Author: admin

  • কাজিপুরে উপজেলা পরিষদের ২২তম সভা অনুষ্ঠিত-ভোরের কণ্ঠ।

    কাজিপুরে উপজেলা পরিষদের ২২তম সভা অনুষ্ঠিত-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জের কাজিপুরে মুজিব বর্ষে কোভিড-১৯ এর স্বাস্থ্যবিধি অনুসরণ করে উপজেলা পরিষদে ২২তম সভা অনুষ্ঠিত হয়েছে। বৃসস্পতিবার (২৮/০১/২০২১)ইং তারিখ বেলা ১১ ঘটিকায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পরিষদের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই  সভায় সভাপতিত্ব করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।

    উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি পর্যালোচনা পূর্বক বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী, মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, কাজিপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান টিএম আতিকুর রহমান,  মাইজবাড়ী ইউপি চেয়ারম্যান শওকত হোসেনসহ অন্যান্য চেয়ারম্যানবৃন্দ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোমেনা পারভীন পারুল, উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম, প্রকল্প বাস্তবায়ন অফিসার একে,এম শাহ আলম মোল্লা, মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী শাহা, উপজেলা মৎস কর্মকর্তা আতাউর রহমান, পল্লী উন্নয়ন অফিসার ছানোয়ার হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুস সোবাহান, যুব উন্নয়ন অফিসার আবুল কালাম আজাদ, একাডেমিক সুপারভাইজার আতিকুর রহমানসহ অনেকে।

    এসময় উপস্থিত ছিলেন,চালিতাডাঙ্গা ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান মুকুলসহ, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

  • তাড়াশ উপজেলা আওয়ামীলীগের সম্মেলন নৌকার মাঝি কে-ভোরের কণ্ঠ। 

    তাড়াশ উপজেলা আওয়ামীলীগের সম্মেলন নৌকার মাঝি কে-ভোরের কণ্ঠ। 

    সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা আওয়ামীলীগের সম্মেলন  আগামী ৬ ফেব্রয়ারী ২০২১ তারিখে হতে যাচ্ছে। অবশেষে নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ ৮ বছর পরে তাড়াশ উপজেলা আওয়ামীলীগের সম্মেলনের দিন ঠিক হলো গত ২৬ ফেব্রুয়ারী জেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় । আর এ সম্মেলনকে কেন্দ্র করে ইতি মধ্যেই তাড়াশ উপজেলার বিভিন্ন রাজনৈতিক মহলে চলছে আলোচনা সমালোচনা ঝড়।  বইছে নৌকার ঢেউ চা স্টল সহ বিভিন্ন  মোড়ে মোড়ে । এমন কি বাদ যায় নি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক।

    উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক এ সম্মেলনে ইতি মধ্যেই প্রার্থর্ীতা ঘোষনা দিয়ে মাঠে নেমেছেন আওয়ামীলীগের অনেক বর্ষীয়ান নেতা। ভোট ও সমর্থন সংগ্রহের জন্য যাচ্ছেন তৃণমুল নেতা-কর্মীদের কাছে। চলছে উপর মহলে বিভিন্ন ভাবে লোবিং, গ্রুপিং,মিটিং,সিটিং । উপজেলা আওয়ামীলীগের সম্মেলনে সভাপতি পদে প্রতিদ্বন্দিতা করার জন্য গুঞ্জন তুলেছে সাবেক এমপি ও সাবেক উপজেলা আওয়ামমীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গাজী ম,ম আমজাদ হোসেন মিলন ও বর্তমান উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হক। অপরদিকে সাধারণ সম্পাদক পদে উপজেলা আওয়ামীলীগের বর্তমান সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রলীগ নেতা সঞ্জিত কর্মকার ,বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম- সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনিরুজামান মনি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ মহিলা বিষয়ক সম্পাদক প্রভাষক মর্জিনা ইসলাম প্রতিদ্বন্দিতা করছেন।

