Author: admin

  • কলাপাড়ায় খাঁদে পড়ে মোটর সাইকেল চালক নিহত-ভোরের কণ্ঠ।

    কলাপাড়ায় খাঁদে পড়ে মোটর সাইকেল চালক নিহত-ভোরের কণ্ঠ।

    পটুয়াখালীর কলাপাড়ায় মোটর সাইকেল নিয়ন্ত্রন হারিয়ে খাঁদে পড়ে  রুবেল হোসেন (২৮) নামের এক ভাড়াটিয়া মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে । রবিবার রাত ১০ টার দিকে কলাপাড়া-কুয়াকাটা সড়কের ইউসুফপুর নামক এলাকায় এ মোটর সাইকেল দুর্ঘটনা ঘটনা  ঘটে। রুবেল কুয়াকাটার পাঞ্জুপাড়া গ্রামের মো.লাল মিয়া হাওলাদারের ছেলে । সে কলাপাড়া-কুয়াকাটা সড়কে মোটর সাইকেল যোগে  ভাড়ায় যাত্রী আনা-নেয়ার কাজ করতো। ঘটনার দিন সে কুয়াকাটা থেকে যাত্রী নিয়ে পটুয়াখালী শহরে গিয়েছিল । পটুয়াখালি শহর থেকে ফেরার পথে সে এ দূঘর্টনার শিকার হয় ।

    কলাপাড়া উপজেলার মহিপুর থানার ওসি মো.মনিরুজ্জামান জানান, ঘটনা স্থল থেকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে । এ ঘটনায় একটি ইউ,ডি মামলা হয়েছে।

  • পুকুরে পুঁতে রাখা ককটেল বিস্ফোরণে ৫ বছরের শিশু আহত-ভোরের কণ্ঠ।

    পুকুরে পুঁতে রাখা ককটেল বিস্ফোরণে ৫ বছরের শিশু আহত-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জের শাহজাদপুরে হাবিবুল্লাহ নগর ইউনিয়নের শ্রীফলতলা গ্রামের আব্দুল সালাম ( মাখন) এর পুকুরে পুতে রাখা ককটেল বিস্ফোরণে গুরুতর আহত হয়েছে আব্দুল্লাহ (৫) নামক এক শিশু। আব্দুল্লাহ একই গ্রামের গোলাম মোস্তফার ছেলে। আজ সোমবার বেলা ১১ টায় উপজেলার শ্রীফলতলা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছেন।

    এলাকাবাসী ও আহতের পরিবার সূত্রে জানা যায়, শ্রীফলতলা গ্রামের আব্দুস সালাম (মাখন) এর পুকুর থেকে মাটি কেটে বাড়িতে ফেলা হচ্ছিল। এসময় পুকুর থেকে তুলে আনা মাটির মধ্যে বলের মত কিছু একটা দেখতে পায় এবং তা তুলে নিয়ে খেলা করছিল আব্দুল্লাহ। তখন হঠাৎই বিকট শব্দে ফেটে পড়ে। সবাই আঁতকে উঠে শিশুটির কাছে গিয়ে দেখতে পায় গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছে আব্দুল্লাহ।

    এসময় পাশে থাকা শিশুটির স্বজনেরা উদ্ধার করে প্রথমে উপজেলা সাস্থ্য কম্পেলেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়া জিয়া মেডিকেল এ নেওয়া হয়েছে। বাড়ির পাশের পুকুরে পুতে রাখা ককটেল বিস্ফোরণের ঘটনায় এলাকার লোকজনের মধ্যে চরম আতংক বিরাজ করছে।

    এ ব্যাপারে শাহজাদপুর থানার ওসি (তদন্ত) কমল কুমার দেবনাথ জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিস্ফোরণের জায়গা থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

  • সিরাজগঞ্জে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালন-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালন-ভোরের কণ্ঠ।

    করোনাকালে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব” শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা” -এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় সিরাজগঞ্জে জেলাপ্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে।

    সোমবার বেলা ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দীন সম্মেলনে কক্ষে সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ এর সভাপতিত্বে এবং সম্মিলিত সাংস্কৃতিক জোট এবং প্রেসক্লাবে সভাপতি মোঃ হেলাল আহমেদ এর সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন , জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব বীরমুক্তিযোদ্ধা কে, এম হোসেন আলী হাসান, সিরাজগঞ্জ ও পাবনা সংরক্ষিত মহিলা আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী মহিলা লীগের সভানেত্রী সেলিনা বেগম স্বপ্না , অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ মনির হোসেন, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা সিরাজী, সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস, এম নাসিম রেজা নুর দিপু , মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা হাসান হেনা, এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোঃ মিজানুর রহমান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আলহাজ্ব ডাঃ মোঃ আক্তারুজ্জামান ভূঁইয়া, এন এস আই যুগ্ম পরিচালক আবু তাহের মোঃ পারভেজ , জেলা আনসার – ভিডিপি কমান্ড্যান্ট মির্জা সিফাত- ই -খোদা, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান এ্যাডঃ শামীমা ইয়াসমিন রিমা , সুখ এনজিওর নির্বাহী পরিচালক মোঃ আনোয়ার হোসেন , ব্র্যাক সমন্বয়কারী রইস উদ্দিন, সিরাজগঞ্জ পৌরসভা সংরক্ষিত মহিলা কাউন্সিলর রুমানা রেশমা, স্বপ্না হাবিবা, মিরা খাতুন, তহমিনা খাতুন মিনা সহ বিভিন্ন এনজিও নারী নেতৃবৃন্দরা ।

    এতে স্বাগত বক্তব্য রাখেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক কানিজ ফাতেমা।
    সভায় বক্তারা বলেন,আমরা যদি আমাদের পরিবারের দিকে তাকাই তাহলে নারীর প্রতি শ্রদ্ধাবোধ অনেকাংশে বেড়ে যাবে এবং নারী নির্যাতন ও নারীর প্রতি সহিংসতা একবারেই কমে আসবে।

    বিশ্বের উন্নয়নে নারীর অবদান স্বীকৃত। বক্তারা আরও বলেন, দেশে প্রতিবছর কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ অনেকাংশে বেড়েই যাচ্ছে যা আমাদের নারী আন্দোলনের ফল। বাংলাদেশ নারীর ক্ষমতায়ন ও নারীর অধিকার আদায়ে বিশ্বের দরবারে প্রসংশা কুড়িয়েছে। তবে দেশে দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন নিশ্চিত হলে নারীরা আরও অনেক এগিয়ে যাবে। এক্ষেত্রে দেশের সরকারসহ আমাদের সকলের উচিৎ নারীদের সুযোগ সৃষ্টি করে দেয়া।

    এসময় প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মজিদ সরকার,মল্লিকা মহিলা উন্নয়ন সংস্থা নির্বাহী পরিচালক শিরিন ফেরদৌসী সুমি,নারী নেত্রী রাজিয়া শিউলী , হুনফা খাতুন , এ্যাডঃ সেলিনা পারভীন পান্না, অপুবারী, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাহিমা আল আশরাফ , ক্রেডিট সুপার বাবুল আক্তার সহ বিভিন্ন দপ্তরে কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন।

  • তাড়াশে যথাযোগ্য মর্যাদায়  আন্তর্জাতিক নারী দিবস পালন-ভোরের কণ্ঠ।

    তাড়াশে যথাযোগ্য মর্যাদায়  আন্তর্জাতিক নারী দিবস পালন-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জের তাড়াশে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব’ এই প্রতিপাদ্যকে নিয়ে ৮ মার্চ সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয় অধিদফতরের যৌথ আয়োজনে এ দিবস পালন করা হয়।

    উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান,প্রভাষক মর্জিনা ইসলাম, কৃষি অফিসার লুৎফুন্নাহার লুনা, সমাজসেবা অফিসার একেএম মনিরুজ্জামান ,মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা নাসরিন,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুর মামুন, সমবায় কর্মকর্তা মঞ্জুয়ারা পারভীন সহ বিভিন্ন অধিদফতরের কর্মকর্তা বৃন্দ, উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি মহসীন আলী,সাংগঠনিক সম্পাদক সোহেল রানা সোহাগ,নারী সংগঠনের নেতীবৃন্দ।

