Author: admin

  • তাড়াশ উপজেলা বিএনপির কমিটি গঠন আফসার সভাপতি টুটুল সম্পাদক।

    তাড়াশ উপজেলা বিএনপির কমিটি গঠন আফসার সভাপতি টুটুল সম্পাদক।

    সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা বিএনপি’র কমিটি গঠন করা হয়েছে। বুধবার সকালে জেলা বিএনপি’র কার্যালয়ে তাড়াশ উপজেলা বিএনপি’র আহবায়ক বেনজির আহম্মেদ শফি’র সভাপতিত্বে তাড়াশ উপজেলা বিএনপি’র কমিটি গঠন করা হয়। জেলা বিএনপি’র নেতৃবৃন্দের নেতৃত্বে তাড়াশ উপজেলা বিএনপি’র কমিটি গঠনের জন্য ৮টি ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক,সাংগঠনিক ও সিনিয়র সভাপতিসহ ৫জন করে ৪০জন নেতা কমর্ীকে ডেকে নিয়ে মিটিং শুরু করেন জেলা বিএনপি’র নেতৃবৃন্দ ও উপস্থিত সকল সদস্যগন।

    এই মিটিংয়ে উপস্থিত সবার সর্ব সম্মতিক্রমে স,ম  আফসার আলীকে সভাপতি,প্রভাষক আমিনুর রহমান টুটুলকে সাধারণ সম্পাদক ও প্রভাষক সাইদুর রহমানকে সাংগঠনিক করে কমিটি ঘোষনা করা হয়।

    এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৪ সিরাজগঞ্জ ৩ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপি সভানেত্রীর রাজনৈতিক উপদেষ্টা আলহাজ্ব মোঃ আব্দুল মান্নান তালুকদার ও প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি শামসুল হাসান তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম খান, প্রভাষক শামীম হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট,যুবদলের সভাপতি মুরাদ্দৃজ্জামান মুরাদসহ বিএনপি’র ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

  • ফুলবাড়ীতে ব্যবসায়ীকে আটকের প্রতিবাদে কাঁচাবাজার বন্ধ রেখে আন্দোলন।

    ফুলবাড়ীতে ব্যবসায়ীকে আটকের প্রতিবাদে কাঁচাবাজার বন্ধ রেখে আন্দোলন।

    দিনাজপুরের ফুলবাড়ীতে লোড-আনলোডের টোল আদায়কে কেন্দ্র করে টোল আদায়কারীর সাথে কাঁচামাল আড়ৎ ব্যবসায়ীদের বিরোধের জেরে আদায়কারীর অভিযোগে ব্যবসায়ীকে পুলিশ আটক করলে প্রায় সাড়ে ৩ঘন্টা  কাঁচা বাজার বন্ধ রেখে আন্দোলন করে স্থানীয় ব্যবসায়ীরা। পরে সদ্য নির্বাচিত পৌর মেয়র মোঃ মাহামুদ আলম লিটন এর অশ্বস্ততায় অবোরধ তুলে নেয় কঁাচামাল ব্যবসায়ীরা।

    জানা গেছে, গত ২৫ জানুয়ারী পৌর বাজারের লোড-আনলোডের অতিরিক্ত টোল আদায়কে কেন্দ্র করে ইজারাদারের সাথে কাঁচামাল আড়ৎ ব্যবসায়ীর সংঘর্ষ হয়। এ ঘটনাকে কেন্দ্র করে টোল আদায়কারী কাজল ঐদিন কয়েকজন কাঁচামাল ব্যবসায়ীদের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় একটি অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে গত মঙ্গলবার রাত ১১টায় মুদি ব্যবসায়ী জুয়েলকে পুলিশ আটক করে। এরই প্রতিবাদে বুধবার সকাল থেকে কাঁচা বাজারের সকল ব্যবসায়ী তাদের দোকান বন্ধ করে আন্দোলন করেন।  এ ঘটনায় সাধারণ ক্রেতা ও সবজী বিক্রি করতে  আসা প্রান্তিক কৃষকরা চরম বেকায়দায় পড়ে। হঠাৎ নিত্যপ্রয়োজনীয় এই পন্য ক্রয়-বিক্রয় বন্ধ হবার সাড়ে তিনঘন্টা পর সদ্য নির্বাচিত পৌর মেয়র মাহমুদ আলম লিটনের মধ্যস্থতায় ব্যবসায়ীরা তাদের আন্দোলন প্রত্যাহার করায় পুনরায় স্বাভাবিক হয় কাঁচা বাজার।

