Author: admin

  • প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের প্রথম জানাযায় লাখো মানুষের ঢল।

    প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের প্রথম জানাযায় লাখো মানুষের ঢল।

    ভোরের কন্ঠ প্রতিবেদকঃ বৃহস্পতিবার সকাল ১১টায় উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ মাঠে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের প্রথম জানাযা অনুষ্ঠিত হয়।

    সকাল ১১ টার দিকে ঢাকা থেকে বিমান বাহিনীর হেলিকপ্টারে তার মরদেহ নিজ গ্রাম সোনতলায় আনা হয়।

    এসময় সোনতলাসহ পার্শ্ববর্তী গ্রামের শত শত নর নারী সোনতলা তফছির মেমোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে সমবেত হয়। হেলিকপ্টার থেকে এইচ টি ইমামের মরদেহ নামানোর পর সমবেত অনেকেই কান্নায় ভেঙ্গে পরে।

    এরপর তার মরদেহ অ্যামবুলেন্স যোগে উল্লাপাড়া আকবর আলী কলেজ মাঠে নিয়ে আসা হয়। এসময় এখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। অনেকেই চিৎকার করে কাঁদতে থাকে। নেমে আসে শোকের ছায়া।

    জানাযা নামাজে প্রায় লক্ষাধিক মুুসল্লি অংশগ্রহণ করেন। এরপর তাকে পুলিশের একটি দল রাষ্ট্রীয় মযার্য় গার্ড অব অনার প্রদান করেন। তার মরদেহে সিরাজগঞ্জ জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, উল্লাপালা উপজেলা আওয়ামী লীগসহ শতাধিক সংগঠন ফুলের শ্রদ্ধা জানান।

    এখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডল, উল্লাপাড়ার সংসদ সদস্য ও এইচ টি ইমামের পুত্র তানভীর ইমাম, সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহমেদ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা।

    এইচ টি ইমামের মৃত্যুতে উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি ও সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা শোক প্রকাশ করেছেন।

  • নওগাঁয় ডিবি পুলিশ কর্তৃক গাঁজা ও মোটরসাইকেলসহ আটক,১-ভোরের কণ্ঠ। 

    নওগাঁয় ডিবি পুলিশ কর্তৃক গাঁজা ও মোটরসাইকেলসহ আটক,১-ভোরের কণ্ঠ। 

    নওগাঁ সদর থানাধীন কৃত্তিপুর এলাকায় গতকাল সন্ধ্যায় এসআই/মোঃ সোহেল রানা..এএসআই/মোঃ ফেরদৌস আলী, এএসআই/ মেহেদী হাসান, সঙ্গীয় ফোর্সসহ একাধীক মাদক মামলার আসামী “মাদক সম্রাটকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা পুলিশ ডিবি।

    গ্রেফতার হওয়া ব্যাক্তির নাম মোঃ শহিদুল ইসলাম শহিদ(৩৫) পিতা-মোঃ আব্দুল গফুর, গ্রাম-কিত্তিপুর সরদার পাড়া, থানা ও জেলা-নওগাঁ’কে ০৪(চার) কেজি গাঁজা ও গাজাঁ বহনের একটি হিরো হাংক মোটর সাইকেলসহ আটক করেন।

    জেলা গোয়েন্দা শাখা’র ওসি ডিবি জনাব কে এম শামসুদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদ এর ভিত্তিতে জানতে পারি সে দীর্ঘদিন যাবত পুলিশের চোখ ফাঁকি দিয়ে, নিজ বাসভবন থেকে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে, গতকাল দুই জন ব্যাক্তি মোটর সাইকেল যোগে গাঁজা নিয়ে আসিতেছে এমন খবর পেয়ে ডিবি পুলিশের একটি চৌকস দল সদর থানাধীন কিত্তিপুর শশীর মোড় এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

    অপর একজন পালিয়ে যায়, এ সময় তার কাছ থেকে ০৪(চার) কেজি গাঁজা ও গাঁজা বহনে ব্যবহৃত একটি হিরো হাংক মোটর সাইকেলসহ আটক করেন। তাহাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

  • কলাপাড়ায় ১৪৩টি হতদরিদ্র পরিবারের মধ্যে হাঁস বিতরন-ভোরের কণ্ঠ।

    কলাপাড়ায় ১৪৩টি হতদরিদ্র পরিবারের মধ্যে হাঁস বিতরন-ভোরের কণ্ঠ।

    পটুয়াখালীর কলাপাড়ায় ১৪৩ জন হতদরিদ্র পরিবারের সদস্যদের মধ্যে বিকল্প জীবিকায়নের লক্ষ্যে খাঁকি ক্যাম্বেল-হাঁস ও ক্ষুদ্র ব্যবসার জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

    সোমবার সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে বেসরকারী উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ’র বিকল্প জীবিকায়নের দূর্যোগ ঝুঁকিহ্রাস প্রকল্পের আওতায় ওইসব হতদরিদ্র পরিবারের হাতে এ সহায়তা তুলে দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান।

    বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.হুমায়ুন কবির, উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা মো.হাবিবুর রহমান, উপজেলা ঘূর্নিঝড় প্রস্তুুতি করন কর্মকর্তা মো.আসাদুজ্জামান খান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.আবুল বাসার।

    ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ’র উপজেলা প্রোগ্রাম ম্যানেজার সিলভেষ্টার মাইকেল মধু, সহকারী প্রোগ্রাম ম্যানেজার জেমস্ রাজীব বিশ্বাস, মনিটরিং অফিসার পায়েল চন্দ্র দাস সহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তারা ।

    বেসরকারী উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ’র সূত্রে জানা গেছে, এ উপজেলার বালিয়াতলী, মিঠাগঞ্জ, ডালবুগঞ্জ, মহিপুর, লতাচাপলী ও নীলগঞ্জ ইউনিয়নের হতদরিদ্র ১২৩ পরিবারের মধ্যে ১২৩০ টি খাঁকি ক্যাম্বেল-হাঁস প্রদান করা হয়েছে। এছাড়া ২০ টি পরিবারের মধ্যে ক্ষুদ্র মুদি ও চায়ের দোকানের মালামাল ক্রয়ের জন্য প্রত্যেকের হাতে নগদ ৬ হাজার টাকা তুলে দেয়া হয়।

    ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ’র উপজেলা প্রোগ্রাম ম্যানেজার সিলভেষ্টার মাইকেল মধু বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ও পরিবারের বিকল্প জীবিকায়নের জন্য এসব সহায়তা প্রদান করা হয়েছে। তবে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।

  • দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু-ভোরের কণ্ঠ। ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু-ভোরের কণ্ঠ।

    দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু-ভোরের কণ্ঠ। ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু-ভোরের কণ্ঠ।

    দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।ফুলবাড়ী রেলওয়ে ষ্টেশনের সন্নিকটে ট্রেনে কাটা পড়ে আলম নামে পাঞ্চাশোর্ধ বয়সী এক ব্যক্তির ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।

    সোমবার বিকাল ৪টায় ফুলবাড়ী রেলওয়ে ষ্টেশনের দুই কিলোমিটার দক্ষিনে রসুলপুর রেলক্রসিং সংলগ্ন স্থানে, খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটি গামী রূপসা এক্সপ্রেস টেনে কাটাপড়ে ওই ব্যাক্তির মৃত্যু হয়।

    নিহত আলম পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নের বৈ-গ্রামের বাসীন্দা মৃত আব্বাস উদ্দিনের ছেলে।

    গ্রামবাসী ও প্রত্যক্ষদর্শিরা জানায় আলম রেল লাইনে বসে থাকতে ট্রেনের নিচে কাটা পড়ে। সে দির্ঘদিন থেকে অসুস্থ্য ছিল বলে গ্রামবাসীরা জানায়।

    পার্বতীপুর রেলওয়ে থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনা নিশ্চিত করে বলেন নিহত আলম পুর্বে থেকে রেল লাইনে বসে থাকা অবস্থায় ট্রেনে কাটা পড়েছে।

     

  • সন্ত্রাস চাঁদাবাজ ও দূর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানে ওসি কামরুল ইসলাম।

    সন্ত্রাস চাঁদাবাজ ও দূর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানে ওসি কামরুল ইসলাম।

    বগুড়ার নন্দীগ্রামে সন্ত্রাস চাঁদাবাজ মাদক কারবারি দূর্নীতিবাজদের কোন ঠাই নেই বলে হুসিয়ার বার্তা দিয়েছেন নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম।

    রুর‍্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) ও ইউনাইটেড প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মত বিনিময় কালে তিনি এসব কথা বলেন।

    সাংবাদিকদের মাধ্যমে জনগনের উদ্দেশ্যে বলেন, থানা কোন অপরাধীর আশ্রয়স্থল নয়। আপনাদের উপর অন্যায় হচ্ছে থানায় আসুন সরাসরি আমার সাথে কথা বলুন, কোন দালাল ধরার প্রয়োজন নেই, আপনাদের জন্য আমার দরজা সব সময় খোলা।

    আগে কি ভাবে থানা চলেছে আমার জানা নেই, তবে আমি যতদিন আছি ততদিন থানায় জিডি, অভিযোগ কিংবা মামলা করতে কোন প্রকার টাকার প্রয়োজন নেই। থানার কোন অফিসার টাকা চাইলে সরাসরি আমাকে জানান আমি ব্যাবস্থা নিব। থানার দালালদের উদ্দেশ্যে তিনি বলেন, কোন অপরাধীর পক্ষে থানায় দালালি করতে আসলে ফিরে যেতে পারবেন না, জেলের ভাত খাওয়াবো।

    সকল সন্ত্রাস চাঁদাবাজ মাদক কারবারি দূর্নীতিবাজদের উদ্দেশ্যে তিনি বলেন, সবাই ভালো হয়ে যান, আমার হাতে পড়লে হায় হুতাস করতে হবে। সর্বপরি সকলের মঙ্গল কামনা করেন ওসি কামরুল ইসলাম।

     

  • তাড়াশের সাবেক প্রধান শিক্ষক আংগুর মাস্টারের দাফন সম্পন্ন-ভোরের কণ্ঠ।

    তাড়াশের সাবেক প্রধান শিক্ষক আংগুর মাস্টারের দাফন সম্পন্ন-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের দোবিলা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও বিএনপি’র উপদেষ্টা আংগুর মাস্টারের দাফন সম্পন্ন করা হয়েছে।

    ২৮ ফেব্রুয়ারী রবিবার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দোবিলা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও তাড়াশ উপজেলা বিএনপি’র উপদেষ্টা শহিদুল ইসলাম তালুকদার আংগুর মাস্টার বয়সজনিত কারনে ইন্তেকাল করেন। ( ইন্নালিল্লাহি —- রাজিউন) ।  তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন।

    মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী,  ৩ মেয়ে সহ অসংখ্য আত্নীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। ১ মার্চ সোমবার নিজ গ্রাম দোবিলা উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

    তার মুত্যুুতে তাড়াশ রায়গঞ্জের সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদার ও বিএনপি’র বর্তমান সভাপতি স,মআফসার আলী ও সাধারণ সম্পাদক প্রভাষক আমিনুল ইসলাম টুটুল গভীর শোক প্রকাশ করে শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

  • মোংলায় জাটকা নিধন প্রতিরোধে কোস্টগার্ডের ব্যাপক অভিযান-ভোরের কণ্ঠ।

    মোংলায় জাটকা নিধন প্রতিরোধে কোস্টগার্ডের ব্যাপক অভিযান-ভোরের কণ্ঠ।

    গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় কর্তৃক গত ১০ নভেম্বর ২০২০ থেকে আগামী ৩০ জুন ২০২১ পর্যন্ত ইলিশ অভয়াশ্রম এলাকায় জাটকা ধরা সম্পূর্ন নিষিদ্ধ করা হয়। এ সময় ২৫ সে.মি. আকারের ছোট ইলিশ(জাটকা) আহরণ, পরিবহন, মজুদ, ক্রয়-বিক্রয় ও বিনিময় বন্ধ থাকবে।

    বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন কার্যকরভাবে “জাটকা নিধন প্রতিরোধ অভিযান-২০২১চ্ পরিচালনার জন্য প্রয়োজনীয় সমন্বয়ের মাধ্যমে নানাবিধ কার্যক্রম গ্রহণ করে আসছে।

    আইন বাস্তবায়নের জন্য বাংলাদেশ কোস্ট গার্ড সকল নদ-নদী, মাছ ঘাট, মৎস্য আড়ৎ, হাট-বাজার, চেইনশপ অন্যান্য বিক্রয় কেন্দ্রে ব্যাপক অভিযান পরিচালনা করে।

    এ সময় কোস্ট গার্ডের দায়িত্বাধীন এলাকায় জনসচেতনতা তৈরির লক্ষ্যে লিফলেট বিতরণ, পোস্টারিং, মাইকিংসহ নানাভাবে প্রচারণা চালানো হয়।

    এছাড়াও “জাটকা নিধন প্রতিরোধ অভিযান-২০২১চ্ সফল করার উদ্দেশ্যে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিমজোন সংশ্লিষ্ট সংস্থাসমুহের সাথে প্রয়োজনীয় সমন্বয়ের মাধ্যমে একক ও যৌথভাবে বিভিন্ন অভিযান পরিচালনা শুরু করে। এসময় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন এর বেইস, ছোট-বড় জাহাজ এবং স্থায়ী ও অস্থায়ী কন্টিনজেন্ট এর সদস্যগন কোস্ট গার্ড বোট ও ভাড়াকৃত বোটের মাধ্যমে দেশের বিভিন্ন নদীতে সর্বদা টহলে নিয়োজিত রয়েছে।

    বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন কর্তৃক গত ১০ নভেম্বর থেকে এ পর্যন্ত উপকূলীয় এলাকার বিভিন্ন নদ-নদীতে অভিযান পরিচালনা করে ১ কোটি ১৩ লক্ষ বর্গমিটার কারেন্ট জাল ও অন্যান্য অবৈধ জাল, ১০ টি ইঞ্জিন চালিত কাঠের বোট ও ৪ হাজার ১০০ কেজি অবৈধভাবে জাটকাএবং ২০ জন জেলেকে অবৈধভাবে মাছ ধরার অপরাধে আটক করা হয়। পরবর্তীতে জব্দকৃত জালগুলোকে স্থানীয় ম্যাজিস্ট্রেট ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জব্দকৃত মাছ স্থানীয় এতিম খানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

    এছাড়াও আটককৃত জেলেদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান ও জরিমানা করা হয়।বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনেরএখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, ডাকাতি দমন ও জননিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অবৈধভাবে মৎস্য আহরণ, জাটকা নিধন ও মা ইলিশ রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা অব্যাহত রাখবে।

  • তাড়াশে পূর্ব শক্রতার জেরধরে দু’পক্ষের সংঘর্ষ আহত ৩০-ভোরের কণ্ঠ।

    তাড়াশে পূর্ব শক্রতার জেরধরে দু’পক্ষের সংঘর্ষ আহত ৩০-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জের তাড়াশে দু পক্ষের সংঘর্ষে কমপক্ষে আহত হয়েছে ৩০জন। রবিবার (২৮ ফেব্রুয়ারী) সকালে উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের দিঘী সগুনা গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে আফসার আলী গ্রুপের সাথে ইদ্রিস আলী গ্রুপের সংঘর্ষে এ ঘটনা ঘটে।

    জানা যায় ওই গ্রামের মাদ্রাসার ক্যাশ নিয়ে হিসাব নিকাশ শুরু হলে তর্কে জড়িয়ে পরে। দু-পক্ষের মধ্যে এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এতে আফসার আলী গ্রুপের মৃত আফাজ আলীর ছেলে আফসার, খয়বর,খয়বরের ছেলে ইকবাল,আবু জাফরের ছেলে শহিদুল ও জুবাই,আসকান এবং ইদ্রিস আলী গ্রুপের মৃত হরফ মন্ডলের ছেলে ইদ্র্রিস আলী,আব্দুল জুব্বার,আব্দুল জুব্বারের ছেলে ফিরোজুল ইসলাম,ফারুক হোসেন,খয়বরের ছেলে জিয়াউর রহমান,আমজাদের ছেলে সেরাজ আলীসহ আরো অনেকে আহত হয়েছে। উভয় গ্রুপের আহতদের তাড়াশ হাসপাতালে আনলে কতর্ব্যরত চিকিৎসক তাদের প্রয়োজন মত প্রাথমিক চিকিৎসা দেন।