    কাউন্সিলরদের মাঝে সম্মেলনের ঝড় উঠলেও কাউন্সিলর তালিকা নিয়ে রয়েছে বিতর্ক । বাব দাদাদের আমল থেকে আওয়ামীলীগ করা পরিবারের অনেক ত্যাগী নেতা-কর্মীদের নাম বাদ পরেছে ইউনিয়ন আওয়ামীলীগের কমিটি থেকে। তালিকায় রয়েছে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি,সম্পাদকের স্ত্রী ,ভাই,আত্মীয় ,স্বজন এমন কি জেল হাজত খাটা আসামী ও  সরকারি চাকুরী জীবীদের নাম ।

    এ ব্যাপারে সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের ভারপাপ্ত সভাপতি এ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসানের কাছে জানতে চাইলে তিনি জানান, বাংলাদেশ আওয়ামীলীগের গঠনতন্ত্র অনুযায়ী যদি কমিটি না করা হয়ে থাকে তবে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও ৬ ফেব্রয়ারী তাড়াশ উপজেলা আওয়ামীলীগের সম্মেলন বিষয়ে বলেন, জেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় আপাতত সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। তবে কেন্দ্রের নির্দেশে এ সম্মেলনের তারিখ পরিবর্তন হতে পারে।

    দলীয় সূত্র জানা যায়, ২০১৩ সালে ২৫ শে জানুয়ারী সর্বশেষ তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘদিন সম্মেলন না হওয়ায় সাংগঠনিক কার্যক্রমও ঝিমিয়ে পরেছে। সেই সঙ্গে স্থবির হয়ে পরেছে সহযোগী সংগঠন গুলোর কার্যক্রমও। তাই সকল গ্রুপিংয়ের সমাপ্তি ঘটিয়ে উপজেলা আওয়ামীলীগের সম্মেলনে  সুন্দর একটি নেতৃত্ব আসবে সে প্রত্যাশাই কামনা করছে তাড়াশ উপজেলাবাসী।

  • শিবগঞ্জে মাদ্রাসা ছাত্র স্বাধীন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন-ভোরের কণ্ঠ।  

    শিবগঞ্জে মাদ্রাসা ছাত্র স্বাধীন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন-ভোরের কণ্ঠ।  

