Author: admin

  • সিরাজগঞ্জে অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার।

    সিরাজগঞ্জে অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার।

    সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

    সিরাজগঞ্জের সলঙ্গায় নলকা-কামারখন্দ আঞ্চলিক সড়কের ঢাল থেকে আরমান নামে ব্যাটারিচালিত অটোভ্যান চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    সোমবার (২৫ মার্চ) সকালে ঐ আঞ্চলিক সড়কের ঝাকরি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আরমান উল্লাপাড়া উপজেলার অলিপুর গ্রামের মোঃ আয়নাল হোসেনের ছেলে।

    নিহতের পারিবারিক সূত্রে জানা যায় আরমান রোববার সন্ধ্যার দিকে নিজের অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর থেকেই সে নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজি করে আরমানসহ তার অটোভ্যানটি পাওয়া যায়নি। সোমবার সকালে ঝাকরি এলাকায় রাস্তার পাশে তার গলাকাট মরদেহ দেখে পথচারীরা পুলিশে খবর দেয়।

    সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি জানান মরদেহ রাস্তার পাশে পড়ে আছে পথচারীদের মারফত জানতে পেরে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়। ধারণা করা হচ্ছে, ছিনতাইকারী চক্র তাকে গলা কেটে হত্যার পর অটোভ্যানটি নিয়ে পালিয়ে গেছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

  • কিশোরগঞ্জ গণহত্যা দিবস পালিত।

    কিশোরগঞ্জ গণহত্যা দিবস পালিত।

    কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি:

    নীলফামারীর কিশোরগঞ্জে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার(২৫মার্চ) সকাল ১১ ঘটিকায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

    উপজেলা নির্বাহী অফিসার এম এম আশিক রেজার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার লোকমান আলম, কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র মন্ডল , উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন বাবুল, সহ-সভাপতি সাইয়েদ হোসেন সাবুল, বঙ্গবন্ধু পরিষদ কিশোরগঞ্জের সভাপতি ফজলে রহমান প্রমূখ।

    উক্ত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিক প্রমূখ।
    পরে গণহত্যা ও মুক্তিযোদ্ধা বিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

  • মাধবপুরে প্রবাসী স্ত্রী’র টাকা আত্মসাৎ এর পর দ্বিতীয় বিয়ে করলেন স্বামী।

    মাধবপুরে প্রবাসী স্ত্রী’র টাকা আত্মসাৎ এর পর দ্বিতীয় বিয়ে করলেন স্বামী।

    মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি।
    হবিগঞ্জের মাধবপুরে এক সৌদি প্রবাসী নারীর ছয় বছরের আয়ের সব টাকা আত্মসাৎ করে অনুমতি ছাড়াই দ্বিতীয় বিয়ে করেছে তার স্বামী। বিষয়টি অবগত হয়ে দেশে ফিরে আদালতে মামলা করায় ওই নারীকে মারধর করে গুরুতর আহত করে স্বামী ও তার পরিবারের লোকজন। এব্যাপারে ওই প্রবাসী নারী বাদী হয়ে মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
    অভিযোগ সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার পাঁচগাঁও গ্রামের মো: আবুল বাশার এর কন্যা হালিমা খাতুন (৩০) এর সাথে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের রসুলপুর গ্রামের মো: সামসুদ্দিন এর পুত্র মো:সবুজ মিয়া(৩৩) বিয়ে হয় প্রায় ১৪ বছর আগে। বিবাহিত জীবনে তাদের মো: রানা মিয়া (১২) নামে একটি পুত্র সন্তান আছে। বিয়ের পরে সংসারের অভাব অনটন দূর করার আশায় হালিমা খাতুন সৌদি আরবে চলে যায়। সেখানে ৬ বছর কাজ করে সব টাকাপয়সা স্বামীর নিকট পাঠায়।সেই টাকা দিয়ে স্বামী তার বাড়িতে পাঁচ কক্ষ বিশিষ্ট একটি পাকা বাড়ি নির্মাণ করে। পরবর্তীতে হালিমা খাতুন দেশে ফিরে জানতে পারেন স্বামী আরেকটি বিয়ে করেছে।
    এব্যাপারে সে আদালতে মামলা করায় গত ১৯ মার্চ সবুজ মিয়া ও তার পরিবারের লোকজন মিলে তাকে এলোপাতাড়ী ভাবে মারধর করে গুরুতর আহত করে।প্রতিবেশীরা তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
    এ বিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রকিবুল ইসলাম খাঁন জানান, একটি লিখিত অভিযোগ পেয়েছি। এএসআই আতাউল গণিকে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
  • ডিমলায় রাস্তার উপর থেকে মটরসাইকেল চুরি।

    ডিমলায় রাস্তার উপর থেকে মটরসাইকেল চুরি।

    ডিমলা (নীলফামারী)প্রতিনিধিঃ নীলফামারীর ডিমলায় রাস্তার উপর থেকে মটরসাইকেল চুরি হওয়ার ঘটনা ঘটেছে।
    জানা যায়, চুরি যাওয়া মটরসাইকেলটি উপজেলার বালাপাড়া ইউনিয়নের মধ্যম সুন্দর খাতা গ্রামের মজিবর রহমানের ছোট ছেলে মো. মিজানুর রহমানের ।
    মিজানুর রহমানের সাথে কথা বলে জানা যায়, রবিবার (২৫ মার্চ) বিকেলে  বাড়ির পশ্চিম দিকে মাইঝালীর ডাঙ্গা রোডের ময়নাকড়ি নামক স্থানে নিজস্ব আবাদী ভুট্টা ক্ষেতের নিকটে রাস্তায় মোটরসাইকেলটি রেখে ভুট্টার পাতা ছিঁড়তে যান মিজানুর রহমান। কিছুক্ষন পর এসে দেখেন তার মোটরসাইকেলটি নেই। এ সময় তার ব্যবহৃত মোটরসাইকেলটি চুরির ঘটনা ঘটে। অজ্ঞাত চোরচক্র মোটরসাইকেলটি সু-কৌশলে চুরি করে নিয়ে গেছে।চুরি হওয়া মটরসাইকেলটি লাল রংয়ের ১৩৫ সিসি ডিসকাভার মোটর সাইকেল । যার ইঞ্জিন নং- JNGBRA02420, চেচিস নং- MD2DSJNZZRCA78684, রেজিস্ট্রেশন নং- দিনাজপুর -ল, ১১-৯১১৬।
    এ ঘটনায় ক্ষতিগ্রস্ত মটরসাইকেল মালিক মো. মিজানুর রহমান বাদী হয়ে রবিবার রাতে ডিমলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
    অভিযোগের সত্যতা স্বীকার করে ডিমলা থানার অফিসার ইনচার্জ দেবাশীষ রায় বলেন, মটরসাইকেল চুরি হওয়ার ঘটনা শুনেছি। মটর সাইকেলের মালিক লিখিত অভিযোগ দিয়েছে।  অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
  • রামপালে যথাযথ মর্যাদার গণহত্যা দিবস পালিত।

    রামপালে যথাযথ মর্যাদার গণহত্যা দিবস পালিত।

    রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ

    বাগেরহাটের রামপালে যথাযথ শ্রদ্ধা ও সম্মানের  সাথে জাতীয় গণহত্যা দিবস-২০২৪ পালন করা হয়েছে। বাঙালি জাতির জীবনে ১৯৭১ সালের এইদিন শেষে এক বিভীষিকাময় ভয়াল রাত নেমে এসেছিল। ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনী ‘অপারেশন সার্চলাইট’ নামের ওই অপারেশনে নির্বিচার মানুষ হত্যা করে।

    দিবসটি উদযাপন উপলক্ষে সারাদেশের ন্যায় বাগেরহাটের রামপালে সোমবার (২৫ মার্চ) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পনের মাধ্যমে নিহত সকল শহীদদের স্মরণ করা হয়।
    এরপর উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা আঃ রউফ, রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাস।
    এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সুকান্ত কুমার পাল, কৃষি সম্প্রসারন কর্মকর্তা অলিউল ইসলাম, প্রকৌশলী গোলজার হোসেন, উপাধ্যক্ষ  নাহিদুল ইসলাম, প্রভাষক ও সাংবাদিক মোঃ সাইফুল আলম বকতিয়ার, সমাজসেবা অফিসার মোঃ শাহিনুর রহমান, প্রধান শিক্ষক হাওলাদার আঃ মান্নান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ সাদীসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও আমন্ত্রিত সুধীজন উপস্থিত ছিলেন।
    আলোচনা সভায় বক্তারা তাদের বক্তব্যে বলেন, কালরাতে আত্মোৎসর্গকারী শহীদদের তাজা রক্তের শপথ বীর বাঙালিদের স্বাধীনতা অর্জন না করা পর্যন্ত জীবন বাজি রেখে যুদ্ধ চালিয়ে যেতে অনুপ্রাণিত করেছিল। দমাতে পারেনি ২৫ মার্চের গণহত্যা, বাঙালি মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে ছিনিয়ে এনেছিল স্বাধীনতা। ২৫মার্চ কালো রাত্রিতে বাংলাদেশের ভাগ্যে কি ঘটেছিল আমরা সবই জানি, নতুন প্রজন্মের কাছে তাঁর ইতিহাস তুলে ধরতে উপস্থিত সকলকে আহবান জানান তারা।
    অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক ও সাংবাদিক মোঃ মোস্তফা কামাল পলাশ।
  • লক্ষ্মীপুরে আলমগীর মাঝির নৌকার উপর হামলা-ভাঙচুর ও টাকা লুটের অভিযোগ।

    লক্ষ্মীপুরে আলমগীর মাঝির নৌকার উপর হামলা-ভাঙচুর ও টাকা লুটের অভিযোগ।

    লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

    আলমগীর মাঝির নৌকাটির উপরে দফায় দফায় হামলা চালিয়ে ভাঙচুর সময় ১০ হাজার টাকা লুটে নেওয়ার অভিযোগ উঠেছে।
    সোমবার (২৫ মার্চ ) সকালে রায়পুর উপজেলার ৮নং চর লক্ষী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আখন বাজারের আলমগীর মাঝির নিজ বসতঘরের সাথে ডাকাতিয়া নদীতে ডিঙ্গি নৌকাটির উপরে হামলার ঘটনা ঘটায়। এটি ডাকাতি বলে অভিযোগ করেছেন ভূক্তভোগীরা।

    এদিকে চিৎকার শুনে আশপাশের লোকজন জসিম, খোকন, পিরোজ, রপিক শিপন,ঘটনার স্থলে এসে দেখতে পান ৮-১০ জন ভাড়াটিয়া লোকজন এনে ডেঙ্গি নৌকার টির উপর হামলা করেছে টিটু চৌধুরী

    ইউপি চেয়ারম্যান মিন্টু ফরাজী জানান: আলমগীর মাঝির ৪০, হাজার টাকা নৌকা দফায় দফায় করেন টিটু চৌধুরী এই বিষয় নিয়ে টিটু শশুর নূরনবী চেয়ারম্যানের সাথে আমি আলোচনা করেছি রমজানের পরে বসে সমাধান করে দেব।

    অভিযোগ অস্বীকার করে টিটু চৌধুরী বলেন পরিকল্পিতভাবে আমাকে ফাঁসানোর জন্য এসব ছড়িয়েছে।

    হাজী মারা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আজাদ জানান, অভিযোগ পেয়েছি আমি ঘটনাস্থলে গিয়েছিলাম ড্রেজারে বালু তোলা সংক্রান্ত বিরোধের জের ধরে নৌকাটির উপরে হামলা ঘটনা ঘটেছে ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • নাগরপুরে ইয়াবা সহ শীর্ষ মাদক ব্যবসায়ী বুলেট পুলিশের হাতে গ্রেফতার।

    নাগরপুরে ইয়াবা সহ শীর্ষ মাদক ব্যবসায়ী বুলেট পুলিশের হাতে গ্রেফতার।

    স্টাফ রিপোর্টার:
    টাঙ্গাইলের নাগরপুরে শীর্ষ মাদক ব্যবসায়ী বেজি গ্রুপের প্রধান রাহাত হোসেন ওরফে বুলেটকে ১ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ি বুলেট গয়হাটা গ্রামের মৃত ইসমাইল হোসেন মন্টুর ছেলে।
    রবিবার(২৫ মার্চ) রাত ৮.৪৫ ঘটিকার সময়  নাগরপুর সদর বাজারের বটতলা মোড় থেকে গোপন সংবাদের ভিত্তিতে নাগপুর থানার অফিসার ইনচার্জ জসীম উদ্দিনের নির্দেশনায় এসআই আলিমের নেতৃত্বে এসআই মামুন,এএসআই জাহাঙ্গীর, এএসআই তসলিম,এএসআই তাহের সঙ্গীয় ফোর্সসহ মাদক ব্যবসায়ী বুলেটকে আটক করে পুলিশ।এ সময় বুলেটের কাছ থেকে ১ হাজার পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ।
    এ বিষয়ে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দিন বলেন,কুখ্যাত মাদক ব্যবসায়ী বেজি গ্রুপের প্রধান বুলেটকে ১ হাজার পিস ইয়াবাসহ পুলিশ গ্রেফতার করেছে। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।
  • ডিমলায় গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা।

    ডিমলায় গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা।

    ডিমলা(নীলফামারী)প্রতিনিধিঃ

    নীলফামারীর ডিমলায় গণহত্যা দিবস পালন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ মার্চ (সোমবার) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসনিক ভবনের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    দিবসটি উপলক্ষে আলোচনা সভায়  সভাপতিত্ব করেন,সদ্য যোগদানকৃত নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা উন্মে সালমা।

    সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের জাতীয় সংসদ সদস্য  বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।

