বৃহস্পতিবার (১৪ই মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গিকার বাস্তবায়নে বৈষম্যহীন সামাজিক কাঠামোয় সকল নাগরিকের বিষেশ করে বয়স্ক জনগোষ্ঠির আর্থিক সুরক্ষা নিশ্চিত করনে সর্বজনীন পেনশন স্কিম নিবন্ধন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আফতাব উদ্দিন সরকার। সর্বজনীন পেনশন স্কিমের নিবন্ধন কার্যক্রমের শুভ উদ্বোধনে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-ই-আলম সিদ্দিকী।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইদুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী, সহকারি কমিশনার (ভূমি) ফারজানা আক্তার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বীরেন্দ্র নাথ রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান, ডিমলা সোনালী ব্যাংক এর শাখা ব্যবস্থাপক রুহুল আমিন সহ উপজেলার দশটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য ও বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ এবং স্থানীয় সাংবাদিকগন।
-
সাফ ফুটবল জয়ী নারী খেলোয়ার রাজিয়ার মৃত্যু।
স্পোর্টস ডেস্কঃ
অনূর্ধ্ব-১৯ জাতীয় নারী ফুটবল দলের সদস্য রাজিয়া সুলতানা সন্তান প্রসবের পর স্ট্রোক করে মারা গেছেন। বুধবার (১৩ মার্চ) দিনগত রাত ৪ টার সময় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের লক্ষ্মীনাথপুর গ্রামে নিজ বাড়িতে তার মৃত্যু হয়েছে।
রাজিয়া সুলতানার পরিবারের বরাত দিয়ে কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাইদ মেহেদি জানান, ফুটবলার রাজিয়া দরিদ্র পরিবারের মেয়ে। বুধবার (১৩ মার্চ) রাত ১০টার দিকে তিনি একটি পুত্র সন্তান প্রসব করেন।
পরে রাত তিনটায় হঠাৎ রাজিয়া স্ট্রোকে আক্রান্ত হন। তাকে কালিগঞ্জ হাসপাতালে নেয়ার পথে ভোর চারটার দিকে তার মৃত্যু হয়।
সাইদ মেহেদি বলেন, প্রাথমিক বিদ্যালয় থেকে ফুটবল প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় ছিলেন রাজিয়া। পরবর্তীতে জাতীয় নারী ফুটবল দলে খেলার সুযোগ হয়। অনূর্ধ্ব-১৮ জাতীয় নারী ফুটবল টিমের হয়ে ভুটানে খেলতে গিয়েছিলেন তিনি। তবে কিছুদিন আগে পরিবার থেকে তাকে বিয়ে দেয়া হয়। তার অকাল মৃত্যুর খবরে আমরা শোকাহত।
শিষ্যের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ গোলাম রাব্বানী ছোটন। তিনি বলেন, ‘আমি মাত্রই শুনলাম। খুব খারাপ লাগছে। রাজিয়া অত্যন্ত ভালো একজন মানুষ ছিল। খেলতোও দারুণ। আমি তার মৃত্যুতে শোক প্রকাশ করছি। আল্লাহ তাকে বেহেস্ত নসিব করুক। তার পরিবারকে ধৈর্য্যধারণ করার তৌফিক দিক।’
রাজিয়া বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলে খেললেও তার বড় অর্জন ছিল ২০১৮ সালে অনূর্ধ্ব-১৮ সাফ চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হওয়া। এছাড়া সে ২০১৭ সালে থাইল্যান্ডে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল রাউন্ডে খেলেছিল।