    বগুড়ার শিবগঞ্জে বেলতলী আবাসিক মক্তব হাফেজিয়া মাদ্রাসার  ছাত্র স্বাধীন শেখ(৭) হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ মানববন্ধন করেছেন। মানববন্ধন থেকে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবি করেন নিহতের আত্মীয়-স্বজনসহ হাজার হাজার নারী-পুরুষ।
    বৃহস্পতিবার সকাল ১১টায় শিবগঞ্জের আমতলী জয়পুরহাট আঞ্চলিক সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
    উল্লেখ্য, গত ১৭ জানুয়ারি বগুড়ার শিবগঞ্জের কিচক ইউনিয়নের বেলতলী আবাসিক হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থীর লাশ গাংনাই নদী থেকে উদ্ধার করে শিবগঞ্জ থানা পুলিশ। প্রাথমিক ভাবে ধারণা করা হয় তাকে শ্বাসরোধে হত্যা করে নদীতে ফেলা দেওয়া হয়। এ ঘটনায় নিহতের পিতা থানায় মামলা দায়ের করেছেন। মক্তব বিভাগের ছাত্র স্বাধীন (৭)  মাদ্রাসায় আবাসিক হিসেবে লেখাপড়া করেন। এরপর ১৬ জানুয়ারি রাতে মাদ্রাসা থেকে নিখোঁজ হয়। পরের দিন সকালে স্থানীয় লোকজন বেলতলি ঈদগাহ মাঠ সংলগ্ন পার্শ্বে গাংনাই নদীর তীরে স্বাধীনের নিথর মরদেহ দেখতে পায়। পরে থানা পুলিশকে খবর দিলে তাৎক্ষণিক সহকারী পুলিশ সুপার শিবগঞ্জ সার্কেল আরিফুল ইসলাম সিদ্দিকী ও থানা অফিসার ইনচার্জ  এসএম বদিউজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন।
    পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। নিহত স্বাধীন উপজেলার শিবগঞ্জ  সদর ইউনিয়ন ৮নং ওয়ার্ড পূর্বজাহাঙ্গীরাবাদ আমতলী মাঝপাড়া গ্রামের শাহ আলমের পুত্র। এব্যাপারে মাদ্রাসার মুহতামিম শহিদুল ইসলাম বলেন, স্বাধীন গতকাল সন্ধ্যা থেকে নিখোঁজ হয়। সকালে তার লাশ মাদ্রাসার পার্শ্বে গাংনাই নদীর তীরে পাওয়া যায়। এব্যাপারে নিহতের চাচা মইনুল হক বলেন, স্বাধীন নিখোঁজ রয়েছে বিষয়টি মাদ্রাসা কর্তৃপক্ষ আমাদেরকে জানাইনি। শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামান বলেন, মাদ্রাসার ছাত্র স্বাধীনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে মর্মে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।  এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
    মাদ্রাসা ছাত্র স্বাধীন শেখ গত ১৬ জানুয়ারি সন্ধ্যা থেকে নিখোঁজ হলেও কেনো মাদ্রাসা কর্তৃপক্ষ তাঁর পরিবারকে জানালো না? এমন প্রশ্ন মাববন্ধনে সমাবেত হাজারো মানুষের মুখে মুখে। অথচ ১৭ জানুয়ারি তার নিথর মরদেহ মিলল নদীর কিনারায়। নিহতের পিতা শাহ আলম শেখ জানান, আমার ছেলে ১৬ জানুয়ারি রাতে মাদ্রাসাতে নেই তাঁর সহপাঠীরা মাদ্রাসার শিক্ষকে বললে তাঁরা উল্টো ধমক দেন।
    মানববন্ধনে অংশগ্রহণ করা বিক্ষোভ সমাবেশকারীরা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে দোষীদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানায়। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁসিয়ারি দেন তারা।
    মানববন্ধনে উপস্থিত ছিলেন, নিহতের বাবা শাহ আলম ও তাঁর মা, নানা’ সহ উপজেলার আওয়ামী যুবলীগের নেতা শহিদুল ইসলাম শহিদ, শেখ কবির বকুল, বকুল মন্ডল আহম্মদ আলি, মিজানুর রহমান,আঃ হান্নান,মেহেদুল ইসলাম, হাকিম, হাকিম,দুলা প্রধান, মানিক রিলংকু, আঃ মান্নান, টুটুল প্রমূখসহ এলাকার হাজারো নারী-পুরুষ।
  • কলাপাড়ায় শহীদ আলাউদ্দিন স্মরনে স্মরন সভা অনুষ্ঠিত।

    কলাপাড়ায় শহীদ আলাউদ্দিন স্মরনে স্মরন সভা অনুষ্ঠিত।

    পটুয়াখালীর কলাপাড়ায় শহীদ আলাউদ্দিন স্মরনে স্মরন সভা অনুষ্ঠিত হয়েছে ।২৮ জানুয়ারী বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্রে শহীদ আলাউদ্দিন স্মৃতি সংসদ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয় ।

    এতে সভাপতিত্ব করেন আলাউদ্দিন স্মৃতি সংসদের সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক মো.আবুল হোসেন । এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি খেপুপাড়া শাখার সাধারন সম্পাদক কমরেড নাসির তালুকদার, উদীচী শিল্পী গোষ্ঠীর কলাপাড়া উপজেলা শাখার সদস্য অমল কৃষ্ণ কর্মকার, শহীদ আলাউদ্দিন স্মৃতি সংসদের সহ-সভাপতি প্রভাষক রফিকুল ইসলাম, সহ-সাধারন সম্পাদক তায়েফ মাইনউদ্দিন তোহা, অবসরপ্রাপ্ত শিক্ষক আবদুল হক আজাদ প্রমূখ।

    ১৯৬৯ সালের ২০ জানুয়ারী ঢাকায় আইয়ুব বিরোধী মিছিলে গুলি চালায় পাকিস্তান সরকার।নিহত হয় ছাত্রনেতা আসাদুজ্জামান খান।গোটা দেশে ছড়ীয়ে পড়ে ক্ষোভের দাবানল।এই উত্তাপ ছাপিয়ে যায় কিশোর আলাউদ্দিনের মননে।

