Author: admin

  • ছাত্র নেতা থেকে সাধারণ মানুষের অস্থার প্রতীক গজাইল গ্রামের রুহুল আমিন।

    ছাত্র নেতা থেকে সাধারণ মানুষের অস্থার প্রতীক গজাইল গ্রামের রুহুল আমিন।

    সিরাজগঞ্জ উল্লাপাড়ায় উধুনিয়া ইউনিয়নের গজাইল গ্রামের মোঃরুহুল আমিন এখন সাধারণ মানুষের অস্থা ও ভালবাসার মানুষ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

    সাবেক এই ছাত্র নেতা বঙ্গবন্ধু আদর্শ বুকে লালন করে বাংলার মা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ৬৫ সিরাজগঞ্জে ৪ উল্লাপাড়ার মাননীয় সংসদ সদস্য তানভীর ইমাম এমপি’র সার্বিক দিক নির্দেশনায় উপজেলার উধুনিয়া ইউনিয়নের সাধারণ মানুষের অস্থা ও ভালবাসা প্রতীক হয়ে উঠেছেন।

    সাবেক এই ছাত্র নেতা বর্তমানে গজাইল অনার্স কলেজের শরীরচর্চা শিক্ষাগতার পাশাপাশি রাজনীতি ও সমাজ সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন।

    বর্তমানে এই সাবেক তুখোর এই ছাত্র নেতা বাংলাদেশ আওয়ামী লীগ সহ বিভিন্ন সামাজীক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে যুক্ত হয়ে নিজেকে মানব সেবায় নিয়োজিত রেখেছেন।


    মোঃ রুহুল আমিন বর্তমানে তিনি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা(বাসক) উল্লাপাড়া উপজেলা শাখার ক্রিয়া সম্পাদক,বাংলাদেশ আওয়ামী লীগ এর উল্লাপাড়া উপজেলার ৩নং উধুনিয়া ইউনিয়নের প্রচার ও প্রকাশনা সম্পাদক ছাড়াও গজাইল অনার্স কলেজের শরীর চর্চা শিক্ষক ও গজাইল ছাত্র সংঘের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

    এ ছাড়াও তিনি গজাইল শরাফতীয়া আলিম মাদ্রাসার সভাপতি,গজাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহ-সভাপতি,উধুনিয়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হয়ে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।

    ভোরের কন্ঠ প্রতিবেক কে তিনি জানান অসহায় সাধারণ মানুষের পাশে থেকে তাদের সেবা করে জীবন কাটিয়ে দিতে চাই এবং সেই ধারাবাহিকতায় অসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড (গজাইল,মহেশপুর,খান পুর গ্রাম) বাসীর সেবা করার জন্য মেম্বার পদপার্থী হিসাবে সকল মা,বোন ও প্রিয় এলাকা বাসীর কাছে দোয়া চাই।

  • বগুড়ার নন্দীগ্রামে কুখ্যাাত ডাকাত সরদার গ্রেফতার-ভোরের কণ্ঠ।

    বগুড়ার নন্দীগ্রামে কুখ্যাাত ডাকাত সরদার গ্রেফতার-ভোরের কণ্ঠ।

    বগুড়ার নন্দীগ্রামে অবশেষে সেই ৯টি মামলার ওয়ারেন্ট ভুক্ত ও একটি মামলার সাজাপ্রাপ্ত পলাতক কুখ্যাত ডাকাত সরদার বেলাল হোসেন হেলাঞ্চী (৪৫) কে গ্রেফতার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ।

    বগুড়ার সনামধন্য পুলিশ সুপার আলী আশরাফ ভূঁইয়ার দিক নির্দেশনায় এবং নন্দীগ্রাম থানার চৌকস অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম এর নেতৃত্বে এসআই চাঁন মিয়া এএসআই আবুল কালাম আজাদ সহ সঙ্গীয় ফোর্স ২৪শে জানুয়ারি রবিবার ঢাকা মিরপুর উত্তর মীরেরবাগ ছাপড়া মসজিদ এলাকায় অভিযান চালিয়ে দীর্ঘদিন পলাতক সেই ধুরন্দর কুখ্যাত ডাকাত সরদারকে গ্রেফতার করে। পরে ২৫শে জানুয়ারি সোমবার সকালে তাকে কোর্ট হাজতে প্রেরন করে।

    এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলামের সাথে কথা বললে তিনি জানান, দীর্ঘদিন পলাতক কুখ্যাত ডাকাত সরদারকে গ্রেফতার বিষয়টি নন্দীগ্রাম থানার সকল ওয়ারেন্ট ভুক্ত আসামীদের নিকট এক সতর্ক বার্তা। ওয়ারেন্ট ভুক্ত আসামী যতো বড় চতুর কিংবা চালাক হোক, আইন অমান্য করে মাটির নিচে লুকিয়ে থাকলেও তাকে টেনে বের করা হবে। তাই যত তারাতারি সম্ভব সকল ওয়ারেন্ট ভুক্ত আসামীকে আদালতে আত্মসমর্পণ করার জন্য সতর্ক বার্তা প্রদান করেন।

     

  • চাঁপাইনবাবগঞ্জে মন্দিরের সম্পত্তি দখলের অভিযোগ-ভোরের কণ্ঠ।

    চাঁপাইনবাবগঞ্জে মন্দিরের সম্পত্তি দখলের অভিযোগ-ভোরের কণ্ঠ।

    চাঁপাইনবাবগঞ্জের গোবরাতলা ইউনিয়নের নাধায়কৃষ্ণপুরে ‘কালি মন্দির’ এর সম্পত্তি দখল করার অভিযোগ উঠেছে।গোবরাতলা বাজারস্থ এলাকার দুলু মিয়ার শ্যালক কবির মিয়া ও পাতা মিয়ার ছেলে মিতু মিয়ার বিরুদ্ধে।

    জমির পরিমাণ আনুমানিক ৩০০ বিঘা। নাধায়কৃষ্ণপুরে হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে জানানো হয় এটি স্বাধীনতার পর হতে শ্রী পতিনাত রায় রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত ছিলেন।

    শ্রী পতিনাত রায়ের ছেলে ও কালী মন্দিরের সভাপতি শ্রী ধনপতি রায় লিখিত বক্তব্যে জানায়;২২’শ হিন্দু পরিবারের একটি মন্দির সেটি হলো ‘কালী মন্দির’। এ মন্দিরের রক্ষণাবেক্ষণের কাজে আমি ১৬ বছর থেকে নিয়োজিত আছি।এর পূর্বে আমার পিতা শ্রী পতিনাত রায় এ মন্দিরের দায়িত্বে ছিলেন। তিনি আরোও জানান;এ মন্দিরের নামে সেবায়েত নামায় উখড়া মৌজায় ৪৯.০০ একর,উওর গোপীনাথ পুর মৌজায় ১৩.৯৬ একর,ভবানীপুর মৌজায় ৫১.৯৬ একর,নাধাইকৃষ্ণপুর মৌজায় ৯.২৭ একর জমি এখন ভূমি দস্যুদের হাতে।

    দুলু মিয়ার স্ত্রী সোফেয়া বেগম সকল অভিযোগ অস্বিকার করে বলেন; সম্পত্তি আমাদের। সকল কাগজ পত্রও আছে।

    গোবরাতলা ইউনিয়ের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য তোরিকুল ইসলাম জানায়; অভিযোগ পাইনি। অভিযোগ পেলে উর্ধতন কতৃপক্ষকে অবহিত করে ব্যবস্হা নেওয়া হবে।

    গোবরাতলা ইউনিয়ের চেয়ারম্যান আসজাদুর রহমান মান্নু জানায়; এ মর্মে আমি অভিযুক্তদের জিঙ্গাসা করেছি। তারা বলেছে; শুধু মাত্র তাদের জমি দখল করে রেখেছে ।