২০১৮ সালে ভুটানে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৮ নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে ১-০ গোলে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল। সেই দলে ছিলেন রাজিয়া। চ্যাম্পিয়ন হয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে পেয়েছিলেন ১০ লক্ষ টাকা পুরস্কার।
-
সিরাজগঞ্জে ফেন্সিডিলসহ শীর্ষ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
নিজেস্ব প্রতিবেদকঃ
সিরাজগঞ্জ সদর থানার সায়দাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে ৩’শ ৫০ বোতল ফেন্সিডিল সহ শীর্ষ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২’র সদস্যরা সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার সায়দাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়েছে।
এ সময় মাদক কাজ ব্যাবহৃত ৩টি মোবাইল, নগত ৭ হাজার ৬’শ ৫০ টাকা ও একটি ট্রাক জব্দ করা হয়।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন,ফরিদপুর জেলাধীন চরদোয়াইল গ্রামের মসলেম উদ্দিনের ছেলে স্বপন আলী,দিনাজপুর জেলাধীন বৈইকন্ঠপুর গ্রামের মৃত দইয়ারের ছেলে শফিকুল ইসলাম, কুমিল্লা জেলার লক্ষণপুর গ্রামের রহিমের ছেলে নাইম হোসেন।র্যাপিড এ্যাকশন ব্যাটিলিয়ান র্যাব-১২’র অধিনায়ক মো: মারুফ হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত বড় বড় মাদকের চালান সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় পিকআপ ভ্যান যোগে তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মামলা করা হয়েছে।
-
ফরজ গোসলের আগে অপবিত্র অবস্থায় কি সেহরি খাওয়া যাবে?
নিজস্ব প্রতিবেদক: রমজান মাস, এই মাসে ধর্মপ্রাণ মুসলমানরা সংযমের সঙ্গে ইবাদত করে থাকেন। এ জন্য এই মাসে পবিত্রতার বিষয়ে সবাই বেশ সতর্ক থাকেন।কিন্তু কখনো রাতে স্বপ্নদোষ বা সহবাসের কারণে গোসল ফরজ হয়ে যায়। এ অবস্থায় সেহরি খাওয়া যাবে কি না। এ নিয়ে অনেকের মধ্যে নানা প্রশ্ন থাকে।রোজা রাখার উদ্দেশে শেষ রাতে ঊষা উদয়ের আগে যে পানাহার করা হয়, তা সেহরি হিসেবে পরিচিত। রোজা রাখার নিয়তে সেহরি খাওয়া সুন্নত। তবে স্বপ্নদোষ বা স্বামী-স্ত্রী সহবাসের পর গোসল করা ফরজ। এ ফরজ গোসল না করে যদি সেহরি খাওয়া হয় তাহলে রোজার কোনো ক্ষতি হবে কি-না, তা নিয়ে অনেকের মনে দ্বিধা-দ্বন্দ্ব রয়েছে।আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত খাবার গ্রহণ থেকে বিরত থাকাকেই রোজা বলা হয়। আপাতদৃষ্টিতে রোজা সহজ সরল একটি ধর্মীয় আচরণের বিষয়। কিন্তু এটি নিয়ে বেশকিছু ভুল ধারণা বিদ্যমান, যেগুলো নিয়ে মুসলমানদের মধ্যে মতভেদ রয়েছে। তেমনই একটি হচ্ছে, ফরজ গোসলের আগে সেহরি খাওয়ার বিষয়টি নিয়ে।রমজান মাসে রোজা পালনের উদ্দেশ্যে সেহরি খাওয়া সুন্নত। ইসলামি চিন্তাবিদরা বলছেন, নিয়ম অনুযায়ী গোসল ফরজ হওয়ার পর খাওয়া-দাওয়া ও অন্যান্য কাজের আগে পবিত্র হয়ে নেয়া উত্তম। তবে জরুরি নয়। গোসল করা ছাড়াও খাওয়া যায়। কারণ সেহরি খাওয়ার জন্য পবিত্রতা ফরজ নয়, বরং সুন্নত।বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই বিষয়ে দুইভাবে বর্ণিত আছে, গোসল ফরজ হওয়ার পর খাওয়া-দাওয়া ও অন্যান্য কাজের পূর্বে পবিত্র হয়ে নেওয়া উত্তম। তবে জরুরি নয়। গোসল করা ছাড়াও খাওয়া যায়। তাই গোসল ফরজ অবস্থায় সেহরি খেতে পারবেন।