    ২৮ জানুয়ারী আসাদ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিলে অংশ নেয় বরিশাল এ,কে স্কুলের নবম শ্রেনীর ছাত্র আলাউদ্দিন আয়ুব বিরোধী মিছিলে অংশ গ্রহন করে। অশ্বিনী কুমার হলের সামনে তৎকালীন ইপিআর’র গুলিতে নিহত হয় ।তাঁর বাড়ী কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের হাজীপুর গ্রামে। সে ওই গ্রামের মমতাজ উদ্দিন খান’র ছেলে । বক্তারা শহীদ আলাউদ্দিনের স্মৃতি সংরক্ষনে বিভিন্ন দাবী তুলে ধরেন।

  • তাড়াশ উপজেলা বিএনপি’র অবৈধ কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন।

    তাড়াশ উপজেলা বিএনপি’র অবৈধ কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন।

    সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা বিএনপি’র  অগণতান্ত্রিক,অনিয়মতান্ত্রিক ও অবৈধ কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। বৃহস্পতিবার  দুপুরে উপজেলার বারোয়ারী বটতলা বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে সভাপতি প্রার্থী  অধ্যাপক মোঃ আব্দুল হাকিম লিখিত বক্ত্যবে এ সংবাদ সম্মেলন করেন।

    ২৭ জানুয়ারী  বুধবার সকালে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের সিরাজগঞ্জ বাসায় তাড়াশ উপজেলা বিএনপি’র আহবায়ক বেনজির আহম্মেদ শফি’র সভাপতিত্বে তাড়াশ উপজেলা বিএনপি’র অগণতান্ত্রিক,অনিয়মতান্ত্রিক ও অবৈধ কমিটি  গঠন করে।

    সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদার জেলা বিএনপি’র নেতৃবৃন্দের সাথে যোগ সাজস করে তাড়াশ উপজেলা বিএনপি’র কমিটি গঠনের জন্য ৮টি ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক,সাংগঠনিক ও সিনিয়র সভাপতিসহ ৫জন করে ৪০জন নেতা কমর্ীকে ডেকে নিয়ে মিটিং শুরু করেন জেলা বিএনপি’র নেতৃবৃন্দ ও উপস্থিত সকল সদস্যগন। অথচ সবার শীর্ষে প্রচারকারী ও জনবান্ধব নেতা উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক সভাপতি প্রার্থী অধ্যাপক আব্দুল হাকিমকে  না জানিয়ে এবং তার সমর্থন নেতা কর্মীকে না জানিয়ে গোপনে ডেকে নিয়ে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদার জেলা বিএনপি’র নেতৃবৃন্দের সাথে যোগ সাজস করে স,ম  আফসার আলীকে সভাপতি,প্রভাষক আমিনুর রহমান টুটুলকে সাধারণ সম্পাদক ও প্রভাষক সাইদুর রহমানকে সাংগঠনিক করে কমিটি ঘোষনা করা হয়।

    সংবাদ সম্মেলনে অধ্যাপক আব্দুল হাকিম বলেন,কোন পুর্ব বিজ্ঞপ্তি না দিয়ে ,তপশীল ঘোষনা না করে,প্রতিদ্বন্দি প্রাথর্ীদের না জানিয়ে কমিটি ঘোষনা দেওয়ার অধিকার তারা কোথায় পেলেন? দল কি কারো পৈত্রিক সম্পত্তি? ইচ্ছা হলো আর দান করে দিলেন? তাড়াশ  উপজেলার বিএনপি যারা করে তারাই এখানে থাকে । মামলা ,হামলা,আন্দোলন সংগ্রামে বিএনপি’র নেতা কমর্ীরাই করে থাকে। সিরাজগঞ্জ ও ঢাকা থেকে এসে তো মোকাবেলা করেন না। আবার এখানকার ব্যয় আমরাই করে থাকি। অথচ সিরাজগঞ্জে এক জনের বাড়িতে বসে দলের কমিটি করে দিবে এটা ঘৃনা ভাবে প্রত্যাখ্যান করছি।

    তিনি আরো দাবি করেন তাড়াশ উপজেলা বিএনপি’র অবৈধ, অগণতান্ত্রিক ও ফ্লিম স্টাইলে করা অনৈতিক কমিটি বাতিল করতে হবে। সকল ইউনিয়ন বিএনপি’র কমিটি গঠন করার পর পুনরায় তপশীল ঘোষনা করতে হবে। দলের সকল নেতা কমর্ীদের অধিকার নিশ্চিত করে অংশগ্রহনের অবাধ সুযোগ করে দিতে হবে। গঠনতন্ত্র বিরোধী কমিটি প্রদানের  সাথে জাড়িতদের সাথে দৃষ্টান্তমুলক সাংগঠনিক পদক্ষেপ গ্রহন করতে হবে। যাতে আর কেউ এমন কাজ করতে না  পারে। এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন  তাড়াশ উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক জিয়াউর রহমান জিয়া, সদস্য জহুরুল ইসলাম, আনোয়ার হোসেন ,আব্দুল হোসেন, সদর ইউনিয়র যুব দলের সাবেক সভাপতি আব্দুল লতিফ, মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি আবুল কালাম আজাদসহ অর্ধ শতাধিক নেতা কর্মী।

  • শাহজাদপুর প্রেসক্লাব সাংবাদিক রাজিব রাসেলকে বহিষ্কার করেছে।

    শাহজাদপুর প্রেসক্লাব সাংবাদিক রাজিব রাসেলকে বহিষ্কার করেছে।

    শাহজাদপুর প্রতিনিধিঃ নিষিদ্ধ নেশা জাত দ্রব্য ইয়াবা ব্যাবসা এবং বিউটি পার্লারের আড়ালে অসামাজিক কার্যকলাপের আস্তানা গড়ে তোলার প্রমাণ পাওয়ায় হঠাৎ বনে যাওয়া কথিত সাংবাদিক রাজিব আহমেদ রাসেলকে শাহজাদপুর প্রেসক্লাব থেকে বহিষ্কার করা হয়েছে। আজ বৃহস্পতিবার শাহজাদপুর প্রেসক্লাবের কার্যকরি কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বেলা ১১ টা থেকে শুরু করে দীর্ঘ সময় ধরে শুনানি শেষে এবং তথ্য প্রমাণ পর্যালোচনার পর তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

    জানা যায়, রাজিব আহমেদ রাসেল এসএসসিতে অকৃতকার্য হওয়ার পর শাহজাদপুর বাজারে একটি কনফেশনারী দোকান খুলে বসে। পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘ সার্কেল শাহজাদপুর’ নামের একটি গ্রুপ খুলে লাইম লাইটে আসে। সেখান থেকে স্থানীয় সাংবাদিকদের সাথে সখ্যতা গড়ে ওঠে। এরপর এমবিএ কমপ্লিট করার ভূয়া কাগজপত্র বানিয়ে একটি অনলাইন পোর্টালের কার্ড নিয়ে শাহজাদপুর প্রেসক্লাবের সদস্য হয়। সেই সুবাদে প্রশাসনের সাথে ঘনিষ্ট হয়ে ওঠে রাজিব রাসেল। এরপরই শুরু হয় তার বেপরোয়া জীবন। দোকান বন্ধ করে স্ত্রীর নামে তৈরি করা ব্যানার সর্বস্য প্রিয়া বিউটি পার্লারে ইয়াবা এবং নারীদের দিয়ে দেহ ব্যাবসার আখড়া গড়ে তোলে।

    বিভিন্ন ভিআইপিদের পার্লারে ডেকে নিয়ে অসামাজিক কাজ করিয়ে পরবর্তীতে তাদের সামাজিক ভাবে হেয় করার হুমকি দিয়ে ব্লাক মেইল করে মোটা অংকের অর্থ আদায় করতো এই দম্পতি। এছাড়া রাজিব আহমেদ ও তার স্ত্রী প্রিয়া আহমেদ প্রথম দিকে বিভিন্ন মাদক ব্যাবসায়ীর মাদকদ্রব্য আনা নেওয়া করতো। পরবর্তীতে অতিরিক্ত মুনাফার লোভে নিজেরাই খুচরা বিক্রি শুরু করে।

    একপর্যায়ে চট্টগ্রাম থেকে ৪ হাজার ৬’শ পিস ইয়াবার বিরাট চালান নিয়ে আসে শাহজাদপুরে। এই চালান আনতে প্রিয়া আহমেদের বিউটি পার্লারের একজন নারী কর্মীকে ব্যাবহার করা হয়। কিন্তু মেয়েটিকে যে অর্থ দেওয়ার কথা বলে ব্যাবহার করা হয়েছিল তা না দেওয়ায় বিষয়টি জানাজানি হয়ে যায়। এরপর একের পর এক গোপন তথ্য বেরিয়ে আসে এই দম্পতির বিরুদ্ধে।

    বিষয়টি নিয়ে প্রেসক্লাবে অভিযোগ উঠলে প্রেসক্লাবের নেতৃবৃন্দ সাধারণ সভা আহ্বান করেন। সে সভায় শুনানি শেষে ৭ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। প্রায় একমাস তদন্ত শেষে তদন্ত প্রতিবেদন জমা দেন কমিটি। এরপর ২৮ জানুয়ারি বৃহস্পতিবার শাহজাদপুর প্রেসক্লাবের কার্যকরি কমিটির মিটিং ডাকা হয়। মিটিং- এ সবকিছু পর্যালোচনা শেষে রাজিব আহমেদ ও তার স্ত্রী প্রিয়া আহমেদের মাদক ব্যাবসার সাথে সম্পৃক্ত থাকায় রাজিব আহমেদ রাসেলকে শাহজাদপুর প্রেসক্লাব থেকে সাময়িক ভাবে বহিষ্কার করা হয় এবং কেন তাকে স্থায়ী ভাবে বহিষ্কার করা হবেনা মর্মে ১০ দিনের মধ্যে জবাব চেয়ে একটি পত্র ইস্যু করা হয়।

    এ ব্যাপারে শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি বিমল কুমার কুন্ডু জানান, ১৯৮৩ সালে গঠিত ঐতিহ্যবাহী শাহজাদপুর প্রেসক্লাবের বেশ সুনাম এবং মর্যাদা রয়েছে। অতীতে কোন সদস্যের বিরুদ্ধে এরকম মারাত্মক কোন অভিযোগ ওঠেনি। তাই প্রেসক্লাবের সুনাম অক্ষুণ্ণ রাখতে রাজিব আহমেদ রাসেলকে বহিষ্কার করা হয়েছে।

  • নলডাঙ্গায় স্বাধীনতা শিক্ষক পরিষদের কমিটি গঠন ও মতবিনিময় সভা।

    নলডাঙ্গায় স্বাধীনতা শিক্ষক পরিষদের কমিটি গঠন ও মতবিনিময় সভা।

    নাটোরের নলডাঙ্গা উপজেলা শাখার স্বাধীনতা শিক্ষক পরিষদের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    উক্ত মতবিনিময় সভায় নলডাঙ্গায় স্বাধীনতা শিক্ষক পরিষদের কমিটি গঠন করা হয়। এতে শহীদ নজমুল হক সরকারী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আয়ুব আলীকে সভাপতি ও আমতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম ফকরুদ্দিন ফুটুকে সাধারন সম্পাদক হিসেবে নির্বাচিত হন। পরে ৬১ সদস্য বিশিষ্ট একটি পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়।

    বুধবার সকাল সাড়ে ১০টার দিকে নলডাঙ্গা শহীদ নজমুল হক সরকারী কলেজের হলরুমে শহীদ নজমুল হক সরকারী কলেজের অধ্যাপক এস এম ফিরোজের সভাপতিত্বে কমিটি গঠন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,রাজাপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও স্বাধীনতা শিক্ষক পরিষদের নাটোর জেলা শাখার সভাপতি মোহাম্মদ তুগলিক।

    সভায় আরো বক্তব্য রাখেন,রহমত ইকবাল অর্নাস কলেজের অধ্যক্ষ ও স্বশিপের নাটোর জেলা শাখার সাধারন সম্পাদক মুনছুর রহমান মুকুল,স্বশিপের জেলা সাংগঠনিক সম্পাদক আ,ন,ম ফরিদুজ্জামান,জেলা শাখার দপ্তর সম্পাদক গোলাম মাসুদ,নলডাঙ্গার শেখপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামিমা আরা,নলডাঙ্গা সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন,চাঁদপুর দাখিল মাদ্রসার সহকারী শিক্ষক মাহমুদুর রহমান প্রমূখ।

