Author: admin

  • মৌলভীবাজারে বিনামূল্য ২৬৫জন নারী পেলেন ল্যাপটপ।

    মৌলভীবাজারে বিনামূল্য ২৬৫জন নারী পেলেন ল্যাপটপ।

    মৌলভীবাজার প্রতিনিধি :

    স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে মৌলভীবাজারে প্রশিক্ষণ প্রাপ্ত  ২৬৫ জন নারীকে বিনামূল্যে ল্যাপটপ দেওয়া হয়েছে।
    তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের উদ্যোগে ও “হার পাওয়ার” প্রকল্পের আওতায় তারা  প্রশিক্ষণ পেয়েছেন।

    শনিবার (১৬ মার্চ) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মধ্যে এসব ল্যাপটপ তুলে দেওয়া হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে উপস্থিত  ছিলেন কৃষি মন্ত্রী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ।

    জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান, পুলিশ সুপার মনজুর রহমান, তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব তওহিদ আহমদ সজল প্রমুখ।

    প্রধান অতিথির বক্তব্যে কৃষি মন্ত্রী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ বলেন- নারীর ক্ষমতায়নে সরকার কাজ করছে। তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে নারীদের দক্ষ করতে প্রশিক্ষণ ও ল্যাপটপ দেওয়া হচ্ছে। এসব নারীরা ঘরে বসেই বৈদেশিক মুদ্রা উপার্জন করতে পারবে। ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ গড়তে নারীদের ভূমিকা অনস্বীকার্য।

  • উল্লাপাড়ায় আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার।

    উল্লাপাড়ায় আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার।

    উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অভিযান পরিচালনা করে  আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
    ১৫ মার্চ শুক্রবার গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের গজারিয়া ব্রীজ সংলগ্ন এলাকায় ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ডাকাত দলের সদস্যরা উপজেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন হলো মহাসড়কে সংঘবদ্ধ ভাবে ডাকাতি করে আসছিলো।এদের বিরুদ্ধে থানায় ডাকাতি ও ছিনতাই সহ একাধিক মামলা রয়েছে।

    গ্রেফতারকৃতরা হলেন-সিরাজগঞ্জ সদর থানার রায়পুর এলাকার হাবিবুর রহমানের ছেলে হাসিরুল ইসলাম হাসু,বেলকুচি থানার সূর্বণসারা এলাকার সোবাহান মন্ডলের ছেলে জুবায়ের হোসেন পারভেছ,উল্লাপাড়া থানার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের গোহাট্টা পারকুলা এলাকার শুকুর আলীর ছেলে মনিরুজ্জামান,আমিরুল ইসলামের ছেলে আবু বক্কার সিদ্দিক, গোহাট্টা ভাগলপুর এলাকার মাজেদ আকন্দর ছেলে সুজন মিয়া সোহেল।

    এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার অমৃত সূত্রধর ১৬ মার্চ শনিবার আড়াইটার সময় এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান এই চক্রটি দীর্ঘদিন যাবৎ উপজেলার বিভিন্ন মহাসড়ক ও গ্রামাঞ্চলে ডাকাতি ও ছিনতাই করে আসছিলো।এদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

    শুক্রবার রাত ৩ টার সময় উপজেলার সদর ইউনিয়নের গজারিয়া পিটিসি ইট ভাটার পাশে ৮/১০ জন ডাকাত দলের সদস্য রাস্তায় যানবাহন অবরুদ্ধ করে ধারালো অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল এমন সংবাদের ভিত্তিতে উল্লেখিত এলাকা পুলিশের একটি অভিযানিক দল চারপাশ ঘিরে ফেলেন ৫ ডাকাতকে গ্রেফতার করা হয়।পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্য ডাকাত পালিয়ে যায়।আটককৃতদের জিজ্ঞাসাবাদ করে বাকী ডাকাত পরিচয় পাওয়া গেছে।তাদের কেউ গ্রেফতারের জোড় চেষ্টা চালানো হচ্ছে।

    এ ব্যাপারে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান গ্রেফতারকৃত আন্ত জেলা ডাকাত দলের ৫ সদস্যকে আটকের পর তাদের বিরুদ্ধে মামলা রজু করে শনিবার বিকেলে জেলহাজতে পাঠানো হয়েছে।

  • খাদ্যদ্রব্যের মূল্য যেন বৃদ্ধি না পায় খাদ্য,বাণিজ্যমন্ত্রীর সঙ্গের বৈঠকে সিদ্ধান্ত-কৃষিমন্ত্রী ড.আব্দুস শহীদ।

