Author: admin

  • লক্ষ্মীপুরের জজকোর্টের আইনজীবির হাতে মারধরের শিকার অসহায় পরিবার।

    লক্ষ্মীপুরের জজকোর্টের আইনজীবির হাতে মারধরের শিকার অসহায় পরিবার।

    লক্ষীপুর প্রতিনিধিঃ

    ঘড়ির কাঁটা ১০টা বেজে কিছু সময়। আদালত পাড়ায় মানুষের আনাগোনাও বাড়ছে, বাড়ছে কর্মব্যস্ততাও। হঠাৎ কালো গাউন পরিহিত ও কোর্ট পরিহিত দুইজন এক যুবককে টেনেহেঁচড়ে মারধর করতে করতে নিয়ে যাচ্ছে। এ দৃশ্য দেখার পর কেউ কেউ থামাতে গিয়েও ব্যর্থ হন। পরে জানা যায় বড় বোনের কাবিনের টাকা আইনজীবি না দিয়ে গড়িমসি করছেন। মারধরের শিকার ওই যুবকের স্বজনদের দাবি, ওই আইনজীবি কাবিনের টাকা আত্মসাদ করার জন্য মোবাইল ফোন বন্ধ ও বাদির ব্যবহৃত নাম্বার ব্লক করে দিয়েছেন। ঘটনাটি লক্ষ্মীপুর জেলা জজ আদালত প্রাঙ্গণের।গেলো সোমবার (২৫মার্চ) বড় বোনের দেনমোহরের টাকা চাইতে গিয়ে ফয়সাল নামের এক যুবক আবদুস সামাদ আজাদ হিরণ নামের এক আইনজীবির হাতে মারধরের শিকার হয়েছেন। এঘটনায় ভুক্তভোগীর বোন শিমু আক্তার জেলা আইনজীবি সমিতির কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। আবদুস সামাদ আজাদ হিরণ লক্ষ্মীপুর জেলা জজ আদালতের আইনজীবি ও ভুক্তভোগী ফয়সাল হোসেনের বড় বোন শিমু আক্তারের মামলার বাদি পক্ষের আইনজীবি।শিমু আক্তার ও ফয়সাল হোসেন জানান, শিমু দেনমোহরের প্রাপ্য টাকা পেতে আদালতে স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে আদালত ও উভয়পক্ষের আইনজীবির মধ্যস্থতায় দেনমোহরের দুই লক্ষ বিশ হাজার টাকা প্রদানের সিদ্ধান্ত হয়। কয়েক ধাপে ১ লাখ ৬০ হাজার টাকা দেয়া হলেও বাকি ৬০ হাজার টাকা দিতে বাদির আইনজীবি আবদুস সামাদ আজাদ হিরণ গড়িমসি করেন। পরে ঘটনার দিন বাদির ভাই ফয়সাল হোসেনকে আইনজীবি হিরণের কাছে থাকা বাকি ৬০ হাজার টাকা নিতে বলেন। এসময় ফয়সাল ঘটনাস্থলে আসলে হিরণসহ কয়েকজন আইনজীবি একত্র হয়ে ফয়সালকে জামার কলার ধরে টেনে হেঁচড়ে আইনজীবি সমিতির শৌচাগারে প্রায় আধা ঘন্টা অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে আদালতের আরেক আইনজীবি ফিরোজ আলম ওই যুবককে উদ্ধার করে।

    মামলার বিবাদি শিমু’র স্বামী রিয়াদ জানান, বাদিকে দিতে তিনি কয়েক ধাপে ২ লাখ বিশ হাজার টাকা আইনজীবির কাছে দিয়েছেন। পরে বাদির উকিলকে দেয়ার জন্য আরো পাঁচ হাজার টাকাও দেন তিনি।

    লক্ষ্মীপুর জেলা জজ আদালতে সেবা নিতে এসে বিচারপ্রার্থীরা এর আগেও অনেকবার হেনস্থার শিকার হয়েছেন, পড়েছেন আইনজীবিদের রোষানলেও। এতে ন্যায় বিচারতো দূরে থাক বাদি-বিবাদী ক্ষতিগ্রস্থ হচ্ছেন বলে মনে করেন সচেতন মহল

  • রাণীশংকৈলে নান্দুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বারী’র বিরুদ্ধে সচিবের মামলা।

    রাণীশংকৈলে নান্দুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বারী’র বিরুদ্ধে সচিবের মামলা।

    ঠাকুরগাঁও প্রতিনিধি:
    ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ৮ নং নন্দুয়ার ইউনিয়ন পরিষদের সচিব দবিরুল ইসলাম (৩৮) কে মোবাইল দিয়ে আঘাত করে মাথা ফাটিয়ে দেওয়ায় অপরাধে একই ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে ।
    জানা গেছে ২৫ মার্চ সোমবার দুপুরে ইউপি চেয়ারম্যান আব্দুল বারী ইউপি সচিব দবিরুলের কাছে সরকারি রাজস্ব আদায়ের জমাকৃত টাকার চেক চাইলে এ নিয়ে তর্ক-বির্তকের এক পর্যায়ে চেয়ারম্যান তার হাতে থাকা মোবাইল দিয়ে সচিবের মাথায় আঘাত করেন। এসময় ইউপি সচিবের মাথা ফেটে যায়। ইউপি সচিব বর্তমানে রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
    ইউপি সচিব দবিরুল ইসলাম বলেন, চেয়ারম্যান আমার কাছে নিয়ম বহির্ভূতভাবে চেক চায়। আমি সরকারি নিয়মের মধ্যে একাউন্ট পে চেক দিতে চাইলে চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে তার হাতে থাকা মোবাইল দিয়ে আমার মাথায় আঘাত করে। এতে আমার মাথা ফেটে যায়। আমার মাথায় ৩ টি সেলাই দেওয়া হয়েছে। আমি এবিষয়ে থানায় এজাহার দিয়েছি।
    এবিষয়ে জানতে চেয়ারম্যান আব্দুল বারী’র সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান।
    মামলার ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সোহেল রানা বলেন গতকাল রাতে থানায় মামলা রুজু করা হয়েছে। মামলার আসামীকে ধরার জন্য পুলিশ তৎপর রয়েছে
  • রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের তামার তার চুরি-চোর চক্রের তিন সদস্য আটক।

    রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের তামার তার চুরি-চোর চক্রের তিন সদস্য আটক।

    রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ
    বাগেরহাটের রামপালে (বাংলাদেশ-ইন্ডিয়া) ফ্রেন্ডশিপ কোম্পানী পাওয়ার প্লান্টের তামার তার চুরি করে পাচারকালে তিন চোরকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) সকালে আসামিদের নামে মামলা দায়ের পূর্বক বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
    আটককৃতরা হলেন- খুলনার দাকোপ উপজেলার ওড়াবুনিয়া এলাকার মোঃ নওয়াব আলী সরদারের ছেলে মোঃ হাবিবুর রহমান সরদার(৩৫),পরম আনন্দ বিশ্বাসের ছেলে লিটন বিশ্বাস(৩৪) ও বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পশ্চিম সরালিয়া এলাকার আঃ মান্নান হাওলাদারের ছেলে মোঃ রাসেল হাওলাদার(২৮)।
    রামপাল থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানা গেছে যে, সোমবার (২৫ মার্চ) রাত সাড়ে ৩ টার দিকে তাপবিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে এএইচপি এনসিসি-৩ ভবনের জেটি এলাকা থেকে তার পাচার করার চেষ্টা করছিল ওই তিনজন। এসময় তাদের কাছে থাকা  ২৪ (চব্বিশ) কেজি তামার তারসহ হাতেনাতে আটক করা হয়। উদ্ধারকৃত তারের বাজার মূল্য আনুমানিক ৩৬ হাজার টাকা।
    এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাসের কাছে জানতে চাইলে তিনি এ প্রতিবেদককে জানান, সোমবার ভোররাতে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র এলাকা থেকে তামার তার চুরি করে পাচারকালে তিনজনকে আটক করা হয়েছে। আটকৃতদের আজ সকালে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
  • মাধবপুরে স্বাধীনতা ও জাতীয় দিবসে অংশ গ্রহন করেন না উপজেলা পরিষদের চেয়ারম্যান।

    মাধবপুরে স্বাধীনতা ও জাতীয় দিবসে অংশ গ্রহন করেন না উপজেলা পরিষদের চেয়ারম্যান।

    মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধিঃ

    হবিগঞ্জের মাধবপুরে স্বাধীনতা দিবস, বিজয় দিবস, শহিদ দিবস, ৭ মার্চ, ১৭ মার্চ,২৫ মার্চ গণহত্যা দিবস, জাতীয় শোক দিবস, জেল হত্যা দিবস সহ মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত সকল দিবস একটানা ১০ বছর বর্জন করছেন মাধবপুর উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান।

    এসব জাতীয় গুরুতপূর্ণ দিবস ইচ্ছাকৃত ভাবে বর্জন করায় মাধবপুরে মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা মনে করেন উপজেলা চেয়ারম্যান ইচ্ছাকৃত ভাবে সব জাতীয় দিবসে অংশগ্রহন না করে মুক্তিযুদ্ধের প্রতি অবজ্ঞা প্রদর্শন করছেন। বীরমুক্তিযোদ্ধা ক্যাপ্টেন কাজী কবির উদ্দিন বলেন, উপজেলা পরিষদ সরকারের গুরুত্বপূর্ন স্থানীয় সরকার বিভাগ।

    কিন্তু মাধবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ইচ্ছাকৃত ভাবে গত ১০ বছর ধরে মুক্তিযুদ্ধ বিষয়ক জাতীয় দিবসে অংশগ্রহন না করায় তার বিরুদ্ধে স্থানীয় সরকার বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে দাবি করছি। তিনি আরো বলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাতীয় দিবসে অংশগ্রহন থেকে বিরত থাকলে ভাইস চেয়ারম্যানকে দায়িত্ব দিতে পারতেন। কিন্তু তিনি কৌশলে কোন ভাইস চেয়ারম্যানকে এখন পর্যন্ত জাতীয় দিবসে দায়িত্ব দেয়নি।

    আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান জানান, আমরা গবীর ভাবে লক্ষ্য করছি উপজেলা চেয়ারম্যান গত ১০ বছর ধরে জাতীয় দিবসে পতাকা উত্তোলন, ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও কোন আলোচনা সভায় অংশ গ্রহন করেনি। এসব ঘটনা মাধবপুর বাসিকে মর্মাহত করেছে।

    মাধবপুর উপজেলা পরিষদে মহিলা ভাইস চেয়ারম্যান এডঃ সুফিয়া আক্তার হেলেন বলেন, জাতীয় দিবসে উপজেলা চেয়ারম্যান অংশগ্রহন করতে কোন সমস্যা থাকলে ভাইস চেয়ারম্যানকে দায়িত্ব দিতে পারতেন। কিন্তু গত ১০ বছরে তিনি কোন ভাইস চেয়ারম্যানকে এরূপ দায়িত্ব দেননি। দায়িত্ব দেওয়া হলে জাতীয় গুরুতপূর্ণ দিবস নিয়ে কোন প্রশ্ন উঠত না। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মজিব উদ্দিন তালুকদার ওয়াসিম বলেন এটি আমাদের জন্য কলংক।উপজেলা চেয়ারম্যানকে আমরা বার বার অনুরোধ করেছি জাতীয় দিবসে তিনি অংশ নিতে কোন সমস্যা হলে যেন আমাদের দায়িত্ব দেওয়া হয়। তিনি আমাদের কোন দায়িত্ব দেয়নি।

    এব্যাপারে উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান জানান, বিভিন্ন জাতীয় দিবসে অংশগ্রহন করতে আমার আন্তরিকতার কোন অভাব নেই। কিন্তু প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে আমার উপস্থিতি অনেকেই ভালভাবে দেখে না।

    জাতীয় দিবসের প্রতি আমার পূর্ন আস্থা ও শ্রদ্ধা রয়েছে। মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার একেএম ফয়সাল বলেন আমার যোগদানের প্রায় আড়াই মাস। এরমধ্যে শহিদ দিবস, ২৫ মার্চ গনহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবসে উপজেলা চেয়ারম্যানকে অনুপস্থিত ছিলেন। বিগত ১০ বছর জাতীয় দিবসে অংশগ্রহন করেছেন কিনা আমার জানা নেই।

     

  • রামপালে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন।

    রামপালে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন।

    রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ
    বাগেরহাটের রামপালে যথাযোগ্য মর্যাদা, সম্মান ও শ্রদ্ধার সাথে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে রামপাল উপজেলা প্রশাসন ব্যাপক কর্মসূচীর আয়োজন করে।
    মঙ্গলবার (২৬ মার্চ ২০২৪) সকাল সাড়ে ৬ টায়  রামপাল থানা প্রাঙ্গণে একত্রিশ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। এরপর সকাল ৮.০০ টায় রামপাল উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, রামপাল মুক্তিযোদ্ধা সংসদ ও রামপাল থানাসহ বেশ কয়েটি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে। পুষ্পমাল্য অর্পণ শেষে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ প্রদর্শণ করা হয়। কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে রামপাল উপজেলা অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
    রামপাল উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরা’র সভাপতিত্বে সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা  চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন।
    প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মহান স্বাধীনতা দিবসে স্বাধীনতার মহান স্থপতি, বাঙালির রাখাল রাজা জাতির জনক বঙ্গবন্ধু কথা আমরা গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করি। এছাড়াও তিনি মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী বীর মুক্তিযোদ্ধাদের আত্মদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করি। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে জাতির জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসির হাতকে শক্তিশালী করতে সকলকে একযোগে কাজ করার জন্য আহবান জানান।
    বিশেষ অতিথির বক্তব্য রাখেন  জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা আঃ রউফ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল ওহাব, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মোজাফফর হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হক লিপন ও রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাস।
    অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অলিউল ইসলাম, স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সুকান্ত কুমার পাল,রামপাল কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) সমীর কুমার বিশ্বাস, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সচিব বীর মুক্তিযোদ্ধা কালীপদ অধিকারী, বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা অতীন্দ্রনাথ হালদার দুলাল, রামপাল থানার ওসি (তদন্ত) বিধান পাল, উপজেলা উপজেলা প্রকৌশলী মোঃ গোলজার হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার  মতিয়ার রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার এস, এ আনোয়ার উল-কুদ্দুস, রামপাল প্রেসক্লাবের সভাপতি হাওলাদার আব্দুল হাদী, সমাজসেবা অফিসার শাহিনুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ সাদীসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
    অনুষ্ঠান শেষে কুচকাওয়াজে অংশগ্রহণকারী ও দিবসটি উদযাপন উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
    অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন প্রভাষক ও সাংবাদিক মোঃ মোস্তফা কামাল পলাশ এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা শেফা।
  • বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের স্বামী-স্ত্রী ও সন্তানসহ ৫ জনের মৃত্যু,আহত-১।

    বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের স্বামী-স্ত্রী ও সন্তানসহ ৫ জনের মৃত্যু,আহত-১।

    নিজস্ব প্রতিবেদকঃ মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের স্বামী-স্ত্রী ও সন্তানসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। মঙ্গলবার ২৬ মার্চ ২০২৪ইং, ভোর ৫ টার সময় উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের পূর্ব গোয়ালবাড়ি গ্রামের মখলিছ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
    নিহতরা হলেন- টেলাগাড়ি চালক মোঃ ফয়জুর রহমান (৫২), তার স্ত্রী শিরিন বেগম (৪৫), মেয়ে সামিয়া (১৬), সাবিনা (১৩) ও ছেলে সায়েম উদ্দিন (৮)। এদের মধ্যে মেয়ে সামিয়া নবম শ্রেণি ও সাবিনা সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় আহত সোনিয়া আক্তার (১২) তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে বিদ্যুতের তার ছিঁড়ে বসতঘরের ওপর পরলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়। এ ঘটনায় সোনিয়া আক্তার নামে এক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
    আরও বলেন, পূর্ব গোয়ালবাড়ি গ্রামে ফয়জুর রহমানের বাড়ির উঠানে পাঁচজনের লাশ রাখা। দুর্ঘটনার খবর পেয়ে আত্মীয়স্বজনরা ছুটে এসেছেন। লাশের পাশে বসে তারা কান্নাকাটি করছেন। ঘরের ভেতর বিদ্যুতের তার, মিটার পুড়ে ছাই হয়ে গেছে। খাটের লেপ-তোশকও পুড়ে গেছে।
    দেখা যায়, পূর্ব গোয়ালবাড়ি সড়কের এক পাশে টিনের চালা ও বেড়ার তৈরি ঘরে পরিবারের সদস্যদের নিয়ে থাকতেন ফয়জুর রহমান। তার ঘরের উপর দিয়ে পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) ১১ হাজার ভোল্টের বিদ্যুতের লাইন টানানো।
    নিজের জমি না থাকায় রহমত আলী নামের স্থানীয় এক ব্যক্তির পতিত জমিতে ফয়জুর রহমান ঘর তৈরি করে বসবাস করছিলেন বলেও জানা যায়।
    জুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাইনুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার প্রস্তুতি চলছে।
  • নাগরপুরে মহান স্বাধীনতা দিবস পালিত।

