Author: admin

  • অবৈধ স্থাপনা উচ্ছেদের জের, ভূমি কর্মকর্তার অফিস কক্ষে হামলা-ভোরের কণ্ঠ।

    অবৈধ স্থাপনা উচ্ছেদের জের, ভূমি কর্মকর্তার অফিস কক্ষে হামলা-ভোরের কণ্ঠ।

    দিনাজপুরের ফুলবাড়ীতে হাট চান্দিনায় অবৈধভাবে নির্মিত দোকান উচ্ছেদ করাকে কেন্দ্র করে ভূমি কর্মকর্তার অফিস কক্ষে হামলা ও ভাংচুর করে অফিস সহায়কসহ হাটের টোল আদায়কারীকে মারপিট। বৃহস্পতিবার বিকেলে উপজেলার মাদিলা বাজারে বেতদিঘী ইউনিয়ন ভূমি অফিসে এই হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে।

    এঘটনায় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো.আব্দুস সাদেক বাদী হয়ে ওই অবৈধ দখলদারদের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় একটি মমলা দায়ের করেছেন। একই সাথে হাট ইজারাদার আমিনুল ইসলাম একটি অভিযোগ দায়ের করেন।

    মামলার এজাহার সুত্রে জানা গেছে,উপজেলার বেতদিঘি ইউনিয়নের মাদিলা হাট বাজার এলাকায়,হাট চান্দিনার জমিতে স্থানীয় কতিপয় ব্যাবসায়ীরা অবৈধভাবে পাকা দোকান ঘর নির্মানের কাজ করছিলো।

    বিষয়টি বেতদিঘি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো.আব্দুস সাদেক জানতে পেরে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার রিয়াজ উদ্দিন ও সহকারী কমিশনার (ভুমি) কানিজ আফরোজকে অবহিত করলে,উপজেলা নির্বাহী অফিসার রিয়াজ উদ্দিন ওই অবৈধ্য দখলদারদেকে লিখিত ও মৌখিকভাবে স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ প্রদান করেন।

    নির্দেশ অমান্য করে অবৈধ দখলদারা দোকান নির্মানের কাজ চালিয়ে যেতে থাকলে,গত ০৪ ফেব্রয়ারী বিকেলে উপজেলা নির্বাহী অফিসার রিয়াজ উদ্দিন ও সহকারী কমিশনার (ভুমি) কানিজ আফরোজ ঘটনা স্থলে গিয়ে নির্মানাধিন স্থাপনা ভেঙ্গে দিয়ে চলে আসলে, পরে অবৈধভাবে নির্মিত দোকান উচ্ছেদ করাকে কেন্দ্র করে অবৈধ দখলদাররা বেতদিঘি ভূমি কর্মকর্তার অফিস কক্ষে ঢুকে হামলা ও অফিসের আলমারী ভাংচুর করে কাগজ পত্র তছনছ করেন এবং অফিস সহায়ক আমজাদ হোসেনসহ হাটের টোল আদায়কারী বেলাল হোসেনকে মারপিট করেন।

    এঘটনায় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো.আব্দুস সাদেক বাদী হয়ে বৃহস্পতিবার রাতেই ওই হামলাকারী অবৈধ দখলদারদের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় একটি মমলা দায়ের করেন। একইসাথে হাট ইজারাদার আমিনুল ইসলামও একটি অভিযোগ দায়ের করেন।মামলার বাদি ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা আব্দুস সাদেক বলেন, হামলাকারীরা ভূমি অফিসের সরকারী ফাইলপত্রসহ অফিসে থাকা খাজনা আদায়ের নগদ টাকাও ছিন্তাই করে নিয়ে গেছে।উপজেলা নির্বাহী অফিসার রিয়াজ উদ্দিন বলেন, হাট চান্দিনায় কিছু লোকজন অবৈধভাবে পাকাঘর স্থাপনা তৈরীর কাজ করছে এমন খবর পেয়ে তাদেরকে কয়েকবার স্থাাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দিলেও তারা নির্দেশ অমান্য করে স্থাপনা তৈরী কাজ করেন। হাট চান্দিনার ঢিপিতে সরকারী লিজ ছাড়াই স্থায়ীভাবে কোনো নির্মান কাজ করা সম্পুর্ন বে আইনী।

    তাই তাদের স্থাপনা ভেঙ্গে দেয়া হয়েছে। ফুলবাড়ী থানার অফিসার্স ইনচার্জ ফখরুল ইসলাম বলেন বেআইনী জনতা দলবদ্ধ হয়ে অনধীকার ভূমি অফিসে প্রবেশ করে সরকারী কাজে বাধাঁ প্রদান, ও নগদ টাকা চুরি এবং প্রাণ নাশের হুমকি প্রদানের অপরাধে,অবৈধ দখলদারদের বিরুদ্ধে থানায় একটি মমলা দায়ের হয়েছে। একই সাথে হাট ইজারাদার একটি অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে।

  • নন্দীগ্রামের নাগর নদীতে চলছে অবৈধ ভাবে বালু উত্তোলন-ভোরের কণ্ঠ।

    নন্দীগ্রামের নাগর নদীতে চলছে অবৈধ ভাবে বালু উত্তোলন-ভোরের কণ্ঠ।

    বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৪নং ইউনিয়নের গুলিয়া কৃস্টপুর গ্রাম সংলগ্ন নাগর নদীতে চলছে অবৈধ বালু উত্তোলন ও বিক্রি।

    সরেজমিনে গিয়ে দেখা যায়, আদমদীঘি উপজেলার চাঁপাপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে মোঃ খোকন হোসের কিছু শ্রমিক দিয়ে বালু উত্তোলন করছে এবং ট্রাক দিয়ে সেসব বালু বিভিন্ন জায়গায় বিক্রি করছে। স্থানীয় লোকজন জানান, প্রতি ট্রাক বালু ১ হাজার টাকায় বিক্রি করছে এবং মাটি বিভিন্ন ইট ভাটায় বিক্রি করছে।

    এ বিষয়ে নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ শারমিন আক্তারের সাথে কথা বললে তিনি জানান, বিষয়টি নিয়ে লোক পাঠিয়ে ছিলাম, সে জানিয়েছে স্পটটি নন্দীগ্রাম থানার মধ্যে পরেনি বালু তোলার স্পটটি অন্য থানার আন্ডারে। উক্ত বিষয়ে উপজেলার ৪নং ভুমি অফিসের নায়েব মোঃ জমসেদ আলীর সাথে কথা বললে তিনি জানান, উক্ত স্পটটি অন্য থানার আন্ডারে পরেছে। শুধু নাগর নদীর বাধ নন্দীগ্রাম উপজেলার মধ্যে, নদী অন্য থানার আন্ডারে।

    তবে স্থানীয় সাবেক ইউপি সদস্য মুকুল হোসেন জানায়, উক্ত বালুর তোলার স্পট টি নন্দীগ্রাম থানার ভিতরে পরেছে যা কাগজপত্র ও নকশায় বিদ্যমান।

    আরেক স্থানীয় ব্যাক্তি ভুট্টু মিয়া জানান, আমাদের জন্ম থেকে দেখে আসছি জায়গাটি নন্দীগ্রাম সীমানার মধ্যে।

    ২টি থানার মাঝামাঝি জায়গা হওয়ায় কিছু বিশেষ ব্যাক্তির সহযোগীতায় সবার চোখে ধুলা দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন ও বিক্রি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে এই সিন্ডিকেট। বিষযটি নিয়ে সরাসরি উপজেলাপ নির্বাহী কর্মকর্তার সরেজমিনে পরিদর্শন ও হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় এলাকা বাসী।

  • সিরাজগঞ্জে ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জে ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৩ কেজি গাঁজাসহ আবুল কাশেম (২৯) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

    গ্রেপ্তারকৃত আবুল কাশেম সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার এনায়েতপুর থানার ব্রাহ্মণ গ্রামের রহম আলীর ছেলে। সে দির্ঘদিন হলো মাদক ব্যবসার সাথে জড়িত থেকে মাদক কারবারি করে আসছিলো।

    শুক্রবার জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডিবি মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান,গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার মুলিবাড়ী চেক পোস্ট এলাকায় এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৩ কেজি গাঁজাসহ আবুল কাশেমকে গ্রেফতার করা হয়েছে।

    এঘটনায় সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের হয়েছে। উদ্ধার হওয়া আলামতসহ আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

  • সিরাজগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস পালন-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস পালন-ভোরের কণ্ঠ।

    মুজিব বর্ষের অঙ্গীকার, ঘরে ঘরে গ্রন্থাগার” এ শ্লোগান ধারণ করে সারা দেশের ন্যায় সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও জেলা সরকারি গণ গ্রন্থাগারের আয়োজনে- জাতীয় গ্রন্থাগার দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে -জেলা সরকারি গণগ্রন্থাগার আলোক সজ্জাসজ্জিত করণ সহ

