Author: admin

  • নন্দীগ্রামে সিআর সাজাপ্রাপ্ত মামলার ২ ওয়ারেন্টভুক্ত ১ আসামী গ্রেফতার-ভোরের কণ্ঠ।

    নন্দীগ্রামে সিআর সাজাপ্রাপ্ত মামলার ২ ওয়ারেন্টভুক্ত ১ আসামী গ্রেফতার-ভোরের কণ্ঠ।

    বগুড়ার নন্দীগ্রামে সিআর সাজাপ্ররাপ্ত মামলার ২ ও জিআর ওয়ারেন্টভুক্ত ১ আসমীকে গ্রেফতার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ।

    গ্রেফতারকৃত আসামীরা হলেন, উপজেলার আমড়া গোহাইল গ্রামের মৃত আহসান হাবীবের ছেলে ৩ মাসের সাজাপ্রাপ্ত আসামী মোঃ রশিদ মন্ডল (৪৫), কুন্দারহাট গ্রামের আব্দুল বাছেরের ছেলে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী মোঃ ফজলে বারী (২৮) ও ইসবপুর গ্রামের ষষ্টি কুমারের ছেলে জিআর ওয়ারেন্ট ভুক্ত আসামী সঞ্জয় কুমার (২০)। সোমবার (২২শে ফেব্রয়ারি) রাতে নন্দীগ্রাম থানার চৌকস অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলামের দিক নির্দেশনায় পুলিশ অভিযান চালিয়ে তাদের নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করে এবং ২৩ ফেব্রুয়ারী মঙ্গলবার সকালে তাদের জেল হাজতে প্রেরন করে।

    বিষয়টি নিশ্চিত করেছেন নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম।

     

  • মফস্বল সাংবাদিক ফোরাম কলাপাড়ার উদ্যোগে প্রতিবাদ সমাবেশ-ভোরের কণ্ঠ।

    মফস্বল সাংবাদিক ফোরাম কলাপাড়ার উদ্যোগে প্রতিবাদ সমাবেশ-ভোরের কণ্ঠ।

    মফস্বল সাংবাদিক ফোরাম কলাপাড়ার উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।দৈনিক বাংলাদেশ সমাচার ও বার্তা বাজার পত্রিকার কোম্পানীগঞ্জ প্রতিনিধি  বুরহান উদ্দিন মুজাক্কির হত্যার প্রতিবাদে পটুয়াখালীর কলাপাড়া সাংবাদিকরা এ প্রতিবাদ সমাবেশ করেন।

    বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কলাপাড়ার উদ্যোগে  ২৩ ফেব্রুয়ারি মংগলবার বেলা ১১ টার দিকে স্থানীয় প্রেসক্লাবের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় ।

    বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কলাপাড়া উপজেলা শাখার সভাপতি এইচ আর মুক্তার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মাননু, রিপোটার্স ক্লাবের সভাপতি এস,এক রঞ্জন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সুজন মৃধা, যুগান্তরের কলাপাড়া উপজেলা প্রতিনিধি অমল মুখার্জী, প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি এনামুল হক, সদস্য জসীম পারভেজ, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপু, কলাপাড়া সাংবাদিক ক্লাব’র সভাপতি ও মফস্বল সাংবাদিক ফোরাম’র সহ-সাধারণ সম্পাদক নীল রতন কুন্ডু নিলয় সহ নেতৃবৃন্দ ।
    এ সময় বক্তারা সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন ।

  • শেরপুর জেলা পুলিশের সহায়তায় বৃদ্ধ আছিয়া মাথা গোঁজার ঠাই পেল-ভোরের কণ্ঠ।

    শেরপুর জেলা পুলিশের সহায়তায় বৃদ্ধ আছিয়া মাথা গোঁজার ঠাই পেল-ভোরের কণ্ঠ।

    শেরপুর জেলা পুলিশের সহায়তায় বৃদ্ধ আছিয়া মাথা গোঁজার ঠাঁই হিসাবে একটি পাঁকা টিনসেট ঘর পেয়েছে।জেলার অন্যতম অনলাইন নিউজ পোর্টাল দেশবার্তা বিডি ডট কমে খবর প্রকাশের পর তিনি এই পাঁকা টিনসেট ঘর উপহার পেলেন।

    গত ০৫ ফেব্রুয়ারি শেরপুর পৌর শহরের ৯নং ওয়ার্ডের কলকল বাজার এলাকার অসহায় বৃদ্ধ আছিয়ার জীবন-যাপনের খবর ভিডিও সহ অনলাইন নিউজ পোর্টালে প্রকাশ হওয়ার পর সেটা নজরে আসে শেরপুর জেলা পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের। পরে জেলা পুলিশের পক্ষ থেকে তাকে একটি নতুন ঘর দেয়া প্রতিশ্রুতি দেয়া হয়।

    সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ৬ তারিখ রাতে গোপনে অধিক তথ্য সংগ্রহের মাধ্যমে বৃদ্ধার অসহায়ত্বের বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষ কে নিশ্চিত করেন। তাই জেলা পুলিশের পক্ষ হতে সিদ্ধান্ত নেয়া হয় তার জন্য একটি নতুন ঘরের ব্যবস্থা করে দেয়ার।

    এরই ধারাবাহিকতায় শেরপুর জেলা পুলিশ সুপার জনাব হাসান নাহিদ চৌধুরী মহোদয়ের উপস্থিতে ২১ শে ফেব্রুয়ারী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিনটি স্মরণে বৃদ্ধা আছিয়াকে ঘরটি হস্তান্তর করেন।

    এসময় অন্যান্যদের মধ্যে পুলিশ সুপারের সহধর্মীনী ও পুলিশ নারী কল্যান সমিতির সভানেত্রী কাজী মোনালিসা মারিয়া,  অতিঃ পুলিশ সুপার (সদর) মাহমুদুল হাসান ফেরদৌস,  সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, তার সহধর্মীনী সৈয়দা ইসরাত জাহান ও পুলিশের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

  • শাহজাদপুরে আনিছ হত্যার প্রকৃত খুনীদের শাস্তির দাবীতে সংবাদ সম্মেলন-ভোরের কণ্ঠ।

    শাহজাদপুরে আনিছ হত্যার প্রকৃত খুনীদের শাস্তির দাবীতে সংবাদ সম্মেলন-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জের শাহজাদপুরে চাঞ্চল্যকর আনিছুর হত্যাকান্ডের সাথে জড়িত প্রকৃত খুনিদের শাস্তির দাবীতে এবং গ্রামের সাধারণ মানুষদের যেন উদ্দেশ্য প্রণোদিত ভাবে স্বার্থান্বেষি মহল ফাঁসাতে না পারে সেই আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলন করেছে বিবাদীদের স্বজনরা।

    ২৩ ফেব্রুয়ারী মঙ্গলবার সকালে উপজেলার পোরজনা ইউনিয়নের উল্টাডাব গ্রামে এ সংবাদ সম্মেলন করেন বিবাদীদের স্বজনেরা।

    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উল্টাডাব গ্রামের হাজী গোলাম মোস্তফার স্ত্রী সুফিয়া বেগম। এসময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন একই গ্রামের গোলাম কাওসারের স্ত্রী সাবিনা সরকার, সেলিম রানার স্ত্রী সীমা খাতুন, মানিক মোল্লার স্ত্রী ছাবিনা, গোলাম হোসেনের স্ত্রী নুরজাহান, শাহজাদপুর প্রেসক্লাবের সহ- সভাপতি এম এ জাফর লিটন, ভোরের ডাক প্রতিনিধি জেলহক হোসাইন, সাংবাদিক জাহিদ হোসেন প্রমুখ।

    এসময় লিখিত বক্তব্যে সুফিয়া বেগম জানান, ‘১ ফেব্রুয়ারি রাতে উল্টাডাব গ্রামে কথা কাটাকাটির জের ধরে গ্রামবাসীর দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষকে ফাসাতে ৫৫ বছর বয়সী অবিবাহিত অসুস্থ কৃষক আনিছকে রক্তাক্ত জখম করে দূবৃত্তরা।

    পরে চিকিৎসাধীন অবস্থায় কৃষক আনিছ ৭ ফেব্রুয়ারী মারা যায়। এই হত্যাকাণ্ড নিয়ে নিরীহ গ্রামবাসীকে উদ্দেশ্য প্রোণোদিত ভাবে ফাসানোর চেষ্টা করা হচ্ছে। আমরা আপনাদের মাধ্যমে এই হীন অপচেষ্টার তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি।

  • তাড়াশ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে লাভলীর মত বিনিময়-ভোরের কণ্ঠ।

    তাড়াশ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে লাভলীর মত বিনিময়-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে জেলা পরিষদের সদস্য হোসনেআরা পারভীন লাভলী মত বিনিময় করেছেন। মঙ্গলবার সকালে অমর একুশে ফেব্রুয়ারী শহীদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলা প্রেসক্লাব হলরুমে সাংবাদিকদের সাথে তিনি এ শুভেচ্ছা বিনিময় করেন।

