Author: admin

  • যশোরে বিদেশি পিস্তল ও ইয়াবাসহ শীর্ষ তিন সন্ত্রাসী গ্রেফতার।

    যশোরে বিদেশি পিস্তল ও ইয়াবাসহ শীর্ষ তিন সন্ত্রাসী গ্রেফতার।

    যশোর প্রতিনিধিঃ যশোরের কোতোয়ালী থানায় বিদেশি পিস্তল ও ইয়াবাসহ শীর্ষ তিন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।

    উপজেলার শংকরপুর ব্যাংক কলোনীপাড়া গ্রামের দিদারের বাড়ির সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃতরা হলেন কোতয়ালী থানার বকচর হুশতলা গ্রামের মোঃ রেজাউল শেখের ছেলে মোঃ অনিক শেখ(২৯) একই থানার টালিখোলা মসজিদ পাড়া গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে মোঃ আশরাফুল ইসলাম(৪৪) ও অভয়নগর থানার গোয়ালখোলা গ্রামের মোঃ আবুল কায়েমের ছেলে মোঃ হুমায়ুন কবির(৪৭) ।

    পুলিশ সূত্রে জানা যায় যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বিপিএম এর দিক নির্দেশনায় গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)রুপন কুমার সরকার পিপিএম এর তত্ত্বাবধানে জেলায় সংঘটিত চুরি,ডাকাতি, অপহরণ,হত্যার রহস্য উদঘাটন ও অবৈধ অস্ত্র উদ্ধারে গোয়েন্দা পুলিশের এলআইসি’র একটি অভিযানিক দল নিয়মিত অভিযান পরিচালনা করে।
    গোপন সংবাদের ভিত্তিতে ১৯ মার্চ মঙ্গলবার ২০.১০ টার সময় শংকরপুর ব্যাংক কলোনীপাড়ায় গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মোঃ শাহীনূর রহমান সংগীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে উল্লেখিত আসামিদের গ্রেফতার করেন।

    এসময় তাদের তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও একশ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।তিনি আরোও জানান আটককৃত আসামিদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় অস্ত্র,মাদক,ছিনতাই সহ একাধিক মামলা রয়েছে।এদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

  • গৃহবধূর মরদেহ বড়লেখায় সোনাই নদী থেকে উদ্ধার।

    গৃহবধূর মরদেহ বড়লেখায় সোনাই নদী থেকে উদ্ধার।

    নিজস্ব প্রতিবেদকঃ মৌলভীবাজারে বড়লেখায় সোনাই নদী থেকে স্বপ্না দাস (২৯) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ইং, দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত স্বপ্না দাস বড়লেখা উপজেলার দাসেরবাজার পানিসাওয়া গ্রামের অসীম দাসের স্ত্রী।
    স্থানীয় সূত্রে জানা যায়, স্বপ্না দাস মঙ্গলবার সকালে কাপড় ধুতে সোনাই নদীর ঘাটে যান। এরপর তিনি আর বাড়ি না ফেরায় স্বজনরা খোঁজ নিতে নদীতে গিয়ে তার মরদেহ ভাসতে দেখেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
    স্বপ্নার শ্বশুরবাড়ির লোকজন জানিয়েছেন, স্বপ্না সাঁতার জানতেন না। নদীতে কাপড় ধুতে গিয়ে হয়ত তিনি ডুবে মারা গেছেন।
    বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্ত্তী বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল (সদর) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান তিনি।
  • বেড়ায় আমিনপুর কেন্দ্রীয় কবরস্থানে কবর খুরে কঙ্কাল চুরি।

    বেড়ায় আমিনপুর কেন্দ্রীয় কবরস্থানে কবর খুরে কঙ্কাল চুরি।

    পাবনা প্রতিনিধিঃ পাবনার বেড়া উপজেলার খাস আমিনপুর কেন্দ্রীয় কবরস্থানের কবর খুরে ১৫ টি মৃত মানুষের কঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তোরা।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটেছে। মঙ্গলবার (১৯ মার্চ) সকালে উপজেলার খাস আমিনপুর কেন্দ্রীয় কবরস্থানে এ ঘটনা ঘটে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, ক’দিন দিন আগে তাদের গ্রামের একজন মারা যান। ওই মৃত্যু ব্যক্তির স্বজনেরা মরহুম ব্যক্তির মাগফিরাত কামনায় দোয়া ও কবর জিয়ারত করতে কবরস্থানে যান। এসময় তারা দেখতে পান কালো পোশাকে ৯ জন মানুষ কবরস্থান থেকে বের হয়ে যাচ্ছেন। তাদের সবার কাধে ছিল স্কুল ব্যাগ। কিছুক্ষণ পর আরো মুসল্লিরা কবর জিয়ার করতে আসলে তারাও দেখেন কবরের মাটি তোলা রয়েছে। এরপর কবরের কাছে গিয়ে দেখেন কবরের ভিতর লাশ নেই। তারা কবরস্থানের পুরো এলাকা ঘুরে দেখেন এ ভাবে মোট ১৫ টি কবরের কঙ্কাল চুরি হয়ে গেছে।

    এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্থানীয় ধর্ম প্রাণ মুসুল্লিরা।

    এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ হারুনুর রশিদ।এ সময় তিনি জানান,দুর্বৃত্তোরা কবর খুরে মৃত মানুষের কঙ্কাল চুরি করে নিয়ে যাচ্ছে এটি দুঃখ জনক ঘটনা। তবে অভিযোগের ভিত্তিতে আইনগত সকল ব্যবস্থা গ্রহন করা হবে।

     

  • সলঙ্গায় ফসলি জমির টপসয়েল কাটার মহাউৎসব-নির্বিকার স্থানীয় প্রকাশন।

    সলঙ্গায় ফসলি জমির টপসয়েল কাটার মহাউৎসব-নির্বিকার স্থানীয় প্রকাশন।

    সলঙ্গা(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ

    সিরাজগঞ্জের সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নের ইউনিয়ন ভূৃমি কর্মকতার চোখের সামনে পুকুর খননের মহাউৎসব চলছে।
    এই ইউনিয়নে ছোট বড় প্রায় ৩০ টি ফসলি জমির টপসয়েল কেটে পুকুর খনন করে মাটি বিক্রি করছে মাটি ব্যবসায়ীরা।

    ছাত্রলীগ থেকে শুরু করে স্থানীয় প্রভাবশালী সিন্ডিকেটের কাছে জিম্মি সাধারণ কৃষক ও স্থানীয় সচেতন মহল।

    মাঝে মাঝে ইউনিয়ন ভূমি অফিস ও থানা থেকে লোক গিয়ে ভেকু মেশিনের চাবি নিয়ে গেলেও – শেষমেষ মোটা অংকের টাকায় আবার চাবি চলে আসে গাড়িতে।দিনভর কোন সারাশব্দ না থাকলেও রাতভর সক্রিয় হয়ে ওঠে আঞ্চলিক সড়ক ও মাটির পয়েন্টগুলো।

    সরেজমিনে গিয়ে দেখা যায়, ধুপিল ইউনিয়নের মালতীনগর এলাকায় ইয়াসিন সাইফুল আলী তার বাড়ির পাশেই প্রায় ১০ বিঘা আয়তনের পুকুরে ভেকু মেশিন ও কুত্তা গাড়ি দিয়ে মাটি কেটে বিভিন্ন ইঠ ভাটায় বিক্রি করছে।

    এছারা একই এলাকায় ছোট বড় সব মিলিয়ে প্রায় ২০ টির ও বেশি পুকুর খনন চলছে। এসব পুকুর কাটা হয় গভীর রাতে দিনের বেলায় পাওয়া যায় না কাউ কেই৷ । শুধু পাওয়া যায় রাতভর মাটি কাটার চিহৃ। ভেকু মেশিন পাওয়া যায় পুকুরে পারের বাড়িতে ।

    এছাড়া ঝাউল এলাকায় ছাত্রলীগ নেতা রিপনের ৫ বিঘা আয়তনের পুকুর খনন চলেছে।আলামিন নামের একজনের প্রায় ২০ বিঘা সহ ছোট বড় প্রায় ১৫ টির মত পুকুর খনন চলছে।হায়দার আলীর ছোট বড় প্রায় ৫ টি মত।

    স্থানীয়রা জানান, পুকুর খননের কারনে আঞ্চলিক সড়কগুলোর নাজেহাল অবস্থা মাজে মাঝে ভূমি অফিসের নায়েবের লোকজন ভেকু মেশিনের চাবি নিয়ে গেলেও থামেনা পুকুর খনন। মোটা পেটির বিনিময়ে আবার চাবি চলে আসে গাড়িতে। থানা থেকেও মাজে মাঝে মাঝে চাবি নিয়ে গেলেও একই অবস্থা।

    যারা পুকুর খনন করে তারা প্রভাবশালী হওয়ায় থামেছেই না পুকুর খননের কাজ।সেই সাথে স্তানীয় সচেতন মহল অবৈধ পুকুর খনন বন্ধে প্রসাশনের জোরালো ভূমিকা রাখারও দাবি জানান।