    নাগরপুরে মহান স্বাধীনতা দিবস পালিত।

    স্টাফ রিপোর্টারঃ
    টাংগাইলের নাগরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ২০২৪ পালিত হয়েছে।
      মঙ্গলবার(২৬ই মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এ দিন প্রত্যুষে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন স্মারক ৭১ এ পুষ্পস্তবক অর্পণ করা হয়।
    পরে উপজেলা চত্বরে পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, আনসার ব্যাটেলিয়ন ও  স্কাউট সদস্যরা মার্চ পাস্টে অংশ নেন।
    এ সময় উপজেলা নির্বাহী অফিসার রেজা মোঃগোলাম মাসুম প্রধান এর  সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুস ছামাদ দুলাল,
     উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃআব্দুল মালেক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির,মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, মেসবাহুল হক ডিজিএম নাগরপুর পল্লী বিদ্যুৎ অফিসার,  নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এইস এম জসিম উদ্দিন , সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা সুজায়েত হোসেন, বীরমুক্তিযোদ্ধা গোলাম সরোয়ার ছানা,বীর মুক্তিযোদ্ধা মোকাদ্দেছ আলী  উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত)  আনিছুর রহমান প্রমুখ।
  • গ্রামের জড়াজীর্ণ মসজিদে নামাজ আদায়ের পর অনুদান দিলেন-এমপি সুজন।

    গ্রামের জড়াজীর্ণ মসজিদে নামাজ আদায়ের পর অনুদান দিলেন-এমপি সুজন।

    ঠাকুরগাঁও প্রতিনিধি:
    ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের বকুলতলা এলাকার করুয়া বায়তুন নুর জামে মসজিদ। কয়েকমাস আগে পাশের একটি মসজিদে জুমআর নামাজ পড়তে গিয়ে জরাজীর্ণ ওই মসজিদ নজরে আসে মাজহারুল ইসলাম সুজনের।
    তখন তিনি জাতীয় সংসদ সদস্য ছিলেন না এমনকি মসজিদ কমিটির লোকজন বরাদ্দ চেয়ে কোন আবেদন করেননি। নিজেই খোঁজ খবর নিয়ে মসজিদের উন্নয়নে সহযোগিতা করতে ছুটে গেছেন ঠাকুরগাঁও ২ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজন।
    রবিবার বিকালে ওই মসজিদে আসরের নামাজ আদায় করেন তিনি । নামাজ আদায়ের পর মসজিদের উন্নয়নে ২ লাখ টাকা অনুদান প্রদান করেন। মসজিদ কমিটির লোকজন ও স্থানীয়রা বলছেন, বরাদ্দ না চাইলেও এখানে এমপি নিজেই খোঁজ খবর নিয়ে ২ লাখ টাকা অনুদান দিতে এসেছেন , এটা কল্পনার বাইরে ছিল ।এমন এমপিকে নির্বাচিত করে গর্ববোধ করছেন তাঁরা।
    সংসদ সদস্য সুজন জানান, এই মসজিদটি কয়েকমাস আগে আমি দেখেছিলাম, তখনই তালিকা করে রেখেছিলাম। এলাকার মানুষের জন্য আমার বাবা দীর্ঘজীবন কাজ করেছেন, সেই ধারাবাহিকতা রক্ষা করতে চাই।
    একই দিনে মোড়ল হাট কেন্দ্রীয় জামে মসিজদে আরও ১ লাখ টাকা অনুদান প্রদান করেন এমপি সুজন।
    অনুদান বিতরণের সময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জুলফিকার আলী, ইউপি চেয়ারম্যান সাহাবুদ্দিন মিঞা, সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুর ইসলাম ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমান শান্তিসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
  • মাধবপুরে ভিডব্লিউবি’র সরকারি ৩০ বস্তা চালসহ দুই সিএনজি চালক আটক।

    মাধবপুরে ভিডব্লিউবি’র সরকারি ৩০ বস্তা চালসহ দুই সিএনজি চালক আটক।

    মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
    হবিগঞ্জের মাধবপুরে মহিলাবিষয়ক অধিদপ্তর পরিচালিত দুস্থ মহিলা উন্নয়ন কর্মসূচির ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) এর ৯’শ কেজি চাল সহ দুই সিএনজি চালকে আটক করেছে পুলিশ।
    সোমবার (২৫ মার্চ) বিকেলে মাধবপুর থানাধীন  কাশিমনগর পুলিশ ফাঁড়ির এএসআই আতাউল গণি মজুমদার এর নেতৃত্বে পুলিশের একটি দল গোবিন্দপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের পাশ্ববর্তী ভাঙ্গা ব্রিজের নিকট অভিযান চালিয়ে ত্রিশ বস্তা ভিডব্লিউবি প্রকল্পের চাল সহ দুটি সিএনজি অটোরিকশা জব্দ করেন। এসময় পুলিশ সিএনজি অটোরিকশা চালক ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের দক্ষিণ বিরপাশা গ্রামের মৃত সফিল উদ্দিন এর পুত্র মো: জাহাঙ্গীর আলম (৪৪) ও মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের মেহেরগাও গ্রামের মৃত তোরাব আলীর পুত্র মো: শাহাজান মিয়া(৪০) কে আটক করেন।
    স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি এসব চাল ধর্মঘর থেকে মাধবপুর নিয়ে যাওয়া হচ্ছিল। ধর্মঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ পারুল জানান, আমি আজকে সকাল থেকে ভিডব্লিউবি প্রজেক্টের বিনামূল্যের এসব চাল সুবিধাভোগীদের দিয়েছি। হয়তো সুবিধাভোগীদের কেউ কেউ এসব চাল বিক্রি করে থাকতে পারে।
    মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: রাকিবুল ইসলাম খান এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান,৩০ কেজির ত্রিশ বস্তা চাল জব্দ করা হয়েছে। এবিষয়ে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
  • বেলকুচিতে জনতা ব্যাংকের ভল্ট থেকে প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা উধাও।

    বেলকুচিতে জনতা ব্যাংকের ভল্ট থেকে প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা উধাও।

    বেলকুচি(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ

    সিরাজগঞ্জে জনতা ব্যাংক বেলকুচি উপজেলা শাখা থেকে প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা উধাও হওয়ার অভিযোগ উঠেছে।
    এ ঘটনায় জনতা ব্যাংক বেলকুচি উপজেলার তামাই শাখার ব্যবস্থাপকসহ তিন কর্মকর্তাকে পুলিশ গ্রেফতার করেছে।সোমবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

    জনতা ব্যাংক সিরাজগঞ্জ শাখার ডেপুটি ম্যানেজার মোঃ নজরুল ইসলাম রোববার রাতে ওই তিন জনকে আসামি করে মামলা দায়েরের প্রেক্ষিতে তাদের গ্রেফতার করা হয়েছে।

    গ্রেফতারকৃত আসামিরা হলেন-জনতা ব্যাংক তামাই শাখার ব্যবস্থাপক আল আমিন (৪২), সহকারী ব্যবস্থাপক রেজাউল করিম (৩৪) ও ব্যাংক অফিসার রাশেদুল ইসলাম (৩১)।

    মামলায় উল্লেখ করা হয়, রোববার জনতা ব্যাংক তামাই শাখায় অডিট করা হয়। অডিটের সময় ক্যাশ ভল্টে ৫ কোটি ২২ লাখ ৫০ হাজার টাকা গরমিল পাওয়া যায়। এ সময় তামাই জনতা ব্যাংক শাখা ব্যবস্থাপক, সহকারী ব্যবস্থাপক ও অফিসারের কাছে বিষয়টি জানতে চাইলে তারা জানান টাকাগুলো চুরি হয়েছে।

    বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনিছুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।তিনি জানান জনতা ব্যাংক সিরাজগঞ্জ শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার নজরুল ইসলাম বাদী হয়ে রোববার রাতে মামলা করেছেন।
    তিনি আরো জানান মামলার পর অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এটি টাকা লেনদের বিষয় হওয়ায় দুর্নীতি দমন কমিশন (দুদক) ব্যবস্থা নেবে। অভিযোগপত্রটি দুদকে পাঠানো হয়েছে।