Author: admin

  • ফুলবাড়ীতে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ-ভোরের কণ্ঠ।

    ফুলবাড়ীতে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ-ভোরের কণ্ঠ।

    দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল সোমবার প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে দুপুর ২টায় উপজেলা হল রুমে ২০জন প্রতিবন্ধিদের মাঝে এই হুইল চেয়ার বিতরণ করা হয়।

    উপজেলো নির্বাহী অফিসার রিয়াজ উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মো মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।

    এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়াম্যান আতাউর রহমান মিল্টন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিরু ছামসুন্নাহার,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো.মশিউর রহমান,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাম্মৎ: হাসিনা ভুইয়া,অফিসার্স ইনচার্জ ওসি ফখরুল ইসলাম প্রমুখ।

    শেষে সেখানে উপজেলার ৫৬জন উচ্চ মাধ্যমিক নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

  • কাজিপুরে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে আলোচনা ও পুরষ্কার বিতরণী-ভোরের কণ্ঠ।

    কাজিপুরে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে আলোচনা ও পুরষ্কার বিতরণী-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জের কাজিপুর সরকারি মনসুর আলী কলেজে যথাযথ মর্যাদায় শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।

    একুশে ফেব্রুয়ারি রবিবার ভোরে কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের আয়োজনে অত্র কলেজ প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিত এবং শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন। পরে সকাল ৯ টার সময় শিক্ষক মিলনায়ন কক্ষে এক আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা ও বাংলা ভাষার যথাযথ গুরুত্বের উপর বক্তব্য রাখেন অত্র কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মোঃ শরীফ উদ্দীন, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

    আরও বক্তব্য রাখেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের সহকারী অধ্যাপক ড. আব্দুর রহমান। উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আহসান হাবীব। অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্যবস্থাপণা বিভাগের প্রভাষক মুশফিকুর রহমান মুক্তা। এসময় উপস্থিত ছিলেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাসির উদ্দিন মিয়া, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ইতিরানী বিশ্বাস, অর্থনীতি বিভাগের প্রভাষক হাবিবুর রহমান, পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক আল আমিন, রসায়ন বিভাগের প্রভাষক এস,এম আদিলুজ্জামানন, অর্থনীতি বিভাগের প্রভাষক জামিল হোসেন, বাংলা বিভাগের প্রভাষক আফরিনা হোসেন, মোঃ আলমগীর হোসেন, ইতিহাস বিভাগের প্রভাষক মোঃ সজীব রহমান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মোছাঃ স্বপ্না খাতুনসহ অন্যান্য শিক্ষক কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

    এসময় রচনা প্রতিযোগিতা ও কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরষ্কার তুলে দেন।

     

  • শাহজাদপুরে জুয়া খেলায় বাধা-স্ত্রীকে হত্যার পর গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ।

    শাহজাদপুরে জুয়া খেলায় বাধা-স্ত্রীকে হত্যার পর গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ।

    সিরাজগঞ্জের শাহজাদপুরে স্বামীকে জুয়া খেলায় বাধা দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে এবং শ্বাসরোধ করে হত্যার পর তাঁর লাশ আমগাছে ঝুলিয়ে রাখার অভিযোগ পাওয়া গেছে। সোমবার বিকেলে উপজেলার নরিনা ইউনিয়নে বাতিয়া পূর্বপাড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

    ময়নাতদন্তের জন্য লাশ সিরাজগঞ্জে ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে পাঠানো হবে বলে জানা গেছে । এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

    নিহত নারীর নাম আয়শা খাতুন (৩০)। তাঁর স্বামীর নাম মোঃ মোস্তফা ঘটনার পর থেকে গা ঢাকা৷ দিয়ে রয়েছেন। নিহত আয়শা খাতুনের দুই বোনের ভাষ্য মতে, তাঁদের বাড়ি উপজেলার চুলধরী গ্রামে। প্রায় একদশক আগে নরিনা ইউনিয়নের বাতিয়া পূর্ব পাড়া গ্রামের শাহজাহানের ছেলে মোস্তফার সঙ্গে তাঁদের বোন আয়শার বিয়ে হয়। বিয়ের পর বোনের সংসারে কোনো ঝামেলা ছিল না।

