Author: admin

  • ফুলবাড়ীতে নবনির্বাচিত মেয়রকে রংধনু পরিবারের সংবর্ধনা-ভোরের কণ্ঠ। 

    ফুলবাড়ীতে নবনির্বাচিত মেয়রকে রংধনু পরিবারের সংবর্ধনা-ভোরের কণ্ঠ। 

    দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার সদ্য যোগদানকৃত নব নির্বাচিত মেয়র আলহাজ মাহমুদ অলম লিটনকে সাংস্কৃতিক অঙ্গন রংধনু পরিবারের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা ও সন্মাননা ক্রেষ্ট দিয়ে সংবর্ধনা জানিয়েছেন রংধনু পরিবার।

    মঙ্গলবার সাকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী পৌরসভার মেয়রের অফিস কার্যালয়ে এই সংবর্ধনা প্রদান করেন রংধনু পরিবার। এই সন্মাননা পেয়ে মেয়র জানান আমি সাংস্কৃতিকে পূর্বে থেকে ভালোবাসতাম এখনো মনে লালন করি। রাজনৈতিক ব্যস্ততার কারনে ওই ভাবে সময় দিতে পারি না।সাংস্কৃতিক মনের আবেগ জড়তা দূর করে। আমি চেষ্টা করবো এই সংগঠনকে শক্তিশালী করার জন্য।

    এসময় উপস্থিত ছিলেন সাংস্কৃতিক অঙ্গন রংধনু’র সভাপতি নাজমুল হাসান রতন,সহসভাপতি মোজাম্মেল হক মজু,সাধারণ সম্পাদক সোহাগ,সাংগঠনিক সম্পাদক রুবেল,দপ্তর সম্পাদক আশিক,প্রচার সম্পাদক মিলন,সংঘঠনের অন্যতম সদস্য রেনু শারমিন,রুপণসহ সংগঠনের অন্যান্য সদস্য বৃন্দ।

  • শেরপুরের ঝিনাইগাতীতে ট্রলি গাড়ির চাকায় পিষ্ট হয়ে ১ শিশুর মৃত্যুে-ভোরের কণ্ঠ।

    শেরপুরের ঝিনাইগাতীতে ট্রলি গাড়ির চাকায় পিষ্ট হয়ে ১ শিশুর মৃত্যুে-ভোরের কণ্ঠ।

    শেরপুরের ঝিনাইগাতীতে ট্রলি গাড়ির চাকায় পিষ্ট হয়ে  আব্দুল মমিন নামের ১ শিশুর মৃত্যুে হয়েছে। ঘটনাটি ঘটেছে ২ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল পৌনে এগারোটার দিকে। নিহত শিশু আব্দুল মমিন উপজেলার দড়িকালীনগর গ্রামের সাইদুল ইসলামের ছেলে।

    প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল পৌনে এগারো ঘটিকার দিকে উপজেলার দড়ি কালিনগর মোড়ে শিশু মমিন রাস্তা পাড়াপাড়ের সময় একই গ্রামের সৈয়দ জামালের ছেলে ঘাতক ট্রলি চালক মান্নান ওই শিশুটির উপর দিয়ে ট্রলি চালিয়ে দেয়।

    শিশু মমিন ট্রলির চাকায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মারাত্মকভাবে আহত হয়। আশপাশের লোকজন আহত মমিনকে উদ্ধার করে দ্রুত ঝিনাইগাতী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকগণ শিশুটিকে মৃত ঘোষণা করেন। শিশু মমিন তার পিতা মাতার একমাত্র সন্তান। ঘাতক ট্রলি চালক মান্নান ও নিহত মমিন পরস্পর আত্মীয়।

    এসআই সাইদুল ঘটনাস্থল পরিদর্শন এবং ঘাতক ট্রলীটি আটকের তৎপরতা চালাচ্ছেন। ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফয়জুর রহমানের সাথে যোগাযোগ করা হলে এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাওয়া না গেলেও পুলিশ ঘাতক ট্রলিটিকে আটকের চেষ্টা করছে। লিখিত অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সাভারে অসহায় দুস্থ্যদের মাঝে কম্বল বিতরণ করলেন আনু-ভোরের কণ্ঠ।

    সাভারে অসহায় দুস্থ্যদের মাঝে কম্বল বিতরণ করলেন আনু-ভোরের কণ্ঠ।

    আজ সোমবার ( ১ লা ফেব্রুয়ারি ) সকালে সাভার ইউনিয়ন ৩ নং ওয়ার্ড চাপাইন এলাকায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