    প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, ১৯৭১ সালে ২৫ শে মার্চ ছিলো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ধরনের নারকীয় গণহত্যা কান্ড যা মনে হলে এখনো গায়ের প্রতিটি লোম শিউরে ওঠে। ওইদিন মধ্যরাতে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী তাদের পূর্ব পরিকল্পিত অপারেশন সার্চ লাইট এর নীলনকশা অনুযায়ী বাঙালি জাতির কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দেওয়ার ঘৃণ্য লক্ষ্যে রাজধানী ঢাকাসহ সারাদেশে নিরস্ত্র বাঙালিদের ওপর অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে ঝাঁপিয়ে পড়ে।

    এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা আখতার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্রনাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আয়শা সিদ্দীকা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী, ডিমলা থানার অফিসার ইনচার্জ ওসি দেবাশীষ চন্দ্র রায়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টুসহ উপজেলা পরিষদ দপ্তরের সকল প্রধানগণ।

  • গোদাগাড়ীতে হেরোইনসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    গোদাগাড়ীতে হেরোইনসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    গোদাগারী(রাজশাহী)প্রতিনিধিঃ

    রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাপিদড এ্যাকশব ব্যাটিলিয়ান র‌্যাব-৫ এর সদস্যরা রোববার ভোর রাতে উপজেলার চার আষাড়িয়াদহ ইউনিয়নের চার ভূবনপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী শিশু শেখ(২১)কে গ্রেফতার করা হয়েছে।এ সময় তাকে তল্লাশি করে ১ কেজি ৭৮০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ি উপজেলার চার আষাড়িয়াদহ এলাকার হাবিবুর রহমানের ছেলে।

    র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, গোদাগাড়ীর চরআষাড়িয়াদহ গ্রামের মিশু শেখ (২১) প্রতিবেশি রাষ্ট্র ভারত থেকে হেরোইন আমদানি করে বিক্রির জন্য তার বাড়িতে মজুদ রেখেছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল ভোর রাত ৫টার দিকে মিশু শেখের বাড়ি ঘেরাও করে।

    এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মিশু শেখসহ তার সহযোগি পালানোর চেষ্টা করলে র‌্যাব মিশুকে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, বাড়ির ভেতর খড়ের গাদার মধ্যে হেরোইন রয়েছে। তার দেয়া তথ্যে র‌্যাব তল্লাশী চালিয়ে ১ কেজি ৬শ’ ৮০ গ্রাম হেরোইন উদ্ধার করে। পরে তাকে গোদাগাড়ী থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দেয়া হয়েছে।

  • ইউনিভার্সাল রিলিফ ট্রাস্ট”র উদ্যোগে হতদরিদ্রদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ।

    ইউনিভার্সাল রিলিফ ট্রাস্ট”র উদ্যোগে হতদরিদ্রদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ।

    নিজস্ব প্রতিবেদকঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গল কলেজ রোডে “ইউনিভার্সাল রিলিফ ট্রাস্ট” এর উদ্যোগে ১২০ জন হতদরিদ্রদের মধ্যে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
    রবিবার ২৪ মার্চ ২০২৪ইং, সকালে ইংল্যান্ড (লন্ডন) প্রবাসী সুনামগঞ্জের মোঃ সামসুল ইসলামের অর্থায়নে মানবতার সংগঠন “ইউনিভার্সাল রিলিফ ট্রাস্ট” এর মাধ্যমে শ্রীমঙ্গল স্টার কমিউনিটি সেন্টারে রমজান মাস উপলক্ষে হতদরিদ্র পরিবারের মাঝে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
    খাদ্য সামগ্রী বিতরণের সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল দ্বারিকা পাল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, সাবেক শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সভাপতি ও আমেরিকা প্রবাসী শেখ লুৎফর রহমান, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সভাপতি এ এস এম ইয়াহিয়া, ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন শ্রীমঙ্গলের সভাপতি মাওলানা এম এ রহিম নোমানী, বিশিষ্ট ব্যবসায়ী শাহ আলম, সাংবাদিক মোঃ মামুন আহমেদসহ প্রমুখ।
    উক্ত অনুষ্ঠানে মাওলানা ক্বারী মোঃ আখলিসুর রহমানের সার্বিক পরিচালনা খাদ্য সামগ্রী বিতরণের সময় দোয়া পরিচালনা করেন আলাবকস্ আহম্মদ জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা মুফতী আব্দুল মজিদ।
    এ সময় জানা যায়, ইংল্যান্ড (লন্ডন) প্রবাসী সুনামগঞ্জের মোঃ সামসুল ইসলাম। তিনি গত কয়েক বছর থেকে শ্রীমঙ্গল এইরকম সাহায্য সহযোগিতা করে আসছেন, উনারা মানবতার সংগঠন ‘ইউনিভার্সাল রিলিফ ট্রাস্ট’ এর মাধ্যমে এই মানবিক সেবায় করে থাকেন। আরো জানাযায়, গত বছর ৫০টি হুইলচেয়ার এবং শীতের সময় শতাধিক লেপ বিতরণ করেন।