Author: admin

  • ৩৩৩ ও ৯৯৯ এ সেবা পাচ্ছে ১৭ কোটি মানুষ, আইসিটি প্রতিমন্ত্রী পলক-ভোরের কণ্ঠ।

    ৩৩৩ ও ৯৯৯ এ সেবা পাচ্ছে ১৭ কোটি মানুষ, আইসিটি প্রতিমন্ত্রী পলক-ভোরের কণ্ঠ।

    তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন,৩৩৩ ও ৯৯৯ জরুরী নাম্বারে কল করে সেবা পাচ্ছে ১৭ কোটি মানুষ। করোনাকালিন সময় এই নাম্বারে ফোন করে খাদ্য সহায়তা পেয়েছে মানুষ। অসহায়দের নিরবে খাদ্য পৌছে গেছে। সচ্ছতা ও জবাবদিহীতার সাথে আমরা মানবিক সহায়তা পৌছে দিয়েছি।

    করোনাকালিন সময় সিংড়ার ৭২ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। ১২ হাজার পরিবারকে শীতবস্ত্র প্রদান করা হয়েছে। ইউনিয়ন তথ্য সেবায় মানুষ ২৭০ রকম সেবা পাচ্ছে। ১৩ হাজার উদ্যোক্তা সৃষ্টি হয়েছে। কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। ঘরে বসে অনলাইনে সকল সেবা পাচ্ছে জনগন। ডিজিটাল সরকারের কারনে করোনার সময় পড়ালেখা বন্ধ নাই। অনলাইনে ক্লাস করতে পারছে। ৬৬ দিন অফিস বন্ধ থাকলেও ই -ফাইলে কার্যক্রম চলছে।

    প্রতিমন্ত্রী পলক আরো বলেন, ভ্যাকসিন কার্যক্রম দেশে শুরু হয়েছে। যারা ভ্যাকসিন গ্রহণ করেছে তারা সবাই সুস্থ আছে, কোনো রকম পার্শ্বপ্রতিক্রিয়া নাই। তাই কোনে অপপ্রচারে কান দিবেন না। জনগনের নিরাপত্তার জন্য সরকার সবসময় চিন্তা করছে। উন্নত, আধূনিক বাংলাদেশ গঠনে সরকার সচেষ্ট রয়েছে। তিনি উন্নয়নের ধারা অব্যহত রাখতে সরকারকে সবসময় সমর্থন জানানোর উদাত্ত আহবান জানান।

    প্রতিমন্ত্রী শনিবার বিকেলে সুকাশ ইউনিয়নের বোয়ালিয়া, জয়কুড়ি ও বামিহালে ১১ শ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরনকালে এসব কথা বলেন।

    এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ওহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ রাজু আহমেদ নাজিম, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন, সুকাশ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ, ইউপি সদস্য আলহাজ্ব আব্দুল জলিল, সুকাশ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক প্রভাষক হালিম মো : হাসমত, সহ সভাপতি ফরিদুল ইসলাম,
    সদস্য সুলতান আহমেদ, ভিপি মোফাজ্জল হোসেন মোফা, যুবলীগ সভাপতি প্রভাষক আলম হোসেন প্রমুখ।

    এর আগে প্রতিমন্ত্রী বেলোয়া, মাদালবাড়িয়া দুটি রাস্তার উদ্বোধন করেন।

  • শেরপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা-ভোরের কণ্ঠ।

    শেরপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা-ভোরের কণ্ঠ।

    শেরপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ ফেব্রুয়ারী শনিবার দুপুরে উৎসব কমিউনিটি সেন্টারে শেরপুর প্রেসক্লাবের সভাপতি মো. শরিফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জাতীয় সংসদের হুইপ ও প্রেসক্লাবের আজীবন সদস্য বীর মুক্তিযোদ্বা মো.আতিউর রহমান আতিক এমপি।

    শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম। এছাড়াও প্রেস ক্লাবের সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, সিনিয়র সহ-সভাপতি জি এম আজফার বাবুল, সহ-সভাপতি এস এম শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মানিক দত্ত, সিনিয়র সাংবাদিক হাকাম হীরা, দেবাশীষ সাহা রায়, তালাপতু হোসেন মন্জু, দেবাশীষ ভট্রাচার্য, মাসুদ হাসান বাদল, আবুল হাশেম, মনিরুজ্জামান মনির, ইউসুফ আলী রবিন প্রমুখ।

    পরে উপস্থিত শেরপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি ও সাধারণ সদস্যদের সর্বসম্মতিক্রমে বর্তমান সভাপতি শরিফুর রহমানকে পূণরায় সভাপতি, জি এম আজফার বাবুলকে পূণরায় সিনিয়র সহ-সভাপতি ও  মানিক দত্তকে পূণরায় সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। সেইসাথে আগামী ২৭ তারিখ সাধারণ সম্পাদক পদে ব্যালটের মাধ্যমে নির্বাচন ঘোষনা করা হয়।

    উক্ত দ্বি-বার্ষিক সম্মেলনে নির্বাচন কমিশন হিসেবে আহ্বায়কের দায়িত্ব পালন করবেন প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি শরিফুর রহমান। সাবিহা জামান শাপলা, সুব্রত কুমার ভানু, দেবাশীষ সাহা রায়, হাকাম হিরা, মাসুদ হাসান বাদল ও মানিক দত্ত নির্বাচন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

  • আল-জাজিরাটিভিতে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে কাজিপুরে বিক্ষোভ সমাবেশ-ভোরের কণ্ঠ।

    আল-জাজিরাটিভিতে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে কাজিপুরে বিক্ষোভ সমাবেশ-ভোরের কণ্ঠ।

    মধ্য প্রাচ্যের দেশ কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা টিভিতে   প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ বিরোধী স্বরযন্ত্রমূলক মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে এবং ডকুমেন্টরি মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত, সংবাদ প্রচার করেছে যা দেশের ভাবমূর্তি নষ্ট করেছে দাবী করে বিক্ষোভ মিশিল ও সমাবেশ করেছে কাজিপুর উপজেলা আ:লীগ ও তার সহযোগী সকল সংগঠন ।

    শনিবার ৬ ফেব্রুয়ারি সকাল ১১টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিশিল বের করে উপজেলা চত্বর হয়ে আলমপুর চৌরাস্তা প্রদক্ষিন শেষে আ: লীগ কার্যালয়ে সমবেত হয় পরে আলোচনা সভায় প্রধান অতিথি  ,স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি বলেন, আল-জাজিরা বিভিন্ন সময়ে ভিত্তিহীন সংবাদ প্রচারের কারনে সূন্নী মুসলিম অনেক দেশেই সম্প্রচার নিষিদ্ধ করেছে।এ প্রচার মাধ্যমে ইতিপূর্বে মহান মুক্তিযুদ্ধে নিহীত শহীদদের সংখ্যা নিয়ে মনগরা বক্তব্য দিয়েছে।

    বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য স্বাধীনতা বিরোধী জামায়াত-বিএনপি’র দালাল ও চিহ্নিত বিতর্কিত ব্যক্তির সহায়তায় মিথ্যা ডকুমেন্টটরি তৈরি ও প্রচার করে। এসময় তিনি আল-জাজিরা টিভিকে অবাঞ্চিত ঘোষণা করে কাজিপুর উপজেলার সম্প্রচার না করতে ক্যাবল অপারেটরদের নির্দেশ দেন ও নেতাকর্মীদের স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ।

    কাজিপুর উপজেলা আ’লীগের সভাপতি শওকত হোসেনের সভাপতিত্বে  ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগ সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজীর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে অংশ নেন, উপজেলা আওয়ামী লীগ যুগ্ন সাধারণ সম্পাদক কামরুজ্জামান বিপ্লব, সাংগঠনিক সম্পাদক ও নবাগত মেয়র আব্দুল হান্নান তালুকদার। উপজেলা কৃষক লীগ সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মদ বাবলু, সহ-সভাপতি আতিকুর রহমান মুকুল।

    উপজেলা যুবলীগ সভাপতি বিপ্লব সরকার, সাধারণ সম্পাদক আলী আসলাম। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদারসহ আওয়ামী সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শওকত হোসেন।

     

  • এলজিইডি’র আধুনিক পরিদর্শন বাংলো কাম প্রশিক্ষণ কেন্দ্র নির্মান কাজের উদ্ধোধন।

    এলজিইডি’র আধুনিক পরিদর্শন বাংলো কাম প্রশিক্ষণ কেন্দ্র নির্মান কাজের উদ্ধোধন।

    পর্যটন কেন্দ্র কুয়াকাটায় ৭ কোটি ৩৩ হাজার ৫’শত টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে এলজিইডি’র আধুনিক পরিদর্শন বাংলো কাম প্রশিক্ষণ কেন্দ্র। (০৬ ফেব্রুয়ারী) শনিবার সকাল ৯টায় এ ভবণের নির্মাণ কাজের আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী আব্দুর রশীদ খান। কুয়াকাটা পৌর এলাকার ৭নং ওয়ার্ডে অবস্থিত স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নিজস্ব জমিতে এ পরিদর্শন বাংলো ও প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ হচ্ছে। নির্মাণ কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান হিসেবে নিযুক্ত করা হয়েছে মেসার্স গিয়াস উদ্দিন কনস্ট্রাকশন কোম্পানীকে।

    আগামী ৩১ জানুয়ারী ২০২২ অর্থবছরে এ কাজ শেষ হবার কথা রয়েছে। ২০২০-২১ সালের ৩১ জানুয়ারী আধুনিক এ প্রশিক্ষণ কেন্দ্রের কাজ সম্পন্ন হবার কথা থাকলেও করোনা মহামারির কারণে এ কাজে বিলম্ব হয়েছে বলে জানান এলজিইডি কর্তৃপক্ষ।

    পরিদর্শন বাংলো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধণকালে এলজিইডির প্রধান প্রকৌশলী আব্দুর রশীদ খান সাংবাদিকদের বলেন, এ প্রশিক্ষণ কেন্দ্র নির্মিত হলে দক্ষিণ অঞ্চলের তথা এলজিইডি’র প্রকৌশলীগণের প্রশিক্ষনের মাধ্যমে কর্মদক্ষতা বৃদ্ধি পাবে। তিনি আরও বলেন, এলাকার দুঃস্থ মহিলা ও পুরুষ শ্রমিকরা এখানে প্রশিক্ষণ গ্রহণ করে তাদের দক্ষতা ও জীবিকা নির্বাহের সামর্থ অর্জন করবে।

    উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ মোসলেহ উদ্দিন, মোঃ আলী আকতার হোসেন, এ.কে.এম লুৎফর রহমান, মোঃ ওয়াহিদুর রহমান, মোকলেসুর রহমান, মন্মথ রঞ্জন হাওলাদার, মোঃ মজিবুর রহমান সিকদার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন, প্রকল্প পরিচালক আবু সালেহ মোঃ হানিফ, সৈয়দ আব্দুর রহিম, আনিসুল ওহাব খান, মোহাম্মাদ রুহুল আমিন খান, মোল্লা মিজানুর রহমান, পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহম্মেদ, কুয়াকাটা পৌর মেয়র মোঃ আনোয়ার হাওলাদার ও ঠিকাদার মোঃ গিয়াস উদ্দিন সহ এলজিইডির কর্মকর্তাবৃন্দ।

    স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, জলবায়ু সহনশীল গ্রামীণ অবকাঠামো প্রকল্পের (১ম সংশোধিত) আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে আধুনিক সুযোগ সুবিধা সম্মিলিত পরিদর্শন বাংলো কাম প্রশিক্ষণ কেন্দ্রটি নির্মিত হচ্ছে। ৫তলা বিশিষ্ঠ এ প্রশিক্ষণ কেন্দ্রে ১’শ প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ দিতে পারবেন। প্রশিক্ষণার্থীদের থাকার ব্যবস্থাও থাকছে এখানে। এছাড়া কুয়াকাটায় পরিদর্শনে আসা কর্মকর্তাদের জন্য থাকছে ভিভিআইপি ও ভিআইপি কক্ষ। রয়েছে অফিস, রিসিভসন, বুফে, হলরুম, সাবস্টেশন, পাম্প হাউস সহ ফুলের বাগান।

  • তাড়াশে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের আর্থ-সামাজিক উন্নয়নে ক্রসবিড বকনা বিতরণ-ভোরের কণ্ঠ।

    তাড়াশে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের আর্থ-সামাজিক উন্নয়নে ক্রসবিড বকনা বিতরণ-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জের তাড়াশে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের আর্থ- সামাজিক ও জীবন মানোন্নয়নের জন্য ক্রসবিড বকনা গরু বিতরণ করা হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রানী সম্পদ কার্যালয় চত্বরে সহকারী কমিশনার ভূমি ওবায়দুল্লাহ’র সভাপতিত্বে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ৩৯জন সুবিধাভোগীদের মাঝে উন্নতজাতের ক্রসবিড বকনা প্যাকেজের অনুদান গরু ও ৩ মাসের গো খাদ্য বিতরণ করা হয়।

    এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৪ সিরাজগঞ্জ ৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশের কৃতি সন্তান চাপাইনবাবগঞ্জ জেলার এডিসি দেবেন্দ্রনাথ বসাক,উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদ্বয় আনোয়ার হেসেন খান,প্রভাষক মর্জিনা ইসলাম, প্রানী সম্পদ অফিসার ডাঃ মোঃ সোহেল আরম খান, বারুহাস ইউপি চেয়ারম্যান প্রভাষক মোক্তার হোসের মুক্তা, দেশীগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস সরকার, সদর ইউপি চেয়ারম্যান বাবুল শেখ, সংসদ সদস্য’র পিএস কামরুল হক রাসেল, উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি আনিছ প্রধান,বর্তমান সভাপতি ইকবাল হাসান রুবেল,পৌর ছাত্রলীগের সভাপতি আতিকুল ইসলাম,সাধারণ সম্পাদক আরিফুল ইসলামসহ আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

     

  • পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর প্রচারনায় বাঁধা-সংবাদ সন্মেলনে অভিযোগ-ভোরের কণ্ঠ।

    পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর প্রচারনায় বাঁধা-সংবাদ সন্মেলনে অভিযোগ-ভোরের কণ্ঠ।

    পটুয়াখালীর কলাপাড়ায় পৌরসভার নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থীর প্রচার -প্রচারনায় বাঁধা প্রদান অব্যাহত রেখেছে নৌকা প্রতীকের প্রার্থী বিপুল চন্দ্র হাওলাদারের অপরিচিত ভাড়াটিয়া সন্ত্রাসীরা । (৫ ফেব্রুয়ারী) শুক্রবার রাতে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ সন্মেলনে এমন অভিযোগ করেছে স্বতন্ত্র মেয়র প্রার্থী দিদার উদ্দিন আহমেদ মাসুম।
    লিখিত অভিযোগে তিনি বলেনচ্ শুক্রবার (৫ ফেব্রুয়ারী) বিকেলে ৬ নাম্বার ওয়ার্ডের সদর রোড এলাকায় তাঁর ‘জগ’ প্রতীকের কর্মীদের ভোট প্রার্থনার সময় লিফলেট,ষ্টীকার ছিনিয়ে নিয়ে তাঁর স্ত্রীর হাত থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা করে । এসময় প্রচার কাজে নিয়োজিত মহিলা ওই টিমটিকে অকথ্য ভাষায় গালাগাল দিয়ে হাত-পা কেটে পঙ্গু করে ফেলার হুমকি দেয় ওই সন্ত্রাসীরা । সন্ত্রাসীদের মধ্যে বালিয়াতলী ইউনিয়নের মাঝের পাড়া গ্রামের চান মিয়ার ছেলে রাকিবুল ইসলাম রাকিব সহ অন্ততঃ পাঁচ জনের একদল অপরিচিত সন্ত্রাসীরা ছিল । এরা বিপুল চন্দ্র হাওলাদারের পালিত সন্ত্রাসী । এর আগে ‘জগ’ প্রতীকের এক সমর্থককে কুপিয়ে ভয়াবহ ভাবে জখম করা হয়েছে । বিপুল হাওলাদারের ওই সন্ত্রাসীদের তান্ডবে স্বতন্ত্র প্রার্থীর সকল কর্মী ও আত্মীয় স্বজনরা নিরাপত্তাহীনতায় ভুগছে বলে ওই অভিযোগে উল্লেখ করেন তিনি।
    অভিযোগে তিনি বিপুল চন্দ্র হাওলাদারের সন্ত্রাসী বাহিনী তান্ডবে ভোটাররাও আতংকে রয়েছে বলেও উল্লেখ করেন। নির্বাচনী এ আচরনবিধি লংঘনের জরুরী প্রতিকার চেয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দাবী জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ।
    এ ব্যাপারে অভিযুক্তদের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের কাউকে পাওয়া যায়নি।

    উল্লেখ্য, আগামী ১৪ ফেব্রুয়ারী কলাপাড়া পৌরসভায় ইভিএম পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

  • নওগাঁয় মুজিববর্ষ উপলক্ষে জীববৈচিত্র সংরক্ষণ বিষয়ক আলোচনা সভা-ভোরের কণ্ঠ।

    নওগাঁয় মুজিববর্ষ উপলক্ষে জীববৈচিত্র সংরক্ষণ বিষয়ক আলোচনা সভা-ভোরের কণ্ঠ।

    নওগাঁর মহাদেবপুরে মুজিববর্ষ উপলক্ষে জীববৈচিত্র সংরক্ষণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুকবার সকালে মহাদেবপুর উপজেলা অডিটরিয়ামে উপজেলা প্রশাসন, বনবিভাগ ও বিবিসিএফ এর আয়োজনে নির্বাহী অফিসার, মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপ-মন্ত্রী বেগম হাবিবুন নাহার, এমপি।

    বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মোঃ ছলিম উদ্দীন তরফদার এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মোঃ সানাউল্যা পাটওয়ারী,বন সংরক্ষক,সামাজিক বনাঞ্চল, বগুড়া, মোল্যা রেজাউল করিম, বন সংরক্ষক,সামাজিক বনাঞ্চল, যশোর, ড. জালাল উদ্দীন সরদার,প্রফেসর, ভেটেরিনারি ও এনিম্যাল হাজবেন্ড্রী বিভাগ,রাজশাহী বিশ্ববিদ্যালয়, ড. বিধান চন্দ্র দাস,প্রফেসর, প্রাণিবিদ্যা বিভাগ,রাজশাহী বিশ্ববিদ্যালয়, মোঃ আহসান হাবীব, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, মহাদেবপুর, জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জয়নব পপি, ড.এস এম ইকবাল, সভাপতি, বিবিসিএফ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আসমা খাতুন, সহকারী কমিশনার ভূমি, মহাদেবপুর।
    এর আগে মাননীয় উপ-মন্ত্রী মহোদয়কে মহাদেবপুর উপজেলায় স্বাগত জানানো হয়।

    পরে তিনি মধুবনে প্রাণ ও প্রাকৃতি সংগঠনের আয়োজনে পাখি অভয়াশ্রম পরিদর্শন করেন। আলোচনা সভা শেষে সাপাহার জবই বিল পরিদর্শনের উদ্দেশ্যে রওয়ানা দেন।

  • কলাপাড়ায় টিয়াখালী ইউপি চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত-ভোরের কণ্ঠ।

    কলাপাড়ায় টিয়াখালী ইউপি চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত-ভোরের কণ্ঠ।

    পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান শিমুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

    বৃহস্পতিবার স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব আবু জাফর রিপন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, চেয়ারম্যান মশিউর রহমান শিমু কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রম পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী। তাই স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ৩৪(১) অনুযায়ী ইউপি চেয়ারম্যানকে তার পদ হতে সাময়িক বরখাস্ত করা হয়।

    উল্লেখ গত ২৯ নভেম্বর বিকালে ১০ লক্ষ টাকা চাঁদা দাবী করে মুক্তিযোদ্ধা শাহআলমের ঘরে প্রবেশ করে চেয়ারম্যান শিমুর নেতৃত্বে তার উপর অতর্কিত হামলা চালায় একদল সন্ত্রাসী। এতে শাহআলমের হাত এবং পা ভেঙ্গে যায়। এ ঘটনায় ওই দিন সন্ধ্যায় মুক্তিযোদ্ধা শাহআলমের স্ত্রী আকলিমা বেগম বাদী হয়ে ১১ জনকে আসামী করে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেন।

    পুলিশ রাতেই চাকামাইয়া এলাকায় অভিযান চালিয়ে চেয়ারম্যান শিমু ও তার স্ত্রী এলিজাসহ ৫ জনকে গ্রেফতার করে।

  • নলডাঙ্গা পৌরসভাকে সিসি ক্যামেরার আওতায় আনা কাজের উদ্বোধন-ভোরের কণ্ঠ।

    নলডাঙ্গা পৌরসভাকে সিসি ক্যামেরার আওতায় আনা কাজের উদ্বোধন-ভোরের কণ্ঠ।

    নাটোরের নলডাঙ্গা পৌরসভাকে সিসি ক্যামেরার আওতায় আনা কাজের উদ্বোধন করলেন-এমপি সফিকুল ইসলাম শিমুল।পৌরবাসীকে নিরাপত্তা দিতে ১০টি গুরুত্বপূর্ণ স্থানে ১৫টি বসানো হয়েছে, সিসি ক্যামেরা। এতে করে প্রথমবারের মতো সিসি ক্যামেরার আওতায় এসেছে নলডাঙ্গা পৌরসভা।

    শুক্রবার (৫ ফ্রেবুয়ারি) বিকেলে সিসি ক্যামেরা স্থাপনের উদ্বোধন করেন,নাটোর সদর ও নলডাঙ্গা আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল ইসলাম শিমুল,এম,পি।

    নলডাঙ্গা পৌরসভার মেয়র মুনিরুজ্জামান মনির জানান, পৌরবাসীদের নাগরিক নিরাপত্তা দিতে
    ১০টি গুরুত্বপূর্ণ স্থানে পৌরসভার উদ্যোগে ১৫টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে পুরো পৌরসভাকে।

    মেয়র বলেন, পৌরসভার বিভিন্ন স্থানে ক্যামেরা বসানো হয়েছে। এতে করে পৌর এলাকা আমাদের আওতায় এসেছে। তাছাড়া যে কোন অপরাধিদের সনাক্ত করতে এসব ক্যামেরা সহযোগিতা করবে।

  • শেরপুরে রড দিয়ে পিটিয়ে অটোরিক্সা ছিনতাই চেষ্টাঃ ৩ যুবক গ্রেফতার-ভোরের কণ্ঠ।

    শেরপুরে রড দিয়ে পিটিয়ে অটোরিক্সা ছিনতাই চেষ্টাঃ ৩ যুবক গ্রেফতার-ভোরের কণ্ঠ।

    বগুড়ার শেরপুরে মহিপুর এলাকায় অটোরিক্সাচাল মুকুল হোসেনকে (৩২) রড দিয়ে পিটিয়ে অটোরিক্সা ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় শেরপুর থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলামের নেতৃত্বে ও পুলিশ পরিদর্শক আবুল কালাম আজাদের সহযোগিতায় শেরপুর থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪৮ ঘন্টার মধ্যে তিন ছিনতাইকারীকে আটক করেছে।

    শুক্রবার সকাল সাড়ে ১১টায় শেরপুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন। আটক কৃত ছিনতাইকারীরা হলেন শেরপুর উজেলার কুসুম্বি ইউনিয়নের, পুরাতন পানিসাড়া গ্রামের চান মিয়ার ছেলে রুবেল এলাইজার ওরজ (২০), বনমরিচা উত্তরপাড়া এলকার মোহাম্মদ আলীর ছেলে রায়হান কবির (২০), কলেজরোড শ্রীরামপুর এলাকার মৃত গনেশ সরকারের ছেলে জয় সরকার (২৪)।

    উল্লেখ্য, শেরপুরে মহিপুর এলাকায় অটোরিক্সাচাল মুকুল হোসেনকে (৩২) রড দিয়ে পিটিয়ে অটোরিক্সা ছিনতাইয়ের চেষ্টা করে ছিনতাইকারী। রিক্সাচালক মোঃ মুকুল হোসেন শেরপুর উপজেলার গড়েরবাড়ী গ্রামের মৃত মমতাজ ছেলে।
    বুধবার (৩ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৯ টার দিকে শেরপুর ধুনটমোড় এলাকা থেকে ২ জন যুবক (২০), (২৪০) মহিপুর (ফায়ার সার্ভিস) এলাকায় যাওয়ার জন্য রিক্সাটি ভাড়া করে।

    সেখানে পৌছালে ছিনতাইকারি বলে টাকা নেই এ কথা বলে কিছু সময় কাটাতেই তাদের অন্য সহযোগী রিক্সা নিয়ে আসে। সেই রিক্সায় থাকা রড দিয়ে ওই রিক্সা চালক মুকুলকে মাথায় আঘাত করে। পরে তারা ৩ জন মিলে রড দিয়ে পিটিয়ে কাছে থাকা ১১শ টাকা ছিনিয়ে নেই। এবং অটোরিক্সাচাল নিয়ে যাওয়ার সময় অটোরিক্সা চালক চিৎকার করলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। স্থানীয় লোকজন অটোরিক্সাটি উদ্ধার করে। চালককে হাসপাতালে ভর্তি করে দেয়। এবং অটোররিক্সাটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয় ।

    এ বিষয়ে শেরপুর থানা পুলিশ পরিদর্শক আবুল কালাম আজাদ বলেন, আমরা বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেছি। তারেদ বিরুদে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।