Author: admin
-
ইফতার কিনে বাড়ি ফেরা হলোনা স্কুল ছাত্র সামাদের।
ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ের হরিপুরে মহেন্দ্র গাড়ীর চাকায় পিষ্ট হয়ে সামাদ (১৩) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।সোমবার বিকেলে উপজেলার ডাঙ্গীপাড়া ইউনিয়নের শিহিপুর হলদিবাড়ি এলাকায় এমর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিতহ সামাদ হলদিবাড়ি গ্রামের নজরুল ইসলামের ছেলে ও সে হলদিবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র ।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ডাঙ্গীপাড়া ইউনিয়নের হলদিবাড়ি এলাকার ইউপি সদস্য তুষার হোসেন।উপজেলার চৌরঙ্গী শ্রীপুর বাজার থেকে হলদিবাড়ি যাওয়ার পথে নির্মাণাধীন সড়কে মহেন্দ্র গাড়ীর চাকায় পিষ্ট হয়ে সামাদের মৃত্যু হয়েছে।স্হানীয়রা জানান,বাজার করে নিয়ে ফেরার পথে একটি দ্রুতগামী মহেন্দ্র ট্রাক তাকে ধাক্কা দিলে সে পাকা রাস্তার উপর পড়ে যাই এবং সেই মহেন্দ্র ট্রাক এর চাকার চাপায় পিষ্ট হয়ে ঘটনা স্থলে মৃত্যু হয়।জানা গেছে সাইকেল যোগে সামাদ পরিবারের জন্য ইফতার নিয়ে বাসায় ফেরার পথে এ ঘটনা ঘটে। -
রাতে তারাবির নামাজ পড়তে গিয়ে সকালে মরদেহ মিলল ভুট্টা ক্ষেতে।
দেওয়ানগঞ্জ(জামালপুর) প্রতিনিধিঃ১৭ মার্চ রোববার রাতে তারাবির নামাজ পড়তে গিয়ে ১৮ মার্চ সোমবার সকালে মরদেহ মিলল বাড়ির পাশে ভুট্টাক্ষেতে।জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের আওতাধীন হারুয়াবাড়ী মধ্যপাড়া গ্রামের সুরুজ্জামান মন্ডলের ছেলে আব্দুর রাজ্জাক মন্ডল (৪২) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।সোমবার (১৮ মার্চ) সকালে উপজেলার ১নং ডাংধরা ইউনিয়নের হারুয়াবাড়ী এলাকায় ফজলুল হকের ভুট্টার জমি থেকে তার মরদেহ উদ্ধার করেন পুলিশ।ডাংধরা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রাজ্জাক মন্ডল বলেন, গত রাতে আঃ রাজ্জাক প্রতিদিনের মতই তারাবিহ নামাজ পড়তে যায়, রাতে বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন রাতে খোঁজাখুঁজি করেন।পরে সোমবাব সকালে বাড়ীর পাশে ভুট্টার জমিতে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ভুট্টা ক্ষেত হতে মরদেহ উদ্ধার করেন দেওয়ানগঞ্জ থানা ও সানন্দবাড়ী পিআইসির পুলিশ।দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে সকালে ঘটনা স্থলে গিয়ে আঃ রাজ্জাক মন্ডল নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।মৃত্যুর কারণ উদঘাটনের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি জামালপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটা হত্যা না অন্য কোনো ঘটনা তা খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। -
রোজা রেখে দিনের বেলায় ঘুমান্ত অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা ভেঙে যায় কি?
নিজস্ব প্রতিবেদকঃ মাহে রমজান মাসে ধর্মপ্রাণ মুসলমানরা রোজা রাখেন, সেই সঙ্গে ইবাদত করে থাকেন। এ জন্য এই মাসে পবিত্রতার বিষয়ে সবাই বেশ সতর্ক থাকেন।কিন্তু দিনের বেলায় রোজা থাকা অবস্থায় কখনো স্বপ্নদোষ, অথবা কখনো রোজা রেখে দিনের বেলায় ঘুমানো অবস্থায় স্বপ্নদোষ হয়ে যায়। এ অবস্থায় রোজা ভাঙে কি না। তা নিয়ে অনেকের মনে দ্বিধা-দ্বন্দ্ব রয়েছে। আবার এ নিয়ে অনেকের মধ্যে নানা প্রশ্ন থাকে।রোজা থাকা অবস্থায় দুপুরে ঘুমানো নিষেধ নয়। এমনকি ঘুমের ভেতরে স্বপ্নদোষ হলে স্বপ্নদোষের কারণেও রোজা ভাঙে না। তবে স্বপ্নদোষের কারণে গোসল ফরজ হয়। কিন্তু কেউ কেউ মনে করেন, রোজা অবস্থায় যদি স্বপ্নদোষ হয়, তাহলে রোজা ভেঙে যাবে; তাদের এ ধারণা সঠিক নয়।আবু সাঈদ খুদরি (রা.) থেকে বর্ণিত হাদিসে আছে নবী কারিম (সা.) বলেন, তিনটি জিনিস রোজা ভঙ্গের কারণ নয়— বমি, শিঙ্গা লাগানো ও স্বপ্নদোষ। (বায়হাকি, হাদিস : ৪/২৬৪; আদ্দুররুল মুখতার : ২/৩৯৬; মুসনাদে বাজ্জার, হাদিস : ৫২৮৭; নাসবুর রায়াহ : ২/৪৪৭; মাজমাউয যাওয়ায়েদ : ৩/১৭০; জামে তিরমিজি, হাদিস : ৭১৯)।উম্মুল মুমিনিন উম্মে সালামা (রা.) বলেন, আবু তালহা (রা.)-এর স্ত্রী উম্মে সুলাইম (রা.) আল্লাহর রাসুল (সা.)-এর নিকট এসে আরজ করলেন, হে আল্লাহর রাসুল! আল্লাহ তাআলা সত্যের বিষয়ে নিঃসঙ্কোচ। (তো আমার জিজ্ঞাসা এই যে,) কোনো নারীর স্বপ্নদোষ হলে কি তার উপর গোসল ফরজ হয়?উত্তরে আল্লাহর রাসুল (সা.) বললেন, হ্যাঁ। যদি সে পানি (ভেজা) দেখতে পায়। (সহিহ বুখারি : ১/৪২)এ হাদিস থেকে বোঝা যায়- ১. ছেলেদের মত মেয়েদেরও স্বপ্নদোষ হয়। ২. স্বপ্নদোষ হলে ছেলে-মেয়ে উভয়ের গোসল করা ফরজ হয়।অতএব, উপরোক্ত হাদিসগুলো থেকে বোঝা যায় যে, স্বপ্নদোষ মানুষের নিয়ন্ত্রণের বাইরে। তাই স্বপ্নদোষের কারণে রোজা ভঙ্গ হবে না। সুতরাং রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা ভেঙে যায়- এ ধারণা ঠিক নয়। (ফতওয়ায়ে শামি, খণ্ড : ০২, পৃষ্ঠা : ৩৬৬)। আল্লাহ তাআলা আপনি আমাদের সবাইকে সঠিকভাবে রমজান পালনের তাওফিক দান করুন। আমিন চুম্মা আমিন। -
ঠাকুরগাঁওয়ে হারিয়ে যাওয়া ২৫টি মোবাইল ফোন উদ্ধার।
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
গত এক সপ্তাহে ঠাকুরগাঁওয়ে হারিয়ে যাওয়া ২৫টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।
সোমবাব জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।
তিনি বলেন, সদর থানায় বিভিন্ন মানুষের মোবাইল ফোন হারানো জিডি হয়েছিলো। পরবর্তীতে জেলা পুলিশের আইসিটি শাখার তথ্য প্রযুক্তি ব্যবহার করে বিশেষ অভিযান পরিচালনা করে সাত দিনের মধ্যে মোবাইল গুলো উদ্ধার করেন পুলিশ। আজ সেগুলো হস্তান্তর করা হয়েছে।
সংবাদ সম্মেলনে অতিরুক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, সদর থানার অফিসার ইনচার্জ এবিএম ফিরোজ ওয়াহিদ, বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ ফিরোজ কবির উপস্থিত ছিলেন।
-
মাধবপুরে অভিনব কায়দায় গাঁজা পাচারের সময় মাদক ব্যবসায়ী গ্রেফতার।
মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধিঃহবিগঞ্জের মাধবপুরে শরিরীরের সঙ্গে দুই কেজি গাঁজা পেচিয়ে অভিনব কায়দায় পাচারের সময় শীর্ষ মাদক ব্যবসায়ী রাজু আহমেদ গ্রেফতার।পুলিশ সূত্রে জানা যায়, রবিবার ১৭ মার্চ দুপুরে মাধবপুর থানার উপ-পরিদর্শক শামস্-ই-তাব্রীজ এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন ঢাকা সিলেটের মহাসড়কে পশ্চিম পাশে মাধবপুর বাজার অক্ষয় ম্যানশন সংলগ্ন পূজা কনফেকশনারি এন্ড কপি হাউজের সামনে পাকা রাস্তা থেকে দুই কেজি গাঁজাসহ রাজু আহমেদ (৩৫) নামে এক মাদক পাচারকারীকে আটক করেন।সে শরিয়তপুর জেলার জাজিরা থানাধীন কবিরাজ কান্দি গ্রামের মৃত আব্দুল মোতালিবের পুত্র। আটককৃত কাছ থেকে ভারতীয় দুই কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।উল্লেখ্য দানা মিয়া (৩৭) নামে এক মাদক পাচারকারী পলাতক রয়েছে।মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ রকিবুল ইসলাম খাঁন জানান, আটককৃত রাজুর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ১৯ (ক) / ৪১ ধারা মামলা প্রক্রিয়াধীন। -
বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসে নওগাঁ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি।
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় ১৭ মার্চ বাঙালি জাতির মহান ও অবিসংবাদিত নেতা স্বাধীন বাংলাদেশের রূপকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবসে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নওগাঁ জেলা পুলিশের কর্ণধার।অদ্য ১৭/০৩/২০২৪ খ্রিস্টাব্দ তারিখে নওগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন নওগাঁ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মুহাম্মদ রাশিদুল হক পিপিএম মহোদয়। এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাগণ।এছাড়াও জেলার প্রতিটি থানায় পুলিশের পক্ষ থেকে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে। -
পাবনায় মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধর মৃত্যু-দুই জনের অবস্থা আশঙ্কাজন।
পাবনা প্রতিনিধিঃ
বৃহত্তর পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায় দুই মোটরসাইকেল মূখোমুখি সংঘর্ষে দুই বন্ধুর মৃত্যু হয়েছে।
জানা যায় বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর কারনে শনিবার ১৬ মার্চ দুপুরের সময় ঈশ্বরদী-বাঘা আঞ্চলিক সড়কের গোকুলনগর চক্ষু হাসপাতের সামনে সংঘর্ষের ঘটনা ঘটে।নিহতরা হলেন-ঈশ্বরদীর ভাদুরবটতলা গ্রামের মোঃ তৌহিদুল ইসলামের ছেলে মোঃ সিয়াম হোসেন ও পিয়ারাখালি গ্রামের মোঃ নাজমুল হাসানের ছেলে মোঃ মিজানুর রহমান।
স্থানীয় সূত্রে জানা যায় মোটরসাইকেল যোগে সিয়াম ও মিজান ঈশ্বরদী থেকে শখেরচর নানার বাড়ি বেড়াতে যাচ্ছিল এবং বিপরিত দিগে বাঘা থেকে ঈশ্বরদীর দিগে শফিকুল ইসলাম বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার পথে গোকুলনগর চক্ষু হাসপাতালের সামনে আসা মাত্রই দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়ে।এ ঘটনায় চালক ও আরোহীসহ চারজন ছিটকে পড়ে যায় এবং গুরুতর আহত হয়।স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় সিয়াম ও মিজান মারা যায়।অপর দুই জনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
এ তথ্য নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃরফিকুল ইসলাম। তিনি জানান উভয় মোটরসাইকেলের চালক বেপরোয়া ভাবে গাড়ি চালানোর জন্য মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।তাদের গাড়ি দুটি উদ্ধার করে অভিভাবকদের নিকট হস্তান্তর করা হয়েছে। আহতদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছে।
-
রামপালে ‘মানবতার পাশে আমরা’ সংগঠনের ইফতার সামগ্রী বিতরণ।
রামপাল(বাগেরহাট) প্রতিনিধিঃপবিত্র মাহে রমজান উপলক্ষে বাগেরহাটের রামপালের বাইনতলা ইউনিয়নের স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানবতার পাশে আমরা’ এর পক্ষ থেকে নিম্ন আয়ের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।রবিবার(১৭ মার্চ) বিকেলে স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানবতার পাশে আমরা’ এর পক্ষে থেকে বাইনতলা কাশিপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলার বাইনতলা ইউনিয়নের ১০০ নিম্ন আয়ের মানুষের মাঝে এ ইফতার সামগ্রী তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দরা।এসময় তারা ১০০ (একশত) পরিবারের মাঝে ছোলা, চিড়া, খেজুর, মুড়ি, চিনি, সেমাই ও সয়াবিন তেল বিতরণ করেন।এ বিষয়ে সংগঠনটির পরিচালনা পর্ষদের সদস্যরা জানান, এটি একটি অরাজনৈতিক সংগঠন। স্বেচ্ছায় মানুষের সেবার ব্রত নিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে মানবতার কাজে নিজেদের নিয়োজিত রাখতে চাই। অনেক শ্রমজীবী মানুষের জীবিকার তাগিদে সন্ধ্যা হয় রাস্তাতেই। তাদের কথা বিবেচনা করেই আমাদের আজকের ক্ষুদ্র আয়োজন। আমরা চেষ্টা করেছি তাদের পাশে থাকতে। -
কমলগঞ্জে পাত্রখোলা চা বাগানের শ্রমিকের বসতঘর আগুনে পুড়ে ছাঁই।
নিজস্ব প্রতিবেদকঃমৌলভীবাজারের কমলগঞ্জে চা বাগানে একটি বসতঘর আগুনে পুড়ে ছাঁই হয়ে গেছে। গত শনিবার ১৬ মার্চ ২০২৪ ইং, সন্ধ্যা পৌনে ৭টার সময় উপজেলার পাত্রখোলা চা বাগানের বাজার লাইন এলাকার চা শ্রমিক আনু কুর্মীর বসতঘরে এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, সন্ধ্যা পৌনে ৭টার সময় আনু কুর্মীর বসতঘরে আগুন লাগে। তাৎক্ষণিক বালতি, ডেগ, কলস ও বালি ব্যবহার করে আগুন নেভাতে কাজ শুরু করেন। ঘরে থাকা আসবাবপত্র, কাপড়চোপড়, ধান-চাল পুড়ে গেছে। প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। কিন্তু ততক্ষণে বসতঘরের মাটির দেয়াল ছাড়া সমস্তকিছু আগুনে পুড়ে যায়। আগুন নিয়ন্ত্রণে আসার পর কমলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে আসলে স্থানীয় জনতা তাদের নিরুৎসাহিত করেন।ক্ষতিগ্রস্ত আনু কুর্মী বলেন, সন্ধ্যা ৭টার সময় হঠাৎ করে আমার ঘরে আগুন লাগে। ঘরের আসবাবপত্র, কাপড়চোপড়, ধান-চালসহ সবকিছু আগুনে পুড়ে ছাঁই হয়ে গেছে।স্থানীয় ইউপি সদস্য শিপন চক্রবর্তী বলেন, আগুন লাগার খবর পাওয়ার পর আমি সেখানে যাই। মালামাল উদ্ধারে তাদের সহযোগীতা করি। তাদের একটি ঘর পুড়ে গেছে। সেই ঘরটিতে প্রচুর মালামাল ছিল। ক্ষতির পরিমান ৪-৫ লাখ টাকা হবে। তাদের সহযোগীতা করা হবে।কমলগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ ফারুক আহমেদ বলেন, আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণ করে স্থানীয়রা। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে আনুমানিক প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি। -
যশোরে দেশিয় অস্ত্র-বোমাসহ ৪ কিশোর সন্ত্রাসী গ্রেফতার।
যশোর প্রতিনিধিঃ
যশোর শহরের আনসার ক্যাম্প এলাকায় ১৬ মার্চ শনিবার গভীর রাতে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে কিশোর গ্যাং এর চার কিশোর সন্ত্রাসীকে গ্রেফতার করেছে।এ সময় তাদের কাছ থেকে বোমা তৈরি সরঞ্জাম ও ককটেলসহ দেশিয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।১৭ মার্চ রোববার সকালে কোতোয়ালি থানায় এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান।
প্রেবিজ্ঞপ্তিতে তিনি জানান, যশোর শহরের চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করতে পুলিশ নিয়োমিত অভিযান পরিচালনা করছে। শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের আনসার ক্যাম্প বিলপাড়ায় অভিযান পরিচালনা করে কিশোর গ্যাংয়ের আলোচিত ৪ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-হৃদয় হোসেন আকাশ,আল আমিন হোসেন,আলী রাজ (হিটলার রাজ) ও আমজাদ হোসেন আকাশ। এ সময় পুলিশের উপস্থিতি আজকরতে পেরে কিশোর গ্যাং এর ৪/৫ সদস্য পালিয়ে যায়।আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের নাম পরিচয় পাওয়া গেছে।পুলিশ তাদের আটকের জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।ঘটনাস্থল থেকে বোমা তৈরির সরঞ্জাম, ৩ টি গাছি দা,৩ টি চাইনিজ কুড়াল,২টি বার্মিজ চাকু ও ৬টি ককটেল উদ্ধার করা হয়।
তিনি আরো জানান গ্রেফতার ৪ সন্ত্রাসীসহ আরোও অজ্ঞাত ৪ জনের নাম উল্লেখ করে বিস্ফোরক ও অস্ত্র আইনে মামলা রজু করে আজ রোববার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।