    খাদ্যদ্রব্যের মূল্য যেন বৃদ্ধি না পায় খাদ্য,বাণিজ্যমন্ত্রীর সঙ্গের বৈঠকে সিদ্ধান্ত-কৃষিমন্ত্রী ড.আব্দুস শহীদ।

    নিজেস্ব প্রতিবেদকঃ
    কৃষিমন্ত্রী ড. আব্দুস শহীদ বলেছেন, অনেক সময় দেখা যায় সঠিক সময়ে বাজারে পণ্য সরবরাহ না আসার অজুহাতে কিছু ব্যবসায়ী পণ্যের দাম বাড়িয়ে দেয়। এরা সততার সঙ্গে ব্যবসা করতে চায় না। বেশি লাভ করতে চায়।
    শনিবার ১৬ মার্চ ২০২৪ ইং, দুপুরে মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি ভবনে জেলা প্রশাসন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতরের যৌথ আয়োজনে নারীদের ল্যাপটপ বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
    মন্ত্রী উদাহারণ টেনে বলেন, বাজারে এখন মাংসের দাম ৭৫০ টাকা। কেউ যদি এখন এটি ১২০০ টাকা বিক্রি করে তাহলে বলতে হবে সে ইচ্ছে করে তা বাড়িয়ে দিয়েছে। তবে আমরা এসব বিষয় প্রতিহত করবো। খাদ্য ও বাণিজ্যমন্ত্রীর সঙ্গে এ ব্যাপারে বৈঠক হয়েছে। সিদ্ধান্ত হয়েছে যাতে খাদ্যদ্রব্যের কোনো মূল্য বৃদ্ধি না হয় এবং মানুষ যাতে কষ্ট না পায়।
    তিনি বলেন, মজুতদারদের ব্যাপারেও সরকার সজাগ রয়েছে। যে দুর্নীতি করবে তাকে গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ ব্যাপারে মিডিয়ার সহযোগিতাও প্রয়োজন বলে জানান কৃষিমন্ত্রী।
    হার পাওয়ার প্রকল্প প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়নে মৌলভীবাজার জেলার ২৬৫ জন প্রশিক্ষণার্থী নারীর হাতে ল্যাপটপ তুলে দেন কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুস শহীদ। এসময় বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান, পুলিশ সুপার মোঃ মনজুর রহমান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপ-সচিব তাওহীদ আহমদ সজল প্রমুখ। এতে সভাপতিত্ব করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।
  • বঙ্গবন্ধুর জন্মদিনে তারিকুল ইসলাম তারার গান ‘’বাঙালির গর্ব তুমি”রিলিজ কাল।

    বঙ্গবন্ধুর জন্মদিনে তারিকুল ইসলাম তারার গান ‘’বাঙালির গর্ব তুমি”রিলিজ কাল।

    নিজস্ব প্রতিবেদকঃ

    সিরাজগঞ্জের সংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ তরিকুল ইসলাম তারার ১৭ মার্চ ২০২৪ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষে Tista Music BD এর ব্যানারে আসছে ” বাঙালির গর্ব তুমি” শিরোনামের একটি গান।

    গানটি ইউটিউব চ্যানেল Tista Music BD তে প্রকাশ পেয়েছে বেশ ক’দিন আগে।
    গানটিতে কথা, সুর ও কন্ঠ দিয়েছেন তারিকুল ইসলাম তারা। সংগীত আয়োজন এম আই মিলন। ভিডিও ধারন ও এডিটিং করেছেন ডাঃ ইমরান হোসেন।

    তিনি জানান, ‘গানটির কথা ও সুর সব বয়সী শ্রোতাদের মন ছুঁয়ে যাবে। যারা বঙ্গবন্ধুকে ও দেশকে ভালোবাসেন তারা অবশ্যই গানটি শুনবেন।আমি আশা করি এই গানের মাধ্যমে ১৮ কোটি বাঙালি জাতি নতুন করে ফিরে পাবে প্রাণ।

  • ডিমলায় ধুমনদীর উপর নির্মিত বক্স কালভার্টের বেহালদশায় সৃষ্টি হয়েছে জনদূর্ভোগ।

