বাসযোগ্য শাহজাদপুর নগরী গড়তে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের নিয়ে শনিবার সকালে শাহজাদপুর পৌরসভার আয়োজনে নাগরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় নবনির্বাচিত পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি লিঃ এর চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপু। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি লিঃ’র ভাইস-চেয়ারম্যন শেখ আব্দুল হামিদ লাবলু, কৈজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাইফুল ইসলাম প্রমুখ।
মতবিনিময় সভায় নবনির্বাচিত মেয়র মনির আক্তার খান তরু লোদী বলেন, আগামী প্রজন্মের জন্য বসবাসযোগ্য নগরী গড়তে হলে আপনাদের সহযোগিতা নিয়ে শত বছরের পরিকল্পনা ধরে উন্নয়ন করতে হবে। অগ্রাধিকার ভিত্তিতে জলাবদ্ধতা, যানজট দূরীকরণসহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও রাস্তাঘাটের উন্নয়ন করার চেষ্টা করবো।
নিজস্ব প্রতিবেদক:শনিবার সিরাজগঞ্জে দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
এ উপলক্ষে সিরাজগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে পত্রিকার জেলা ও উপজেলা প্রতিনিধিদের সমন্বয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কে এম হোসেন আলী হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কর্তনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
পরে দৈনিক বাংলাদেশের আলো’র সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি মাকছুদা খাতুনের সভাপতিত্বে অন্যান্যের বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ আব্দুস সামাদ তালুকদার, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল উদ্দিন, সাধারন সম্পাদক ফেরদৌস রবিন, দৈনিক করতোয়ার সিরাজগঞ্জ প্রতিনিধি হেলাল আহমেদ, আজকের সিরাজগঞ্জ পত্রিকার সম্পাদক জাকিরুল ইসলাম, আলোকিত বাংলাদেশের জেলা প্রতিনিধি তফিজ উদ্দিন, ঢাকা টাইমসের জেলা প্রতিনিধি একরামুল হক প্রমুখ।
অনুষ্ঠানে সিরাজগঞ্জের বিভিন্ন পত্রিকার সাংবাদিকসহ দৈনিক বাংলাদেশের আলো’র উল্লাপাড়া প্রতিনিধি আবু বকর সিদ্দিক বাবু, বেলকুচি প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাবু, রায়গঞ্জ প্রতিনিধি মোকাদ্দেস হোসাইন সোহান প্রমুখ উপস্থিত ছিলেন।
সিরাজগঞ্জের তাড়াশে এক অজ্ঞান ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকালে ওই ব্যক্তি তাড়াশ বাজারে অসুস্থ্য অবস্থায় পরেছিল ।
পরে তাকে অপু ফাউন্ডেশনের আহবায়ক এফ এম সোহেল রানা ও ভিলেজ ভিশন বাংলাদেশের স্বেচ্ছাসেবক মাসুম বিল্লাহ ,মেহেদী সহ অনেকে তাকে উদ্ধার করে তাড়াশ হাসপাতালে ভর্তি করে।
প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সে কিছুটা সুস্থ্য হলে পরিচয় মেলে সে নরসিংদী জেলার মনোহরদী উপজেলা নারান্দি গ্রামের নেপাল চন্দ্র বর্মনের ছেলে সুভাস চন্দ্র বর্মন। সে বর্তমানে তাড়াশ ৫০ শয্যা হাসপাতালে ভর্তি আছে। তার অভিভাবকদের হাসপাতালে যোগাযোগ করার জন্য অনুরোধ করছে অপু ফাউন্ডেশনের আহবায়ক এফ এম সোহেল রানা । তাকে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে অভিভাবক হিসাবে গার্ডিয়ান পক্ষকে এগিয়ে আসার অনুরোধ জানানো হয়েছে।
নাটোরের বাগাতিপাড়ায় বসতিপূর্ণ এলাকায় লেয়ার মুরগীর খামার স্থাপন করে দীর্ঘদিন যাবত মুরগী পালন করে আসছিলেন বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের ঘোষপাড়া গ্রামের মৃত আব্দুল বারী মিয়ার ছেলে সুলতান আলী।
জনবসতিপূর্ণ এলাকায় খামার স্থাপন করে হাজার হাজার মুরগীর বর্জ্য পার্শ্ববর্তী জমিতে ও পুকুরে প্রবাহিত করায় প্রতিবেশী ছানাউল্লাহ প্রতিকার চেয়ে গত বছর ৯জুন তিনি বাংলাদেশ পরিবেশ অধিদপ্তর ও বগুড়া আঞ্চলিক কার্যালয়, জেলা প্রশাসক নাটোর, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং প্রেস ক্লাব বরাবর তদন্তপূর্ভক ব্যভস্থা গ্রহণে লিখিত অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় স্থানীয় সাংবাদিক ঘটনাস্থল পর্যবেক্ষণে গেলে তাদের লাঞ্চিত করেছিলেন খামার মালিক সুলতান আলী।