    নারী ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হোসনেআরা পারভীন লাভলী উপজেলার পৌর সভার বাসিন্ধা ৬৪ সিরাজগঞ্জ ৩ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য  বীর মক্তিযোদ্ধা আলহাজ্ব গাজী ম,ম আমজাদ হোসেন মিলনের বড় মেয়ে। তিনি উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের উদ্দ্যেশে বলেন আপনারা জাতির বিবেক। আপনারাই  পারেন সমাজ তথা দেশকে উন্নয়নের শীর্ষে পৌছাতে।

    দেশের উন্নয়ন অগ্রযাত্রার চিত্র বিশ্ব ব্যাপী প্রচারে আপনাদের ভূমিকাই অপরীসীম। তিনি অনুরোধসহ বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের জন্য দিক নির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন।

    পরে তিনি  উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের জেলা পরিষদের উদ্যোগে করোনা প্রতিরোধে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মহসীন আলী,সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক হোসনেয়ারা নাসরিন দোলন, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা সোহাগ, দপ্তর ও পাঠাগার সম্পাদক এস এম সঞ্জু কাদের,সদস্য সাইফুল্লাহ সরকার সহ আরো অনেকে

  • ফুলবাড়ী থানা পুলিশের উদ্যোগে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত-ভোরের কণ্ঠ।

    ফুলবাড়ী থানা পুলিশের উদ্যোগে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত-ভোরের কণ্ঠ।

    দিনাজপুরের ফুলবাড়ীতে ফুলবাড়ী থানা পুলিশের উদ্যোগে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় স্থানীয় সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে সোশ্যাল মিডিয়ার গুজব, মিথ্যা প্রচার, সাইবার বুলিং, কিশোর গ্যাং ও নারীর প্রতি ডিজিটাল ভায়েলেন্স বিরোধী এই বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়।

    আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন থানার পরিদর্শক (ওসি তদন্ত) মাহমুদুল হাসান।

    এতে থানার উপ পরিদর্শক (এসআই) আরিফুজ্জামান আরিফের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুশফিকুর রহমান বাবুল,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার চক্রবর্তী,সাবেক পৌর কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কাশেম,সাবেক টিটিই গোলাম মোস্তফা,পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস ছাত্তার,পৌর কাউন্সিলর হারান দত্ত,কাউন্সিলর মাজেদুর রহমান মাজেদ,কাউন্সিলর আব্দুর মজিদ,মহিলা কাউন্সিলর তনজু আরা বেগম।

    এছাড়াও বক্তব্য রাখেন থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুস ছাত্তার, উপ পরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম, সহকারী উপ পরিদর্শক (এএসআই) মো. আলাল,সহকারী উপ পরিদর্শক (এএসআই) মো. মাসুদ প্রমুখ।
    এতে বিভিন্ন বয়সী স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

     

  • সিরাজগঞ্জে কন্ঠযোদ্ধা প্রগতিশীল আবৃত্তি চর্চা কেন্দ্রর ৯ম বর্ষে পদার্পন অনুষ্ঠান।

    সিরাজগঞ্জে কন্ঠযোদ্ধা প্রগতিশীল আবৃত্তি চর্চা কেন্দ্রর ৯ম বর্ষে পদার্পন অনুষ্ঠান।

    সিরাজগঞ্জে কন্ঠযোদ্ধা প্রগতিশীল আবৃত্তি চর্চা কেন্দ্রর ৯ম বর্ষে পদার্পন উপলক্ষে আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টার সময় শহীদ এম, মনসুর আলী অডিটোরিয়ামে কন্ঠযোদ্ধার উপদেষ্টা আবু সেলিম রেজার সভাপত্বিতে ও নূরন্নবী খান জুয়েলের সঞ্চালনায় কবিতা কাটাবে আঁধার স্লোগানকে সামনে রেখে , কবিতা আবৃত্তি, নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড: ফারুক আহাম্মদ।

    বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না। সিরাজগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ, সাবেক কমান্ডার, বীরমুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম সফি, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক জান্নাত আরা তালুকদার হেনরী।

    সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি হেলাল আহমেদ। নাট্য ফেডারেশনের সভাপতি হাফিজুর ছামাদ।

    উক্ত অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) শাখার মোহাম্মদ মনির হোসেন। আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা কালচারাল অফিসার মাহমুদুল হাসান লালন।

  • কামারখন্দে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত-৫,আহত-১৫-ভোরের কণ্ঠ।

    কামারখন্দে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত-৫,আহত-১৫-ভোরের কণ্ঠ।

    ভোরের কণ্ঠ প্রতিবেদকঃ সিরাজগঞ্জের কামারখন্দে বাস ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে। এ সংঘর্ষে আহত হয়েছে অন্তত আরোও ১৫ জন।২৩ ফেব্রুয়ারী মঙ্গলবার ভোরে উপজেলার কোনাবাড়ী এলাকায় এই সড়ক দুর্ঘটনাটি ঘটেছে।

    নিহতদের মধ্যে তিনজনকে সনাক্ত করা সম্ভব হয়েছে বাকীদের সনাক্তের চেষ্টা চলছে। এরা হলেন বগুড়ার শেরপুর উপজেলার বেতগাড়ী গ্রামের ধীরেন এর ছেলে বিমল কুমাড়(৪৪),একই জেলার শাহজাহানপুর উপজেলার মৃত মোকছেদ আলীর ছেলে বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুর রহমান(৭১) ও বেলকুচি উপজেলার তামাই গ্রামের আবুল হোসেনের ছেলে আব্দুল হান্নান(৫৮)।সিরাজগঞ্জের ২ নম্বর পুলিশ ফাঁরির এ এস আই রফিকুল ইসলাম হাসপাতাল থেকে তথ্যটি নিশ্চিত করেন।

    বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোঃ মোসাদ্দেক এ ঘটনা নিশ্চিত করে জানান মঙ্গলবার সকালে কোনাবাড়ী এলাকায় ময়মনসিংহগামী একটি যাত্রীবাহী বাসের সাথে মালবাহী ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৪ জনের মৃত্যু হয়।আশঙ্কা অবস্থায় হাসপাতালে নেয়ার পথে এক জনের মৃত্যু হয়। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

  • নওগাঁর জেলা নবনাট্য সদস্য পলাশের স্মরন ও স্মৃতিচারণ অনুষ্ঠান-ভোরের কণ্ঠ ।

    নওগাঁর জেলা নবনাট্য সদস্য পলাশের স্মরন ও স্মৃতিচারণ অনুষ্ঠান-ভোরের কণ্ঠ ।

    নওগাঁর জেলা নবনাট্য সংঙ্ঘের উদ্যোগে নবনাট্য সঙ্ঘের সদস্য পলাশের স্মরন সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।উক্ত স্মরন ও স্মৃতিচারণ অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব বৃন্দ বক্তব্য রাখেন।

    উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রফেসর আতাউল হক সিদ্দিকী। সঞ্চালক ছিলেন নবনাট্য সঙ্ঘের সাধারণ সম্পাদক মোঃ কায়েস উদ্দিন।

    অনুষ্ঠানে বক্তব্য রাখেন আবৃত্তি পরিষদের সভাপতি ডাক্তার ময়নুল হক দুলদুল, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ মুরাদ হোসেন, আরকোর নির্বাহী পরিচালক সজল কুমার চৌধুরী, নবনাট্য সংঘের সহ-সভাপতি এডভোকেট জাহাঙ্গীর ইসলাম বুলবুল, আব্দুস সাত্তার মন্ডল, আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক রফিকুদ্দৌলা রাব্বী, মাগফুরুল হাসান বিদ্যুৎ, অসীম কুমার মহন্ত, মর্তুজা বশির, রাবেয়া খাতুন বেলি, একুশে পরিষদের সাধারণ সম্পাদক এম এম রাসেল প্রমূখ।

  • কাজিপুরে যথাযথ মর্যাদায় আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত-ভোরের কণ্ঠ। 

    কাজিপুরে যথাযথ মর্যাদায় আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত-ভোরের কণ্ঠ। 

    সিরাজগঞ্জের কাজিপুরে যথাযথ মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস করা উদযাপিত হয়েছে।

    এই দিবস উপলক্ষে রোববার ২১শে ফেব্রুয়ারি উপজেলা পরিষদ, প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, মোহাম্মদ নাসিম স্মৃতি সংসদ, প্রেস ক্লাস, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ সরকারি বিভিন্ন দপ্তর ও বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

    এছাড়াও উপজেলার সকল সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্ব স্ব শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।এছাড়াও উপজেলা আওয়ামলীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ও দলীয় পতাকা অর্ধনমিত ও শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন সিরাজগঞ্জ-১ আসনে সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি।

    পরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি শওকত হোসেনের সভাপতিত্বে দলীয কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়।

    এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, উপজেলা আওয়ামীলীগের উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি আব্দুল মান্নান তালুকদার, কাজিপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান নান্নু, উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব সরকার, ছাত্রলীগের সভাপতি সায়েম তালুকদার, সোনামুখী ইউনিযন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মাস্টার প্রমূখ।

    এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ। পরে মাওলানা মোতালেব হোসেনের মোতাজাতের মাধ্যমে ভাষা শহীদ ও শহীদ মুক্তিযোদ্ধাদের জন্য মাগফেরাত কামনা করে অনুষ্ঠানটি সমাপ্তি করেন।