    ডিমলায় ধুমনদীর উপর নির্মিত বক্স কালভার্টের বেহালদশায় সৃষ্টি হয়েছে জনদূর্ভোগ।

    ডিমলা(নীলফামারী)প্রতিনিধিঃ

    নীলফামারীর ডিমলায় ধুম-নদীর উপর নির্মিত বক্স কালভার্টটির বেহালদশা। সরে জমিনে দেখা যায়, উপজেলার খালিশা চাপানি ইউনিয়ন পরিষদ সংলগ্ন পশ্চিম পার্শ্বে ধুমনদীর উপর নির্মিত ঝুঁকিপূর্ণ বক্স কালভার্টটি দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার করছে অত্র ইউনিয়ন পরিষদের সর্বস্তরের জনগন । বক্স কালভার্টটির দুই পাশ ধ্বসে গেছে,  এতোটাই ঝুঁকিপূর্ণ যে এটি আর পূর্ণসংস্কার করা সম্ভব নয়। কালভার্টটির এক পাশে খালিশা চাপানি ইউনিয়ন পরিষদ, কমিউনিটি ক্লিনিক, ডালিয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়, ডালিয়া শিশু নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়, আল-মদিনা মডেল মাদ্রাসা, গোডাউনের হাট, ডালিয়া পানি উন্নয়ন বোর্ড, ডালিয়া নতুন বাজার, ডালিয়া বালিকা উচ্চ বিদ্যালয় অপর দিকে কাকিনা, ছোটখাতাসহ আরো কয়েকটি গ্রাম।  এলাকাবাসীর দাবী আর বক্স কালভার্ট নয়, নতুন করে একটি ব্রীজ নির্মাণ করা হোক সেখানে।
    স্থানীয় বাসিন্দা আবুল কাশেম জানান, খালিশা চাপানি ইউনিয়ন পরিষদের পশ্চিম পার্শ্বে ধুম-নদীর ওপর নির্মিত এই কালভার্টটি এখন পথচারীদের জন্য মরণফাঁদ। পথচারীদের জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হয়।
    ইউপি সদস্য নওশাদ আলী বলেন, গত কয়েক বছর পূর্বে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ডালিয়া অপরিকল্পিত ভাবে নদীটি খনন করেন। ফলে এই বক্স কালভার্টটি সহ আরো কয়েকটি ব্রীজ দুই দিকে ধ্বসে পড়ে। এত দীর্ঘ সময়ে ডালিয়া পানি উন্নয়ন বোর্ড অথবা এলজিইডি এটি মেরামতের কোনো উদ্যোগ নেয়নি।  স্থানীয় লোকজন ঝুঁকি নিয়ে কালভার্টের উপর দিয়ে যাতায়াত করছে। ভারী যানবাহন যাতায়াত করলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
    কালভার্ট সংলগ্ন ছ-মিলের কর্মচারী এরশাদ, ছালাম বলেন, ওই কালভার্টের উপর দিয়ে আমরা নিয়মিত যাতায়াত করি। কালভার্টের দুই পাশ ধ্বসে যাওয়ায় যেকোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
    ডালিয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্র পরিমল চক্রবর্তী বলেন, অটোবাইকে অথবা ভ্যান গাড়ীতে চড়ে আমরা ভয়ে ভয়ে কালভার্টটি পার হয়ে স্কুলে যাই। অনেক সময় ভ্যান যেতে চায় না তাই হেঁটেও যেতে হয়।
    খালিশা চাপানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুজ্জামান সরকার বলেন, গোডাউনের হাট, কাকিনা, জরিনার বাজার, ডালিয়া নতুন বাজারসহ অত্যন্ত ১০/১২ টি গ্রামের কয়েক হাজার মানুষ প্রতিদিন ওই সড়ক দিয়ে উপজেলা সদরে যাতায়াত করে। কালভার্টটি ঝুঁকিপূর্ণ হওয়ায় এসব গ্রামের হাজারও মানুষ বিপাকে পড়েছে। ঝুঁকিপূর্ণ কালভার্টটি ভেঙ্গে নতুন একটি ব্রীজ নির্মাণের দাবী ইউনিয়ন বাসির । এ নিয়ে উপজেলায় মাসিক উন্নয়ন সভায় একাধিকবার আলোচনা করা হয়েছে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।
    ডিমলা উপজেলা প্রকৌশলী মো. শফিউল ইসলাম বলেন, ধুম-নদীর ওই জায়গায় ব্রীজ নির্মাণের জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট চাহিদাপত্র পাঠানো হয়েছে। আশা করি চলতি অর্থবছরে কালভার্টটি ভেঙ্গে নতুন ব্রীজের কাজ শুরু করতে পারব।