পরে অভিযোগটি আমলে নিয়ে বাগাতিপাড়া উপজেলা প্রশাসনের নির্দেশে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী উল্লেখিত অভিযোগটির তদন্ত করে সত্যতা পেয়ে প্রতিবেদন দাখিল করেন। ২৩জুন তারিখে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দেবী পাল সুলতান আলীকে ওই খামার অপসারণের জন্য সাত দিনের সময় বেঁধে দেন।কিন্তু খামার মালিক তাতে কোন ভরুক্ষেপ না করে আগের অবস্থাতেই থাকেন।
খামারের বর্জ্যর দূর্গন্ধে অতিষ্ট হয়ে ভুক্তভোগী ছানাউল্লাহ আবারো প্রশাসনের সাথে যোগাযোগ করলে উপজেলা প্রশাসন প্রাণী সম্পদ কর্মকর্তাকে তদন্তভার দেন। দ্বিতীয় বারেরমতো অভিযোগের সত্যতা পাওয়ায় গত ২৫ জানুয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দেবী পাল সুলতান আলীকে ওই খামার অপসারণের জন্য তিন দিনের সময় বেঁধে দিলেও অদ্যবদি পর্যন্ত তিনি খামার অপসারণ করেননি।
কেন বারংবার উপজেলা প্রশাসনের আদেশ অমান্য করে মুরগীর খামারের বর্জ্য ছড়িয়ে পরিবেশ নষ্ট করা হচ্ছে মুঠো ফোনে এমন প্রশ্ন করা হলেও খামার মালিক সুলতান আলী কোন মতামত না দিয়ে বলেন, আমি খুব টেনশানে আছি এ বিষয়ে আমি কিছু বলতে চাচ্ছিনা।
মুরগীর খামারের বর্জ্যে পরিবেশ নষ্ট হওয়ার প্রতিকার ও বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহন চেয়ে লিখিত আবেদনকারী নিকটতম প্রতিবেশী ও জামনগর ডিগ্রী কলেজের সাবেক প্রভাষক ছানাউল্লাহ দাবি করেন, ‘ওই খামারের বর্জ্যে আমরা সহ স্থানীয়রা অতিষ্ট। জমি ও পুকুরে বর্জ্য ফেলার কারণে পানি ও অতিমাত্রায় পরিবেশ দূষণ করা হচ্ছে।
উপজেলা প্রশাসন পরপর দুইবার তার ওই অবৈধ মুরগীর খামার অপসারণের নির্দেশ দিলেও তিনি তা অমান্য করছেন। বরং আমি প্রতিবাদ করায় আমাকে খুন-জখমের ভয় দেখানো হচ্ছে। আমি নিরাপত্তা চেয়ে বাগাতিপাড়া মডেল থানায় সাধারণ ডায়েরী করি। তাতে তিনি আরো ক্ষিপ্ত হয়। আমি বর্তমানে নিরাপত্তা হিনতায় ভূগছি।’
পরিবেশ দূষণ থেকে রক্ষা পেতে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আইনের দ্রুত বাস্তবায়নের দাবি করেছেন তিনি।
বঙ্গোপসাগরে দেশীয় জলসীমায় মাছ শিকারের অপরাধে দুই ফিসিং ট্রলারসহ ২৮ ভারতীয় জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ডের জাহাজ ‘বিসিজিএস স্বাধীন বাংলা।’
এ সময় জব্দ করা হয়েছে এফবি শঙ্খদীপ ও এফবি স্বর্ণতারা নামের দুটি ভারতীয় ট্রলার ও ট্রলারে থাকা বিভিন্ন প্রজাতির মাছ ও জাল-দড়ি।
মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা দপ্তর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৮ জানুয়ারী) ভোর রাতে মোংলা সমুদ্র বন্দরের অদূরে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে দুই ট্রলারসহ ওই ভারতীয় জেলেদের আটক করা হয়। বাংলাদেশ কোস্টগার্ডের জাহাজ ‘বিসিজিএস স্বাধীন বাংলা’ বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকায় টহলদান কালে ভারত – বাংলাদেশ জলসীমার ১০. ২ নটিক্যাল মাইল ভেতরে অবৈধ অনুপ্রবেশ করে শিকারের সময় ট্রলারসহ ভারতীয় জেলেদের আটক করে।
আটক এ সকল জেলেদের বাড়ি ভারতের দক্ষিণ-চব্বিশ পরগনা জেলার বিভিন্ন এলাকায় বলে জানা গেছে।
আটককৃত জেলেদের শুক্রবার (২৯ জানুয়ারী) সন্ধ্যায় ট্রলার ও মাছসহ মোংলা থানায় স্থানান্তর করেছে কোস্টগার্ড।
আটকদের বিরুদ্ধে সামুদ্রিক মৎস্য অধ্যাদেশ ১৯৮৩ এর ২২ ধারায় মামলা দায়েরের পর জেলহাজতে পাঠানোর কথা জানিয়েছেন মোংলা থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল বাহার চৌধুরী।
মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট মাজহারুল হক জানান, বঙ্গোপসাগরে ভারতীয় জেলেদের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কোস্টগার্ডের পক্ষ থেকে নিয়মিত টহল অব্যাহত রয়েছে।
তিনি আরো জানান,সুন্দরবনে জলদস্যু বনদস্যুদের অপতৎপরতার বিরুদ্ধে জিরো ট্রলারেন্স নীতি গ্রহণ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এছাড়াও কোস্টগার্ডের এখতিয়ারভূক্ত এলাকায় সমূহে মাদক ব্যবসায়ীদের নির্মুল করা সহ ও বন্যপ্রাণী পাচারকারী এবং নিধনকারীদের বিরুদ্ধে কোস্টগার্ড পক্ষ থেকে নিয়মিত অভিযান অভিযান অব্যাহত থাকবে।
এর আগে গত ১ ডিসেম্বর ভোর রাতে একই এলাকা থেকে কোস্টগার্ড জাহাজ সোনার বাংলা ও ১৭ ভারতীয় জেলে ও ২২ ডিসেম্বর বিসিজিএস অপরাজেয় বাংলা ১৬ ভারতীয় জেলেকে আটক করে মোংলা থানায় হস্তান্তর করেছে। এ পর্যন্ত বঙ্গোপসাগরে মাছ শিকারের অপরাধে ৪ ট্রলারনহ মোট ৬১ জেলেকে আটক করা হয়েছে বলে জানিয়েছে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন।
সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এবং সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল কায়েস জামিনে মুক্তি পেয়েছেন।
২৯ জানুয়ারি শুক্রবার সকাল ৯.৩০ মিনিটের দিকে সিরাজগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। এসময় দলের নেতা কর্মিরা ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয়। প্রসঙ্গত, গত ২৭ নভেম্বর নাশকতার ১৭ মামলায় রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আব্দুল্লাহ আল কায়েস সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের কোনাবাড়ি গ্রামের সাচ্চু মোহরীর ছেলে।
এবিষয়ে সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও কামারখন্দ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শ্রী শম্ভুনাথ বলেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় আব্দুল্লাহ আল কায়েস দু’মাস কারাবরণ শেষ আজ (শুক্রবার) আইনি প্রক্রিয়ায় মাধ্যমে তাকে মুক্ত করা হয়।
সিরাজগঞ্জের চৌহালীতে সাবেক সংসদ সদস্য-৬৫ সিরাজগঞ্জ-৫, বিশিষ্ট শিল্পপতি ও দানবীর মন্ডল গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ মন্ডলের আত্মার মাগফিরাত কামনায় চৌহালী উপজেলা খাষপুকুরিয়া ইউনিয়নের চরনাকালিয়া মাষ্টারপাড়া খোলাফায়ে রাশেদীন (রা:) জামে মসজিদের উদ্যোগে কোরআন খতম ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সাবেক সদ্য বিদায়ী এ মহান ব্যক্তির বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনায় শুক্রবার দুপুরে উপজেলা অত্র মসজিদের সভাপতি মোঃ রওশন মাষ্টারের সভাপতিত্বে দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনসাধারণ এই দোয়ার অনুষ্ঠানে যোগদান করেন।
এসময় উপস্থিত ছিলেন ,উপজেলা আ’লীগের সদস্য আব্দুল আজিজ ব্যাপারী , শিক্ষক গোলাম মোস্তাফা , ওয়ার্ড আ’লীগের সভাপতি প্রার্থী মোঃ কামরুল ইসলাম হাশেম ও স্বেচ্ছাসেবকলীগের বন পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ জাহিদ হাসান প্রমুখ৷
সিরাজগঞ্জ শাহজাদপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে পোতাজিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের সাম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী পোতাজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক ও পরপর ২ বার নির্বাচিত ইউপি সদস্য জনপ্রিয় নেতা নজরুল ইসলাম আনুষ্ঠানিক ভাবে তার প্রার্থীতা ঘোষণা করেছেন। শুক্রবার বিকেলে দিলরুবা বাসস্ট্যান্ড সংলগ্ন নিজস্ব কার্যালয়ে তিনি এ ঘোষণা দেন।
জানা গেছে, উপজেলার পোতাজিয়া ইউনিয়ন আ.লীগ নেতা ইউপি সদস্য, কাকিলামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও মাদলা কমিউনিটি ক্লিনিকের সভাপতি নজরুল ইসলাম ১৯৮৭ সালে মুজিবীয় আদর্শ বুকে ধারণ করে ছাত্রলীগে যোগদানের মাধ্যমে রাজনীতিতে জড়িয়ে পড়েন। পরবর্তীতে ১৯৯০ সালে তিনি শাহজাদপুর উপজেলা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক, ১৯৯৭ সালে উপজেলা যুবলীগের আইন বিষয়ক সম্পাদক এবং ২০১১ সালে পোতাজিয়া ইউনিয়ন আ.লীগের যুগ্ম- সাধারন সম্পাদক নির্বাচিত হয়ে দলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করাসহ সফলতার সাথে তার ওপর অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছেন।
সেইসাথে পরপর ২ বার নির্বাচিত পোতাজিয়া ইউপি সদস্য হিসেবে এলাকার সহস্রাধিক অসহায়দের মধ্যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার কার্ড বিতরণ করে ও বিনামূলে সৌরবিদ্যুৎ প্রদান করে ১২ অন্ধকার ঘরে আলো জ্বেলে দিয়েছেন।
সেই সাথে, জনদরদী ইউনিয়ন আ.লীগ নেতা নজরুল দীর্ঘদিন ধরে এলাকার স্কুল, মাদরাসা, কবরস্থানের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। এলাকায় সিসি রাস্তা, ড্রেন ও কালভার্ট নির্মানসহ এলাকার সার্বিক উন্নয়নে ও এলাকাবাসীর কল্যাণে আত্মনিবেদিত প্রাণ হিসেবে কাজ করায় দলীয় নেতাকর্মীসহ ইউনিয়নের সাধারন মানুষের মনে প্রিয় নেতা হিসেবে স্থান করে নিয়েছেন।
এ বিষয়ে নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান পদপ্রার্থী নজরুল ইসলাম বলেন, ‘শাহজাদপুরের গণমানুষের নেতা ও উপজেলা আ.লীগ সভাপতি আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন এমপি’র নির্দেশনায় পোতাজিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও ইউনিয়নবাসীকে আরও সামনের দিকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছি।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন পেলে বিপুল ভোটে জয়ী হয়ে সকলের সহযোগীতায় ডিজিটাল পোতাজিয়া ইউনিয়ন গড়বো ও জনমানুষের আর্থ-সামাজিক উন্নয়ন কল্যাণে আমৃত্যু কাজ করে যাবো। এজন্য, সকলের দোয়া ভালোবাসা ও সহযোগীতা প্রত্যাশা করছি।
সিরাজগঞ্জ বেলকুচিতে থানা পুলিশের পক্ষ থেকে হত দরিদ্র অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ২৯ জানুয়ারী (শুক্রবার) বিকালে থানা পুলিশের আয়োজনে থানা চত্ত্বরে এই অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় পুলিশ প্রশাসন দরিদ্র অসহায়দের ডেকে এনে শীত বস্ত্র বিতরণ করেন।
বেলকুচি থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার বিপিএম হাসিবুল আলম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার বেলকুচি সার্কেল শাহীনুর কবির, বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত নূরে আলম, মাহবুবা মিমিসহ পুলিশের সদস্যবৃন্দ। উপস্থিত সকলের উদ্দেশ্য করে পুলিশ সুপার হাসিবুল আলম বলেন পুলিশ জনগণের বন্ধ। আমাদের পুলিশ বাহিনী সর্ক্ষণ আপনাদের সেবায় নিয়োজিত রয়েছে।
কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে ১০ ফুট লাম্বা একটি মৃত ডলফিন। গতকাল গভীর রাতে সৈকতের লেম্বুরবনের তিন নদীর মোহনায় ডলফিনটি ভেসে ওঠে। প্রথমে স্থানীয় জেলেরা মাছটি দেখতে পেয়ে মৎস্য বিভাগের কর্মকর্তাদের খবর দেয়।
স্থানীয় ট্যুরিজম ব্যবসায়ী কেএম বাচ্চু জানান, মাছটির শীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারনা করা হচ্ছে জেলেদের আঘাতে মাছটির মৃত্যু হয়েছে। এর আগেও সৈকতে বেশ কয়েকটি মৃত ডলফিন ও তিমি সৈকতে ভেসে আসে।
তবে কি কারনে এসব মাছের মৃত হচ্ছে সেটা নিশ্চিত করতে পারেনি মৎস্য বিভাগ। মৃত এসব মাছ সংরক্ষনের জন্য কুয়াকাটায় একটি সংরক্ষনাগার নিমার্নের দাবি জানিয়েছেন ট্যুরিজম ব্যবসায়ীরা।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জহিরুন্নবী জানান, সংরক্ষনাগার না থাকায় সকালে মাছটি ট্যুরিষ্ট পুলিশ ও মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে মাটি চাপা দেওয়া হয়েছে।