    তবে সম্প্রতি মোস্তফা অনলাইনে জুয়া খেলায় আসক্ত হন। এর জেরে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ দেখা দেয়। জুয়া খেলায় বাধা দেন আয়শা। এতে মোস্তফা ক্ষুদ্ধ হন। এর জন্য রাতে আয়শাকে মারধর করে শ্বাসরোধে হত্যার পর তাঁর লাশ বাড়ির পেছনে একটি আমগাছে ঝুলিয়ে রাখেন মোস্তফা।
    মোস্তফা পলাতক থাকায় তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তাঁর স্বজনরা বলেন, তাঁরা ঘটনার বিষয়ে কিছু জানেন না।

    শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান বলেন, নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

  • ফুলবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে সাইকেল ও শিক্ষা উপকরণ বিতরণ।

    ফুলবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে সাইকেল ও শিক্ষা উপকরণ বিতরণ।

    দিনাজপুরের ফুলবাড়ীতে প্রধান মন্ত্রীর বিশেষ উন্নয়ন সহায়তা প্রকল্পের আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা উপকরণ বিতরণ বিতরণ করা হয়েছে।

    সোমবার বিকেল ৩টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্বরে ২০জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল ও ৫৬ জনকে খাতা, কলম,স্কুল ব্যাগসহ বিভিন্ন শিক্ষা উপকরন বিতরণ করা হয়।

    উপজেলো নির্বাহী অফিসার রিয়াজ উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব বিতরণ করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মো মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।

    এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়াম্যান আতাউর রহমান মিল্টন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিরু ছামসুন্নাহার,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো.মশিউর রহমান,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাম্মৎ: হাসিনা ভুইয়া,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আখতারুজ্জামান,অফিসার্স ইনচার্জ ওসি ফখরুল ইসলাম,উপজেলা আদীবাসী উন্নয়ন সমিতির সভাপতি চুন্নু টুডু প্রমুখ।

  • আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে সন্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান-ভোরের কণ্ঠ।

    আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে সন্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান-ভোরের কণ্ঠ।

    অমর একুশে ফেব্রুয়ারী ২০২১ মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাগ্যপরিবর্তন মানব কল্যাণ সংগঠনের আয়োজনে-রবিবার (২১ ফেব্রয়ারী) দিনব্যাপী সিরাজগঞ্জ সদর উপজেলার ৯নং কালিয়া হরিপুর ইউনিয়নের কালিয়া কান্দাপাড়া হাটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, একুশে স্মৃতি চারণ মেলা, জাতীয় জাদুঘর থেকে সংগৃহীত বিভিন্ন চিত্র এবং দলিল পত্র প্রদর্শন, বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান, হাতের কাজের চিত্র প্রদর্শন, অতিথিদের ফুলেল শুভেচ্ছা প্রদান, শিশু শিক্ষার্থীদের মাঝে ফুলগাছ বিতরন,আবৃত্তি ও আলোচনাসভা, দেশাত্ববোধক ও মনোমুগ্ধকর বাউলগান অনুষ্ঠিত হয়েছে।

    এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার।

    বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ সোহরাব হোসেন সরকার, আলহাজ্ব মোঃ আলতাফ হোসেন , আজিজুল হক তালুকদার, বীর মুক্তিযোদ্ধা মোঃ আক্তার হোসেন মন্ডল, আমিনুল ইসলাম, আতাউর রহমান, আতিকুর রহমান আতিক, নান্নু মন্ডল, আসন্ন কালিয়া হরিপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রাজ্জাক দেওয়ান প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন, কালিয়া হরিপুর ইউনিয়নের মেম্বার মোঃ আরমান আলী আকন্দ।

    উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন, পলাশ ডাঙ্গা যুব শিবিরের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা মোঃ আলী আহমেদ টুংকু। অনুষ্ঠানের সঞ্চালনায় -সাগর আহমেদ আলী।অনুষ্ঠানে বিকেলে বিপুলসংখ্যক মানুষের উপস্থিত ছিলেন।

  • তাড়াশ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে চেয়ারম্যান প্রার্থী  রনির শুভেচ্ছা বিনিময়-ভোরের কণ্ঠ। 

    তাড়াশ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে চেয়ারম্যান প্রার্থী  রনির শুভেচ্ছা বিনিময়-ভোরের কণ্ঠ। 

    সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ৩ নং সগুনা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী রবিউল করিম রনি মতবিনিময় করেছেন।

    রবিবার দুপুরে অমর একুশে ফেব্রুয়ারী শহীদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলা প্রেসক্লাব হলরুমে সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে নিজেকে ৩ নং সগুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ও সকলের দোয়া প্রার্থনা করেন ।

    রবিউল করিম রনি সগুনা ইউনিয়নের সান্দুরিয়া গ্রামের মোঃ আমজাদ হোসেনের ছেলে,তাড়াশ বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক প্রো-ভি.পি , তাড়াশ উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ,তুখোর-বিপ্লবী ছাত্রনেতা ও বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা পরিষদের কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের  সাংগঠনিক সম্পাদক ।

    তিনি আরো বলেন, আমি সকল আন্দোলন সংগ্রামে নিজের জীবন বাজি রেখে বাংলাদেশ আওয়ামীলীগের জন্য রাজ পথে লড়াই করেছি। কখনো পদ পদবীর জন্য কাজ করি নি।

    কাজ করেছি দল ও জনগনের জন্য। সগুনা ইউনিয়ন বাসী সহ তাড়াশ উপজেলার মানুষের সুখে দুঃখে পাশে দাড়িয়েছি। বাংলাদেশ আওয়ামীলীগ যদি আমাকে দলীয় মনোনয়ন প্রদান করেন তাহলে সগুনা ইউনিয়ন বাসি আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করে ইউনিয়ন বাসির সেবা করার সুযোগ দেবেন।

    এ সময় উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গোলাম রাব্বানী সুর্য,সহ-সভাপতি মহসীন আলী,সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন,সাংগঠনিক সম্পাদক সোহেল রানা সোহাগ, দপ্তর ও পাঠাগার সম্পাদক এস এম সঞ্জু কাদের সহ আরো অনেকে।

     

  • তাড়াশে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন-ভোরের কণ্ঠ।

    তাড়াশে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জের তাড়াশে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মযার্দায়  উদযাপ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    ২১ ফেব্রুয়ারী রবিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে নির্বাহী অফিসার মেজবাউল করিমের সভাপতিত্বে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২১ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৪ সিরাজগঞ্জ ৩ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের  সাবেক সভাপতি আব্দুল হক,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, সহকারী কমিশনার (ভূমি) ওবায়দুল্লাহ, থানা অফিসার ইনচার্জ ফজলে আশিক, নির্বাহী প্রকৌশলী বাবলু মিয়া,শিক্ষা অফিসার আকতারুজ্জামান,মৎস্য অফিসার মশগুল আজাদ,সদর ইউপি চেয়ারম্যান বাবুল শেখ, বীর মুক্তিযোদ্ধা গাজী এস এম আব্দুর রাজ্জাক,উপজেলা পরিষদের বিভিন্ন দফতরের কর্মকর্তা বৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সভাপতি খলিলুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি মহসীন আলী ও  প্রতিযোগীতায় অংশগ্রহনকারী ছাত্র ছাত্রী বৃন্দ।

  • নাগরপুরে মহান শহীদ দবিস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দবিস পালন-ভোরের কণ্ঠ।

    নাগরপুরে মহান শহীদ দবিস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দবিস পালন-ভোরের কণ্ঠ।

    টাঙ্গাইলের নাগরপুরে মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস ২০২১ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে একুশের প্রথম প্রহরে নাগরপুর কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, নাগরপুর উপজেলা আ’লীগ ও বিএনপিসহ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে।

    রাত ১২টা ০১ মিনিটে বভিন্নি শক্ষিা প্রতষ্ঠিান, সামাজকি, সাংস্কৃতিক সংগঠনরে পক্ষ থেকে ফুললে শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে ঢল নামে রোববার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান শহিদ দিবস ও আন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলা চত্বর থেকে প্রভাতফেরি বের হয়ে শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভায় মিলিত হয়।

    উপজেলা নির্বাহী অফিসার সিফাত-ই-জাহানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন , উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তারিন মসরুর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.হুমায়ুন কবীর, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো.সুজায়েত হোসেন প্রমুখ।

    পরে কবতিা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় শেষে উপজলো নর্বিাহী কর্মকর্তা সিফাত-ই-জাহান বজিয়ীদরে মাঝে পুরস্কার বতিরণ করনে।

