Author: admin

  • সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন সংক্রান্ত মাধবপুর উপজেলা কমিটির সভা।

    সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন সংক্রান্ত মাধবপুর উপজেলা কমিটির সভা।

    মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধিঃ
    হবিগঞ্জের মাধবপুরে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন সংক্রান্ত উপজেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
    রবিবার ২৪ মার্চ সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন সংক্রান্ত উপজেলা কমিটির সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম ফয়সাল সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি রাহাত বিন কুতুব, উপজেলা যুবলীগের সভাপতি মো: ফারুক পাঠান, ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম, ফারুক আহমেদ পারুল, আতাউল মোস্তফা সোহেল, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শংকর পাল চৌধুরী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাব্বির হাসান, সাংবাদিক আইয়ুব খান,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন ইউপি চেয়ারম্যান বৃন্দ প্রমূখ।
    বাস্তবায়ন সংক্রান্ত সভায় বক্তারা সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন কর্মপরিকল্পনা প্রকাশ করেছেন। এছাড়াও আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কার্যক্রম বাংলাদেশকে কল্যাণকর পদক্ষেপ জাতীয় পেনশন স্কিম ২০০৮ সালের নির্বাচনী ইশতেহার ছিল এবং তা ২০২৩ সালে গেজেট প্রকাশিত হয়। বক্তব্যের মাধ্যমে সীমাবদ্ধ থাকলে চলবেনা এটাকে বাস্তবে বাস্তবায়ন করতে হবে। আমাদের উপজেলায় বাগান, শ্রমিক আছে সকল শ্রেণি পেশার লোকজনকে পেনশন স্কিমের আওতায় অন্তর্ভুক্ত করার আহবান জানান।
    স্থানীয় টেলিভিশন ও সাংবাদিক বৃন্দকে এই বিষয় প্রচার প্রচারণা করার ও আহবান জানানো হয়।উল্লেখ্য, সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন সংক্রান্ত উপজেলা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে  হবিগঞ্জ জেলা প্রশাসক জিলুফা সুলতানা জুম অ্যাপস মাধ্যমে জেলার সকল উপজেলা কমিটির সভায় সংযুক্ত হন এবং পেনশন স্কিম বাস্তবায়ন সংক্রান্ত পদক্ষেপ গুলো উল্লেখ করেন।
  • শ্রীমঙ্গলে ইডাফ জাতীয় মানবাধিকার সংস্থার ইফতার মাহফিল।

    শ্রীমঙ্গলে ইডাফ জাতীয় মানবাধিকার সংস্থার ইফতার মাহফিল।

    নিজস্ব প্রতিবেদকঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় মানবাধিকার সংস্থা ইন্টারন্যাশনাল ডায়ালগ এইড ফাউন্ডেশন-ইডাফ (গভ. রেজি. এস-৭৫১৫) শ্রীমঙ্গল উপজেলা শাখার পক্ষ থেকে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে হয়েছে। শনিবার ২৩ মার্চ ২০২৪ইং, উপজেলার ভানুগাছ রোডস্থ টি ভ্যালী রেস্টুরেন্টে রমজানের মহত্ত্ব, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ পরস্পরের মধ্যে ছড়িয়ে দিতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের উপস্থিতিতে সৌহার্দপূর্ণ পরিবেশে ইফতান মাহফিল অনুষ্ঠিত হয়।
    এ সময় ইন্টারন্যাশনাল ডায়ালগ এইড ফাউন্ডেশন (ইডাফ) এর শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মোঃ সাইদুল ইসলাম সবুজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ এহসান বিন মুজাহির এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আবু তালেব। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাজ্জাদ হোসেন চৌধুরী।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল পৌরসভার প্যানেল মেয়র-২ মীর এম এ সালাম, ৬ নং আশিদ্রোন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রনেন্দ্র প্রসাদ বর্ধন (জহর), শ্রীমঙ্গল পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আলকাছ মিয়া, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ হানিফ চৌধুরী, শ্রীমঙ্গল পৌরসভার ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর তানিয়া আক্তার, ইডাফের উপদেষ্টা সাংবাদিক মোঃ ইসমাইল মাহমুদ, দৈনিক জানসংগ্রাম পত্রিকার সম্পাদক ও প্রকাশক, দৈনিক ভোরের ডাক পত্রিকার মৌলভীবাজার জেলা সংবাদদাতা মোঃ জালাল উদ্দিন, ইডাফের উপদেষ্টা, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শের আলী হেলাল চৌধুরী, শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাবের সভাপতি আনিসুল ইসলাম আশরাফী।
    অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য ও প্রতিবেদন পেশ করেন সাংগঠনিক সম্পাদক মোঃ মসুদ মিয়া।
    ইফতার মাহফিলে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন বাচ্চু, নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মোঃ আমজাদ হোসেন রনি, সহ-সভাপতি মোঃ গোলাম রহমান মামুন, শ্রীমঙ্গল ব্লাডম্যান এর সভাপতি মোঃ মুহিবুর রহমান জুয়েল, শ্রীমঙ্গল সোশ্যাল অর্গানাইজেশন এর সভাপতি মোঃ মাহমুদুল হাসান মামুন, নিরাপদ চিকিৎসা চাই শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মোঃ লুৎফুর রহমান পাভেল, শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মুজাহিদুল ইসলাম, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের ভাইস প্রিন্সিপাল মোঃ আশিকুর রহমান চৌধুরীসহ বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও অনলাইন মিডিয়ার সাংবাদিকসহ নানা শ্রেণি পেশার মানুষ ও বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরাসহ অনুষ্ঠানে ইডাফের ইডাফের সকল সদস্যবৃন্দ স্বতস্পূর্তভাবে উপস্থিত ছিলেন।
    ইফতার সামনে নিয়ে দেশ জাতি, মুসলিম উম্মাহসহ বিশ্ববাসীর কল্যাণ কামনা ও ফিলিস্তিনের মজলুম মুসলমানদের জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ এহসান বিন মুজাহির।
  • মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশন উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি ও পুরস্কার প্রদান।

    মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশন উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি ও পুরস্কার প্রদান।

    মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধিঃ
    হবিগঞ্জের মাধবপুরে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কর্তৃক বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি ও পুরস্কার প্রদান করা হয়েছে।
    শনিবার (২৩ মার্চ) সকাল ১১ টায় মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন মাধবপুর উপজেলা শাখার কর্তৃক আয়োজিত মো: সাইফুল হক মির্জার সভাপতিত্বে, যুগ্ম সাধারণ সম্পাদক মো: সাদমান জহির ও কোষাধ্যক্ষ জাকারিয়ার সঞ্চালনায় বৃত্তি প্রদান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন সাধারণ সম্পাদক জিয়াউর রহমান সুজন।
    এসময় প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন সৈয়দ ফজলে আকবর শাহজাহান,বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধবপুর পৌর মেয়র হাবিবুর রহমান মানিক, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম নাজিম, উপজেলা প্রেসক্লাবে সভাপতি মোঃ এরশাদ আলী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাব্বির হাসান,আরডিআরএস এর মাধবপুর প্রতিনিধি  সফিউল আলম, কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উপদেষ্টা সৈয়দ শামসুর রহমান, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, সংগঠনের উপদেষ্টা প্রাণ কৃষ্ণ পাল।
    এছাড়াও উপস্থিত ছিলেন, কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া,কোষাধ্যক্ষ বিধান রায় ,সাংবাদিক আল আমিন,নাহিদ মিয়া, ছাত্র ছাত্রী ও অভিভাবক বৃন্দ।উল্লেখ্য বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কর্তৃক মাধবপুর উপজেলা শাখায় বৃত্তি প্রাপ্ত ট্যালেন্টপুলে ৭২ জন ও সাধারণ গ্রেডে ১৭০জনসহ মোট ২৪২ জনের মধ্যে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি পুরস্কার ও সনদ প্রদান করা হয়।
  • গ্রাহকদের বিদ্যুৎ বিলের রিডিং হিসাব মিলছেনা,সদুত্তর দিতে ব্যর্থ কর্তকর্তারা।