  • প্রাইভেটকার চাপায় চা শ্রমিকের মৃত্যুর প্রতিবাদে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ।

    প্রাইভেটকার চাপায় চা শ্রমিকের মৃত্যুর প্রতিবাদে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ।

    নিজস্ব প্রতিবেদকঃ
    মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কানিহাটি চা বাগানে কাজ করে বাড়ি ফেরার পথে দ্রুতগামী একটি প্রাইভেট কারের চাপায় কুঞ্জ বালা মৃর্ধা (৫০) নামে এক নারী চা শ্রমিকের মৃত্যু হয়েছে।
    শুক্রবার ১৫ মার্চ ২০২৪ ইং, বিকাল ৫টার সময় উপজেলার শমশেরনগর-চাতলাপুর সড়কের ক্যামেলিয়া ডানকান হাসপাতালের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত কুঞ্জ বালা মৃধা বাগানের অফিস লাইনের বাসিন্দা ও রতন মৃধার স্ত্রী।
    দুর্ঘটনার খবর জানতে পেরে প্রতিবাদে কানিহাটি চা বাগানের সাধারণ চা শ্রমিকরা শমসেরনগর-চাতলাপুর শুল্ক স্টেশন সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করেন। রাত ৯টা পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন নারী-পুরুষ চা শ্রমিকরা।
    রাত ৯টার পরে কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোঃ রফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জয়নাল আবেদীন, কমলগঞ্জ থানার ওসি মোঃ সাইফুল ইসলাম-সহ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার ও নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
    এ সময় শ্রমিকরা বলেন, ওই এলাকায় দ্রুত কয়েকটি স্পিড ব্রেকার নির্মাণ ও দায়ী ব্যক্তিকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে।
    স্থানীয় সূত্রে জানা যায়, কানিহাটি চা বাগানের নিয়মিত শ্রমিক কুঞ্জ বালা মৃর্ধা সেকশনে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। বিকাল পৌনে ৫টার সময় ক্যামেলিয়া হাসপাতালের সামনের পাকা রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি প্রাইভেট কার তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ধার করে বাগানের ক্যামেলিয়া ডানকান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বাগানের চা শ্রমিকরা দ্রুত বিচার দাবি করে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন।
    বিষয়টি নিশ্চিত করে কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক বলেন, দুর্ঘটনার পর থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে শমসেরনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে আছে। পরে সড়ক দুর্ঘটনায় এক নারী শ্রমিক নিহত ও রাস্তা অবরোধের খবর জানার পর কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোঃ রফিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জয়নাল আবেদীন, কমলগঞ্জ থানার ওসি মোঃ সাইফুল ইসলাম-সহ পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
    তিনি আরও বলেন, গাড়িসহ গাড়ি চালক পলাতক। পলাতক চালককে দ্রুত আটকের চেষ্টায় মাঠে রয়েছে পুলিশ।
  • কিশোরগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন।

    কিশোরগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন।

    কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি:

    ‘স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যাবহার করি’এই প্রতিপাদ্যে নীলফামারী কিশোরগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস -২০২৪ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
    শুক্রবার ১৫ই মার্চ সকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভার আয়োজন করা হয়।
    উপজেলা নির্বাহী অফিসার এম এম আশিক রেজার সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবুল।
    আরো উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ বাজার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, বৈশাখী হোটেলের স্বত্বাধিকারী মানিক মিয়া, বিশিষ্ট সার ও কীটনাশক ব্যবসায়ী লুৎফর রহমান লুতু, বিশিষ্ট ব্যবসায়ী শামীম প্রমুখ।
    বক্তারা বলেন,২০৪১ সালের মধ্যে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি জনগণের জীবনযাত্রার মানোন্নয়ন জরুরি।জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি মানুষই ভোক্তা। সঠিক দাম ও পরিমাপে মানসম্মত পণ্য পাওয়া সবার অধিকার। ভোক্তার অধিকার রক্ষায় সরকার ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ প্রণয়ন করেছে। নিম্নমানের,মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং মেয়াদোত্তীর্ণের তারিখ ঘষামাজা পরিহার করতে হবে। পণ্যের মোড়কের তথ্যের সঙ্গে পন্যের মিল থাকা আবশ্যক। মানুষ সচেতন হলে এ বিষয়ে প্রতারণার সুযোগ অনেকাংশে কমে যাবে।