    শুক্রবার (৫ ফেব্রুয়ারী-২০২১) সকাল ১০ টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসন কার্যালয়ে সামনে বেলুন- ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়েছে। পরে

    জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষের অনুষ্ঠানে অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও বই উপহার দিয়ে এবং এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মোঃ মনির হোসেন। তিনি বলেন, ভালো বই হলো আমাদের পরম বন্ধু, আত্নার পরম আত্নীয়,যত বই পড়বে, তত জ্ঞানের আলো ছড়াবে, ভালো মানুষ হিসেবে গড়ে উঠবে, আমাদের সবাইকে দেশের প্রতিটি পাড়া ও মহল্লায় লাইব্রেরি গড়ে তুলতে হবে।

    অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন ও সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ জেলা সরকারি গণ গ্রন্থাগারের লাইব্রেরীয়ান সেলিনা ইসলাম।

    এসময় অনুষ্ঠানে বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ সরকারি কলেজ এর গ্রন্থাগারিক আবুল কাশেম আজাদ, সিরাজগঞ্জ জেলা ব্র্যাক সমন্বয়ক মোঃ রইস উদ্দিন, কামারখন্দ উপজেলা পল্লী উন্নয়ন পাঠাগারের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল আলম প্রমুখ।

    অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন, তাড়াশ উপজেলার হান্ডিয়াল নওগাঁর সামিরন স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি, সাহিত্যেমনা খায়রুজ্জামান মুন্নু।

    সার্বিক দায়িত্ব ও তত্বাবধানে ছিলেন এবং উপস্থিত ছিলেন , সিরাজগঞ্জ জেলা সরকারি গণ গ্রন্থাগারের জুনিয়র লাইব্রেরীয়ান মোঃ সজীব আহম্মেদ, লাইব্রেরি এ্যাসিসটেন্ট মোঃ মিজানুর রহমান, অফিস সহায়ক মোঃ রঞ্জু মিয়া, ভ্রাম্যমাণ লাইব্রেরির কর্মকর্তা আল-মামুন সহ অনেকে ।

  • নাগরপুর সদর ইউনিয়নে চেয়ারম্যানপ্রার্থী জাহিদের মোটর শোভাযাত্রা-ভোরের কণ্ঠ।

    নাগরপুর সদর ইউনিয়নে চেয়ারম্যানপ্রার্থী জাহিদের মোটর শোভাযাত্রা-ভোরের কণ্ঠ।

    আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে টাংগাইলের নাগরপুর সদর ইউনিয়ন থেকে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল ইসলাম জাহিদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে ব্যাপক ভাবে গনসংযোগ ও মোটর শোভাযাত্রা করেছেন।

    শুক্রবার সদর ইউনিয়নের মিরনগর, রঙ্গিনাবাড়ী, বাবনাপাড়া,আন্দিবাড়ি,আলোকদিয়া,পাইশানা সহ বিভিন্ন গ্রামে ও হাট বাজারে চেয়ারম্যান প্রার্থী জাহিদ ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

    নাগরপুর উপজেলার দুয়াজানি কলেজ পাড়া গ্রামের হাসমত আলী মিয়ার ছেলে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুল হাসান জাহিদ এখন নাগরপুর ইউনিয়নের সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসার মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

    উপজেলা আ,লীগের এই নেতা বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করে মানবতার মা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে টাঙ্গাইল -৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এমপির দিক-নির্দেশনায় উপজেলার নাগরপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে আস্থা ও ভালোবাসার মানুষ হয়ে উঠেছেন।

    চেয়ারম্যান প্রার্থী জাহিদুল হাসান জাহিদ রাজনীতির পাশাপাশি সাধারণ মানুষের কল্যানে কাজ করে যাচ্ছেন নিরলস ভাবে। মানব সেবায় নিজেকে নিয়োজিত করে রেখেছেন সর্বত্র।

    তিনি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছা সেবী সংগঠনের মাধ্যমে সাধারণ ও অসহায় মানুষের জন্য কাজ করে চলেছেন। তিনি দীর্ঘদিন দক্ষতা ও ন্যায়-নিষ্ঠার সাথে রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছা সেবী সংগঠনে তার দায়িত্ব যথাযত ভাবে পালন করেছেন।

    তিনি বর্তমানে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জেলা আওয়ামী যুব লীগের সাবেক কার্যকরী সদস্য। নাগরপুর উপজেলা ছাত্রলীগ সাবেক সাধারন সম্পাদক হিসেবে নিজের দায়িত্ব যথার্থই পালন করেছেন।

