Author: admin

  • কলাপাড়ায় জমে উঠেছে পৗরসভার নির্বাচন-ভোরের কণ্ঠ।

    কলাপাড়ায় জমে উঠেছে পৗরসভার নির্বাচন-ভোরের কণ্ঠ।

    পটুয়াখালীর কলাপাড়ায় জমে উঠেছে আসন্ন পৌরসভার নির্বাচনের প্রচার-প্রচারনা।প্রতিদিন চার মেয়র প্রার্থী সহ ৪৯ জন কাউন্সিলর প্রার্থীল শতশত কর্মীরা বাড়ী-বাড়ী কিংবা দোকান-পাটে ভীর করছে ভোট প্রার্থনার জন্য । অপরদিকে, বেলা ২ টা থেকে রাত ৮ টা পর্যন্ত শব্দ যন্ত্রের মাধ্যমে বিভিন্ন গান বাজিয়ে কিংবা বিভিন্ন প্রকার শ্লোগান দিয়ে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা অব্যাহত রেখেছে ।

    পৌর শহরের ৫৩ জন প্রার্থীর পক্ষে অন্ততঃ চার শতাধিক নারী-পুরুষ হাতে লিফলেট নিয়ে এ প্রচারনায় অংশ নিচ্ছে । এ পৌরসভায় ১৪ ফেব্রুয়ারী ইভিএম পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। মোট ১২ হাজার ৮৮৩ জন ভোটার তাদের ভোটাধিকার  প্রয়োগ করবেন। এ পৌরসভায় মেয়র পদে আ’লীগ মনোনীত প্রার্থী বিপুল চন্দ্র হাওলাদার নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছে ।

    ধানের শীষ প্রতীক নিয়ে হাজী হুমায়ুন সিকদার,স্বতন্ত্র প্রার্থী হিসেবে জগ প্রতীক নিয়ে দিদার উদ্দিন আহমেদ মাসুম এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে  হাত পাখা প্রতীক নিয়ে মো.সেলিম মিয়া প্রতিদ্বন্দিতা করছেন। তবে স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ ২৬ তারিখের পর থেকে প্রচার-প্রচারনা শুরু হয় এর পরই নৌকার প্রতীকের সমর্থকরা প্রকাশ্যে গালগাল, তার স্ত্রীর মুঠো ফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা করে সকল লিফলেট,ষ্টীকার সড়কের উপর ফেলে দেয়।

    বিষয় গুলো এলাকায় ছড়িয়ে পড়লে মানুষের মধ্যে ভীতির সঞ্চার হয় ।তবে জগ প্রতিকের জনপ্রিয়তা আরো তুঙ্গে উঠেছে বলে তাহার দাবি। এ ব্যাপারে জগ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী দিদার উদ্দিন আহমেদ মাসুম আরও জানান, এ পর্যন্ত অনেক হুমকি -ধামকি এসেছে।

    জনপ্রতিনিধি হতে হলে ধৈর্য সহকারে এ গুলো মোকাবেলা করা উচিত । সে হিসেবে রিটার্নিং কর্মকর্তা বরাবরে আবেদন করা হলেও ওই বিষয়ে কোন প্রকার ব্যাবস্থা নেয়া নেয়নি। আমার সমর্থকরা টু-টা শব্দ পর্যন্ত করেনি বলে উল্লেখ করেন। তিনি আশা প্রকাশ করেন, সুষ্ঠু নির্বাচন হলে জনগন তাকেই নির্বাচিত করবেন ।

    এদিকে, বিপুল চন্দ্র হাওলাদার জগ প্রতীকের কর্মী-সমর্থকদের হামলার কথা অস্বীকার করে বলেন, জগ প্রতীকের কর্মী-সমর্থকরা নিজেরা নিজেরা গন্ডগোল করে নৌকার কর্মী সমর্থকদের উপর দোষ চাপাতে চাচ্ছে ।

  • সড়ক দুর্ঘটনায় মা ও দুই শিশু সন্তান নিহতের ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন-ভোরের কণ্ঠ।

    সড়ক দুর্ঘটনায় মা ও দুই শিশু সন্তান নিহতের ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জে স্কুল শিক্ষিকা সুলতানা রুনী ও তার দুই শিশু সন্তান সড়ক দূর্ঘটনায় নিহত হওয়ার ঘটনার বিচার ও ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে।

    মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারী) সকালে শহরের বাজার ষ্টেশন চত্বরে সরকারি প্রাথমিক শিক্ষা পরিবার এর আয়োজনে এস বি রেলওয়ে কলোনীর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস ছালাম তালুকদারের সভাপতিতে কল্যানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমজাদ হোসেনের সঞ্চালনায় এই মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সমিতির সভাপতি উদয় কুমার পাল। সাধারণ সম্পাদক মোঃ সানোয়ার হোসেন,সিরাজগঞ্জ জেলা প্রধান শিক্ষক সমাজের সভাপতি আশিষ কুমার ঘোষ।

    সিরাজগঞ্জ জেলা সহকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি আমিনুর ইসলাম, সাধারণ সম্পাদক মোঃমাসুদ রানা সহ প্রমূখ বক্তব্য রাখেন।

    এই মানববন্ধন কর্মসূচিতে নিহতের স্বজন ও জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারীরা অংশ গ্রহন করেন। এবং মানববন্ধনে নিহতদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

    মানববন্ধন কর্মসূচিতে বক্তারা সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষিকা ও তার সন্তানের নিহত হওয়ার ঘটনার সুষ্ঠ বিচার দাবি করেন। এবং দিনের বেলায় শহরের মধ্যে ট্রাক, বাস সহ ভারী যানবাহন চলাচল না করার দাবীও জানান।

    পরে তারা ৫ দফা দাবি সম্বলিত একটি স্বারক লিপি জেলা প্রশাসকের মাধ্যমে সড়ক ও সেতু মন্ত্রী বরাবর প্রদান করেন।

    উল্লেখ্য, রবিবার সকালে সিরাজগঞ্জ পৌর এলাকার মিরপুর মহল্লার কালাচাঁন মোড়ে বাস ও ট্রাকের মাঝখানে চাপা পড়ে বনবাড়ীয়া সরকরি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও পৌর এলাকার মিরপুর দক্ষিণপাড়া মহল্লার মৃত ইসাহাক তালুকদার ও মৃত ফরিদা খানমের মেয়ে এবং ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ রহমান স্ত্রী ইফরাত সুলতানা রুনী (৩৮), তার ছেলে মাশবুবুর রহমান ওয়াদী (১২) ও মেয়ে সোয়াবা রহমান (৬) নিহত হয়।

  • অস্থায়ী ঘরের স্থায়ী বাসিন্দা-ভোরের কণ্ঠ।

    অস্থায়ী ঘরের স্থায়ী বাসিন্দা-ভোরের কণ্ঠ।

    চোখে মুখে হাসির ঝলক,বুকে স্বপ্ন নিয়ে বড় হওয়া নাসির উদ্দিন(৫০)। দুই সন্তানের জনক। নিরুত্তাপ দেহ নিয়ে দিনমান চলতে থাকা নাসির উদ্দিন এখন অনেকটাই হতাশায় জীবন অতিবাহিত করছে। রায়গঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডের মৃত রওশনের বড় ছেলে সে।

    ঘরে আরও দুই ভাই আছে। আছে বোন। বাবার মরণের পরই তার সংসার ভেঙ্গে তছনস হয়ে যায়। কোন এক ঝড়ে ক্ষতি হয়ে যাওয়া সে সংসারটি আর জোড়া লাগেনি। দুই সন্তানের মুখে বাবা ডাকও শোনেনা কতদিন। পৌরসভার এ গলি ও গলিতে পলিথিন কার্টুনের বেড়া দিয়ে তৈরি অস্থায়ী ঘরেই তার এক যুগের বেশি সময় স্থায়ী বসবাস ।

    দিনের আলোয় ঘুম ভাঙ্গলেও রাত শেষ হয় না তার জীবনে। এই বয়সেও দিনের আলোয় দস্যি ছেলের মত কার্টুন তালাশ করে দোকানে দোকানে। সেটা বিক্রি করে নিজের জীবিকা অর্জনে ব্যস্ত সময় কাটায় সে। রাত হলেই একা একা অনর্গল এ কথা সে কথা বলেই নিজকে শান্তনা দেয়। দুঃখ দৈন্যতায় হারিয়ে যাওয়া জীবনটা আর ফিরিয়ে আনতে পারছে না সে। নিজের প্রিয় দুই সন্তানকেও গড়ে তুলতে অপারগ।

    প্রচন্ড শীত কিংবা ঝড়েও কোন দোকানের বারান্দায় অস্থায়ী ঘরে জীবন যাপন তার। নিয়মিত খাবার পায়না বলে দেহটাও শক্তি হারিয়ে ফেলছে।

    কেমন আছো জানতে চাইলেই বলে উঠে,তোমাদের মত না ভাই। আমি গরীব মানুষ কেমন থাকি।

    ছেলে বেলায় স্থানীয় বিদ্যাপিঠে শিক্ষা জীবন শুরু হলেও অভাবের সংসারে মাঝ পথে থেমে যায় সে অধ্যায়। কিন্তু এক সময় শহুরে থাকা নাসির উদ্দিন এখনও কথা বলেন শুদ্ধ ভাষায়।

    প্রচন্ড শীতে মাত্র একটা কম্বলের নিচে লুকিয়ে রাখা দেহটি শীতল হলেও কাউকে বলেনা তার চাহিদার কথা। পৌর সমাজের বিত্তবানরা অনেকেই তার নিকটাত্মীয় হলেও কেউই খোজ নেয় না আজকাল। আজ সন্ধ্যায় তার ছবিটি তুলতে গিয়ে দেখা গেলো সে ঘুমিয়ে আছে।

    ডাক কানে যাওয়া মাত্র উঠে বলে উঠলো ভাইরে,শরীরটা ভাল যাচ্ছে না বলেই শরীরটা আবার এলিয়ে দিলো। বিছানায়।
    এখন সে কিছুটা নেশা করে । সব ভুলে থাকার কৌশল এটা৷ অন্তত তার কাছে। সারাদিনের উপার্জন দিয়ে কিছু খাওয়া ও বাকী টাকায় নেশা।

    বৌ সংসার সন্তান সব ভুলে থাকতে চায় সে। ভালবাসার প্রসঙ্গ উঠলেই চোখের কোনে জমে উঠে জল। অপরিচ্ছন্ন হাতের তালু দিয়ে মুছে দেয় চোখের জল। সে জলে তার স্বপ্নগুলো হারিয়ে যেতে দেখে সে।

    অস্থায়ী ঘরের স্থায়ী বাসিন্দা নাসির উদ্দিনের কাছে সংসার নিজের স্বপ্ন আর আগামীর কথা জানতে চাইলে হেসে দিয়ে বলে উঠে “একটু সকাল হোক,রোদ উঠুক”।

  • পৌরসভার নির্বাচন উপলক্ষে ইউএনও সাথে সাংবাদিকদের মতবিনিময়-ভোরের কণ্ঠ।

    পৌরসভার নির্বাচন উপলক্ষে ইউএনও সাথে সাংবাদিকদের মতবিনিময়-ভোরের কণ্ঠ।

    পৌরসভার নির্বাচন উপলক্ষে ইউএনও সাথে সাংবাদিকদের মতবিনিময়

    আসন্ন পৌরসভা নির্বাচন সুষ্ঠু ও অবাধ নিরপেক্ষ করার লক্ষে শেরপুরের শ্রীবরদীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার।

    সোমবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ইউএনওথর কার্যালয়ে উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

    মতবিনিময়কালে রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার সাংবাদিকদের বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সকলের সহযোগিতা প্রয়োজন।

    নির্বাচনী কেন্দ্রগুলোতে ম্যাজিষ্ট্রেট, আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী, মোবাইল টিম সার্বক্ষণিক তদারকি করবে। এছাড়াও গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করা হবে। সকল ভোট কেন্দ্রগুলো নিরাপত্তার চাদরে ডাকা থাকবে।যাতে কোন অপৃতিকর ঘটনা না ঘটে। এসময় উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

  • তাড়াশ উপজেলা আ’লীগের সম্মেলন-সভাপতি  প্রার্থী মিলনের প্রচারণা-ভোরের কণ্ঠ।

    তাড়াশ উপজেলা আ’লীগের সম্মেলন-সভাপতি  প্রার্থী মিলনের প্রচারণা-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা আওয়ামীলীগের সম্মেলন উপলক্ষে সভাপতি প্রার্থী  আলহাজ্ব গাজী ম,ম আমজাদ হোসেন মিলন প্রচারণা মিটিং করে যাচ্ছে। আগামী ১৪ ফেব্রয়ারী ২০২১ তারিখে তাড়াশ উপজেলা আওয়ামীলীগের সম্মেলনের জন্য সোমবার সন্ধ্যার পর তালম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান আব্বাস-উজ-জামানের বাসায় কাউন্সেলরদের কাছে ভোট প্রার্থনা করেন হেভিয়েট প্রার্থী আলহাজ্ব গাজী ম,ম আমজাদ হোসেন মিলন ।

    ৬৪ সিরাজগঞ্জ ৩ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ,তাড়াশ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, উপজেলা  পরিষদের  ২বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গাজী ম,ম আমজাদ হোসেন মিলন তাড়াশ উপজেলা আওয়ামীলীগকে সু-সংগঠিত করতে, বাংলাদেশের অহংকার জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে,ডিজিটাল বাংলাদেশ গড়ার পত্যয়ে,মধ্যময় দেশে রুপান্তরিত করতে,তুনমুল নেতা কর্মীদের সুখ দুঃখে পাশে দাড়াতে কাউন্সেলরদের কাছে ভোট চান।

    এ প্রচারণা মিটিংয়ে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি সোলায়মান হোসেন বিএ, নওগা ইউনিয়নের সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদ,সগুনা ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি ও চেয়ারম্যান  ও বর্তমান সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও তাড়াশ বাজার সমিতির সভাপতিএস এম আব্দুর রাজ্জাক, মাধাইগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাধন চন্দ্র,উপজেলা আ’লীগের সদস্য মীর গফুরসহ অনেকে।

  • ৬ষ্ঠ বারের মতো সম্পাদক নিবার্চিত হলেন সহকারী অধ্যাপক শামীম হাসান-ভোরের কণ্ঠ।

    ৬ষ্ঠ বারের মতো সম্পাদক নিবার্চিত হলেন সহকারী অধ্যাপক শামীম হাসান-ভোরের কণ্ঠ।

    ভোরের কণ্ঠ প্রতিবেদকঃ ৬ষ্ঠ বারের মতো কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শামীম হাসান।

    সোমবার রাতে কলেজের শিক্ষক সাধারন কক্ষে এ নিবার্চন অনুষ্ঠিত হয়। উল্লাপাড়ার কানসোনা গ্রামের কৃতি সন্তান শামীম হাসান এর আগে টানা ৫ টার্ম শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক ছিলেন।

    বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব শামীম হাসান ২৪তম বিসিএস-এর শিক্ষা ক্যাডার। তিনি ২০০৯ সালে সরকারি আকবর আলী কলেজে প্রভাষক হিসেবে যোগদান করেন। পরে সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি পান। তিনি ২০২০ সালে মালয়েশিয়ার নটিংহাম বিশ্ববিদ্যালয় থেকে এমএ ইন এডুকেশন ডিগ্রি লাভ করেন।

    উল্লাপাড়ায় একজন সৎ ও আদর্শবান ব্যক্তি হিসেবে পরিচিত শামীম সিরাজগঞ্জে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে জড়িত।

    ভোরের কণ্ঠ প্রতিবেদকঃ ৬ষ্ঠ বারের মতো কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শামীম হাসান।

    সোমবার রাতে কলেজের শিক্ষক সাধারন কক্ষে এ নিবার্চন অনুষ্ঠিত হয়। উল্লাপাড়ার কানসোনা গ্রামের কৃতি সন্তান শামীম হাসান এর আগে টানা ৫ টার্ম শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক ছিলেন।

    বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব শামীম হাসান ২৪তম বিসিএস-এর শিক্ষা ক্যাডার। তিনি ২০০৯ সালে সরকারি আকবর আলী কলেজে প্রভাষক হিসেবে যোগদান করেন। পরে সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি পান। তিনি ২০২০ সালে মালয়েশিয়ার নটিংহাম বিশ্ববিদ্যালয় থেকে এমএ ইন এডুকেশন ডিগ্রি লাভ করেন।

    উল্লাপাড়ায় একজন সৎ ও আদর্শবান ব্যক্তি হিসেবে পরিচিত শামীম সিরাজগঞ্জে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে জড়িত।

  • দিনাজপুর বিরামপুর সীমান্ত এলাকা থেকে তিন রোহিঙ্গা আটক-ভোরের কণ্ঠ।

    দিনাজপুর বিরামপুর সীমান্ত এলাকা থেকে তিন রোহিঙ্গা আটক-ভোরের কণ্ঠ।

    দিনাজপুরের বিরামপুর সীমান্ত এলাকায় শিশুসহ একই পরিবারের তিন রোহিঙ্গাকে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

    সোমবার দুপুরে উপজেলার বিনাইল ইউনিয়নের দেশমা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল শরিফ-উল্লাহ আবেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিন রোহিঙ্গা হলেন, মজিবর হোসেন (২৭), স্ত্রী সাদেকুন নাহার (২৪) এবং শিশু রহমত হোসেন (৫)। ওই তিন জন মিয়ানমান থেকে পালিয়ে এসে বাংলাদেশ রোহিঙ্গা ক্যাম্পে ছিলেন বলে তারা জানিয়েছেন।

    স্থানীয় বিনাইল ইউনিয়নের ২নং সংরক্ষিত মহিলা আসনের সদস্য মাকসুদা বেগম বলেন,সকালে দেশমা বাজার এলাকায় নিজ বাড়ি থেকে বেরিয়ে দেখি এক শিশুসহ একই পরিবারের তিন জন রাস্তার পাশে বসে আছে। এসময় তাদের ঠিকানা জিজ্ঞেস করলে তারা কিছু বলতে পারেনি। তিনি বলেন,এসময় তাদের উদ্ধার করে বাড়িতে নিয়ে এলে স্থানীয় আনোয়ার হোসেন নামের এক শিক্ষক জানায় তারা রোহিঙ্গা। পরে বিষয়টি নিশ্চিত করতে স্থানীয় বিনাইল চেয়ারম্যানের মাধ্যমে পুলিশ ও বিজিবিকে জানানো হয়।

    স্থানীয় বিনাইল ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন,ওই তিন রোহিঙ্গার আসার খবরে সেখানে গিয়ে তাদের কথা শুনে মনে হয়েছে তারা মিয়ানমান এলাকা থেকে এসেছে। পরে বিয়টি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিনায়ককে জানালে তিনি এক দোভাষিকে পাঠিয়ে দেন। পরে ২৯ বিজিবি আওতা ভুক্ত স্থানীয় চৌঠা বিজিবি ক্যাম্পে ওই রহিঙ্গাদের নিয়ে যান বিজিবি সদস্যরা।

    এবিষয়ে জানতে চাইলে ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল শরিফ উল্লাহ আবেদ বলেন, বিরামপুর দেশমা এলাকায় শিশুসহ তিন রোহিঙ্গা আটকের খবর পেয়ে সেখানে এক দোভাষিকে পাঠিয়ে তাদের সাথে কথা বলে এবং রহিঙ্গা ক্যাম্পে খোঁজ নিয়ে জানাগেছে তারা রোহিঙ্গা। প্রাথমিক ভাবে তারা স্বীকার করেছে তারা এ এলাকায় বসবাসের উদ্দেশে সীমান্তে এসেছিলেন।

    তিনি বলেন, এখোনো বোঝা যাচ্ছেনা তারা কোথা থেকে এসেছিলেন কি উদ্দেশ্যে। বিস্তারিত তথ্যের জন্য রহিঙ্গা ক্যাম্পে ম্যাসেস পাঠানো হয়েছে,সেখান থেকে ম্যাছেজ এলেই বিস্তারিত জানা যাবে। এর পর আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের ব্যাবস্থা নেওয়া হবে।

     

  • মরহুম মিজানুর স্মৃতি পরিষদের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্টে ফাইনাল খেলা-ভোরের কণ্ঠ।

    মরহুম মিজানুর স্মৃতি পরিষদের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্টে ফাইনাল খেলা-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জের সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের বনবাড়ীয়াতে সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম মিজানুর রহমান মিজান স্মরণে- স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ।

    উক্ত অনুষ্ঠানে, এক হাজার মাস্ক বিতরণ করা সহ আতশবাজি, অতিথিদের ফুলেল শুভেচ্ছা প্রদান, আলোচনা সভা, বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়েছে।

    রবিবার ৭ ফেব্রুয়ারি রাতে চর বনবাড়ীয়া মাঠে বনবাড়ীয়া উদীয়মান যুব সংঘ আয়োজন অনুষ্ঠানে,সদর উপজেলার ৯ নং কালিয়া হরিপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আব্দুর রশিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ ফেরদৌস আলম।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাহান আরা উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক মোঃ জহুরুল ইসলাম , ৯ নং কালিয়া হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন-সম্পাদক মোঃ হাফিজুর ইসলাম , ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ জাকির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ বাবু মন্ডল, বাঘাবাড়ী ইউনিয়ন পরিষদের সচিব আবদুল হালিম, কাজিপুর শাখার সোনালী ব্যাংক সিনিয়র অফিসার নিতাই চন্দ্র সাহা, বিশিষ্ট সমাজসেবক মোঃ সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক মোঃ রাশেদ আহমেদ,বিশিষ্ট সমাজসেবক , মোঃ সুলতান মোবিন, মোঃ ফিরোজ আল হেলাল, মোঃ আব্দুর রাজ্জাক , সিরাজগঞ্জ রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়ন সহ -সভাপতি মোঃ বাবুল সেখ, মোঃ ছানোয়ার হোসেন , কৃতি খেলোয়াড় জহুরুল ইসলাম , মোঃ রাজু আহমেদ , মোঃ সুমন আহমেদ ,কালিয়া হরিপুর ছাত্র লীগের সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমান আরিফ প্রমূখ৷

    বক্তরা বলেন,মরহুম মিজানুর মিজান চেয়ারম্যানের বর্ণাঢ্য জীবনী সম্পর্কে আলোকপাত করেন। প্রতি বছরে খেলোয়াড় মাধ্যমে তার স্মৃতি ধরে রাখতে আশা ব্যক্ত করেন। মাদক মুক্ত করতে তরুণ, যুবকদেরকে খেলাধূলা ও সাহিত্য-সাংস্কৃতি চর্চা করে, সোনার বাংলা গড়তে হবে।

    অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতার করেন এবং স্বাগত বক্তব্য রাখেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী মোঃ আব্দুর রাজ্জাক দেওয়ান ।

    সঞ্চালনায় করেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডাঃ এস এম, আল আমিন হুসাইন । পরিচালনা করেন মোঃ শফি আহমেদ । অনুষ্ঠানে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। অনুষ্ঠানে বিপুল দর্শক শ্রোতাদের উপস্থিতি পরিলক্ষিত হয়।

  • সিরাজগঞ্জে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-ভোরের কণ্ঠ।

    ভোরের কণ্ঠ প্রতিবেদকঃ সিরাজগঞ্জে ১০ কেজি গাঁজাসহ আব্দুস সোবাহান(৩১) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটিলিয়ান র‍্যাব-১২’র সদস্যরা।

    জানা যায় ঢাকা-রাজশাহী মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে হানিফ পরিবহনের একটি হিনোকোচে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।এ সময় তার কাছে থাকা ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
    সোমবার সকালে র‍্যাব-১২’র সহকারি পুলিশ সুপার মিডিয়া অফিসার মহিউদ্দিন মিরাজ এ তথ্য নিশ্চিত করেন।আটককৃত সোবাহান চাঁদপুরের হাইমপুর থানার মোয়াজ্জেম পুর গ্রামের বাসিন্দা।

    র‍্যাবের-১২’র পক্ষ এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত মহাসড়কে চেকপোস্ট বসিয়ে হানিফ পরিবহনের একটি হিনোকোচে তল্লাশি চালিয়ে ১০ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। এ সময় মাদক ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত একটি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে।

    আটককৃতর বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করে হয়েছে। তার বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

  • ফুলবাড়ীতে এক ভ্যান চালক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার-ভোরের কণ্ঠ।

    ফুলবাড়ীতে এক ভ্যান চালক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার-ভোরের কণ্ঠ।

    দিনাজপুরের ফুলবাড়ীতে রফিকুল ইসলাম(৩২) নামের ঝুলন্ত অবস্থায় এক ভ্যান চালক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

    উপজেলার শিবনগর ইউনিয়নের মধ্য সুলতানপুর গুচ্ছ গ্রামে নিজ ঘর থেকে ওই যুবকের লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ।

    নিহত রফিকুল ইসলাম ঐ এলাকার আব্দুস সাত্তার মন্ডলের ছেলে। সে পেশায় একজন ভ্যান চালক ছিলেন। নিহত র‌ফিকুলের বোন আ‌মেনা বেগম বলেন,সোমবার সকা‌লে তার উঠানে রোপনকৃত সব‌জি গাছ দেখভাল কর‌তে গে‌লে, ঘ‌রের দরজা বন্ধ দে‌খে তাকে ডাকা ডা‌কি ক‌রে।

    সাড়া শব্দ না পে‌য়ে দরজার ফু‌টো দি‌য়ে ভা‌ইয়ের ঝুলন্ত লাশ দেখ‌তে পান। সা‌রেজ‌মি‌নে দেখা যায়, ঘ‌রের বর্গার সা‌থে লাইল‌নের নতুন দ‌ড়ি‌তে  ঝুল‌ছে র‌ফিকুল ইসলা‌মের লাশ। গা‌য়ে জ্যা‌কেট ও পা‌য়ে‌ জুতো পরা আ‌ছে।

    ফুলবাড়ী থানার অ‌ফিসার‌ ইনচার্জ মোঃ ফখরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার ক‌রে ব‌লেন, খবর পে‌য়ে ঘটনাস্থ‌লে পু‌লিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে। থানার উপ-প‌রিদর্শক এসআই রেজাউল ক‌রিম জানান,’ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধা‌রের পর ময়না তদ‌ন্তের জন্য দিনাজপুর এম আব্দুর র‌হিম মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে পাঠা‌নো হয়েছে।

    তবে প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা বলে ধারনা করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকেও কোন অভিযোগ নেই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।