    এ অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরুন্নবী।

     

  • নলডাঙ্গায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন-ভোরের কণ্ঠ।

    নলডাঙ্গায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন-ভোরের কণ্ঠ।

    নলডাঙ্গা(নাটোর) প্রতিনিধিঃ নাটোরের নলডাঙ্গা উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস ২০২১ উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    সোমবার(৮ মার্চ) সকাল ১১টায় নলডাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর, নলডাঙ্গা নাটোরের আয়োজন উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন,উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন।

    করোনাকালে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব প্রতিপাদ্য নিয়ে উক্ত আলোচনা সভায় মামুনুর রশীদ তোতার সঞ্চালনায় বক্তারা বক্তব্য রাখেন।

    এসময় উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ আসাদুজ্জামান আসাদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ শিরিন আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ শাহিনুর খাতুন, উপজেলা কৃষি অফিসার মোছাঃ ফৌজিয়া ফেরদৌস, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুস শুকুর সহ প্রমুখ।

  • নওগাঁ জেলা পুলিশের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত-ভোরের কণ্ঠ।

    নওগাঁ জেলা পুলিশের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত-ভোরের কণ্ঠ।

    বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে নওগাঁ জেলা পুলিশের আয়োজনে আনন্দ উদযাপন অনুষ্ঠিত হয়েছে।

    আজ রবিবার বিকালে জেলা পুলিশ নওগাঁর পক্ষ হতে নওগাঁ জেলার সুযোগ্য পুলিশ সুপার প্রকৌশলী জনাব আবদুল মান্নান মিয়া বিপিএম মহোদয়ের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জনাব মোঃ রকিবুল আক্তার পুলিশ লাইন মাঠে অনুষ্ঠানে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালে ভাষন শেষে কেক কাটা।

    ঐতিহাসিক ৭ ই মার্চ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ। এছাড়াও প্রতিটি থানায় পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়।

    শেষে নওগাঁ পুলিশ লাইন স্থানীয় শিল্পীদের গানের মাধ্যমে হাজারো দর্শকদের মাতিয়ে তোলেন।

  • বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণে নলডাঙ্গা পুলিশের আনন্দ উদযাপন-ভোরের কণ্ঠ।

    বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণে নলডাঙ্গা পুলিশের আনন্দ উদযাপন-ভোরের কণ্ঠ।

    নলডাঙ্গা(নাটোর) প্রতিনিধিঃ নাটোরের নলডাঙ্গা থানা পুলিশ ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন অনুষ্ঠানের আয়োজন করেন।

    নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের, নলডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, নলডাঙ্গা পৌরসভার মেয়র মনিরুজ্জামান মনির, উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব আব্দুস শুকুর, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মুকু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শিরীন আক্তার, ভাইস-চেয়ারম্যান আব্দুল আলীম, স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা।

    সন্ধ্যার পরে নলডাঙ্গা থানা পুলিশ ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

  • কেন্দ্রীয় যুবদল নেতার অকাল মৃত্যু;কলাপাড়ায় শোকসভা ও দোয়া-ভোরের কণ্ঠ।

    কেন্দ্রীয় যুবদল নেতার অকাল মৃত্যু;কলাপাড়ায় শোকসভা ও দোয়া-ভোরের কণ্ঠ।

    বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান জামান গাজীর অকাল মৃত্যুতে কলাপাড়ায় শোকসভা ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার সন্ধ্যার পর নতুনবাজারস্থ স্থানীয় বিএনপি কার্যালয় এ শোকসভা ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়।

    কলাপাড়া উপজেলা যুবদলের ১নং যুগ্ন-আহ্বায়ক মো: হারুনর-রশীদের সঞ্চালনায় শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন-সাধারন সম্পাদক গাজী মো: ফারুক, সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের আহ্বায়ক গাজী মো: আক্কাস।

    এসময় শোকসভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র যুগ্ন-সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী বিএনপি নেতা সবুজ গাজী, পৌর বিএনপি’র যুগ্ন-সম্পাদক ও সাবেক কাউন্সিলর এমরান বিশ্বাস, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এ্যাভোকেট খন্দকার নাসির উদ্দিন, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জুয়েল সিকদার, উপজেলা যুবদল নেতা মো: শামীম, রাসেল কবির মুরাদ, ফোরকান তালুকদার,  সার্জেন্ট শামসুল হক, দোয়েল সিকদার, সোলায়মান পিন্টু, পাজী সুমন, পৌর যুবদলের আহ্বায়ক কামরুজ্জামান কাজল তালুকদার, উপজেলা যুবদল নেতা সাবেক জিএস মোস্তাফিজুর রহমান, আবুল কালাম আজাদ, উপজেলা সেচ্ছাসেবকদল নেতা ঢালী রুহুল অভি, পৌর সেচ্ছাসেবকদল নেতা কল্লোল বিশ্বাস, অকাল প্রয়াত কেন্দ্রীয় যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান জামানের বাই জাহিদ হোসেন জুয়েল গাজীসহ যুবদল, ছাত্রদল, সেচ্ছসেবকদল, শ্রমিকদল, কৃষকদল, ওলামাদল ও তার সকল সহযোগী অংগ-সংগঠনের নেতা-কর্মী, সমর্থকবৃন্দ।

    শোকসভা শেষে কেন্দ্রীয় বুবদল নেতা জামান গাজীর অকাল মৃত্যুতে তার রুহের মাগফেরাত কামনা ও শোকসমপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়। দোয়া-মোনাজাত পরিচালনা করেন নতুনবাজার জামে মসজিদের ইমাম মো: শাকুর আহমেদ।

  • নন্দীগ্রামে নানান আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত-ভোরের কণ্ঠ।

    নন্দীগ্রামে নানান আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত-ভোরের কণ্ঠ।

    বগুড়ার নন্দীগ্রামে নানান আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে। এই উপলক্ষে ৭্ই মার্চ নন্দীগ্রাম উপজেলা হল রুমে উপজেলা প্রসাশনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতারের সভাপতিত্বে এবং ইউআরসি ইন্সট্রাক্টর শাকিল আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নন্দীগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ।

    অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রী দুলাল চন্দ্র মহন্ত, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম, কৃষি অফিসার আদনান বাবু, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন প্রমূখ।

    অপরদিকে বিকেল ৩টায় নন্দীগ্রাম থানা পুলিশের আয়োজনে থানা প্রাঙ্গনে ৭ই মার্চ উপলক্ষে কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলামের সভাপতিত্বে এবং এসআই বিকাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নন্দীগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ।

    অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার, পৌর মেয়র আনিছুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রী দুলাল চন্দ্র মহন্ত, মহীলা ভাইস চেয়ারম্যান শ্রাবনী আক্তার বানু, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম প্রমূখ। উক্ত আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

  • ৩ দফা দাবীতে কয়লাখনি শ্রমিকদের বিক্ষোভ ও অবস্থানকর্মসুচি-ভোরের কণ্ঠ।

    ৩ দফা দাবীতে কয়লাখনি শ্রমিকদের বিক্ষোভ ও অবস্থানকর্মসুচি-ভোরের কণ্ঠ।

    দিনাজপুরের ফুলবাড়ীর পার্শ্ববর্তী বড়পুকুরিয়া কয়লাখনির প্রধান ফটক উন্মুক্ত করণসহ তিন দফা দাবিতে তিনদিন ধরে খনির ভিতরে ও বাহিরে বিক্ষোভ মিছিলসহ অবরোধ ও অবস্থান কর্মসূচি পালন করছেন করোনায় লকডাউনে থাকা শ্রমিকরা। তাদের সঙ্গে সংহতি জানিয়ে খনির গেটে অবস্থান নিয়েছেন বাইরে থাকা শ্রমিকরাও।

    এদিকে পরিস্থিতি স্বাভাবিক করতে রবিবার বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মো. কামরুজ্জামানের সাথে প্রায় চার ঘন্টা আলোচনায় বসেন দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকি, জেলা পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন বিপিএম (বার), পার্বতীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুল ইসলাম প্রামাণিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাশিদ কায়সার রিয়াদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেনসহ নেতৃবৃন্দ।

    খনি শ্রমিক সূত্রে জানা গেছে, বৈশ্বিক করোনা মহামারি পরিস্থিতিতে লকডাউনের কারণে গত বছরের ২৬ মার্চ থেকে বন্ধ হয়ে যায়, খনির কয়লা উৎপাদন। গত বছরের ১২ সেপ্টেম্বর থেকে কোভিড-১৯ পরীক্ষার মাধ্যমে শ্রমিকদের ভেতরে নেওয়া হয়। এ পর্যন্ত প্রায় এক হাজার খনি শ্রমিকের মধ্যে ৬০৪ জন শ্রমিককে ভেতরে রেখে খনির কয়লা তোলার কাজ শুরু হয়।

    শ্রমিকরা জানান, তাদের বিধি-নিষেধ দিয়ে বাইরে বের হওয়া বন্ধ করে দেওয়া হয়। খনির ভেতর প্রায় সাত মাস ধরে অবরুদ্ধ শ্রমিকরা গত শুক্রবার (৫ মার্চ) দুপুর থেকে প্রধান গেটে জড়ো হয়ে কর্মসূচি হতে থাকেন।

    বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম রবি ও সাবেক সাধারণ সম্পাদক নূর ইসলাম বলেন, দেশের সবকিছুই স্বাভাবিক হয়েছে শুধুমাত্র কয়লাখনিতেই চলছে লকডাউন। আমাদের দাবি, খনির চলমান লকডাউন প্রত্যাহার করে সকল শ্রমিকদেরকে ভ্যাকসিন প্রয়োগের মাধ্যমে স স কর্মস্থলে যোগদান করাতে হবে এবং খনির প্রধান ফটক উন্মুক্ত করতে হবে, সকল শ্রমিকের প্রোফিট বোনাসসহ বকেয়া বেতন ভাতা ও উৎসব ভাতা প্রদান করাসহ শ্রমিকদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।

    উল্লেখিত দাবিগুলো বাস্তবায়নের দাবিতে তিনদিন ধরে খনির ভিতরে ও বাহিরে বিক্ষোভ মিছিলসহ অবরোধ ও অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে। তারা আরো বলেন, খনি কতর্ৃপক্ষের সিদ্ধান্ত না জানা পর্যন্ত আমাদের কোন নতুন কর্মসূচি গ্রহণ করা হবে না।

    পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নশিদ কায়সার রিয়াদ বলেন, শ্রমিকদের আন্দোলনের বিষয়ে জেলা প্রশাসকসহ কনি কতর্ৃপক্ষের সাথে আলোচনা করা হয়েছে। বিষয়টি মন্ত্রাণলায়ে জানানো হয়েছে। পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।
    বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মো. কামরুজ্জামান বলেন, শ্রমিকদের আন্দোলনের বিষয়ে জেলা প্রশাসনের সাথে আলোচনায় বসা হয়েছিল। আলোচনা শেষে বিষয়টি ঊর্ধ্বতন কর্তপক্ষকে জানানো হয়েছে। এছাড়াও বাহিরের শ্রমিকদের ভিতরে প্রবেশ এবং বেতন ভাতার বিষয়ে চিনা ঠিকাদারকে কর্মপরিকল্পনা করা কথা বলা হয়েছে।

    এ বিষয়ে দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকি’র অফিসিয়াল মুঠোফোনে (০১৭১৩ ২০১৬৮৫) একাধিকবার ফোনকল করা হলে তিনি ফোনকলটি গ্রহণ করেন’নি।

    এদিকে সকাল থেকেই খনিএলাকায় শ্রমিকদেরকে আন্দোলন করতে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে  খনিএলাকায় অতিরিক্ত পুলিশসহ ডিবি, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) মোতায়েন করা হয়েছে।