    সাভার সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রার্থী মোঃ আনোয়ার হোসেন আনু নিজেস্ব অর্থায়নে শতাধিক অসহায় দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করেন। কনকনে শীতের তীব্রতায় গরীব অসহায় মানুষের কথা চিন্তা করে তিন এই শীতবস্ত্র বিতরণের  ব্যবস্থা করেছেন।

    বিতরণের সময় আনোয়ার হোসেন আনু বলেন, মহান আল্লাহর ইচ্ছায় সব-সময় অসহায় দরিদ্র লোকদের যথা সাধ্য অনুযায়ী যতটুকু পেরেছি করেছি। ইনশাআল্লাহ সকল কাজে এভাবেই সারা জীবন চেষ্টা করে যাবো। এ সময় তিনি শীতবস্ত্র নিতে আসা মানুষের কাছে দোয়া চাইলেন।

    বিতরণের সময় এলাকার মুরব্বি ওসমান মাদবর, মোঃ আনোয়ারী সহ চাপাইনের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • শেরপুরের নকলা চন্দ্রকোনা  বাজারে অগ্নিকাণ্ডে  ৪ ব্যবসা প্রতিষ্ঠান  পুড়ে ছাই-ভোরের কণ্ঠ।

    শেরপুরের নকলা চন্দ্রকোনা  বাজারে অগ্নিকাণ্ডে  ৪ ব্যবসা প্রতিষ্ঠান  পুড়ে ছাই-ভোরের কণ্ঠ।

    শেরপুরে নকলার চন্দ্রকোনা বাজারে অগ্নিকাণ্ডে ৪টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে।প্রায় ৭০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। আজ (১লা ফেব্রুয়ারী) সোমবার অনুমান ২টার সময় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পুড়ে যাওয়া দোকানগুলো হলো আনোয়ার কবীরের প্লাষ্টিকের শো-রুম, শামীম ফরাজীর মুদির দোকান ও গোউডান, সামিদুলের মনোহারী দোকান, মনিলালের মুদির দোকান ও গোডাউন।

    বাজারের ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুরের দিকে আনোয়ারের প্লাষ্টিকের দোকান থেকে আগুনের শিখা বের হয়। তবে আগুনের সূত্রপাতের কারন জানাযায়নি। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে ৪টি দোকান পুড়ে যায়। খবর শেরপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

    খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান ঘটনাস্থলে ছুটে যান এবং ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগত ২৩ হাজার টাকা আর্থিক সহায়তা করেন। এসময় সহকারি কমিশনার (ভূমি) কাওছার আহম্মেদ, নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, ইউপি চেয়ারম্যান সাজু সাঈদ সিদ্দিকী উপস্থিত ছিলেন

  • কামারখন্দে বাল্যবিয়ে দেওয়ায় কনের বাবার কারাদন্ড-ভোরের কণ্ঠ।

    কামারখন্দে বাল্যবিয়ে দেওয়ায় কনের বাবার কারাদন্ড-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশ অমান্য করে বাল্যবিয়ে দেওয়ায় কনের বাবাকে ১০দিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুরে কনের বাবা উপজেলার নান্দিনা কামালিয়া গ্রামের সেরাজ ভুঁইয়ার ছেলে আবু ছাইদকে (৪২) ১০দিনের কারাদন্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মেরিনা সুলতানা।

    তিনি জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় নান্দিনা কামালিয়া গ্রামের আবু ছাইদের মেয়ে ও নান্দিনা কামালিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী সাদিয়ার (১৪) বাল্যবিয়ে হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ওই গ্রামে গ্রাম পুলিশ পাঠিয়ে বাল্যবিয়ে বন্ধ করে দেয়া হয় এবং বিয়ে যাতে না হয় সেই লক্ষে ওই বাড়ীতে সারা রাত ও শুক্রবার সারাদিন গ্রাম পুলিশ মোতায়েন করা হয়।

    কিন্তু তারা প্রশাসনের নির্দেশ অমান্য করে সিরাজগঞ্জ সদর উপজেলায় গিয়ে গোপনে বাল্য বিয়ে সম্পন্ন করে সাদিয়ার পরিবার। সোমবার বাল্যবিয়ের বিষয়টি নিশ্চিত হওয়ার পর বাল্যবিয়ে দেওয়ায় কনের বাবাকে ১০দিনের কারাদন্ড দেয়া হয়।