    পূজা উদযাপন কমিটির সভাপতি মন্দিরের সম্পত্তি দখল এ বিষয়টি অবগত না বলে জানান প্রতিবেদককে।

  • কলাপাড়ায় জোড়-জবরদস্তির অভিযোগে কৃষকের সংবাদ সম্মেলন-ভোরের কণ্ঠ।

    কলাপাড়ায় জোড়-জবরদস্তির অভিযোগে কৃষকের সংবাদ সম্মেলন-ভোরের কণ্ঠ।

    কলাপাড়ায় মিথ্যা, ভুয়া ও বানোয়াট সংবাদ এবং উত্তরাধিকার সূত্রে মাতৃজমি জাল-জালিয়াতি মামলা ও জোড়-জবরদস্তি করে নেয়ার অভিযোগে কলাপাড়া রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করেছে অসহায় কৃষক মো: বাহাউদ্দিন। রবিবার বেলা ১২টায় ইউনিটি কার্যালয়ে রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি উত্তম কুমার হাওলাদারের সভাপতিত্বে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় সংবাদ সম্মেলনে বাহাউদ্দিনের সাথে তার কিছুসংখ্যক আত্মীয়, এলাকাবাসী ও  ইউনিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।

    লিখিত বক্তব্যে কৃষক মো: বাহাউদ্দিন বলেন, নীলগঞ্জ ইউনিয়নের হলদিবাড়িয়া গ্রামে আমাদের মাতৃক ওয়ারিশ প্রাপ্ত ভাগবন্টন নিয়া দীর্ঘদিন পর্যন্ত দ্বন্দ চলিয়া আসিতেছে। উক্ত জমি সংক্রান্ত বিষয় ভাগ-বাটোয়ারের জন্য আমার ভাই মো: সাইফুল্লাহ বাদী হয়ে ১৭.০৭.২০২০ ইং: তাং: নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বরাবর দরখাস্ত দাখিল করার পর প্রতিপক্ষ এবং তাহার বাবা আমাদের উপর প্রচন্ড ক্ষিপ্ত হয়ে আমাদের নামে কলাপাড়া বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চাঁদাবাজীর অভিযোগ এনে সি,আর  ৫৫১/২০২০ নং এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে এম,পি ২৪/২০২০ নং মোকাদ্দমা দায়ের করেন। প্রতিপক্ষ মো: শাহাবুদ্দিন একজন সংবাদকর্মী এবং মানবাধিকার কর্মী পরিচয় দেয় বটে। উল্লেখিত মামলা তদন্তের জন্য নীলগঞ্জ ইউনিয়নের নাওভাঙ্গা মাদ্রাসার সুপার মো: জিয়াউল ইসলাম (হাবিব) বরাবর বিজ্ঞ আদালত তদন্ত দিলে তিনি তদন্ত করিয়া বিগত ০৫.০১.২০২১ ইং: তাং: বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চাঁদাবাজী মামলার প্রতিবেদন দাখিল করেন। উক্ত প্রতিবেদনে আমরা নির্দোষ প্রমানিত হলে প্রতিপক্ষ মো শাহাবুদ্দিন আমাকে সাংবাদিকতার ভয় দেখিয়ে এলাকা ছাড়ার এবং অমাকে দেখে নেয়ার হুমকী প্রদান করে বিভিন্ন পত্র-পত্রিকা ও মিডিয়ায় আমাদের নামে অসত্য ও  মিথ্যা তথ্য প্রচার করে আমাদের এলাকা ছাড়তে বাধ্য করবে বলে এই মর্মে হুমকী প্রদান করে।

    তিনি আরো বলেন, আমি একজন অসহায় কৃষক, কোনোরকমে কৃষিকাজ করিয়া জীবিকা নির্বাহ করিতেছি। দীর্ঘদিন পর্যন্ত অঅমার একমাত্র কন্যা মোসা: লামিয়া অসুস্থ থাকায় তাকে চিকিৎসার জন্য বিগত ১০.০১.২০২১ ইং: তাং: আমতলীতে নিয়ে যাই। পরের দিন বিকেলবেলা মেয়েসহ বাড়িতে ফিরে আসি। এসময় জনৈক আ: জলিল হাওলাদার মোবাইলে আমার চাষকৃত বরবটি গাছ ছাগলে খাইতেছে জানাইলে আমি রাস্তায় আসিয়া আমার ক্ষেতে অনেকগুলো ছাগলে প্রায় ৩০০ গাছ খেয়ে ফেলেছে দেখিয়া ছাগল ধরার জন্য থাওয়া করিলে হঠাৎ ১নং প্রতিপক্ষ ও তাহার বাবা লাঠি-সোটা নিয়ে আমাকে এলোপাথারী পিটায় এবং বেধরক কিল-ঘুষি মারিতে থাকে। একপর্যায়ে বাঁচার জন্য আমার চিৎকার-চেচামেচিতে আমার স্ত্রী ও মেয়ে আমাকে বাঁচানোর জন্য দৌড়াইয়া আসিলে প্রতিপক্ষ শাহাবুদ্দিন তাহার কোমড়ে থাকা লালরংয়ের একটি গামছা দিয়ে আমার গলায় প্যাচ লাগাইয়া আমাকে শ্বাষরোধ করিয়া হত্যার প্রচেষ্টা চালায়। এসময় আমার ৭মাসের গর্ভবতী স্ত্রী ও কন্যা আমাকে বাঁচানোর জন্য প্রতিপক্ষ শাহাবুদ্দিনের বাবার কাছে আকুতি-আবেদন জানাইলে তা না শুনিয়া উপরন্ত বাবা ও ছেলে একত্রে মিলিয়া আমার গর্ভবতী স্ত্রীকে এলোপাথারী কিল-ঘষি মারিতে থাকে। উপুর্যপুরী এ আঘাতে আমার স্ত্রীর প্রচুর রক্তক্ষরন হয়ে মারাত্মক অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য কলাপাড়া হাসপাতালে নিয়া আসিলে প্রতিপক্ষ কতিপয় অচেনা লোকের মাধ্যমে ভর্তি প্রদানে বাঁধা দিলে আমরা কোন অনুপায় হইয়া তৎক্ষনাৎ পটুয়াখালী জেনারেল হাসপাতালে গিয়া ভর্তি করাই এবং ১৭.০১.২০২১ ইং: তাং: কলাপাড়া জুডিশিয়াল আদালতে মো: শাহাবুদ্দিন ও তার পিতার বিরুদ্ধে সি,আর ৭৫/২১ নং মামলা দায়ের করি। এমতঅবস্থায় বর্তমানে আমি ও আমার পরিবারের উপর প্রচন্ড ক্ষিপ্ত হওয়ায় আমরা নিরাপত্তার অভাব বোধ করায় মিডিয়ার মাধ্যমে আইনশৃঙ্খলা বহিনী ও প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

    এ বিষয়ে প্রতিপক্ষ শাাহাবুদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এসব অভিযোগ সম্পুর্ন মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। বাহাউদ্দিনের স্ত্রী ঐসময় কখনই রাস্তায় ওঠেনাই এবং তার সাথে আমার দেখাও নাই। তবে কথা কাটাকাটি, তর্ক-বিতর্ক ও কিছুটা ধস্তাধস্তি হয়েছে তবে তা আমার সাথে নয় , আমার পরিবারের অন্য সদস্যদের সাথে, এর বাহিরে কিছুই নয়, মূলত: আমি একজন মিডিয়া কর্মী ও মানবাধিকার কর্মী, তাই এসকল অন্যায় কর্মকান্ড থেকে সর্বদাই দূরে থাকি।

     

  • ‘নন্দীগ্রাম পৌরসভা নির্বাচনে’কে হবেন আগামী দিনের পৌর মেয়র “চলছে চুলচেরা বিশ্লেষণ”-ভোরের কণ্ঠ।

    ‘নন্দীগ্রাম পৌরসভা নির্বাচনে’কে হবেন আগামী দিনের পৌর মেয়র “চলছে চুলচেরা বিশ্লেষণ”-ভোরের কণ্ঠ।

    আগামী ৩০শে জানুয়ারি বগুড়ার নন্দীগ্রাম পৌরসভা নির্বাচনে নৌকা প্রতিকে আনিছুর রহমান, ধানের শীষ প্রতিকে সুশান্ত কুমার শান্ত ও জগ প্রতিকে বর্তমান মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল নির্বাচন করছে, তবে এই ৩জন প্রার্থীর মধ্যে কে হবেন আগামী দিনের পৌর মেয়র অপেক্ষা মাঝখানে মাত্র ৫ দিন। অপেক্ষার সময়ে তিন মেয়র প্রার্থীকে নিয়ে চলছে চুলচেরা বিচার বিশ্লেষণ। ভোটারদের অভিমত, সৎ, মানবিক, যার মাধ্যমে পৌরসভার উন্নয়ন হবে এমন ব্যাক্তিকেই ভোট দিয়ে পৌর মেয়র নির্বাচিত করবে। তবে নির্বাচনে জয়লাভ করতে প্রার্থীরাও ভোটারদের আস্থা অর্জনের চেষ্টা চালিয়ে যাচ্ছে, দিচ্ছে উন্নয়নের নানান প্রতিশ্রুতি। সব কিছু ছাপিয়ে পৌরসভা নির্বাচনে জয়লাভ করে কে বসবে মেয়রের চেয়ারে দেখার অপেক্ষায় নন্দীগ্রাম উপজেলাবাসী।

    উল্লেখ্য, নন্দীগ্রাম পৌরসভা নির্বাচনে ৩জন মেয়র প্রার্থী, ২৭জন কাউন্সিলর প্রার্থী ও ১৪জন সংরক্ষিত মহিলা প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। ২০০৪ সালে গঠিত নন্দীগ্রাম পৌরসভার আয়তন মাত্র ১২ দশমিক ৩ বর্গ কিলোমিটার। ৯টি ওয়ার্ডে জনসংখ্যা ১৮ হাজার ৪৯৬ জন। আর ভোটার ১৫ হাজার ৯৭৩ জন।

  • চৌহালীতে মজিদ মন্ডলের আত্মার মাগফিরাত কামনায় দোয়ার মাহফিল-ভোরের কণ্ঠ। 

    চৌহালীতে মজিদ মন্ডলের আত্মার মাগফিরাত কামনায় দোয়ার মাহফিল-ভোরের কণ্ঠ। 

    সিরাজগঞ্জের চৌহালীতে সাবেক সংসদ সদস্য-৬৬ সিরাজগঞ্জ-৫, বিশিষ্ট শিল্পপতি ও দানবীর মন্ডল গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ মন্ডলের আত্মার মাগফিরাত কামনায় চৌহালী উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে কোরআন খতম ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    সাবেক সদ্য বিদায়ী এ মহান ব্যক্তির বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনায় রবিবার সকালে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আবু নজির মিয়ার সভাপতিত্বে দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।

    দোয়ার মাহফিল পরিচালনা করেন আলহাজ মাওলানা মোঃ আশরাফ আলী।

    এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন, ভাইচ চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ আঃ মজিদ সরকার, সাবেক সভাপতি আলহাজ হযরত আলী, ত্রাণ বিষয়ক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আব্দুল কাহার সিদ্দিকী সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

  • কমলপুর সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও ক্রীড়া প্রতিযোগিতা-ভোরের কণ্ঠ। 

    কমলপুর সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও ক্রীড়া প্রতিযোগিতা-ভোরের কণ্ঠ। 

    বগুড়ার সদর লাহিড়ীপাড়া ইউনিয়নের কমলপুর সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ১ম বর্ষপূর্তি উপলক্ষে শীতবস্ত্র বিতরণ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
    শনিবার (২৩জানুয়ারি) বিকাল ৪টায় সংগঠনের সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  বগুড়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক।
    অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি অধ্যক্ষ শহিদুল ইসলাম দুলু, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আল রাজী জুয়েল এবং প্রধান পৃষ্ঠাপোষকতায় ছিলেন, লাহিড়ীপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজহারুল হান্নান রিপু প্রমূখ ।
    অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কমলপুর সমাজ কল্যাণ পরিষদের উপদেষ্টা শরিফ উদ্দিন, সহ-সভাপতি আমিরুল ইসলাম, সাধারন সম্পাদক আবু খাইয়ুম, যুগ্ম সম্পাদক আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমানসহ অত্র ক্লাবের সকল নেতৃবৃন্দ ও সদস্যগণ এবং এলাকার সূধীজন উপস্থিত ছিলেন।
    অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মাধ্যমে এলাকার গরীবদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও ফুটবল ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।
  • সিরাজগঞ্জের চৌহালীতে ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি গঠন-ভোরের কণ্ঠ। 

    সিরাজগঞ্জের চৌহালীতে ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি গঠন-ভোরের কণ্ঠ। 

    সিরাজগঞ্জের চৌহালীউপজেলার খাষপুকুরিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বিএনপির সকল কর্মকান্ডে গতি ফিরিয়ে আনার লক্ষ্যে কেন্দ্রীয় কমিটির নিদের্শনা অনুসারে ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ে বিএনপির পুরাতন কমিটি বিলুপ্ত করে এই সব নতুন কমিটি গঠন করা হচ্ছে।

    গত বুধবার সকালে উপজেলার ৬ নং খাষপুকুরিয়া ইউনিয়ন বিএনপির মতবিনিময় ও কর্মী সমন্বয় সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক মাহফুজা খাতুন ও যুগ্ম আহ্বায়ক জাহিদ মোল্লার যৌথ স্বাক্ষরিত ইউনিয়ন বিএনপির নেতা সাইফুল ইসলামকে আহবায়ক ও বাদল রেজাকে সদস্য সচিব করে ৷ সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাদল সরকার , আলিম মোল্লা ও যুগ্ম আহ্বায়ক কাওসার মন্ডলসহ ৩১সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষনা করা হয়।

    সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোছা: মাহফুজা খাতুন , যুগ্ম আহ্বায়ক মো: জাহিদ মোল্যা ও যুগ্ম আহ্বায়ক শামীম মাহমুদ প্রমুখ ৷

  • সিরাজগঞ্জে কাউন্সিলর তরিকুল হত্যা মামলার আরোও ৪ আসামি গ্রেফতার-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জে কাউন্সিলর তরিকুল হত্যা মামলার আরোও ৪ আসামি গ্রেফতার-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জে চাঞ্চল্যকর বিজয়ী কাউন্সিলর তরিকুল ইসলাম খান হত্যাকান্ডে জড়িত ছাত্রলীগ নেতাসহ ৪জনকে গ্রেফতার করেছে পুলিশ।

    শনিবার দুপুর ৩টায় সিরাজগঞ্জ সদর থানা চত্বরে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধ আখতার।

    এর আগে শুক্রবার রাতে ঢাকা মহানগর পুলিশের সহযোগিতায় ঢাকার খিলগাঁও এলাকা থেকে ৩জন ও উল্লাপাড়ার লাহিড়ী মোহনপুর এলাকা থেকে একজনকে গ্রেফতার করা হয়। এ নিয়ে এই মামলায় ৬জনকে গ্রেফতার করা হয়েছে।

    গ্রেফতারকৃতরা হলেন সিরাজগঞ্জ পৌর এলাকার ব্যাপারীপাড়া মহল্লার আনোয়ার হোসেন ব্যাপারীর ছেলে আইনজীবী সানোয়ার হোসেন রতন (৪৫), জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এনামুল হাসান লিখন (৩৬), শহীদগঞ্জ মহল্লার শুকুর আলীর ছেলে গোলাম মোস্তফা ওরফে মোস্তফা কামাল (৬০) ও উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর এলাকার মাহতাব ম-লের ছেলে সাইফুল ইসলাম (৪০)।

    সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধ আখতার জানান, গোপন সংবাদের ভিতিত্তে শুক্রবার রাতে ঢাকা মহানগর পুলিশের সহযোগিতায় ঢাকার খিলগাঁও এলাকা থেকে কাউন্সিলর তরিকুল হত্যার প্রধান আসামী পরাজিত কাউন্সিলর প্রার্থী শাহাদত হোসেন বুদ্ধিনের আপন ২ ভাই এজাহারভুক্ত ২নং আসামী এনামুল হাসান লিখন, ৪নং আসামী সানোয়ার হোসেন রতন ও ১৫নং আসামী গোলাম মোস্তফা ওরফে মোস্তফা কামালকে গ্রেফতার করা হয়।

    এছাড়াও এ হত্যাকা-ে জড়িত সন্দেহে উল্লাপাড়ার লাহিড়ী মোহনপুর এলাকায় অভিযান চালিয়ে সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়। এই মামলায় হত্যাকারীসহ ৬জনকে গ্রেফতার করা হয়েছে। এ হত্যাকা-ে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারে পুলিশের কয়েকটি টিম তৎপর রয়েছে।

    প্রসঙ্গত, ১৬ জানুয়ারি সিরাজগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর পদে ভোট গণনায় ৮৫ ভোটে বিজয়ী হন তরিকুল ইসলাম। ফলাফল ঘোষণা হওয়ার পরপরই পরাজিত প্রার্থী শাহাদত হোসেন বুদ্দিনের সমর্থকগণ বিজয়ী প্রার্থীদের উপর হামলায় চালায়। এ সময় পরাজিত প্রার্থীর সমর্থকদের ধারালো অস্ত্রের আঘাতে বিজয়ী কাউন্সিলর তরিকুল গুরুতর আহত হন। ওইদিন রাত ৮টার দিকে শহরের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। এই ঘটনায় ১৭ জানুয়ারি নিহতের ছেলে হৃদয় খান বাদী হয়ে ৩২ জনের নামউল্লেখ করে আরও ৪০/৫০ জনের নাম অজ্ঞাতনামা দিয়ে হত্যা মামলা দায়ের করেন।

  • কাজিপুরে শীতার্তদের মরহুম সিদ্দিক ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ-ভোরের কণ্ঠ।

    কাজিপুরে শীতার্তদের মরহুম সিদ্দিক ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জের কাজিপুরের প্রয়াত নেতা আলহাজ্ব মোহাম্মদ নাসিমের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন মরহুম সিদ্দিক সরকার ফাউন্ডেশন।

    শনিবার (২৩ জানুয়ারি) বিকালে মরহুম সিদ্দিক হোসেন সরকার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এস,এম শাহ আলম কাজলের আয়োজনে মেঘাই তার নিজ বাড়িতে বিতরণ কাজের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি সিরাজগঞ্জ-১ কাজিপুরের সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শওকত হোসেন, উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী,  নবনির্বাচিত পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, সিরাজগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের সভাপতি আলহাজ্ব রাশেদ ইউসুফ জুয়েল।

    অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন, অত্র ফাউন্ডেশনের সভাপতি এডভোকেট নুরী আলম সম্রাট। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, কাজিপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টি,এম আতিকুর রহমান, সাবেক কাজিপুর সদর ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান বিপ্লব, উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব সরকার, সাধারণ সম্পাদক আলী আসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

    এসময় প্রধান অতিথি ব্যক্তি উদ্যোগে শীতার্ত মানুষের পাশে দাড়ানোর জন্য ধন্যবাদ জানান এবং বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।উল্লেখ্য যে, অত্র ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা ও এস,এম শাহ আলম কাজল বিভিন্ন সময় দরিদ্র জনগণের পাশে থেকে সহযোগীতার হাত বাড়িয়ে দেন।