Author: admin

  • তাড়াশের চলনবিলাঞ্চলে আম  রক্ষা করতে কৃষকের করণীয়-ভোরের কণ্ঠ।

    তাড়াশের চলনবিলাঞ্চলে আম  রক্ষা করতে কৃষকের করণীয়-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার চলনবিল অঞ্চলে আমের গাছের মুকুল থেকে আসছে গুটি গুটি আম। বসন্তের ঋতুকে সামনে রেখে  আমের মুকুলে ছেয়ে গেছে এ অঞ্চলের আম গাছ। বানিজ্যিক ভাবে এ এলাকায় তেমন কেউ আম চাষ না করলেও  মানুষের চলাচলের রাস্তার পাশে, কৃষি জমির পাশে ও  নিজ বাড়ীর আঙ্গিণায় ও  বিভিন্ন অফিস অদালতে ভিন্ন ভিন্ন জাতের হাজার  হাজার  আম গাছে  ব্যাপক মুকুল এসেছে।  মৌমাছির  গুন গুন শব্দে মুখরিত হয়েছে আম গাছ গুলি। ফলে অনেক গাছে গুটি গুটি আম দেখা যাচ্ছে।

    প্রাতৃতিক  পরিবেশ অনুকূলে থাকায়  এবার আমের বাম্পার ফলন হবে বলে আশা করছে অনেকেই। আম গাছের মালিকরা  আম পাওয়ার আশায় গাছে মুকুল আসার আগ থেকেই রোগ বালাইনাশক স্প্রে করছেন।

    কৃষিবিদ ও আম গাছের মালিকরা  আশা করছেন বড় ধরনের কোন প্রাকৃতিক দুর্যোগ না হলে এবং আবহাওয়া অনুকূলে থাকলে এবার আমের ভাল ফলন হবে। আম বিক্রি করে টাকা আয়ের আশায় নিয়মিত পরিচর্যা করে যাচ্চেন আম গাছের মালিকগন।

    শনিবার  দুপুরে  কৃষি কর্মকর্তা লুৎফুন্নাহার লুনা বলেন, আমাদের পরামর্শে  বাগান মালিকরা  আমের উৎপাদন সফল করতে  কীটনাশক স্প্রে করেছেন। মুকুলে পোকা-মাকড়ের উপদ্রব বা অন্য কোন সমস্যা দেখা দিলে সঙ্গে সঙ্গে মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

    তিনি আরো বলেন, তাপমাত্রা, বৃষ্টি, ঝড় স্বাভাবিক থাকলে এবং পোকা-মাকড়ের উপদ্রব না থাকলে এ মৌসুমে আমের উৎপাদন ভাল হবে।

  • ভোলায় পৌর নির্বাচনে মেয়র পদে ৩ ও কাউন্সিলর পদে ৪৫ জন প্রার্থী ভোট যুদ্ধে মাঠে।

    ভোলায় পৌর নির্বাচনে মেয়র পদে ৩ ও কাউন্সিলর পদে ৪৫ জন প্রার্থী ভোট যুদ্ধে মাঠে।

    ভোলায় পৌর নির্বাচনে মেয়র পদে ৩ ও কাউন্সিলর পদে ৪৫ জন প্রার্থী ভোট যুদ্ধে মাঠে লড়ছেন।আগামী ২৮ ফেব্রুয়ারি ভোলা পৌরসভা নির্বাচন। কে হবে দ্বীপ জেলা ভোলা সদরের পৌর পিতা? এ নিয়ে জল্পনা–কল্পনার শেষ নেই ভোটারদের। মাঠে ঝাপিয়ে বেড়াচ্ছে প্রার্থীরা। জয়ের মুকুট ছিনিয়ে আনার লড়াইয়ে ছুটে চলছে ভোটারদের কাছে। দৌড় ঝাপের শেষ নেই প্রার্থীদের।

    নির্বাচনে মাঠে আছে এবার ৩ মেয়রসহ ৪৫ জন কাউন্সিলর। গত ২৩ জানুয়ারি (শনিবার) মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ভোলা উপজেলা নির্বাচন কর্মকর্তা ও পৌর নির্বাচনের সহকারি রিটানিং অফিসার আবদুল্লাহ আল মামুনের কাছে মনোনয়নপত্র জমা দেন তারা।

    মেয়র পদে মাঠে রয়েছে- আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী বর্তমান মেয়র ও জেলা যুবলীগের সভাপতি মনিরুজ্জামান মনির, বিএনপির মনোনিত ধানের শীষ প্রতীকে প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ট্রুম্যান ও ইসলামি আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী আতাউর রহমান ।

    এছাড়া সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৮ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৩৭ জন রয়েছে নির্বাচনী মাঠে।

    ভোলা উপজেলা নির্বাচন অফিসের সহকারী রিটার্নিং অফিসার আবদুল্লাহ আল মামুন বলেন তফসিল অনুযায়ী শনিবার ছিল ভোলা পৌরসভার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ৪ ফেব্রুয়ারি (সোমবার) মনোনয়নপত্র বাছাই, ১২ ফেব্রুয়ারি (মঙ্গলবার) মনোনয়নপত্র প্রত্যাহার এবং আগামী ২৮ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

     

     

  • নওগাঁয় বাড়ি ও বাগানের গাছে শোভা পাচ্ছে আমের মুকুল-ভোরের কণ্ঠ।

    নওগাঁয় বাড়ি ও বাগানের গাছে শোভা পাচ্ছে আমের মুকুল-ভোরের কণ্ঠ।

    নওগাঁয় গ্রামে বাড়ি ও বাগানের গাছে শোভা পাচ্ছে আমের মুকুল। প্রকৃতির আপন খেয়ালে বসন্তের আগমন ঘটেছে। ফুলে ফুলে সুবাসিত হবে চারদিক।

    মধুমাসের আগমনী বার্তা শোনাচ্ছে প্রকৃতি, এখনই গাছে গাছে ফুটছে আমের মুকুল।চারদিকে ছড়িয়ে পড়ছে এই আগাম আমের মুকুলের পাগল করা ঘ্রাণ। ফুলের ঘ্রাণে মৌ মৌ চারদিক।

    নওগাঁ সাপাহার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে। বাড়ির উঠানে আম গাছে শোভা পাচ্ছে মুকুল। বাতাসে মুকুলের সুবাসিত পাগল করা ঘ্রাণ। গাছের আমপাতার সবুজ বিছানায় মুকুলের সোনালী রেণু যেনো ফুলশয্যা সাজিয়ে স্বাগত জানা গেছে ফাগুনকে।

    সেই সাথে বিদায় নিবে শীতকাল। তবে আবহাওয়ার ওপর আমের ফলন নির্ভর করে। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর আমের ফলন ভালো হবে। ইতিমধ্যে কিছু গাছে মুকুল আসা শুরু হয়েছে। গাছের পুরো মুকুল ফুটতে আরও কয়েক সপ্তাহ লাগবে।

    নওগাঁ সাপাহার উপজেলা গোলাম আম চাষী মোঃ জুয়েল ও আশাফুল জানান, প্রায় সপ্তাহ খানেক আগে থেকে তাদের লাগানো আম গাছে মুকুল আসা শুরু হয়েছে। কিছু গাছ মুকুলে ছেয়ে গেছে। তবে বেশিরভাগ গাছে মুকুল বের হচ্ছে। মুকুল আসার পর থেকেই তারা গাছের প্রাথমিক পরিচর্যা শুরু করেছেন।

    মুকুল রোগ বালাইয়ের আক্রমন থেকে রক্ষা করতে স্থানীয় কৃষি বিভাগের অফিসারদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ স্প্রে করছেন তাহারা।

    নওগাঁ উপজেলা কৃষকরা জানান, সবেমাত্রগাছে আমের মুকুল আসতে শুরু করেছে। মূলত আবহাওয়াগত কারনে দেশীয় জাতের গাছে এই আগাম মুকুল দেখা যাচ্ছে। তবে এ সময় বিভিন্ন পোকামাকড় মুকুলের ক্ষতি করে। এ পোকা দমনে বালাইনাশক স্প্রে করতে হবে। তবে আবহাওয়া অনুকূলে থাকলে খুব ভালো ফলন পাওয়া যাবে।

    একটু আগে থেকেই আমের মুকুল আসায়, ঘণ কুয়াশায় মুকুল ঝরে যাওয়ার শঙ্কা রয়েছে। অবশ্য সে প্রভাব মনে হয় আর পড়বে না। তিনি আরও জানান, উপজেলার যে কোন কৃষক কৃষি পরামর্শ ও সহযোগিতা করতে আমার মাঠ সহায়ক সহ সকলেই আন্তরিক।

  • সিরাজগঞ্জে সিএনজি চালক হাসানের অর্ধগলিত মরদেহ উদ্ধার-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জে সিএনজি চালক হাসানের অর্ধগলিত মরদেহ উদ্ধার-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের নতুন ফুলবাড়ি আনারসের বাগান হতে মোঃ হাসান সেখ (২৫) নামের এক সিএনজি চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারী) বিকেল সাড়ে ৪টার দিকে নতুন ফুলবাড়ী আনারস বাগানের মধ্যে একটি মরদেহ পড়ে আছে।

    পরে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

    সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধা আক্তার এ বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন, ধারণা করা হচ্ছে প্রায় ৮/৯ দিন আগেই তার মৃত্যু হয়েছে।

    নিহত সিএনজি চালক পৌরসভার সয়াধানগড়া উত্তরপাড়া মহল্লার সেলিম সেখের বড় ছেলে।

    নিহত ছোট ভাই গৌরব জানান, গত (১৭ ফেব্রুয়ারী) তার বড় ভাই সিএনজি নিয়ে সকালে বের হয়। তার পর থেকে তাকে আর কোথায় খোঁজে পাওয়া যায়নি। সম্ভব সকল স্বজনদের বাড়ীতে খবর নিয়ে তার সন্ধান মেলেনি।

    এ ব্যাপারে সিরাজগঞ্জ সদর থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

  • নলডাঙ্গায় পর্নোগ্রাফি মাদকের চেয়ে ভয়ংকর রুপে ছড়িয়ে পড়ছে-ভোরের কণ্ঠ।

    নলডাঙ্গায় পর্নোগ্রাফি মাদকের চেয়ে ভয়ংকর রুপে ছড়িয়ে পড়ছে-ভোরের কণ্ঠ।

    নাটোরের নলডাঙ্গায় পর্নোগ্রাফি মাদকের চেয়ে ভয়ংকর রুপে ছড়িয়ে পড়ছে। উপজেলায় পর্ণ ছবি এখন মহামারি ধারণ করেছে। উঠতি বয়সী যুবকদের কাছে এই ছবি সহজ লোভ্য হয়ে উঠেছে। বর্তমানে তরুণ ও যুবসমাজের একটি বৃহৎ অংশের কাছে,এখন মাদকের নেশার চেয়েও বেশি ভয়ংকর হয়ে দেখা দিয়েছে,পর্নোগ্রাফি সংরক্ষণ ও দর্শন করা।

    অনুসন্ধানে জানা গেছে, নলডাঙ্গা উপজেলার বিভিন্ন কম্পিউটারের দোকানে সহজেই মিলছে পর্ণ ছবি। উপজেলায় বিভিন্ন নামের প্রতিষ্ঠানে জমজমাট ব্যবসা চলছে। প্রযুক্তির উন্নয়নে বিভিন্ন সিনেমা, নাটক, বিভিন্ন ভিডিও মেরোরি কার্ড ও পেনড্রাইভে করে সহজে বহন করা যায় এবং এগুলো মোবাইলসহ টিভিতে দেখা যায়। এর সাথে অনেকেই কৌশলে পর্ণ ছবি নেয়,যা দেখে উঠতি বয়সের ছেলে-মেয়েরা পর্ণে আসক্ত হয়ে পড়ে এবং নিয়মিত পর্ণ ছবি ক্রয় করে।

    পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন অনুসারে,কোনো ব্যক্তি ইন্টারনেট, ওয়েবসাইট,মোবাইল ফোন বা অন্য কোন ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে পর্নোগ্রাফি সরবরাহ করলে,তিনি অপরাধ করেছেন বলে গণ্য হবে এবং উক্তরূপ অপরাধের জন্য সর্বেচ্চ ৫ (পাঁচ) বৎসর পর্যন্ত সশ্রম কারাদন্ড এবং ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা পর্যন্ত অর্থদন্ডে দন্ডিত হবেন।

    উপজেলার পশ্চিম মাধনগর গ্রামের উড়তি বয়সী এক যুবক বলেন,গান লোডের দোকানে এই ব্যবস্যা বছরের পর বছর ধরে চলে আসছে। এসব ছাড়া ব্যবসা চলেনা,কেউ লোড দিতে চায়না। ছেলেদের পাশাপাশি কৌশলে মেয়েরাও পর্ণোগ্রাফি লোড দেয়।

    এসব পর্ণ ছবির ছোবলে উঠতি বয়সের ছেলে-মেয়েরা বিপথগামী হচ্ছে। প্রশাসনের বিশেষ নজরদারি থাকা সত্ত্বেও ব্যবসায়ীরা ডাউনলোডের অন্তরালে বিশেষ ইশারায় এসব পর্ণ ভিডিও মেমোরিতে ঢুকিয়ে দিচ্ছে। যার ফলে ছেলে-মেয়েদের ভবিষ্যত নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে অভিভাবক মহল।

    উপজেলার আমতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক,এস এম ফকরুদ্দিন ফুটু বলেন,মহামারির মতো নীল ছবি আমাদের সমাজে ঢুকে পড়েছে। এছাড়া পড়াশোনায় অনেকেই অমনোযোগী হয়ে পড়ছে। ফলে অভিভাবকরা এ নিয়ে উদ্বিগ্ন। তরুণদের জন্য একটি সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতে পর্ণগ্রাফির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা প্রয়োজন।

    অনুসন্ধানে আরও জানা যায়, জেলা ও উপজেলা শহর ছাড়াও গ্রামাঞ্চলের ছোট-বড় হাট-বাজারে অসংখ্য স্থানে লোডের দোকান গড়ে ওঠেছে। এসব দোকানের অধিকাংশতেই অশ্লীল ভিডিও ও ছবির কালেকশন রয়েছে।

    শিক্ষার্থী ও উঠতি বয়সের সন্তানদের নিয়ে বেকায়দায় পড়েছে অভিভাবক মহল। দেশের অবৈধ এ পর্নোগ্রাফি ও অশ্লীল ভিডিও চিত্র মোবাইলের মেমোরিতে ধারণ ও বিপনণ ব্যবসা প্রতিহত করার লক্ষ্যে একটি আইন থাকলেও সরকারের প্রনীত এ আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে উপজেলার বিভিন্ন কম্পিউটারের দোকান ও ষ্টুডিওতে নির্ভয়ে চালানো হচ্ছে,অবৈধ অশ্লীল ভিডিও চিত্রের লোড কার্যক্রমের নীল ব্যবসা। হাতে হাতে স্মার্টফোন থাকায় এদের বেশিরভাগ কাস্টমার আবার কিশোর-তরুণ। মাত্র ১০-২০ টাকায় পর্ণ ছবি ও ভিডিও আপলোড করেন তারা।

    নাটোরের নলডাঙ্গার শহীদ নজমুল হক সরকারি কলেজের সহকারী অধ্যাপক মামুনুর রশীদ তোতা বলেন,উপজেলায় যত্রতত্র ব্যাঙের ছাতার ন্যায় গড়ে উঠেছে কম্পিউটারের দোকান। যেখানে প্রকাশ্যেই মেমোরি লোডের মাধ্যমে নীল ছবির জমজমাট ব্যবসা চলছে। প্রশাসনের পক্ষ থেকে অবিলম্বে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা প্রয়োজন। নয়তো দিন দিন ধ্বংস হয়ে যাবে আমাদের তরুন সমাজ।

    নলডাঙ্গা উপজেলা শিক্ষক কল্যান পরিষদের সভাপতি ও মাধনগর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ,মোস্তাফিজুর রহমান মুকুল বলেন,উঠতি বয়সের ছেলে-মেয়েরা পর্ণে আসক্ত হয়ে পড়ে এবং নিয়মিত পর্ণ ছবি ক্রয় করে। ফলশ্রুতিতে দেখা যায় তাদের নৈতিকতার অধঃপতন ঘটে এবং বিভিন্ন ধরনের অপরাধে সহজেই জড়িয়ে পড়ে।

    গোপন সূত্রে জানা যায়,ব্যবসায়ীরা ১টি হারডিস্ক লোডের জন্য ১০০-২০০ টাকা নিয়ে থাকেন। আর সেসব হারডিস্ক প্রতি সপ্তাহে,বিভিন্ন মাধ্যমে পৌঁছে যায় উপজেলার বিভিন্ন দোকানে। পর্ণ ছবি আপলোড করার জন্য একাধিক হারডিস্ক ও পেইনড্রাপে ব্যবহার করেন ব্যবসায়ীরা। সেখানেই পর্নো ছবি সংরক্ষণ করে রাখা হয়। আর হারডিস্ক ও পেইনড্রাপ রাখা হয় গোপন স্থানে। এসব পর্নো ছবি লোড করতে দোকানগুলোতে বিশেষ করে, বিকাল থেকে সন্ধ্যার পর উঠতি বয়সের যুবক ও ছাত্রদের ভিড় লেগেই থাকে।

    নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, বিষয়টি নিয়ে আমরা অবগত হয়েছি। আইন অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা গ্রহন করা হবে।

     

  • উল্লাপাড়ায় একাদশ গ্রন্থমেলার সমাপনী-বই ফাগুনের আবাহনের মোড়ক উন্মোচন।

    উল্লাপাড়ায় একাদশ গ্রন্থমেলার সমাপনী-বই ফাগুনের আবাহনের মোড়ক উন্মোচন।

    ভোরের কন্ঠ প্রতিবেদকঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বুধবার ৪ দিন ব্যাপী একাদশ গ্রন্থমেলার সমাপনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের লেখা বই ফাগুনের আবাহনের মোড়ক উন্মোচন করা হয়েছে।

    শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২১ উপলক্ষে উপজেলা প্রশাসন এই গ্রন্থমেলার আয়োজন করেন। গ্রন্থমেলার সমাপনী দিনে প্রতিবছর উপজেলার স্কুল কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীদের লেখা বই প্রকাশ করা হয়। তার ধারা বাহিকতায় এ বছরেও শিক্ষার্থীদের লেখা বই ফাগুনের আবাহনের মোড়ক উন্মোচন করা হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড.মোহাম্মদ ফারুক আহমেদ উপস্থিত থেকে এই বইয়ের মোড়ক উন্মোচন করেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ মনির হোসেন।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি, পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাহিদ হাসান খান, উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের সহকারী অধ্যাপক শামীম হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিবলী ইসলাম কবিতা ও মনিরুজ্জামান পান্না প্রমুখ বক্তব্য রাখেন।

    অনুষ্ঠানে বুধবার রাতে একুশে পদক প্রাপ্ত এ্যাড. গোলাম হাসনায়েনকে (নান্নু মিয়া) সংবর্ধনা দেওয়া হয়। উল্লাপাড়ার কৃতি সন্তান হাসনায়েনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রধান অতিথি ড. ফারুক আহাম্মদ।

  • পণ্যে পাটজাত মোড়ক বাধ্যতামূলক আইন প্রয়োগ ও বাস্তবায়ন শীর্ষক সভা।

    পণ্যে পাটজাত মোড়ক বাধ্যতামূলক আইন প্রয়োগ ও বাস্তবায়ন শীর্ষক সভা।

    দিনাজপুরের ফুলবাড়ীতে পণ্যে পাটজাত মোড়ক বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০এবংবিধি মালা ২০১৩ প্রয়োগ ও বাস্তবায়ন জোরদার করন শীষর্ক উদ্বুদ্ধ করন সভা অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার বিকেল ৪টায় উপজেলা হল রুমে উপজেলা প্রশাসন ও দিনাজপুর পাট অধিদপ্তরের আয়োজনে এই উদ্বুদ্ধ করন সভা অনুষ্ঠিত হয়।

    এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রিয়াজ উদ্দিন। সভায় দিনাজপুর পাট উন্নয়ন কর্মকতা দ্বিলিপ কুমার মালাকার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাট অধিদপ্তরের যুগ্ন-সচিব এসএম আরশাদ ইমাম।

    সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি কানিজ আফরোজ,উপজেলা কৃষি কর্মকতা রুম্মান আক্তার,সহকারী পরিচালক মোশারফ হোসেন।

    এসময় উপস্থিত ছিলেন উপ-সহকারী কর্মকতা অভিজিৎ চন্দ্র দাস,পাট উন্নয়ন সহকারী শহিদুল ইসলামসহ পাট চাষী ও ব্যাবসায়ীগণ।

  • ক্যামিকেলে দূষিত করতোয়ার পানি; হুমকির মুখে জীববৈচিত্র্য-ভোরের কণ্ঠ। 

    ক্যামিকেলে দূষিত করতোয়ার পানি; হুমকির মুখে জীববৈচিত্র্য-ভোরের কণ্ঠ। 

    ক্যামিকেলে দূষিত করতোয়ার পানি; হুমকির মুখে জীববৈচিত্র দেশের তাঁতশিল্পের কেন্দ্রবিন্দু শাহজাদপুরের নদী তীরবর্তী শতশত প্রসেস মিলের বর্জ্যে মারাত্মক দূষণের কবলে পড়েছে করতোয়া নদী। এলাকার বেশিরভাগ প্রসেস মিলকারখানা ও সুতা প্রক্রিয়াজাতকরণ কারখানায় ইটিপি প্লান্ট না থাকায় কেমিকেল মিশ্রিত দূষিত পানি সরাসরি নদীতে পড়ছে। ফলে করতোয়া নদীর পানি দূষিত হয়ে নদী তীরবর্তী বিস্তৃর্ণ এলাকার জীব বৈচিত্র হুমকির মুখে পড়েছে। ফসলি জমিতে সেঁচকাজে দূষিত কেমিকেল মিশ্রিত পানি নদী থেকে তুলে ব্যবহারের ফলে ফসলের উৎপাদন ক্রমাগত হ্রাস পাচ্ছে। এলাকাবাসী, পশুপাখি ও দেশিয় প্রজাতির মাছসহ বিভিন্ন প্রাণীর উপর বিরূপ প্রভাব বিস্তার করছে। ফলে ক্ষতিগ্রস্থ্য হচ্ছে এলাকাবাসী। অপরিকল্পিতভাবে নদীর জায়গা দখল করে নির্মিত ডাইং, প্রসেস মিল ও তাঁতীদের ব্যক্তিগত রং কারখানায় ব্যবহৃত বিভিন্ন ধরনের কেমিকেল মিশ্রিত দূষিত পানি পরিশোধন না করে অপসারণ করায় অনেক স্থানে পানির রঙ বিবর্ণ রূপ ধারণ করেছে এবং তখন নদীর জায়গা দখল করায় নদীর নাব্যতা কমে যাওয়ায় অল্প বর্ষায়ই প্লাবিত হচ্ছে নদী পাড়ের ফসলী জমি। এসব প্রসেস মিলের বর্জ্যে করতোয়া ও খুকনীর রূপনাই’র নালা ও খাল-বিলে দেশীয় প্রজাতির মাছের বসবাস ও প্রজননের অনুপোযোগী হয়ে পড়ছে।

    দূষিত পানি ব্যবহারে এলাকাবাসী চর্মরোগসহ নানা পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে। অথচ তাঁতসমৃদ্ধ এ জনপদের শতশত প্রসেস মিলের বর্জ্য পরিকল্পিতভাবে শোধানাগারে পরিশোধনে সরকারি নির্দেশনা থাকলেও কেউই মানছে না সেই নির্দেশনা। করতোয়া নদী তীরবর্তী এলাকাবাসী জানায়, শাহজাদপুরসহ নদী তীরবর্তী তাঁতসমৃদ্ধ এলাকায় শতশত প্রসেস মিল, সুতার ডাইং ও তাঁতীদের ব্যক্তিগত রঙ-সুতার কারখানায় ব্যবহৃত কেমিকেলের দূষিত বর্জ্য পরিশোধন ছাড়াই সরাসরি করতোয়া নদীতে ফেলা হচ্ছে। দূষিত বর্জ্যে পানি দূষণে মরে যাচ্ছে মাছ, পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন অনেকেই। বিকল্প ব্যবস্থা না থাকায় এলাকাবাসী করতোয়া নদীর দূষিত, বিষাক্ত, দুর্গন্ধযুক্ত পঁচা পানি ব্যবহার করতে বাধ্য হচ্ছেন। এ কারণে এলাকার হাজার হাজার মানুষ তীব্র স্বাস্থ্য ঝুঁকির মধ্যে রয়েছেন। দূষিত পানির কারণে বিভিন্ন ফসল ও সবজির ফলনও কমে যাচ্ছে।

    তাঁতশিল্পের ওপর নির্ভর করে এ অঞ্চলে ব্যাঙের ছাতার মতো প্রসেস মিল গড়ে উঠলেও বর্জ্য অপসারণের ব্যবস্থা নেয়া হয়নি। করা হয়নি নিয়মিত তদারকীও। পরিবেশ অধিদপ্তর থেকে মাঝে মধ্যে এসে দুএকজনকে জরিমানা করলেও কঠোর ব্যবস্থা গ্রহণ করেনেনি এপর্যন্ত। যে কারণে শোধানগার গড়ে ওঠেনি এখনও কোন প্রসেস মিলে। এ ব্যবস্থা গ্রহণ করা হলে একদিকে যেমন নদী-নালা, খাল-বিল ও জলাশয় দূষণের হাত থেকে রেহাই পাবে, অন্য দিকে জীববৈচিত্রও ক্ষতিকর প্রভাব হতে মুক্ত হবে। বাংলার প্রাচীনতম নদী করতোয়া।

    এলাকাবাসী আরও জানায়, তাঁতশিল্পসমৃদ্ধ এ জনপদে শতশত ডাইং, প্রসেস মিল ও ব্যক্তিগত রং কারখানা রয়েছে। একেকটি ডাইংয়ের প্রতি ব্রয়লারে দিনে প্রায় ৪০০ বান্ডিল সুতা প্রসেস করা হচ্ছে। ওই ৪০০ বান্ডিল সুতা প্রসেস করতে সোডা, সাবান, হুইল পাউডার, নিসপেল তেল, কস্টিক, মাসরাইজড ওয়েল, বিলিচিং পাউডার, নীল, গেøসসহ নানা কেমিকেল ব্যবহার করা হচ্ছে। বয়েল পানির সাথে বিভিন্ন ধরনের কেমিকেল ব্যবহার করে সূতা ও রঙ প্রক্রিয়াজাত করে দূষিত পানি সরাসরি নদীতে ফেলা হচ্ছে। পানি দূষণের ফলে নদী-নালা, খাল-বিল ও জলাশয়ে আর আগের মতো দেশিয় প্রজাতির মাছ পাওয়া যাচ্ছে না। অতীতে করতোয়া নদীসহ তীরবর্তী জলাশয়ে ঝাঁকে ঝাঁকে অতিথি পাখির পদচারণা পরিলক্ষিত হলেও বর্তমানে তা আর দেখা যাচ্ছে না। গবাদিপশু দূষিত পানি পান করায় স্বাস্থ্যহানী ঘটছে ও দুধের উৎপাদনও কমে যাচ্ছে।

    এ বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা জানান, ‘ইতোপূর্বেও এসব প্রসেস মিল মালিকদের অর্থদন্ড দেয়া হয়েছে ও সর্তক করা হয়েছে। অচিরেই দূষণকারীদের বিরুদ্ধে অভিযান চালানো হবে।’ অন্যদিকে, করতোয়া নদীকে দূষণের কবল থেকে রক্ষা করে পরিবেশের ভারসাম্যতা রক্ষা আর জীব বৈচিত্রের সুরক্ষায় সংশ্লিষ্টদের আশু হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।

     

  • দিনাজপুরের বিরামপুর কাটলায় বিট পুলিশিং সমাবেশ অনুষ্টিত-ভোরের কণ্ঠ। 

    দিনাজপুরের বিরামপুর কাটলায় বিট পুলিশিং সমাবেশ অনুষ্টিত-ভোরের কণ্ঠ। 

    মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার আপনার পুলিশ আপনার পাশে তথ্য দিন সেবা নিন” এই প্রতিপাদ্য কে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে বৃহস্পতিবার (২৫ফেব্রুয়ারি) কাটলা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে সকাল ১১টায় বিট নং-২ কাটলা ইউনিয়ন বিট পুলিশিং কর্তৃক আয়োজিত নারী নির্যাতন,ধর্ষন,বাল্য বিবাহ, ইভটিজিং,সন্ত্রাস দমন,কিশোর গ্যাং,জঙ্গী দমন ও মাদক বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    নারী নির্যাতন,ধর্ষন,বাল্য বিবাহ, ইভটিজিং, সন্ত্রাস দমন,কিশোর গ্যাং,জঙ্গী দমন ও মাদক বিরোধী বিট পুলিশিং সমাবেশ ও আলোচনা সভায় অনুষ্ঠানে সাব ইন্সপেক্টর এরশাদ মিয়ার সঞ্চলনায় এবং অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন-সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) বেলায়েত হোসেন,উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল,২নং কাটলা ইউপি চেয়ারম্যান নাজির হোসেন, কাটলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল হান্নান মন্ডল,কাটলা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ইউনুস আলী,কাটলা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সহ:প্রধান শিক্ষক নয়ন কুমার,কাটলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী জয়িতা শরিফা পারভীন,বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক,বনিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম, সিনিয়র সাংবাদিক ডাঃ নুরুল হক প্রমুখ।

    অনুষ্ঠানে বক্তারা বলেন- সরকার নারী নির্যাতন, ধর্ষন,বাল্য বিবাহ,ইভটিজিং, সন্ত্রাস দমন,কিশোর গ্যাং,জঙ্গী দমন ও মাদক বিরোধী কোন ছাড় নেই সে যে দলেরই হোক না কেন এবং বিরামপুরে যাতে নারী নির্যাতন, ধর্ষন,বাল্য বিবাহ, ইভটিজিং, সন্ত্রাস দমন,কিশোর গ্যাং,জঙ্গী দমন ও মাদক এর মত ঘটনা না ঘটে সে দিকে পুলিশের পাশাপাশি সকলের খেয়াল রাখতে হবে।

    এসময় আরো উপস্থিত ছিলেন-ইউপি সদস্যগণ, বীরমুক্তিযোদ্ধাগণ, সুধীজন, ইমাম, মোয়াজ্জিম, সুধীজন,শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবক, পুলিশ সদস্যগণ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমূখ।

     

  • নওগাঁয় শুটারগান ও এ্যাম্পুল ইঞ্জেকশনসহ মাদক ব্যবসায়ী আটক-ভোরের কণ্ঠ।

    নওগাঁয় শুটারগান ও এ্যাম্পুল ইঞ্জেকশনসহ মাদক ব্যবসায়ী আটক-ভোরের কণ্ঠ।

    নওগাঁয় এক মাদক ব্যবসায়ীকে একটি শুটারগান ও ৭০ পিচ এ্যাম্পুল ইঞ্জেকশনসহ আটক করেছে জেলা গোয়েন্দা শাখা পুলিশ ডিবি।

    গ্রেফতারকৃত হলেন নাসির আহম্মেদ স্বপন (৩৯)। সে নওগাঁ সদর পৌরসভার চকপ্রান গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে নাসির উদ্দীন স্বপন।

    জেলা গোয়েন্দা শাখা’র ওসি ডিবি জনাব কে এম শামসুদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদ এর ভিত্তিতে জানতে পারি সে দীর্ঘদিন যাবত পুলিশের চোখ ফাঁকি দিয়ে, নিজ বাসভবন থেকে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে, এমন খবর পেয়ে ডিবি পুলিশের একটি চৌকস দল সদর পৌরসভাধীন চকপ্রান মহল্লায় মঙ্গলবার দিবাগত রাতে একটি অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

    এসময় তার কাছ থেকে একটি দেশীয় শুটারগান ও ৭০ পিচ এ্যাম্পুল ইঞ্জেকশন উদ্ধার করা হয়। এবিষয়ে আটক নাসির আহম্মদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।