  • বিনম্র শ্রদ্ধায় ভাষা শহিদদের স্মরণ করেছে ‘আমরা করব জয়থ সংগঠন-ভোরের কণ্ঠ।

    বিনম্র শ্রদ্ধায় ভাষা শহিদদের স্মরণ করেছে ‘আমরা করব জয়থ সংগঠন-ভোরের কণ্ঠ।

    বিনম্র শ্রদ্ধা,ভালোবাসা,যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে ভাষা শহিদদের স্মরণ করেছে দিনাজপুরের ফুলবাড়ীর অরাজনৈতিক সামাজিক কর্মকা-মূলক সংগঠন ‘আমরা করব জয়থ। রবিবার সকাল সাড়ে ৭ টায় ফুলবাড়ী কেন্দ্রীয় শহিদ মিনার বেদীতে শ্রদ্ধার পুষ্পস্তবক অর্পণ করেন সংগঠনের সদস্যরা।

    পরে শহিদ মিনার চত্বরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সংগঠক প্লাবন শুভ। এতে বক্তব্য রাখেন সদস্য মৌসুফ পারভেজ শুভ, রিতা গুপ্তা, দীপশিখা রায়, প্রেমা দাস প্রিতম, মিনহাজ উদ্দিন সজল, আব্দুর রহিম,খন্দকার সাদনান হাসান,শাহরিয়ার আসিফ দিনার,আমিনুল ইসলাম,আসাদ সরকার,রিয়া গুপ্তা,তামজিদ সাফায়েত,শর্মিলী ছন্দা,জাকিরুল ইসলাম জাকির,ছাবিকুন নাহার মালিহা,নূর নওশীন তাবাসুম তাবা,মাহফুজা রহমান সীমা,সীমা আক্তার, স্নেহা গুপ্ত প্রমুখ।

    আলোচনা সভায় বাংলা ভাষাকে সর্বস্তরে প্রচলন,অন্যান্য জাতিসত্তার ভাষা ও বর্ণমালা সংরক্ষণের পাশাপাশি যুদ্ধাপরাধীদের বিচারের রায় দ্রুত কার্যকরের দাবি জানানো হয়।

  • নওগাঁয় পুলিশের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন-ভোরের কণ্ঠ।

    নওগাঁয় পুলিশের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন-ভোরের কণ্ঠ।

    নওগাঁয় পুলিশের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। মায়ের ভাষার অধিকার কেড়ে নেওয়ার প্রতিবাদে পাকিস্তানি শাসকদের বুলেটের সামনে প্রাণ দিয়েছিলেন যে সূর্যসন্তানরা, পুরো জাতি কৃতজ্ঞচিত্তে স্মরণ করছে তাদের। যাদের আত্মত্যাগের বিনিময়ে বাঙালি পেয়েছিল ভাষার অধিকার, একুশের প্রথম প্রহরে সেই সব শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধায় ভরে ওঠে শহীদ মিনার।

    “একুশ মানে মাথা নত না করা” রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ১৯৫২ সালের এই দিনে বাঙালির রক্তে রঞ্জিত হয়েছিল রাজপথ, যার ধারাবাহিকতায় অর্জিত হয় স্বাধীনতা। বাঙালির এই আত্মত্যাগের দিনটি এখন রাষ্ট্রীয় সীমানার গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে সারা বিশ্বে।

    বাঙালির ভাষার সংগ্রামের একুশ এখন বিশ্বের সব ভাষাভাষীর অধিকার রক্ষার দিন। একুশের প্রথম প্রহরে রাত ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণে, শহীদ মিনারে

    ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ পুলিশের উজ্জ্বল নক্ষত্র, অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে মাতৃভাষার জন্য আত্মদানকারী সকল বীর শহীদের প্রতি নওগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে বিনম্র শ্রদ্ধা প্রদান করেন।

    এ সময় নওগাঁ জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার প্রকৌশলী জনাব আবদুল মান্নান মিয়া বিপিএম । আরও উপস্থিত ছিলেন নওগাঁ জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাগণ। এছাড়াও নওগাঁ জেলার প্রতিটি থানায় জেলা পুলিশের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা সাথে পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়।

    এসময় নওগাঁ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও পুলিশ সদস্য বৃন্দ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন।