Author: admin

  • সিরাজগঞ্জের তাড়াশে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জের তাড়াশে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জের তাড়াশে আকাশ মেঘাচ্ছন্ন থাকায় গত শুক্রবার ,শনিবার ও রবিবার সারাদিনই সুর্যের মুখ দেখা যায় নি। শৈত প্রবাহ  ও কনকনে শীতল বাতাসে কাহিল হয়ে পরেছে উপজেলার মানুষ জন।

    গত রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করেছে চলনবিলের তাড়াশ কৃষি আবহাওয়া পর্যবেক্ষনাগার। সোমবার সকালে উপজেলার মধ্যে ঘন কুয়াশার কারনে কোন কিছুই চোখে পরে নাই । গ্রামাঞ্চলের মাঠ গুলোতে ইরি-বোরো ধান রোপন করার কারনে মাঠ গুলো পানিতে ভিজিয়ে দেয়ায় কনকনে শীতল বাতাসে কাহিল হয়ে পড়েছে নিম্ন আয়ের মানুষ।

    পৌর এলাকা সহ গ্রামাঞ্চলে দিনের বেলায় আগুন জ্বালিয়ে শীত নিবারন করতে দেখা গেছে শীতার্ত মানুষ গুলোকে। গত ৩দির ধরে রাতে কুয়াশা না থাকলে সকাল থেকে সুর্যের মুখ দেখা না মেলায় কনকনে শীতল বাতাসে নাজেহাল হয়ে পরে মানুষ জন। সকালে গুড়ি গুড়ি বৃষ্টির মত ঘন কুয়াশা ঝরার কারনে সব চাইতে বেশী অসুবিধায় পরেছে নিম্ন আয়ের মানুষ জন।

    এদিকে হাসপাতলে ঠান্ডা জনিত কারনে শিশু ও বৃদ্ধ বয়সের রোগীর সংখ্যা বেড়েছে কয়েক গুণ। সরকারী ভাবে ও ব্যক্তিগত উদ্দ্যোগে সামান্য কম্বল ও শীতবস্ত্র বিতরন করা হলে ও প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল।

    তাড়াশ আবহাওয়া কৃষি পর্যবেক্ষনাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহেদুল হাসান জানান,  এই আবহাওয়া আরও ২-৩দিন এই ভাবে থাকার সম্ভাবনা রয়েছে।

  • শেরপুরে ট্রাকের ধাক্কায় নিহত-৪ আহত-৩- ভোরের কণ্ঠ।

    শেরপুরে ট্রাকের ধাক্কায় নিহত-৪ আহত-৩- ভোরের কণ্ঠ।

    রোববার সকাল পৌনে ৯টার দিকে শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের মির্জাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন- অটোরিকশাচালক জবেদ আলী নালিতাবাড়ী উপজেলার বন্ধধারা গ্রামের ইউসূফ আলীর ছেলে, সেলিম রাজনগর ইউনিয়নের চাঁদগাঁও গ্রামের নায়েব আলীর ছেলে ও একই গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী রোকসানা বেগম। এ ঘটনায় নিহত একজনের পরিচয় পাওয়া যায়নি।

    প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে শেরপুর সদর থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ-আল মামুন জানান, অটোরিকশাটি নালিতাবাড়ী উপজেলার নন্নীবাজার থেকে যাত্রী নিয়ে শেরপুর শহরে যাচ্ছিল।

    সকাল পৌনে ৯টার দিকে শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেরপুর সদর উপজেলার মির্জাপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক ওই অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে সড়কের পাশে ছিটকে পড়ে। এ সময় ঘটনাস্থলেই তিন অটোরিকশাযাত্রী নিহত ও হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান।

    গুরুতর আহত শিশুসহ তিনজনকে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি আটক করা হলেও এর চালক পালিয়ে গেছে।

  • ঋনের বোঝা মাথায় নিয়ে ফুলবাড়ী পৌরসভার নির্বাচিত মেয়র লিটনের দায়িত্ব গ্রহন-ভোরের কণ্ঠ।

    ঋনের বোঝা মাথায় নিয়ে ফুলবাড়ী পৌরসভার নির্বাচিত মেয়র লিটনের দায়িত্ব গ্রহন-ভোরের কণ্ঠ।

    শপথ গ্রহনের পরে তিন কোটি ৮৪ লাখ ৭৬ হাজার ৪০৭ টাকা ঋনের বোঝা মাথায় নিয়ে গতকাল রোববার দায়িত্ব গ্রহন করলেন দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সলরগণ।

    সকাল ১১ টায় পৌর সচিব মাহবুবুর রহমান এর কাছ থেকে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহন করেন নবনির্বাচিত মেয়র মাহমুদ আলম লিটন। এ উপলক্ষে পৌরসভা কার্যলয়ে এক সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়। সুধি সমাবেশে নবনির্বাচিত মেয়র মাহমুদ আলম লিটন এর সসভাপতিত্বে বক্তব্য রাখেন, পৌর সচিব মাহবুবুর রহমান,সহকারী প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী লিমন, পৌরসভার কর্মকর্তা রশিদুল ইসলাম সণ্টু,সাবেক প্যানেল মেয়র কাউন্সিলর মামুনুর রশিদ চৌধুরী,কাউন্সিলর আব্দুস জব্বার মাসুদ,মহিলা কাউন্সিলর তনঞ্জু আরা বেগম প্রমুখ। এসময় নবনির্বাচিত মেয়র,কাউন্সিলরর ও বিদায়ী কাউন্সিলরগণকে ফুললে শুভেচ্ছাসহ সন্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। এসময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগণ বিভিন্ন্ শ্রেণী পেশার মানুষ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। শেষে নবনির্বাচিত মেয়র মাহমুদ আলম লিটন পৌরসভা চত্বরে একটি নারিকেল গাছের চারা রোপন করেন।

    পৌরসভা সুত্রে জানাগেছে, নবনির্বাচিত পৌর মেয়র কাউন্সিলরগণ দায়িত্ব গ্রহনের সময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীর বেতন-ভাতাসহ বিভিন্ন্ খাতে বকেয়া ও ঋন রয়েছে, তিন কোটি ৮৪ লাখ ৭৬ হাজার ৪০৭ টাকা। এর মধ্যে পৌরসভার নিয়মিত কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ২০২০ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ৬ মাসের বকেয়া, ৭৩ লাখ ৬ হাজার ১৪৪ টাকা, বিদায়ী পরিষদের মেয়র-কাউন্সিলরদের সম্মানীভাতা নভেম্বর-ডিসেম্বর দুই মাসে বাকি তিন লাখ ২০ হাজার টাকা, ভবিষ্যৎ তহবিল ১৪ লাখ ৫৯ হাজার ৪২০ টাকা, আনুতোষিক তহবিল ১১ লাখ ৯৬ হাজার ৬৮৫ টাকা, অনিয়মিত কর্মচারীদের মজুরি বাকি দুই লাখ ৪৭ হাজার টাকা, অবসর ভাতা বাকি ১৫ লাখ ৭৫ হাজার ১১০ টাকা, বকেয়া আনুতোষিক তহবিল বাকি দুই কোটি ২৫ লাখ ৩৯ হাজার ৬১৮ টাকা। পূর্বের বকেয়া ২০ লাখ ১২ হাজার ৪৩০ টাকা ও এডিবি তহবিল থেকে ঋণ ১৮ লাখ টাকা। মোট বকেয়া ও ঋণ তিন কোটি ৮৪ লাখ ৭৬ হাজার ৪০৭ টাকা।

  • সিরাজগঞ্জে ক্ষতিপুরণের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান-ভোরের কণ্ঠ। 

    সিরাজগঞ্জে ক্ষতিপুরণের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান-ভোরের কণ্ঠ। 

    সিরাজগঞ্জের ফোরলেন রাস্তার দুই পাসের ব্যবসায়ী ও বসবাসকারী ক্ষতিগ্রস্তদের ক্ষতিপুরণের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে ভূক্তভুগীরা।

    রবিবার (৩১ জানুয়ারী) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মালশাপাড়া কাটাওবদা থেকে সিলন্দা সৈয়দ স্পিনিং মিল পর্যন্ত ফোরলেনের রাস্তার দুই পাসের ব্যবসায়ী ও বসবাসকারী ক্ষতিগ্রস্তদের ক্ষতিপুরণের মাধ্যমে পুণর্বাসন করার দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

    মানববন্ধনে ভূক্তভুগিরা বলেন, অনতিবিলম্বে ক্ষতিগ্রস্থদের ক্ষতিপুরণের মাধ্যমে পুনর্বাসন করতে হবে। সরকারি কাজে গাফলতি এবং দুর্নীতি থাকলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। অতিদ্রুত প্রকল্পের কাজ শেষ করে সরকারের অর্থ ও সুনাম রক্ষা করতে হবে।

    মালশাপাড়া কাটাওবদা থেকে সিলন্দা সৈয়দ স্পিনিং মিল পর্যন্ত ফোরলেনের রাস্তার দুই পাসের ব্যবসায়ী ও বসবাসকারীগণ দীর্ঘ প্রায় তিন বছর যাবত মানবেতর জীবন যাপন করছি। প্রায় তিন বছর ধরে একজন ঠিকাদার কিভাবে কাজ শেষ না করে সরকারের ভাবমুর্তি ক্ষুন্নকরে জনগণের মধ্যে ভিন্নমত তৈরি করার সুযোগ করে দেয়। তাই আমরা ফোরলেনের রাস্তার দুই পাসের ব্যবসায়ী ও বসবাসকারীগ ক্ষতিগ্রস্তদের ক্ষতিপুরণের টাকা পরিশোধ ও রাস্তার কাজ অতিদ্রুত শেষ করার দাবী জানায়।

    পরে জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ, সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: আশরাফুল ইসলাম প্রামানিক এর নিকট স্মারকলিপি প্রদান করেছে ভূক্তভূগিরা।

    এসময় উপস্থিত ছিলেন, ফজলে রাব্বী খসরু, মো: ইব্রাহীম আলী সেখ, মো: তৌহিদুর ইসলাম দোলন, ডা: মো: মনিরুল ইসলাম মুকুল, মো: মোস্তফা কামাল, মো: জাকারিয়া সেখ, মো: মাছুম, মো: শরিফ, বকুল, মো: জাফর সেখ, মো: স্বপন সেখ, মো: জাহাঙ্গীর আলম প্রমূখ।

  • উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় এক রাজমিস্ত্রীর মৃত্যু-ভোরের কণ্ঠ। ।

    উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় এক রাজমিস্ত্রীর মৃত্যু-ভোরের কণ্ঠ। ।

    উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জামতৈল-উল্লাপাড়া আঞ্চলিক সড়কে অটোভ্যান ও অটোচালিত মিক্সার মেশিনের সংঘর্ষে এক রাজমিস্ত্রির মৃত্য হয়েছে।এই সড়ক দুর্ঘটাটি ঘটেছে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের সলপ রেলষ্টেশনের দক্ষিণ পাশে পূর্ব পাড়া ভদ্রকোল গ্রামের পাপলা মোড় এলাকায়।

    জানা যায় ৩১ জানুয়ারি রোববার সকাল সাড়ে ৭ টার সময় উল্লাপাড়া থেকে বেতুয়াগ্রামের কয়েক জন রাজমিস্ত্রী তাদের অটো চালিত মিক্সচার মেশিন নিয়ে কাজের উদ্দেশ্যে কড্ডার মোড়ে যাচ্ছিলো। এ সময় সলপ রেলস্টেশন থেকে যাত্রীবাহী অটোভ্যান উল্লাপাড়ার দিকে যাওয়ার পথে ঘটনাস্থলে পৌছালে সংঘর্ষের ঘটনা ঘটে।

    এতে ৫ জন আহত হয়।স্থানীয়রা আহতদের উদ্ধার করে ৪ জনকে স্থানীয় ডাক্তার দ্বারা চিকিৎসা করান আশঙ্কাজনক অবস্থায় এক জনকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেয়ার পথে গুরুত্বর আহত ওই রাজমিস্ত্রী মারা জান। নিহত ওই রাজমিস্ত্রীর নাম পরিচয় পাওয়া যায় নাই।

  • নালিতাবাড়ী পৌরসভায় দ্বিতীয় বারের মতো মেয়র হলেন আবু বক্কর সিদ্দিক-ভোরের কণ্ঠ। 

    নালিতাবাড়ী পৌরসভায় দ্বিতীয় বারের মতো মেয়র হলেন আবু বক্কর সিদ্দিক-ভোরের কণ্ঠ। 

    শেরপুরের নালিতাবাড়ী পৌরসভায় দ্বিতীয় বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীত আবু বক্কর সিদ্দিক। তারকাছে পরাজিত হয়েছেন বিএনপির মনোনীত সাবেক মেয়র আনোয়ার হোসেন ।

    শনিবার রাত ৭ টায় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার বিল্লাল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

    তিনি জানান, ১২ হাজার ৯৫৬ ভোট পেয়ে মেয়র পদে জয় পেয়েছেন আওয়ামী লীগের মনোনীত আবু বক্কর সিদ্দিক ।

    এছাড়া বিএনপির মনোনীত (ধানের শীষ) আনোয়ার হোসেন ভোট পেয়েছেন ২ হাজার ৪১১ ভোট।

    নির্বাচনে মেয়র পদে দুই জন প্রার্থী ছাড়াও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১১ ও সাধারণ কাউন্সিলর পদে ৩৪ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

    সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট চলে একটানা বিকাল ৪টা পর্যন্ত। এই পৌরসভাতে ব্যালট পেপারের মাধ্যমে ভোট নেয়া হয়।

  • সাভারে পূর্ব শত্রুতার জেড়ে পোল্ট্রি মুরগির খামারে আগুন-ভোরের কণ্ঠ।

    সাভারে পূর্ব শত্রুতার জেড়ে পোল্ট্রি মুরগির খামারে আগুন-ভোরের কণ্ঠ।

    ঢাকার সাভারে পূর্ব শত্রুতার জেরে আগুন দিয়ে একটি পোল্ট্রি মুরগির খামার পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

    শনিবার (৩০ জানুয়ারি) ভোর রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের ছোট কালিয়াকৈর উত্তরপাড়া এলাকার এখলাছুর রহমানের পোল্ট্রি ফার্মে এ আগুন দেয়ার ঘটনা ঘটে।
    পোল্ট্রি ফার্মের মালিক এখলাছুর রহমান বলেন, পূর্ব শত্রুতার জের ধরে ভোর রাতে মশাল দিয়ে তার টিনসেড ফার্মে দুর্বৃত্তরা আগুন দেয়। এসময় ফার্মে থাকা প্রায় ১৫’শ মুরগি পুড়ে যায়। যার আনুমানিক মূল্য ১০ লক্ষ টাকা। ফার্মের ব্যবসার লাভের টাকা দিয়ে তিনি ছেলে মেয়েদের লেখাপড়া ও সংসার খরচ চালাতেন। দুর্বৃত্তরা তাকে নিঃশ্ব করেছেন বলেও জানান তিনি। এ বিষয়ে সাভার মডেল থানায় একটি অভিযোগ দাখিল করেন।
    ফার্মে আগুন দেওয়ার খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সকালে ফার্মটির পুড়ে যাওয়া মুরগি দেখার জন্য ভিড় করেন এলাকাবাসী। ফার্মটির পাশে অনেক গাছ পালাও আগুনে পুড়ে যায়।

    এবিষয়ে সাভারের বিরুলিয়া ইউনিয়ন পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) অপূর্ব দত্ত বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

  • ফুলবাড়ীতে বিদায়ী পৌরসভার মেয়রের সংবাদ সম্মেলন-ভোরের কণ্ঠ।

    ফুলবাড়ীতে বিদায়ী পৌরসভার মেয়রের সংবাদ সম্মেলন-ভোরের কণ্ঠ।

    দিনাজপুরের ফুলবাড়ীতে সাবেক পৌর মেয়র মুরতুজা সরকার মানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে তার সময়ের উন্নয়নের ফিরিস্থি তুলে ধরেন। শনিবার সকাল ১১টায় পৌরসভা হল রুমে স্থানীয় সাংবাদিকদের নিয়ে বিগত ১০ বছরের উন্নয়নমূল কাজসহ বিভিন্ন চিত্র সাংবাদিকদের সামনে তুলে ধরে এই সংবাদ সম্মেলন করেন বিদায়ী মেয়র মুরতুজা সরকার মানিক।

    সংবাদ সম্মেলনে, বিদায়ী মেয়র মুরতুজা সরকার মানিক বিগত ১০বছরে রাস্তাঘাট,ড্রেন,কালভার্টসহ পৌর শহর উন্নয়নে তার নেয়া বিভিন্ন পরিকল্পনার বাস্তবায়নের ফিরিস্থি তুলে ধরে বলেন,তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রথমবার ২০১১ সালে ১কোটি ২২লক্ষ ৮৫হাজার ৬শত ৩৬ টাকা বকেয়া নিয়ে পৌর পরিষদের দ্বায়িত্বভার গ্রহণ করেন।

    ২য়বার দ্বায়িত্ব নেবার পর ২০১৫ সালে পৌরসভার আয় বৃদ্ধি করে “খ” শ্রেণী থেকে পৌরসভাকে “ক” শ্রেণীতে উন্নীত করেন। তিনি বিগত ১০বছরে তার দেয়া সেবা ও উন্নয়নের তথ্যসহ কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন কর্মকান্ডের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করেন বলেও তার লিখিত বক্তব্যে উল্লেখ করেন । তিনি বলেন ২০১১ সালে প্রথমবার নির্বাচিত হওয়ার পরে  গত ১০ বছরে ৩৪কোটি ৪৩লক্ষ্র ৯৩হাজার টাকার উন্নয়ন কাজ করেছেন। বর্তমানে ৩ কোটি ৮৪ লক্ষ ৭৬ হাজার ৪ শত ৭ টাকা বকেয়া রেখে দায়িত্ব হস্তান্তর করছেন। অনেক পৌরসভায় কর্মকর্তা কর্মচারীদের ১৩ মাস থেকে ৫৬ মাস পর্যন্ত বেতন বকেয়া রয়েছে।

    সেই তুলোনায় এই পৌরসভায় মাত্র ৬মাসের বেতন বকেয়া রয়েছে। যা অন্য পৌরসভার চেয়ে কম। পৌরসভার আয়ের উপর কর্মকর্তা কর্মচারীদের বেতন প্রদান করা হয়।এ বিষয়ে সরকার কোন ধরনের সহযোগিতা করেন না।

    তিনি আরো বলেন,পৌর এলাকার সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের কাছ থেকে একনো পর্যন্ত ৭৫লক্ষ্য তিন হাজার নয়শত টাকা পাওনা,ব্যাবসায়ীদের কাছে ট্রেড লাইসেন্স বাবদ ৬লক্ষ ৬৫হাজার ত্রিশ টাকা পাওনা,আবাসিক ও বানিজ্যিক হোল্ডিং টেক্স এক কোটি ৪৯ লক্ষ ৬২ হাজার নিরানব্বই টাকা পাওনা রয়েছে। যার সর্বমোট  ২কোটি ৩১লক্ষ ৩১হাজার একশত টাকা বকেয়া।

    সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সাথে সাথে তার ১০বছরের দ্বায়িত্বের ইতি টানছেন বলেও জানান তিনি।

    এদিকে পৌর এলাকার সাপ্লাই পানির বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মেয়র মুরতুজা সরকার মানিক বলেন,সড়ক ও জনপদ বিভাগ রাস্তার খনন কাজ করতে গিয়ে ভূ-গর্ভের নিচের পানির লাইনের অনেক জায়গায় পাইপ ফেটে নষ্ট হয়ে যাওয়ায়, পানি সাপ্লাই চালু করা সম্ভব হয়নি।

    নতুন বরাদ্দ আসলে পানির লাইনের কাজ সচল হবে,সে ব্যবস্থা করা হয়েছে। অপরদিকে হাট বাজারের বকেয়া ১৩ লক্ষ্য টাকার ট্রাক্সের টাকা পরিশোধ হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন হাট বাজারের বকেয়া টাকা আদায়ের যে বিষয়টি রয়েছে তা অডিট অপত্তি রয়েছে। পরবর্তিতে তা নিষ্পত্তি হবে বলে বিষয়টি এড়িয়ে যান।

  • নুর বাহাদুর তালুকদারের জীবন নিয়ে রচিত স্মারক গ্রন্থের মোড়ক উম্মোচন-ভোরের কণ্ঠ।

    নুর বাহাদুর তালুকদারের জীবন নিয়ে রচিত স্মারক গ্রন্থের মোড়ক উম্মোচন-ভোরের কণ্ঠ।

    সমুদ্র তীরঘেঁষা কলাপাড়ার সর্ব-শ্রদ্ধাভাজন ব্যক্তি সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজের সাবেক উপাধ্যক্ষ নুর বাহাদুর তালুকদা’র জীবন ও কর্ম নিয়ে রচিত ‘কলাপাড়ার কিংবদন্তি নুর বাহাদুর তালুকদার’-স্মারক গ্রন্থের মোড়ক উম্মোচন ও নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার বেলা ১১টায় এমবি কলেজ চত্বরে নুর বাহাদুর তালুকদার ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত মোড়ক উম্মোচন অনুষ্ঠানে স্থানীয় সুশীল সমাজ প্রতিনিধি-রাজনৈতিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ এবং সমাজের বিভিন্ন শ্রেনীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    প্রাক্তন ছাত্র অথ্যাপক গাজী মিজান ও অধ্যাপক মাছুম বিল্লাহ’র সঞ্চালনায় মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজের উপাধ্যক্ষ মো: শহিদুল আলমের সভাপতিত্বে নুর বাহাদুর এর কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও কলাপাড়া উপজেলা বিএনপি’র সভাপতি এ,বি,এম মোশাররফ হোসেন, প্রবীন আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ, আওয়ামী লীগ নেতা মো: ফজলুল হক শানু সিকদার, সুশীল সমাজ প্রতিনিধি কমরেড নাসির তালুকদার, আ: ছত্তার বিশ্বাস, কলাপাড়া উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন-সাধারন সম্পাদক গাজী মো: ফারুক, মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ প্রভাষক জুলিয়া নাসরীন, ওবায়দুল হক শানু, অধ্যাপক শাহআলম, অধ্যাপক শহিদুল ইসলাম সোহেল, সাংবাদিক নেছারউদ্দিন আহমেদ টিপু, খেপুপাড়া প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুরাইয়া নাসরীন, কলাপাড়া উপজেলা যুবদলের সভাপতি গাজী মো: আক্কাস, প্রয়াত উপাধ্যক্ষ নুর বাহাদুরএর পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন মেজর তানজিল নুর ও তারেক আমান সুমন, প্রাক্তন ছাত্র জাকির হোসেন, শোয়েবুর রহমান, মেহেদী হাসান রুম্মান, রাজিব, শিশু রুবিনা প্রমুখ।

    এসময় বক্তারা মরহুমের কর্মময় জীবনের আদর্শ ও স্মরনীয় দিকগুলো তুলে ধরে বিস্তর আলোচনা করেন। এ নাগরিক শোকসভায় স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের প্রতিনিধিগন বক্তব্য রাখেন।

    এসময় প্রিয় শিক্ষকের ছাত্র-ছাত্রী ও বিভিন্ন এলাকার জনপ্রতিনিধি, ব্যবসায়ীসহ সর্বস্তরের শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

    সবশেষে মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়-মিলাদ পরিচালনা করেন খেপুপাড়া নেছার উদ্দিন সিনিয়র মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল নাসির উদ্দিন

  • ফুলবাড়ীতে অনার্স পড়ুয়া এক কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার-ভোরের কণ্ঠ। 

    ফুলবাড়ীতে অনার্স পড়ুয়া এক কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার-ভোরের কণ্ঠ। 

    দিনাজপুরের ফুলবাড়ীতে ঋতু মল্লিক(২৩) নামে অনার্স পড়–য়া এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

    ৩০জানুয়ারী শনিবার সকালে পৌর শহরের চম্পা রাইস মিল এলাকা থেকে এই লাশ উদ্ধার করে পুলিশ।
    ঋতু মল্লিক নীলফামারী জেলার ডোমার থানাধীন খাটুরিয়া এলাকার করুনা মল্লিকের মেয়ে ও ফুলবাড়ী উপজেলার শহীদ স্মৃতি আদর্শ মহাবিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী।
    জানা গেছে, ঋতু মল্লিক মামা বাড়িতে থেকে লেখাপড়া করে আসছিল। গত শুক্রবার তার মামা-মামি অন্যত্র বেড়াতে গেলে বাড়িতে শুধু তার নানি থেকে যায়। ওইদিনই রাতে ঋতু মল্লিক তার ঘরে শুয়ে পড়েন। পরেরদিন শনিবার সকালে তার নানী তাকে ডাকতে গেলে, দরজা না খোলায় পাশের বাড়ির লোকজনসহ দরজা ভেঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল হাসপাতালে পাঠায়। পরিবার লোকের ধারনা গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করেছে।
    ফুলবাড়ী থানার ওসি ফখরুল ইসলাম,ঘটনা নিশ্চিত করে বলেন ঋতু মল্লিক নামের অনার্স পড়–য়া ছাত্রীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।