Author: admin

  • তানোরে দুই পলাতক আসামি পুলিশের হাতে গ্রেফতার-ভোরের কণ্ঠ।

    তানোরে দুই পলাতক আসামি পুলিশের হাতে গ্রেফতার-ভোরের কণ্ঠ।

    রাজশাহীর তানোরে থানার পুলিশের অভিযানে ওয়ারেন্ট ভুক্ত পলাতক ২জন আসামি প্রেফতার করা হয়েছে।

    আসামিরা হলেন, পৌর এলাকার বরুজ গ্রামের সাইদুল ইসলামের পুত্র এনামুল হক(২৮) ও জিআর১৪/১৭ ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি নিজামপুর হিন্দু পাড়া গ্রামের মৃত গোপাল মন্ডলের পুত্র শ্রী ব্রজেন মন্ডলকে অভিযান চালিয়ে গ্রেফতার করে পুলিশ।

    থানা পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গভির রাতে জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন (বিপিএম)বার ও অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসানের নির্দেশনায় তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাকিবুল হাসান রাকিব ও পুলিশ পরিদর্শক মোয়াজ্জেম হোসেন(তদন্ত) এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দীর্ঘদিনের ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি এনামুল হক ও শ্রী ব্রজেন মন্ডলকে গ্রেফতার করা হয়।

    তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাকিবুল হাসান রাকিব জানান, দীর্ঘদিন ধরে এনামুল হক ও ব্রজেন ওয়ারেন্ট ভুক্ত আসামি হয়ে পালিয়ে ছিলেন, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। আসামিদের কোর্টের মাধ্যমে জেল হাজতে পেরন করা হয়েছে বলে জানান তিনি।

  • ব্যবসায়ী নেতার স্বরণে ব্যবসায়ী সমিতি’র শোক সভা ও দোয়া মাহ্ফিল-ভোরের কণ্ঠ। 

    ব্যবসায়ী নেতার স্বরণে ব্যবসায়ী সমিতি’র শোক সভা ও দোয়া মাহ্ফিল-ভোরের কণ্ঠ। 

    দিনাজপুরের ফুলবাড়ীতে দুই ব্যবসায়ী নেতার মৃত্যুতে তাদের স্বরণে শোক সভা ও দোয়া মাহফিল করেছেন ফুলবাড়ী থানা ব্যবসায়ী সমিতি।

    বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় ফুলবাড়ী থানা ব্যবসায়ী সমিতি’র আয়োজনে সমিতির অস্থায়ী কার্যালয়ের সামনে সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মরহুম আব্দুল হাকিম মন্ডল ও সভাপতি মরহুম নওশাদ আলম মুন্না’র স্বরণে এই শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
    এতে সভাপতিত্ব করেন ব্যবসায়ী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি কফিল উদ্দিন সরকার।

    ব্যবসায়ী নেতা ও স্বকল্প সোসাইটির নির্বাহী পরিচালক এমএ কাইয়ুম এর সঞ্চালনায়, সৃতিচারণ করে সভায় বক্তব্য রাখেন, পৌর মেয়র মো: মাহামুদুল আলম লিটন, জেলা পরিষদ সদস্য আলহাজ¦ কামরুজ্জামান, পৌর কাউন্সিলর মো.আব্দুস জব্বার মাসুদ,কাউন্সিলর মো.হাসানুর রহমান, ব্যবসায়ী নেতা মো.শেখ সাবীর আলী,ব্যবসায়ী নেতা হামিদুল ইসলাম,সমিতির সাবেক কোষাদক্ষ মো.খুরশিদ আলম নাদিম,স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের সভাপতি মো.মানিক মন্ডল, দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি মো.গোলাফ্ফর হোসেন প্রমুখ। শেষে দুই ব্যবসায়ী নেতার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

  • শাহজাদপুর পুলিশের অভিযানে ৯ জুয়ারি আটক-ভোরের কণ্ঠ।

    শাহজাদপুর পুলিশের অভিযানে ৯ জুয়ারি আটক-ভোরের কণ্ঠ।

    শাহজাদপুর উপজেলার পৌর সদরের শক্তিপুর মহল্লায় অভিযান চালিয়ে ৯ জুয়ারিকে আটক করে শাহজাদপুর থানা পুলিশ।

    গোপন সংবাদের ভিত্তিতে শাহজাদপুর থানার এসআই মোঃ এসলাম আলী, এএসআই মোঃ সুমন সাঈদ, এএসআই মোঃ নূর নবীসহ পুলিশের একটি দল উপজেলার পৌর সদরের শক্তিপুর মহল্লার শাহান আলী বাড়িতে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ৯ জুয়ারিকে আটক করে থানায় নিয়ে আসে।

    অভিযানে জুয়ার আসর থেকে শাহজাদপুর উপজেলার মৃত রতি প্রামানিকের ছেলে শফিকুল ইসলাম (৩৫ ), আরজান শেখের ছেলে বাবলু ওরফে গোরা (৪২), কাদের শেখের ছেলে মোঃ শাহান (৫৬), আনছার প্রামানিকের ছেলে মোঃ বাবু (৪৫), নজির উদ্দিনের ছেলে কন্নু (৪৬), মৃত গফুরের ছেলে খালেক (৩৮), ওজেদ শেখের ছেলে আউয়াল (৪০), নজু শেখের ছেলে মিনহাজ (৪০), বদিউজ্জামানের ছেলে শামিম (৩০) কে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে নগদ অর্থ এবং জুয়া খেলার সামগ্রী জব্দ করা হয়। শুক্রবার দুপুরে তাদের বিরুদ্ধে ১৮৬৭ সালের জুয়া আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়।

  • মহিপুর থানা প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত-ভোরের কণ্ঠ।

    মহিপুর থানা প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত-ভোরের কণ্ঠ।

    কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মিলাদের মধ্য দিয়ে পটুয়াখালীর মহিপুর প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার বেলা বারোটায় প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    মহিপুর প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী-০৪ আসনের সাংসদ অধ্যক্ষ মহিব্বুর রহেমান মহিব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিপুর থানার ওসি মনিরুজ্জামান, কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোতালেব তালুকদার, মহিলা আওয়ামীলীগের সভাপতি ফাতেমা আক্তার রেখা, কলাপাড়া পৌর মেয়র বিপুল হাওলাদার ও মহিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মালেক আকন্দসহ সাধারন সম্পাদক নুরুল ইসলাম হাওলাদার, কুয়াকটা প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দিন, সাধারন সম্পাদক কাজী সাইদ,মহিপুর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক নাসির উদ্দিন সন্নমত,কলাপাড়া রিপোর্টাস ইউনিটির সাধারন সম্পাদক ফরিদ উদ্দিন বিপু, কলাপাড়া রিপোর্টাস ক্লাবের সভাপতি এস.কে রঞ্জন, কলাপাড়া টেলিভিশন জার্নালিষ্ট ফোরামের সভাপতি ছাইফুল ইসলাম রয়েল,মহিপুর ইউনিয়ান পরিষদের প্যানেল চেয়ারম্যন জাহিদুল ইসলাম সেলিম, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা। পরে ৭ পাউন্ডের একটি কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত করা হয়।

    সভায় বক্তারা প্রেসক্লাবের উত্তরোত্তর উজ্জল ভবিষ্যত কামনা করেন। এছাড়া প্রেসক্লাবের সকল সদস্যদের সৎ এবং নিষ্ঠার সাথে লেখনির মাধ্যমে সমাজের উন্নয়নে অগ্রনী ভূমিকা রাখার আহবান জানান।
  • প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক অতিরিক্ত সচিব মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন  ।

    প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক অতিরিক্ত সচিব মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন ।

    প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক অতিরিক্ত সচিব মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন ।”মুজিব বর্ষের অঙ্গীকার” মডেল মসজিদ সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলার আহবান।

    এ শ্লোগান ধারণ করে – সিরাজগঞ্জে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এনডিসি মুনীরা সুলতানা সিরাজগঞ্জ জেলার ২ টি মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন করেছেন ।

    বৃহস্পতিবার ১৮ ফেব্রুয়ারী দুপুরে সিরাজগঞ্জ জেলা শহরের বাহিরগোলা রোডস্থ খান সাহেবের ঈদগাঁ ময়দানের পাশের্ব অবস্থিত ও আরেকটি সদর উপজেলা প্রাঙ্গণে বিশাল আকৃতির আধুনিক নান্দনিক নির্মাণশৈলীতে গড়ে তোলা মুসলমানদের জন্য মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র ২ টি পরিদর্শন করেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কার্যালয়ের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এনডিসি মুনীরা সুলতানা।
    এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ পৌরসভার পুনরায় নবনির্বাচিত মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা সিরাজী, সিরাজগঞ্জ জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এ বি এম হুমায়ুন কবির, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ ফারুক আহমেদ, সহকারী পরিচালক মোঃ মিরাজুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার পারভেজ প্রমুখ।

    “মুজিব বর্ষের অঙ্গীকার” মডেল মসজিদ সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলার আহবান।

    এ শ্লোগান ধারণ করে – সিরাজগঞ্জে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এনডিসি মুনীরা সুলতানা সিরাজগঞ্জ জেলার ২ টি মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন করেছেন ।

    বৃহস্পতিবার ১৮ ফেব্রুয়ারী দুপুরে সিরাজগঞ্জ জেলা শহরের বাহিরগোলা রোডস্থ খান সাহেবের ঈদগাঁ ময়দানের পাশের্ব অবস্থিত ও আরেকটি সদর উপজেলা প্রাঙ্গণে বিশাল আকৃতির আধুনিক নান্দনিক নির্মাণশৈলীতে গড়ে তোলা মুসলমানদের জন্য মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র ২ টি পরিদর্শন করেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কার্যালয়ের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এনডিসি মুনীরা সুলতানা।
    এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ পৌরসভার পুনরায় নবনির্বাচিত মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা সিরাজী, সিরাজগঞ্জ জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এ বি এম হুমায়ুন কবির, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ ফারুক আহমেদ, সহকারী পরিচালক মোঃ মিরাজুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার পারভেজ প্রমুখ।

  • উল্লাপাড়ায় যৌতুকের দাবি মেটাতে না পারায় খুন হলেন গৃহবধু-ভোরের কণ্ঠ ।

    উল্লাপাড়ায় যৌতুকের দাবি মেটাতে না পারায় খুন হলেন গৃহবধু-ভোরের কণ্ঠ ।

    উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ যৌতুকের দাবি পুরণ করতে না পারায় অকালে প্রাণ দিতে হলো গৃহবধু কলেজ ছাত্রী লিমা খাতুনকে (১৮)। স্বামী ও তার স্বজনেরা পিটিয়ে হত্যা করে তাকে। বুধবার সন্ধ্যায় উল্লাপাড়া উপজেলার চালা গ্রামে এ ঘটনা ঘটে। লিমা এই গ্রামের সবুজ আলীর স্ত্রী এবং স্থানীয় এইচ টি ইমাম গার্লস স্কুল এন্ড কলেজের ছাত্রী। তিনি একই উপজেলার চর সাতবাড়িয়া গ্রামের বকুল প্রামানিকের মেয়ে। মাত্র ৭ মাস আগে তার বিয়ে হয়।

    লিমার বাবা বকুল প্রামানিক বৃহস্পতিবার উল্লাপাড়া থানায় দেওয়া খুনের মামলায় অভিযোগ করেন, বিয়ের সময় যৌতুক হিসেবে নগদ ৫০ হাজার টাকা এবং দেড় ভরি সোনা দেওয়ার সিদ্ধান্ত হয়। বিয়ের দিন নগদ টাকা বর পক্ষের হাতে তুলে দেওয়া হলেও পারিবারিক অস্বচ্ছলতার কারণে সোনার গহনা দেওয়া সম্ভব হয়নি। কথা হয় কিছুদিন পরে গহনা পরিশোধের। এই গহনার জন্য বিয়ের পর থেকেই লিমার স্বামী, শ্বশুর, শাশুড়ীসহ স্বজনরা তাকে নানাভাবে মানসিক ও শারীরিক নিযার্তন করতো। এই ঘটনার জের ধরে বুধবার লিমাকে তার স্বামী ও স্বজনরা বেধড়ক মারপিট করে। এতে মৃত্যু হয় লিমার। পরে লিমার মৃত্যুকে অন্য খাতে নেওয়ার জন্য তার লাশ শোবার ঘরে ধরনায় কাপড় দিয়ে ঝুলিয়ে রাখা হয়। খবর পেয়ে উল্লাপাড়া থানা পুলিশ বৃহস্পতিবার রাতেই তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠায়।