    কাঁচাবাজার মালিক সমিতি‘র সদস্য দিপক বলেন, লোড-আনলোডকে কেন্দ্র করে যে সমস্যা হয়েছিলো তা মিটিয়ে দেওয়া হয়েছিলো। তারপরও কেনো আমাদের ব্যসায়ীকে থানায় আটক করা হলো, তার জবাব আমরা চাই। এবং অতিদ্রুত আটক ব্যবসায়ীর মুক্তি চাই। যতক্ষন তাকে মুক্তি দেওয়া হবেনা ততক্ষন কাঁচামাল ব্যবসায়ীদের এই অবরোধ চলবে।

    পরে সকাল ৯টার দিকে ৫নং ওয়ার্ড কাউন্সিলর পারভেজ,৩নং ওয়ার্ড কাউন্সিল আব্দুল মজিদ ও হাট ইজারাদার মোঃ মানিক মন্ডলকে সাথে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন নবনির্বাচিত পৌর মেয়র মোঃ মাহামুদ আলম লিটন। নবনির্বাচিত পৌর মেয়র মোঃ মাহামুদ আলম লিটন অবরোধকারীদের অভিযোগ শুনেন এবং আটক জুয়েলকে মুক্তির ব্যপারে আশ্বাস দিলে অবরোধকারী কাঁচামাল ব্যসায়ীরা সাময়িকভাবে তাদের অবরোধ তুলে নেন।

  • কলাপাড়া পৌরসভা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ।

    কলাপাড়া পৌরসভা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ।

    ৪র্থ ধাপে অনুষ্ঠিত কলাপাড়া পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেছে নির্বাচন কমিশন। বুধবার সকালে জেলা সার্ভার ষ্টেশনে লটারির মাধ্যমে প্রার্থীদের প্রতীক বরাদ্দ করেন জেলা নির্বাচন অফিসার জিয়াউর রহমান খলিফা।

    জেলা নির্বাচন কর্মকতার্র কার্যালয় সূত্রে জানা গেছে, ৪ মেয়র প্রার্থীর মধ্যে বিপুল হাওলাদার (আওয়ামী লীগ) নৌকা, হাজী হুমায়ুন সিকদার (বিএনপি) ধানেরশীষ, আব্দুস সেলিম মুন্সি (ইসলামী আন্দোলন) হাতপাখা ও স্বতন্ত্র মেয়র প্রাথর্ী দিদার উদ্দিন আহাম্মেদ মাসুম ব্যাপারীকে জগ প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। এ সময় ৩৭ কাউন্সিলর ও ১০ সংরক্ষিত নারী কাউন্সিলর প্রাথর্ীদেরও প্রতিক বরাদ্দ দেয়া হয়।

    ১৪ ফেব্রুয়ারী ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এ কলাপাড়া পৌরসভায় ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

  • বিকল্প পদ্ধতিতে মুল্যায়নের দাবীতে ফুলবাড়ীতে শিক্ষার্থীদের সড়ক অবোরধ করে বিক্ষোভ।

    বিকল্প পদ্ধতিতে মুল্যায়নের দাবীতে ফুলবাড়ীতে শিক্ষার্থীদের সড়ক অবোরধ করে বিক্ষোভ।

    এসএসসি পরিক্ষার সিলেবাস আরোও কমানো অথবা পরিক্ষা না নিয়ে বিকল্প পদ্ধতিতে মুল্যায়নের দাবীসহ ৪দফা দাবীতে দিনাজপুরের ফুলবাড়ীতে মানববন্ধন,বিক্ষোভ ও সড়ক অবোরধ করেন এসএসসি’র শিক্ষার্থীরা।

    গতকাল বুধবার দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সকাল ১১টায় এক বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল শেষে স্থানীয় নিমতলা মোড়ে দিনাজপুর-ঢাকা মহাসড়কের পাশে ফেষ্ঠুন ব্যনার নিয়ে দাড়ীয়ে কালো কাপড় চোখে বেঁধে ঘন্টা ব্যাপী মানব বন্ধন করেন। এ সময় শিক্ষার্থীরা বলেন,জীবনের ঝুকি নিয়ে এসএসসি পরিক্ষা নয়,নাম মাত্র সংক্ষিপ্ত সিলেবাস মানি না মানবোনা,অতি শিঘ্রই বিকল্প পদ্ধতিতে মুল্যায়ন চাই,শেসন জট নিয়ে পরিক্ষা চাই না।

