Author: admin

  • নওগাঁয় যুবক খুনের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ-ভোরের কণ্ঠ।

    নওগাঁয় যুবক খুনের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ-ভোরের কণ্ঠ।

    নওগাঁয় যুবক খুনের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। নিহত হামিম হোসেন (২০) নওগাঁ সদর উপজেলার মুরাদপুর গ্রামের শাহাদাত হোসেনের ছেলে।

    খুনি সন্দেহে বৃহস্পতিবার বিকালে আসিফ হোসেন সজল (২৯) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে যানান সদর থানার ওসি সোহরাওয়ার্দি হোসেন।

    সজল নওগাঁ মহিলা কলেজের ভাইস প্রিন্সিপাল মোজাম্মেল হকের ছেলে।এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করেছেন হামিমের বাবা শাহাদাত হোসেন। মামলায় আসামি করা হয়েছে সজল ও তার দুই সহযোগীকে।

    মামলার এজাহারে বলা হয়েছে, হামিম চট্টগ্রামে বাবা-মায়ের সঙ্গে থাকতেন। গত ৩ ফেব্রুয়ারি নওগাঁয় চাচাত ভাইয়ের বিয়েতে আসেন। সোমবার দুপুরে নওগাঁ শহরের রুবির মোড়ে প্রেমিকার (১৮) সঙ্গে দেখা করতে যান হামিম। ওই তরুণীকে পছন্দ করেন সজল। সজলের নেতৃত্বে তার সহযোগীরা হামিমকে ইট দিয়ে মাথায় আঘাত করেন। তারাই তখন হামিমকে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যান।

    হামিমের অবস্থা খারাপ হলে পরিবার তাকে রাজশাহীর রয়্যাল হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে হামিম মারা যান।

    ওসি সোহরাওয়ার্দি বলেন, “প্রাথমিকভাবে জানা গেছে, প্রেমঘটিত বিষয়কে কেন্দ্র করে বিরোধ, মারধর ও হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে। প্রধান আসামি সজলকে পুলিশ গ্রেপ্তার করেছে।চ্

    অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে জানিয়ে তিনি বলেন, অপরাধী কেউ ছাড় পাবে না। তদন্ত করে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হবে বলে যানা যায় ।

  • সিরাজগঞ্জে দারুস সুন্নাত দাখিল মাদ্রাসার উদ্বোধন ও আলোচনা সভা-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জে দারুস সুন্নাত দাখিল মাদ্রাসার উদ্বোধন ও আলোচনা সভা-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জ সদর উপজেলার খোকসাবাড়ি ইউনিয়নের তেলকুপি দারুস সুন্নাত দাখিল মাদ্রাসায় শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর ও কামারখন্দ আসনের এমপি অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না।

    এসময় তিনি বলেন,জননেত্রী শেখ হাসিনা সরকার (আওয়ামীলীগ সরকার)শিক্ষা বান্ধব সরকার। সারাদেশের নেয় সিরাজগঞ্জেও ব্যপক উন্নয়ন করছেন । বিগত দিনে এই এলাকায় বিএনপি সরকার কোন উন্নয়ন করেনি। আওয়ামীলীগ সরকার ক্ষমতা আসার পরহতে সাদৃশ্যমান উন্নয়ন করে যাচ্ছে। যার চিত্র আপনারা দেখছেন।আপনারা জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করুন। তাকে সকল উন্নয়ন কর্মকান্ডের জন্য আপনার সহযোগিতা করুন ।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, পৌর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন,শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আব্দুস সালাম, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক এস এম মনিরুজ্জামান মনি,খোকসা বাড়ি ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান, রাশিদুল হাসান রশিদ, খোকসা বাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ হেলান উদ্দিন,সহ-সভাপতি কামরুল হাসান নিকি,যুগ্ম সম্পাদক আব্দুল লতিফ,ইউপি সদস্য বীরমুক্তিযোদ্ধা জেল হোসেন প্রমূখ।

    স্বাগত বক্তব্য রাখেন,তেলকুপি দারুস সুন্নাত দাখিল মাদ্রাসার সুপার মওয়ালানা মোয়াজ্জেম হোসেন।
    অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন তেলকুপি দারুস সুন্নাত দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ সোরহাব আলী।

  • শেরপুর ঝিনাইগাতীর মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ২-ভোরের কণ্ঠ।

    শেরপুর ঝিনাইগাতীর মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ২-ভোরের কণ্ঠ।

    শেরপুরে সদর উপজেলা মির্জাপুরে ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে গাড়ির সেভ ভেঙে খাদে পড়ে ইউসুফ আলী (১৬) নামের এক ট্রলি শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

    শেরপুর-ঝিনাইগাতী মহাসড়কের বাজিতখিলা ইউনিয়নের মির্জাপুর এলাকায় শুক্র‍বার বিকাল ৩টার দিকে এ দূর্ঘটনা ঘটে।

    পুলিশ ও স্থানীয় সূত্র‍ জানায়, ট্রলি গাড়িটি শহর থেকে বাজিতখিলায় যাওয়ার পথে এ ঘটনা ঘটে। দূর্ঘটনায় আহত তিন জনের মধ্যে শেরপুর জেলা সদর হাসপাতালে ১ জন বিকাল ৪ টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

    শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, বিকাল ৩ টার দিকে উল্লেখিত স্থানে টলি ও মোটরসাইকেল সংঘর্ষে এই সড়ক দূর্ঘটনাটি ঘটেছে।ঘটনাস্থল থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পরে পথে মধ্যে তার মৃত্যু হয়।এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

     

  • আওয়ামীলীগের সম্মেলন ভালবাসা দিবসের ভালবাসা দিয়েই হবে-ভোরের কণ্ঠ।

    আওয়ামীলীগের সম্মেলন ভালবাসা দিবসের ভালবাসা দিয়েই হবে-ভোরের কণ্ঠ।

    আগামী ১৪ ফেব্রুয়ারি  বিশ্ব ভালবাসা দিবস।  ভ্যালেন্টাইন্স ডে। এ দিনটিকে বিশ্ব ব্যাপী ভালবাসা দিবস হিসেবে পালন করা হয়। প্রেমিক-প্রেমিকা, বন্ধ-বান্ধব, স্বামী-স্ত্রী, মা-সন্তান, ছাত্র-শিক্ষক সহ বিভিন্ন বন্ধনে আবদ্ধ মানুষেরা এই দিনে একে অন্যকে তাদের ভালবাসা জানায়।

    বর্তমানে সমগ্র বিশ্বে এই দিনটিকে খুবই ঘটা করে আনন্দ উৎসবের মধ্য দিয়ে পালন করা হয়। এই দিনে পার্ক ও বিনোদন কেন্দ্রগুলো ভালবাসার মানুষদের দ্বারা পরিপূর্ণ থাকে। ভালবাসা  দিবসের এই দিনে প্রিয়জনকে সবাই ফুল ও বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে থাকে। ঠিক তেমনি ভাবে  সিরাজগঞ্জের  তাড়াশে এই দিনে  উপজেলা আওয়ামীলীগের সম্মেলন হতে যাচ্ছে ভালবাসার মধ্য দিয়েই। এই সম্মেলনে ২জন সভাপতি ও ২জন সাধারণ সম্পাদক পদে লড়ছেন।

    ৬৪ সিরাজগঞ্জ ৩ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ,তাড়াশ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, উপজেলা  পরিষদের  ২বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গাজী ম,ম আমজাদ হোসেন মিলন তার ভালবাসার মানুষ গুলোর কাছে ছুটে বেড়াচ্ছেন তার প্রত্যাশিত কাজের জন্য। ছাত্রজীবন থেকে শুরু করে আজ পর্যন্ত তার হৃদয় নিংড়ানো ভালবাসা দিয়ে তিলে তিলে গড়ে তোলার চেষ্ঠা করেছেন উপজেলা আওয়ামীলীগের সংগঠন। সেই ভালবাসার আলোকেই উপজেলা আওয়ামীলীগের সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গাজী ম,ম আমজাদ হোসেন মিলন সভাপতি পদে আগামী  ১৪ ফেব্রুয়ারী  বিশ্ব ভালবাসা দিবসে ভালবাসার মানুষ গুলোর কাছে ভোট প্রত্যাশা করেছেন।

    বর্তমান উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হক যুবলীগের ভাল বাসার মানুষ গুলোর চিন্তা করে উপজেলার যুবলীগকে  সু সংগঠিত করতে আপ্রান চেষ্টা করেছেন। যুবলীগের ভালবাসা পেয়েই তিনি উপজেলা আওয়ামীলীগের সভাপতি হয়ে দীর্ঘ ৮ বছর ধরে আওয়ামীলীগকে ভালবাসা দিয়ে নেতা কর্মীদের হৃদয়ে স্থান করে নিয়েছেন।  উপজেলা আওয়ামীলীগকে  সু সংগঠিত একটি দল উপহার দিয়েছেন। তারই ফলশ্রুতিতে আব্দুল হক আবারো  উপজেলা আওয়ামীলীগের পাশে থাকতে সভাপতি পদে আগামী  ১৪ ফেব্রুয়ারী  বিশ্ব ভালবাসা দিবসে ভালবাসার মানুষ গুলোর কাছে ভোট প্রত্যাশা করেছেন।

    অপরদিকে যিনি ছাত্র জীবন থেকে আওয়ামীলীগ দলের সাথে নিজের জীবন যৌবন মিশিয়ে দিয়ে  ছাত্রলীগ,যুবলীগ আওয়ামীলীগের মেইন পোস্টে থেকে আজ পর্যন্ত দলের সুখ দুঃখে অবস্থান করছেন যাকে তাড়াশ উপজেলা আপামর জনসাধারণ এক নামে চিনেন বর্তমান উপজেলা আওয়ামীলীগের  সাধারণ সম্পাদক পদে রয়েছেন  জননেতা সঞ্জিত কর্মকার প্রত্যেক নেতা কমর্ীর কাছে ইতো মধ্যেই ভালবাসার পাত্র হয়ে অবস্থান করছেন। যিনি উপজেলা আওয়ামীলীগকে  সু সংগঠিত একটি দল উপহার দিয়েছেন সেই নেতা আবারো উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পদে  আগামী ১৪ ফেব্রুয়ারী  বিশ্ব ভালবাসা দিবসে ভালবাসার মানুষ গুলোর কাছে ভোট প্রত্যাশা করেছেন।

    আবার বর্তমান  উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ,আওয়ামীলীগ মহিলা বিষয়ক সম্পাদক প্রভাষক মর্জিনা ইসলাম  জনগনের প্রত্যক্ষ ভোট পেয়ে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হয়েছিলেন। তাড়াশ উপজেলায় তার বাবা ও চাচা আওয়ামীলীগের পরিবার। জন্ম সুত্রে সে আওয়ামীলীগের পরিবারের সদস্য হওয়ায় ও বর্তমানে আওয়ামীলীগ মহিলা বিষয়ক সম্পাদক এবং উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে থাকায় তাড়াশ উপজেলার অবহেলিত মহিলাদের পাশে যিনি দাড়িয়েছেন,যিনি মহিলাদের সার্বিক উন্নয়নে অগ্রযাত্রায় বদ্ধ পরিকর তিনি ইতো মধ্যেই নেতা কর্মীদের কাছে প্রশংসণীয়তা  অর্জন করেছেন সেই নেত্রী প্রভাষক মর্জিনা ইসলাম  আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পদে  আগামী ১৪ ফেব্রুয়ারী  বিশ্ব ভালবাসা দিবসে ভালবাসার মানুষ গুলোর কাছে ভোট প্রত্যাশা করেছেন।

    দীর্ঘ ৮ বছর পরে তাড়াশ উপজেলা আওয়ামীলীগের সম্মেলন জমে উঠেছে।  বাজারে বাজারে স্টলে স্টলে গাইছে নৌকার গান। জনগনের প্রত্যাশা, যে নৌকাকে ভালবেসে জীবন যৌবন আশা ভরসা ত্যাগ করে নৌকার রশি টেনে চলেছেন, নেতা কমর্ীদের মামলা হামলায় পাশে থেকেছেন,কর্মী বান্ধব নেতা, দলের সভাপতি শেখ হাসিনার অঙ্গিকার পুরনে যে নিরলস ভাবে কাজ করে যাবে এমন ব্যক্তিকে বেছে নিয়েই এই বারের সম্মেলনে কাউন্সিলরা আগামী ১৪ ফেব্রুয়ারী  বিশ্ব ভালবাসা দিবসে ভালবাসা দিয়েই উপহার দিবেন নৌকার মাঝি।

     

  • রাজশাহীর তানোরে আম বাগানের গাছে গাছে মুকুলের সমারোহ-ভোরের কণ্ঠ।

    রাজশাহীর তানোরে আম বাগানের গাছে গাছে মুকুলের সমারোহ-ভোরের কণ্ঠ।

    রাজশাহী তানোর উপজেলার আম বাগানের গাছে গাছে মুকুলের সমারোহ। পাশাপাশি লিচু গাছেও দেখা যাচ্ছে মুকুলের ভালো সম্ভাবনা।

    উপজেলার বিভিন্ন আম বাগানে সরেজমিনে ঘুরে দেখা গেছে, বাগানে বাগানে উঁকিঝুকি দিয়ে সোনালী ফুলের রঙে সেজে উঠেছে বাগান ভর্তি আমের মুকুল। সেই মুকুলের গন্ধে মৌ মৌ সুভাষ ছড়াচ্ছে গ্রাম জুড়ে।

    প্রতিবারের ন্যায় এবার অবাহাওয়ার ভালো থাকায় প্রতিটি আম গাছে ভালো ভাবে ফুটে উঠতে শুরু করেছে আমের মুকুল। আম চাষিরা আশা করছেন গত বারের চেয়ে এবার অনেক বেশি আম গাছে মুকুল এসেছে। তবে অবাহাওয়ার কারণে মুকুল জ্বলে না যায় তাহলে আম চাষিরা অনেক বেশি লাভবান হবে।

    তানোর পৌর এলাকার বেশকিছু গ্রামের আম চাষিদের সাথে কথা বলে জানা গেছে, গত বারে আম গাছে মুকুল আসলেও তা ধরে রাখতে পারেিেনি। তাই এবার প্রথম দিক থেকেই গাছে ভিটামিন গাছের গোড়ায় সার, পানি সেচ দিয়ে পরিচর্যা করে আসছেন আম চাষিরা। যাতে করে আম আসার সময় মুকুলের গোড়া শক্ত হয়।এবার আম চাষিরা আশা করছেন আকাশের আবাহাওয়া ভালো থাকলে আম গাছে অনেক আম আসবে বলে জানান আম চাষিরা।

    তানোর উপজেলা কৃষি কর্মকর্তা সামিমুল ইসলাম বলেন, অবাহাওয়া এখন পর্যন্ত অনুকুলে রয়েছে। কৃষকরা নিজ নিজ আম বাগানের পরিচর্যা শুরু করেছে। অনেক গাছেই দেখা দিতে শুরু করেছে মুকুল। তিনি বলেন এ বছর প্রচুর পরিমান গাছ মুকুল ফুটেছে, এমনকি মুকুলের কোন ক্ষতি হওয়ার তেমন সম্ভাবনা নেই। মুকুল যথা সময়ে বের হয়েছে। তিনি আরো বলেন, আগাম মুকুল জ্বলে যাবার (নষ্ট হয়ে যাবার) সম্ভাবনা থাকে।এখনি গাছে সেচ বা বৃষ্টিরও খুব দরকার নেই। তবে মাঘের শেষে বৃষ্টি হলে তা ভালো ফলাফল বয়ে আনবে। এ

    খনকার চাষিরা সচেতন তারা সারা বছর ধরে সার সেচ আর পুষ্টিসাইড দিয়ে গাছের পরিচর্যা করে যাচ্ছেন বলে জানান তিনি।

  • বাগাতিপাড়ায় জাতীয় সাংবাদিক সংস্থার ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন-ভোরের কণ্ঠ।

    বাগাতিপাড়ায় জাতীয় সাংবাদিক সংস্থার ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন-ভোরের কণ্ঠ।

    জাতীয় সাংবাদিক সংস্থার ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন নাটোরের বাগাতিপাড়া উপজেলা শাখা।

    ১২ ফেব্রুয়ারী রোজ শুক্রবার সকালে আলোচনা সভা ও কেক কেটে এই অনুষ্ঠান পালন করা হয়।

    সেলিম রেজা সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সচিব আব্দুল মজিদ, কেন্দ্রীয় সাধারণ পরিষদ সদস্য সাজিবুর রহমান, নাটোর জেলা কমিটির প্রচার সম্পাদক ফজলুর রহমান।

    এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা কমিটির সাবেক সভাপতি সেলিম রেজা, আনোয়ার সাহেব অপু, সেলিম রেজা, আলী, আব্দুল হাকিম মাহবুব, সাদেকুল ইসলাম, মাসুম বিল্লাহ প্রমুখ।

    এসময় কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম বলেন,১৯৮২ সালের এই দিনে ঢাকার কমলাপুরে সাপ্তাহিক নবজাগরণ অফিস থেকে পথচলা শুরু করে একে একে ৩৯টি বছর পিছনে ফেলে ৪০ তম এই সংস্থা রচনা করেছে এক গৌরবময় ইতিহাস। এই ইতিহাস অগ্রগতি, সমৃদ্ধি, সাফল্য আর ঐতিহ্যের ইতিহাস।

    একটি গঠনমুলক গণতান্ত্রিক সাংবাদিক সংগঠন হিসেবে, একটি একক ও অনন্য অনানুষ্ঠানিক সাংবাদিক শিক্ষা, গবেষণা ও কল্যাণ প্রতিষ্ঠান হিসেবে জাতীয় সাংবাদিক সংস্থা দেশেরে হাজার হাজার সংবাদকর্মীর মনে করে নিয়েছে তার স্থায়ী আসন।

    দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী মহান স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে আমাদের প্রিয় বাংলাদেশের অভ্যুদয়ের ১১ বছর পর একটি স্বাধীন দেশের সর্বস্তরের সাংবাদিক সমাজের একক সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হয় জাতীয় সাংবাদিক সংস্থা। এর আগে পত্রিকা কেন্দ্রে কর্মরত সাংবাদিক এবং জেলা ও থানা সদরে কর্মরত সাংবাদিকদের কোন একক সংগঠনের অস্তিত্ব ছিলো না।তাই গত ৩৭ বছরে জাতীয় সাংবাদিক সংস্থা একটি অনন্য বৈশিষ্ট্য মন্ডিত সংগঠন হিসেবে সর্ব মহলে স্বীকৃতি পেয়েছে।

    আগামী ১২ই ফেব্রুয়ারি ৩৯ বছর পার হয়ে ৪০ বসন্তে যাত্রা শুরু করবে সংস্থা।সংস্থার পথযাত্রায় বিগত ৩৯টি বছর যেমন ঐতিহ্য, গৌরব সম্মানের, তেমনি আগামী দিনগুলোতেও সে ধারা অব্যাহত থাকবে ইনশাল্লাহ।

  • নাগরপুরে ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত-ভোরের কণ্ঠ।

    নাগরপুরে ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত-ভোরের কণ্ঠ।

    টাংগাইলের নাগরপুরে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার উপজেলার মোকনা ইউনিয়নের গাজুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গাজুটিয়া সোনালী সংঘ এ খেলার আয়োজন করে।কহেলা মুসলিম সমিতি ও আগতারাইল আলমা ফোর্স এ দুটি ক্লাব উক্ত ক্রিকেট খেলায় অংশগ্রহন করে।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন মোকনা ইউনিয়নের আওয়ামীলীগ থেকে চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট সমাজসেবক মোঃসোলায়মান হোসেন সেলিম। এ সময় চেয়ারম্যান প্রার্থী সোলায়মান বলেন,যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোন বিকল্প নেই।আজকে গাজুটিয়া যুব সমাজ যে মনোমুগ্ধকর ক্রিকেট খেলার আয়োজন করেছে সেজন্য তাদেরকে ধন্যবাদ জানাই।

    এছাড়া তিনি আসন্ন মোকনা ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতিকে মনোনয়ন প্রত্যাশী হিসেবে সকলের নিকট দোয়া কামনা করেন।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ডেপুটি রেজিস্ট্রার মোঃ আঃ করিমের সভাপতিত্বে ও আবুল কালাম আজাদের সঞ্চালনায় এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর,মেম্বার মোঃ সোহেল রানা,সিনিয়র শিক্ষক মোঃআলী,হারুন অর রশিদ,সুমি আক্তার,জনতা ব্যাংকের সিনিয়র অফিসার শফিকুল ইসলাম প্রমুখ।

  • প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য-ভোরের কণ্ঠ।

    প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য-ভোরের কণ্ঠ।

    দৈনিক যুগান্তরসহ ১০ ফেব্রুয়ারি বেসকয়েক অনলাইন নিউজ পোর্টালে চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আ’লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেনের বিরুদ্ধে কোভিড-১৯ এর টিকা টিকা গ্রহণ না করে ফটোসেশন করেছে ‘থএমন শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন সরকার ।

    তিনি বলেন- প্রকাশিত সংবাদটি মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও কাল্পনিক। সংবাদে উল্লিখিত চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আ’লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন সরকার ৷

    বিকেল ৫:৩০ ঘটিকায় নিজ বাসভবনে এক বিবৃতিতে তিনি গনমাধ্যমকর্মীদের বলেন, ৷সারাদেশে কোভিড-১৯ এর টিকা কার্যক্রম উদ্বোধন করা হয় তারই ধারাবাহিকতায় চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বশরীরে উপস্থিত হয়ে টিকা কার্যক্রম উদ্বোধন করি এবং নিজে টিকা গ্রহণ করি ৷টিকা নিয়ে আমি এখন সুস্থ আছি ৷সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন ৷ পরিশেষে তিনি সংবাদ সংগ্রহের ব্যাপারে গনমাধ্যমকর্মীদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান ৷

    তিনি আরো বলেন, একটি স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় এ মিথ্যা সংবাদের অবতারণা করা হয়েছে শুধু আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার পাশাপাশি আমার ক্ষতি করার জন্য।

    প্রতিবেদকের বক্তব্য : সংবাদটিতে স্থানীয় কারো কোন বক্তব্য নেই সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে ও বিভিন্ন তথ্য-প্রমাণের ভিত্তিতে নিউজ করা উচিত ছিল । এখানে আমাকে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে প্রতিবেদনটি করা হয়েছে ৷ উক্ত প্রতিবেদনে উপজেলা চেয়ারম্যান ফারুক হোসেন ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল কাদের মিলন বলেন , গত ০৭৷০২৷২০২১ ইং তারিখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে কোভিড-১৯ এর টিকা কার্যক্রম উদ্বোধন করেন এবং নিজে টিকা গ্রহণ করেন ৷ উক্ত সংবাদে ব্যক্তির কোন নিজস্ব মতামতের ভিত্তিতে করা হয়নি ৷

    নিবেদক মোঃ ফারুক হোসেন সরকার , চেয়ারম্যান চৌহালী উপজেলা পরিষদ ও সাধারণ সম্পাদক উপজেলা আ’লীগ ৷

  • শেরপুরের নকলায় এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার-ভোরের কণ্ঠ।

    শেরপুরের নকলায় এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার-ভোরের কণ্ঠ।

    শেরপুর জেলার নকলা উপজেলায় সোহাগ মিয়া (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে নকলা থানা পুলিশ।

    ১১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের কবুতরমারী পূর্বপাড়া এলাকালায় এ ঘটনাটি ঘটে। সোহাগ মিয়া পার্শ্ববর্তী জামালপুর জেলার কাজিয়ারচর এলাকার ইমান আলীর ছেলে।

    এলাবাসী জানায়, বৃহস্পতিবার কবুতরমারী পূর্বপাড়ার পারিবারিক কবরস্থানের পাশে পিতরাজ গাছের ডালের সাথে রশি দিয়ে অজ্ঞাত এক যুবককে ফাঁসিতে ঝুলতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এ খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

    সোহাগ মিয়া জামালপুর থেকে কেন এবং কোথায় এসছিলো তা এখনও জানা যায়নি। তবে পুলিশি তদন্তে সোহাগের নকলায় আসার কারন এবং কোথায় ও কার বাড়িতে এসেছিলো তা জানা সম্ভব হবে বলে অনেকে মনে করছেন।

    নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান যে, নিহত যুবককে স্থানীয় কেউ চিনেন না।

    পরে মরদেহের গায়ের শার্টের পকেটে থাকা মোবাইল দিয়ে কয়েকটি নাম্বারে ফোন দিয়ে তার পরিচয় সনাক্ত করা হয়েছে।

    এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলে তিনি জানান। তিনি বলেন, সোহাগ জামালপুর থেকে কবুতরমারীতে কেন, কোথায় ও কার বাড়িতে এসেছিলো তা পুলিশি তদন্তে বেড়িয়ে আসলে পরে অন্যদেরকে জানানো সম্ভব হবে।

     

  • ফুলবাড়ীতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ-ভোরের কণ্ঠ।

    ফুলবাড়ীতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ-ভোরের কণ্ঠ।

    দিনাজপুরের ফুলবাড়ীতে প্রতিবন্ধি শিক্ষার্থী ও তাদের পরিবারের মাঝে শীতবস্ত্র,মাস্কসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।

    ১১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাজিহাল ইউনিয়নের পারইল আটপুকুরহাট এরাকায় কাজিহাল অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের উদ্যেগে বিদ্যালয় চত্বরে প্রতিবন্ধী শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মাঝে ১শত জনকে একটি করে কম্বল, একটি মাস্ক ও খাতা, কলম, পেন্সিল তিরণ করা হয়।

    বিদ্যালয়ের প্রধান শিক্ষক শমরেস টুড’রু সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী। বিশেষ অতিথি অতিথি হিসাবে বক্তব্য রাখেন কাজিহাল ইউপি চেয়ারম্যান মো: মানিক রতন,উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মোছা: ফাতেমা জোহরা, কাজিহাল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো: তোবারক হোসেন,সাধারণ সম্পাদ মো: আমিনুল ইসলাম,ইউপি সদস্য মো: মঞ্জুরুল ইসলাম প্রমুখ।