ফকিহবিদদের মতে, যদি গোসল ফরজ হয়ে যায় তা সত্ত্বেও সেহরি খেয়ে রোজা রাখলে রোজা সহি হবে। তবে ফজরের ওয়াক্ত থাকতেই গোসল করে সময় মতো নামাজ আদায় করতে হবে।এই বিষয়ে মুসলিম শরিফের ২৫৯২ নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, গোসল ফরজ হওয়া সত্ত্বেও বিনা ওজরে কোনো কারণ ছাড়া অপবিত্র অবস্থায় এক ওয়াক্ত নামাজের সময় অতিবাহিত হয়ে যাওয়া মারাত্মক গোনাহ।হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে, রমজান মাসে স্বপ্নদোষ ব্যতীতই অপবিত্র অবস্থায় রাসুল (সা.) সুবহে সাদিক অতিক্রম করতেন। অতঃপর তিনি গোসল করে রোজা রাখতেন।(বোখারি : ১৮২৯, মুসলিম : ১১০৯।) -
বয়ঃসন্ধীকালীন পরিবর্তনে ভয়ের কিছু নেই-সচেতনতার প্রয়োজন।
নীলফামারীর প্রতিনিধিঃ
নীলফামারী গুড নেইবারস বাংলাদেশ নীলফামারী কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট পরিচালিক মিনসট্রুয়াল হাইজিন ম্যানেজমেন্ট (এমএইচএম) প্রজেক্টের মুল্যায়ন ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত সৈয়দপুর শহরের একটি রিসোর্টে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন নীলফামারী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ।
গুড নেইবারস বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর মাঈনুদ্দিন মন্ডলের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সংস্থার নীলফামারী সিডিপি ব্যবস্থাপক বিভব দেওয়ান।
বক্তব্য দেন সদর উপজেলার সংগলশী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী মোস্তাফিজুর রহমান, সিডিসি সভাপতি টিকেন্দ্র জিৎ রায় মিরু, শাপলা বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অশি^নী কুমার বিশ^াস, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. ইমরান কবীর, গুড নেইবারস বাংলাদেশ প্রধান কার্যালয়ের মনিটরিং এন্ড ইভালুয়েশন ইউনিট প্রধান প্রসেনজিৎ মোল্লা ও এডুকেশন এন্ড হেলথ ইউনিট প্রধান রাজিয়া সুলতানা।
সভায় জানানো হয়, সদর উপজেলার পাঁচটি বিদ্যালয়ের সাড়ে পাঁচ’শ কিশোরীকে নিয়ে এমএইচএম প্রজেক্টটি বাস্তবায়ন করা হয়। এডলোসেন্ট কর্ণার স্থাপন, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ, সচেতনতা সৃষ্টিসহ একটি কিশোরীর বয়সন্ধিকালীন নানা বিষয় অন্তভুর্ক্ত ছিলো প্রকল্পে।
এতে প্রকল্পের কর্মকান্ড উপস্থাপন করেন আয়োজক সংস্থার নীলফামারী সিডিপির প্রোগ্রাম অফিসার মতিউর রহমান আকাশ।গুড নেইবারস বাংলাদেশের নীলফামারী সিডিপি ব্যবস্থাপক বিভব দেওয়ান জানান, ‘মাসিককালীন পরিচ্ছন্নতা এনে দেয় সুস্থ্যতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরীদের সচেতন করাসহ স্বাস্থ্য সেবা এবং পরামর্শ দেয়া হয় গেল এক বছরে। প্রকল্পটির মেয়াদ শেষ হওয়ায় মুল্যায়ন ও পর্যালোচনা সভার আয়োজন করা হয় আজ।
সরকারী কর্মকর্তা, সুশিল সমাজ ও এনজিও প্রতিনিধি শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং গণমাধ্যম কর্মীগণ এতে অংশ নেন।