Author: admin

  • চৌহালীতে মাক্স ও সামাজিক দূরত্ব নিশ্চিত না করে স্মার্ট কার্ড বিতরণ-ভোরের কণ্ঠ।

    চৌহালীতে মাক্স ও সামাজিক দূরত্ব নিশ্চিত না করে স্মার্ট কার্ড বিতরণ-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জের চৌহালীতে চলছে মাক্স ও সামাজিক দূরত্ব নিশ্চিত না করেই চলছে জাতীয় পরিচয় পত্রের স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম ।

    সারাদেশ করোনার প্রার্দুভাব থাকায় সরকারী ভাবে বলা হয়েছে “নো মাক্স নো সার্ভিস” সেই মূহুর্তে কোন প্রকার মাক্স ও সামাজিক দূরত্বের তোয়াক্কা না করেই সোমবার (৮ ফেব্রুয়ারী) উপজেলা নির্বাচন অফিসের উদ্যেগে, খাষকাউলিয়া ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে স্মার্ট কার্ড প্রদান করেন। এতে অনেকের মধ্যে করোনা ছড়িয়ে পড়ার আশংকা করছেন। পর্যায়ক্রমে অন্য ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে কার্ড বিতরণ করা হবে।

    এ বিষয়ে নির্বাচন অফিসার মোঃ হাফিজুর রহমানের নিকট জানতে চাইলে বলেন, অফিসে কোন বাজেট না থাকায় মাক্স ও স্যানিটাইজার ব্যবহার করা যাচ্ছে না।

    তিনি আরও জানান, আজ প্রায় ৭ শত স্মার্ট কার্ড বিতরন করা হবে । এসময় উপস্থিত ছিলেন অফিস সহকারী মোঃ বাহারুল ইসলাম সহ অন্যান্য ।

  • শাহজাদপুরে অনলাইন বুক শপ ‘ দরিদ্র তারকা’র উদ্বোধন-ভোরের কণ্ঠ।

    শাহজাদপুরে অনলাইন বুক শপ ‘ দরিদ্র তারকা’র উদ্বোধন-ভোরের কণ্ঠ।

    “আলোর জন্য বই, বইয়ের জন্য আমরা” এই শ্লোগানকে সামনে রেখে ‘দরিদ্র তারকা’ নামে অনলাইন বুক যাত্রা শুরু করেছে।

    বই মানুষের পরম বন্ধু আর এই বন্ধুকে কাছে পাবার সহজলভ্য উপায় হিসাবে রবিবার রাতে জানাক আয়োজনের মধ্য দিয়ে ‘ দরিদ্র তারকা’ নামের অনলাইন বুক শপ এর উদ্বোধন করা হয়েছে। প্রতিষ্ঠানটির সত্ত্বাধিকারী মাকসুদ রহমানের সঞ্চালনায় উদ্বোধনি অনুষ্ঠানে দৈনিক আমার সংবাদের শাহজাদপুর উপজেলা প্রতিনিধি জহুরুল ইসলাম, মাই টিভির উপজেলা প্রতিনিধি জাকারিয়া মাহমুদ, সময়ের আলো প্রতিনিধি নয়ন আলী, সাংবাদিক আসাদুর রহমানসহ বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    এসময় ‘দরিদ্র তারকা’ বুক শপ এর উদ্যোগক্তা মাকসুদ রহমান বলেন এই অনলাইন বুক শপের মাধ্যমে সকল প্রকার বই খুবই সহজে এবং ন্যায্য দামে পাওয়া যাবে। তিনি আরো বলেন এই বইয়ের লাভ্যংশের কিছু অংশ হত দরিদ্র ছাত্র-ছাত্রী দের জন্য নির্ধারিত থাকবে।

    এসময় উপস্থিত ছিলেন মাইটিভির শাহজাদপুর উপজেলা প্রতিনিধি জাকারিয়া মাহমুদ,দৈনিক আমার সংবাদ শাহজাদপুর উপজেলা প্রতিনিধি জহুরুল ইসলাম, দৈনিক আমার সংবাদ এর এনায়েতপুর থানা প্রতিনিধি আসাদুর রহমান।

  • শেরপুরে বিএসএফের হাতে এক বাংলাদেশী যুবক আটক-ভোরের কণ্ঠ।

    শেরপুরে বিএসএফের হাতে এক বাংলাদেশী যুবক আটক-ভোরের কণ্ঠ।

    শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার সীমান্তে বিএসএফের হাতে আক্রম হোসেন (৩০) নামে এক বাংলাদেশী যুবক আটক হয়েছে।

    আটককৃত যুবক সীমান্তবর্তী হাড়িয়াকোনা গ্রামের আব্দুল গফুরের ছেলে  ৬ ফেব্রুয়ারি শনিবার রাত ১২টার দিকে পিলার ১০৯৪-৬এস-এর সিমানা অতিক্রম করলে এই ঘটনা ঘটে।

    ৭ ফেব্রুয়ারি রবিবার দুপুরে ২ দেশের সিমান্ত বাহিনী বিজিবি ও বিএসএফের মধ্যে মেইন সিমান্ত পিলার ১০৯৩ সংলগ্ন এলাকায় এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিএসএফের ওসি অতুল কুমার ও বিজিবি এর কোম্পানী কমান্ডার ফারাজুল ইসলাম, কর্ণঝোড়া  বিওপি ক্যাম্প ইনচার্জ নায়েব সুবেদার আব্দুল লতিফ উপস্থিত ছিলেন।

    কর্ণঝোড়া বিওপি ক্যাম্প সূত্রে জানা গেছে শনিবার রাতে আক্রাম হোসেন সিমান্ত পিলার ১০৯৪-৬এর সিমানা অতিক্রম করার সময় বিএসএফ তাকে আটক করে। এ নিয়ে রবিবার দুপুরে ২ দেশের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।পতাকা বৈঠকে সিমানা অতিক্রমের অভিযোগে বিএসএফ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১ মাসের কারাদন্ডাদেশ প্রদান করেন। উভয় দেশের সিমান্ত বাহিনী টহল জোরদার করেছে।

     

  • উল্লাপাড়ায় মোবাইল ফোন ছিনতাইয়ের সময় তিন কলেজ ছাত্র আটক-ভোরের কণ্ঠ ।

    উল্লাপাড়ায় মোবাইল ফোন ছিনতাইয়ের সময় তিন কলেজ ছাত্র আটক-ভোরের কণ্ঠ ।

    উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মোবাইল ফোন ছিনতাইয়ের সময় তিন কলেজ ছাত্রকে আটক করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ।

    রোববার রাত ১১ টার সময় উপজেলার সদর ইউনিয়নে বগুড়া-পাবনা মহাসড়কে চালা গ্রামে এই ঘটনা ঘটেছে।

    জানা যায় চালা গ্রামের মোঃ শামচুল আলমের ছেলে মেহেদী হাসান মায়ের পেটে ব্যাথা উঠায় রাত ১১ টার দিকে ডাক্তার আনার জন্য হাইওয়ে সড়কে উঠলে ওই তিন ছিনতাইকারী তার গতিপথ রোধ করে কল দেয়ার কথা বলে মেহেদীর কাছে থাকা এনড্রোয়েট ফোনটি ছিনতাই করে নিয়ে যাওয়ার চেষ্টা করে।
    এ সময় মেহেদীর চিৎকারে স্থানীয় লোকজন ওই তিন ছিনতাইকারীকে আটক করে জাতীয় সেবা ৯৯৯ নম্বরে কল করে। পরে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছিনতাই হওয়া ফোন ও ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করে এবং কিশোর গ্যাং এর তিন ছিনতাইকারীকে আটক করে থানা হেফাজতে নিয়ে আসে।

    আটককৃত ছিনতাইকারীরা হলেন বেলকুচি উপজেলার আগুড়ীয়া গ্রামের মোঃ বাবু সরকারের ছেলে মোঃ আলিফ সরকার(২০),বগুড়া উপজেলার খান্দার গ্রামের আব্দুস সামাদের ছেলে মোঃ সামিউল ইসলাম,উল্লাপাড়া উপজেলার দুর্গানগর ইউনিয়নের পারমনোহরা গ্রামের মোঃ আনোয়ার হোসেনের ছেলে মোঃ জুলকার নাঈম বাঁধন।এরা তিন জনই উল্লাপাড়া বিজ্ঞান কলেজের ২য় বর্ষের ছাত্র।

    এ বিষয় নিশ্চিত করে উল্লাপারা মডেল থানার উপ-পরিদর্শক মোঃ জাহাঙ্গীর হোসেন জানান রবিবার রাত ১১ টার সময় জাতীয় সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ঘটনাস্থল থেকে ছিনতাইকারী ওই তিন সদস্যকে আটক করা হয়েছে।এ সময় ছিনতাই হওয়া ফোনটিও উদ্ধার করা হয়। সোমবার আটককৃতদের বিরুদ্ধে মামলা রজু করে জেলহাজতে পাঠানো হয়েছে।

  • নওগাঁয় ই-ট্রাফিক প্রসিকিউশন, ফাইন পেমেন্ট সিস্টেম চালু-ভোরের কণ্ঠ।

    নওগাঁয় ই-ট্রাফিক প্রসিকিউশন, ফাইন পেমেন্ট সিস্টেম চালু-ভোরের কণ্ঠ।

    অদ্য ৭/০২/২০২১খ্রিঃ তারিখে বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে নওগাঁ জেলার সুযোগ্য পুলিশ সুপার প্রকৌশলী জনাব আবদুল মান্নান মিয়া, বিপিএম মহোদয় ই-ট্রাফিক প্রসিকিউশন, ফাইন পেমেন্ট সিস্টেম উদ্বোধন করেন।

    এই সময় নওগাঁ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা, সাংবাদিক, ট্রাফিক পুলিশ, ট্রাক-ট্যাঙ্ক-লরি ও বাস শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও মোটরযান চালকরা উপস্থিত ছিলেন।

    মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার একটি অংশ হিসেবে ই-ট্রাফিক প্রসিকিউশন সিস্টেম চালু। ইউক্যাশ অ্যাপ ব্যবহার করে চালকরা নিজেরাই জরিমানার টাকা পরিশোধ করতে পারবেন অথবা ইউক্যাশ এজেন্টের দোকানে গিয়ে জরিমানার টাকা পরিশোধ করতে পারবেন।

    এতে গাড়ির কাগজ উঠাতে সময় লাগবে না। এছাড়াও, মোটরযান থেকে আদায়কৃত জরিমানা কোথায়, কিভাবে জমা হয়- এ নিয়ে জনমনে বিভ্রান্তিও দুর হবে বলে উল্লেখ করেন সম্মানিত পুলিশ সুপার।

    এই সিস্টেমে ট্রাফিক পুলিশ কোন যানবাহন ও চালকের বিরুদ্ধে মামলা দিলে মামলার ধরণ অনুযায়ী জরিমানার পরিমাণও অ্যাপ থেকে প্রিন্ট হয়ে আসবে। এ ক্ষেত্রে ট্রাফিক পুলিশ ব্যবহার করবেন একটি ই-ট্রাফিক প্রসিকিউশন ও ফাইন পেমেন্ট সিস্টেম। এতে চালকদের ভোগান্তি কমবে বলে মনে করেন গাড়িচালকরাও।

  • করোনার টিকাদান কার্যক্রমের উদ্বোধন,প্রথম টিকা নিলেন স্বাস্থ্য কর্মকর্তা-ভোরের কণ্ঠ।

    করোনার টিকাদান কার্যক্রমের উদ্বোধন,প্রথম টিকা নিলেন স্বাস্থ্য কর্মকর্তা-ভোরের কণ্ঠ।

    উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বহু কাঙ্খিত করোনা ভাইরাস (কোভিড-১৯) টিকাদান কার্যক্রমের উদ্বোধন করলেন স্থানীয় সাংসদ তানভীর ইমাম।

    ৭ ফেব্রুয়ারী রবিবার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আনোয়ার হোসেন প্রথম টিকা গ্রহন করে এই কাজের উদ্বোধন করেন।

    একই সঙ্গে টিকা নেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাহিদ হাসান খান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মাসুদ রানাসহ স্বাস্থ্য বিভাগের মাঠ কর্মীরা। এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

    উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম।

    অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আনোয়ার হোসেন, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রন) ডাক্তার আলামিন হোসেন প্রমুখ।

  • উল্লাপাড়ায় ৩’শ দুস্থর মাঝে শীতবস্ত্র বিতরণ-ভোরের কণ্ঠ।

    উল্লাপাড়ায় ৩’শ দুস্থর মাঝে শীতবস্ত্র বিতরণ-ভোরের কণ্ঠ।

    উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৩’শ জন অসহায়,দুস্থ ও দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র ( কম্বল) বিতরণ করা হয়েছে। রোববার সকালে উল্লাপাড়া উপজেলা পরিষদ চত্বরে সিরাজগঞ্জ-৪,উল্লাপাড়া আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম প্রধান অতিথি হিসেবে ওই শীতবস্ত্র বিতরণ করেন।

    উল্লাপাড়া উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে ওই শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মওদুদ আহমদ,সহকারী কমিশনার( ভূমি) মোঃ নাহিদ হাসান খান,উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না,মহিলা ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা,উল্লাপাড়া মডেল থানার ওসি দিপক কুমার দাস,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা মোঃ মাহবুবুর রহমান ভূঁইয়া,আঃলীগ ফয়সাল কাদের রুমী,উপজেলা যুবলীগের আহ্বায়ক মীর আরিফুল ইসলাম উজ্জল প্রমুখ।

  • নলডাঙ্গায় দরিদ্র কৃষকের গোয়াল ঘর আগুনে পুড়ে ছাই-ভোরের কণ্ঠ।

    নলডাঙ্গায় দরিদ্র কৃষকের গোয়াল ঘর আগুনে পুড়ে ছাই-ভোরের কণ্ঠ।

    নলডাঙ্গা(নাটোর) প্রতিনিধিঃ নাটোরের নলডাঙ্গায় অগ্নিকান্ডে সিরাজুল ইসলাম(৩৩) নামে এক কৃষকের গোয়ালঘর পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকান্ডে ১টি গাভী মারা গেছে এবং ১টি ছাগল ও ২টি ষাড় গরু পুড়ে আহত হয়েছে।