  • মাধবপুরে শিল্প কারখানা সরেজমিনে পরিদর্শনে পুলিশ সুপার আক্তার হোসেন।

    মাধবপুরে শিল্প কারখানা সরেজমিনে পরিদর্শনে পুলিশ সুপার আক্তার হোসেন।

    মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধিঃ
    আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হবিগঞ্জ জেলার ইন্ডাস্ট্রিয়াল এলাকার নিরাপত্তা ব্যবস্থা ও শ্রমিকদের বেতনভাতাদি সংক্রান্তে সরেজমিনে পরিদর্শন করেছেন হবিগঞ্জের পুলিশ সুপার আক্তার হোসেন। বৃহস্পতিবার (১৪ মার্চ) জেলা পুলিশ সুপার আক্তার হোসেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার পাইওনিয়ার ডেনিম লিমিটেড, বাদশা টেক্সটাইল লিমিটেড ও যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্ক সরেজমিনে পরিদর্শন করেন।
    এ সময় পুলিশ সুপার কোম্পানী গুলোর নিরাপত্তা ব্যবস্থা ও আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কর্মরত শ্রমিকদের বেতনভাতাদি সংক্রান্তে কোম্পানী কর্তৃপক্ষের সাথে আলোচনা করেন। তাছাড়াও পুলিশ সুপার ইন্ডাস্ট্রি গুলোর বিভিন্ন কার্যক্রম গুলো পরিদর্শন করেন। পরির্দশন কালে উপস্থিত ছিলেন মাধবপুর-চুনারুঘাট (সার্কেল) এএসপি নির্মলেন্দু চক্রবর্তী, মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  ওসি রকিবুল ইসলাম খাঁন ও হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ নূর হোসেন মামুন প্রমুখ।
  • মহিলা দলের সভাপতি হঠাৎ অসুস্থ্য-এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।

    মহিলা দলের সভাপতি হঠাৎ অসুস্থ্য-এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।

    আমারজমিন ডেস্কঃ

    বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস হঠাৎ বাথরুমে ওজু করার সময় পরে গিয়ে গুরুতর অসুস্থ্য হয়ে পরেছে।এ সময় তার পরিবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেছেন। বিএনপির অঙ্গসংগঠন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।

    বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
    জানা যায় এদিন ভোরে ফজরের নামাজ আদায়ের লক্ষ্যে ওজু করতে বাথরুমে গেলে পা পিছলে মেঝেতে পড়ে গুরুতর আহত হন। এতে তার ডান হাত ভেঙে যায়।

    বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে নেওয়া হলে অর্থোপেডিক সার্জন অধ্যাপক ডা. এম আলীর নেতৃত্বে আফরোজা আব্বাসের হাতে দুই ঘণ্টাব্যাপী অস্ত্রোপচার করা হয়। বর্তমানে তিনি অধ্যাপক ডা.শাহবুদ্দিন তালুকদার ও অধ্যাপক ডা. এম আলীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।

    হাসপাতালে চিকিৎসাধীন আফরোজা আব্বাসের পরিবারের পক্ষ থেকে দলের নেতাকর্মী, মহিলা দলের সকল পর্যায়ের নেতাকর্মীসহ দেশবাসীর কাছে সুস্থ্যতার জন্য দোয়া চেয়েছেন তার স্বামী মির্জা আব্বাস।

  • মাধবপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন।

    মাধবপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন।

    মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ
    “স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তা স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি” এই প্রতিপাদ্য সামনে রেখে হবিগঞ্জের মাধবপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
    শুক্রবার (১৫ মার্চ) সকাল ১১টায় বঙ্গবন্ধু প্রতিকৃতিতে সামনে থেকে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে’র বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সামনে এসে উপজেলা পরিষদ সম্মেলনে সভাকক্ষে বিশ্ব ভোক্তা অধিকার দিবসের রেলি ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম ফয়সাল।
    এ দিবসের সভায় বক্তব্য রাখেন উপজেলা বীর মুক্তিযোদ্ধা মোঃ জারু মিয়া, উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাশগুপ্ত, পৌর আওয়ামী লীগের সভাপতি শাহ মোহাম্মদ সেলিম, আন্দিউড়া ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ত্রিপুরারী দেবনাথ তিপু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাব্বির হাসান,মাধবপুর বাজার মার্চেন্ট এসোসিয়েশন সভাপতি মনোজ কুমার পাল, প্রমুখ। আরো উপস্থিত ছিলেন সাংবাদিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা।