Author: admin

  • শেরপুরের নালিতাবাড়ীতে বালু উত্তোলনের সময় শ্রমিকের মৃত্যু-ভোরের কণ্ঠ।

    শেরপুরের নালিতাবাড়ীতে বালু উত্তোলনের সময় শ্রমিকের মৃত্যু-ভোরের কণ্ঠ।

    শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পাহাড়ী চেল্লাখালী নদী থেকে অবৈধভাবে গর্ত করে বালু উত্তোলণের সময়  গভীর গর্তে বালুচাপায় রিপন মিয়া (৩৫) নামের এক বালু শ্রমিক নিহত হয়েছে। বুধবার (১০ ফেব্রুয়ারী) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার সীমান্তবর্তী বুরুঙ্গা পোড়াবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিপন পার্শ্ববর্তী আন্ধারু পাড়া গ্রামের মৃত- হরমুজ আলীর ছেলে।

    এলাকাবাসী জানায়, প্রশাসনের নিষেধাজ্ঞা সত্বেও উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা পোড়াবাড়ী সীমান্ত এলাকার চেল্লাখালী নদী তীরবর্তী সমতল ভুমি গর্ত করে শ্যালু মেশিনের ড্রেজার দিয়ে বালু উত্তোলণ করছিল স্থানীয় মাজম আলী নামে এক বালু ব্যবসায়ী। বুধবার সন্ধ্যা সাতটার দিকে প্রায় ২০ ফুট গভীর থেকে বালু উত্তোলণের সময় গর্তের পাড় ধ্বসে ভূ-গর্ভে চাপা পড়ে বালু শ্রমিক রিপন মিয়া। এসময় দ্রুত অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করতে ব্যর্থ হয়। পরে রাত আটটার দিকে বালু শ্রমিক রিপন মিয়া বালু চাপা পড়ার বিষয়টি প্রকাশ হয়ে পড়লে স্থানীয়রা রিপনকে উদ্ধার করতে ঘটনাস্থলে যান।

    এদিকে, খবর পেয়ে পাশ্ববর্তী ঝিনাইগাতী উপজেলার ফায়ার সার্ভিস   ঘটনাস্থলে ছুটে আসেন। তারা প্রায় তিন ঘন্টা টানা চেষ্টার পর রাত পৌণে দশটার দিকে গর্তের পানি অপসারণ করে নিহত বালু শ্রমিক রিপনকে উদ্ধার করেন ।

    স্থানীয় পোড়াগাঁও ইউপি চেয়ারম্যান আজাদ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নদীর তীরে গভীর গর্ত খুঁড়ে বালু উত্তোলণ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

    এ ব্যাপারে নালিতাবাড়ী থানা অফিসার ইনচার্জ (ওসি) বছির আহমেদ বাদল জানান, নিহত রিপনের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

  • অতিরিক্ত পুলিশ কমিশনার সালমা বেগমের বিদায় সংবর্ধনা-ভোরের কণ্ঠ।

    অতিরিক্ত পুলিশ কমিশনার সালমা বেগমের বিদায় সংবর্ধনা-ভোরের কণ্ঠ।

    রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মোছাঃ সালমা বেগম পিপিএম মহোদয়ের এন্টি টেররিজম ইউনিট, বাংলাদেশ পুলিশে বদলি হওয়ায় আজ ১১ ফেব্রুয়ারি ২০২১ তারিখ বিকেল ০৩ টায় আরএমপি সদর দপ্তর কনফারেন্স রুমে বদলীজনিত বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন আরএমপির সম্মানিত পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক মহোদয়।

    উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) জনাব মোঃ সুজায়েত ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মোঃ রশীদুল হাসান পিপিএম সহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ।

    বিদায় অনুষ্ঠানে সম্মানিত পুলিশ কমিশনার মহোদয় বিদায় অতিথির হাতে সম্মননা ক্রেস্ট তুলে দেন। একই সময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশে সদ্যযোগদানকৃত অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব মোঃ মজিদ আলী বিপিএম মহোদয়কে সম্মানিত পুলিশ কমিশনার মহোদয় ফুল দিয়ে বরণ করেন।

  • উল্লাপাড়াশ পাঁকা রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করলেন এসএম নজরুল ইসলাম-ভোরের কণ্ঠ।

    উল্লাপাড়াশ পাঁকা রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করলেন এসএম নজরুল ইসলাম-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার পুনরায় নবনির্বাচিত মেয়র এস, এম নজরুল ইসলাম পৌরসভার তিনটি এলাকায় তিনটি পাাঁকা রাস্তা (সি সি ঢালাই) করণ শুভ উদ্বোধন করেন।

    বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি -২০২১) সকালে পৌরসভার (১)বিজ্ঞান কলেজের সামনে হইতে ডি এনকে তৌহিদুলের বাড়ি পর্যন্ত রাস্তা (২)চর ঘাটিনা ময়নাল কমিশনারের বাড়ির রাস্তা হইতে মসজিদ পর্যন্ত রাস্তা নির্মান ও(৩)শ্রীফলগাঁতী জামে মসজিদের রাস্তার ঢালাই কাজের সময় পৌরসভার সচিব, কাউন্সিলর বৃন্দ সহ এলাকার গণ্য মান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

    এ সময় তিনি বলেন আপনাদের দোয়ায় অশেষ মেহের বাণীতে আবার আপনাদের মাঝে আপনাদের খেদমত করার জন্য করার জন্য আল্লাপাক আমাকে আবার নির্বাচিত করেছে।

    আমার অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করতে চাই।আপনারা আমাকে সহযোগিতা করবেন। যতদিন বেচে আছি ততোদিন আপনাদের মাঝে বেচে থাকতে চাই।

  • কৃষকের মুখে দুঃশ্চিন্তার ছাঁপ কোল্ড ইনজুরিতে আক্রান্ত ধানের বীজতলা-ভোরের কণ্ঠ।

    কৃষকের মুখে দুঃশ্চিন্তার ছাঁপ কোল্ড ইনজুরিতে আক্রান্ত ধানের বীজতলা-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জে শীত ও ঘনকুয়াশার কারণে যমুনার দুর্গম চরাঞ্চলসহ শাহজাদপুর উপজেলার বিভিন্ন স্থানে ইরি-বোরো ধানের বীজতলা কোল্ড ইজনুরিতে আক্রান্ত হয়ে বিবর্ণ রূপ ধারণ করেছে।

    এছাড়া অনেক স্থানের বীজতলায় জৈবসার প্রয়োগে তারতম্যতা, মাটি সঠিকভাবে পচাঁতে না পারা, নিয়মিত পরিচর্যা ও উর্বরা শক্তির অভাবে এবং স্বাভাবিকের চেয়ে অনেক বেশি সময় ধরে বীজতলায় চারা রাখার ফলে তা নষ্ট হয়ে যাচ্ছে। ক্ষতিগ্রস্থ কৃষকেরা ইরি-বোরো ধানের বীজতলা থেকে কুয়াশার পানি অপসারণ করে পলিথিন দিয়ে ঢেকে তা রক্ষা করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন।

    অনেকে আবার অন্যত্র থেকে ধানের চারা ক্রয় করে জমিতে রোপন করতে শুরু করেছেন। এসব কারণে ক্ষতিগ্রস্থ কৃষকের মুখে দুঃশ্চিন্তার ছাঁপ পরেছে।
    বৃহস্পতিবার দুপুরে উপজেলার পোরজনা ইউনিয়নের জামিরতা জোতপাড়া মহল্লার শহিদ আলী ফকির, পরশ শেখ, চরবাছরার হেকমত আলী, হাবিবুল্লাহনগর ইউনিয়নের মোক্তার হোসেন, ইসলামপুর ডায়ার আব্দুস সাত্তার, মজিবর রহমানসহ বেশ কয়েকজন কৃষক জানান, ‘বিগত বছরগুলোতে ৪০/৪৫ দিনেই তাদের বীজতলার চারাগাছ ৫ থেকে ৮ ইঞ্চি লম্বা ও সবুজ সতেজ হয়ে উঠলেও শীত ও কুয়াশার কারণে এবার চারাগাছের স্বাভাবিক বৃদ্ধি ঘটেনি।

    ফলে বাধ্য হয়ে তাদের ৬০/৬৫ দিন পর এমনকি ৯০ দিন পরও চারা উত্তোলন করতে হচ্ছে । অনেকের বীজতলা পুরোপুরি নষ্ট হয়ে যাওয়ায় সাড়ে ৩’শ টাকায় ১’শ আটি (শতকরা হারে) ধানের চারা কিনতে হচ্ছে। কোল্ড ইনজুরিসহ নানা কারণে পোতাজিয়া, কায়েমপুর, পোরজনা, সোনাতুনীসহ উপজেলার প্রত্যেক ইউনিয়নেই কমবেশি বীজতলার চারাগাছ ক্ষতিগ্রস্থ হলেও এলাকার কোথাও এখনও চারার সংকট সৃষ্টি হয়নি বলে কৃষকেরা জানিয়েছেন।থ

    উপজেলার সোনাতুনী ইউনিয়নের দুর্গম বাঙালা চরের তাহাজ ব্যাপারির ছেলে কৃষক আব্দুস সালাম জানান, ‘বাঙালা চরে ৩ বিঘা জমিতে ধান আবাদের জন্য ২০ কেজি ধানের চারা বুঁনেছিলাম। কিন্তু কুয়া’য় (কুয়াশা) সব নষ্ট করে দিলো। তাই বাইরে থেকে চারা কিনছি। বাঙালা চরের বেশিরভাগ কৃষকের বীজতলাই নষ্ট হয়ে যাওয়ায় আমরা ক্ষতিগ্রস্থ্য কৃষকেরা দুঃশ্চিন্তার মধ্যে রয়েছি।থ

    এ বিষয়ে শাহজাদপুর কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আব্দুস সালাম বলেন, ‘শাহজাদপুর উপজেলার ১১থশ ৬০ হেক্টর জমিতে এবার বীজতলা তৈরি করেছে কৃষকেরা। কোল্ড ইনজুরিতে বীজতলার তেমন ক্ষতি হয়নি। স্থানীয় কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের এ বিষয়ে প্রয়োজনীয় পরামর্শসহ সার্বিক সহযোগীতা করা হচ্ছে।

  • উল্লাপাড়ায় বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের উদ্যোগে কম্বল বিতরণ-ভোরের কণ্ঠ।

    উল্লাপাড়ায় বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের উদ্যোগে কম্বল বিতরণ-ভোরের কণ্ঠ।

    ভোরের কন্ঠ প্রতিবেদকঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের উদ্যোগে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে সলপ ইউনিয়নের কানসোনা ও বেলকুচির খামার উল্লাপাড়া গ্রামের ২ শতাধিক অসহায় দুস্থ মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।

    সলপ ইউনিয়নের কানসোনা গ্রামের বিশিষ্ট কথা সাহিত্যিক বীর মুক্তিযোদ্ধা ইসহাক খাঁনের বাসভবনে শীতবস্ত্র বিতরণের পূর্বে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট গীতিকার, চলচিত্র প্রযোজক আলহাজ্ব শেখ শাহ্ আলম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সলপ ইউপি চেয়ারম্যান প্রকৌশলী শওকাত ওসমান, বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক শ্যামলী খাঁন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক খাঁন, বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের স্বাস্থ্য বিষয়ক সম্পাদন সালেহা খাতুন, অর্থ সম্পাদক আলভী সরকার, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মেহেদী পারভেজ, শিক্ষা ও পাঠাগার সম্পাদক উত্তম কুমার সূত্রধর।

  • তারেক রহমানসহ বিএনপি’র নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলায় সাজা, প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ সমাবেশ-ভোরের কণ্ঠ।

    তারেক রহমানসহ বিএনপি’র নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলায় সাজা, প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ সমাবেশ-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জ প্রতিনিধিঃ তারেক রহমানসহ বিএনপি’র নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক মামলায় সাজা প্রতিবাদে সিরাজগঞ্জে জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    বিএনপি’র কেন্দ্রীয় কর্মসুচীর অংশহিসেবে বৃহস্পতিবার সকাল ১১টায় সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে পৌর শহরের ইবি রোড এর দলীয় কার্যালয়ে সামনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    জেলা বিএনপি’র সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা’র সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

    জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট এর পরিচালনায় এ বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ন-সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ খান হাসান,সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান ও জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি আনোয়ার হোসেন রাজেশ প্রমুখ।

    শেষে সদ্য কারামুক্ত জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়েসকে জেলা বিএনপির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু তাকে ফুলের মালা দিয়ে সংবর্ধিত করেন।

    এ সময় বিএনপিসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

  • ফুলবাড়ীতে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত-ভোরের কণ্ঠ।

    ফুলবাড়ীতে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত-ভোরের কণ্ঠ।

    ফুলবাড়ি(দিনাজপুর)প্রতিনিধিঃ“আপনাদের পুলিশ আপনাদের পাশে,তথ্যদিন সেবা নিন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জনগনের দোড় গোড়ায় সেবা পৌছে দেয়ার লক্ষে দিনাজপুরের ফুলবাড়ীতে থানা পুলিশের উদ্যোগে বীট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের সভা কক্ষে পৌর বীট পুলিশিং এর আয়োজনে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব রটনা,মিথ্যা প্রচার, সাইবার বুলিং,কিশোর গ্যাং ও নারীদের প্রতি ডিজিটাল ভায়োলেন্স প্রতিরোধে,সচেতন করতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

    সমাবেশে ফুলবাড়ী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ফখরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা ভাইস চেয়ারম্যন মঞ্জু রায় চোধুরী।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিরু ছামছুন্নাহার,জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোজাম্মেল হক, পৌর কাউন্সিলর মামুনুর রশিদ চৌধুরী।এতে অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার,ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওয়াহেদুল ইসলাম ডিফেন্স, সিনিয়র সাংবাদিক রজব আলী, পৌর ছাত্রলীগের সভাপতি মুশফিকুর রহমান রিয়াদ,জিএম পাইলট উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আবু মুসা, এসআই আব্দুস সাত্তার প্রমুখ।

    সমাবেশে সম্প্রতিক সমাজের ব্যাধী হিসেব দেখা দেয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব রটনা,সাইবার ক্রাইম, জঙ্গিবাদ ও মাদক প্রতিরোধে সকলকে ঐক্য বদ্ধ ভাবে কাজ করার আহবান জানান বক্তারা।

  • উল্লাপাড়ায় খেলার মাঠ দখল করে চলছে ফসল মাড়াইয়ের কাজ-ভোরের কণ্ঠ।

    উল্লাপাড়ায় খেলার মাঠ দখল করে চলছে ফসল মাড়াইয়ের কাজ-ভোরের কণ্ঠ।

    ভোরের কণ্ঠ প্রতিবেদকঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় খেলার মাঠ দখল করে চলছে ফসল মাড়াইয়ের কাজ।ছেলে মেয়েদের খেলাধূলা বন্ধ করে এমন কাজ করছে স্থানীয় প্রভাবশালী দখলদারেরা।

    জানা যায়  উধুনিয়া ইউনিয়নের দত্তখারুয়া গ্রামের খেলার মাঠটি দীর্ঘদিন ধরে দখল করে সেখানে মৌসুমী ফসল মাড়াইয়ের স্থান হিসেবে ব্যবহার করছে স্থানীয় কিছু প্রভাবশালীরা। আর এতে গ্রামের ছাত্র ও যুবকেরা কোন ধরনের খেলাধুলা বা শরীরচর্চামূলক কর্মকান্ড করতে পারছেন না। একদিকে ভেঙ্গে পড়ছে কিশোর ও যুবকদের মন অন্যদিকে মাঠটি বেদখল করছে কিছু প্রভাবশালী মানুষ। এ বিষয়টি দ্রুত সমাধান নাহলে গ্রামের সাধারন মানুষের মধ্য গোলযোগের আশঙ্কায় রয়েগেছে। মাঠটি দখলদারদের হাত থেকে রক্ষা করার জন্য গ্রামের যুব সমাজ উল্লাপাড়া উপজেলা প্রশাসন বরাবর আবেদন করেছে।

    ইতোপূর্বে গ্রামের যুব সম্প্রদায়ের আবেদনের প্রেক্ষিতে উপজেলা ভূমি অফিস থেকে সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাহিদ হাসান খান সরকারি মাঠটি পরিমাপ করে সেখানে গ্রামবাসীর ফসল মাড়াইসহ ব্যক্তিগত সকল কর্মকান্ড বন্ধের নির্দেশনা সূচক একটি সাইনবোর্ড সেটে দিয়েছে। কিন্তু মাঠ দখলকারীরা সরকারি নির্দেশনা মানছেন না।

    দত্তখারুয়া গ্রামের যুব সম্প্রদায়ের পক্ষ থেকে মোঃ রজব আলী অভিযোগ করেন, তাদের এই খেলার মাঠটি বহু প্রাচীন। জেলা প্রশাসকের নামে এটি তফশীলভুক্ত। এখানে শুধু গ্রামের ছেলেরা খেলাধুলা করে না। উপরোন্ত এই মাঠে পার্শ্ববর্তী গ্রামগুলো লোকজনও ফুটবলসহ নানা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকে। কিন্তু এই গ্রামের হাজী মজনু মিয়া,আমজাদ হোসেন,আব্দুল লতিফ,রাজু আহম্মেদ,জিন্নাহ মিয়া, মোজাম হোসেন,মোমিন মাষ্টার ও আব্দুল লতিফসহ বেশ কিছু কৃষক ৪/৫ বছর ধরে মাঠটি দখল করে মাঠের পুরো ঘাস তুলে ফেলে সরিষা মৌসুমে সরিষা, ধানের মৌসুমে ধান মাড়াই ও শুকানোর কাজ করে আসছে। ফলে ছেলেদের এই মাঠে সব ধরনের খেলাধুলা বন্ধ হয়ে গেছে। গেল বছরের শেষের দিকে এ ব্যাপারে উপজেলা ভূমি অফিসে একটি অভিযোগ  দেওয়া হলে  ভূমি অফিস স্থানীয় ইউনিয়ন ভূমি অফিসের সহযোগিতায় মাঠটি পরিমাপ করে সীমানা নির্ধারণ এবং এই মাঠ ব্যক্তিগত কোন কাজে ব্যবহার করা থেকে বিরত রাখার জন্য নির্দেশনামূলক একটি সাইনবোর্ড সেটে দেওয়া হয়। কিন্তু তারপরেও সরকারি নির্দেশনা উপেক্ষা করে গ্রামের মাঠ দখলকারী ব্যক্তিগণ যথারীতি চলমান সরিষা মৌসুমে এখানে সরিষা মাড়াই ও শুকিয়ে ঘরে তোলার কাজ করে যাচ্ছেন।

    আর এতে গ্রামের ছেলেরা খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। রজব আলী জানান, তিনি আবারোও চলতি জানুয়ারী মাসের প্রথম সপ্তাহে উপজেলা ভূমি অফিসে  এ ব্যাপারে অভিযোগ পত্র দিয়েছেন।

    এ ব্যাপারে অভিযুক্ত হাজী মজনু মিয়া ও আব্দুল লতিফ গংদের সাথে কথা হলে তারা জানান, গ্রামের অপর ব্যক্তিদের সঙ্গে তারা বিভিন্ন মৌসুমে এই মাঠে ফসল মাড়াই ও শুকানোর কাজ করে থাকেন। বাড়িতে জায়গা না থাকায় বাধ্য হয়ে বছরের কিছু সময় মাঠটি তারা ব্যবহার করে থাকেন। এসময় খেলাধুলা বন্ধ থাকে।

    এ বিষয়ে উল্লাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাহিদ হাসান খান কথিত খেলার মাঠটি গ্রামবাসীর ব্যক্তিগত কাজে ব্যবহারের কথা নিশ্চিত করে জানান, দ্বিতীয় দফায় তিনি গ্রামের যুবসম্প্রদায়ের পক্ষ থেকে আরো একটি অভিযোগপত্র পেয়েছেন। দ্রুত তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

  • কন্যা সন্তানের মা হলেন ভোরের কণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার স্মৃতি রাণি।

    কন্যা সন্তানের মা হলেন ভোরের কণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার স্মৃতি রাণি।

    কন্যা সন্তানের মা হলেন ভোরের কণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক স্মৃতি রাণি। এ ছাড়াও সে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত গর্ভ রেজিঃ নং এস – ৪৪৮৯(৫৯০) / ০৫ ঢাকা বিভাগ মহিলা বিষয়ক সম্পাদিকা ও ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা ও দেশের খবর লাইভ, ডেইলি টাইম ডেস্ক এর স্টাফ রিপোর্টার এবং রুপান্তর টেলিভিশন এর ক্রাইম রিপোর্টার সাংবাদিক স্মৃতি রানি।

    ঢাকা জেলার সাভার থানার ৯ নং ওয়ার্ডের উলাইল মাদ্রাসার মোড় তার বাসা বাড়িতে ৭ ই ফেব্রুয়ারি রবিবার দিবাগত রাত ১২:৪৭ মিনিটে পৃথিবী আলোকিত করেন।

    গতকাল মঙ্গলবার বিকাল ০৫:১০ মিনিটে রুপান্তর টিভির চেয়ারম্যান স্যার সম্মানিত জনাব রফিকুল ইসলাম রনি ও রুপান্তর টিভির স্টাফ রিপোর্টার মোঃ বিল্লাল হোসেন তার নবজাতক মেয়ে সন্তানকে দেখতে আসেন।

    বাংলাদেশ রিপোর্টার ক্লাব ঢাকা বিভাগ মহিলা বিষয়ক সম্পাদিকা স্মৃতি রানির দ্বিতীয় কন্যা সন্তান।

    স্মৃতির পরিবারের সুত্রে জানা গেছে, নবাগত সন্তান ও সাংবাদিক স্মৃতি রানি দু’জনেই ভালো আছেন।

    সাংবাদিক স্মৃতির মেয়ের জন্য দেশবাসীর কাছে আর্শীবাদ ও দোয়া কামনা করেছেন।

     

  • কুয়াকাটায় মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ-ভোরের কণ্ঠ।

    কুয়াকাটায় মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ-ভোরের কণ্ঠ।

    কুয়াকাটার আলীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দায়েরকৃত মিথ্যা চাঁদাবাজির মামলায় উদেশ্যমূলক প্রতিবেদন দিয়ে ফাঁসানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    মহিপুর থানা শ্রমিক লীগ সভাপতি আবুল কালাম ফরাজী জামিনে মুক্তির পর মঙ্গলবার শেষ বিকেলে তিন শতাধিক মটোরসাইকেল শোভাযাত্রায় তাকে পটুয়াখালী থেকে আলীপুরে নিয়ে আসা হয়।


    এসময় তারা মহিপুর ও আলীপুর বন্দরে বিক্ষোভ করে চাঁদাবাজির মামলাকে মিথ্যা আখ্যায়িত করেন। আদালতের নিযুক্ত তদন্ত কর্মকতা লতাচাপলী ইউপি চেয়ারম্যান আনছার উদ্দিন মোল্লার জোগসাজসে মামলাটি করা হয়েছে বলে দাবি করা হয়।

    বিক্ষোভ শেষে আলীপুর চৌরাস্তায় লতাচাপলী ইউনিয়ন শ্রমিক লীগ সভাপতি ইয়াকুব হাওলাদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জামিনে মুক্ত মহিপুর থানা শ্রমিক লীগ সভাপতি আবুল কালাম ফরাজী, মহিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. খলিলুর রহমান, লতাচাপলী ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আবু সাইদ ফকির, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন বিপ্লব, কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদ এম এ বারী আজাদ, কুয়াকাটা পৌর শ্রমিক লীগের সভাপতি আব্বাছ কাজী প্রমুখ।

    এসময় বক্তরা বলেন, বিষয়টি আপোষ মিমাংসাযোগ্য মামলা হলেও ইউপি চেয়ারম্যান আনছার উদ্দিন মোল্লা অনৈতিকভাবে প্রভাবিত হয়ে উদ্যেশ্যমূলকভাবে আদালতে মনগড়া প্রতিবেদন দিয়ে রাজনৈতিক ও পারিবারিক দ্বন্দের শোধ নিয়েছেন। প্রতিবাদ সভায় বক্তরা, মিথ্যা এ চাঁদাবাজি মামলাটি পুনরায় প্রশাসনিক তদন্তের অনুরোধ করেছেন।