    অগ্নিকান্ডের সুত্রপাত কয়েলের আগুন থেকে বলে, জানায় এলাকাবাসী।
    রবিবার (৭ ফ্রেবুয়ারি)রাত ২টার দিকে উপজেলার পূর্বসোনাপাতিল গ্রামের এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

    নলডাঙ্গা পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর মাহবুর রহমান জানান, রবিবার রাতে উপজেলা পূর্বসোনাপাতিল গ্রামের খয়উদ্দিন খরুর ছেলে সিরাজুল ইসলাম(৩৩) গোয়াল ঘরে আগুন লেগে মহুর্তে চারদিক ছড়িয়ে যায়। স্থানীয়রা এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে একটি গাভী পুড়ে মারা যায় । এসময় একটি ছাগল ও দুটি ষাড় পুড়ে আহত হয়।

    সিরাজুল ইসলাম জানান, আগুনে পুড়ে তার প্রায় দুই লাখ টাকা মুল্যের সম্পদের ক্ষতি হয়।

     

  • শেরপুরের ঝিনাইগাতীতে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠিত-ভোরের কণ্ঠ।

    শেরপুরের ঝিনাইগাতীতে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠিত-ভোরের কণ্ঠ।

    “মুজিব বর্ষে স্বাস্থ্য খাত, এগিয়ে যাবে অনেক ধাপ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ৭ ফেব্রুয়ারি রবিবার সকালে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

    উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) রুবেল মাহমুদের সভাপতিত্বে ও উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিনের সহযোগীতায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ এসএমএ ওয়ারেজ নাইম।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান, উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা( এসিল্যান্ড) জনাল আবেদিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ একেএম বেলায়েত হোসেন।

    এ পর্যন্ত ১৫২জন ব্যক্তির রেজিষ্টেশন সম্পন্ন হয়েছে।  উক্ত টিকাদান কর্মসূচির উদ্বোধনী ১ম দিনে ৮০জনকে টিকা প্রদান করা হয়।  এ উপজেলায় প্রথমে

    স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিনকে এবং দ্বিতীয়ত ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমানকে টিকা প্রদানের মাধ্যমে উক্ত টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়।

    রেজিষ্টেশনের ভিত্তিতে প্রতিদিন টিকা প্রদান করা হবে।

  • সিরাজগঞ্জে বাস ও ট্রাকের চাপায় অন্তঃসত্ত্বা মা ও ২ শিশুর মৃত্যু-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জে বাস ও ট্রাকের চাপায় অন্তঃসত্ত্বা মা ও ২ শিশুর মৃত্যু-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জ পৌর শহর এলাকার মিরপুর মহল্লায় বাস ও ট্রাকের চাপায় অন্তঃসত্ত্বা মা ও তার দুই শিশুর মৃত্যু হয়েছে।

    এ ঘটনায় রিকশাচালক আহত হয়েছেন।
    রোববার (৭ ফেব্রুয়ারি) বেলা ১২টার সময় সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক সড়কের মিরপুর কালাচাঁদ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন- বনবাড়ীয়া সরকরি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও পৌর এলাকার মিরপুর দক্ষিণপাড়া মহল্লার মাসুদ রানার স্ত্রী রিফাত সুলতানা রুনী (৩৮), তার ছেলে ওয়াদি (১২) ও মেয়ে ছয়ফা (৬)।

    আহত অটোরিকশা চালক চান মিয়া (২৫) পৌর এলাকার একডালা স্লুইচগেট এলাকার বাসিন্দা।


    সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হামীম জানান, অন্তঃসত্ত্বা স্কুলশিক্ষিকা রুনী তার ছেলে ও এক মেয়ে ব্যাটারি চালিত রিকশায় করে শহরে যাচ্ছিলেন।

    তারা এস,বি ফজলুল হক সড়কের কালাচাঁন মোড় এলাকায় পৌঁছালে কড্ডা থেকে সিরাজগঞ্জগামী যাত্রাবাহী একটি বাস সামনের একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে তাদের চাপা দেয়।

    এতে রিকশাটি ট্রাকের পেছনে দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই শিশুসহ রুনী ও তার ছেলে ওয়াদী মারা যান।
    আহত হয় রিকশা চালক ও শিশু সয়ফা। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক শিশু ছয়ফাকে মৃত ঘোষণা করেন।

    সিরাজগঞ্জ সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আজাবুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বাসটিকে আটক করা হয়। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।