    এ ব্যাপারে উল্লাপাড়া থানার উপ পরিদর্শক ও এই মামলার তদন্তকারী কর্মকতার্ হাফিজুর রহমান জানান, মেয়ের বাবা বকুল হোসেন বাদি হয়ে লিমার স্বামী, শ্বশুর,শাশুড়ীসহ চারজনকে আসামি করে উল্লাপাড়া থানায় খুনের মামলা দায়ের করেছেন। প্রধান আসামী স্বামীসহ পরিবারের সবাই বর্তমানে পলাতক রয়েছে। পুলিশ এদেরকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।

  • কলাপাড়ায় ব্যবসায়ীর বাড়ী থেকে নগদ টাকা স্বর্নালংকার লুট-ভোরের কণ্ঠ।

    কলাপাড়ায় ব্যবসায়ীর বাড়ী থেকে নগদ টাকা স্বর্নালংকার লুট-ভোরের কণ্ঠ।

    পটুয়াখালীর কলাপাড়ায় এক ব্যবসায়ীর বাড়ীতে ৫/৬ জনের একদল মুখোশধারী দুবৃর্ত্তরা হানা দিয়ে নগদ টাকা ও স্বনার্লংকার লুট করে নিয়ে গেছে । বুধবার দিবাগত রাত তিন টার দিকে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের সাফাখালী গ্রামে এ ঘটনা ঘটে। বাড়ীর মালিক মো.কামাল বেপারী । সে একজন ওষুধ ব্যবসায়ী । এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে ।

    কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক সুজন চক্রবর্তী জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন, বাড়ীর দড়জা তেমন ভাল ছিল না। দুবর্ৃত্তরা ওই দড়জা ভেঙ্গে ভিতরে ঢুকে বাড়ীর মালিকের ভাষ্যঅনুযায়ী নগদ ৩৭ হাজার টাকা সহ  মহিলাদের কানের দুল, আংটি এবং মোবাইল সেট নিয়ে যায় । তবে স্বর্নের পরিমান কতটুকু ছিল তা তিনি বলতে পারেনি।

    বাড়ীর মালিক মো.কামাল বেপারী জানান, দুবর্ৃত্তরা মুখোশ পড়া বিধায় চিনতে পারেনি। তারা ঘরে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা-পয়সা স্বনার্লংকার ও মোবাইল সেট লুট করে নেয়।

  • সিরাজগঞ্জের তাড়াশে আগুনে পুড়ে বসত বাড়ী ছাই-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জের তাড়াশে আগুনে পুড়ে বসত বাড়ী ছাই-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জের তাড়াশে এক কৃষকের বসত বাড়ী পুড়ে চাই হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের উষাইকোল গ্রামের দিন মুজুর মৃত নিতাই সিংয়ের ছেলে  রাম সিং এর বাড়িতে। জানা গেছে  বৃহস্পতিবার গভীর রাতে বিদ্যুৎতের সক থেকে এ আগুনের সুত্রপাত ঘটে।

    আগুর লাগার টের পেয়ে স্থানীয় লোকজন তাড়াশ ফায়ার সার্ভিসকে ফোনে জানালে তৎক্ষনাত সেথানে গিয়ে দীর্ঘ সময় চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে। এর মাঝেই ওই কৃষকের বসত ঘর পুরে প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ধারনা এলাকা বাসির। সকালে ঘটনাস্থল পরিদর্শন করে সহযোগীতার আস্বাস দিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস সরকার।

    এ ব্যাপারে তাড়াশ ফায়ার সাভিসের সাব অফিসার এস এম রেজাউল করিম বলেন, আমরা সংবাদ পেয়ে সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রন করেছি। বিদ্যুৎতের সক সার্কিট থেকে আগুন লেগে এ কৃষকের প্রায় ২লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

  • ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের ওপর সশস্ত্র হামলা ও নির্বাচন থেকে সরে যাওয়ার হুমকি-ভোরের কণ্ঠ।

    ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের ওপর সশস্ত্র হামলা ও নির্বাচন থেকে সরে যাওয়ার হুমকি-ভোরের কণ্ঠ।

    কলাপাড়া উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ওয়াদুদ সিকদারের উপর হামলা চালিয়ে গুরুতর আহত করেছে একদল সন্ত্রাসী।

    মঙ্গলবার রাতে তাকে অচেতন অবস্থায় কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেন চিকিৎসকরা । এসময় তার দুই সমর্থক আহত হয়েছে। ওয়াদুদ সিকদারের সমর্থকরা এ ঘটনার জন্য আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর কর্মীদের দায়ী করেছেন।

    অপরদিকে আরেক স্বতন্ত্র প্রার্থী এসএম ওয়ালিউল্লাহ নান্নু হাত-পা ভেঙ্গে দেয়ার প্রকাশ্য হুমকির অভিযোগ করেন। তাছাড়া তাকে নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য হুমকি দেয়া, প্রচার কাজে বাধা দেয়া, পোস্টার ছিড়ে ফেলা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এব্যাপারে  নির্বাচন অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন এই প্রার্থী।

    উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুর রশিদ বলেন, ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে পুলিশের টহল টিম কাজ করছেন।  এছাড়া অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ন নির্বাচনের জন্য সকল প্রস্তুতি রয়েছে।

    আগামী ২৮ ফেব্রুয়ারি ডালবুগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান পদে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

  • বগুড়ার শেরপুরে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ডিজিটাল ম্যারাথন অনুষ্ঠিত-ভোরের কণ্ঠ।

    বগুড়ার শেরপুরে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ডিজিটাল ম্যারাথন অনুষ্ঠিত-ভোরের কণ্ঠ।

    বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বগুড়ার শেরপুরে অনুষ্ঠিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব ডিজিটাল ম্যারাথন ২০২১।

    বগুড়া জেলা প্রশাসন ও শেরপুর উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায়, বাংলাদেশ সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশন বগুড়া এরিয়ার তত্তাবধানে এবং ‘দি স্ট্রাইকিং টুয়েলভ এর আয়োজনে ১৭ ফেব্রুয়ারি (বুধবার)  সকাল ১১টায় উপজেলার শেরপুর ভবানীপুর রোড ব্রাক বটতলা থেকে শুরু হয়ে উপজেলার ভবানীপুর ইউনিয়েনের বালেন্দা নামক স্থানে গিয়ে এই ডিজিটাল ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শেষ হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-ধনুট নির্বাচনী এলাকার জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মজিবর রহমান মজনু।  প্রধান অতিথি এবং বিশেষ অতিথির ম্যারাথন জার্সি পরিধান এর মাধ্যমে দৌড় প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করা হয়।

    শেরপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার, সাধারণ সম্পাদক আহসান হাবীব আম্বিয়া প্রমূখ। উল্লেখ্য, সুষ্ঠুভাবে দৌড় সম্পন্ন করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করেছেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী শেখ, ১১ পদাতিক ডিভিশনের ক্যাপ্টেন সাজিদ এবং তাঁর সহকর্মী এবং সেনা সদস্যরা, সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা শারমিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আমির হামজা,  ভেটেনারি সার্জন মো. রায়হান পিপিএ, শেরপুর থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম শহীদ এবং অন্যান্য পুলিশ সদস্যগণ সহ আনসার এবং ভিডিপি সদস্যরা।  আয়োজিত ম্যারাথনে প্রস্তুত ছিল পাঁচ সদস্যবিশিষ্ট একটি মেডিকেল টিম ও ফায়ার সার্ভিস কর্মীরা।

    এ প্রসঙ্গে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখ বলেন,  যদিও আমাদের লক্ষ্যমাত্রা ছিল ১২০০ জন।  কিন্তু অনলাইনে রেজিস্ট্রেশন করেছে ২১০০ জন।  বঙ্গবন্ধুর প্রতি ভালবাসা থেকেই লক্ষ্যমাত্রার চেয়েও বেশী মানুষ রেজিস্ট্রেশন করেছে।