    গ্রাহকদের বিদ্যুৎ বিলের রিডিং হিসাব মিলছেনা,সদুত্তর দিতে ব্যর্থ কর্তকর্তারা।

    ঠাকুরগাঁও প্রতিনিধি:
    ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী পল্লী বিদ্যুৎ সমিতির মার্চ মাসের বিদ্যুৎ বিলের হিসাব মিলছে না অধিকাংশ গ্রাহকদের। অভিযোগ উঠেছে প্রতিটি বিলে অতিরিক্ত টাকা যোগ করে দেওয়া হয়েছে। বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে ভ্যাট, বিলম্ব মাসুল যোগ করেও চূড়ান্ত বিলের সাথে গড়মিল পাওয়া গেছে বিলের কপিতে। এ অবস্থায় এমন ভুতুড়ে বিল নিয়ে বিপাকে গ্রাহকরা।
    গ্রাহকদের অভিযোগ বিল নিয়ে অফিসে ঘুরার পরেও কোন সমাধান দিতে পারছেনা সমিতির লোকজন। আর পল্লী বিদ্যুৎ সমিতির লোকজনের দাবি গত মাসের মাঝামাঝিতে বিদ্যুৎ বিল বেড়েছে। সফটওয়্যারে সক্রিয়ভাবে সেটি যোগ হওয়ার কারণে এমন সমস্যা সৃষ্টি হয়েছে।
    ফুলতলা গ্রামের নাছিমা বেগমের ফেব্রুয়ারি মাসে বিদ্যুৎ ব্যবহার হয়েছে ১০০ কিলোওয়াট। বিদ্যুতের মুল্য অনুযায়ী ১০০ কিলোওয়াটের মূল্য ৫৭৫ টাকা, এর সঙ্গে ডিমান্ড চার্জ ৪২ টাকা, মিটার ভাড়া ১০ টাকা, ডাবল ভ্যাট ৭২ টাকা  যুক্ত করে বিলের পরিমাণ দাড়ায় ৬৯৯ টাকা। অথচ সর্বমোট বিল দেখানো হয়েছে ৭৬২ টাকা। ৬৩ টাকা বিল অতিরিক্ত দেখানো হয়েছে।
    ওই গ্রাহকের অভিযোগ, বিলটিতে হিসাবের গড়মিল থাকলেও ৭৬২ টাকা পরিশোধ করতে হয়েছে তাকে। অফিসকে জানানোর পরও  সমাধান হয়নি। এ ধরনের অভিযোগ ফুলতলা শুধু ফুলতলা গ্রামের নাছিমা বেগমের নয়, উপজেলার ৮ ইউনিয়নের প্রায় অধিকাংশ গ্রাহকের।
    বালিয়াডাঙ্গীর ভাঙ্গামিল এলাকার তসলিম উদ্দীন নামে এক ব্যবসায়ী জানান, বাড়ির মিটারে ৯ হাজার টাকা অতিরিক্ত যোগ করে বিল ইস্যু করে পাঠিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি। বিল ইস্যু হলেই পরিশোধ করতে বাধ্য গ্রাহকরা, এমন অদ্ভুদ নিয়ম এই  দপ্তরটির। ভুল নিজেদের হলেও সেটার দায় গ্রাহকের উপর চাপানো হয়।
    স্থানীয় জৈষ্ঠ্য সাংবাদিক হারুন অর রশিদ জানান, ২০১০ সালের জুন মাসের বিল বকেয়া দেখিয়ে আমাকে ২০২৩ সালে নোটিশ পাঠিয়েছিল পল্লী বিদ্যুৎ সমিতি। অথচ তাদের দেওয়া প্রত্যয়ন রয়েছে আমার নিকট, ওই বিল পরিশোধ করা হয়েছে। অভিযোগতো অনেক আছে, সমাধান করার কেউ নেই।
    জানতে চাইলে বালিয়াডাঙ্গী পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের মহাব্যবস্থাপক আহসান হাবিব বলেন, বিলের ফরম্যাটটি সরকার কর্তৃক প্রদত্ত। বর্তমানে গোটা বাংলাদেশের সব বিদ্যুৎ কম্পানির একই ফরম্যাটে বিল করা হচ্ছে। তবে বিলে অতিরিক্ত বিলের যোগফল, ভ্যাট ও সমুদয় প্রদেয় ভ্যাটের ব্যাপারে তিনি কোনো সদুত্তর দেননি।
    এদিকে সহকারী ব্যবস্থাপক কামরুল ইসলাম জানান, গত মাসের মাঝামাঝিতে বিদ্যুতের দাম বৃদ্ধির কারণে সক্রিয় ভাবে যোগ হয়েছে মুল বিলে। সফটওয়্যার আপডেট না হওয়ার এটি বুঝতে সমস্যা হচ্ছে। সফটওয়্যার আপডেট এবং বিলে ‘রো’ বাড়িয়ে উল্লেখ করে দিলেই এ সংক্রান্ত সমস্যা আর তৈরি হবে না। আরও বিস্তারিত জানতে জেলায় যোগাযোগের পরামর্শ দেন তিনি।
  • নাগরপুরে ইমাম ও খতিবদের সাথে মতবিনিময় করলেন বাণিজ্য প্রতিমন্ত্রী – টিটু।

    নাগরপুরে ইমাম ও খতিবদের সাথে মতবিনিময় করলেন বাণিজ্য প্রতিমন্ত্রী – টিটু।

    স্টাফ রিপোর্টারঃ টাংগাইলের নাগরপুরে ইমাম ও খতিবদের  সাথে মতবিনিময়  করেছেন টাংগাইল -৬ আসনের সংসদ সদস্য বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
    শনিবার( ২৩ মার্চ)নাগরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে  আলহাজ্ব মকবুল হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে ও ইসলামিক ফাউন্ডেশন নাগরপুর উপজেলা শাখার সার্বিক সহযোগিতায় মাহে রমজান উপলক্ষে এ মতবিনিময়  ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
    আলহাজ্ব মকবুল হোসেন ফাউন্ডেশনের সভাপতি  মুজিবুল ইসলাম পান্নার সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রেজা মোঃ গোলাম মাসুম প্রধান ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান,নাগরপুর থানার অফিসার ইনচার্জ এইচ এম জসিম উদ্দিন,  উপজেলা আওয়ামীলীগের সভাপতি ( ভারপ্রাপ্ত) মোঃ আনিসুর রহমান, নাগরপুর উপজেলা ইমাম সমিতি সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন,  উপজেলা যুবলীগের আহবায়ক ভক্ত গোপাল রাজবংশী পিন্টু, যুবলীগের যুগ্ম আহবায়ক মাহফুজ রানা এমবি, উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ আজিম হোসেন রতন সহ অন্যান্যরা।
    অনুষ্ঠান শেষে আলহাজ্ব মকবুল হোসেন ফাউন্ডেশনের পক্ষ থেকে উপজেলার ৭২৫ জন ইমাম ও খতিবদের  মাঝে নগদ অর্থ  ও প্রদান করেন। দোয়া ও মোনাজাত করেন আঃমালেক মিয়া উপস্থিত ইমাম সমিতির সদস্যবৃন্দ।
  • মাটিরাঙ্গার সীমান্তে ভারতীয় চিনি ভর্তি পিকআপ সহ দুই পাচারকারী আটক।

    মাটিরাঙ্গার সীমান্তে ভারতীয় চিনি ভর্তি পিকআপ সহ দুই পাচারকারী আটক।

    মাটিরাঙ্গা(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ

    সরকারী রাজস্ব ফাঁকি দিয়ে প্রায়ই খাগড়াছড়ি মাটিরাঙ্গার বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে দেশে আনা হচ্ছে ভারতীয় পন্য।  প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে নিয়ে আসা ২২ বস্তা চিনিসহ মোঃ আল আমিন (১৯) ও মোঃ মাসুম রানা(২১) নামে দুই চোরা কারবারীকে আটক করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ।

    শনিবার (২৩ মার্চ) রাতে মাটিরাঙ্গা থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা পৌরসভার ০৩নং ওয়ার্ড পূর্বধলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে এসব চিনি জব্দ করে। এসময় চিনি পাচারের কাজে ব্যবহৃত ০১টি পিকআপ জব্দ ও দুই চোরাকারবারিকে আটক করে পুলিশ।

    আটকৃতরা হলেন, মাটিরাঙ্গা উপজেলাধীন তবলছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ড সিংহপাড়া এলাকার মৃত আমানুল্লাহ’র ছেলে মাসুম রানা ও একই এলাকার মৃত মালু মিয়া’র ছেলে আল আমিন।

    জব্দকৃত চিনির বর্তমান বাজার মূল্য তিন লাখ ১৫ হাজার টাকা বলে জানিয়েছে মাটিরাঙ্গা থানা পুলিশ।

    খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর জানান, বিধি মোতাবেক গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • মাধবপুরে ৫ ছিনতাইকারী গ্রেফতার।

    মাধবপুরে ৫ ছিনতাইকারী গ্রেফতার।

    মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ
    হবিগঞ্জের মাধবপুরে লুন্ঠিত মালামাল উদ্ধারসহ ৫ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
    জানা যায়, শুক্রবার (২২ মার্চ) দিবাগত রাত সোয়া ১২ টার  সময় গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার উপ-পরিদর্শক মুকুল হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন উপজেলার আন্দিউড়া ইউনিয়নের হরিশ্যামার দিনেশ দাসের সেলুন দোকানের সামনে রাস্তায় ছিনতাই ঘটনায় জড়িত পাঁচ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেন।
    এসময় তাদের কাছ থেকে দুটি ধারালো ছুরি ও লুন্ঠিত এক হাজার দুইশ টাকা এবং একটি অটোরিকশা উদ্ধার করা হয়েছে।
    গ্রেফতারকৃত হলেন- আন্দিউড়া ইউনিয়নের উভয় বার চান্দুরা গ্রামের মোঃ সাব্বির মিয়ার ছেলে মোঃ সাগর মিয়া (২২), মোঃ আব্দুল হাসেমে’র ছেলে মোঃ আব্দুর রহিম (২২),।মোঃ হেলাল মিয়ার ছেলে শাহরুক মিয়া (১৯), বহরা ইউনিয়নের মনতলা গ্রামের আলী হোসেনের ছেলে মোঃ বাছির মিয়া (৩০), পৌরসভার পূর্ব মাধবপুর গ্রামের মজনু মিয়ার ছেলে আব্দুল মিয়া (২২)।
    এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ রকিবুল ইসলাম খাঁন জানান, গ্রেফতারকৃত ছিনতাইকারীদের বিরুদ্ধে মামলা রুজু করে বিচারক আদালতের মাধ্যমে আসামিদের জেলহাজতে পাঠানো হয়েছে।
  • নাগরপুরে সড়ক ও চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধন করলেন বাণিজ্য প্রতিমন্ত্রী।

    নাগরপুরে সড়ক ও চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধন করলেন বাণিজ্য প্রতিমন্ত্রী।

    স্টাফ রিপোর্টার :
    টাঙ্গাইলের নাগরপুরে কলিয়া- সরিষাজানি সড়ক, তেবাড়িয়া- পাইকশা বাজার, তেবাড়িয়া – নদীর ঘাট পর্যন্ত রাস্তা পাকাকরণ এবং মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এমপি। এছাড়া (২২ মার্চ) শুক্রবার  নাগরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে টিসিবি স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
    এ সময় আরও উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাসুম প্রধান,উপজেলা নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান,নাগরপুর থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর,নাগরপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আনিসুর রহমান আনিস,সহ সভাপতি একেএম কামরুজ্জামান মনি,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুস ছবুর,আবদুল আলিম দুলাল,গয়হাটা ইউপি চেয়ারম্যান শেখ শামসুল, সলিমাবাদ ইউপি চেয়ারম্যান শাহীদুল ইসলাম অপু প্রমুখ।
  • ধর্মপ্রাণ মুসলমানদের রোজা ভাঙে ও মাকরুহ হয় যেসব কারণে।

    ধর্মপ্রাণ মুসলমানদের রোজা ভাঙে ও মাকরুহ হয় যেসব কারণে।

    নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ সহ বিশ্বের সকল ধর্মপ্রাণ মুসলমানদের কাছে রমজান মাস হলো পবিত্র মাস। এই পবিত্র রমজান মাসে যারা রোজা রাখেন। তারা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত কিছুই মুখে দেন না। এ মাসে স্বেচ্ছা নিয়ন্ত্রণ ও বেশি সময় ধরে প্রার্থনার ভেতর দিয়ে তারা নতুন করে আত্মশুদ্ধি অর্জন করতে পারবেন।
    তাই, ধর্মে রোজা সংক্রান্ত যেসব নিয়মের কথা বলা আছে, রমজানে তারা সেগুলো মেনে চলেন। ইসলামের অন্যতম স্তম্ভ রোজা। প্রত্যেক সুস্থ-সবল মানুষের ওপর রোজা ফরজ। মোটাদাগে খাদ্য, পানীয় ও জৈবিক চাহিদা পূরণ থেকে বিরত থাকার নাম রোজা। তবে এর বেশ কিছু বিধিবিধান রয়েছে। এগুলো রোজার প্রয়োজনীয় মাসয়ালা-মাসায়েল হিসেবে পরিচিত। যারা রোজা রাখেন তাদের প্রত্যেককে এই মাসয়ালাগুলো সম্পর্কে পুরোপুরি ধারণা থাকা চাই। অনেক সময় প্রয়োজনীয় বিধানগুলো জানা না থাকার কারণে সারাদিন উপোস থাকার পরও রোজা হয় না। এ কারণে শরিয়তে প্রয়োজনীয় জ্ঞান শিক্ষা করাকে ফরজ করা হয়েছে। বিশুদ্ধভাবে রোজা পালনের জন্য যতটুকু ইলম বা জ্ঞান দরকার ধর্মীয় দৃষ্টিতে তা ফরজ বা অবশ্যই পালনীয়।
    ➡️ তাই আসুন রোজার প্রয়োজনীয় কিছু বিধান জেনে নিই:
    ➡️ রোজা ভাঙে যেসব কারণে :-
    ১./ ইচ্ছাকৃত কিছু খেলে বা পান করলে
    ২./ স্ত্রী সহবাস করলে
    ৩./ কোনো বৈধ কাজ করার পর রোজা ভেঙে গেছে মনে করে ইচ্ছাকৃত খেলে
    ৪./ কানে বা নাকে ওষুধ ঢোকালে
    ৫./ ইচ্ছা করে মুখ ভরে বমি করলে অথবা অল্প বমি আসার পর তা গিলে ফেললে
    ৬./ কুলি করার সময় গলার ভেতরে পানি চলে গেলে
    ৭./ কামভাবে কাউকে স্পর্শ করার পর বীর্যপাত হলে
    ৮./ খাদ্য না এমন বস্তু খেলে যেমন: কাঠ, কয়লা, লোহা ইত্যাদি
    ৯./ ধূমপান করলে
    ১০./ আগরবাতি ইত্যাদির ধোঁয়া ইচ্ছা করে নাকে ঢোকালে
    ১১./ সময় আছে মনে করে সুবহে সাদিকের পর সেহেরি খেলে
    ১২./ ইফতারের সময় হয়ে গেছে মনে করে সময়ের আগেই ইফতার করে ফেললে
    ১৩./ দাঁত দিয়ে বেশি পরিমাণ রক্ত বেরিয়ে তা ভেতরে চলে গেলে
    ১৪./ জোর করে কেউ রোজাদারের গলার ভেতরে কিছু ঢুকিয়ে দিলে
    ১৫./ হস্তমৈথুন দ্বারা বীর্যপাত ঘটালে
    ১৬./ মুখে পান রেখে ঘুমালে এবং সে অবস্থায় সেহেরির সময় চলে গেলে
    ১৭./ রোজার নিয়ত না করলে
    ১৮./ কানের ভেতরে তেল ঢোকালে
    ➡️ রোজা মাকরুহ হয় যেসব কারণে :-
    ১./ বিনা প্রয়োজনে কোনো কিছু চিবালে
    ২./ মাজন, কয়লা, গুল বা পেস্ট দিয়ে দাঁত মাজলে
    ৩./ রাতে ফরজ হওয়া গোসলসহ সারাদিন অতিবাহিত করলে।
    ৪./ রোজা অবস্থায় রক্তদান করলে।
    ৬./ পরনিন্দা, কুৎসা, অনর্থক কথা ও মিথ্যা বললে।
    ৭./ ঝগড়া, ফাসাদ ও গালমন্দ করলে।
    ৮./ ক্ষুধা ও পিপাসার কারণে অস্থিরতা প্রকাশ করলে।
    ৯./  মুখে থুথু জমা করে গিলে ফেললে।
    ১০./ স্ত্রীকে কামভাবের সঙ্গে স্পর্শ করলে।
    ১১./ মুখে কিছু চিবিয়ে শিশুকে খাওয়ালে।
    ১২./ বুটের কণার চেয়ে ছোট কিছু দাঁতের ফাঁক থেকে বের করে গিলে ফেললে।
    ➡️ যেসব কারণে রোজা ভাঙে না :-
    ১./ ভুলে কিছু খেলে বা পান করলে
    ২./ অনিচ্ছাকৃত বমি করলে
    ৩./ রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে
    ৪./ অসুস্থতাজনিত কারণে বীর্যপাত হলে
    ৫./ স্বামী-স্ত্রী চুম্বন ও আলিঙ্গন করলে
    ➡️ জরুরি কথা মোঃ জালাল উদ্দিন বলেন :-
    কেউ ইচ্ছাকৃত রোজা ছেড়ে দিলে তাকে একাধারে ৬০টি রোজা রাখতে হবে। মাঝে একটি রোজা ছুটে গেলে আবার ৬০টি রোজা রাখতে হবে। তবে কেউ ৬০টি রোজা একাধারে রাখতে সক্ষম না হলে ৬০ জন মিসকিনকে তৃপ্তি সহকারে দুই বেলা খাওয়াতে হবে, অথবা একজন মিসকিনকে ৬০ দিন দুই বেলা করে খাওয়াতে হবে। রোজা অবস্থায় ইচ্ছাকৃতভাবে কোনো কিছু খেলে অথবা পান করলে তার ওপর রোজার কাজা ও কাফফারা উভয়ই ওয়াজিব হবে। রোজা অবস্থায় স্বামী-স্ত্রীর ইচ্ছাকৃতভাবে দৈহিক মিলন ঘটলে তাদের ওপর রোজার কাজা ও কাফফারা উভয়ই ওয়াজিব হবে।
    ➡️ রোজার মৌখিক নিয়ত কি জরুরি?
    আমাদের দেশে রোজার মৌখিক একটি নিয়তের প্রচলন আছে। অনেক বইপুস্তকে বা ক্যালেন্ডারে নিয়তটি দেয়া থাকে। ‘আসুমা গাদাম মিন…’ এই আরবি নিয়তটি না করলে অনেকে মনে করেন রোজা হবে না। আবার অনেকে মনে করেন কমপক্ষে ‘আগামীকাল রোজা রাখছি’ এটা অন্তত বলতে হবে। মূলত এটা ভুল ধারণা। রোজার কোনো মৌখিক নিয়ত কোরআন-হাদিস দ্বারা প্রমাণিত নয়। সেহেরি খাওয়া এবং মনে মনে সংকল্প করায় যথেষ্ট।
    লেখক : সাংবাদিক ক্বারী মোঃ জালাল উদ্দিন।
  • তিতাসে বাকিতে সিগারেট বিক্রি না করায় ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা।

    তিতাসে বাকিতে সিগারেট বিক্রি না করায় ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা।

    ডেস্ক রিপোর্টঃ

    কুমিল্লার তিতাসে বাকিতে সিগারেট বিক্রি না করায় বমানিক রতন(৩৩)নামের এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে বাহাউন্দিন ও জালাল উদ্দীন নামের দুই সন্ত্রাসীর বিরুদ্ধে।

    ২১ মার্চ বৃহস্পতিবার দুপুর ১২টার সময় উপজেলা কানাইনগর গ্রামের ভূঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মানিক রতন কানাইনগর গ্রামের মোঃ মোখলেছুর রহমানের ভূঁইয়ার ছেলে।

    নিহতের স্ত্রী তাসলিমা আক্তার জানান ভূঁইয়া বাড়ির নায়েব আলীর ছেলে বাহাউদ্দীন আমার স্বামীর কাছে সিগারেট বাকি চায়। কিন্তু দোকানে সিগারেট না থাকায়,আমার স্বামী বলেন সিগারেট নেই। এতে বাহাউদ্দীন ক্ষিপ্ত হয়ে আমার স্বামীর সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে হাতাহাতি করে ঘরে চলে যায়। তারপর বাহাউদ্দীন ঘর থেকে দা হাতে ও তার আপন ভাই জালালউদ্দীনকে সঙ্গে নিয়ে এসে আমার স্বামীকে কোপাতে আসে। তখন প্রতিবেশীদের বাধার মুখে ব্যর্থ হয় তারা। পরে আবারো ঘরে গিয়ে আমার স্বামীকে গলায় ছুরি মেরে হত্যা করেছে।

    তিনি আরো বলেন, এর আগেও তারা বাকি নিয়ে অনেক টাকা জমিয়েছে, আর সেই টাকা চাইতে গেলে কয়েকবার আমার স্বামীকে মারধর করেছে।

    এ ব্যাপারে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কাঞ্চন কান্তি দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেন।তিনি আমরা শুনেছি সিগারেট বাকি না দেওয়ায় মানিক নামের এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।