Author: admin

  • শাহজাদপুরে শুরু হয়েছে ঐতিহ্যবাহি বাউত উৎসব-ভোরের কণ্ঠ।

    শাহজাদপুরে শুরু হয়েছে ঐতিহ্যবাহি বাউত উৎসব-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জের শাহজাদপুরে করতোয়া নদীতে ঐতিহ্যবাহী বাউত উৎসবে মেতে উঠেছেন সৌখিন মৎস্য শিকারীরা।শনিবার সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত মাছ শিকারে মেতে ওঠে অপেশাদার মাছ শিকারিরা।

    উৎসব আমেজে দেশীয় প্রজাতির মাছ যেমন কৈ, বোয়াল, শোল, গুজা, চিতল, রুই, কাতলাসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরে আনন্দে বাড়ি ফেরেন তারা।

    এভাবেই একের পর এক নদীতে মাছ শিকারে মেতে থাকবে শৌখিন মৎস্য শিকারীরা। করতোয়া, ফুলঝোড়, হুরাসাগর, গোহালা নদী বেষ্টিত শাহজাদপুর এবং চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিল ঝিলের মাছ শিকার করা এলাকার অপেশাদার ও শৌখিন মাছ শিকারিদের রেওয়াজ হয়ে উঠেছে ।

    বিশেষ করে শুষ্ক মৌসুমে নদী-নালার পানি যখন কমে যায় তখন একটি দিন নির্ধারন করে বিভিন্ন গ্রাম থেকে শৌখিন মাছ শিকারিরা সমবেত হয়ে উৎসবে মেতে ওঠেন।

    মূলত শাহজাদপুরের বিভিন্ন নদনদীতে দেশীয় মাছের প্রাচুর্যের কারণেই বিভিন্ন উন্মুক্ত জলাশয়ে মাছ শিকার করতে আসা লোকজন জমিয়ে তোলে মাছ শিকারের ক্ষেত্রগুলো।

    মাছ শিকারের এ উৎসবই স্থানীয়ভাবে লোকজনের কাছে পলো বা বাউত উৎসব নামে পরিচিসুদূর অতীতে বর্ষা মৌসুম শেষ হওয়ার পরেই বিশেষ করে অগ্রহায়ণ-পৌষ মাসে বা শীতের কোনো এক সকালে বিভিন্ন জলাশয়ে দলবদ্ধ হয়ে গ্রাম বা এলাকাবাসী ছেলেমেয়েদের নিয়ে মাছ শিকার করতে যেতেন। মূলত একটি জলাশয়ে যখন গ্রামের কিংবা এলাকার শত শত লোকজন একই সঙ্গে একই স্থানে মাছ শিকারে নেমে পড়েন, তখন জলাশয়ের জল ঘোলা হয়ে যেত। আর এতে করে ওই জলাশয়ে থাকা মাছগুলো জেগে উঠত। আর তখনই মাছ শিকারিরা মনের আনন্দে মাছ শিকার করে খালই বা পাতিলে ভরে বাড়িতে ফিরতেন। এই ছিল বাউত বা পলো উৎসবের আনন্দ।

    পলো উৎসবের জৌলুস আর আগের মতো নেই বললেই চলে। ‘মাছ পাওয়া যাক আর না যাক বাউত বা পলো উৎসব এ অঞ্চলের একটি ঐতিহ্যবাহী উৎসব। তবে বাউত উৎসব বর্তমান সময়ে আগের মতো সংখ্যায় বেশি না হলেও অতীত-ঐতিহ্য হিসেবে দেখা হয়ে থাকে। এখনো শাহজাদপুরের বিভিন্ন নদনদীতে পলো উৎসব চোখে পড়ে। প্রজন্ম থেকে প্রজন্মে ধ্বনিত হয় মাছ ধরার ঐতিহ্যবাহি কলরব।

  • উল্লাপাড়ায় ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার-ভোরের কণ্ঠ।

    উল্লাপাড়ায় ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার-ভোরের কণ্ঠ।

    উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃসিরাজগঞ্জের উল্লাপাড়ায় ২৮ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিলসহ শাকিল হোসেন ওরফে সুলতান(২১) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে হাইওয়ে থানা পুলিশ।

    জানা যায় উপজেলার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় শনিবার (৬ মার্চ)রাত দেড়টার সময় গোপন সংবাদের ভিত্তিতে হাইওয়ে থানা পুলিশ এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় তনোয় পরিবহন ঢাকা মেট্রো-ব-১৪-০৩০৬ দূরপাল্লার যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে উল্লেখিত মাদকসহ তাকে গ্রেফতার করা হয়।

    সুলতান জয়পুরহাট সদর থানার ইছুয়া খাত্তার গ্রামের মুনসুর আলীর ছেলে।

    এ ঘটনা নিশ্চিত করে হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজাহান আলী জানান নওগাঁর নজিপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা তনোয় পরিবহনে মাদক আসছে এমন সংবাদের ভিত্তিতে শনিবার রাত দেড়টার দিকে হাটিকুমরুল গোলচত্বর এলাকায় ওই দূরপাল্লার বাসটির গতিরোধ করে তল্লাশি চালানো হয়।
    এ সময় শাকিল হোসেনকে তল্লাশি করে ২৮ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়।
    গ্রেফতারকৃতর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

  • উল্লাপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু-ভোরের কণ্ঠ।

    উল্লাপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু-ভোরের কণ্ঠ।

    উল্লাপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু-ভোরের কণ্ঠ।

    উল্লাপাড়া (সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ফুলজোড় নদীর পানিতে ডুবে অরণ্য(৮)নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
    শুক্রবার দুপুরে মৃত্যুর ঘটনাটি হাটিকুমরু ইউনিয়নের  আমডাঙ্গা গ্রামে ঘটেছে। নিহত অরণ্য ওই গ্রামের সুফল কুমার হালদারের ছেলে।

    উপজেলার হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের সদস্য ওমর ফারুক সরকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান শুক্রবার দুপুরে নিহত অরণ্য তার খেলার সহপাটিদের সাথে ফুলজোড় নদীর পানিতে গোসল করতে নামে।  এ সময় অল্প পানিতে গোসলের ছলে খেলা করতে করতে বেশি পানিতে ডুবে যায় অরণ্য।

    ঘটনার এক পর্যায় নিহতের সহপাটিরা অরণ্যর পানিতে ডুবে যাওয়ার বিষয়টি তার পরিবারকে জানায়। এ সংবাদ শুনে স্বজনেরা নদীর পানিতে নেমে অনেক খোঁজাখুঁজির পর অরণ্যর মরদেহ উদ্ধার করে।

  • তাড়াশে  রক্তদান সংগঠনের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালন-ভোরের কণ্ঠ।

    তাড়াশে  রক্তদান সংগঠনের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালন-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জের তাড়াশে স্বেচ্ছায় রক্তদান সংগঠনের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।   শুক্রবার (৫ মার্চ) সকালে তাড়াশ ইসলামিলায়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সভা কক্ষে আমরা পেরেছি আমরাই পারবো, রক্ত দিয়ে অসহায় রোগীর প্রাণ বাঁচাবো’ এ স্লোগানকে নিয়ে   কেক কাটা, পুরষ্কার বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।

    তাড়াশ ইসলামিলায়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাড়াশের কৃতি সন্তান মেজর ডাঃ মোঃ আইনুল হক।

    এছাড়াও উপস্থিত ছিলেন, সংগঠনের সদস্য আল-আমিন আবিরের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, তাড়াশ ডিগ্রি কলেজের প্রভাষক (ইংরেজি) আব্দুল কাদের, সরকারী বঙ্গমাতা শেখ ফজ্জিলাতুননেছা মুজিব আইডিয়াল কলেজের প্রভাষক (আইসিটি) রুহুল আমিন, তাড়াশ মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, জেআই টেকনিক্যাল কলেজের প্রভাষক (ইংরেজি) আইয়ুব আলী, সংগঠনের সভাপতি দেলবার আহম্মেদ, সহ-সভাপতি মাসুম আহেম্মদ পরান, আমিরুল ইসলাম, সদস্য ইতি মিলন প্রমূখ।

    অনুষ্ঠানে শতাধিক রক্তদাতাদের মিলন মেলায় আলোচনা সভা শেষে সংগঠনের বিশেষ অবদান রাখার জন্য মিরাজ হাসান মুন্না, দেলবার আহম্মেদ, মাসুম আহেম্মদ পরান ও নাজমুল হক মেহেদী কে পুরুস্কৃত করা হয়।

  • নাগরপুরে এক দিনমুজুরের মরদেহ উদ্ধার-ভোরের কণ্ঠ।

    নাগরপুরে এক দিনমুজুরের মরদেহ উদ্ধার-ভোরের কণ্ঠ।

    টাঙ্গাইলের নাগরপুরে মো. ছবেদ আলী (৪২) নামের এক দিনমুজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে মামুদ নগর ইউনিয়নের চারাবাগ গ্রামের পরশ আলীর পুকুর থেকে মৃত দেহটি উদ্ধার করে পুলিশ।সে উপজেলার গোপালপুর রান্ধুনি পাড়া গ্রামের রমেজ আলীর ছেলে ।

    বিষয়টি নিশ্চিত করেছেন নাগরপুর থানার পরিদর্শক (তদন্ত) বাহালুল খান বাহার। এক ছেলে ও এক মেয়ের জনক ছবেদ আলী বিয়ের পর থেকে চারাবাগ গ্রামে তার মামা শ্বশুর রাইজুদ্দিনের বাড়িতে বসবাস করতেন। স্ত্রীর পরকিয়া প্রেমের কারনে সাংসারিক জীবনে স্ত্রীর সাথে তার বনিবনা ছিল না বলে স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে।

    প্রত্যক্ষদর্শী, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে প্রতিদিনের ন্যায় সে (ছবেদ) কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। সকাল ৭ টার দিকে পরশ আলীর পুকুরে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। মৃত ব্যক্তির কপালে ও মাথায় রক্ত ক্ষরণ হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ দিকে এলাকাবাসীর ধারনা কে বা কাহারা তাকে পরিকল্পিত ভাবে হত্যা করে লাশটি পুকুরে ফেলে গেছে ।

    স্থানীয় ইউপি সদস্য জরিনা বেগম জানান, মৃত ছবেদ আলী একজন দরিদ্র কৃষি শ্রমিক। আমার জানা মতে তার কোন শত্রু ছিল না। তবে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের টানাপড়েন ছিল দীর্ঘ দিনের। এটি নিছক দূর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যা এনিয়ে এলাকায় গুঞ্জনের ঝড় বইছে বলেও তিনি জানান।

    এ প্রসঙ্গে জানতে চাইলে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান জানান, লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়েছে। এ ঘটনায় নিহত ছবেদ আলীর ছেলে আলমগীর হোসেন থানায় অভিযোগ করেছেন। তদন্তপূর্বক পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

  • তাঁতবস্ত্রের প্রসারে অবদান রাখায় শাহজাদপুরে জান্নাত লোপাকে সংবর্ধনা-ভোরের কণ্ঠ।

    তাঁতবস্ত্রের প্রসারে অবদান রাখায় শাহজাদপুরে জান্নাত লোপাকে সংবর্ধনা-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জের শাহজাদপুরে উৎপাদিত তাঁতবস্ত্র অনলাইনের মাধ্যমে দেশ বিদেশে প্রসারে অবদান রাখায় শাহজাদপুরে জান্নাত লোপাকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে শাহজাদপুর উপজেলা পরিষদের শহিদ স্মৃতি সম্মেলন কক্ষে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়েছে।

    জানা যায়, জনপ্রিয় বিপণন প্রতিষ্ঠান ‘সোনার তরী’র স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জান্নাত লোপা ঐতিহ্যবাহী তাঁতবস্ত্র উৎপাদন ও বিপণন করে আসছেন। ড়িসবহ ধহফ ব-পড়সসবৎপ ভড়ৎস (ডঊ) এর সহযোগীতায় জান্নাত লোপা নিজস্ব ডিজাইনের তাঁতের থ্রি-পিছ, গামছাসহ সিরাজগঞ্জের শাহজাদপুরে উৎপাদিত ঐতিহ্যবাহী তাঁতবস্ত্র দেশের গন্ডি পেরিয়ে বিশ্বদরবারে বাণিজ্যিকভাবে তুলে ধরছেন।

