এরই ধারাবাহিকতায় শুক্রবার(১২ ফেব্রুয়ারি) বিকালে গণসংযোগ ও শতাধিক মোটরসাইকেল নিয়ে পথসভা করেছেন বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের বিপ্লবী যুগ্ম- সাধারন সম্পাদক ও মেম্বার পদপ্রার্থী মোঃ জিল্লুর রহমান। এ সময় তিনি বলেন,আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিজেকে মেম্বর প্রার্থী পরিচয় করাতে নির্বাচনের প্রস্তুতি হিসেবে এই গণসংযোগ। তিনি সকলের কাছে দোয়া কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, নলডাঙ্গা উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি মোঃমাহাবুবুর রহমান, ৫ নং বিপ্রবেলঘড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মোজাফফর হোসেন নিউটন, ৪ নং ওয়ার্ড আওয়ামি লীগের সাংগঠনিক সম্পাদক গফুর সরদার,নলডাঙ্গা উপজেলা ছাত্রলীগের আইন সম্পাদক শিক্ষানবিশ আইনজীবী এম মোয়াজ্জেম হোসেন মজনু সহ প্রমুখ।
সিরাজগঞ্জের কাজিপুরে জনপ্রতিনিধি, বীরমুক্তিযোদ্ধা ও গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভায় অংশ নেন সভার প্রধান অতিথি অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কাজিপুরের কৃতি সন্তান আব্দুর রউফ তালুকদার।
১৩ ফেব্রুয়ারি শনিবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ড. ফারুক আহমেদ সভাপতিত্বে ইউএনও জাহিদ হাসান সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুগ্ন অর্থ সচিব ওয়ালিদ হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, সরকারি এম মনসুর আলী কলেজের অধ্যক্ষ রেজাউল করিম, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, কাজিপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান নান্নু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, সহকারী কমিশনার ভূমি এবিএম আরিফুল ইসলাম, পিআইও একে,এম শাহ আলম মোল্লা, থানা অফিসার ইনচার্জ পঞ্চনন্দ সরকার, চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান মুকুলসহ প্রমুখ।
অর্থ সচিব জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে গৃহহীনদের জন্য নির্মিত ঘরের চাবি বিতরণের জন্য আলমপুর ও ছালাভরা গ্ৰামে যান এবং সুবিধাভোগী অসহায় পরিবারের খোঁজ খবর নেন।এর আগে তিনি, ঐতিহ্যবাহী তারাকান্দি উচ্চ বিদ্যালয়ের ভৌত অবকাঠামো উন্নয়ন পরিদর্শন করেন এবং আলোচনা সভায় অংশগ্রহণ করে তার স্মৃতি বিজড়িত বিদ্যাপীঠের সাফল্য গাঁথা তুলে ধরেন। এসময় তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
সিরাজগঞ্জের কাজিপুরে বঙ্গবন্ধুর একনিষ্ঠ সহচর মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাতীয় নেতা শহীদ এম মনসুর আলীর সহধমর্ীনি রত্মগর্ভা বেগম আমেনা মনসুরের মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১৩/০২/২১ইং তারিখে উপজেলা আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহ্ফিলে প্রধান অতিথি হিসাবে স্মৃতিচরণ করেন, প্রয়াত জননেতা মোহাম্মদ নাসিমের সুযোগ্য সন্তান শহীদ এম মনসুর আলীর উত্তরসূরী সিরাজগঞ্জ-১ কাজিপুরের সাংসাদ প্রকৌশলী তানভীর শাকিল জয়।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শওকত হোসেন। সঞ্চালনা করেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদারসহ আওয়ামীলীগ ও তার সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
রাত পোহালেই রবিবার প্রথম প্রহরে শুরু হবে পটুয়াখালীর কলাপাড়ায় পৌরসভার নিবার্চন । বিকেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ৯টি কেন্দ্রে সুষ্ঠু ভোট গ্রহনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে ।
এ পৌরসভায় এই প্রথম ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। ৯ টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১২ হাজার ৮৮৩ । এতে মেয়র পদে চার জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন সহ ৪৯ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন ।
এদিকে,বৃহস্পতিবার রাত থেকে স্বতন্ত্র প্রার্থী দিদার উদ্দিন মাসুম বেপারীর নির্বাচনী কার্যালয়ে হামলা সহ নৌকা প্রতীকের মেয়র প্রার্থী বিপুল চন্দ্র হাওলাদারের ছেলে যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য বিকাশ চন্দ্র হাওলাদারের নেতৃত্বে মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি মো.বাবুল গাজীকে মারধরের ঘটনায় বিক্ষুব্ধ জনতা নৌকার প্রার্থীর বিরুদ্ধে মিছিল করে। শনিবার সকাল থেকে বিজিপি পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে বলে জানা গেছে ।
আগামী ১৪-০১-২০২১ খ্রিঃ তারিখে শেরপুর পৌরসভা সাধারণ নির্বাচন ২০২১ উপলক্ষে পুলিশ লাইন্স, শেরপুরে আইন শৃঙ্খলা ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ হাসান নাহিদ চৌধুরী, পুলিশ সুপার, শেরপুর মহোদয় ।
অনুষ্ঠানে পুলিশ সুপার মহোদয় আইন শৃঙ্খলা ব্রিফিং সহ একটি অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন সংক্রান্তে সার্বিক দিক নির্দেশনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোহাম্মদ হান্নান মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জনাব মাহমুদুল হাসান ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল, ময়মনসিংহ) জনাব মোহাম্মাদ আলা উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (বারহাট্টা সার্কেল) জনাব মোঃ সাইদুর রহমান, সিনিয়র সহকারি পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জনাব মোঃ জাহাঙ্গীর আলম, জেলা গোয়েন্দা শাখা ডিবির (ওসি) জনাব মোহাম্মদ রুহুল আমিন তালুকদার, ডিআইও-১ জনাব মোহাম্মদ আবুল বাশার মিয়া ও সকল থানার অফিসার ইনচার্জগণ সহ পুলিশ ও আনসার বাহিনীর বিভিন্ন পর্যায়ের সদস্য ।
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনাভাইরাস প্রতিরোধের টিকা গ্রহণ করতে উপচে পড়া ভিড়। বাড়ছে টিকা গ্রহীতার সংখ্যা,রোগীর কোঠা শুন্যতে। দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের কথ্য মতে এ
উপজেলায় করোনা রোগীর সংখ্যা বর্তমানে শুন্যতে দাড়ীছে।
গত দুই সপ্তাহ থেকে নতুন কোন ব্যাক্তি করোনায় আক্রান্ত হয়নি এ উপজেলায়। পৌর মেয়র আলহাজ্ব মাহমুদ আলম লিটনসহ সমাজের বিশিষ্ট ব্যাক্তিরা নিয়েছেন করোনা ভাইরাস প্রতিরোধ ভ্যাকসিন (টিকা)।
শনিবার সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কেন্দ্রে সাধারণ মানুষের সাথে লাইনে দাড়িয়ে তিনি করেনা ভাইরাস প্রতিরোধের টিকা গ্রহন করেন।
পৌর মেয়র আলহ্জ্ব মাহমুদ আলম লিটন বিজয়ের চিহ্ন দেখিয়ে বলেন এই টিকা সহজ ও নিরাপদ,এই জন্য তিনি করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে টিকা গ্রহনের আহব্বান জানান। এসময় টিকা নিতে আসা তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির ফুলবাড়ী শাখার আহবায়ক সৈয়দ সাইফুল ইসলাম, এনজিও ব্যাক্তিত্ব তোজাম্মেল হক বাবলু, এ্যাসোসিয়েশন ফর ডিজএ্যাবল্ড এডিডি এর নির্বাহী পরিচালক ডাঃ আহাদুজ্জামান চৌধুরী, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক আবু শহীদ, ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সভাপতি আফজাল হোসেন, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক রজব আলী, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাছান উজ্জলসহ বিভিন্ন গন্যমান্য ব্যাক্তিগণ উপস্থিত ছিলেন।
এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকাল থেকে সন্ধা পর্যন্ত করোনা প্রতিরোধ টিকা নিতে আসা সমাজের বিভিন্ন স্থরের মানুষের উপচেপড়া ভিড় জমতে দেখা গেছে। প্রতিদিন সকাল থেকেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা গ্রহণ করতে মানুষের ঢল নামছে। উপচে পড়া ভিড় সামাল দিতে শুশৃংঙ্খলভাবে সিরিয়াল দেওয়া হচ্ছে। দুইটি পৃথক কক্ষে নারী-পুরুষদের টিকা প্রদান করা হচ্ছে। প্রথম দিকে টিকার বিষয়ে তেমন আগ্রহ না থাকলেও,দিন যত যাচ্ছে ক্রমেই বাড়ছে টিকা গ্রহনের আগ্রহ। প্রতিদিন বিভিন্ন বয়সের নানা শ্রেণি-পেশার মানুষ টিকা গ্রহন করছেন। দিনদিন টিকা গ্রহন কারীর সংখ্যাও বাড়ছে। টিকা নিয়ে সকলের মনে স্বস্তি দেখা দিয়েছে।
দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে জানা গেছে, প্রথম দফায় এ উপজেলায় ৪ হাজার পিছ টিকা বরাদ্দ দেয়া হয়,১ম ডোজের লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ২হাজার ৮শত, শনিবার ১৩ই ফেব্রয়ারী সকাল পর্যন্ত এ পর্যন্ত নিবন্ধন হয়েছে ১৩শ ২০জন,প্রথম ডোজ টিকা গ্রহন করেছে ৬৪১জন। এদের মধ্যে জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, আইন শৃংখলা বাহিনীর সদস্যসহ কর্মকর্তা, সাংবাদিক, ব্যবস্যায়ী ও রাজনৈতিক ব্যাক্তিসহ সমাজের বিভিন্ন স্তরের জনসাধারণ রয়েছে। যা শতকরা হারে ২৩ শতাংশ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মশিউর রহমান বলেন চলতি ২০২১ সালের ২৯ জানুয়ারীর পর থেকে আর কোন ব্যাক্তি করোনায় আক্রান্ত হয়নি। ফলে এই উপজেলায় গত দুই সপ্তাহ থেকে শূন্য রয়েছে করোনা রোগী।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মশিউর রহমান আরো বলেন গত ২০২০ সালের ১৪ এপ্রিল দৌলতপুর ইউনিয়নের মধ্যম পাড়া গ্রামের এনামুল হক ঢাকা নারায়নগঞ্জ থেকে ফিরার পর প্রথম করোনায় আক্রান্ত হয়, এরপর চলতি ২০২১ সালের সালের ২৯ জানুয়ারী পর্যন্ত এই উপজেলায় মোট ১৭২জন করোনায় আক্রান্ত হয়, এদের মধ্যে ৮জনের মৃত্যু হয়, বাঁকি ১৬৪জন সুস্থ হয়ে উঠে।
হুমায়ুন আহমেদঃ ১৩ ই ফেব্রুয়ারী শনিবার সকাল ১১ টায় কাহালু চার মাথা কহিনুর কমিনিটি সেন্টারে কাহালু উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগি সংগঠনের যৌথ আয়োজনে কর্মি সভা অনুষ্ঠিত হয়েছে।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন কবিরাজের সভাপতিত্বে বক্তব্য রাখে উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব আলহাজ্ব আব্দুর রশিদ লালু উপজেলাব আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সুলতান আলী কবিরাজ, সাবেক সাংগঠনিক সম্পাদক, মানিক উদ্দিন কবিরাজ পৌর আওয়ামী লীগের আহবায়ক খ ম সামছুল হক প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন যুগ্নআহবায়ক দেলোয়ার হোসেন মুন্সি জামগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক মনোয়ার হোসেন খোকন সাধারণ সম্পাদক মাসুদ রানা পাইকড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক সাধারন সম্পাদক ও পাইকড় ইউপি চেয়ারম্যান মিটু চৌধরী নারহাট্ট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক তোতা মিয়া শাহানা প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক রুহুলআমিন, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এনামুল হক মিঠু বিরকেদার ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি রুমি, মালঞ্চা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মতিউর রহমান সাঞ্জু তালুকদার, কালাই আওয়ামী লীগ নেতা রুবেল উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল কালাম আজাদ উপজেলা শ্রমিক লীগের সভাপতি রেজাউল করিম সাধারন সম্পাদকআব্দুল কুদ্দুস যুব শ্রমিক লীগের সভাপতি আলী আক্কাস, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী ছাত্র লীগের সাধারন সম্পাদক হুমায়ন আহম্মেদ উচ্ছাস প্রমূখ।
সকল প্রার্থীদের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রাত পোহালেই ভোট। এখন শুধু অপেক্ষার পালা কে হচ্ছেন তানোর পৌর বাসীর নির্বাচিত মেয়র। তানোর পৌরসভা নির্বাচনে প্রার্থী রয়েছেন মোট ৩জন।
এর মধ্যে বিএনপি থেকে রয়েছে ২জন ও আওয়ামী লীগ থেকে রয়েছে ১জন। তবে বিএনপির মনোনীত মেয়র পদপ্রার্থী হিসাবে ধানের শীষ প্রতীকে ভোট করছেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র মিজানুর রহমান মিজান। আর মানুষ দেখানো স্বতন্ত্র প্রার্থীর নামে খেজুর গাছ মার্কায় বিদ্রোহী প্রার্থীর ভোট করছেন সদ্য বিএনপি থেকে বহিষ্কার হওয়া সাবেক ছাত্র দলের সভাপতি আব্দুল মালেক।
এতে করে সুবিধা জনক অবস্থায় রয়েছে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ইমরুল হক৷ ফলে, এবার তানোর পৌরসভা নির্বাচনে নৌকা ও ধানের শীষ প্রতীকের মধ্যে হবে হাড্ডাহাড্ডি লড়াই। যেহেতু এটা প্রতীকের নির্বাচন তাই মাঠে ঘাটে শুধু নৌকা ও ধানের শীষ প্রতীকের আওয়াজ শোনা যাচ্ছে বেশী।
পৌর এলাকার বিভিন্ন ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, নির্বাচনী প্রচার-প্রচারণার সময় শেষ হলেও প্রার্থীরা গভীর রাত পর্যন্ত পাড়া মহল্লায় অর্থের বিনিময়ে ভোট কেনার চেষ্টা করছে প্রার্থীরা। এতে কেউ কেউ প্রার্থীদের কাছে থেকে টাকা নিয়ে ভোট দেয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন আবার কেউ টাকা না নিয়েই ভোট দিবেন বলে প্রার্থীদের জানাচ্ছেন। গতবারের চাইতে এবার ভোট কেন্দ্র বাড়িয়ে করা হয়েছে ১৩টি কেন্দ্র।
যা গত পৌরসভা ভোটে ছিলো ৯টি। যার জন্য ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র হিসেবে ধরা হয়েছে ১নং ওয়ার্ডের হরিদেব পুর ভোট কেন্দ্র ও তালন্দ এ এম উচ্চ বিদ্যালয় স্কুল ভোট কেন্দ্র। বিশেষ করে এ দুইটি কেন্দ্রে ভোট কারচুপির আশংকা করছে প্রার্থীরা। তবে উপজেলা রিটার্নিং কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো জানান, তানোর পৌরসভা নির্বাচনে এখন পর্যন্ত তেমন কোন সমস্যা দেখা যায়নি।
তার পরেও বিশেষ করে ১নং ওয়ার্ড হরিদেবপুর ও তালন্দ এএম উচ্চ বিদ্যালয় স্কুলকে ঝুঁকিপূর্ণ হিসেবে ধরা হয়েছে, তাই এই দুই কেন্দ্রে বিশেষ নজর রাখতে দেয়া হয়েছে বিজিবি ও পুলিশের বিশেষ টহল দল। যদি কোন রকম সমস্যা দেখা যায় তাহলে সেখানেই ভ্রাম্যমান টিম আদালত বসিয়ে জেল জরিমানা করা হবে বলে তিনি জানান।
তানোর পৌরসভার ভোটার সংখ্যা মোট-২৪হাজার ৬শ ৬৭ভোট। পুরুষ ভোটার হচ্ছে ১২হাজার ৩৮ভোট। মহিলা ভোটার হচ্ছে ১২হাজার ৬শ ৩৯ভোট।
শেরপুরের নকলা উপজেলায় ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের লাঠির আঘাতে আজিম উদ্দিন ওরফে অজি (৪৫) নামে এক কৃষক খুন হয়েছেন। নিহত আজিম উদ্দিন (অজি) বাউসা গ্রামের মৃত ইয়ার মাহমুদের ছেলে ও পেশায় কৃষক ছিলেন।
এ ঘটনায় নূর মোহাম্মদের স্ত্রী আফরোজা আক্তার নামে এক গৃহিণী আহত হয়েছেন। ঘটনার সাথে জড়িত মিজান মিয়ার স্ত্রী ইতি বেগম ও ইসমাইলের স্ত্রী শিখা বেগম নামে ২ গৃহিণীকে আটক করেছে নকলা থানার পুলিশ। ১৩ ফেব্রুয়ারি শনিবার সকাল ৭টার দিক উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের বাউসা গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শনিবার সকালে একই এলাকার মজিবর ও তার ছেলে সজীবের ছাগল আজিম উদ্দিন (অজি)’র বাড়ির আঙ্গীনার সুপারি গাছ খেয়ে ফেললে উভয় পরিবারের সদস্যদের মাঝে তর্কাতর্কি শুরু হয়। তর্কাতর্কির একপর্যায়ে ছাগলের মালিক মজিবরের ছেলে সজীবের লাঠির আঘাতে আজিম উদ্দিন ওরফে অজি ঘটনাস্থলে নিহত হন। তাছাড়া অহত হন আফরোজা আক্তার নামে আরও এক নারী।
পুলিশ জানায়, এবিষয়ে জড়িতদের মধ্যে ২ জন নারীকে আটক করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নকলা থানার এসআই রাজীম কুমার ভৌমিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান জানান, এ ঘটনার পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান আছে।
দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনি এলাকায় এলাকাবাসীদের জন্য সামজিক কল্যান মূলক কাজ করে যাচ্ছে জার্মানীয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) এর সমাজকল্যাণ সংস্থা জিটিসি চ্যারিটি হোম।
জানা গেছে,মধ্যপাড়া পাথর খনি এলাকাবাসীর জন্য সামজিক কল্যান মূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে খনির ঠিকাদারী প্রতিষ্ঠান জার্মানীয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম জিটিসিথর তত্বাবধায়নে জিটিসি চ্যারিটি হোম নামে একটি সমাজকল্যাণ মুলক সংস্থা গঠন করা হয়েছে।
এই সংস্থার উদ্যোগে প্রতিমাসে উচ্চ শিক্ষায় অধ্যায়নরত খনি শ্রমিকদের সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান করা হয় এবং জিটিসি চ্যারিটি হোম থেকে প্রতি মাসে শিক্ষা উপবৃত্তি প্রদান ও ননএমপিও ভুক্ত মধ্যপড়া মহাবিদ্যালয়কে আর্থিক সহায়তা প্রদানের পাশা পাশি মধ্যপাড়া ও পার্শ্ববর্তী এলাকার মানুষের জন্য প্রতিদিন বিকেল ৩ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত, একজন অভিজ্ঞ এমবিবিএস ডাক্তার দ্বারা সপ্তাহে ৫ দিন বিনা মূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।
এরই অংশ হিসেবে ১৩ ফেব্রুয়ারী শনিবার দুপুরে মধ্যপাড়া পাথর খনির সন্মুখে সমাজকল্যাণ সংস্থা জিটিসি চ্যারিটি হোম কার্যালয়ে পাথর খনিতে কর্মরত শ্রমিক সন্তানদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত ৫২ জন শিক্ষার্থীকে জানুয়ারী মাসের শিক্ষা উপবৃত্তির অর্থ প্রদান করা হয়েছে। শিক্ষার্থী ও অভিভাবকদের হাতে উপবৃত্তির অর্থ তুলে দেন জিটিসিথর নির্বাহী পরিচালক মোঃ জাবেদ সিদ্দিকী।
এর পরে ননএমপিও ভুক্ত মধ্যপাড়া মহাবিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের জন্য বিগত মাসের আর্থিক সহায়তার ধারাবাহিকতার অংশ হিসেবে চলতি ফেব্রুয়ারী মাসের জন্য কলেজ অধ্যক্ষের হাতে আর্থিক অনুদানের চেক প্রদান করেন জিটিসিথরনির্বাহীপরিচালক। এসময় উপস্থিত ছিলেন,জিটিসিথর উপ-মহাব্যবস্থাপক মুস্তাক আহম্মেদ খাঁন, এজে,এম আব্দুল ওয়াহেদ,মোঃ জাহিদ হোসেন,মোঃ নজরুল ইসলামসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
জিটিসি পাথর খনির উৎপাদন,উন্নয়ন ছাড়াও সামজিক কল্যান মূলক কর্মকান্ডে চ্যারিটি হোম স্থাপন করে খনি এলাকার দুস্থ্য ও অসহায় রোগীদের বিনা মূল্যে চিকিৎসা সেবা প্রদান,খনি এলাকাবাসীদের জন্য জিটিসিথর অনেক বড় অবদান বলে সচেতন এলাকবাসী মনে করেন।