    চেয়ারম্যানপ্রার্থী জাহিদুল হাসান জাহিদ বলেন,আমি বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী।আমি সারা জীবন আওয়ামী লীগের রাজনীতি করে আসছি; মুক্তিযুদ্ধের চেতনাকে হৃদয়ে লালন করে থাকি। দেশরত্ন, জননেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় তরুণদের প্রতি আস্থা রেখেছেন। তারুণ্যের অহংকার সজীব ওয়াজেদ জয় হচ্ছেন, এই তারুণ্যের প্রতিনিধি ডিজিটাল বাংলাদেশ বির্নিমাণের রুপকার হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য যোগাযোগ ও প্রযুক্তিবিষয়ক অবৈতনিক উপদেষ্টা হিসেবে কাজ করে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে যাত্রা অব্যাহত রেখেছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে এমন তারুণ্য নির্ভর প্রার্থীদের মনোনয়ন নিশ্চিত করলে বাংলাদেশ আওয়ামীলীগের নির্বাচনী ইশতেহারে- ‘প্রথমে আমার গ্রাম হবে আমার শহর; প্রতিটি গ্রামে আধুনিক নগর সুবিধা সম্প্রসারণ ‘থ সেটার কার্যকর বাস্তবায়ন করা সম্ভব হবে ।

    আরেকটি অঙ্গীকার ‘থ তারুণ্যের শক্তি- বাংলাদেশের সমৃদ্ধি‘থ- এটি একমাত্র তরুণদের দ্বারা সম্ভব। আমাকে দল যদি মনোনয়ন দেয় তাহলে তারুণ্যের ভোটে আমি বিজয় অর্জন করতে পারবো ইনশাআল্লাহ।আমি মনোনয়ন পেলে নাগরপুর সদর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রুপান্তরিত করব।

  • সিরাজগঞ্জে বৈদ্যুতিক তারে জড়িয়ে এক মহিলার মৃত্যু- ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জে বৈদ্যুতিক তারে জড়িয়ে এক মহিলার মৃত্যু- ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জে সদর উপজেলার ৯ নং কালিয়াহরিপুর ইউনিয়নের অর্ন্তগত ছাতিয়ানতলীতে বালুমহলের উপরে বিদুৎ এর তারে জড়িয়ে এক মহিলার মৃত্যু হয়েছে বলে জানা যায় ।

    বৃহস্পতিবার ৪ ফেব্রুয়ারী সকালে ছাতিয়ানতলী বসবাসরত গাজী আবুল হোসেনের মেয়ে মোছাঃ সেলিনা খাতুন (৩৫) তার বড় বোন হাসিনা খাতুনের বাড়ি সদর উপজেলার বনবাড়ীয়া গ্রামে বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। পথে ছাতিয়ানতলী ৪নং ক্রসবাদের দক্ষিণের বালুমহালের উপর দিয়ে যাওয়ার পথে বালুমহালের উপরে বিদুৎ তারে জড়িয়ে মারা যায় বলে স্হানীয় সূত্রে জানা যায়।

    দূর্ঘটনায় আত্নচিকিৎকারে এলাকার লোকজন তাকে উদ্ধার করে। বালুমহালের পাশ্বেই তার বাবার বাড়ি থাকায় ঘটনাটি শুনে তার আত্নীয়- স্বজনরা ছুটে আসেন। এর পূর্বেই ঘটনাস্থল হতে সেলিনা খাতুনের ভস্মীভূত দেহ সিরাজগঞ্জের ২৫০ শর্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত্যু ঘোষণা করেন। এ ব্যাপারে , সিরাজগঞ্জ সদর থানার এসআই মাহমুদ হাসান সহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সদরহাসপাতালে মরদেহটি ময়নাতদন্ত শেষে শেলিনা খাতুনের লাশ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এবং সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

    নিহত সেলিনা খাতুন এর ভাই শহীদুুল ইসলাম জানান যে, আমার চার বোনের মধ্যে শেলিনা খাতুন তৃতীয় সয়দাবাদ ইউনিয়নের বড় সারটিয়া গ্রামের স্বামী আব্দুল মতিনের সঙ্গে বিবাহ হয়েছিল। বিগত প্রায় ১৪ বিবাহ বিচ্ছেদ ঘটে। শেলিনা খাতুনের ২ টি কন্যা সন্তান মধ্যে একটির বিবাহ হয়েছে একটি নাবালক। স্বামী বিচ্ছেদের পর হতেই আমাদের কাছে থাকতো। এবং মাঝে মধ্যে বড় বোনের বাড়ীতে বেড়াতে যেতো আজও বড় বোন হাসিনা খাতুন বাড়িতে যাওয়ার উদ্দেশ্য বাড়ি হতে বের হয়।

