পটুয়াখালীতে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ২০ পাড়াগ্রুপে জেলা ও উপজেলায় ১ম স্থান অধিকার করেছে কলাপাড়া পৌরশহরে অবস্থিত মারকাজুত তাহফিজ মডেল মাদ্রাসার হেফজ খানা’র ছাত্র ১০ বছর বয়সের আবদুল্লাহ্ আল মানসুর। তিনি কলাপাড়া উপজেলায় ও পটুয়াখালী জেলায় হিফজুল কুরআন প্রতিযোগিতায় ২০ পাড়াগ্রুপে ১ম স্থান অধিকার করে।
হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত “হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২১” কলাপাড়া উপজেলায় গত ১৬ জানুয়ারী ২০২১ কলাপাড়া ভ্যানু স্লুইজগেইট জামে মসজিদে অনুষ্ঠিত হয়। এতে ২৫ জন প্রতিযোগির মধ্যে উপজেলায় ১ম স্থান অধিকার করে এবং পটুয়াখালী জেলায় গত ২৪ জানুয়ারী ২০২১ পটুয়াখালী ভ্যানু পুরান বাসস্ট্যান্ড মোয়াজ্জেম হাফেজি মাদ্রাসায় অনুষ্ঠিত হয়।
এতে ৩৫ জন প্রতিযোগির মধ্যে জেলায় ১ম স্থান অধিকার করে। তার এই প্রতিযোগিতার ফলাফলে কলাপাড়ার মারকাজুত তাহফিজ মডেল মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও এলাকাবাসী খুবখুশি। আবদুল্লাহ্ আল মানসুর’র বাড়ী পটুয়াখালীর দশমিনা উপজেলার আরজবেগী গ্রামে,তাহার বাবার নাম মো.আল মামুন।
ওই মাদ্রাসার শিক্ষকদের সাথে কথা বলে জানা যায় সে তাদের মাদ্রাসার হেফজ খানা’র একজন অত্যান্ত মেধাবি ছাত্র এবং তাদের আশা বিভাগীয় পর্যায়ও ভাল করে সে দেশ সেরার খেতাব অর্জন করবে।
মানসুর’র বাবার সাথে কথা বললে তিনি জানান, সকলে যেন তাহার ছেলের জন্য দোয়া করেন সে যাতে বিশ্বে দেশের মুখ উজ্জল করে সম্মান বয়ে আনতে পারে।
সিরাজগঞ্জের তাড়াশে সরিষার বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি ফুটে উঠেছে। সরেজমিনে গিয়ে দেখা যায় উপজেলার পশ্চিম অংশে চলনবিলের মাঠে ব্যাপক পরিমানে সরিষা হয়েছে। কৃষি অফিস সুত্রে জানা যায় উপজেলায় এ বছর সরিষা চায়ের আবাদ করা হয়েছে ৪ হাজার ৩ শ’ ৫০ হেক্টর জমিতে। এ অঞ্চলের কৃষকেরা সাধারণত ছয়টি জাতের সরিষা আবাদ করে থাকে। সেগুলো হচ্ছে উচ্চফলনশীল (উফশী) সরিষা বারী-৯, বারী-১৪, বারী-১৫, এসএম -৭৫, টরি-৭ ও সম্পদ জাতের সরিষা।
উপজেলার বারুহাস ইউনিয়নের কৃষক মমিন আলী বলেন , অল্প খরচ ও স্বল্প সময়ে সরিষার ফলন ঘরে তোলা যায়। ঝড় বৃষ্টি না হওয়ায় চলতি মৌসুমে সরিষার ফলনও হয়েছে বেশ। বাজারদর বেশি পাওয়ার আশা করছি আগামী মৌসুমে বেশী করে সরিষার আবাদ করবো। সরিষার বর্তমান বাজারদর প্রায় ২ হাজার থেকে ২৩শত টাকা। এ রকম দাম পেয়ে আমরা অনেক স্বপ্ন দেখছি।
পৌরসভার বাসিন্ধা শরিফুল ইসলাম বলেন, রোদে শুকিয়ে গুদামজাত করে পরে বিক্রি করতে পারলে সরিষার বাজার দর আরও বেশি পাওয়া যাবে । কিন্তু অভাবের তাড়নায় ফসল তুলার পরই বিক্রি করে দিতে হয়। আমরা মজুদ করতে পারি না।
এছাড়াও একাধিক কৃষক জানান, অন্যান্য ফসলের মতো সরিষা আবাদে তেমন শ্রমের প্রয়োজন হয় না। জমি থেকে পাকা সরিষা সংগ্রহ ও মাড়াই করে ফসল ঘরে তোলার জন্য পরিবারে পুরুষের পাশাপাশি নারী, বৃদ্ধ ও শিশু সদস্যরাও নিয়মিতভাবে কাজ করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন্নাহার লুনা বলেন, চলতি বছরে এই উপজেলায় প্রায় ৪ হাজার ৩ শ’ ৫০ হেক্টর জমিতে সরিষা আবাদ করা হয়েছে। চলতি মৌসুমে আবহাওয়া ভালো থাকায় সরিষার বাম্পার ফলন হয়েছে পুরো তাড়াশ উপজেলায়। বিঘা প্রতি মাত্র ৩ চার হাজার টাকা খরচ করে প্রায় ৫ মণ করে সরিষার ফলন পাচ্ছেন চাষিরা। অল্প খরচে বেশ লাভবান হচ্ছেন উপজেলার বিভিন্ন এলাকার সরিষা চাষিরা।
নওগাঁয় পত্নীতলা সার্কেল তরিকুল ইসলামের বদলীজনিত ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৬ ফেব্রুয়ারী মঙ্গলবার পুলিশ লাইন্স, নওগাঁর ড্রিল শেডে নওগাঁ জেলার অতিরিক্ত পুলিশ সুপার, পত্নীতলা সার্কেল মোঃ তরিকুল ইসলামের বদলীজনিত ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নওগাঁ জেলার সুযোগ্য পুলিশ সুপার প্রকৌশলী জনাব আবদুল মান্নান মিয়া বিপিএম মহোদয়।
মোঃ তরিকুল ইসলাম পত্নীতলা সার্কেলে পেশাদারিত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করেছেন এবং বদলীজনিত কারণে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে ফরিদপুর জেলায় পদায়িত হয়েছেন। পুলিশের চাকরিতে বদলীজনিত বিদায় এবং বরণ যেন মুদ্রার এপিঠ ওপিঠ।
অদ্যকার এই বদলীজনিত ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানের ক্ষণেই পত্নীতলা সার্কেলের নতুন অতিরিক্ত পুলিশ সুপার জনাব আফতাব উদ্দিনকে বরণ করে নেন পুলিশ সুপার মহোদয়
নাটোরের বাগাতিপাড়া উপজেলার বাশঁবাড়ীয়া ডিগ্রী কলেজের করনিক আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে ফরম পূরনের পঁচিশ শত টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। তবে অভিযুক্ত টাকা আত্মসাতের অভিযোগ অস্বীকার করেছেন।
অভাবের সংসারে সকল কাজ কর্মের মাঝেও চালিয়ে যাচ্ছেন নিজের পড়াশোনা। অষ্টম শ্রেণির জেএসসি পরিক্ষায় ৪ দশমিক ৫০ পয়েন্টে এবং ৪ দশমিক ৩৩ পয়েন্ট নিয়ে এসএসসি পরিক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এইচএসসি পরীক্ষাতেও ভালো ফলাফল হবে বলে তিনি দৃঢ় আশাবাদী ছিলেন। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের করণিকের ভুলের কারণে শিক্ষাজীবন থেকে আরো একটা বছর নষ্ট হয়ে গেলো নাটোরের বাগাতিপাড়ার জামনগর ইউনিয়নের কালিকাপুর সরদার পাড়া গ্রামের দিন মজুর নজরুল ইসলামের মেয়ে এবং উপজেলার বাশঁবাড়ীয়া ডিগ্রী কলেজের মেধাবী শিক্ষার্থী বিথি খাতুনের।
তার বোর্ড রেজিষ্ট্রেশন নম্বর ১৫১২৬৭৮৯৫৫ ও শ্রেণী রোল ৩২১।২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের এইচএসসি দ্বিতীয় বর্ষের মানবিক বিভাগের নিয়মিত মেধাবী শিক্ষার্থী বিথি খাতুন ২০২০ সালে উচ্চ মাধ্যমিক পরিক্ষায় অংশগ্রহণের জন্য স্থানীয় এক শিক্ষকের মাধ্যমে গত ০৪-০১-২০২০ তারিখে উক্ত কলেজে ফরম পূরণ বাবদ দুই হাজার পাঁচশত (২৫০০) টাকা প্রদান করেন ঐ কলেজের করণিক আব্দুর রাজ্জাকের নিকট। ফরম পূরণের জন্য ২৫০০টাকা জমার বিপরীতে বিথির শ্রেণি রোল নম্বর ৩২১ উল্লেখিত জমা রশিদ বহির ২৪১ নম্বর রশিদ তাকে (বিথিকে) দেন করণিক রাজ্জাক। এরই মধ্যে সারা বিশ্বের মতো এদেশেও করোনা ভাইরাস কোভিড-১৯ এর পাদুর্ভাব দেখা দিলে ১৭ মার্চ ২০২০ তারিখ থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয় সকল শিক্ষা প্রতিষ্ঠান। স্থগিত করা হয় সকল পরিক্ষা।
এক বছর অতিবাহিত হওয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নেয় মেধাবী যাচাই করে অটো পাসের। সেই অটো পাসের ফলাফল প্রকাশ হলে অনেক আশা নিয়ে বিথি তার শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে জানতে পারেন তার রেজাল্ট আসেনি। এমন খবরে সে দিশেহারা হয়ে কলেজের করণিক আব্দুর রাজ্জাক এবং অধ্যক্ষ ছাবিহা সুলতানার কাছে গেলে জানতে পারেন সে নাকি ফরম ফিলাপ করেননি তাই তার প্রবেশ পত্র ও রেজাল্ট আসেনি।
এমন অনাকাঙ্ক্ষিত খবরে সে এবং তার পরিবারের সবাই মানসিক ভাবে ভেঙে পরেছেন।
বিথি জানায়, আমি রাজশাহী শিক্ষা বোর্ডের অধিনে বাশঁবাড়ীয়া ডিগ্রি কলেজের ২০১৮-১৯ শিক্ষা বর্ষের এইচ এস সি দ্বিতীয় বর্ষের মানবিক বিভাগের একজন নিয়মিত ছাত্রী। আমি ২০২০ সালে এইচএসসি পরীক্ষা দেওয়ার জন্য ফরম পূরণ বাবদ দুই হাজার পাঁচশত টাকা জমা দিয়ে আমার শ্রেণী রোল নম্বর-৩২১ দেওয়া জমার রশিদ নিয়ে এসেছি। জমার রশিদ বহি নম্বর-২৪১। আমার রেজাল্ট না আসায় কলেজ থেকে আমাকে দোষারপ করা হচ্ছে।
সে আরোও জানায় করণিক রাজ্জাক আমার ফরম পূরণের ২৫০০ টাকা আত্নসাৎ করে আমার জীবন থেকে ১টা বছর নষ্ট করে দিয়েছেন। আমি এটার সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমার রেজাল্ট চাই। সেজন্য আমি বাঁশবাড়িয়া ডিগ্রি কলেজের করণিক আব্দুর রাজ্জাক আমার ফরম পূরণের ২৫০০টাকা আত্নসাৎ করেছে মর্মে বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী, শিক্ষা মন্ত্রনালয়ের মাননীয় শিক্ষাসচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ঢাকা, রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও পরিক্ষা নিয়ন্ত্রক এবং জেলা প্রশাসক মহাদ্বয়কে অবহিত করে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি অভিযোগ দাখিল করেছি।
এবিষয়ে বাঁশবাড়িয়া ডিগ্রি কলেজের করণিক আব্দুর রাজ্জাকের কাছে মুঠোফোনে জানতে চাইলে প্রথমে তিনি বলেন, এই পরিক্ষার জন্য বিথি ফরম পূরণ করেনি তাই তার রেজাল্ট আসেনি। ফরম পূরণ বাবদ ২৫০০ টাকা নিয়ে টাকা জমার রশিদ দিয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে রাজ্জাক বলেন, না এই নজরুলের মেয়ে বিথি কলেজে আসেনি ফরম পূরণ করেনি তাকে কোনো টাকা জমার রশিদও দেওয়া হয়নি। তার বিরুদ্ধে টাকা আত্নসাৎ এর অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা।
পরে আবার বলেন, বিথি নামে দুইজন পরীক্ষার্থী থাকায় এই সমস্যা হয়েছে। তবে তার সাথে আরো কথা বলে কোনো সঠিক উত্তর পাওয়া যায়নি।
বিষয়টি নিয়ে ঐ কলেজের অধ্যক্ষ ছাবিহা সুলতানার কাছে প্রথমে মুঠোফোনে জানতে চাইলে তিনিও ঠিক ওই করণিক রাজ্জাকের মত একই কথা বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। এই প্রতিবেদকের কথার সঠিক উত্তর না দিয়ে মুঠোফোনে কথা বলবেন না বলে জানান এবং এবিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানে এসে কথা বলতে বলেন।
মেধাবী শিক্ষার্থী নজরুলের মেয়ে বিথির রেজাল্ট আসেনি কেন পরেরদিন কলেজে গিয়ে একই প্রশ্ন করা হলে অধ্যক্ষ ছাবিহা ওই একই কথা বলে দায় এড়িয়ে যান। তবে তিনি আরো বলেন, আমি সহ আমার সকল শিক্ষক ওই মেয়েকে বলেছি যা হওয়ার হয়েছে সামনে বছর ফরম পূরণের জন্য তোমার কোনো টাকা দিতে হবেনা, আমরাই তোমার ফরম পূরণের ব্যাবস্থা করবো এনিয়ে আর কিছু করার দরকার নেই।
আমি অভিযোগটি পেয়েছি এবং তদন্তের জন্য মাধ্যমিক শিক্ষা অফিসার কে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাগাতিপাড়া উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াঙ্কা দেবী পাল।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহাদ আলী সরকার বলেন, এধরণের কোনো কাগজপত্র তিনি পাননি।
সিরাজগঞ্জ পৌরসভার পুনরায় নবনির্বাচিত মেয়র ও নবনির্বাচিত কাউন্সিলদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১৬ (ফেব্রুয়ারী -২০২১) সকাল ১১টায় পৌরসভা চত্বরে নবনির্বাচিত পৌর পরিষদের দায়িত্ব গ্রহন উপলক্ষ্যে- কোরআন তেলাওয়াত, গীতাপাঠ, বিভিন্ন সংগঠনের পক্ষ হতে নবনির্বাচিতদের ফুলেল শুভেচ্ছা, উত্তোরীয়, ক্রেস্ট প্রদান করা হয়েছে। আলোচনা সভা শেষে আপ্যায়ন এবং বিকেলে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের মধ্যেমণি ও সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা সিরাজী। নবনির্বাচিত মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা সিরাজী বলেন, সিরাজগঞ্জ পৌরসভাকে আরো অত্যাধুনিক হিসেবে গড়ে তোলা হবে। পৌর সভার উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করছি।
আমি পৌরসভার বিগত পাঁচ বছর ধরে দৃশ্যমান উন্নয়ন আপনারা দেখছেন। জার্মান সরকার ১২০ কোটি টাকার কাজের ছাড় পত্র দিয়েছেন। বিভিন্ন দাতা গোষ্ঠী সিরাজগঞ্জ পৌরসভার উন্নয়নের জন্য আরো শত কোটি টাকার কাজ দেওয়ার আহবান করছে। পৌরসভার উন্নয়নের স্বার্থে আপনার ট্যাক্স দিবেন বলে আশাকরি।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, পৌরসভার সচিব মোঃ লুৎফর রহমান। স্বাগতবক্তব্য রাখেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আব্দুস ছালাম মিয়া। সঞ্চালনায় ছিলেন, পৌসভার এসডিও এস,এম শাহ আলম ও নগর পরিকল্পনা বিদ আনিসুর রহমান।
সন্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা কে এম হোসেন আলী হাসান, সিনিয়র সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবু ইউসুফ সূর্য, মোস্তফা কামাল খান, আলহাজ্ব ইসহাক আলী, জেলা আনসার -ভিডিপি’র কমান্ড্যান্ট মির্জা সিফাত -ই -খোদা, কেন্দ্রীয় মহিলাআওয়ামী যুগ্ন-,সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা হেনরি তালুকদার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এবং ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয় এবং বক্তব্য রাখেন, নবনির্বাচিত কাউন্সিলরদের মধ্যে ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের স্বপ্না হাবীব, ৪,৫ ও ৬ নংওয়ার্ডের মোছাঃ তহমিনা খাতুন, ৭,৮ ও ৯ ওয়ার্ডের মোছাঃ শিখা খাতুন, ১০,১১ও ১২ নং ওয়ার্ডের মিরা খাতুন, ১৩,১৪ ও১৫ ওয়ার্ডের মোছাঃ রুমানা রেশমা,
১ নং ওয়ার্ডের কাউন্সিলর শিপু আহমেদ, ২ নং ওয়ার্ডের মোঃ হাসানুল হক মোল্লা ফাহিম, ৩ নং ওয়ার্ডের রিয়াদ রহমান, ৪ নং ওয়ার্ডের মোঃ জুলফিকার হাসান খান৷ ৫ নং ওয়ার্ডের মোঃ মামুনুর রশীদ, ৭ ওয়ার্ডের মোঃ হোসেন আলী, ৮ নং ওয়ার্ডের মোঃ নুরুল হক, ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ তাজ উদ্দিন সেখ, ১০ ওয়ার্ডের বেলাল হোসেন, ১১. নং ওয়ার্ডের মোঃ জয়নাল আবেদীন তারা, ১২ নং ওয়ার্ডের মোঃ আব্দুল আলীম, ১৩ নং ওয়ার্ডের মোঃ সাইফুল ইসলাম, ১৪ নং ওয়ার্ডের জাহাঙ্গীর আলম ভূট্র, ১৫ ওয়ার্ডের মোঃ আরজু, ফুলেল শুভেচ্ছা প্রদান করেন, সিরাজগঞ্জ পৌরসভার মেডিকেল অফিসার ডাঃ একে এম ফরহাদ হোসাইন, টিসি সাখাওয়াত হোসেন মুকুল,পৌর কর্মচারি ইউনিয়ন সাধারণ সম্পাদক আব্দুল লতিফ দুলাল, প্রশাসনিক কর্মকর্তা মোঃ মাসুদ রানা।
করোনার টিকা গ্রহণ করলেন রায়গঞ্জ উপজেলার ১ নং ধামাইনগর ইউনিয় আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব নূরুল হক নয়ন ।
১৬ ফেব্রুয়ারী মঙ্গলবার সকালে তিনি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে এসে এ টিকা গ্রহণ করেন । টিকা গ্রহণ শেষে তিনি দৈনিক সকালের সময়কে বলেন,ধন্যবাদ জানাই মাননীয় প্রধান মন্ত্রী ও আমাদের প্রাণের নেত্রী জন দরতদী শেখ হাসিনা মাকে ।তিনি আমাদের গ্রাম গঞ্জের সাধরাণ মানুষকে এই করোনা ভাইরাসের টিকা গ্রহণের সুযোগ করে দেওয়ায় ।
তিনি বলেন আমি টিকা গ্রহণ করেছি আমি আল্লাহর রহমতে সুস্থ আছি ।অবশেষে তিনি টিকা নিয়ে গুজবে কান না দিয়ে সকলকে টিকা গ্রহণের আব্বান জানান।
গত ৭ ফেব্রুয়ারী থেকে দেশ ব্যাপী করোনা ভাইরাস রোধে গনটিকা কার্যক্রম শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও এই টিকা কার্যক্রম অব্যহত রয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানাগেছে, প্রথম ধাপে এই উপজেলায় বসবাসকারী ১০ হাজার ৯শ ৪০ জন মানুষকে গনটিকা কার্যক্রমে আওতায় আনা হবে। এ টিকা সেবা পাবে শুধু মাত্র অনলাইনে নিবন্ধন করবে যারা।
এদিকে আজ (মঙ্গলবার) সকালে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেরে করোনার টিকাদান কর্নারে গিয়ে টিকা গ্রহন করেছেন বেলকুচি পৌরসভার নব নির্বাচিত মেয়র সাজ্জাদূল হক রেজা। টিকা গ্রহনের পর তিনি প্রতিবেদকের কাছে জানান, আমি করোনা ভাইরাসের টিকা নিয়েছি। এতে ভয়ের কিছু নেই। আমি আল্লাহর রহমতে এখনও সুস্থ ও স্বাভাবিক রয়েছি।
এসময় তিনি আরো বলেন, করোনার টিকা নিয়ে যারা গুজব রটিয়েছে তারা এদেশে শত্রু। তারা জনগনের মঙ্গল চায় না বিধায় এসব ভিত্তিহীন গুজব রটিয়েছে মানুষের মাঝে আতংক সৃষ্টি করতে। এদের অসামজস্য পূর্ণ গুজবে কান না দিয়ে সবাই অনলাইনের মাধ্যমে নিবন্ধন করে করোনা ভাইরাসের টিকা গ্রহন করুন।
দিনাজপুরের বিরামপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১২ টায় উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান খাইরুল আলম রাজু, পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী, (শিক্ষানবিশ) সহকারী পুলিশ সুপার বেলায়েত হোসেন, থানা অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল, আনসার ভিডিপি কর্মকর্তা জাহাঙ্গীর আলী, বিভিন্ন দপ্তরের সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, বীরমুক্তিযোদ্ধা, বিজিবি, ইউনিয়ন পরিষদ চেয়াম্যানবৃন্দ, আইন-শৃঙ্খলা কমিটির অনান্য সদস্যগণসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ।
এসময় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় মাদকদ্রব্য বিক্রি, সেবন, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, যৌতুক, ইভটিজিং, করোনার ভ্যাক্সিন গ্রহণ এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
পটুয়াখালীর কলাপাড়া পৌরসভায় ১৪ ফেব্রুয়ারী অনুষ্ঠিত নির্বাচনে সামান্য কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই অবাধ নিরপেক্ষ ও শান্তিপূর্ন পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়। এতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতীকে বিপুল চন্দ্র হাওলাদার বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।
তার প্রাপ্ত ভোট ৩৩৫৯। দ্বিতীয় অবস্থানে জগ প্রতীকের বিদ্রহী প্রার্থী দিদার উদ্দিন আহম্মেদ মাসুম। তার প্রাপ্ত ভোট ৩২৩৫। এছাড়া ধানের শষী প্রতীক নিয়ে বিএনপি’র মনোনীত প্রার্থী হাজী হুমায়ন শিকদার তিনি ভোট পেয়েছেন ১৬০১ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে সেলিম মিয়া হাত পাখা নিয়ে তিনি ৬৬৯ ভোট পেয়েছেন। ফলাফল নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং অফিসার আবদুর রশিদ।
রবিবার অনুষ্ঠিত কলাপাড়া পৌর নির্বাচনে ১২ হাজার ৮শ‘ ৯১ জন ভোটারের বিপরীতে চারজন প্রার্থী মেয়র পদে অংশ গ্রহণ করেছিলেন। ৯টি কাউন্সিলর পদে ৩৭ জন এবং সংরক্ষিত ৩টি নারী কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।
উপজেলা নির্বাচন কর্মকতার্ ও সহকারী রিটার্নিং অফিসার আবদুর রশিদ বলেন, সুষ্ঠ ও শান্তিপূর্ন ভাবে এ নিবার্চন সম্পান্ন হয়েছে।
১০ টি ভোট কেন্দ্রে ভোটাররা তাদের পছন্দের প্রাথর্ীকে নির্বিঘ্নে ভোট দিয়েছেন বলে ভোটারদের অভিমত ছিল। শুষ্ঠুভাবে ভোট প্রয়োগ করতে পেরে ভোটাররা আনন্দিত। এমন ভোটের আয়োজন সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রতি তারা কৃতজ্ঞতা জানিয়েছেন।