    পুকুর খননের বিষয়ে ছাত্রলীগ নেতা রিপন মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, সবাই যে ভাবে কাটে আমিও সেই ভাবেই কাটছি, একসময় এসে দেখা করেবেন ।

    সাইফুল ইসলাম জানান, আমি ঘোড়া মার্কার চেয়ারম্যান আমি পুকুর খনন করছি আপনেরা পত্রিকায় আমার ছবি দিয়েন নিউজ কইরেন।

    এ বিষয়ে জানতে, ধুবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান রাসেল তালুকদারের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেন নাই।

    এ ব্যাপারে ধুবিল ইউনিয়নের ভূমি উপসহকারী কর্মকর্তা মোঃ মুনসূর আলী জানান, আমরা খবর পেলে চাবি নিয়ে উপজেলায় জমা দিয়েছি,কেউ যদি চাবি নিয়ে দেওয়ার কথা বলে সেটা মিথ্যা,কোথাও কোন অভিযোগ থাকলে বলেন, আমি লোক পাঠিয়ে ব্যবস্থা নিচ্ছি।

    রায়গঞ্জ উপজেলার এসিল্যান্ড তানজিল পারভেজের ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনিও ফোন রিসিভ করেন নাই।

    রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান জানান, এ ভাবে ঐ এলাকায় পুকুর খনন হচ্ছে বিষয়টি জানতাম না- আজ জানলাম অবশ্যই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে সেই সাথে ভূমি অফিসের কেউ সম্পৃক্ত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহন করা হবে।

    এলাকবাসী, সাধারণ কৃষক ও সচেতন মহলের এখন একটিই ভাবনা, এভাবেই কি চলবে ফসলি জমির টপসয়েল কাটা ও মাটি ব্যবসায়িদের দৌড়াত্ব!এদের লাগাম টানবে কে? নাকি মোটা পেটির গন্ধে নিশ্চুপ হয়ে থাকবে সংশ্লিষ্টরা।

  • মৌলভীবাজারের চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার-চোর আটক।

    মৌলভীবাজারের চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার-চোর আটক।

    নিজস্ব প্রতিবেদকঃ মৌলভীবাজার থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেল হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা থেকে উদ্ধার করেছে মৌলভীবাজার মডেল থানা পুলিশ।
    মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ইং, মৌলভীবাজার জেলা পুলিশ সুপারের নির্দেশে অবৈধ অস্ত্র উদ্ধার, চোরাই মোটর সাইকেল উদ্ধার, মাদক উদ্ধার, গ্রেফতারী ও সাজা পরোয়ানা তামিল সংক্রান্তে মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল পিপিএম এর দিক নিদের্শনায় মৌলভীবাজার সদর মডেল থানার একাধিক বিশেষ আভিযানিক টিম মৌলভীবাজার সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া এসআই/ শিপু কুমার দাশ, এসআই/মোঃ মুখলেছুর রহমান লস্কর, এএসআই(নিঃ)/মোঃ আকরাম আলী, এএসআই/ মোঃ এনামুল হক, এএসআই/রানা মিয়া গন ১২ নং গিয়াসনগর ইউপিস্থ ইমাম বাজারে জনৈক ফয়েজ মিয়ার ডিকে ফুড হোটেলের সামনে পাকা রাস্তার উপর হইতে শাহ মোঃ আবু ছালেহ(৩২), পিতা-শাহ মোঃ ফজলুর রহমান, সাং-সদরঘাট (মাজপাড়া), থানা-নবীগঞ্জ, জেলা-হবিগঞ্জ এর হেফাজত হইতে চোরাই ০১ টি লাল রংয়ের YAMAHA FAZER মোটর সাইকেল উদ্ধার করা হয়।
    বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজার মডেল থানার ওসি কে এম নজরুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
  • ঠাকুরগাঁওয়ে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু।

    ঠাকুরগাঁওয়ে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু।

    ঠাকুরগাঁও প্রতিনিধি:
    ঠাকুরগাঁওয়ে ট্রাক চাপায় রাশেদুল মনজুর রহমান (৪৯) ও মোছাঃ মাহবুবা বেগম (৪০)নামের দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছেন।
    মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে ঠাকুরগাঁও পৌর শহরের আমতলী মোড় বঙ্গবন্ধু সড়কে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
    বিষয়টি নিশ্চিত করেন-ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ।
    নিহত ব্যক্তিরা হলেন- ঠাকুরগাঁও পৌর শহরের গোবিন্দনগর বিসিক এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে মোঃ মনজুর রহমান ও পঞ্চগড় জেলার নতুনবস্তি এলাকার মোঃ ময়নুল হকের মেয়ে মোছাঃ মাহবুবা বেগম।
    প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি এবিএম ফিরোজ ওয়াহিদ জানান, দুপুরে একই মোটরসাইকেলে মোঃ মনজুর রহমান ও তার সহকর্মী মোছাঃমাহবুবা বেগম বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। এ সময় পিছন থেকে একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে তারা দুই জন ছিটকে পড়ে যায় এবং গুরুত্ব আহত হন। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোটরসাইকেল আরোহী দুই জনের মৃত্যু হয়।
    তিনি আরোও জানান,ঘাতক ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি। নিহতদের মোটরসাইকেলটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। এবিষয়ে থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
  • রামপালে ভ্যান-মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু।

    রামপালে ভ্যান-মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু।

    রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ
    বাগেরহাটের রামপালে ভ্যান-মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে  রাব্বি(২০) নামের এক যুবক নিহত হয়েছে।
    মঙ্গলবার(১৯ মার্চ) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার গৌরম্ভা ইউনিয়নের সরকারি খাদ্য গুদাম সংলগ্ন মন্দিরের সামনে এ দূর্ঘটনা ঘটে।
    নিহত রাব্বি খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলায় কুলটিয়া গ্রামের মৃত ফারুক হোসেনের ছেলে।
    স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে গৌরম্ভা এলাকা থেকে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল দুই যুবক। তারা খাদ্য গুদাম সংলগ্ন মন্দিরের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটো ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ভ্যান চালক জয়দেব বালা(৫২), মোটরসাইকেল চালক সাকিব (১৭) ও রাব্বি(২০) আহত হয়।
    আহতদের স্থানীয় লোকজন উদ্ধার করে স্থানীয় চিকিৎসক ওবায়দুরের কাছে নিয়ে যায়। আহত রাব্বির অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়। খুলনা যাওয়ার পথিমধ্যে রাব্বি মারা যায়।
    এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাসের সাথে মুঠোফোনে কথা হলে তিনি এ প্রতিবেদককে জানান, গৌরম্ভা এলাকায় ভ্যান-মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। আহত রাব্বিকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
  • উল্লাপাড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মুক্তিযোদ্ধার মৃত্যু।

    উল্লাপাড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মুক্তিযোদ্ধার মৃত্যু।

    উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে আগুনে দগ্ধ হয়ে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মারা গেছেন। তিনি উপজেলার মোহনপুর ইউনিয়নের সুজা গ্রামের মৃত আবুল হোসেন সরকারের ছেলে।

    জানা যায় ১৪ মার্চ বৃহস্পতিবার বিকেলে আব্দুল হামিদ রান্নাঘরে গ্যাসের চুলায় আগুন দিতেই লিকেজ তারের আগুনে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ ঘটে।এতে পুরো ঘরে আগুন লেগে যায়।আগুন নেভেনোর চেস্টা ব্যর্থ হয় এবং আগুনে দগ্ধ হয়ে ৭০ ভাগ শরীর আগুনে পুড়ে গুরুতর আহত হন।পরে স্বজনেরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন্ড ইউনিটে ভর্তি করেন। মৃত্যুর সাথে দীর্ঘ ৫ দিন যুদ্ধে করে ১৯ মার্চ মঙ্গলবার ভোর রাতে মারা যান।

    বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ,উল্লাপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল হামিদ বলেন সমমঙ্গলবার দুপুরে সুজা প্রাথমিক বিদ্যালয় মাঠে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে।

    উল্লাপাড়া মডেল থানার পুলিশ সদস্যরা তাকে গার্ড অব অনার প্রদান করেন।এসময় উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ সানজিদা সুলতানা উপস্থিত ছিলেন।পরে সুজা গ্রামের কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

  • মাটিরাঙ্গায় ভারতীয় চিনি ভর্তি ট্রাক সহ দুই ব্যবসায়ী আটক।

    মাটিরাঙ্গায় ভারতীয় চিনি ভর্তি ট্রাক সহ দুই ব্যবসায়ী আটক।

    মাটিরাঙ্গায়(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ
    সরকারী রাজস্ব ফাঁকি দিয়ে প্রায়ই খাগড়াছড়ি মাটিরাঙ্গার বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে দেশে আনা হচ্ছে ভারতীয় পন্য।  প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে নিয়ে আসা ৪৫ বস্তা চিনিসহ মোশারফ হোসেন(২৫) ও মোমিনুল ইসলাম(১৮) নামে দুই চোরা কারবারীকে আটক করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ।
    সোমবার (১৮ মার্চ) রাতে মাটিরাঙ্গা থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা পৌরসভার ১০নং ইসলামপুর টোল প্লাজার সামনে থেকে এসব চিনি জব্দ করে। এসময় চিনি পাচারের কাজে ব্যবহৃত ০১টি ট্রাক জব্দ ও দুই চোরাকারবারিকে আটক করে পুলিশ।
    আটকৃতরা হলেন, রামগড় পৌরসভার উত্তর গর্জনতলী এলাকার মীর হোসেনের ছেলে মোশাররফ হোসেন এবং পানছড়ি উপজেলার টিএন্ডটি এলাকার মশিউর রহমানের ছেলে মোমিনুল ইসলাম।
    জব্দকৃত চিনির বর্তমান বাজার মূল্য তিন লাখ ১৫ হাজার টাকা বলে জানিয়েছে মাটিরাঙ্গা থানা পুলিশ।
    মাটিরাঙা থানার অফিসার ইনচার্জ (ওসি) কমল কৃষ্ণ ধর বলেন, চোরাকারবারিরা দীর্ঘদিন ধরে চোলাচালানের মাধ্যমে এ ব্যবসা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে ৪৫ বস্তা চিনিসহ দুই চোরাকারবারিকে আটক করা হয়।
    গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাটিরাঙ্গা থানায় মামলা রুজু করা হয়েছে জানিয়ে তিনি বলেন, বিধি মোতাবেক তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
  • মুরাইছড়া সীমান্তে বিএসএফের গুলিতে কিশোর নিহত, আহত-১।

    মুরাইছড়া সীমান্তে বিএসএফের গুলিতে কিশোর নিহত, আহত-১।

    নিজস্ব প্রতিবেদক:
    মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মুরাইছড়া সীমান্তে বিএসএফের গুলিতে মুরাইছড়া বস্তি এলাকার এক কিশোর নিহত হয়েছে। তার লাশ সোমবার বিকালে ফেরত দেওয়ার কথা রয়েছে।
    কুলাউড়া কর্মদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ জানান, লাশ ফেরত আনার ব্যাপারে বিজিবি-বিএসএফ’র মধ্যে একাধিক বৈঠক হয়েছে।
    স্থানীয়রা ও ভুক্তভোগীদের পরিবার জানান, রবিবার বিকালে মুরাইছড়া বস্তির আছকির মিয়ার ছেলে সাদ্দাম হোসেন ওরফে পারভেজ (১৫) ও একই গ্রামের মৃত সাদাই মিয়ার ছেলে ছিদ্দিকুর রহমান (৩৪) ওই সীমান্তের শিকরিয়া এলাকায় গরু চড়াতে যান। একপর্যায়ে তারা শূন্যরেখার কাছাকাছি চলে যান।
    আহত ছিদ্দিকুরের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান মুহিবুল ইসলাম বলেন, ভারতের ত্রিপুরা রাজ্যের উনকোটি জেলার মাগুরুলি বিএসএফ ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে। বাম পায়ে গুলি লেগে আহত ছিদ্দেকুর রহমান পালিয়ে এলেও গুলিবিদ্ধ পারভেজকে ধরে নিয়ে যায় বিএসএফ। পরে তিনি মারা যান। নিহত পারভেজের মরদেহ ভারতের কৈলাশহর হাসপাতালে রাখা হয়েছে। এ সময় আহত অবস্থায় ছিদ্দিকুর ফিরে এলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুলাউড়া, পরে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে পাঠায়। সেখানে তার অবস্থান অবনতি হলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
    স্থানীয় ইউপি সদস্য সিলভিস্টার পাঠাংয়ের দাবি, বিজিবির সঙ্গে কথা বলে তিনি জানতে পেরেছেন, নিহত সাদ্দামের লাশ ভারতের কৈলাশহর হাসপাতালের মর্গে আছে। লাশ ফেরত আনার জন্য তারা বিজিবির সঙ্গে একাধিকবার যোগাযোগও করছেন।
    তিনি বলেন, দুপুর থেকেই নিহতদের স্বজনদের নিয়ে বর্ডার এলাকায় আছি। লাশ দেশে এলে গ্রহণ করা হবে।
    কুলাউড়া থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ বলেন, বিএসএফ সদস্যের গুলিতে একজন নিহত ও অপর একজন আহত হওয়ার খবর পেয়েছি।