    যাওয়ার পথে ছাতিয়ান তলী ৪নং ক্রসবাধের দক্ষিণের বিশাল বালুর স্তুপের উপর দিয়ে বিদুৎবাহিত তাড়ে হঠাৎ জড়িয়ে পড়ে। তার আত্নচিৎকারে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে। এলাকাবাসী অনেকেরই ধারনা
    দূর থেকে বিদুৎবাহিত তার না দেখার ফলে হঠাৎ করে তার এ অপমৃত্যু হয়েছে বলে ধারনা করা হচ্ছে। শেলিনা খাতুনের একমাত্র ভাই শহিদুল ইসলাম জানান সঠিক তদন্তের সাপেক্ষে তার বোনের শেলিনা খাতুনের ন্যায় বিচারের দাবি জানান।

  • ঝিনাইগাতী বিদ্যুৎ অফিসের বিরুদ্ধে মানববন্ধন প্রসঙ্গে বিবৃতি-ভোরের কণ্ঠ।

    ঝিনাইগাতী বিদ্যুৎ অফিসের বিরুদ্ধে মানববন্ধন প্রসঙ্গে বিবৃতি-ভোরের কণ্ঠ।

    শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার বিদ্যুৎ অফিসের আবাসিক প্রকৌশলী মুহাম্মদ রুকনুজ্জামান গত বুধবার অনুষ্ঠিতব্য মানববন্ধন প্রসঙ্গে নিম্নে তাহার দেওয়া বিবৃতি উল্লেখ করা হলোঃ বিক্রয় ও বিতরণ বিভাগ বিউবো শেরপুর দপ্তরের আওতাধীন ঝিনাইগাতী বিদ্যুৎ সরবরাহের আবাসিক প্রকৌশলী ও অফিসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে জাসদ ঝিনাইগাতী উপজেলা শাখার সাধারণ সম্পাদক এ,কে,এম ছামেদুল ইসলাম কর্তৃক মানববন্ধন সম্পর্কে বিবৃতি ও ব্যাখ্যা প্রদান করে আবাসিক প্রকৌশলী রুকুনুজ্জামান বলেন, প্রথমত এ,কে,এম ছামেদুল ইসলাম এর নিকট হিসাব নং-এ/৩৫৭৪ ও গ্রাহক নং-৭১৪৫২৫৯৫ এর বিপরীতে ডিসেম্বর/২০ ইং পর্যন্ত ৩২৪৩১/- টাকা, তাহার আরো একটি হিসাব নং-এ/৫১২১ ও গ্রাহক নং৭১৪৬৬৫৭৬ এর বিপরীতে ডিসেম্বর/২০ ইং পর্যন্ত ৬৮৯৮২/- টাকা, বিদ্যুৎ বিল পাওনা রহিয়াছে।

    বকেয়া আদায়ে বার বার নোটিশ প্রদান করা হইলেও উনি নোটিশ গ্রহণ না করে বরং নোটিশ বাহক এর সাথে দূরব্যবহার করে তাড়িয়ে দেন। অবশেষে মামলা করে টাকা আদায় করার কথা বলায় এবং বৈদ্যুতিক অনৈতিক কাজের বিষয়ে তদবির না করার জন্য অনুরোধ করায় গত ২৭/০১/২১ ইং তারিখে ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট, বিউবোর উপ-পরিচালক(প্রশাসন) এবং বিউবো আদালতের পেশকারের সম্মুখে বিদ্যুৎ অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে উগ্র মেজাজে কথা বলেন এবং শাশিয়ে যান দেখে নিবেন বলে।

    আমরা তাকে বিনয়ের সাথে অনুরোধ করি গ্রাহক অভিযোগ থাকলে আমাদের কে জানান আমরা সমাধানের চেষ্টা করবো। তিনি টাকা পরিশোধ না করে বরং ক্ষিপ্ত হয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে গত ০৩/০২/২১ ইং তারিখে মানববন্ধন এর আয়োজন করেন। এতে আমাদের ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর সম্মানের ক্ষতি হয়েছে এবং সরকারি রাজস্ব আদায় কার্যক্রম ব্যহত হয়েছে। বিষয়টি জনসম্মুখে তুলে ধরা হলো। মানববন্ধনের বিষয়টি আমরা তীব্র, নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