  • সিরাজগঞ্জের পৃথক অভিযানে ১৫ জুয়ারী ও মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    সিরাজগঞ্জের পৃথক অভিযানে ১৫ জুয়ারী ও মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    সিরাজগঞ্জে পৃথক তিনটি অভিযানে নগদ টাকা, গাঁজাসহ ১৫ জুয়ারী ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সদস্যরা।

    বুধবার (২৭ জানুয়ারী) দুপুরে সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি ওসি) মিজানুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

    মঙ্গলবার রাতে কামারখন্দ উপজেলার ভদ্রঘাট, সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের শিবনাথপুর ও কালিয়া হরিপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
    আটককৃতরা হলো-কামারখন্দ উপজেলার বাজার ভদ্রঘাট এলাকার শামসুল ইসলামের ছেলে লিখন (৪০), মৃত শাহাজান খানের ছেলে ইমরান শেখ (৩০), মৃত হোসেন আলীর ছেলে শহিদুল ইসলাম (৩৫), সিরাজগঞ্জ শহরের মিরপুর মহল্লার আবু বক্করের ছেলে শাহিন (২৫), মৃত আব্দুস সাত্তারের ছেলে বাপ্পী (৩০), সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চন্ডিদাসগাঁতী এলাকার মৃত মফিজুর রহমানের ছেলে আমিন শেখ (৪৮), শিবনাথপুর গ্রামের শুকুর আলী শেখের ছেলে মুর্শিদুল সেখ (৩৪), মৃত আব্দুল বারিকের ছেলে বাবলু মিয়া (৪২), মৃত আব্দুল গণির ছেলে সাইদুল ইসলাম (৩৬), গোলবার হোসেনের ছেলে শহিদুল ইসলাম (৪৫), সয়দাবাদ ইউনিয়নের পশ্চিম মোহনপুর গ্রামের মোন্তাজ আলী খানের ছেলে মো. শিহাব উদ্দিন (৩০), রায়গঞ্জ উপজেলার হাট পাঙ্গাসী এলাকার মৃত আফজাল হোসেনের ছেলে মাহমুদুল হাসান (৪২), হায়দার আলীর ছেলে ফরিদুল ইসলাম (২২), ধানগড়া ইউনিয়নের মৃত ফজল শেখের ছেলে মো. নূরনবী (৩৩) ও কালিয়া হরিপুর ইউনিয়নের মৃত সৈয়দ ম-লের ছেলে নজরুল ইসলাম (৫০)।

    সিরাজগঞ্জ ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক জানান, গোপন সংবাদে মঙ্গলবার (২৬ জানুয়ারী) রাতে কামারখন্দ উপজেলার চর ভদ্রঘাট এলাকায় অভিযান চালিয়ে ৯ জুয়ারীকে আটক করা হয়। এসময় তাদের কাজ থেকে নগদ ২৫ হাজার ২৬০ টাকা, জুয়া খেলায় ব্যবহৃত বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে।
    তিনি আরও বলেন, সন্ধ্যায় শিয়ালকোল ইউনিয়নের শিবনাথপুরে অবস্থিত সরকারি আশ্রায়ন প্রকল্প এলাকা থেকে জুয়া খেলা অবস্থায় আরও ৫জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ ১ হাজার ১শ ৯০ টাকাসহ জুয়া খেলার বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়।

    এছাড়াও কালিয়া হরিপুর ইউনিয়নের কালিয়া পূর্বপাড়া রাইসমিল এলাকা থেকে ৭ গ্রাম গাঁজাসহ নজরুল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।

  • বগুড়া শেরপুরে ইউপি সদস্যের নামে পার্সেলে এলো চাইনিজ কুড়াল।

    বগুড়া শেরপুরে ইউপি সদস্যের নামে পার্সেলে এলো চাইনিজ কুড়াল।

    বগুড়ার শেরপুরে “রেড এক্স ডেলিভারী” নামের একটি হোম ডেলিভারী কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইউপি সদস্য ছাইদার রহমান সাকিবের নামে চাইনিজ কুড়াল আসার ঘটনায় গত মঙ্গলবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় শেরপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। সাধারণ ডায়েরিটি করেন ১০নং শাহবন্দেগী ইউনিয়নের ৫নং ওয়ার্ড সদস্য ছাইদার রহামান সাকিব।

    জানা যায়, ঢাকার গাজীপুর এলাকার বড় বাজার, চামুদ্দা বাজার, ৪০নং ওয়ার্ড পুবালী থেকে “রেড এক্স ডেলিভারী” হোম সার্ভিসম্যান আল আমিন সেখ তার মোবাইল ফোন থেকে (০১৭৬২৪৯৯২৬) শেরপুর উপজেলার শাহ বন্দেগী ইউনিয়নের মেম্বর ছাইদার রহমান সাকিবকে মোবাইল ফোনে কল করে তার পার্সেল এসেছে বলে জানান।

    কিন্তু, ছাইদার রহমান সাকিব পার্সেল বহনকারী আল আমিন সেখকে বলে আমি কোন পার্সেল অর্ডার করিনি। কিন্তু আল আমিন গত মঙ্গলবার বিকেল ৫টায় শেরপুর বাসষ্ট্যান্ড এলাকায় সাউদিয়া হোটেলের সামনে এসে আবারও ইউপি সদস্যকে ফোন করে সেখানে আসতে এবং তার পার্সেলটি নিয়ে যেতে বলে। ঘটনাস্থলে ছাইদার রহমান সাকিব আসলে তার হাতে পার্সেলের প্যাকেট দিলে সে তখনি খুলে দেখতে পায় প্যাকেটের মধ্যে একটি চাইনিজ কুড়াল। তখন তিনি হতভম্ব হয়ে যান। পরে ইউপি সদস্য ছাইদার রহমান সাকিব বাদি হয়ে ওইদিন সন্ধ্যা ৭টার দিকে শেরপুর থানায় থানায় একটি সাধারণ ডায়েরী এবং চাইনিজ কুড়ালটি থানা হেফাজতে রেখে আসেন।

    এ বিষয়ে শাহবন্দেগী ইউনিয়নের ৫নং ওয়ার্ড সদস্য ছাইদার রহমান সাকিব বলেন, তিনি কোথাও কোন প্রোডাক্টের জন্য অর্ডার করেন নি। তার নামে চাইনিজ কুড়াল পার্সেল আসায় তিনি হতভম্ব এবং সঙ্গে সঙ্গে শেরপুর থানায় একটি সাাধারণ ডায়েরী করেছেন। তাকে অসৎ উদ্দেশ্যে ফাঁসানোর জন্য কেউ এমন কাজ করেছে বলে তিনি জানান সেইসাথে তদন্ত পূর্বক অপরাধীকে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।

    এ ব্যাপরে শেরপুর থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • কলাপাড়ায় পৌর আ’লীগ সাধারণ সম্পাদক দিদার উদ্দিন আহমেদ বহিষ্কার।

    কলাপাড়ায় পৌর আ’লীগ সাধারণ সম্পাদক দিদার উদ্দিন আহমেদ বহিষ্কার।

    কলাপাড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী দিদার উদ্দিন আহমেদ মাসুমকে পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার রাতে বহিষ্কার করা হয়েছে। উপজেলা এবং পৌর শহর আওয়ামীলীগ যৌথভাবে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছে।

    আগামি ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য পৌর নির্বাচনে দিদার উদ্দিন আহমেদ জগ প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধীতা করছেন। অপরদিকে পৌর আওয়ামীলীগের সভাপতি বর্তমান মেয়র বিপুল চন্দ্র হাওলাদার আওয়ামীলীগ দলীয় প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। তিনি নৌকা প্রতিক নিয়ে মেয়র পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন। তার জয়ের বিষয়ে শতভাগ নির্শ্চিত করে বলেন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান।

    এছাড়া মেয়র পদে বিএনপি থেকে হুমায়ুন কবির ধানের শীষ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে সেলিম মিয়া হাত পাখা প্রতীকে লড়ছেন।