Author: admin

  • চৌহালীতে করোনার প্রথম টিকা নিলেন উপজেলা চেয়ারম্যান-ভোরের কণ্ঠ।

    চৌহালীতে করোনার প্রথম টিকা নিলেন উপজেলা চেয়ারম্যান-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জের চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আ’লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেনের শরীরে করোনাভাইরাসের টিকা প্রয়োগের মাধ্যমে চৌহালীতে করোনা টিকা প্রয়োগের উদ্বোধন করা হয়েছে। গত রবিবার দুপুর ১১ টার দিকে ৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা চেয়ারম্যান ফারুক হোসেন সরকার টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন।

    চৌহালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল কাদের মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা (ভা:) পরিবার পরিকল্পনা কর্মকর্তা গিয়াস উদ্দিন ও সহকারী প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম জুয়েল ৷

    টিকাদান কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চৌহালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল কাদের মিলন , গিয়াস উদ্দিন ও হাসপাতালের ফজলুল হক । এসময় সিরাজগঞ্জ সিভিল সার্জেন অফিসার ডাঃ জাহিদুল ইসলাম জানান, শনিবার পর্যন্ত চৌহালীতে ৪ শ এর অধিক মানুষ অনলাইনে টিকা প্রদানের জন্য রেজিস্টেশন করেছে। চৌহালী উপজেলা ছাড়া ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা প্রদান করা হবে ৷

  • নাগরপুরে কোভিড-১৯ টিকাদান কর্মসূচির উদ্বোধন-ভোরের কণ্ঠ।

    নাগরপুরে কোভিড-১৯ টিকাদান কর্মসূচির উদ্বোধন-ভোরের কণ্ঠ।

    টাঙ্গাইলের নাগরপুরে করোনা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার সিফাত ই জাহান। রবিবার নাগরপুরে

    প্রথম করোনা টিকা নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত ই জাহান। এর আগে সকালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে একযোগে করোনা ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম উদ্বোধন করেন।

    নাগরপুরে করোনা টিকাদান কর্মসূচির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার( ভূমি) তারিন মসরুর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রোকনুজ্জামান খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান, গনমাধ্যমকর্মীসহ অন্যান্যরা।

    উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো.রোকনুজ্জামান খান জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩টি বুথে নিবন্ধিত ব্যক্তিদের শরীরে করোনা ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম শুরু হয়েছে। প্রতি বুথে ২ জন করে টিকাদানকর্মী ও ৪ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছে। উপজেলায় মোট ৯ হাজার ৫ শত ডোজ করোনা ভ্যাকসিন মজুদ রয়েছে। পর্যায়ক্রমে নিবন্ধিত ব্যক্তিদের শরীরে করোনা ভ্যাকসিন প্রয়োগ করা হবে।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত ই জাহান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় পৃথিবীর অনেক দেশের আগে আমরা টিকা পেয়েছি। নাগরপুরে আমি প্রথমে একজন নারী ইউএনও হিসেবে টিকা নিতে পেরে আনন্দিত। আজ থেকে আমি সুরক্ষিত।

    যারা টিকা নেওয়ার জন্য আবেদন করেছেন তারা পর্যায়ক্রমে টিকা গ্রহণ করবেন। আর যারা এখনও টিকা নিতে ভয় পাচ্ছেন তারা ভয়কে দূরে ঠেলে করোনার টিকা গ্রহন করে নিজে সুরক্ষিত থাকুন।

  • ফুলবাড়ীতে কোভিট ১৯ করোনা প্রতিরোধে টিকাদান কর্মসূচি উদ্বোধন-ভোরের কণ্ঠ।

    ফুলবাড়ীতে কোভিট ১৯ করোনা প্রতিরোধে টিকাদান কর্মসূচি উদ্বোধন-ভোরের কণ্ঠ।

    দিনাজপুরের ফুলবাড়ীতে রবিবার কোভিট ১৯ করোনা ভাইরাস প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

    টিকাদান কর্মসূচিতে আনুষ্ঠানিকভাবে প্রথম টিকা গ্রহণ করেন ফুলবাড়ী ২৯ বিজিবি’র নায়েব সুবেদার (প্রধান সহকারী) উত্তম কুমার সিংহ। সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন।

    উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমানের সভাপতিত্বে টিকাদান কর্মসূচিতে বর্ডার গার্ড বাংলাদেশের দিনাজপুর সেক্টর মেডিকেল অফিসার লে. কর্নেল মো. সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজ উদ্দিন,পৌর মেয়র মাহমুদ আলম লিটন, উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নীরু শামসুন্নাহার, থানার অফিসার ইনচার্জ (ওসি) ফখরুল ইসলামসহ স্বাস্থ্য কর্মী, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান জানান, উপজেলায় প্রথম ধাপে ৪ হাজার করোনা ভেক্সিন বরাদ্ধ পাওয়া গেছে। প্রথম দিনে ৫০জনের টার্গেট রয়েছে। দুপুর পর্যন্ত ৩৬জনের শরিরে ভ্যাক্সিন দেয়া হয়েছে এর মধ্যে ২৭জন বিজিবি সদস্য।

  • বিরামপুরে কোভিড-১৯ এর প্রথম দিনে ভ্যাকসিন নিলেন ইউএনও-ভোরের কণ্ঠ।

    বিরামপুরে কোভিড-১৯ এর প্রথম দিনে ভ্যাকসিন নিলেন ইউএনও-ভোরের কণ্ঠ।

    নয়ন হাসান,বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুর হাসপাতালে প্রথম দিনে (কোভিড-১৯) করোনা ভ্যাকসিনের টিকা নিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকারসহ উপজেলার বিশিষ্টজনরা।

    (৭ফেব্রুয়ারি) রবিবার সকাল ১১টায় করোনা ভাইরাসের টিকাগ্রহন করে উপজেলা নির্বাহী অফিসার এ কার্যক্রমের শুভ সূচনা করেন।

    এসময় উপস্থিত ছিলেন- বিরামপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র অধ্যাপক আক্কাস আলী,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহসিয়া তাবাসসুম,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোলায়মান হোসেন মেহেদী,বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান, বিরামপুর মহিলা কলেজের ভাইস পিন্সিপাল মেজবাউল ইসলাম,ডাঃ উমার উদ্দিন হাসপাতালের পরিচালক ডাক্তার ইমার উদ্দিনসহ বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান প্রমুখ।

    প্রথম দিনে ভ্যাকসিন গ্রহণ করেন মুক্তিযোদ্ধা, চিকিৎসক,শিক্ষক,বিজিবি সদস্য,সরকারি চাকুরীজীবিসহ অন্যান্য পেশার নাগরিকগণ। মোবাইল শুরক্ষা অ্যাপসের মাধ্যমে এখন পর্যন্ত ৪০জন রেজিষ্ট্রেশন করেন।

    এসময় ভ্যাকসিন গ্রহনকারীগণসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা পরিবার পরিকল্পনার কর্মকর্তারাসহ সংশ্লিষ্ট চিকিৎসক, নার্স,কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

  • তাড়াশে কোভিট ১৯ করোনা প্রতিরোধে ভ্যাকসিন গ্রহন শুরু-ভোরের কণ্ঠ।

    তাড়াশে কোভিট ১৯ করোনা প্রতিরোধে ভ্যাকসিন গ্রহন শুরু-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জের তাড়াশে  কোভিট ১৯ করোনা প্রতিরোধে ভ্যাকসিন গ্রহন শুরু হয়েছে। রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে কোভিট ১৯ করোনা প্রতিরোধে ভ্যাকসিন প্রদান কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিমের সভাপতিত্বে কোভিট ১৯ করোনা প্রতিরোধে ভ্যাকসিন দেওয়া শুরু হয়।

    জনগনের সাথে যারা সরাসরি কাজ করে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে কোভিট ১৯ করোনা প্রতিরোধে এ ভ্যাকসিন প্রদান অনুষ্ঠানে প্রথম ১০জনের মধ্যে ভ্যাকসিন গ্রহন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, থানা অফিসার ইনচার্জ ফজলে আশিক, বীর মুক্তিযোদ্ধা গাজী শামসুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, সাংবাদিক মহসীন আলী সহ অনেকে।

    পরে আরোও ১০জনসহ এ ভ্যাকসিন গ্রহন করে মোট ২০জন। এ ভ্যাকসিন প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি ওবায়দুল্লাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আকতারুজ্জামান,তাড়াশ হাসপাতালের ডাঃ মোঃ রুমনসহ অনেকে।

    কোভিট ১৯ করোনা প্রতিরোধে ভ্যাকসিন কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য পরিবার পকিল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জামাল মিয়া শোভন বলেন, যারা আজ প্রথম ভ্যাকসিন গ্রহন করলেন তারা যদি কোন অসুবিধা বোধ করেন তাহলে আপনাদের জন্য হাসপাতালের ব্যবস্থাপনায় বেডসহ যাবতীয় প্রস্তুতি ঠিক করা আছে। অনায়াসে আপনারা সেবা সুবিধা পাবেন। টিকা গ্রহনকারীরা ১ঘন্টা অপেক্ষা করে দেখেন আল্লাহর রহমতে ২০জনেরই শরীর সুস্থ আছে\ পরে সবাই বাসায় চলে যান।

  • বাগাতিপাড়ায় প্রথম করোনা ভ্যাকসিন নিলেন ডাঃ ফরিদুজ্জামান-ভোরের কণ্ঠ।

    বাগাতিপাড়ায় প্রথম করোনা ভ্যাকসিন নিলেন ডাঃ ফরিদুজ্জামান-ভোরের কণ্ঠ।

    অবশেষে নিন্দুকদের নিন্দার তোয়াক্কা না করে সারা দেশের ন্যায় নাটোরের বাগাতিপাড়ায় আনুষ্ঠানিক ভাবে করোনা ভ্যাকসিন নেওয়ার শুভ উদ্বোধন হয়েছে।

    বাংলাদেশের মাটিতে এক নতুন ইতিহাস আজ (৭ ফেব্রুয়ারী) রবিবার বেলা ১১ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ও উপজেলা প্রসাশনের সহযোগীতায় স্বাস্থ্য কমপ্লেক্স অডিটোরিয়াম রুমে করোনা ভ্যাকসিন নেওয়ার শুভ উদ্বোধন করা হয়।

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফরিদুজ্জামান প্রথম ভ্যাকসিন নিয়ে এ যাত্রার শুভ উদ্বোধন করেন। পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবসরপ্রাপ্ত পরিসংখ্যানবিদ আরশাদ আলী, মেডিকেল টেকনোলোজিষ্ট (ইপিআই) খন্দকার মোঃ আব্দুল জলিল সহ এস এম হাসান এই ভ্যাকসিন নেন।

    এ উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াঙ্কা দেবী পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল।

    আরশাদ আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ রতন কুমার সাহা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল হাদি।
    এছাড়াও ঐ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ, আনসার ভিডিপির সদস্য, রেড ক্রিসেন্টের ভলেন্টিয়াররা সহ স্থানীয় গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

    ভ্যাকসিন গ্রহনকারীরা ভ্যাকসিন গ্রহনের পর জয়বাংলা ধ্বনি দিয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং সর্বস্থরের জনগনকে ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানান।

    প্রাথমিক অবস্থায় এ উপজেলায় ১হাজার ৮’শ ৪০ জনকে করোনা ভ্যাকসিন প্রদান করা যাবে এবং ৪ সপ্তাহ পর দ্বিতীয় ডোজ দিতে হবে বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রতন কুমার সাহা।

  • ফুলবাড়ীতে কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পে কৃষি যন্ত্রাংশ বিতরণ-ভোরের কণ্ঠ।

    ফুলবাড়ীতে কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পে কৃষি যন্ত্রাংশ বিতরণ-ভোরের কণ্ঠ।

    রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল রবিবার তিনটি গ্রুপের কৃষকের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণী কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

    সকাল ১০টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা হল রুমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন।
    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার। এ সময় বক্তাগণ কৃষি কাজের জন্য কৃষি যন্ত্রাংশ বিতরণ করে কৃষকদের উপকারের দিক তুলে ধরেন।

    শেষে আনুষ্ঠানিকভাবে ১১জন কৃষকের মাঝে কৃষি যন্ত্র হিসেবে ফুটপাম্প স্প্রে মেশিন তুলে দেন অনুষ্ঠানের অতিথি মহাদ্বয়গণ।

  • উল্লাপাড়ায় সরিষার বাম্পার ফলনে আশার আলো দেখছেন কৃষক-ভোরের কণ্ঠ।

    উল্লাপাড়ায় সরিষার বাম্পার ফলনে আশার আলো দেখছেন কৃষক-ভোরের কণ্ঠ।

    উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের  উল্লাপাড়ায় এ বছর সরিষার বাম্পার ফলনে আশার আলো দেখছেন কৃষক। উপজেলার ১৪ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা এলাকায় ১৮ হাজার ৭শথ ৫০ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। এ বছরে ১৮ হাজার ৪’শ৫০ হেক্টর জমিতে সরিষা উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিলো। এবারের মোট ফলন হয়েছে ২৫ হাজার ৬থশ ৮৭ মেট্রিক টন। উৎপাদিত সরিষার মুল্য দাঁড়াবে প্রায় ১০ কোটি টাকা। কৃষি বিভাগের হিসেবে এবারের উৎপাদিত সরিষার ফলনের গড় প্রতি হেক্টর জমিতে ১.৩৭ মেট্রিক টন। বাংলাদেশে সরিষা উৎপাদনের হিসেবে উপজেলা পর্যায়ে উল্লাপাড়ার স্থান প্রথম।

    উল্লাপাড়ার পঞ্চক্রোশী ইউনিয়নের পূর্ব সাতবাড়িয়া গ্রামে সরেজমিনে সরিষার মাঠ দেখতে গেলে কথা হয় কৃষক খোরশেদ আলমের সঙ্গে। তিনি জানান, এ বছর এগার বিঘা জমিতে বারি-১৪ জাতের সরিষা চাষ করেছেন তিনি। গেল বছর এসব জমিতে সরিষা উৎপাদিত হয়েছিল বিঘা প্রতি ৫ মন। এ বছর কুয়াশা না থাকায় এবং ভালো রোদ পাওয়ায় অনেক বেশি ফলন হয়েছে তার সরিষার। প্রতি বিঘায় ৭ মন করে সরিষা ঘরে তুলছেন তিনি। এমন কথা জানালেন মাঠে উপস্থিত মজনু মিয়া, বাহারুল ইসলামসহ অনেক কৃষক।

    উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি জানান, দেশে উপজেলা পর্যায়ে সরিষা উৎপাদনে উল্লাপাড়া প্রথম স্থানে রয়েছে। এই উপজেলায় প্রায় ৫৫ হাজার কৃষক সরিষা চাষের সঙ্গে সম্পৃক্ত। উপজেলার মোহনপুর,বড়পাঙ্গাসী, উধুনিয়া, রামকৃষ্ণপুর ইউনিয়নে বেশি সরিষার চাষ হয়েছে। সাধারণত বারি-১৪, বারি-১৫, টরি-৭ ও স্থানীয় জাতের (মাঘি) সরিষার চাষ হয়। অনুকূল আবহাওয়ায় চলতি মৌসুমে সরিষার ফলন খুব ভালো হয়েছে। গেল বছর এই উপজেলায় ১৮ হাজার ৫থশ হেক্টর জমিতে সরিষা চাষ হলেও সরিষা উৎপাদিত হয়েছিল সাড়ে ২১ হাজার মেট্রিক টন। কিন্তু এ বছর উপজেলার ১৪ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা এলাকায় ১৮ হাজার ৭শথ ৫০ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। এবছরের লক্ষ্যমাত্রা ছিল ১৮ হাজার ৪শথ ৫০ হেক্টর। এবারের মোট ফলন হয়েছে ২৫ হাজার ৬থশ ৮৭ মেট্রিক টন। উৎপাদিত সরিষার মুল্য দাঁড়াবে প্রায় ১০ কোটি টাকা।

    কৃষি বিভাগের হিসেবে এবারের উৎপাদিত সরিষার ফলনের গড় প্রতি হেক্টর জমিতে ১.৩৭ মেট্রিক টন। সুবর্ণা ইয়াসমিন সুমি আরো জানান, উল্লাপাড়ায় রয়েছে মোট ৩০ টি তেল মিল। এসব মিলে উৎপাদিত তেলের বৃহৎ অংশ ক্রয় করে থাকে তীর কোম্পানী। এছাড়া মিল থেকে টিন ও বোতলজাত সরিষার তেল রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়ে থাকে। উল্লাপাড়ায় উৎপাদিত সরিষার তেল সবচেয়ে বেশি পাঠানো হয় উত্তর অঞ্চলের রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ে। ইতোমধ্যেই মাঠ থেকে সরিষা ঘরে উঠানো শুরু করেছেন চাষীরা

  • সিরাজগঞ্জের নদীগুলোতে সিস্টেম ড্রেজিং ও পুনঃ খনন কাজের উদ্বোধন-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জের নদীগুলোতে সিস্টেম ড্রেজিং ও পুনঃ খনন কাজের উদ্বোধন-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জের নলকায় ফুলজোড়, করতোয়া বাঙালী ও হুরা সাগর নদী সিস্টেম ড্রেজিং ও পুনঃ খনন কাজের উদ্বোধন করা হয়েছে।

    শনিবার (৬ ফেব্রয়ারি) সকালে সিরাজগঞ্জের নলকা এলাকায় ফুলজোড় নদীর তীরে পানি সম্পদ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার এই কাজের উদ্বোধন করেন।
    এসময় সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম, প্রকল্প পরিচালকসহ পানি উন্নয়ন বোর্ডের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
    বাংলাদেশ পানি সম্পদ মন্ত্রনালয়ের অধীনে গাইবান্ধা-বগুড়া ও সিরাজগঞ্জ জেলায় বাঙ্গালী, করতোয়া, ফুলজোড় ও হুরা সাগর নদী ড্রেজিং/পুনঃ খনন ও পার সংরক্ষণ প্রকল্পে ২১৭ কিলোমিটর নদীপথ খনন ও নদীতীর সংরক্ষণ করা হবে।
    এতে ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৩৩৫ কোটি ৬০ লাখ টাকা। বাংলাদেশ সেনাবাহিনী খনন প্রক্রিয়া বাস্তবায়ন করবে।

  • তানোর পৌরসভা নির্বাচন উপলক্ষে আ’লীগের নির্বাচনী সভা-ভোরের কণ্ঠ।

    তানোর পৌরসভা নির্বাচন উপলক্ষে আ’লীগের নির্বাচনী সভা-ভোরের কণ্ঠ।

    আসন্ন ১৪ই ফেব্রুয়ারী তানোর পৌরসভা নির্বাচন উপলক্ষে  সামনে রেখে আওয়ামীলীগের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।

    আজ(০৬ফেব্রুয়ারী) শনিবার সন্ধ্যায় তানোর গোল্লাপাড়া বাজার পার্টি অফিসে এ নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। তানোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়না।

    বিশেষ অতিথি তালন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাসেম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন, তানোর পৌর যুবলীগের সাবেক সভাপতি ইকবাল মোল্লা, যুবলীগ নেতা সাফিউল ইসলাম সাফিন,যুবলীগ মাহবুব আলম প্রমূখ সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।

    এসময় উপস্থিত নেতাকর্মী সমর্থকদের প্রতিনিয়ত খেয়ে না খেয়ে নৌকা মার্কায় ভোট চেয়ে মাঠে ঘাটে নেমে পড়ার জন্য সবাইকে আহবান জানানো হয়েছে।