    এর ফলে ঐতিহ্যবাহী তাঁতশিল্প যেমন পুনরুজ্জীবিতকরণে ভূমিকা রাখছেন তেমনি তাঁতশিল্প নিয়ে কাজ করা নারী উদ্যোক্তাদের অনুপ্রেরণা যুগিয়ে আসছেন।

    ঐতিহ্যবাহী তাঁতবস্ত্র দেশ বিদেশে তুলে ধরতে বিশেষ অবদান রাখায় সোনার তরীর স্বত্বাধিকারী শাহজাদপুরের জান্নাত লোপা কে সিরাজগঞ্জ জেলা তাঁত মালিক সমিতি, উপজেলা তাঁতবস্ত্র ব্যবসায় সমিতি, শাহজাদপুর কাপড় হাট কাপড় ব্যবসায়ী সমিতি, তাঁত শ্রমিক ইউনিয়ন, উপজেলা তাঁতী লীগ ও তাঁত বোর্ডের ৫ ও ৬ নং ওয়ার্ড মাধ্যমিক তাঁতী সমিতির পক্ষ থেকে সংবর্ধনা ও বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে।

    এদিন সকালে শাহজাদপুরে উপজেলা শহিদ স্মৃতি সম্মেলন কক্ষে জেলা তাঁত মালিক সমিতির সভাপতি বীরমুক্তিযোদ্ধা হায়দার আলীর সভাপতিত্বে ও সাংবাদিক কোরবান আলী লাভলুর সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, ওসি শাহিদ মাহমুদ খান, শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি বিমল কুন্ডু, প্রেসক্লাব শাহজাদপুরের সাধারন সম্পাদক ওমর ফারুক, প্রধান শিক্ষক কামরুন্নাহার লাকী, তাঁতী ও শ্রমিক সংগঠনের নেতা আল মাহমুদ, আলমাছ আনছারী, টিপু সুলতান, আবু শামীম সূর্য্য প্রমুখ।

    পরে ৬ সংগঠনের নেতৃবৃন্দ ও অতিথিবৃন্দ জান্নাত লোপার হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

  • সিরাজগঞ্জের তাড়াশে গাজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জের তাড়াশে গাজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জের তাড়াশে গাজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ৩ ফেব্রুয়ারী বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উপজেলার সগুনা ইউনিয়নের চরকুশাবাড়ী খামার পাড়া গ্রামের  মৃত আকবার আলীর ছেলে জহুরুল ইসলামকে গাজাসহ আটক করেন। ব্যবসায়ীর বসত বাড়ীতে অভিযান চালিয়ে ০৩ কেজি ৮শ গ্রাম গাজা ও মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১টি মোবাইল ফোন সহ জহুরুলকে গ্রেফতার করে র‍্যাব ১২’র সদস্যরা।

    র‍্যাব-১২’র ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মুহাম্মাদ মহিউদ্দিন মিরাজ’র নেতৃত্বে একটি দল এ কর্মকান্ড পরিচালনা করেন।

    সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানায় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়স্ত্রন আইনের ৩৬(১)’র ধারায় মামলা দিয়ে উদ্ধার কৃত মালামালসহ আসামীকে তাড়াশ থানায় হস্তান্তর করা হয়েছ।

     

  • বিরামপুরে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা।

    বিরামপুরে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা।

    দিনাজপুরের বিরামপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে (৪ মার্চ) বৃহস্পতিবার সকাল ১১ঘটিকায় নবনির্বাতিত বিরামপুর পৌরসভার মেয়র ও কাউন্সিলরবৃন্দের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার এর সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পরিচিতি ও মত বিনিময় সভায় বক্তব্য রাখেন-উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শীবেষ কুন্ডু ও নাড়ু গোপাল কুন্ডু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক মাস্টার, বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান, বিরামপুর মহিলা কলেজের অধ্যক্ষ শিশির কুমার ও উপাধ্যক্ষ মেজবাউল হক, বিরামপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ অদৈত্য কুমার অপু,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিনারা বেগম, পিআইও কাওছার আলী,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সমাজসেবা কর্মকর্তা রাজুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম,সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হবিবর রহমান,বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা,মোহনা টিভির বিরামপুর প্রতিনিধি আকরাম হোসেন,বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান হোসেন, বিরামপুর উপজেলা কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিহুর রহমান প্রমুখ।

    এছাড়াও নবনির্বাতিত পৌর পরিষদের সকল কাউন্সিলরবৃন্দ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরবৃন্দ, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ, ইউপি চেয়ারম্যান,উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,বিরামপুর ব্যবসায়ী সমিতির সভাপতি ও সম্পাদক, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

     

  • ফুলবাড়ীতে নবনির্বাচিত পৌর মেয়রকে ব্যাবসায়ী সমিতির সংবর্ধনা-ভোরের কণ্ঠ।

    ফুলবাড়ীতে নবনির্বাচিত পৌর মেয়রকে ব্যাবসায়ী সমিতির সংবর্ধনা-ভোরের কণ্ঠ।

    দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার নবনির্বাচিত মেয়র বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক শিল্পপতি আলহাজ্ব মোঃ মাহমুদ আলম লিটনকে সংবর্ধনা প্রদান করেছেন ফুলবাড়ী থানা ব্যবসায়ী সমিতি ও তরুণ ব্যবসায়ী সমিতি।

    বুধবার রাত ৮টায় ব্যবসায়ী সমিতির অফিস চত্বরে ফুলবাড়ী থানা ব্যবসায়ী সমিতি ও তরুণ ব্যবসায়ী সমিতির যৌথ উদ্যোগে এই সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে ফুলবাড়ী ব্যবসায়ী সমিতির অন্যতম সদস্য ও দিনাজপুর জেলা পরিষোদ সদস্য আলহাজ মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন নবনির্বাচিত পৌর মেয়র আলহাজ মাহমুদ আলম লিটন।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর আব্দুর জব্বার মাসুদ,পৌর কাউন্সিলর মমতাজুর রহমান পারভেজ,পৌর কাউন্সিলর সৈয়দ সামিউল ইসলাম সোহেল,ব্যবসায়ী সমিতির অন্যতম সদস্য সহকারী অধ্যাপক শেখ সাবীর আলী,সকল্প সোসাইটির নির্বাহী পরিচালক ও ব্যবসায়ী নেতা এমএ কাইয়ুম, স্বর্ণশিল্পি শ্রমিক ইউনিয়নের সভাপতি মানিক মন্ডল, তরুন ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মতিন, সাধারন সম্পাদক মমিনুল ইসলাম,দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সাবেক কাউন্সিলর গোলাফ্ফর হোসেন প্রমুখ। এসময় উপজেলার সর্বস্তরের ব্যবসায়ী শ্রমিক নেতা সাংবাদিক ও সুধি সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

    সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন ব্যবসায়ীগণ ফুলবাড়ী পৌরসভার নবনির্বাচিত মেয়র মাহমুদ আলম লিটনকে ফুলেল শুভেচ্ছা ও সন্মাননা ক্রেস্ট প্রদান করে সংবর্ধনা প্রদান করেন।

  • শর্শায় ফেন্সিডিল ও গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক’১-ভোরের কণ্ঠ।

    শর্শায় ফেন্সিডিল ও গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক’১-ভোরের কণ্ঠ।

    যশোরের শর্শায় ফেন্সিডিল ও গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।যশোরের শার্শা শিকারপুর সীমান্ত থেকে ২৪ কেজি গাঁজা ও ২৮৪ বোতল ফেন্সিডিলসহ মোহাম্মদ আলী নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার ভোরে সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী বেনাপোল পোর্ট থানার শাখারীপোতা গ্রামের হান্নান মিয়ার ছেলে।

    ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা জানান গোপন সংবাদের ভিত্তিতে শিকারপুর ক্যাম্পের হাবিলদার সাইবুর এর নেতৃত্বে নারকেল পাড়া গ্রাম এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ২৪ কেজি গাঁজা ও ভারতীয় ২৮৪ বোতল ফেন্সিডিল সহ মাদক পাচারকারী হাতেনাতে আটক করা হয়।
    তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।