    পরে ৭ জনের অবস্থা গুরুতর হওয়ায় সিরাজগঞ্জ সদর ও বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল হাসপাতালে ৬ জন ও ১ জনকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

    এ ব্যাপারে তাড়াশ হাসপাতালের স্বাস্থ্য ও প প কর্মকর্তা বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ৭ জনের অবস্থা গুরুতর হওয়ায় সিরাজগঞ্জ সদর ও বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল হাসপাতালে ৬ জন ও ১ জনকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

     

  • উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফয়সাল কাদের রুমি-সম্পাদক গোলাম মোস্তফা নির্বাচিত।

    উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফয়সাল কাদের রুমি-সম্পাদক গোলাম মোস্তফা নির্বাচিত।

    ভোরের কণ্ঠ প্রতিবেদকঃসিরাজগঞ্জের উল্লাপাড়ায় দীর্ঘ ১৭ বছর পর আজ ২৭ ফেব্রুয়ারি  শনিবার বিজ্ঞান কলেজ মাঠে সকাল দশটার সময় নানা উৎসহ উদ্দিপনার মধ্যে দিয়ে উপজেলা আওয়ামিলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

    সম্মেলনে সভাপতি পদে ফয়সাল কাদের রুমি ২৯৯ সাধারন সম্পাদক পদে বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ৩৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

    আজকের ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্য দিয়ে আগামী ৩ বছরের জন্য উল্লাপাড়া উপজেলা আওয়ামিলীগের নতুন নেতা নির্বাচিত করেন আওয়ামীলীগ মনোনীত কাউন্সিলররা।

    এতে ৪৫৮ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি পদে ২ জন ও সাধারণ সম্পাদক পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন সিরাজগঞ্জ জেলা আওয়ামিলীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. হোসেন আলী হাসান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ।

    এই সম্মেলনকে সফল করতে জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম এর নেতৃত্ত্বে উপজেলা আওয়ামিলীগ ব্যাপক প্রস্তুতিছিলো। শান্তিপূর্ণ ভাবে সম্মেলন শেষ হয়েছে । উপজেলা আওয়ামিলীগের নেতা-কর্মীদের মাঝে আনন্দঘন পরিবেশ ও উল্লাস বিরাজ করছিলো ।

    উল্লাখ্য গত ২০০৩ সালে উল্লাপাড়া উপজেলা আওয়ামিলীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিলো । পরে ২০১৪ সালে আহবায়ক কমিটি গঠন করা হয়েছিলো।

  • সিরাজগঞ্জে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের উদ্যোগে মতবিনিময় সভা-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের উদ্যোগে মতবিনিময় সভা-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের উদ্যোগে- গণতান্ত্রিক শ্রম আইনের আকাঙ্খা ও শ্রম আইন সংশোধনের সাম্প্রতিক শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (২৭ফেব্রয়ারি) সকাল ১১টার দিকে সিরাজগঞ্জ শহরের পাবলিক লাইব্রেরি মিলনায়তনে উক্ত সভার সভাপতিত্ব করেন কমরেড নব কুমার কর্মকার। আলোচনা করেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খালেকুজ্জামান লিপন জেলা সিপিবি সভাপতি ইসমাইল হোসেন জাতীয় জুট মিল সংগ্রাম কমিটির আহ্বায়ক শহিদুল ইসলাম সিরাজগঞ্জের গনহত্যা অনুসন্ধান কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম পেস ক্লাবের সভাপতি হেলাল আহমেদ সুলতান আহমেদ আরংগো আজিজ স্বপ্ন ডা আব্দুল হালিম মতিয়ার রহমান. প্রমুখ। আলোচনায় বক্তাগন বলেন স্বাধীনতার পর থেকে শ্রম আইন সংশোধনের নামে প্রত্যেক সরকার শ্রমিক স্বার্থ বিরোধী সকল কালো আইন প্রণয়ন করে শ্রমিক শোষনকে আরো তীব্র করেছে।

    এ সময় বক্তাগন সকল কালো আইন বাতিল করে গনতান্ত্রিক শ্রম আইন প্রণয়নের দাবী জানান ।