    শিক্ষার্থী শাওন বলেন, কোরোনার মধ্যে পরিক্ষা দেয়া আমাদের জীবনের জন্যঝুকি এর বিকল্প পদ্ধতিতে মূল্যায়নের ব্যাবস্থা করতে হবে এবং যে সংক্ষিপ্ত সিলেবাসর কথা বলা হয়েছে তা এতো অল্প সময়ের মধ্যে আমরা শেষ করতে সমস্যা হবে তাই তারা এই বিষয় গুলো সমাধানের দাবী জানান।

    মানববন্ধন শেষে সেখানে তারা ঘন্টাব্যাপী সড়ক অবোরধ করে আন্দোলন করেন। পরে সেখানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সমশের আলী মন্ডল ও ফুলবাড়ী থানার অফিসার্স ইনচার্জ ফখরুল ইসলাম এসে শিক্ষার্থীদের শান্ত করেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সমশের আলী মন্ডল তাদেরকে তাদের দাবীদবার বিষয়ে লিখিত আকারে পেশ করার কথা বলেন এবং বিষয়টি উপর মহলে জানানো হবে বলে আশ্ব্যস্ত করেন।

    পরে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দিলে,পরিস্থিতি শান্ত হয় এবং যান চলাচল স্বাভাবীক হয়। এরপর শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের নিকট দাবী সম্মলীত একটি লিখিত স্বারক লিপি পেশ করেন।

  • তাড়াশে বানিজ্যিক ভাবে বরই চাষ করে সাবলম্বী কৃষক।

    তাড়াশে বানিজ্যিক ভাবে বরই চাষ করে সাবলম্বী কৃষক।

    সিরাজগঞ্জের তাড়াশ  উপজেলার পল্লীতে কৃষি ফসলের সাথে বানিজ্যিক ভাবে বরই চাষ করে সাবলম্বী হয়েছেন কৃষক  আলহাজ মোঃ ফসিয়ার রহমান। যমুনা নদীর ভাঙ্গনে নিজের বসত ভিটা ৫বার স্থানান্তর করে ও যখন শেষ রক্ষা হল না তখন প্রতিবেশীদের সংগে তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের দেওড়া গ্রামে ১২বিঘা জমি কিনে বসতি স্থাপন করেন। ৬বিঘা জমিতে পুকুর খনন করে মাছ চাষ করেন এবং পুকুরের পারে গড়ে তুলেছেন বিভিন্ন সবজি যেমন  বেগুন, মুলা, মরিচ, গাজর , শীম ও কলা বাগান। অন্য জমিতে করেন ধানের আবাদ।

    তিনি সবজির ফাকে ফাকে ২শ আপেল কুল ও কাশ্মেরী কুলের চারা রোপন করেন এক বছর পর্বে। চলতি বছর ২শ টি বরই গাছেই পযার্প্ত বরই ধরেছে।  তার ওই বাগান বাড়ীতে সার্বিক সহযোগীতা করে থাকেন তার বড় ছেলে মোঃ ওমর ফারুক।

    সরেজমিনে বাগান বাড়ী গিয়ে কথা হয় বাগানের মালিক ফসিয়ার রহমানের সংগে, তিনি জানান, পুকুরের পার জমি থেকে উচু হবার কারনে বন্যায় পানি উঠে না । আমি ওই সময়ে বেগুন,মুলা,ও মরিচের আবাদ করেছিলাম বর্ষা মৌসুমে তরি তরকারীর প্রচুর দাম থাকায় প্রায় ১লাখ টাকার বেগুন ও ২০ হাজার টাকার অন্যান্য সবজি বিক্রি করেছি। তিনি আর ও বলেন, বরই গাছে বরই তোলা শুরু হয়েছে ১ সপ্তাহ পুর্বে। এ ( গত মঙ্গলবার)পর্যন্ত ১লাখ টাকার উপরে বিক্রি করা হয়েছে। তার ধারনা ওই গাছ থেকে আর ও ৪ লাখ টাকার বরই বিক্রি হবে। প্রতি মন বরই বগুড়ার আড়তে ২৪শ থেকে ২৫শ টাকা মন দরে বিক্রি হয়। ওই বাগানে বরই তোলার কাজে নিয়োজিত আদিবাসী নারী সুখী রানী বলেন, আমি এখানে বরই ও তরীতরকারী তোলার কাজ করি । বয়স হয়েছে অন্যকাজ করতে পারিনা। হাজী সাহেব আমাদের প্রতিদিন ২শ টাকা মজুরীদেন। ওই বাগানে ১ জন পাহারাদার ও ২জন নারী শ্রমিক কাজ করেন । পাহারাদার খামারের ১১টি গরু দেখা শোনার কাজ ও করেন।  খামারে সব খরচবাদে বছরে ৫ লাখ টাকা আয় হবে তাতে সন্দেহ নেই।

    আলহাজ ফসিয়ার রহমান দুঃখ প্রকাশ করে বলেন, আমাদের দেশের শিক্ষিত ছেলেরা (যাদের জায়গা জমি আছে) তারা  চাকুরীর পিছনে না ছুটে যদি তাদের মেধা ও শ্রম  কৃষি ক্ষেত্রে প্রয়োগ করে বানিজ্যিক ভিত্তিতে উৎপাদন শুরু করে সে নিজে যেমন সফল হবে তেমনি অন্যদের জন্য কর্মের ও ব্যবস্থা করতে সক্ষম হবে।

  • দৈনিক সকালের সময় পত্রিকা’র বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান-ভোরের কণ্ঠ।

    দৈনিক সকালের সময় পত্রিকা’র বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জে বিপুল উৎসাহ উদ্দীপনায় বস্তু নিষ্ঠ সংবাদের অগ্রপথিক দৈনিক সকালের সময় পত্রিকার ৫ম বর্ষ পদার্পন উদযাপন উপলক্ষ্যে – আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার ২৬ জানুয়ারি সন্ধ্যায় বিএ কলেজ রোডস্থ পাবলিক লাইব্রেরী হলরুমে “দৈনিক সকালের সময়” পাঠক চক্রের আয়োজনে পত্রিকার জন্মদিনের কেক কেটে, অতিথিদের ফুলেল শুভেচ্ছা প্রদান করে অনুষ্ঠানের
    শুভ উদ্বোধন করা হয় এবং প্রধান অতিথির বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) আলহাজ্ব বীরমুক্তিযোদ্বা এ্যাডঃ কে এম হোসেন আলী হাসান।দৈনিক সকালের সময় পাঠক চক্র সিরাজগঞ্জ শাখার আহবায়ক ও দৈনিক সোনালী বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ বাবুল তালুকদারের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন , জেলা আ.লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুস সামাদ তালুকদার।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , দৈনিক করতোয়া পত্রিকা ব্যুরো চীফ হেলাল আহমেদ ,বিশিষ্ট সাংবাদিক , কবি,আবৃত্তিকার, সংগঠক, কলামিস্ট, রফিকুল ইসলাম শামীম ,
    পৌর কাউন্সিলর রোমানা রেশমা,ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি সাংবাদিক দিলীপ গৌর, দৈনিক বাংলাদেশের আলো জেলা প্রতিনিধি মাকসুদা খাতুন ,স্বাধীন বাংলা পত্রিকায় জেলা প্রতিনিধি সাজেদুল ইসলাম মিলন, দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিনের স্টাফ রিপোর্টার মোঃ নাজমুল হোসেন, সাংবাদিক, সংগঠক হোসেন আলী ছোট্ট, , নাট্য ফেডারেশন সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম সোহাগ প্রমূখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক সকালের সময় পত্রিকার জেলা প্রতিনিধি আজিজুর রহমান মুন্না ।
    এসময় শহিদুল ইসলাম ফরিদ সহ স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন শ্রেনীপেশার লোকজন, গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।


    অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিরাজগঞ্জ নিউজ টুয়েন্টি ফোর পোটালের সম্পাদক তাহমিনা হোসেন কলি। পরিশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের সংগীত পরিবেশন করেন জাহাঙ্গীর আলম ,শফিকুল, শাকিল,টুম্পা, রক্তিমা, টিএম জিহান অন্যান্য স্থানীয় শিল্পীরা। স্বরচিত কবিতা আবৃত্তি করেন বাবুল তালুকদার,বিশিষ্ট আবৃত্তিকার দেবব্রত পোদ্দার দেবু, রাহি তালুকদার, শিশু আবৃত্তিকার সামী রহমান আদর, তবলায় সংগত করেন জনি।

  • কোভিড-১৯ সম্মুখসারীর যোদ্ধা হিসাবে সাংবাদিকের সম্মাননা স্বারক প্রদান।

    কোভিড-১৯ সম্মুখসারীর যোদ্ধা হিসাবে সাংবাদিকের সম্মাননা স্বারক প্রদান।

    কোভিড-১৯ (করোনা) ভাইরাস প্রাদুর্ভাবের মুহুর্তে সম্মুখসারীর যোদ্ধা হিসেবে বিশেষ ভূমিকা রাখায় সিরাজগঞ্জের শাহজাদপুরে কর্মরত সাংবাদিকদের সম্মাননা স্মারক প্রদান করেছে সপ্তবর্ণ মডেল স্কুল।

    গতকাল মঙ্গলবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় শাহজাদপুর পৌরশহরের রূপপুর মহল্লায় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনের বাসভবনে সম্মাননা স্মারক-২০২১ প্রদান অনুষ্ঠানের আয়োজন করে সপ্তবর্ণ মডেল স্কুল।

    সপ্তবর্ণ মডেল স্কুলের প্রধান শিক্ষক আক্তারুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে শিক্ষক শ্যামল কুমার দত্তের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান,সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌরসভার নব নির্বাচিত মেয়র মনির আক্তার খান তরু লোদী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মামুনুর রশিদ লিয়াকত, সাবেক ভাইস চেয়ারম্যান মোস্তাক আহমেদ ।
    সম্মাননা প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি বিমল কুমার কুন্ডু, প্রেসক্লাব শাহজাদপুরের সভাপতি আতাউর রহমান পিন্টু, সাধারণ সম্পাদক ওমর ফারুক, সাংবাদিক হাসানুজ্জামান তুহিন,প্রমূখ।

    উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহজাদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুজ্জামান শফি, সিনিয়র সহ সভাপতি আবুল কাশেম,সহ-সভাপতি এমএ জাফর লিটন,যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ হুমায়ুন পারভেজ শাব্বির,যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আল আমিন হোসেন, যুগান্তর প্রতিনিধি মুমীদুজ্জামান জাহান, সমকাল প্রতিনিধি কোরবান আলী লাভলু, শাহজাদপুর সংবাদ ডটকম এর বার্তা সম্পাদক শামছুর রহমান শিশির, করতোয়া প্রতিনিধি সাগর বসাক, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি জহুরুল ইসলাম, সাংবাদিক আবুল হাসনাত টিটো,মাসুদ মোশারফ,মামুন বিশ্বাস, আব্দুল কুদ্দুস, মামুন রানা, মাইটিভির উপজেলা প্রতিনিধি জাকারিয়া মাহমুদ, জেলহক হোসেন, ফারুক হাসান কাহার, এম এ হান্নান শেখ, মোঃ আমিনুল ইসলাম,মিলন মাহফুজ,শফিকুল ইসলাম পলাশ,নয়ন আলী, জাহিদ হোসেন,আরিফুল ইসলাম,মিঠুন বসাক,নুপুর কুমার রায়সহ শাহজাদপুরে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।

    সপ্তবর্ণ মডেল স্কুলের পরিচালক ও শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন, মঈন উদ্দিন, নিরঞ্জন কুমার পাল, হারুন অর রশীদ, সোহেল রানা সহ স্কুলটির সকল শিক্ষকবৃন্দ।

    এসময় সংক্ষিপ্ত বক্তব্য প্রদানকালে প্রত্যেক বক্তাই করোনাকালীন সাংবাদিকদের অবদানের ভূয়সী প্রসংশা করেন। তারা বলেন যখন দেশের মানুষ করোনা সংক্রমনের আতঙ্কে ঘরে বসে ছিল তখনও সাংবাদিকরা করোনা সংক্রমনের তোয়াক্কা না করে দেশের প্রতিটি সংবাদ জনগনের কাছে পৌঁছে দিয়েছেন। এমনকি করোনা আক্রান্ত জনগোষ্ঠীর দোরগোড়ায় গিয়ে তাদের অবস্থার খোঁজখবর নিয়েছেন।
    উক্ত অনুষ্ঠানে শাহজাদপুর উপজেলায় কর্মরত প্রত্যেক সাংবাদিককে সপ্তবর্ণ মডেল স্কুলের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

  • চৌহালীতে মাসিক সাধারণ ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত-ভোরের কণ্ঠ৷

    চৌহালীতে মাসিক সাধারণ ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত-ভোরের কণ্ঠ৷

    সিরাজগঞ্জের চৌহালী উপজেলা-পরিষদের সাধারণ মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার সকালে পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেনের’র সভাপতিত্বে মাসিক সাধারণ সভা ও

    উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা: আফসানা ইয়াসমিনের সভাপতিত্বে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত৷ এসময় ছিলেন, উপজেলা আ’লীগের (ভা:) সভাপতি আবু নজির মিয়া , পরিষদের ভাইস চেয়ারম্যান মোল্যা বাবুল আক্তার , উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল কাদের মিলন , থানার ওসি রফিকুল ইসলাম , উপজেলা কৃষি অফিসার জেরিন আহমেদ , উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীম জাহিদ তালুকদার,উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার গিয়াস উদ্দিন, উপজেলা প্রকৌশলী শাখায়ত হোসেন ,খাষকাউলিয়া ইউপি চেয়ারম্যান শহিদুর রহমান, বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান কাহ্হার সিদ্দিকী, ঘোড়জান ইউপি চেয়ারম্যান রমজান আলী , মৎস কর্মকর্তা শহিদুল ইসলাম ,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর ফিরোজ , উপজেলা ত্রাণ অফিসার মজনু মিয়া ও পরিসংখ্যান অফিসের রায়হান প্রমুখ ৷

    উল্লেখ্য, এ সভায় জানুয়ারি মাসের বিভিন্ন উন্নয়নের বিষয় নিয়ে স্ব স্ব চেয়ারম্যান বৃন্দ গুরুত্বপূর্ণ আলোচনা করেন৷

  • নাগরপুরে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ-ভোরের কণ্ঠ।

    নাগরপুরে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ-ভোরের কণ্ঠ।

    টাংগাইলের নাগরপুরে সহবতপুর ইউনিয়নের চেচুয়াজানী বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক মফিজ অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (২৬ জানুয়ারি),প্রতিবন্ধী বিদ্যালয়টির উদ্যোগে কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    এ কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহবতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ। এ সময় শিক্ষার্থীদের মাঝে ৫০ টি কম্বল বিতরণ করা হয়।

    এ কম্বল বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, প্রতিবন্ধী বিদ্যালয়টির প্রধান শিক্ষক কামাল হোসেন,সিনিয়র শিক্ষক মোঃ শামসুল মিয়া, শিক্ষার্থী,অভিভাবক সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।

  • সাভারে ৯ জন মাদকাসক্তকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত-ভোরের কণ্ঠ।

    সাভারে ৯ জন মাদকাসক্তকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত-ভোরের কণ্ঠ।

    রাজধানীর সাভারে মাদক সেবনের অভিযোগে ৯ জন মাদকাসক্তকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

    মঙ্গলবার সকালে সাভার উপজেলা নির্বাহী কমকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শামীম আরা নীপা এ কারাদন্ডের আদেশ প্রদান করেন।তথ্যসূত্রে জানা যায়, সাভারের বিভিন্ন এলাকায় প্রকাশ্যে ইয়াবা ও গাঁজা সেবন করে আসছিলেন ৯ জন মাদকাসক্ত ব্যক্তি। পরে গোপন সংবাদের ভিত্তিত্বে তাদের আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা জেলার পরিদর্শক নুসরাত জাহান ও উপ পরিদর্শক মনিরা বেগম।

    পরে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শামীম আরার নীপার আদালতে তাদের হাজির করলে আদালত শুনানী শেষে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেন।

    এদের মধ্যে বাচ্চু মিয়া,স্বপন মিয়া,শুকুর আলী, হালিম মিয়া, কাইয়ুম ও শরিফুল ইসলামকে তিন মাস ও টুটুল মিয়া ও শরিফ মিয়া, শাহিন আলমকে ছয় মাস করে কারাদন্ড প্রদান করা হয়। পরে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়।