     

  • কলাপাড়ায় আম্পানে ক্ষতিগ্রস্থ দু:স্থ পরিবারের মাঝে গৃহ নির্মান সামগ্রী বিতরন-ভোরের কণ্ঠ।

    কলাপাড়ায় আম্পানে ক্ষতিগ্রস্থ দু:স্থ পরিবারের মাঝে গৃহ নির্মান সামগ্রী বিতরন-ভোরের কণ্ঠ।

    কলাপাড়ায় ঘূর্নিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থ দুই শতাধিক পরিবারের মাঝে গৃহ নির্মান সামগ্রী বিতরন করা হয়েছে।

    বৃহস্পতিবার সকালে চাকামাইয়া ইউনিয়নের দিত্তা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ সামগ্রী বিতরন করা হয়। উন্নয়ন সংস্থা গুড নেইবারস এর সহযোগিতায় জাপান প্লাটফর্মের আর্থিক সহায়তায় বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাকামাইয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির কেরামত।

    এসময় সংস্থার প্রোগ্রাম অফিসার সমিরন বিশ্বাস, ফিল্ড ফ্যাসিলেটর নুরুল ইসলাম পলাশ ও ইনকাম জেনারেশন অফিসার পরাগ ডি রোজারিও উপস্থিত ছিলেন।

    প্রত্যেক পরিবারকে ১৪ পিচ করে ঢেউটিন বিতরন করা হয়েছে। কলাপাড়ার বিভিন্ন ইউনিয়নে মোট ১১ শ‘ পরিবারের মাঝে এ সহায়তা বিতরন করা হয়েছে। এর আগে ক্ষতিগ্রস্থ এসব পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরন করেছে সংস্থাটি।

  • কাজিপুরে নকশীকাঁথা বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ উদ্ভোধন-ভোরের কণ্ঠ।

    কাজিপুরে নকশীকাঁথা বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ উদ্ভোধন-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জের কাজিপুরে মহিলাদের কর্মদক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের লক্ষ্যে নকশীকাঁথা বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শীর্ষক উদ্বোধনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    ৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টায়  উপজেলা পরিষদের আয়োজনে পরিষদ অডিটোরিয়ামে  অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।

    আরো বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী। এসময় উপস্থিত ছিলেন ভাইস-চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহা।

    অনুষ্ঠানটির সঞ্চালনা করেন, জাইকার ইউডিএফ সামিউল হক। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের মহিলা ও শিশু উন্নয়ন কমিটির বাস্তবায়নে ৩০ জন আগ্ৰহী মহিলা এই প্রশিক্ষণে অংশ গ্ৰহণ করে এবং ১৫ দিন প্রশিক্ষণ চলবে ।  জাইকা এবং স্থানীয় সরকারের অর্থায়নে নকশী কাঁথা সেলাই প্রশিক্ষণের মাধ্যমে মহিলাদের স্বাবলম্বী করতে এই কার্যক্রম।

  • ফুলবাড়ীতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ-ভোরের কণ্ঠ।

    ফুলবাড়ীতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ-ভোরের কণ্ঠ।

    দিনাজপুরের ফুলবাড়ীতে প্রতিবন্ধি শিক্ষার্থী ও তাদের পরিবারের মাঝে শীতবস্ত্র,মাস্ক ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

    বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় “বেসিক অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়” এর উদ্যেগে বিদ্যালয়ের দাতা সদস্য মোঃ খলিলুর রহমান এর সভাপতিত্বে উপজেলার শিবনগর রাজারামপুর গঙ্গাপ্রসাদ এলাকার “বেসিক অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় চত্বরে ওই বিদ্যলিয়ের প্রতিবন্ধী শিক্ষাথর্ী পরিবার ও কিছু অস্বচ্ছল অভিভাবকের মাঝে মোট ১৫০ জনকে একটি করে কম্বল, একটি মাস্ক ও খাতা, কলম, পেন্সিল তিরণ করা হয়।

     

    বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আখতারুজ্জামান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিবনগর ইউপি চেয়ারম্যান মোঃ মামুনুর রহমান চৌধুরী (বিপ্লব)। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র সরকার,বিদ্যালয়ের দাতা সদস্য মোঃ আফজাল সহ শিক্ষক-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

    বিতরণ অনুষ্ঠান শেষে বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে দুইটি নারিকেল গাছ ও দুইটি দেশি জাতের নিম গাছের চারা রোপন করা হয়।