  • সিরাজগঞ্জের চৌহালীতে অধিগ্রহণকৃত জমি পরিদর্শনে যুগ্নসচিব সচিব-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জের চৌহালীতে অধিগ্রহণকৃত জমি পরিদর্শনে যুগ্নসচিব সচিব-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জের চৌহালীতে অধিগ্রহণকৃত জমির মালিকদের সাথে দ্রুত সমাধান করে চৌহালীতে উপজেলা নির্মাণ করা হবে ৷এরই ধারাবাহিকতায় ভূমি অধিগ্রহণের জটিলতা ও সময়ক্ষেপণ নিরসনকল্পে এবং দালাল শ্রেণির দৌরাত্ম্য, মালিকগণের হয়রানি কমাতে জেলা প্রশাসক ও সিরাজগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট ড.ফারুক আহমদ একাধিক কার্যক্রম গ্রহণ করেছেন।

    এসব কার্যক্রমের মধ্যে রয়েছে- ক্ষতিপূরণের ও অবশিষ্ট টাকা মালিকদের বাড়িতে পৌঁছে দেয়া, ভূমি অধিগ্রহণ কার্যক্রমের ডিজিটালাইজেশন, অনলাইন সেবা কার্যক্রম, স্পটেই অধিগ্রহণ সংক্রান্ত দ্রুত সময়ে শেষ করে উপজেলা কাঠামো তৈরি করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার ,পল্লী উন্নয়ন ও সমবায় মন্রাণালয়ের যুগ্নসচিব ।

    এই কার্যক্রমের অংশ হিসেবে সোমবার সকালে শীর্ষক প্রকল্পের আওতায় অধিগ্রহণকৃত জমির মালিকদের ৷ এসময় উপস্থিত ছিলেন,স্থানীয় সরকার ,পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের যুগ্নসচিব ড.মলয় চৌধুরী , উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন সরকার, সিরাজগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব),উপজেলা ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার প্রমুখ৷

    পরে গণমাধ্যমকর্মীদের চৌহালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফসানা ইয়াসমিন বলেন, মাননীয় সচিব মহোদয় চৌহালী উপজেলা ভূমি অধিগ্রহণ পরিদর্শক করেছেন ৷ সকল জমির মালিকদের দ্রুত সময়ে অবশিষ্ট টাকা পরিশোধ করে উপজেলা কাঠামো নির্মাণ হবে ৷

  • সিরাজগঞ্জের শাহজাদপুরে ভূয়া ডিবি পুলিশ আটক-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জের শাহজাদপুরে ভূয়া ডিবি পুলিশ আটক-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জের শাহজাদপুরে নিজেকে ডিবি পুলিশের অফিসার পরিচয় দিয়ে বিভিন্ন মটরসাইকেল ও বিভিন্ন গাড়ীর কাগজপত্র দেখার নামে অবৈধভাবে টাকা তোলার সময় শাহজাদপুর থানার পুলিশ শহিদুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তিকে আটক করে।

    জানা যায়, সোমবার সকালে শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহ্ নগর ইউনিয়নের প্রয়াত সাবেক উপ-প্রধানমন্ত্রী ডাক্তার এম.এ মতিনের বাসভবন শ্রীফলতলা সড়কে শহিদুল ইসলাম নিজেকে ডিবি পুলিশের অফিসার পরিচয় দিয়ে বিভিন্ন মটর সাইকেল ও গাড়ীর কাগজপত্র দেখতে থাকে এবং অনেক ব্যক্তির কাছ থেকে টাকা হাতিয়ে নেয়। পরে গ্রামবাসীর সন্দেহ হলে শাহজাদপুর থানা পুলিশকে খবর দেন। শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান ও ওসি (তদন্ত) কমল কুমার দেবনাথ ঘটনাস্থল থেকে তাকে আটক করে এবং ঘটনার সত্যতা খুঁজে পান।

    শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান জানান, সে নিজেকে ডিবি পুলিশের অফিসার পরিচয় দিয়ে এ ধরনের কাজ করার তাকে আটক করা হয়েছে। সে ধর জামতৈল গ্রামের মৃত মোজ্জাম্মেল হকের ছেলে।বিকেলে ধৃত ব্যক্তিকে সিরাজগঞ্জ জেলাহাজতে প্রেরণ করে।

  • সিরাজগঞ্জে জাটকা ইলিশ বিক্রির সময় মাছ ব্যবসায়ীকে জরিমানা-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জে জাটকা ইলিশ বিক্রির সময় মাছ ব্যবসায়ীকে জরিমানা-ভোরের কণ্ঠ।

    চলমান জাটকা সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে দ্বিতীয় দফায় সিরাজগঞ্জ সদরে ছোনগাছায় মোবাইল কোর্টের মাধ্যমে ৩,০০০/- জরিমানা করা হয়েছে ।

    সোমবার ১ জানুয়ারি দুপুর ১২ঃ৫০ ঘটিকায় সিরাজগঞ্জ সদরের ছোনগাছা আড়ৎ হতে ৪ কেজি জাটকাসহ এক ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীতে সিরাজগঞ্জ সদরের উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনোয়ার পারভেজ আটককৃত ব্যক্তিকে ৩,০০০/- জরিমানা করেন এবং সেইসাথে আটককৃত জাটকা সিরাজগঞ্জ শহরের মালশাপাড়া কবরস্থান এতিমখানায় বিতরণ করা হয়। আটক করা মাছ নষ্ট না করে এতিম খানা মাদ্রসার ছাত্রদের খাবারের জন্য বিতরণ করা হয়েছে।

    মোবাইল কোর্টে সার্বিক সহযোগিতায় ছিলেন, মোঃ আনোয়ার হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার, সিরাজগঞ্জ সদর। এসময় ইউএনও অফিস, মৎস্য দপ্তরের সদস্যগণ উপস্থিত ছিলেন।

  • কাজিপুরে জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতামুলক মতবিনিময় সভা-ভোরের কণ্ঠ।

    কাজিপুরে জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতামুলক মতবিনিময় সভা-ভোরের কণ্ঠ।

    “করোনা ভাইরাসে আতংকিত নয়, সচেতনতায় হবে জয়” এই শ্লোগানে সিরাজগঞ্জে কাজিপুরে মুজিব বর্ষে কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান সরকারি নীতিমালার ভিত্তিতে পুনরায় চালু করণের প্রাক-প্রস্তুতির লক্ষ্যে সুশীল সমাজ ও অভিভাবকদের সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    ১ ফেব্রুয়ারী সোমবার সকাল ১১টায় উপজেলার মেঘাই ই.ইউ.আই উচ্চবিদ্যালয়ের আয়োজনে অত্র বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামীম আরা, সভাপতিত্ত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল বাকী। এসময় আরো বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের সহকারি শিক্ষক মোঃ আব্দুল মতিন, ম্যানেজিং কমিটির সদস্য আমিনুল ইসলাম, বেল্লাল হোসেন, অভিভাবকদের পক্ষে মোঃ ইসহাক উদ্দিন, মোছাঃ মোনোয়ারা খাতুন, মোছাঃ তহুরা খাতুন, মোছাঃ তাহমিনা খাতুন প্রমুখ।

    এসময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি কামরুজ্জামান বিপ্লব, দাতা সদস্য খালেদ মোশারফ তালুকদার,  বিদ্যালয়ের অন্যন্যা শিক্ষক মণ্ডলী, অভিভাবক বৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ।

     

     

  • সিরাজগঞ্জের তাড়াশে ভয়াবহ অগ্নিকান্ড-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জের তাড়াশে ভয়াবহ অগ্নিকান্ড-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জের তাড়াশে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার দুপুর ২ টায় উপজেলার সগুনা ইউনিয়নের এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। জানা যায় নওগাঁ জেলার নিয়ামতপুর থানা হতে আগত লছিমন গাড়ীটির মালিক মিরাজ হোসেন ও ড্রাইভার আবু সাইদ অতিরিক্ত খড় বোঝাই করে যাওয়ার সময়  ধামাইচ বাজারে বৈদ্যুতিক তারের সাথে লেগে গেলে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। প্রথমে খড় বোঝাই গাড়ীটি বিদ্যুতের ড্রপ তারের সাথে আটকে যায়। পরে ড্রপ তার কেটে গেলে মেইন তার দুই ফেস একসাথে হয় ফলে আগুন জ্বলে ওঠে ৷ আগুন ছিটকে খড় বোঝাই গাড়ীর উপর পরলে  এ দূর্ঘটনাটি ঘটে৷ পরে  স্থানীয়রা তাড়াশ ও গুরুদাসপুর ফায়ার সার্ভিসকে জানালে গুরুদাসপুর ও তাড়াশ থানা ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনে৷

    চালক আবু সাইদ ঘটনাস্থলে আহত হলে তাকে গুরুদাসপুর হাসপাতালে পাঠানো হয়েছে। তার শরীরের বিভিন্ন অংশসহ লছিমন গাড়ীটি সম্পূর্ণ পুড়ে গেছে৷

    তাড়াশ থানা ফায়ার সার্ভিসের সাব অফিসার এস এস রেজাউল করিম বলেন, সংবাদ পেয়ে আমরা সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রন করতে পেরেছি। খড় বোঝাই গাড়িটি পুড়ে গেছে এবং চালক আবু সাইদ ঘটনাস্থলে আহত হওয়ায় তাকে গুরুদাসপুর হাসপাতালে পাঠানো হয়েছে।